এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পুজোর ধারাবিবরণী

    Ishan
    অন্যান্য | ২৮ সেপ্টেম্বর ২০০৬ | ৭৩১০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | 202.122.18.241 | ০২ অক্টোবর ২০০৬ ১১:৩৭670747
  • পোহাইয়েছে ! পোহাইয়েছে!! নবমীও পেড়িয়ে এলাম। বাব্বা:। ঘাম দিয়ে জ্বর ছাড়লো!!!!

    কাল সকালের স বীয়ার লাঞ্চ গড়াতে গড়াতে সেই সন্ধ্যে। তাও সন্ধ্যাবেলায় সাজুগুজু করে সপরিবারে সবান্ধবে আরো পোতিমা দর্শন। এগারোটায় বড় বড় হাই তুলে সবাই রনে ভঙ্গ দিলে আমি যৎপরিনস্ত খুসী হলাম।

    অন্তত: বছর খানেকের ছুটী। আর সেই কাশ ঘাস প্লাটিপাস, ঢাকীর নাচ,কলাগাছ,শিউলির ফুল বিউলির ডাল.... এদের হাত থেকে পরিত্রান।

    আহা সৌদি আরব। পুজোর এ দিন কটা বড্ডো মিস করি তোমায়।
  • J | 160.62.4.10 | ০২ অক্টোবর ২০০৬ ১৭:৩২670748
  • সবায়কে শুভ বিজয়া।
  • saa | 217.23.225.120 | ০২ অক্টোবর ২০০৬ ১৭:৪৩670749
  • মা দুগ্গা জলে পড়েছেন।
    আসছে বছর আবার হবে ! সবাইকে শুভ বিজয়া জানাই।
  • i | 202.128.112.253 | ০২ অক্টোবর ২০০৬ ১৮:১৯670750
  • শুভ বিজয়া।
  • Arjit | 128.240.229.7 | ০২ অক্টোবর ২০০৬ ১৮:৫৫670751
  • শুভ বিজয়া, সাথে নারকোল নাড়ু (গুড়ের) আর নারকোল দিয়ে ঘুগনি।
  • dam | 202.177.186.15 | ০২ অক্টোবর ২০০৬ ১৯:০৯670752
  • দশমীর সন্ধ্যে দিল্লী
    ===========

    নবমীর মাঝরাতেরও পর বেরোন হয়েছিল ঠাকুর দেখতে। চেনাশোনা ভীড়ে ভিড়াক্কার উড়ালপুলেরা তখন হাত পা ছেড়ে ঘুমোচ্ছে। কখনও এটার ওপরে একটা গাড়ি, বা ওটার ওপরে একটা ট্রাক। ক্রসিঙে লাল আলোর ভ্রুকুটি উপেক্ষা করেই দৌড়ে চলে যাচ্ছে কয়েকটা গাড়ি।

    আর কে পুরমের সবচেয়ে বড় পুজোতেও তখন ঝিম ধরা ভাব। কয়েকটা ঝাড়বাতি আধখানা জ্বলছে, একটা সম্পুর্ণ নেবানো, আর দুটো জ্বলছে পুরোপুরি। ৩ টি বাচ্চা তখনও দৌড়ে যাচ্ছে এমাথা থেকে ওমাথা, ক্লান্তির চিহ্নই নেই। দক্ষিণ দিল্লী কালীবাড়িতে দেখা গেল কালিমন্দিরের দরজা বন্ধ, দুগ্গা ঠাকুরের সামনের সমস্ত আলো নিভিয়ে দেওয়া হয়েছে, চেয়ারটেয়ার ডেকরেটারের ট্রাকে উঠে যাচ্ছে বাড়ি যাবে বলে। শুধু এক শাড়ির দোকান জেগে রয় একা -----। দোয়ারকা দক্ষিণায়নেও প্রায় সব নিভন্ত ও ঘুমন্ত। সেল কোয়ার্টার্সের পুজোর অনুষ্ঠান তখনও চলছে। হয়ত বা শিল্পীরা দেরীতে এসেছেন ---- বিকট জোরে "কাজরা রে--" র সাথে সাথে জনা ৩ চল্লিশোত্তীর্ণা কাঞ্জিভরম, পৈঠানি ও ব্যোমকাই সিল্ক স্টেজের নিচের খোলা জায়গায় নেচে চলেছেন।

    একটি হাউসিঙ কমপ্লেক্সের একদম কোণায় জায়গায় "জাগরণ" চলছে, সাথে বোধহয় 'রামলীলা'র গান। ফাঁকা রাস্তায় ডিভাইডারের ওপরে ঘুমোচ্ছে কিছু হাক্লান্ত মানুষ। এক ঘোড়সওয়ার কোথায় যেন চলে গেল ধবধবে সাদা ঘোড়ায় চেপে --- মার্কারি ল্যাম্পের আলোয় কেমন মনে হল ঘোড়াটা টগবগ টগবগ করে প্রায় উড়েই গেল ------

    ২০০৬ এর পুজো শেষ। সক্কাল সক্কাল ঠাকুরের সামনে কিছু সিঁদুরখেলা আর বই ছোঁয়ানোর পর সব ট্রাক আর বাস ভর্তি করে গেছে নিউ দিল্লী কালীবাড়িতে। সেখান থেকে শোভাযাত্রা করে গেছে যমুনা তীরে। সবচেয়ে প্রথমে গরুর গাড়ীতে চাপিয়ে কালীবাড়ির ঠাকুর নিয়ে যাওয়া হবে মাঝ যমুনায়, ডোবানো হবে, তারপরে অন্য এলাকার ঠাকুররা।

    সবাইকে শুভ বিজয়ার শুভেচ্ছা, কুচো নিমকি আর একথালা করে মিষ্টি।
  • gaza | 170.213.132.253 | ০২ অক্টোবর ২০০৬ ২১:৪৯670753
  • Dri,
    San Diego
    তে এখোনো পুজা হইনি।
    দক্ষিনির খাওআটা বাদ দিলে program টা ভালো হোয়েছে।
    bangladeshi hindu দের পুজোটাও খুব এন্‌জয় করলাম।
    সৈকত এ পুজায় আশা করি তোমর সঙ্গে দেখা হবে।

  • dri | 199.106.103.254 | ০৩ অক্টোবর ২০০৬ ০০:১৩670754
  • গজা,

    শুক্রবার অফিস ফেরত কচি বাচ্চা নিয়ে যাওয়া হবে না (সম্ভবত)। তবে শনিবার যাচ্ছিই। দেখা হবে।
  • kd | 59.93.246.252 | ০৩ অক্টোবর ২০০৬ ০১:৫১670755
  • পুজোটা ভালই কাটলো।

    সপ্তমীর সন্ধেতে Dinner করলুম ফুচ্‌কা দিয়ে - আঠারোটার পর পেটটা কেমন ভরে গেল - বয়স হয়েছে তো।

    অষ্টমীর সকালে মামারবাড়ী - রাজাবাজারে কালী সিঙ্গি লেনে - বাড়ীর ঠাকুরদালানে পুজো - তবে বারোয়ারী। দুপুরে পাড়ার সকলে রাস্তায় লাইন দিয়ে ভোগ খাওয়া - পোলাও, ছ্যাঁচড়া, ধোঁকার ডালনা, আর যেগুলো খাইনি, খিচুড়ি, প্লাস্টিকের চাটনি, পায়েস, সন্দেশ। তারপর ছোটোমাইমার বিরাট খাটে মামাতো, মাসতুতো ভাই আর তাদের বৌদের সঙ্গে দুটো টীমে তাস খেলা - 29
    সন্ধেতে কেশব সেন স্ট্রীট ধরে হাঁটা মহাজাতি সদনের metro ধরার জন্যে - distraction কলেজ স্ট্রীট পেরোতেই - রাস্তায় সারি সারি লোক খাওয়ার জন্যে বসে - রম্‌জানের - বিরিয়ানীর সে কী aroma - কী করি - একটা বুড়োকে জিজ্ঞেস করলুম, আমি হিঁদুর ব্যাটা, বড়ো পেটুক, আমি কি তোমার পাশে বসতে পারি? - তা বুড়ো বল্লো, হ্যাঁ হ্যাঁ, আধ ঘন্টার জন্যে মোছলমান হয়ে যাও, এই নাও বলে ব্যাগ থেকে একটা টুপি বার করে পরিয়ে দিল। আহ কী খাইলাম, ইহজীবনে ভুলিব না।
    বাড়ীতে ফিরে মাকে বল্লুম দেখ পুজোয় আমারো নতুন জিনিস পাওনা হলো - একটা টুপি। তারপর দুটো পুদিনহরা খেয়ে ঘুম।

    নবমীর ভোর দশটা - ঘুম ভাঙলো কানের কাছে 120 ডেসিবেলে "শুয়ার' ডাকে -কলেজের চার বন্ধু বৌ সমেত হাজির দুপুরে এখানে খিচুড়ি খেতে - আমি নাকি কয়েকদিন আগে নেমন্তন্ন করেছিলুম - ওদের পেছনে পারুল কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে - পারুল বাজার ছুটলো সব্জি কিনতে - যাওয়ার পথে লালটু(মুদি)র দোকানে বলে গেল বাড়ীতে কিছু গোবিন্দভোগ আর কিসব মসলা - আর আমার orderএ গঙ্গাঘাটের ডাবওলাকে গোটা আটেক ডাব পাঠিয়ে দিতে, দুটো Magic Moments কেনা ছিল, তাই দিয়ে বন্ধুদের রান্না শেষ হওয়া অবধি pacify করার উদ্দেশ্যে। পারুল বুদ্ধি করে একটা ভালো ইলিশও নিয়ে এল। যাক বাবা মানরক্ষা - ওদের হাত থেকে ছাড়া পেলুম চারটে নাগাদ।
    এবার একটা নীট ঘুমের ধান্দায় একটু চোখ বুজেচি কি বুজিনি - সাতটা নাগাদ ইস্কুলের গোটা আটেক বন্ধু হাজির - মল্লিকবাড়ীতে গিয়েছিলো, কায়্‌দা করতে পারেনি, তাই এবার আমার ঘাড়ে - সিদ্ধি খাবে - তা আমি কোথায় পাবো - শেষে দুবোতল Blender's Pride, তার সঙ্গে বেগুনি, পেঁয়াজি আর ইলিশ মাছের ডিম ভাজা। রাত বারোটায় আমি বিছ্‌নায় পরসি আর মরসি।

    দশমীর সকাল - ঘুম থেকে উঠে মনে হল, মা দুগ্গা, তোমার সাথে আমায়ও ভাসানে নিয়ে চলো। পারুল ব্যাচারি ভেবেছিল একটা বুড়ো আর তার বুড়ি মার সংসার - ঠ্যাংএর ওপর ঠ্যাং তুলে চাকরি করবো - এক দিনে পুরো বছরের খাটনিটা ঠিক আন্দাজ করতে পারেনি - পালালে দোষ দেওয়া যাবে না।

    কাল আবার কালীঘাটে আমাদের পালা - দেখি সেখানে কী কান্ড হচ্ছে মহামান্য হাইকোর্টের কৃপায় - সাড়ে তিনটেয় যেতে হবে ভোগ আনতে।

    যা দেবী সর্বভুতেষু বাঁশরূপেন সংস্থিতা।
    নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নম:।।
  • tania | 151.151.21.102 | ০৩ অক্টোবর ২০০৬ ০৫:০৩670757
  • নবমী সন্ধ্যা, বে এরিয়া, ক্যালিফোর্নিয়া

    পুজো প্রায় শেষ। কালচারাল পোগ্গাম দেখে অডিটোরিয়াম থেকে যখন বেরোচ্ছি, তখন বে পাড়ায় সন্ধ্যে নেমেছে। মন্ডপটা যেখানে দাঁড়িয়ে ছিল, সেখানে আর কিছুক্ষণের মধ্যেই সাদা পলিথিনের চাদর গুলো লুটোপুটি খাবে। একটু দূরে U-Haul এর ট্রাক রেডি হয়েই দাঁড়িয়ে আছে। মা দুগ্গা একটু পরেই বাক্সবন্দী হয়ে তাতে সওয়ার হয়ে রওনা দেবেন বাপের বাড়ি, মানে, স্টোরেজে। জনা চারেক mexican worker দেখলাম সেই কাজেই হাত লাগিয়েছে। ওদের তো পুজো নেই, তাই অসাবধানে পা লেগে হয়তো ঘটটা ভেঙেই গেল। বা, ট্রাকে লোড করার সময়ে বাক্সবন্দী মায়ের গায়ে লাগল জুতো পরা পায়ের ধাক্কা। তাতে কি হয়েছে? পুজো তো শেষ। আগামী ৩৬৩ দিনের জন্য ওসব এখন স্টোরেজে রাখা 'মাল' মাত্র। ওতে পা লাগলে দোষ হয়না।
  • Riju | 59.163.1.50 | ০৩ অক্টোবর ২০০৬ ১০:০৩670758
  • দশমী রাত - বাগবাজার ঘাট
    মাকে আয়নায় মুখ দেখিয়ে বিসর্জন দেওয়া হয়েচে আগেই নীলকন্ঠ পাখী ও উড়ে গেছে যাবার বার্তা সংবাদ নিয়ে।একের পর এক লরি আসছে ভাসান যাচ্ছে। প্রতিবার কিছু মানুষ এই দিন টায় ঠাকুর বইবে বলে গঙ্গার পাড়ে দাঁড়িয়ে থাকে- এবার ও আছে।কর্মকর্তাদের চিৎকার "ওরে দেখিস ভাসান দেবার আগে যেন প্রতিমার হাত পা না ভাঙ্গে, নইলে পয়সা পাবি না" । ছোটছেলেগুলো নদী তে ঝাঁপ দিয়ে তুলে আনছে মায়ের জরির গয়না - বেচে দেবে কুমোরটুলী তে ওপাশে ভাসান পার্টির সিদ্ধি খেয়ে উদ্দাম নাচ। পাড়ার মা কাকীমা বৌদি দের গালে,কপালে সিঁদুরের দাগ ।আর চলছে প্রনাম কোলাকুলীর পালা।
    মন্ডপে প্রতিমার বেদী সুনসান - একাকী প্রদীপ জ্বলে চলেছে।
    আসছে বছর আবার হবে
  • r | 61.95.167.91 | ০৩ অক্টোবর ২০০৬ ১৩:১০670759
  • একাদশী সকালে, কলকাতায়:

    হাক্লান্ত কলকাতা ধুঁকছে। আকাশ ধূসর, তায় চড়্‌চড়ে রোদ, কুল্‌কুলিয়ে ঘাম। রাস্তাঘাট ফাঁকা ফাঁকা। বোসপুকুরের আশে পাশে পৌঁছানো দুষ্কর হয়ে উঠেছিল এই কয়দিন। আজ হু হু করে গাড়ি যাচ্ছে। তবে নামী পুজোয় প্রতিমারা এখনও আছেন, পা টাটাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। একবার গঙ্গায় ঝুপুস্‌ নামতে পারলে শান্তি। কিছু অতিবুদ্ধিমান এই ফাঁকা বাজারে টুক্‌টাক্‌ নামীদামী পুজোগুলো দেখে নিচ্ছেন। সকালে পাড়ার দুই ঢাকী বকশিশের জন্য এসেছিল। এত লাজুকভাবে বকশিশ চাইতে কাউকে দেখি নি। ভিতর থেকে পয়সা আনতে গেছি, ফিরে এসে দেখি তারা উধাও। শুধু পিছনে ছড়াতে ছড়াতে যাচ্ছে ক্লান্ত ঢাকের ধাঁইকুড়্‌কুড়। আবার যাত্রা। পরের সময়ের দিকে।
  • goutam | 210.214.19.61 | ০৩ অক্টোবর ২০০৬ ১৮:৪৫670760
  • আমি ভালো আছি ,তোমাদের পুজো কেমোন কাটে্‌লা,শুভো বিজোয়ের শুভেছা
  • d¡e ®M®a ®p¡h¤S ÏpEÏl E®W ,®cM ®a i¡®m¡ m¡®N | 210.214.19.61 | ০৩ অক্টোবর ২০০৬ ১৮:৫৬670761
  • ধান খেতে সোবুজ সিউরি উঠে ,দেখ তে ভালো লাগে
  • Paramita | 143.127.3.10 | ০৪ অক্টোবর ২০০৬ ০১:২৯670762
  • দশমীর সন্ধে ক্যালিফোর্নিয়া

    আপিশ করে প্যান্ট-শার্ট-সোয়েটারে হংসমধ্যে বকসম হয়ে গেছি। সবার হাতে বরণডালা, সিঁদুর, মিষ্টি, আমার হাতে সিপিকাপ(আমি গ্লাস থেকে খেতে পারি ডিসক্লেমার)। বরণডালা লাইন পার্কিং লটে পৌঁছোবে জানি কিছুক্ষন পরে। মাত্র ছটা ফুচকা মেরে এলাম উইথ এক্সট্রা গ্রিন চিলি কুচো। তারপর দেখি টেবিল দিয়ে ব্যারিকেড বানানো হয়েছে, শুধুমাত্র বরণডালা পার্টি লাইন করে বেরোনোর সময় মিষ্টি পাবে। আমি টবিলের পাশ দিয়ে ঢুকে ওদের সামনে থেকে একটা মিষ্টি তুলে নিলাম, ওরা কিছু বলার আগেই। আমার পর যে গেলো তাকে বলছে দেখি "পাবেন, পাবেন, শুধু ঐ লাইন ঘুরে আসুন, পুরো ফ্যামিলির জন্য পাবেন"। সে দেখি কাঁচুমাচু মুখে ফিরে এলো, তারপর আস্তে আস্তে সিঁদুর দেওয়ার লাইনে পুরুষরাও দাঁড়িয়ে পড়লো জিলিপি-ল্যাংচার লোভে।

    বন্ধুরা মানলো না, প্যান্টশার্টের ওপর কিম্ভুত করে দিয়ে গেল সিঁদুর দিয়ে। কোলাকুলি, মিষ্টিমুখ চলছে, মেঘ যথারীতি ভাসানের নাচের তালে তালে জাম্পিং নাচ, মাসিমা-মেসোমশাইদের প্রণাম, খুব একটা দু:খ দু:খ ভাব নেই, বরং কার্নিভালের ক্লাইম্যাক্স গোছের হাওয়া। অনেক মাসিমারা খুব খুশি "এ যে কোলকাতার মতই"। এই ওপেন এয়ার, পঞ্জিকা মানা, সম্পূর্ন ফ্রী পুজোটা উইকেণ্ডীয় এন আর আই পুজোর বাজারে এশিয়ান পেন্টস প্রাইজ থাকলে তাই পেতো। অথবা প্রবাসী পো মো পুজো বললেই বা আটকাচ্ছে কে। যে ম্যাজিকে সোমবার আপিস থেকে লোকজন বাড়ি না গিয়ে সোজা পুজোমণ্ডপে।

    এক প্লেট ঘুগনি খেলাম। প্রতিমার স্টোরেজযাত্রা অবধি থাকতে ইচ্ছে করলো না। অনেকগুলো ফোন ও ইমেল করতে হবে।
  • Paramita | 143.127.3.10 | ০৪ অক্টোবর ২০০৬ ০১:৪৩670763
  • ও লিখতে ভুলে গেছি, আসল প্রতিমাকে সন্দেশ ও সিঁদুর দেওয়া যায়না, তিনি তো যাবেন স্টোরেজে, সাজগোজ একই থাকবে বছরের পর বছর। তাই সামনে টেবিলে একটি থাম্বনেল ঠাকুর রাখা থাকে, সেটাতেই মহিলারা মিষ্টি ছোঁয়ান।
  • goutam | 203.122.12.2 | ০৪ অক্টোবর ২০০৬ ১৬:৪৩670764
  • এবার পুজো দেখা হোলো না । কি করা জাবে ছুতি পাওয়া গেলো না
  • goutam | 203.145.168.61 | ০৪ অক্টোবর ২০০৬ ১৬:৪৮670765
  • শুভ বিজয়া
  • somaray | 61.1.41.233 | ০৮ অক্টোবর ২০০৬ ১৪:৩২670766
  • আমি তোমকে ভালোবাসি
    সোমা অ
  • Samik | 125.23.121.250 | ০৮ অক্টোবর ২০০৬ ২১:৪০670768
  • কঠিন প্রেম তো! সোমা সোমাকে ভালোবাসে!! তায় আবার একজন মনে হল ওড়িয়া। কেমন সোমা অ বলে ডাকলো। পুরো নলবন তো!
  • A | 70.239.222.212 | ০৮ অক্টোবর ২০০৬ ২৩:১৩670769
  • নাকি সত্য রে- সোমা রে -কে ভালবাসে?
  • Gaza | 170.213.132.253 | ০৯ অক্টোবর ২০০৬ ০১:১৫670770
  • সানডিওগোর পুজো সেশ হোলো ।
    নাটক টা ভালই লাগলো।
    at least concept is excellent
    detail update টা Dri দেবে।
    সুকল্যান এর নাচ দেখার পোর সানডিওগোর বং-মেয়েরা যা নাচ দেখালো।।লেখা যবেনা।২জনের শাড়ি খুলে গেলো।
    Dri তোর পুরো নাম ট জানাস।
    গাজা

  • dri | 75.3.204.31 | ০৯ অক্টোবর ২০০৬ ০৩:০৭670771
  • গাজা, আমরা সুকল্যাণের নাচের মাঝে কেটে পড়েছিলাম। তাই শেষের বাওয়ালটা মিস করে গেছি। :-)। তবে আজ রিপোর্ট পেয়েছি।

    আর ইয়ে, আমার পুরো নাম দ্রিঘাংচু।
  • Gaza | 170.213.132.253 | ১০ অক্টোবর ২০০৬ ০৩:৩৩670772
  • DRI ছদ্মনাম্‌টা ভালই নিয়েছিস। এই নামে qualcomm কেনো সারা SanDiego তে কেউ নেই।
    কিছু লেখকরা ছদ্মনাম এ লিখতে ভালোবসে।তুই কি ভয় পাছিস?
    আলাপ করার হোলে নাম্‌টা জানাস।
    gaza
  • tan | 131.95.121.127 | ১০ অক্টোবর ২০০৬ ০৪:০৮670773
  • অমা,গজা, গজানন,
    আপনি বুঝি ছদ্মনাম পছন্দ করেন না!মধ্যে ঢুকে কথা বল্লাম, ছদ্মনামের অপমান আমি সইতে পারিনে!বলে নাকি লেখকেরা ভয়ে ছদ্মনাম নেয়!!!!!! কী ঈ ঈ ঈ?

  • Gaza | 170.213.132.253 | ১০ অক্টোবর ২০০৬ ০৪:২০670774
  • Tan-ia তোর বন্ধু কি Drighanchu?
  • dri | 199.106.103.254 | ১০ অক্টোবর ২০০৬ ০৫:২১670775
  • আপনি কোন গাজা বলুন তো? গাজা ব্যানার্জি না গাজা দে?
  • Gaza | 170.213.132.253 | ১০ অক্টোবর ২০০৬ ২২:৪৩670776
  • পিওর গাজা।।।কোনো ভেজাল নেই
    পরিক্ষা পার্থনিও বিফলে মুল্য ফেরৎ
  • dd | 202.122.18.241 | ১৪ অক্টোবর ২০০৬ ১৮:০২670777
  • শেষ হয়েও হলো না যে শেষ।

    সেই মাস দেড়েক আগে থেকে সেই যে চলেছে পুজো পুজো পুজো। শেষ আর হয় না,

    নবমী পোহালো। দশমীও। সব ঠাকুর বিস্‌জ্‌জন। ভাবলাম ল্যাঠা চুকেছে। তো কোথায় কি? শিকারী বিড়ালের মতন এলো লক্ষী পুজো। সন্ধ্যাবেলা আদ্যোপান্ত নিরামিষ খেয়ে এলাম এক বাড়ীতে। ছি ছি। আমার আবার নিরামিষের ছোঁয়াতেই কেমন গা গুলায়।

    আর বিজয়ার আদিখ্যেতা ও আর থামে না। শনি রবি হলে আর কথাই নেই। শুক্কুর বার রাতেও। তবে মিছে বোলবো না, খ্যাঁট ভালো ই জমে। পানীয়ও থাকে। এট্টু কোলাকুলি কত্তে হয় - এই যা।

    আজ আমার বাড়ীতে। রাঁধলাম স্টাফড ক্যাপসিকাম , পনীর পসন্দ, চিকেন চেট্টিনাদ আর কিমা আর কলিজার একটা লাবড়া।

    আপনেদের বিজয়ার মোচ্ছোব কেমন চলছে ?
  • Santanu | 80.122.170.93 | ১৪ অক্টোবর ২০০৬ ২০:০৬670779
  • উফ্‌ফ, কিমা আর কলিজার লাবড়া টা --- too good

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন