এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হিন্দু পরিবারের অন্দরে মুসলিমবিদ্বেষ চর্চার ডিসকৌর্সঃ মহিলাদের শাসনে মুসলিমবিদ্বেষের জীবিত থাকা

    Raju
    অন্যান্য | ১২ জুন ২০১৫ | ৭৮০৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • cm | 127.247.96.242 | ১৪ জুন ২০১৫ ১৫:৩৪678471
  • এই যে পোষাকের ছবি,
  • সে | ১৪ জুন ২০১৫ ১৫:৪৭678472
  • আমার স্টকেও আছে গল্প। লিখব।
  • সে | ১৪ জুন ২০১৫ ১৫:৫০678473
  • তার আগে বলুন, ফিমেল জেনিটাল মিউটিলেশান জিনিসটা কালচার না স্বাচ্ছন্দ্য? এবং কেন?
    https://en.wikipedia.org/wiki/Female_genital_mutilation
  • dc | 116.208.121.42 | ১৪ জুন ২০১৫ ১৬:০৯678474
  • ইয়ে, মেয়েরা পড়াশুনো করতে চাইলে তাদেরকে গুলি করাটা কালচার কিনা সেই প্রশ্নও ওঠে।
  • PM | 233.223.155.237 | ১৪ জুন ২০১৫ ১৬:১২678475
  • মেয়েদের স্বর্গে গিয়েও শান্তি নেই মাইরি--

  • সে | ১৪ জুন ২০১৫ ১৬:১৭678476
  • স্বর্গে গিয়ে কী হবে, সেটা এরা জানল কেমন করে?
  • রাজু | 99.234.157.254 | ১৪ জুন ২০১৫ ১৬:২৮678477
  • শুরু হয়ে গেলো ইসলামোফোবিকদের প্রশ্নের ঝড়! কতো প্রশ্ন! মুসলমানের বিশেষভাবে ধরে ধরে প্রশ্ন করার কালচারটা সারা বিশ্বের ইসলামোফোবরা ভালোই রপ্ত করেছে। কেন মুসলমানদের এতো প্রশ্নের উত্তর দিতে হবে? আমরা কারও উপর কিছু চাপিয়ে দিচ্ছি না। নিজেদের মতো থাকতে চাইছি। পূর্ণ মানবাধিকার পেতে চাইছি ইওরোপ আমেরিকার বর্ণবিদ্বেষী আধিপত্যবাদীদের দেশে। আমি মুসলমান এবং আমি কোনও প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই।

    বরং আপনারা কিছু প্রশ্নের উত্তর দিন না, ফর আ চেঞ্জ। আপনাদের উচ্চবর্ণীয় হিন্দু সমাজ বাঙালী নারীর যে গণহত্যা করেছিলো ধর্মের নামে, সতীদাহ, তার জন্য বর্ণহিন্দুদের কি শাস্তি হয়েছে? বর্ণহিন্দুদের সেই উত্তরসূরীরা খালি মুখে সতীদাহকে কনডেম করেই এরকম গণহত্যার দায় থেকে পার পেয়ে যাবে? প্রথম বিশ্বযুদ্ধের জন্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য জার্মানীর নাগরিকদের একাধিক প্রজন্ম ধরে ক্ষতিপূরণের ভাগ বহন করতে হয়েছে। আর এরকম প্ল্যানড ভাবে একটা বিশেষ লিঙ্গের মানুষদের গণহত্যার যে বর্বর প্রথা তার জন্য আপনাদের সমাজের কতজন ক্ষতিপূরণের ভাগ নিয়েছেন? খালি মুখে কনডেম করে পূর্বপুরুষদের এই ভয়ানক গণহত্যার দায় এড়ানোটা অবাস্তব মনে হয়না?

    হেডস্কার্ফ পরার জন্য প্রতিনিয়ত বৃটেন ফ্রান্সে মুসলিম মহিলারা অপমানের শিকার হয়েও তা ত্যাগ করছেন না। কারণ সেটায় তাঁরা স্বচ্ছন্দ বলেই। এটা নতুন কথা নয়। তাই ইসলামোফোবিক অতি-দক্ষিণপন্থী নব্যনাজি দলগুলোর মূল আক্রমণের তোপের মুখে মুসলিম মহিলারাই আছেন। কারণ আমাদের কালচার তাদের সাথে মেলে না। আমাদের হাত তুলে মুনাজাত ধরা, পাঁচ ওয়াক্ত নামাজ, পর্দার শালীনতা, টুপি, দাঁড়ি রাখার নীতি, এগুলো সাদা-আধিপত্যবাদীদের কাছে বিভীষিকার মতো। আসলে তারা আমাদের এই কালচারগুলোরই বিরোধীতা করে। কারণ বর্ণবাদ সেটাই। তাই আমাদের কালচারগুলোকে আদৌ কালচার হিসাবেই স্বীকার না করাটাই ইওরোপ-আমেরিকার সাদা আধিপত্যবাদী এবং তাদের অস্তিত্বের উপর যাদের অস্তিত্ব নির্ভর করছে সেই এলিটদের নীতিগত স্ট্যান্ড। তবে এটা এলিটদের পার্সোনাল স্ট্যান্ড। আমাদের কালচার কালচারই থাকবে আমাদের কাছে।
  • PM | 233.223.155.237 | ১৪ জুন ২০১৫ ১৬:৩০678478
  • নিশ্চই কিছু ব্যবস্থা আছে না হলে এতো কন্ফিডেন্টলি বলছেন কি করে?
  • ranjan roy | 192.69.53.140 | ১৪ জুন ২০১৫ ১৬:৩৭678479
  • রাজু,
    ১)পুরুষের বহুবিবাহে অনুমোদনটাও কালচার?
    ২) খুদাতালার কাছে পবিত্র নামাজ পড়া-- সেটাও মেয়েরা মসজিদে গিয়ে করতে পারেনা। তাও কালচার?
    ৩) ধর্ষক শ্বশুরকে একবছরের জন্যে বিয়ে করতে বাধ্য করার ফতোয়া? তাও কালচার?
  • PM | 233.223.155.237 | ১৪ জুন ২০১৫ ১৬:৩৮678481
  • "পূর্ণ মানবাধিকার পেতে চাইছি ইওরোপ আমেরিকার বর্ণবিদ্বেষী আধিপত্যবাদীদের দেশে। "-

    -খুব ভালো দাবী। কিরকম মানবধিকার? সৌদির মতো? কাতারের মতো? আইসিসের মতো? কোনটা আপনার আদর্শ মানবাধীকারের উদাহরন? যা আপনি চাইছেন অন্য দেশে সেটা কোনো একটা ইস্লমিক দেশে ইম্প্লিমেন্ট করে বলুন যে ঠিক এই জিনিষটা আমরা চাইছি মুসলিম মাইনরিটি দেশে। তাহলেই ব্যপারটা বুঝতে সুবিধা হয়।
  • dc | 116.208.11.224 | ১৪ জুন ২০১৫ ১৬:৪০678482
  • প্রশ্ন করলেই ইসলামোফোবিয়া? :d
  • সে | ১৪ জুন ২০১৫ ১৬:৪১678483
  • ক্ষতিপূরণটা গুড পয়েন্ট রাজু।
    কিন্তু একটা খটকা লাগছে। অভিজিৎ হত্যার ঠিক আগে আগেই এইরকম একটা আলোচনা চলছিলো এবং রাজুবাবুকে খুব দেখা যাচ্ছিলো। তারপরেই রাজুবাবু ঘাপটি মেরে ছিলেন, অ্যাটলিস্ট এখানে লিখেছেন কিনা মনে করতে পারছি না। তাই এই প্যাটার্ণ ধরে সন্দেহ হচ্ছে যে এখন কি আরো কোনো হত্যাটত্যার প্ল্যান চলছে?
    সেকেন্ডলি, দুনিয়ায় প্রচুর অসংখ্য ভালো ভালো মুসলিম আছেন, তাঁরাই সংখ্যাগরিষ্ঠ। সেটাই ভালো খবর। রাজু তাঁদের প্রতিনিধি নন। এটা আরো ভালো খবর।
  • | ১৪ জুন ২০১৫ ১৬:৪৬678484
  • সে কে অজস্র ধন্যবাদ। আমি ঠিক এটই ভাবছিলাম।
  • ranjan roy | 192.69.53.140 | ১৪ জুন ২০১৫ ১৬:৫২678486
  • রাজু,
    আসল চেহারাটা বের করলেন?
    "কেন মুসলমানদের এতো প্রশ্নের উত্তর দিতে হবে? আমরা কারও উপর কিছু চাপিয়ে দিচ্ছি না। নিজেদের মতো থাকতে চাইছি।"

    --থাকুন না, কে মানা করছে!
    ১)উত্তর দিতে হবে কারণ আপনি এখানে একটি বিতর্কিত বিষয়ের অবতারণা করছেন। ফলে নানারকম মত উঠবে, এবং সবাইকেই নিজের কথার দায়িত্ব নিয়ে হবে।
    ২) উত্তর দিতে হবে --কারণ আপনি কিছু কথা প্রেক্ষিত বিনা উগরে দিয়ে সেটাকে সর্বজনগ্রাহ্য ঐতিহাসিক সত্য বলে দাবি করেছেন। তাই ব্যাখ্যা চাইলে জবাব দিতে হবে।
    ৩) আর পাবলিক প্লেসে মাথা ঢাকা বুর্কা পরা মুসলিম মহিলার জন্যে ধার্মিক অনুশাসন, কোন কালচার নয়। এর সঙ্গে ইউরোপীয় মহিলার মাথায় স্কার্ফের তুলনা হয় না। কারণ তাঁরা চাইলেই পাবলিক প্লেসে যখন তখন খোলা মাথায় থাকতে পারেন। মুসলিম মহিলা পারেন না--"কালচার"?
    ৪) আপনাকে বা আপনার ধর্মকে গাল দেয়া হয় নি, শুধু সবার উপরে ইসলামিক সমাজ সভ্য সুসংস্কৃত এমন দাবি করায় প্রশ্ন উঠছে। উল্টে আপনি উত্তর দেওয়ার দায়িত্ব এড়িয়ে গিয়ে "ইসলামোফোবিক'' বলে গাল দিচ্ছেন।
    ৫) আর কেন মিথ্যা কথা বলছেন? আপনি নিজে গায়ে পড়ে এই টইটি শুরু করেছেন। যাতে বলছেন যে হিন্দুরা মুসলমানদের সংস্পর্শে এসে সভ্য হয়েছে, কুসংস্কার মুক্ত হয়েছে। এর পরেও বলবেন আমরা কারো ওপর জোর করে কিছু চাপিয়ে দিচ্ছি না।
    ৬) অভিজিত রায় ও অন্যান্য ব্লগারদের গলাকাটা নিয়ে কিছু বলবেন? ধর্মীয় অনুশাসন না কালচার?
  • রাজু | 181.25.193.78 | ১৪ জুন ২০১৫ ১৬:৫২678485
  • * ranjan roy-

    হেডস্কার্ফ পরা মুসলিম মহিলার প্রতি বিদ্বেষমূলক আচরণ করাটা মানবাধিকার লঙ্ঘন। টুপি-দাঁড়ি থাকা মুসলিম পুরুষের প্রতি বিদ্বেষমূলক আচরণ করাটাও মানবাধিকার লঙ্ঘন। আপনাদের পশ্চিমবঙ্গের গ্রামীণ মুসলমান সমাজকে সন্ত্রাসী হিসাবে তুলে ধরতে বিজেপি-আরএসএস গোষ্ঠী এবং মিডিয়ার চেষ্টাটা প্রচণ্ড রকমেরই মানবাধিকার লঙ্ঘন। আগে সেই সবের প্রতিবাদ করুন। সউদি আরবের ফতওয়া নিয়ে পরে ভাবা যাবে। কবীর সুমন এসবের প্রতিবাদ করছেন। অজিত শাহি আউটলুক পত্রিকায় আর্টিকেল লিখেছেন এ বিষয়ে। আপনারা কতজন তাঁদের সমর্থন করবেন?
  • রাজু | 195.36.100.145 | ১৪ জুন ২০১৫ ১৬:৫৫678487
  • * সে =

    আমার ব্যক্তিপ্রসঙ্গে আলোচনায় আপনার রুচি এবং আগ্রহ থাকলে "রাজু বিষয়ক খটকা এবং তার মীমাংসা" শিরোনামে আলাদা পোস্ট করতে পারেন! আমার ও বিষয়ে আলোচনায় আগ্রহ নাই। তাও বলি, আমি সাধারণত ফেসবুকে লিখি। কোনও লেখা খুব নতুন ধরণের এবং গুরুত্বপূর্ণ বিবেচনা করলে সেটা এই সাইটেও পোস্ট করে যাই। এর মধ্যে সেরকম কোনও লেখা তৈরি করা হয়নাই।
  • PM | 233.223.155.237 | ১৪ জুন ২০১৫ ১৭:০০678488
  • ঐ যে বল্লাম আগে ঠিক কি রকম মানধীকার চান তা কোনো একটা মুস্লিম *শরিয়ত শাসিত) দেশের উদাহরন দিয়ে বোঝান তাহলে বোঝা যাবে আমরা আপনার অ্যাজেন্ডা সমর্থন করবো কিনা।
  • রাজু | 87.247.181.165 | ১৪ জুন ২০১৫ ১৭:০৫678489
  • * ranjan roy =
    প্রশ্নের উত্তর দিতে বিরক্তি প্রকাশ করেছি একজনের ফিমেল জেনিটাল মিউটিলেশান সংক্রান্ত প্রশ্নে। এরকম অপ্রাসঙ্গিক ভাবে একটা বিশেষ অঞ্চলে সীমাবদ্ধ ট্রাইবদের প্রথাকে আমাদের উপর চাপিয়ে দেওয়া মেনে নেওয়া যায় না। বিশেষভাবে ঐ প্রশ্নটাকে অ্যাড্রেস করেছি তা হয়তো উল্লেখ করে মন্তব্য করা উচিত ছিলো। মুসলমানদের ভারতে সমাজবিচ্ছিন্ন করে রাখার একটা অলিখিত প্রথা আছে তা জানি। কলকাতায় হিন্দু এলাকা মুসলমান এলাকা আলাদা তা দেখেছি। সুতরাং হঠাৎ করে কাউকে দেখলে ঝুড়ি ঝুড়ি অপ্রাসঙ্গিক প্রশ্ন করাটা হয়তো স্বাভাবিক। আমারই ভুল।

    কে কার সংস্পর্শে এসে সভ্য হয়েছে সেটা আসলে ঠিক আমার কথা নয়। বরং এটা ঐতিহাসিক বাস্তব। প্রকৃতিপূজা, মূর্তিপূজার থেকে একেশ্বরবাদী সভ্যতা উন্নত। আরবের জাহিলি যুগের মূর্তিপূজা, ইরানের প্রকৃতিপূজা (অগ্নিউপাসনা), উত্তর আফ্রিকার বারবার, মিশরের প্যাগানিজম, ইউরোপের প্যাগানিজম, সবই পরবর্তী যুগে উন্নত একেশ্বরবাদী ধর্ম দিয়ে প্রতিস্থাপিত হয়েছে এবং বিরাট উন্নতির মুখোমুখি হয়েছে। ইসলামও এরকম এক একেশ্বরবাদী ধর্মই তো। ইতিহাসের ভাষ্যকে মেনে নিতে না পারলে তো সমস্যা।
  • সে | ১৪ জুন ২০১৫ ১৭:০৬678490
  • রাজু,
    আপনার এই নতুন ধরণের এবং গুরুত্বপূর্ণ চিন্তাভাবনাগুলো নিম্নলিখিত মোবাইল নম্বরে ফোন করে জানাতে পারেন।
    +৮৮-০১৭৩০-৩৩৩৭৮৯
    এর থেকে ভালোভাবে আপনাকে সাহায্য করবার কোনো উপায় এখন ভেবে উঠতে পারিনি।
  • ranjan roy | 192.69.53.140 | ১৪ জুন ২০১৫ ১৭:০৯678492
  • বাংলাদেশে মাইনরিটিদের মানবাধিকার নিয়ে কিছু বলবেন?
    নাস্তিকরাও মাইনরিটি।

    ১)আর আপনি গায়ে পড়ে ঝগড়া করছেন, কোন খবর রাখেন না।
    বঙ্গে বিজেপির খাগড়াগড় নিয়ে বিশাল ক্যাম্পেন এবং এটা বাংলাদেশে নাশকতার ছক ইত্যাদি বলার অনেকেই বিরোধিতা করেছেন।
    ছত্তিশগড়ে বিজেপি সরকারের "নাশকতা'র মিথ্যাচার্জে গরীব মুসলমান ছেলেদের জেলে পোরারও বিরোধিতা হয়েছে।
    ২) অক্ষরধাম কান্ডে পুলিশ আসল অপরাধীদের না ধরে কিছু নিরীহ মুসলমান দের ধরে দশ বছর পরে কোর্টের আদেশে ছেড়ে দেওয়ায় এখানেই পাই এবং অনেকে নিন্দা করেছেন।
    ৩) দিল্লির পার্লামেন্টে হামলার আরোপে আসলদের ধরতে না পেরে ইউনিভার্সিটির আরবীর অধ্যাপক গিলানীকে মিথ্যে মামলা করে প্রাণদন্ড দেওয়ার( পরে উচ্চ আদালতে মুক্তি পায়) ঘটনায় আমি এই গুরুতেই পাতার পর পাতা তথ্য/দলিল দিয়ে এর নিন্দে করেছি।

    এবার আপনি বলুন অভিজিত/ওয়াসিকুর হত্যা ঘটনায় আপনার স্ট্যান্ড কী?
    আর আমার অনেক মুসলিম পুরুষ ও মহিলার সাথে বন্ধুত্ব আছে। তাঁরা সকলেই ধার্মিক, পাঁচ ওয়ক্ত নামাজ পড়েন। কিন্তু অনেকেই সারাক্ষণ বা বাইরে বুর্কা পরে থাকেন না।
    আমি সানিয়া মির্জার জন্যে গর্বিত; বৈজ্ঞানিক আবদুল কালামের জন্যেও, বিলায়েত, আমজাদ, বিসমিল্লা খাঁয়ের জন্যেও।
    আপনাকে বিশ্বের ২২ শতাংশ মুসলমান সমাজের প্রতিনিধি হিসেবে আপনাকে স্বীকার করতে পারলাম না। সে যোগ্যতা আপনার নেই।
  • Bratin | 122.79.36.50 | ১৪ জুন ২০১৫ ১৭:১৫678493
  • কলকাতার সেই এক পাড়া তে থাকা মুসলিম রা যখন ভারতের হারে পাকিস্তানের জয়ে উল্লসিত উতসব করেন। সেটা নিয়ে কিছু বক্তব্য রাখবেন নাকি? ঃ))
  • রাজু | 99.105.194.68 | ১৪ জুন ২০১৫ ১৭:১৭678494
  • অভিজিৎ এবং ওয়াশিকুর সাহেবের হত্যা ল' অ্যান্ড অর্ডার প্রবলেম। আমি অবশ্যই হত্যাকান্ডের বিরোধী। যেকোনও সুস্থ মস্তিষ্কের মানুষই হত্যার নিন্দা করবেন। তাঁদের ব্যক্তিগত কাজ, যা তাঁরা করতেন অর্থাৎ দেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া, তার তীব্র বিরোধীতা করি। কিন্তু তাঁদের হত্যারও তাড়াতাড়ি বিচার হোক এই চাইবো।
  • dc | 132.164.196.228 | ১৪ জুন ২০১৫ ১৭:২০678495
  • অবশ্য রাজুর মতোই প্রচুর লোক হিন্দু ধর্মেও আছে। যাদের হিন্দু ধর্মে মেয়েদের ওপর অত্যাচার আর অনাচার নিয়ে প্রশ্ন করলেই বলে ওঠে, কই মুসলমান ধর্মেও তো মেয়েদের ওপর অনেক অবিচার আছে, তাই নিয়ে প্রতিবাদ করেন না কেন? এইভাবে দুই ধর্মের মৌলবাদীরা একে অপরের কোর্টে বল ঠেলতে অভ্য়্স্ত। আসলে সব ধর্মের মৌলবাদীরাই পরষ্পরের ভালো বন্ধু, কারন সবাই মিলে সাধারন লোককে বোকা বানাতে হবে তো!
  • S | 109.27.138.238 | ১৪ জুন ২০১৫ ১৭:২৪678496
  • "সে কারণে হিন্দু-মুসলমান বিবাহের ঘটনাগুলিতে সাধারণত দেখা যাই মুসলমান ছেলেটি ছোঁয়াছুয়ির তত্ব না বুঝায় সেই আগে মেয়েটিকে ভালোবাসার কথা জানিয়েছে।"

    শুধুমাত্র মুসলমান ছেলেটিই হিন্দু মেয়েটিকে ভালোবাসার কথা জানিয়েছে। হিন্দু ছেলেটি মুসলমান মেয়েটিকে ভালোবাসার কথা জানালে এবং বিয়ে করতে চাইলে আপনার রিয়াকশন কি হবে, জানতে আগ্রহী থাকলাম।

    "আমাদের মুসলমান সংস্কৃতিতে "ঃ এটি একটু বুঝতে সাহায্য করুন। কারণ আপনি বাঙ্গালী - আপনার ভাষা বাঙ্গলা যেটি একটি ভারতীয় ভাষা যার প্রথম দিককার বেশিরভাগ সাহিত্যই হিন্দু ধর্মীয়। অথচ আপনার ধর্ম এসেছে মধ্যপ্রাচ্য থেকে। এইবারে বলুন আমাদের মুসলমান সংস্কৃতি বলতে ঠিক কি বলতে চেয়েছেন।
  • রাজু | 195.77.129.11 | ১৪ জুন ২০১৫ ১৭:৩২678498
  • * S-
    আশ্চর্য কথা বলছেন। ইসলাম মধ্যপ্রাচ্য থেকে আসেনি। ইসলাম সারা পৃথিবীর মানুষের জন্য এসেছে আল্লাহ তায়ালার থেকে। একজন এথনিক মালয় কে জিজ্ঞাসা করুন মালয় জাতিসত্ত্বার উপাদান কি। বলবে মূল উপাদান হলো তাদের দ্বীন ইসলাম এবং তাদের মালয় ভাষা। একজন বাঙালী মুসলমানেরও জাতিসত্ত্বার মূল উপাদান দ্বীন ইসলাম এবং বাংলা ভাষা। তাই মরক্কো থেকে ইন্দোনেশিয়া যেখানকারই হোক একজন মুসলমানকে আমার খুব আপন মনে হয়। যেমন বাংলা ভাষী একজন হিন্দু বা বৌদ্ধকেও আমার খুব আপন মনে হয়। এ ত‌ো জাতিসত্ত্বার বেসিক অনুভব।
  • রাজু | 47.130.227.133 | ১৪ জুন ২০১৫ ১৭:৩২678497
  • * S-
    আশ্চর্য কথা বলছেন। ইসলাম মধ্যপ্রাচ্য থেকে আসেনি। ইসলাম সারা পৃথিবীর মানুষের জন্য এসেছে আল্লাহ তায়ালার থেকে। একজন এথনিক মালয় কে জিজ্ঞাসা করুন মালয় জাতিসত্ত্বার উপাদান কি। বলবে মূল উপাদান হলো তাদের দ্বীন ইসলাম এবং তাদের মালয় ভাষা। একজন বাঙালী মুসলমানেরও জাতিসত্ত্বার মূল উপাদান দ্বীন ইসলাম এবং বাংলা ভাষা। তাই মরক্কো থেকে ইন্দোনেশিয়া যেখানকারই হোক একজন মুসলমানকে আমার খুব আপন মনে হয়। যেমন বাংলা ভাষী একজন হিন্দু বা বৌদ্ধকেও আমার খুব আপন মনে হয়। এ ত‌ো জাতিসত্ত্বার বেসিক অনুভব।
  • S | 109.27.138.238 | ১৪ জুন ২০১৫ ১৭:৩৭678499
  • প্রথমত আপনি আমার প্রশ্নের উত্তর দিলেন না।

    ইসলাম মধ্যপ্রাচ্য থেকে আসেনি? ইসলাম অন্ততঃ আপনার কাছে এসেছে মধ্যপ্রাচ্য থেকে। তো আপনার কাছে ভাষা আর ধর্মের একই প্রায়োরিটি? নাকি ভিন্ন? এইটি অন্তত বলে দিন।
  • | 24.96.80.213 | ১৪ জুন ২০১৫ ১৭:৪০678500
  • বাংলাদেশের হিন্দু দের ওপর যে "নির্যাতন" গুলো করা হচ্ছে সে গুলো কি সব "ল অ্যান্ড অর্ডার" সমস্যা। নাকি সমস্যার মূল আরো গভীরে? ঃ))
  • pi | 192.66.11.202 | ১৪ জুন ২০১৫ ১৭:৪০678501
  • আমার একটা প্রশ্নেরও উত্তর পেলাম না রাজু। আপনি মুসলিম বলে যদি আপনাকে প্রশ্ন না করা যায়, তাহলে একটা সুতো খোলার মানেটা কী ? এটা নিশ্চয় আপনার স্বগতোক্তির ক্ষেত্র নয় !

    আগের প্রশ্নগুলোর সাথে আরো একটা প্রশ্ন জুড়লাম। অভিজিত রায় ও অন্যান্যদের ফরাবী, আনসার বাংলা এরা যে ডেথ থ্রেট দিয়েছিল, ব্লগারদের নিকেশ করার যে লিস্ট বানানো হয়েছে, তাই নিয়ে আপনার কী মত ? সেটিও কি ল এন্ড অর্ডার প্রবলেম ?
  • রাজু | 99.105.194.77 | ১৪ জুন ২০১৫ ১৭:৪২678503
  • আমার কাছে ইসলাম এসেছে আমার মরহুম বাবা-মা এর থেকে। মধ্যপ্রাচ্য থেকে তো নয়।
    আর আমার কাছে বাঙালী মুসলিম জাতিসত্ত্বার দুটি অংশ ১) দ্বীন ইসলাম, ২) বাংলা ভাষা। এই ক্রমে। তবে দুটিই অপরিহার্য!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন