এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হিন্দু পরিবারের অন্দরে মুসলিমবিদ্বেষ চর্চার ডিসকৌর্সঃ মহিলাদের শাসনে মুসলিমবিদ্বেষের জীবিত থাকা

    Raju
    অন্যান্য | ১২ জুন ২০১৫ | ৭৮০৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রাজু | 99.105.194.72 | ১৪ জুন ২০১৫ ১৭:৪৬678504
  • * pi =
    প্রশ্ন সংক্রান্ত বিরক্তি প্রকাশ করেছিলাম fgm সংক্রান্ত একটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক প্রশ্নে, সেটা উপরে স্পষ্টও করেছি একটি মন্তব্যে। বাকি অন-টপিক প্রশ্নের উত্তর তো দিচ্ছি।

    লিস্ট কেউ বানাতেই পারে। হত্যার হুমকি দিয়ে কেও ছাড়া থাকাটা ল অ্যান্ড অর্ডার প্রবলেম। যারা হত্যার হুমকি দিয়েছে তাদের বিচারের দাবীই করি। বাংলাদেশের প্রায় প্রতিটি নাগরিকই এই বিষয়ে শতকরা ১০০ ভাগ একমত হবেন যে হত্যাকারী এবং হত্যার হুমকিদাতাদের বিচার হওয়া জুরুরি।
  • S | 109.27.138.238 | ১৪ জুন ২০১৫ ১৭:৪৭678505
  • এইবারে আপনার প্রথম লাইনটা ধরে এগোতে থাকুন। দেখবেন মধ্যপ্রাচ্য পৌঁছে গেছেন।

    আর আপনার দ্বিতীয় ক্রমটা ভুল এবং ভয়ন্কর। কারণ মানুষের কাছে ভাষা হোলো কোর, আর ধর্ম হোলো শেল। কারণ ধর্ম বদলানো যায়, কিন্তু মাতৃভাষা নয়।

    আপনাকে আর প্রশ্ন করবোনা, কারণ আপনার চিন্তা ভাবনা দেখে শিহরিত হই। আপনার হিন্দু ধর্মীয় সংস্করনগুলই মনে হয় ভারতে মুসলমান নিধন করে বেরায়।
  • pi | 192.66.11.202 | ১৪ জুন ২০১৫ ১৭:৫১678506
  • না উত্তর পাইনি তো।
    এখানে প্রশ্নগুলো আছে Date:14 Jun 2015 -- 02:23 PM
    প্রায় সব মুসলিম মেয়ে পর্দা মানেন, এটা আমার প্রশ্নগুলোর উত্তর নয়।
  • রাজু | 47.187.129.166 | ১৪ জুন ২০১৫ ১৭:৫৪678508
  • * S =

    সব কিছু অতো সহজ সরল নয়। আমার ভাষা ছাড়া আমি যেমন অসহায় বোধ করবো, সকালে উঠে প্রার্থনা করতে না পারলেও অসহায় বোধ করবো। কারণ ফজরের নামাজে যে আন্তরিক শান্তি পাই তা আমার জীবনীশক্তির জন্য় প্রয়োজন। আপনার প্রয়োজন না থাকতে পারে। সেটা আপনার বাস্তব। আমারও একটা বাস্তব আছে, যা আপনার থেকে আলাদা।
    হয়তো বুঝাতে পারলাম না। এই সহজ কথাটাই আমরা বুঝানোর চেস্টা করে আসছি ইংলিশ ডিফেন্স লীগ জাতীয় নব্যনাজি গোষ্ঠীকে। সেখানেও আমরা ব্যর্থ।
  • pi | 192.66.11.202 | ১৪ জুন ২০১৫ ১৭:৫৪678507
  • হত্যার হুমকিদাতাদের নিন্দা করে, তাদের ধরার দাবি করে, হত্যাকারীদের ধরার দাবিতে আপনাদের কোন লেখা আছে ? দেবেন একটু, পড়তে আগ্রহী।
  • রাজু | 15.79.68.161 | ১৪ জুন ২০১৫ ১৭:৫৭678509
  • * pi =

    "আপনাদের" ?
  • | 24.96.80.213 | ১৪ জুন ২০১৫ ১৮:০১678510
  • এম এস সি ফার্স্ট ইয়ারে দুটি মেয়ে পড়তো। দুটি মেয়ে ই সালওয়ার পরে আসতো। এদের মধ্যে একটি মেয়ে বোরখা পড়ে আসতো। অন্য মেয়ে টি শুধু ই সালওয়ার। এই দ্বিতীয় মেয়েটি ক্যারাটে শেখে। গ্রীন বেল্ট।

    ইন জেনের‌্যাল, অন্য ক্লাশে ও দেখেছি বেশীর ভাগ বোরখা পরা। শুধু সালওয়ার র পার্সেন্টেজ ও কম নয়। আর খুব কম পার্সেন্টেজ দেখেছি যারা জিনস ,টি শার্ট পরে ও আসতো।
  • pi | 192.66.11.202 | ১৪ জুন ২০১৫ ১৮:০২678511
  • হ্যাঁ, আপনি তো বাংলাদেশের প্রতিটা নাগরিকের হয়ে কথা বলছেন।

    আর আপনাকে কিছু প্রশ্ন করলে আপনিই তো আমরা মুসলমানেরা করে উত্তর দেন।
  • রাজু | 186.10.107.180 | ১৪ জুন ২০১৫ ১৮:০৬678383
  • সেক্ষেত্রে তো বিষয়টি সহজ। গুগল সার্চ দিলেই বাংলাদেশের বহু নাগরিকের লেখা পাবেন হত্যাকারীদের ধরার দাবী করে। তাদের মধ্যে মুসলমানও পাবেন। আমাদের আইনমন্ত্রী আনিসুল হকই একাধিকবার মিডিয়াতে ব্লগার হত্যা নিয়ে বিবৃতি দিয়েছেন।
  • PM | 233.223.155.237 | ১৪ জুন ২০১৫ ১৮:০৬678384
  • যেটা নিজে চান সেত অন্যকে পেতেও সাহয্য Kঅরুন। তাহলে দেখবেন কাজটা সহজ হয়ে যাবে।

    আমেরিকায় মানবধিকার নেই বলে লাফাবেন--কিন্তু সৌদির মানবাধীকার ইনতাকে দুহাত তুলে সমর্থন করবেন----এটা হলে লোকে কন্ফুসড হয়ে যাবে

    UK তে ধর্মচারনের স্বাধীনতা চাইবেন আর সৌদিতে বা পাকিস্তানে হিন্দুরা মূর্ট্টি পুজো কতে পারবে না-করলে গল কাটা যাবে--এটা হলেও লোককে বোঝনো সমস্যা।

    সব ইস্লামিক দেশে ব্লাসফেমি ল বলে একটা আইন মইনরিটির মানবধীকারের গুষ্টির তুষ্টি করবে--তাহলে বাকী দুনিয়াকে বোঝানো এক্টু শক্তই হবে। ( আহমদিয়ারা নিজেদের মুস্লিম বললে এই আইন বলে সেত চরম শাস্তিযোগ্য)

    এই সব আর কি।
  • cm | 127.247.99.225 | ১৪ জুন ২০১৫ ১৮:০৬678512
  • নমাজ পড়ার সময় আমি যেরকম পোষাকের ছবি দিলাম সেরকম পোষাক পরে করবেন, কেমন। চোগা চাপকান নয়।
  • | 24.96.80.213 | ১৪ জুন ২০১৫ ১৮:০৭678385
  • গুরু র ইতিহাসে ফাস্টেস্ট ১০০?? জ্জিও!!ঃ))))
  • pi | 192.66.11.202 | ১৪ জুন ২০১৫ ১৮:০৯678386
  • না, যাঁদের এরকম দাবি পড়েছি, তাঁদের আপনার মত মতামত বিশেষ রাখতে দেখিনি।
    আর, তাহলে একটু কঠিন ই করে দিলাম । আপনার এই তীব্রহিন্দুবিদ্বেষী নানাবিধ লেখা তো এখানে ও নানা জায়গায় দিয়ে থাকেন, তো, এই নিয়ে আপনার লেখা ও নিশ্চয় রয়েছে। একটু পড়তে চাই।

    আর পর্দা কাল্চার ও তাতে স্বচ্ছন্দ হওয়া নিয়ে প্রশ্নগুলোর উত্তর?
  • dc | 132.164.196.228 | ১৪ জুন ২০১৫ ১৮:১২678387
  • রাজুবাবুকে আমারও একটা বিনীত প্রশ্ন ছিলঃ

    কোন মুসলিম মহিলা নিজের ইচ্ছেয়, অন্য কারুর দ্বারা প্রভাবিত না হয়ে, পর্দা না রাখতে চাইলে তার জন্য কি বিধান?
  • রাজু | 101.219.236.218 | ১৪ জুন ২০১৫ ১৮:১৩678388
  • পিছনের পাতায় থাকা প্রশ্নগুলি অ্যাড্রেস করবো ধীরে ধীরে।
  • | 24.96.80.213 | ১৪ জুন ২০১৫ ১৮:১৬678389
  • dc টা একদম বুকা। কিচ্ছু জানে না। মুসলিম নারী দের নিজের ইচ্ছা বলে কিছু নেই। কর্তার ইচ্ছায় কর্ম!! প্লেন অ্যান্ড সিম্প্লুল । ঃ))
  • রাজু | 72.141.45.12 | ১৪ জুন ২০১৫ ১৮:১৬678390
  • আমি কারও প্রতি বিদ্বেষী নই। এখানে যে কয়টি লেখা পোস্ট করেছি তার প্রতিটিরই অর্ধেকেরও বেশি জুড়ে উদ্ধৃতি, যা বিভিন্ন গুণী ব্যক্তির যথাসম্ভব নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে দেওয়া।
  • dc | 132.164.196.228 | ১৪ জুন ২০১৫ ১৯:০১678391
  • রাজু ঘাবড়াবেন না, হিন্দুত্ববাদীদেরও আমি বিনীত ভাবে প্রশ্ন করি , কোন হিন্দু মহিলা নিজের ইচ্ছেয়, অন্য কারুর দ্বারা প্রভাবিত না হয়ে, অন্য বর্ণের বা অন্য ধর্মের কোন ছেলেকে বিয়ে করতে চাইলে তার জন্য কি বিধান। আমি নিজে যেহেতু হিন্দু না (মুসলমানও না), তাই ভাববেন না যে আমি হিন্দুদের প্রতিনিধিত্ব করছি। তবে এটা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে যেকোন ধর্মেই বিশেষত মেয়েদের ওপর এক লক্ষ অনুশাসন আর নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়, তাই স্বাভাবিকভাবেই এই প্রশ্নগুলো বেশী ওঠে।
  • ranjan roy | 192.69.53.140 | ১৪ জুন ২০১৫ ১৯:১৩678392
  • ডিসি কে বড় হাতের ক।

    আর "অভিজিৎ এবং ওয়াশিকুর সাহেবের হত্যা ল' অ্যান্ড অর্ডার প্রবলেম। আমি অবশ্যই হত্যাকান্ডের বিরোধী। যেকোনও সুস্থ মস্তিষ্কের মানুষই হত্যার নিন্দা করবেন।"-স্টেটমেন্টের জন্যে রাজু তানিমকেও।
    ১) কিন্তু হজরত মুহম্মদ সাহিব তো সৌদি আরবেই জন্মেছিলেন? আর আপনি নিজেও বলেছেন ইসলাম আপনার কাছে বাবা-মার কাছ থেকে এসেছে। ডায়রেক্টলি খোদাতালার কাছ থেকে আসেনি, হজরত সাহিবের কাছ থেকেও নয়।
    তেমনি কুরান শরীফ তো মধ্যপ্রাচ্যে হজরত মুহম্মদ সাহিবের কাছে প্রকট হয়েছিল। একই দিনে গোটা বিশ্বে একসাথে প্রকট হয় নি। এটাই কি ঐতিহাসিক সত্য নয়?
    ২) আইসিস বোকো হারামের জঘন্য হত্যালীলা কি ইসলাম অনুমোদিত? আপনার কাছ থেকে জানতে চাই।
  • Somnath Roy | ১৪ জুন ২০১৫ ২০:০৪678394
  • হিন্দু মায়েরা তাদের শিশুদের ভয় দেখিয়ে ঘুম পাড়াতে হাজার বছর ধরে বলে এসেছে যে, “মুসলমানরা হচ্ছে দৈত্য! মুসলমানরা হচ্ছে অসুর!”

    এইটা কোন বইয়ে আছে? খুব ইন্টারেস্টিং লাগল, কারণ ইসলাম যুগের কয়েকশো বছর আগেও দৈত্য/অসুর অর্থে বৌদ্ধদের বোঝানো হতো।
  • চান্দু মিঞা | 127.247.99.41 | ১৪ জুন ২০১৫ ২০:৫৩678395
  • আদর্শ মুসলিমের পোষাকের ছবি দিলাম তো। তার পরে আর গোল কোথায়?
  • 0 | 123.21.65.214 | ১৪ জুন ২০১৫ ২২:০১678396
  • রঞ্জনদা লিখেছেন, "...ওখানে শিক্ষকরা লো-পেইড এবং বেশির ভাগদের ধার্মিক শিক্ষার সার্টিফিকেট ছাড়া সায়েন্স বা ইংরেজি লিটারেচারে ব্যুৎপত্তি নেই, ল্যাব নেই।..."
    এর মূল কারণটা কি? মানে, এগুলো নেই কেন? - আমার জানা নেই।
    খ্রিষ্ঠান মিশনারি স্কুলগুলো, হিন্দু মিশন স্কুলগুলো, জৈন-বৌদ্ধ-শিখ-পার্শি স্কুলগুলো, সবেতেই ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞানের নানান বিষয়, ল্যাব, ইংরিজি ভাষা, উন্নত পরিকাঠামো, দেশের মূলধারার শিক্ষাব্যবস্থার বোর্ড/কাউন্সিলগুলোর সাথে সংযুক্তি, এসবে গুরুত্ব দেওয়া হয়। মাদ্রাসা তার থেকে আলাদা হয়ে আছে কেন?
    এই আলাদা হয়ে থাকার মূল কারণ যেটাই হোক, সেটা সুস্পষ্ট না হলেও, একদম বেসিক জায়গায় কোথাও প্রায় এলিয়েনেশান গোছের কিছু একটা আছে।
    এইটার অনুভবই সম্ভবত সেই সময়কার হিন্দু মেয়েদের এর সংস্কৃতিকে এড়িয়ে চলার অন্যতম কারণ ছিল।
  • s | 108.214.103.233 | ১৪ জুন ২০১৫ ২৩:১৬678397
  • রাজু, আপনি প্রথমে বাংলাদেশে ৫টি হিন্দু মানুষের নাম বলুন যাকে সারা বিশ্ব চেনে।
    তারপর আপনার সংগে অন্য আলোচনা হবে।

    ভারতবর্ষের দুর্ভাগ্য যে ভারতবর্ষের প্রাচুর্যের জন্য এখানকার মানুষেরা তথা রাজারা ছিল তুলনামূলক ভাবে অলস, নিজেদের মধ্যে বিতন্ডায় জড়িত, এবং সামরিক শক্তি বিস্তারে অক্ষম। সেই জন্যই ভারতবর্ষের ইতিহাসে বারবার বিদেশী আক্রমন হয়েছে, লুঠপাট, নারী ধর্ষণ, খুন খারাবি হয়েছে, এবং পৃথিবীর হিসাবে সবথেকে দীর্ঘকাল বিদেশী শাসনে থাকতে হয়েছে। ব্যপারটা যদি উল্টো হত, অর্থাৎ ভারতবর্ষের রাজারা যদি ভারতের বাইরে সাম্রাজ্যবিস্তারে বার হতেন, এবং মধ্যপ্রাচ্য, চীন ও এশিয়া/ ইউরোপেরর অন্যান্য অঞ্চলে নিজেদের শাসন বিস্তার করতেন, এবং ইসলাম ও খ্রীষ্ঠান ধর্মালম্বীদের হিন্দু সম্রাটের শাসনে দীর্ঘকাল থাকতে হত, তখন আপনার তথাকথিত ইসলাম 'কালচার' কোথায় যেত সেটাও বিবেচ্য।
    আর হিন্দু ধর্মের পর্দা প্রথা, হিন্দু মেয়েদের অন্তঃপুরবাসিনী করে রাখা - এসব মুসলমান শাসনেরই অবদান। এক, হিন্দু মেয়েদের সুরক্ষার জন্য আর দুই মুসলমান মেয়েদের পর্দা কালচারের সোজাসুজি প্রভাব।

    বাতেলা মারুন, কিন্তু একটু সামলে।
  • Atoz | 161.141.84.175 | ১৪ জুন ২০১৫ ২৩:৫০678398
  • চান্দুমিঞা, ঐ যে পোশাকগুলো পরেছে, ওগুলো তো মনে হচ্ছে আলগা সাদা কাপড়, বেশ কিছু প্যাঁচ মেরে সর্বাঙ্গ ঢেকেছে। এ তো দৌড়াতে গেলে খুলে টুলে যেতে পারে!!!
  • - | 109.133.152.163 | ১৫ জুন ২০১৫ ০০:০১678399
  • কিছুর মধ্যে কিছু না, খামোখা দৌড়াবেই বা কেন? ঃ-)
  • Atoz | 161.141.84.175 | ১৫ জুন ২০১৫ ০০:০৮678400
  • আহা, হয়তো ভীষণ এক লড়াই শুরু হয়েছে, যারে কয় আলো-অন্ধকারের যুদ্ধ। তখন? যুদ্ধকালে না দৌড়িয়ে উপায়?
  • - | 109.133.152.163 | ১৫ জুন ২০১৫ ০০:১৫678401
  • যুদ্ধু করবে বীরের মত ঘুরে দাঁড়িয়ে। দৌড়ে পালাবে কেন? কি মুশ্কিল!
  • Bratin | 122.79.35.182 | ১৫ জুন ২০১৫ ০০:১৯678402
  • কবি বলেছেন " যঃ পলায়তি সঃ জীবতি" ঃ))
  • Atoz | 161.141.84.175 | ১৫ জুন ২০১৫ ০০:২০678403
  • যুদ্ধ করতে গেলে এগোতেও হয় পিছোতেও হয়, না দৌড়ে উপায় নেই।
    এই পোশাক যুদ্ধকালে যে খুলে কোথায় যাবে, কেজানে!
    অবশ্য গ্রীক-পারসিক যুদ্ধের চিত্রে দেখা যায়, গ্রীকরা একেবারে নাঙ্গাবাবা আর পারসিকরা চিলতে চিলতে কাপড় কয়েকফালি করে পরেছে।
  • se | 188.83.87.102 | ১৫ জুন ২০১৫ ০৩:০২678405
  • অ্যাই, এসব কি অসভ্যতামি হচ্ছে অ্যাঁ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন