এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • শিবদাস ইউ সি ইন্ডিয়া : সুসি-সম্বন্ধে যে যা জানেন

    একক
    অন্যান্য | ২৯ ডিসেম্বর ২০১৪ | ৩৫৯৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | 24.99.195.113 | ২৯ ডিসেম্বর ২০১৪ ১৫:৪৯654763
  • সোসালিস্ট দের একশো ফ্লেভারের একটি । কী ঝার্পিট দেয় রে ভাই !! বিপ্লব ফিপ্লবের বুলি না একদম উউদুম খামচাখামচি ! ব্যক্তিগত ভাবে আমি এদের মধ্যে আগামী দিনের মার্সেনারি পলিটিক্স এর রসদ দেখতে পাই । লেলিয়ে দাও ,কেলিয়ে আসবে !! পুরো প্রাইভেট প্রটেস্টর ।

    আপনেরা কে কী দেকতে পান লিকতে থাকুন ! :))
  • potke | 126.202.9.82 | ২৯ ডিসেম্বর ২০১৪ ১৮:৩১654790
  • ekak, maairi :D
  • কল্লোল | 111.63.214.107 | ২৯ ডিসেম্বর ২০১৪ ২০:১৬654801
  • ওবাব্বা। আজকাল সুসিরা ঝাড়পিট করে নাকি? আমি তো ১৯৭৭এর পরও যোগমায়া দেবী কলেজে মমতার হাতে ওদের ক্যাল খেতে দেখেছি। মাইরী, নিজের চোখে। বাম আমলে ট্রাম-বাসভাড়া বৃদ্ধির বিরুদ্ধে মিছিলও সুসি পুলিশ ও সিপিএমের হাতে ক্যাল খেয়েছে বিস্তর।
    আমাদের সময় তো ওরা মোড়ে মোড়ে শিবদাসবাবুর বই বিক্কিরি করতো আর চাঁদা তুলতো কৌটোয়। প্রচুর মহিলা ছিলেন। আর হোলটাইমারেরা কমিউনে থাকতেন।নানা প্রকার তর্কে ওদের খুবই উৎসাহ ছিলো। যৌথ কর্মসূচীতে নিজেদের ঝান্ডায় ছয়লাপ করে দিতো। প্রায় এক একজন দুহাতে দুটো ঝান্ডা নিয়ে চলে আসতো।
  • | 183.17.193.253 | ২৯ ডিসেম্বর ২০১৪ ২০:৩৮654812
  • মাধাই হালদারের মৃত্যুর পর প্রায় সব মিছিলে ওরা ঝাঁপিয়ে পড়ে গ্রেপ্তার হতেন,এবং মার খেতেন।

    অন্যদলের হিংসুক সদস্যরা ওদের এই সামনে এসে মার খাওয়ার অদম্য সাহস কে ফুটেজ খাওয়ার চেষ্টা নামে কালিমালিপ্ত করতেন।

    তেরো পার্টির জোটের সব মিছিলে ডিএস ও ছেলেমেয়েদের দেখে ভক্তিশ্রদ্ধা জাগতো। সর্বদা গম্ভীর এবং সিরিয়াস মুখে ওরা ঘুরে বেড়ানোর জন্যে ওরা বিখ্যাত ছিলেন।

    পার্টি মিছিলে দলে দলে দঃচঃ প থেকে খুব কমবয়সী স্কুলপড়ুয়ারা আসতো। কাঁধে বইয়ের ব্যাগ, স্কুলের পোশাক- অন্য কোন দলের মিছিলে এটা দেখা যেত না( নয়ের শুরুতে)

    মহিলারা সংখ্যায় বেশ নজরে পড়ার মত ছিলেন। প্রত্যেককে দেখলে মনে হত সবাই খুব গভীর কোনো চিন্তায় আচ্ছন্ন। সাদা শাড়ি সম্ভবত ওদের ড্রেস কোড ছিলো। হাসি,হাল্লাগোল্লা ওদের কখনো করতে দেখিনি।

    শিবদাসের নাম ও আদর্শের বানী মাঝে মধ্যে ছেঁকা দেওয়ার মত করে সব বক্তব্যে উপস্থিত হত( মনে রাখতে হবে তখনো 'পুতুল' সংক্রান্ত দলাদলি,কালি মাখামাখি বাজারে উপস্থিত হয় নি) সকলেই শিবদাসীয় দর্শনে গভীর বিশ্বাস রাখতেন।
  • Ekak | 24.96.8.69 | ২৯ ডিসেম্বর ২০১৪ ২০:৫০654823
  • এই দ্যাকো । পেথ্যমেই প্যান্টুল টেনে ধললে ওনারা এখানেও আসবেননা :/ আমি মমতার হাতে ক্যাল খেতে দেখিনি তবে সিপুএম রা ওদের ক্যালাতো বললে কম হয় উদুম র্যাগিং কত্ত :)) উফ ওই গম্ভীর মুখ !!

    এসব অশৈল কথা থাক । গুরুতে এতরকম সোশালিস্ট তার মধ্যে সুসি ও নিশ্চই আছেন । আপনাদের হম্বিতম্বি তে মুখ ফুটে কইতে পারেন্না । সুশিরা জেগে উঠুন !
  • . | 59.207.231.109 | ২৯ ডিসেম্বর ২০১৪ ২১:০৯654834
  • ওদের আমরা ভালবেসে এসশুই বলে ডাকতাম।
  • | ২৯ ডিসেম্বর ২০১৪ ২১:৩০654845
  • আরে এরাই সেই চিন্তাভাবনায় আর এস এসের মিরর ইমেজ না? সেই 'অপোসমোসকিতি'র ধুয়ো আর সেই গম্ভীর মুখ! উফ!

    রোবু একবার ওদের কাদের যেন বেশ চেটেছিল।
  • jhiki | 121.95.121.45 | ২৯ ডিসেম্বর ২০১৪ ২১:৩৯654856
  • আমার পরিচিত একমাত্র সুসি বিপ্লবী বর্তমানে গলায় কন্ঠী ধারণ করে কীর্তন দলের সাথে ঘুরে বেড়ান। আশির দশকে তিনি চরম প্রতিবাদী ছিলেন!!
  • pi | 192.66.63.194 | ৩০ ডিসেম্বর ২০১৪ ০০:২০654867
  • আমার চেনা এক সুসি এখন বিক্ষুব্ধ সুসি বা দলত্যাগীও হতে পারেন। আগে সমকামিতা নিয়ে আর এস এস মার্কা বক্তব্য রাখতে শুনেছিলাম, এখন দেখি অবস্থান বদলেছেন।
  • pinaki | 90.254.154.105 | ৩০ ডিসেম্বর ২০১৪ ০০:৩৬654764
  • সমকামিতা তো অনেক দূরের কথা। ওনারা কোএডুকেশনও চান না যদ্দূর জানি।
  • সে | 188.83.87.102 | ৩০ ডিসেম্বর ২০১৪ ০৩:৩৮654775
  • চশমা নিতে হবে। সুশি ভেবে লিঙ্কটা খুললাম। সুশি খেতে খুব ভালোবাসি কিনা। সুসি বুঝি নি। নো মন্তব্য।
  • কল্লোল | 111.63.80.144 | ৩০ ডিসেম্বর ২০১৪ ০৫:৪৩654782
  • আহা! সুশি বড় সুখাদ্য (সুসি নয়)।
  • dd | 132.172.87.112 | ৩০ ডিসেম্বর ২০১৪ ০৯:৪০654783
  • আমার আল্লি যইবনে (কালেজ পড়া কালীন)আমি বেশ সুসির কাছাকাছি গেছিলাম। অনেক মিটিং অ্যাটেন করেছিলেম। ধর্মতলার আপিসেও যেতেম।

    একটা রিলিজিয়াস কাল্টের মতোন ব্যাপার ছিলো। তিন জন চার জন নিত্যই আমাকে নানান কনভেনশন হ্যান ত্যানে ডাকতো,বই দিতো,জ্ঞান দিতো। কিন্তু তক্কো নয়। খুব মৃদু ভাবে নকু থেকে সুসিতে উত্তরণের পথ।

    কিন্তু আমি ক্যামন সরাৎ করে পিসলে গ্যালাম। আর এখন তো স্রেপ লরেন পার্টী করি।

    কিন্তু ঐ কাল্টের ব্যাপারটা মনে আছে। সারা জীবনটাই কিরম একটা ঘোরের মধ্যে কাটানো।
  • Ishan | 183.17.193.253 | ৩০ ডিসেম্বর ২০১৪ ০৯:৫৮654784
  • এসুসির ছেলেমেরা নির্মম ভাবে মার খেতে পারে, অন্তত আগে পারত। বাকি যাই হোক, এইটা প্রশংসা।
  • b | 135.20.82.164 | ৩০ ডিসেম্বর ২০১৪ ১১:৩৮654785
  • হাওড়া স্টেশনের এক নং প্ল্যাটফর্মের ধারে যে শৌচালয় আছে তার মুখে ওনারা দল বেঁধে কৌটো নিয়ে ডাঁইড়ে থাকতেন। ধরুন আপনাকে ছটা পনেরোর ব্যান্ডেল লোকাল ধরতে হবে, ট্রেন দেবো দেবো কচ্ছে আবার একটু হালকাও হতে হবে। যেমতি ছুটে ঢুকতে যাচ্ছেন সংগে সংগে দেখলেন চাদ্দিকে হাত, সেই হাতে কৌটোর অরণ্য, সাম্রাজ্যবাদের বিপক্ষে চাঁদা। তখন কি করবেন? সহস্রভূজ ঠেলে হিঁচড়ে যাবেন না কি পলিসি অফ লিস্ট রেজিস্ট্যান্স নেবেন?

    এখন সে রামো নেই, সে অযোধ্যাও নেই।
  • সিকি | 131.241.127.1 | ৩০ ডিসেম্বর ২০১৪ ১২:০৩654786
  • এতশত জানতাম না, তবে ব্যান্ডেল স্টেশনের সাবওয়েতে আমিও অজস্রবার এদের কৌটো ঝাঁকানো দেখেছি। কখনও পয়সা দিই নি অবশ্য। এরা বড়দিনের সময়ে চার্চের সামনেও দাঁড়িয়ে পড়ত কৌটো হাতে।
  • dc | 213.109.107.219 | ৩০ ডিসেম্বর ২০১৪ ১২:০৯654787
  • সাম্রাজ্যবাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে এসোশুই নিরলস সংগ্রাম করে এসেছে :p
  • PT | 213.110.246.25 | ৩০ ডিসেম্বর ২০১৪ ১২:৩৮654789
  • তিনোর সঙ্গে মাখামাখিটা কি ঐতিহাসিক ভুল নাকি বৈপ্লবিক স্ট্র্যাটেজি?
  • তাপস | 233.29.204.178 | ৩০ ডিসেম্বর ২০১৪ ১২:৪৮654791
  • আমি ১৩র জোটের সময়ে ওদের আঞ্চলিক আপিসে যেতুম প্রায়ই । শ্রদ্ধেয় নেতাদের সামনে সিগ্রেট খেতাম বলে খুব কানাকানি হত, পরে সোজাসুজি নিন্দে। তারপর ওনাদের সয়ে যাওয়ায়, শ্রদ্ধেয় সেই নেতাই পরের দিকে বলতেন, "তোমার কি একটা সিগ্রেট খেতে ইচ্ছে করছে?" বলে একটা করে সিগ্রেট দিতেন। প্রতি মিটিঙে একটা করে সিগ্রেট - সেই বাজারে। পরের দিকে যখন অন্য কেউ ওদের সঙ্গে মিটিঙে যেতে রাজি হত না, তখন আমিই যেতুম একা, সিগ্রেটের লোভে। ওনারা ছাড়া বাকিদের কাছে ওপেন সিক্রেট ছিল।
  • Du | 230.225.0.38 | ৩০ ডিসেম্বর ২০১৪ ১৪:১৩654792
  • এস ইউ সি আই (কম্যুনিস্ট) বলে যে পার্টির প্রতীক আদ্ধেক ভরা গেলাস আর যাদের নতুন অফিস বিল্ডিং হল কদিন আগে তারা কি অন্য?

    এই হাফ গেলাস আর জিলিপি গুজিয়ার জোট হলে বেশ হয় - দুটো মিলিয়ে প্রতীক করে নেওয়া যাবে।
  • ranjan roy | 24.96.86.188 | ৩১ ডিসেম্বর ২০১৪ ০১:৩৯654793
  • তিনোর সঙ্গে ওদের মাখামাখিটা ঐতিহাসিক ভুল আর সিপিএম এর সঙ্গে বর্তমান মাখামাখিটা বৈপ্লবিক স্ট্র্যাটেজি! এ নিয়ে কারো কোন সন্দ নেই!!
  • pinaki | 90.254.154.99 | ৩১ ডিসেম্বর ২০১৪ ০৩:২১654794
  • না না, ওটা পাপস্খালন, মানে এসইউসির। ঃ-)
  • aranya | 154.160.226.91 | ৩১ ডিসেম্বর ২০১৪ ০৫:০৩654795
  • কৌটো ঝাঁকিয়ে টাকা তোলাতে সমস্যা কি? চাপ দিয়ে, ভয় দেখিয়ে টাকা আদায়ের (যেটা সিপিএম, তিনো - সবাই করে থাকে) চেয়ে অনেক ভাল তো
  • MHC | 87.95.229.19 | ০৩ জানুয়ারি ২০১৫ ০৮:৫৭654796
  • নিজ নিজ দেশে সফল বিপ্লব সংগঠিত করেছেন বুলগেরিয়ায় কমরেড জর্জি ডিমিট্রভ, আলবেনিয়ার এনভার হোজা, ভিয়েতনামে কমরেড হো-চি-মিন, উত্তর কোরিয়ায় কমরেড কিম-ইল-সুঙ, কিউবায় কমরেড ফিদেল কাস্ত্রো এবং এঁরা বিশ্বের সমস্ত দেশের কমিউনিস্ট পার্টির দ্বারাই বিপ্লবী নেতা হিসাবে স্বীকৃত। কিন্তু তা সত্ত্বেও মার্কসবাদ-লেনিনবাদের অথরিটি হিসেবে তাঁরা বিশ্বের কমিউনিস্টদের সামনে প্রতিভাত হননি। কারণ এঁদের চিন্তা, তাঁদের দেশের বিপ্লব পরিচালনায় অতি কার্যকরী ভূমিকা পালন করেছে সন্দেহ নেই, কিন্তু বিশ্ব সাম্যবাদী আন্দোলনকে পরিচালনা করার অতি আবশ্যিকভাবে অনুসরণীয় বিশ্বজনীন শিক্ষার সন্ধান এতে পাওয়া যায় না। এঁরা সকলেই বিপ্লবী সংগ্রামের প্রেরণার উৎস হিসাবে বিশ্বের সংগ্রামী মানুষের গভীর শ্রদ্ধার পাত্র হয়ে আছেন এবং থাকবেন।

    অন্যদিকে কমরেড শিবদাস ঘোষ তাঁর নিজের দেশের বিপ্লব সম্পূর্ণ করে যাবার পূর্বেই বিগত হয়েছেন এবং জীবিতাবস্থায় আন্তর্জাতিক স্বীকৃতিও পাননি। কিন্তু এতদসত্ত্বেও, কমরেড শিবদাস ঘোষ তাঁর সমকালের শুধুমাত্র তাঁর দেশেরই নয়,বিশ্ব সাম্যবাদী আন্দোলনের সামনে যত সমস্যা দেখা দিয়েছে, তার সঠিক মার্কসবাদী-লেনিনবাদী বিশ্লেষণ করে পথ দেখান। স্ট্যালিনের মৃত্যুর পর ক্রুশ্চেভের নেতৃত্বে সোভিয়েত পার্টি যখন অতি চতুরতার সাথে মার্কসবাদ-লেনিনবাদ এবং সমাজতান্ত্রিক পথ থেকে বিচ্যুত হতে শুরু করে, তখন শিবদাস ঘোষই প্রথম তাকে যথাযথভাবে বিশ্লেষণ করে বিশ্বের কমিউনিস্টদের, বিশেষ করে রাশিয়ার কমিউনিস্টদের সতর্ক করে দেন। পরবর্তীকালে সোভিয়েত দেশে এবং বিশ্বের বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির মধ্যে শোধনবাদ গড়ে ওঠার কারণ এবং একে পরাস্ত করার রাস্তা দেখান। মার্কসবাদ-লেনিনবাদকে আধুনিক সংশোধনবাদের হাত থেকে রক্ষা করার এই সংগ্রাম কমরেড শিবদাস ঘোষকে এক অসাধারণ মার্কসবাদী নেতা হিসাবে প্রতিষ্ঠিত করেছে। আজ আধুনিক সংশোধনবাদকে পরাস্ত না করে কোনো দেশেই বিপ্লব সফল করা তো দূরের কথা, গড়ে তোলাই সম্ভব নয় – আর এর জন্য কমরেড ঘোষের চিন্তা অপরিহার্য্য হয়ে পড়েছে।

    কমরেড ঘোষের সর্বহারার বিপ্লবী দল গঠনের প্রক্রিয়ার উপর যে আলোচনা, যা তাঁর নিজস্ব দল এসইউসিআই (কমিউনিস্ট) গঠনের অভিজ্ঞতায় সমৃদ্ধ, তা লেনিনীয় দল গঠনের প্রক্রিয়ার এক অতি উন্নত ও সমৃদ্ধ ধারণা – যা বিশ্বের সকল দেশেই দল গঠনের ক্ষেত্রে সঠিক ধারণা দিতে সক্ষম। আজ যখন বিশ্বের সর্বত্র পুরনো কমিউনিস্ট পার্টিগুলো সংশোধনবাদের শিকার হয়ে গেছে, এবং সোস্যাল ডেমোক্রেটিক পার্টিতে পরিণত হয়ে গেছে, তখন নূতনভাবে পার্টি গঠনের ক্ষেত্রে কমরেড ঘোষের সঠিক কমিউনিস্ট পার্টি গঠনের পদ্ধতি সংক্রান্ত আলোচনা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

    মার্কসবাদের সৃষ্টির শুরু থেকেই একদিকে বিশ্বের প্রতিক্রিয়াশীল শক্তিগুলি তার উপর হামলা চালিয়ে নানা প্রকার বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করে। অন্যদিকে সাম্যবাদী আন্দোলনের ভিতর থেকে একদল মার্কসবাদকে বিকৃত করে পরিবেশনের চেষ্টা করে। মার্কসের মৃত্যুর পর এঙ্গেলস, পরে লেনিন, স্ট্যালিন – সকলেই এইসব অপপ্রচেষ্টার বিরুদ্ধে আদর্শগত সংগ্রাম চালিয়ে মার্কসবাদের প্রাণসত্ত্বাকে রক্ষা করেন। তাঁর পূর্বসূরীদের মতো কমরেড ঘোষ স্ট্যালিন-পরবর্তীকালে মার্কসবাদ-লেনিনবাদকে বিকৃত ও বিনাশ করার সর্বপ্রকার অপপ্রচেষ্টার বিরুদ্ধে আদর্শগত সংগ্রাম করে ওইসব বিষয়ের উপর মার্কসবাদী-লেনিনবাদী সঠিক ধারণা বিশ্ব কমিউনিস্টদের সামনে তুলে ধরে মার্কসবাদের প্রাণসত্ত্বাকে রক্ষা করেন।

    মার্কস-এঙ্গেলস যে দর্শনের সৃষ্টি করেছেন, দ্বন্দ্বমূলক ও ঐতিহাসিক বস্তুবাদ, তা একদিকে দর্শন এবং সাথে সাথেই এক বিজ্ঞান -আসলে বিজ্ঞানের বিজ্ঞান। এ বিজ্ঞানকেও বিজ্ঞানের অন্যান্য শাখার মতোই ক্রমাগত বিকশিত ও সমৃদ্ধ করতে হয়। মার্কস- এঙ্গেলস-এর পর লেনিন, স্ট্যালিন, মাও সে তুঙ – সকলেই এই দর্শনকে বিকশিত ও সমৃদ্ধ করেছেন। এইসব মহান মার্কসবাদী নেতাদের পরবর্তীকালে বিজ্ঞান ও দর্শনের সামনে যেসব নূতন প্রশ্ন, সমস্যা বা বিষয় এসেছে, সেগুলোর দ্বন্দ্বমূলক বস্তুবাদী বিশ্লেষণ করে মার্কসবাদী উপলব্ধিকে বিকশিত ও সমৃদ্ধ করেছেন কমরেড শিবদাস ঘোষ। সমাজবিপ্লব, বিপ্লবী জীবন, শিল্প-সাহিত্য, বিপ্লবী নীতি-নৈতিকতা, কমিউনিস্টদের আচরণবিধি প্রভৃতি বিপ্লবের প্রয়োজনে সমস্ত বিষয়ের উপর কমরেড শিবদাস ঘোষের বিচার ও শিক্ষা সর্বহারা বিপ্লবীদের জন্য অমূল্য সম্পদ।

    ফলে, যখন বলা হয় কমরেড শিবদাস ঘোষ হচ্ছেন বর্তমান যুগের বিশিষ্ট মার্কসবাদী চিন্তানায়ক ও দার্শনিক, তখন তার দ্বারা কমরেড শিবদাস ঘোষের চিন্তার ও শিক্ষাগুলির বিশ্বজনীন বা ইউনিভার্সাল বৈশিষ্ট্যকেই বোঝানো হয়। যার অর্থ, আজ আমাদের দেশসহ বিশ্বের যে কোনও দেশেই সঠিক পথে সর্বহারা বিপ্লবী সংগ্রাম গড়ে তুলতে হলে যথার্থ কমিউনিস্ট পার্টি গঠন প্রণালী থেকে শুরু করে সংগঠন পরিচালনা, জ্ঞান-বিজ্ঞান, অর্থনীতি, সমাজ-সাহিত্য-দর্শন-কমিউনিস্ট সংস্কৃতি ও সংশোধনবাদী বিচ্যুতির প্রকৃত কারণ ও তার বিরুদ্ধে সংগ্রামের সঠিক রাস্তা প্রভৃতি বিষয়ে আজকের কমিউনিস্টদের মধ্যে মার্কসবাদ-লেনিনবাদের যে আধুনিক ও যুগোপযোগী উপলব্ধি থাকা আবশ্যিক, তা অর্জন করতে হলে কমরেড শিবদাস ঘোষের চিন্তা ও শিক্ষাকে জানতে ও বুঝতে হবে। বিশ্বের কমিউনিস্টদের চিন্তা ও শিক্ষার এই বিশ্বজনীন কার্যকারিতার জন্যই কমরেড শিবদাস ঘোষ বিশ্ব সাম্যবাদী আন্দোলনের নেতায় পরিণত হয়েছেন।
  • PT | 213.110.243.22 | ০৩ জানুয়ারি ২০১৫ ০৯:০৬654797
  • "বিশ্বের কমিউনিস্টদের চিন্তা ও শিক্ষার এই বিশ্বজনীন কার্যকারিতার জন্যই কমরেড শিবদাস ঘোষ বিশ্ব সাম্যবাদী আন্দোলনের নেতায় পরিণত হয়েছেন।"
    একটু ব্যাখ্যা করে বোঝাবেন যে এই দলটি কেন ভারতের দরিদ্র মানুষের মনে কোন রেখাপাত করতে পরেনি?
  • aranya | 154.160.98.94 | ০৩ জানুয়ারি ২০১৫ ০৯:০৭654798
  • 'মার্কসের মৃত্যুর পর এঙ্গেলস, পরে লেনিন, স্ট্যালিন – সকলেই এইসব অপপ্রচেষ্টার বিরুদ্ধে আদর্শগত সংগ্রাম চালিয়ে মার্কসবাদের প্রাণসত্ত্বাকে রক্ষা করেন'

    - মার্কসবাদের প্রাণসত্ত্বাকে রক্ষা করতে গিয়ে নিজের দেশের মাত্র ৩০ লাখ ? মত মানুষ মেরেছিলেন, মহান কমরেড স্তালিন
  • SC | 34.3.17.255 | ০৩ জানুয়ারি ২০১৫ ০৯:১৬654799
  • এই লেখাটা হেবি লাগলো কিন্তু আমার। এরকম আরো কিছু আছে? :)
  • aranya | 154.160.98.94 | ০৩ জানুয়ারি ২০১৫ ০৯:২১654800
  • হ্যাঁ, হেব্বি লেখা :-)
  • কেন | 101.121.159.196 | ০৩ জানুয়ারি ২০১৫ ০৯:২৯654802
  • "কেন ভারতের দরিদ্র মানুষের মনে কোন রেখাপাত করতে পরেনি?" PT

    কারণ তাদেরকে ঠিকমতো বোঝানো যায় নি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন