এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • মনোজ | 212.78.234.181 | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ১৭:০০684864
  • এই শহর – ৮ই সেপ্টেম্বর ২০১৫ !
    ইভটিজারদের পেটাল ক্যারাটে-গার্ল !

    দরকারে ফের রুখে দাঁড়াবেন অন্যায়ের বিরুদ্ধে, ঘোষণা সাহসিনীর !

    এলাকায় দুই যুবককে উচিৎশিক্ষা দিলেন তরুনী । বেশ কয়েকদিন ধরেই ঐ তরুনীকে কুমন্তব্য ও অশালীন অঙ্গভঙ্গি করে উত্ত্যক্ত করছিলো। কিন্তু ঝঞ্ঝাট হবে বুঝে সব শুনেও না শোনার ভান করছিলেন ওই তরুনী । আর তাতে দিনে দিনে মাত্রাও বাড়াচ্ছিল ওই দুই যুবক। রবিবার বিকেলে মধ্যমগ্রামের সুকান্ত সরণিতে তারা ইচ্ছে করেই মুন্না দাস নামে ওই তরুনীকে সাইকেলে করে এসে ধাক্কা মারে । তাতে বেসামাল হয়ে যান মুন্না । পরে সামলেও নেন । তখন ফের অশালীন মন্তব্য শুরু করে যুবকরা ।

    মুন্না তাদের বিরত হতে বললে অশালীনতার মাত্রা আরও বাড়িয়ে দেয় । তখনই দুই যুবককে কলার ধরে সাইকেল থেকে মাটিতে ফেলে দেন মুন্না । দুষ্কৃতীরা দুজনে মিলে চড়াও হয় মুন্নার উপরে । কিন্তু ক্যারাটে জানার ফলে আত্মরক্ষা করতে সমর্থ হন মুন্না, তার পাল্টা মারে রণে ভঙ্গ দেয় অজ্ঞাতপরিচয়, মুখচেনা ওই দুই যুবক । প্রথমে তারা মুন্নাকে মারতে এলেও, মুন্নাও পাল্টা মারধর শুরু করেন ।
    কিছুক্ষণ ধরে চলে মারামারি । একজনের নাক দিয়ে রক্ত বেরচ্ছে দেখে অন্য শাকরেদ দৌড়তে শুরু করে । মুন্নার হাত থেকে কোনোক্রমে নিজেকে ছাড়িয়ে নিয়ে চম্পট দেয় অন্যজনও । বিকালে যখন এই ঘটনা ঘটছে, তখন উৎসুক হয়ে অনেকে দৃশ্য উপভোগ করতে এসেছিল বটে। তবে মেয়েটিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় নি কেউই । উপরন্তু তারা মেয়েটিকে সতর্ক করে বলেছে, ওদের দলবল রয়েছে, পড়ে সদলবলে এসে চড়াও হতে পারে ।

    এই ঘটনার পরে ব্যাগ নিয়ে ক্যারাটে স্কুলে গিয়ে পুরো ঘটনার কথা প্রশিক্ষকদের জানান মুন্না । তখনই দুই প্রশিক্ষক ভোলানাথ দাস ও সিরাজ সাউ তাকে নিয়ে মধ্যমগ্রাম থানায় যান । সেখানে লিখিত অভিযোগ দায়ের করেন অপরিচিত দুই যুবকের বিরুদ্ধে । তবে মুন্না জানিয়ে দেন, দেখলে ওই দুই যুবককে তিনি শনাক্ত করতে পারবেন । তাদের বিবরনও দেন কর্তব্যরত পুলিশ কর্মীদের । সেখানেও সাহসেনী মুন্না বলেন, ‘সাহস থাকলে ওরা এক এক করে আসুক, আমি বুঝে নেব ।‘ তার পরে বলেন ‘ শুধু মার খেয়ে হজম জন্যই মেয়েদের জন্ম হয়েছে নাকি ? কেউ বিরক্ত করলে আবার মারব।‘ তবে বাড়িতে যখন তিনি থাকবেন না, তখন যদি মা-বাবার উপর চড়াও হয় তারা ? এটাই মুন্নার একমাত্র দুশ্চিন্তা ।

    মধ্যমগ্রামের দোলতলায় মেঠোপাড়ায় থাকেন মুন্নারা । বেসরকারি সংস্থার চাকুরে তরুন দাসের মেয়ে মুন্না বাবার প্রবল অনিচ্ছের বিরুদ্ধে গিয়েই ছোট বয়েসে ক্যারাটে প্রশিক্ষণ নিতে শুরু করে । তার বাবা বার বার আপত্তি করলেও, ক্যারাটের প্রতি আকর্ষণ তিনি কাটিয়ে উঠতে পারেন নি । উল্টে সেই আকর্ষণ দিনে দিনে বেড়েছে । তবে বাস্তবে সেই বিদ্যা এর আগে কোনোদিন কাজে লাগেনি । এর আগেও আর পাঁচজন মেয়ের মতো তিনিও অশালীন ইংগিতের শিকার হয়েছেন । কিন্তু পাশ কাটিয়ে চলেও গিয়েছেন স্বভাব নম্র মুন্না । এ দিন সহ্যের বাধ ভেঙ্গে যাওয়াতেই তিনি প্রতিবাদ করেন ।

    মনোজ
  • he he party | 195.58.164.42 | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ১৭:১৪684879
  • বেশ তো ! আচ্ছে দিন আ গয়ে
  • ... | 117.193.242.2 | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ১৮:০০684890
  • কি ফালতু, শুধু মেয়েটার বাড়ির ঠিকানাটাই লিখে দেওয়া বাকী রইলো।
  • সে | 94.75.173.148 | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৪০684901
  • আরো বেশি করে দরকার এভাবে আত্মরক্ষা করবার। ক্যারাটে না জেনেও রাস্তায় বদমাস ঠ্যাঙানোর অভিজ্ঞতা আছে। একবার এমনি ঠেঙিয়েছিলাম যে প্রত্যক্ষদর্শীরা এখনো মনে রেখেছে। প্রতিরোধ না করলে এরা পেয়ে বসে।
  • সে | 94.75.173.148 | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ১৯:৪৪684912
  • বাড়ীর ঠিকানা দেওয়া না দেওয়ায় কিস্যু এসে যায় না। ওটা অজুহাত। ভারতে ডেটা সিক্রেসী আইন নেই। পড়ে পড়ে মার না খেয়ে পাল্টা মারবে। সাবাস মুন্না দাস।
  • pi | 233.176.12.160 | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ২০:০৫684923
  • আজ ভাটে এটা নিয়ে কথা হচ্ছিল। পোস্টগুলো পেস্ট করে দি। আমার আরো কিছু বক্তব্য আছে, কুমুদির উত্তরে, লিখবো পরে। ইন ফ্যাক্ট তখনি ঐ অবন্তিকার ব্লগে মনোজবাবুর মন্তব্যের তলায় এগুলো লিখবো ভেবেছিলাম, ওঁকে অনেকদিন ধরে উত্তরও দেব ভাবছিলাম, এই আত্মরক্ষা ইস্যুতে , দেওয়া হয়নি। ভালৈ হল টই খুললেন, এখানেই লিখবো।

    name: quark mail: country:

    IP Address : 24.139.199.12 (*) Date:08 Sep 2015 -- 09:48 AM
    ইয়া দেবী সর্বভূতেষূ শক্তিরূপেণ সংস্থিতা -

    http://timesofindia.indiatimes.com/city/kolkata/Karate-girl-kicks-her-
    way-out-of-molesters-clutches/articleshow/48863452.cms

    name: pi mail: country:

    IP Address : 233.176.1.58 (*) Date:08 Sep 2015 -- 10:09 AM

    ঐ লোজজনের হাতে অস্ত্র থাকলে কী সমাধান ? অস্ত্ররূপেণও সংস্থিতা হতে হবে ?

    মানে, মেয়েটি ওখানে যা করেছে, বেশ করেছে বলেও বলছি। এটা আমার সামহাউ কখনোই সমাধান মনে হয়না।

    name: quark mail: country:

    IP Address : 24.139.199.12 (*) Date:08 Sep 2015 -- 10:12 AM

    নাহ্‌! এটাই একমাত্র সমাধান অবশ্যই নয়। তবে অন্যায় অপরাধের উল্টোদিকে সাহসের চেয়ে বড় আর কার্যকরী অস্ত্র পাওয়া মুশকিল।

    name: pi mail: country:

    IP Address : 233.176.1.58 (*) Date:08 Sep 2015 -- 10:31 AM

    হ্যাঁ, সাহস অবশ্যই গুণ। তার প্রশংসা অবশ্যই করবো। কিন্তু সেটা বলতে গিয়ে উল্টোদিকে কারো সাহসের অভাব থাকলে সেটাকে দোষ বা খামতি বলে ফেলছি কিনা সেই নিয়ে একটু ভয় লাগে, কারণ সেটা কোনোভাবেই বলতে চাই না। কারণ রাস্তায় কেউ আক্রমণ করবে, এই ব্যাপরটাই স্বাভাবিক না, তাই আক্রমণ করলে সবাই পাল্টা মারতে পারবে বা মারতে চাইবে, এটাও স্বাভাবিক না মনে হয় ( বা, মনে করি)। কেউ দুর্বল হলে সেটাকেও দোষের মনে করতে পারিনা।
    কারো আগ্রহ থাকলে অবশ্যই শিখুক, কিন্তু মেয়েদের পাল্টা মারের জন্য তৈরি হতেই হবে, সবাই কারটে কুংফু শিখুক, এটা কোন সমাধান মনে করতে গেলেই ঐ উল্টো দিকটা মনে হয়। উল্টে মার দেওয়াটা মেয়েদের দায়িত্ব, কর্তব্যের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে না তো, এরকম মনে হয়।

    name: kumu mail: country:

    IP Address : 11.39.35.18 (*) Date:08 Sep 2015 -- 12:35 PM

    পাই আমার কেমন মনে হয় আত্মরক্ষার জন্য ক্যারাটে বা ঐরকম কিছু শেখা প্রত্যেকের জন্য জরুরী,যদিও এটা অনেক উপায়ের অন্যতমই কেবল।সব মেয়ে হয়তো খুব সাহসী হয় না,কিন্তু প্রবল ভীতু থেকে অল্প সাহসী হয়ে উঠতে পারলেও লাভ আছে।পথেঘাটে যে সব মেয়েরা একা চলাফেরা করে তাদের আত্মরক্ষার প্রস্তুতি ও মনোবল থাকা উচিত এমনটাই মনে করি তা সে ক্যারাটে হোক বা পেপারস্প্রে বা অন্য কিছু।
    ঠিক গুছিয়ে লিখতে পারলাম না কিন্তু মোটামুটি এটাই বক্তব্য।
  • Ekak | 113.6.157.186 | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ২০:২৮684934
  • মানুষ বেসিক্যালি কুত্তার জাত । অনবরত আলফা খোঁজা দিয়েই সমস্ত সামাজিক সম্পর্ক নির্ধারিত । কাজেই যে দুর্বল সে অত্যাচারিত হবে । যার টাকার জোর বা রাজনৈতিক শক্তি বা গলার জোর বা তীক্ষ্ণ বুদ্ধি বা কোনো একটা ফর্মে পাওয়ার আছে সে বেঁচে যেতে পারে। যার সেগুলো নেই তার আত্মরক্ষার জন্যে কমব্যাট ট্রেইনিং জরুরি । যদি ধরেও নি রাষ্ট্র সবাইকে সুরক্ষার চাদর দেবে তাহলেও বাই ভার্চু অফ বিয়িং ইত সেন্ট্রালি প্ল্যান্দ এসীয়রেনস স্কীম , কখনই ফুল্লি পাওয়ারলেস একটা এনটিটি কে কভার করতে পারেনা , যদি না এসায়লামে পুরে রাখে । সবার কমব্যাট ট্রেনিং নেওয়া জরুরি না, অনেকেই কোনো না কোনো ফর্মে অন্য রকম পাওয়ার হোল্ড করে। যাদের সেসব নেই তাদের পক্ষে খুব জরুরি । এগুলো প্যাক এনিম্যাল সোসাইটির ক্রাইসিস । যেটা যা তাকে সেভাবেই ডীল হতে দেওয়া ভালো । আলফা চিনিয়ে দেওয়া জরুরি ।
  • ... | 177.124.124.21 | ০৮ সেপ্টেম্বর ২০১৫ ২১:০৮684945
  • আহা তা বলিনি। পিটিয়েছে বেশ করেছে, তাই বলে এভাবে কুষ্টি ঠিকুজি জানিয়ে দেওয়া টাও কোনো কাজের কথা নয়।
  • 55 | 108.165.72.138 | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৩৫684956
  • যদি লেখা তে মেয়ে তী র ব দোলে ছেলে দের নাম ও ফোতো থাক লে কেমোন হোতো
  • | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৪২684865
  • এই যে খবরটা। খবরে ক্লিক করলে যখন আলাদা উইন্ডোয় খোলে তখন সেখানে মাউসে রাইট ক্লিক করলে দেখবেন কতগুলো অপশান আসছে, তার থেকে Copy image url ক্লিক করুন। এখানে এসে <> এর মধ্যে url পেস্ট করে দিন। খবরটা চলে আসবে।
    তাহলে আর পুরোটা টাইপ করতে হবে না।

  • | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৪৪684870
  • এবং এই হচ্ছে তার ফলো আপ খবর।

  • | 213.99.211.132 | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ১০:২৫684871
  • এই সাহসী মেয়ে টিকে আমার সবুজ সেলাম।

    একক ঠিক ই বলেছে। যেরকম দিন কাল আসছে তাতে অন্য কেউ আমাকে বাঁচাবে এই আশা না করে সেল্ফ সাফিসিয়েন্ট হওয়া দরকার। তাতে এই ধরণের মার্শাল আর্টের সাহায্যে নিজের থেকে অনেক বেশী এক বা একাধিক ব্যক্তির সাথে টক্কর নেওয়া যায়। আমার আশা এই মেয়ে টিকে দেখে আরো অনেক মেয়ে এই মার্শাল আর্ট শিখতে এগিয়ে আসবে। আর ইভ টিজার রা খানিক তা হলে ও ভয় পাবে এবং তাদের দৌরাত্ম কমবে।
  • b | 135.20.82.164 | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ১০:৪৬684872
  • হুম। এন আর এ ক্রমে আসিতেছে।
  • কল্লোল | 135.17.65.130 | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ১২:৪৯684873
  • একই যুক্তিতে শুধু মেয়েরা কেন, সব সাধারণ মানুষেরই কুংফু-ক্যারাটে শেখা উচিৎ।
    তাহলে আর পুলিশের মুখ চেয়ে বসে থাকতে হয় না। তাই কি?
  • | 213.132.214.155 | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ১২:৫৬684874
  • ছেলে দের থেকে মেয়ে দের "আরো" বেশী দরকার। কারন টা সহজবোধ্য।
  • কল্লোল | 125.248.76.233 | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ১৪:১৬684875
  • কেন? এই যে শুনি নিজের টাকায় বাড়ি বানাতে গেলে "সিন্ডিকেট" থেকে খারাপ মাল বেশী দামে কিনতে হয়। না কিনলে "সিন্ডিকেট" একটু ঘসামাজা করে দেয়। তাতে তো পুরুষ বা নারী বলে আলাদা কোন খাতির হয় না। বাড়ি শুদ্ধ সবাই কুংফু জানলে এসব কতো সহজে ঠেকানো যায়। বা ঐ এলাকার সবাই যদি কুংফু-ক্যারাটে জানা হয় তো আরও ভালো হয়।

    এই যে মুন্নার বাবা-মা-ভাই-বোন, ঐ ছেলেগুলো তো তাদের ওপরও আক্রোশ মেটাতে পারে। ওরা সকলেই যদি কুংফু-ক্যারাটে না জানে তবে তো মুস্কিল।
  • pi | 24.139.209.3 | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ১৪:৩২684876
  • কাল যেটা বলছিলাম। এভাবে আত্মরক্ষার দায়িত্ব মেয়েদের নিজেদের নেওয়া উচিত , এতে আপত্তি কেন করছি।
    মেয়েটি খুব সাহসের কাজ করেছে, অনেক বাহবা দেবো, সেসবই ঠিক আছে, কেউ শিখতে চাইলেও অবশ্যই শিখুক। ভাল কথা। কিন্তু আমার সমস্যা হয় দরকারি, উচিত এই শব্দগুলি নিয়ে। সমস্যা হয় যদি বলা হয় এটা শেখা উচিত, প্রত্যেকের জন্য দরকারি , শেখা বা শেখানো বাধ্যতামূলক করা উচিত বললে তো আরোই হবে, তার কারণ, এতে করে, এটাকে সমাধান বলে প্রিচ করলে, মনে হয় দায়িত্বটা মেয়েদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। আত্মরক্ষা কর্তব্য, এই লাইনে যদি একবার প্রোজেক্টেড হয়ে যায় তো সেই কর্তব্যের দোহাই পেড়ে পুলিশ প্রশাসনের দায়িত্ব লঘু হয়ে যাবে, এবং তাকে একটা বৈধতা দেওয়া হয়ে যাবে, সমস্যা এখানে লাগে। আর শারীরিক ভাবে কারুর থেকে কম দক্ষ হওয়াকে সত্যিই কোন অক্ষমতা মনে করিনা। আর আরো দুটি কারণে সমস্যার মনে হয়।
    এটাকে এক্সটেন্ড করে ভাবতে গেলে।
    এক। আক্রমণকারী ছেলেরাও কুংফু , ক্যারাটে শিখতে পারে। তখন পাল্টা কীভাবে প্রস্তুত করতে হবে ? উন্নততর কুংফু , কারাটে শিখে ? তারপর ছেলেরাও সেটা শিখতে শুরি করলো, তখন ?
    দুই। আক্রমণকারীরা অস্ত্র রাখলো। তাকে কীকরে মোকাবিলা করতে বলা হবে ? নিজেরা অস্ত্র রেখে ?
    এগুলো শুধু বাস্তব সমস্যা তাই নয়, বেসিক্যালি এখানে আইন নিজের হাতে তুলে নেওয়ার কনসেপ্টও আসছে, সেইজন্য সমস্যার মনে হয়। এটাকে প্রেসক্রিপশন হিসেবে বাতলালে সমস্যার মনে হয়।
  • | 213.99.211.18 | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ১৪:৫৪684878
  • বুঝলাম কল্লোল দা।

    লেট আস এগ্রি টু ডিসেগ্রি।
  • | 213.99.211.18 | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ১৫:১৬684880
  • পাই অন্য অ্যাঙ্গেলে চলো যাচ্ছো।

    সব সময় ছেলে গুলো র কাছে অস্ত্র থাকবে এমন ধরে নিচ্ছি কেন। কোন প্রতিবাদ হয় না বলে ছেলে পিলে গুলো আরো আশকারা পায় আরো আরো অসভ্যতা করার জন্যে লাইসেন্স পেয়ে যাওয়া যাচ্ছে। কিছু কিছু প্রতিবাদ হলে আমার মনে হয় তো ভালো ই হয়।

    আমার এইরকম মনে হচ্ছে।
  • মনোজ | 212.78.234.111 | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ১৫:৫৭684881
  • মুস্কিল হচ্ছে - সব কিছুই নেগেটিভ দিক থেকে নেওয়া । যেটা হওয়া দরকার - সেটা শুরু হয়ে গেছে ! - যারা অপরাধ করে - তারা স্বভাবতই ভিরুশ্রেনী হয় । যাকে বলে কাপুরুষ ! তাই সাহস করে তাকে আঘাত করতে পারলেই - সে পালিয়ে যাবার চেষ্টা করবে ! - আর ক্যারাটে বা কুং ফু বা এইসব ধরনের অনুশীলনগুলোতে প্রথমেই যেটা শেখান হয় - সেটা হল আত্মবিশ্বাস গড়ে তোলা ! - আরও একটা জিনিস শেখান হয় । সেটা হল - আক্রমন নয় আত্মরক্ষা !

    এই প্রসঙ্গে - আমার এক আত্মিয়া - ক্যারাটে শিখেছিল । কোন এক যায়গায় - তার ব্যাগ ধরে টেনে নিয়ে যাচ্ছিল এক দুর্বৃত্ত । মেয়েটি যুৎ করে একটি কিক করেছিল । লোকটা পড়ে গেছিল । ইতিমধ্যে অন্য লোক এসে গেছিল । দুর্বৃত্তটি ওই অবস্থায় পালিয়ে যায় !

    তবে মধ্যমগ্রামের পুলিশের মতো এখানে শাসকশ্রেনী দুর্বৃত্তদের সামলায় ! ঝাড়গ্রাম পালাতে সাহায্য করে ! - এখানে তো রক্ষকই ভক্ষক !

    মনোজ
  • ab | 208.7.62.204 | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ১৬:০৯684882
  • আপনি বাঁচলে বাপের নাম। মেয়েটির যদি কিছুটা ক্যারাটে জানা থাকে এবং/অথবা ব্যাগে যদি আত্মরক্ষার একটি অস্ত্র থাকে তো অন্তত প্রাথমিক প্রতিরোধটুকু করতে পারবে। হৈচৈ করে হয়তো কয়েকজনকে জড়ো করতে পারবে। অন্তত ৬০-৭০% কেসে ওটুকু করতে পারলে ইভ-টিজার টাইপের লোকগুলো ভয়ে পালাবে। এখনকার দিনে আত্মরক্ষার কৌশল জানা আর ব্যাগে অস্ত্র রাখা জরুরি। যার ওপর হামলা হবে সে তো বাঁচবে, তার পর উচিত-অনুচিত নিয়ে লম্বা লেকচার দেবে নয়।
  • কল্লোল | 135.17.65.130 | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৪১684883
  • মনোজ ও এবি। আপনারা নিজেরা এসব জানেন? ঐ ক্যারাটে-কুংফু। আপনারা ছিনতাইকারীদের পল্লায় পড়লে কি করবেন?
  • cm | 127.247.99.32 | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৪৫684884
  • বক্তৃতা
  • ab | 208.7.62.204 | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৫০684885
  • ১। আপনারা ওষুধ খান কেন? নিজে ডাক্তারি জানেন? ওষুধ খেয়েও রোগ না সারলে কি করবেন?
    ২। আপনারা ট্রেনে চড়েন কেন? নিজে ট্রেন চালাতে জানেন? ট্রেন আক্সিডেন্ট হলে কি করবেন?
    ৩। আপনারা চাকরি করেন কেন? চাকরি চলে গেলে কি করবেন?
    ৪। আপনারা রেস্টুরেন্টে খান? কেন? রেস্টুরেন্টে খেয়ে পেট খারাপ হলে কি করবেন?

    আরো কয়েকটা স্লিপারি স্লোপ আর্গুমেন্ট দিয়ে দিলাম।
  • | 213.132.214.156 | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ১৬:৫১684886
  • তার মানে আমরা যা জানি আইডিয়ালি তাই নিয়ে ই আমাদের লেখা উচিত। তাই তো?

    তাহলে যে আমরাঅ গুরু র পাতায় পলেটিক্স, শিক্ষা নীতি, শিল্প নীতি,বৈদেশিক নীতি, ক্রিকেট ,ফুটবল,সিনেমা ইত্যাদি বিভ্ন্ন বিষয়ে "অমূল্য " উপদেশ প্রদান করে থাকি। সেক্ষেত্রে কি ধরে নিতে হবে আমরা সবাই এই সব ক্ষেত্রে এক এক জন SME ? ঃ))
  • pi | 24.139.209.3 | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ১৭:১১684887
  • না ব্রতীন্দা, একেবারেই অন্য দিকে ঘোরাইনি। আরেকবার পড়ে দেখো।

    ছেলেদের কাছে সবসময় কি কখনো সখনো অস্ত্র থাকবে, সেটা নিয়ে আমার প্রশ্ন বা বক্তব্য কিছুই ছিল না।
  • কল্লোল | 135.17.65.130 | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ১৭:২১684888
  • এবি।
    ১) মাথা ধরা বা পেটখারাপ জাতীয় অসুখ ছাড়া ডাক্তার দেখাই। ওষুধ খেয়েও মাথা ধরা বা পেটখারাপ না সারলে, ডাক্তার দেখাই।
    ২) ট্রেনে চড়ি একজায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য। না, ট্রেন চালাতে জানি না। অ্যাক্সিডেন্ট হলে ক) যদি আহত হই - সাহায্যের জন্য চেষ্টা করব। খ) যদি সুস্থ থাকি তো অন্যদের সাহায্যের চেষ্টা করবো। গ) যদি মরে যাই তো ভূত হয়ে ঘুরে বেড়াবো(অপঘাতে মৃত্যু তো)।
    ৩) চাকরি করি নিজের ও পরিবারের পেট চালানোর জন্য। চাকরী চলে গেলে অন্য চাকরীর চেষ্টা করবো। না পেলে টিউইশনি বা ছোটখাট ব্যবসার চেষ্টা করবো।
    ৪)রেস্টুরেন্টে খাই স্বাদ বদলের জন্য। পেটখারাপ হলে ১নং পয়েন দেখুন।
    আমি আপনার সব প্রশ্নের জবাব দিলাম। যদিও প্রশ্নের জবাবে প্রশ্ন করাটা আসলে যুক্তিহীনতার নামান্তর, তবু দিলাম।
    কিন্তু, আমার প্রশ্নের উত্তর পেলাম না।
    আপনারা নিজেরা এসব জানেন? ঐ ক্যারাটে-কুংফু। আপনারা ছিনতাইকারীদের পল্লায় পড়লে কি করবেন?
  • কল্লোল | 135.17.65.130 | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ১৭:২৩684891
  • সিএম। ঃ-))।
    তবে, আমি গান শোনানোর চেষ্টা করতে পারি। শুনেছি রামপ্রসাদ তাই করে বেঁচে গিয়েছিলেন।
  • | 213.99.211.19 | ০৯ সেপ্টেম্বর ২০১৫ ১৭:২৩684889
  • না পাই, আমি বলতে চাইছি তুমি একট অন্য অ্যাঙ্গেল থেকে সমস্যা টা কে দেখছো।

    দেখোঃ

    ১। আইডিয়ালি আমাদের সাধারণ মানুষ এর নিরাপত্তার দায়িত্ব নেবার কথা পুলিশ/প্রশাসনের। কিন্তু যে কারণেই হোক আমরা দেখছি সেটা হতে পারছে না। এক্ষেত্রে আমরা প্রিভেন্টিভ মেজার হিসাবে মার্শাল আর্টস শেখার কথা বলছি।

    ২, আর মনোজ বাবু যেটা বললেন। আমরা কিন্তু এটা আক্রমনের অস্ত্র হিসাবে দেখছি না। দেখছি আত্মরক্ষার অস্ত্র হিসাবে। তাও যখন মাস্ট তখন।

    ৩। উচিত কথা টা হয়তো একটু বেশী দাবি ( সেই অর্থে আমরা মেয়ে দের ওপরেই তাদের নিরাপত্তর দায়িত্ব তুলে নিতে বলছি) কিন্তু ধরা যাক এটাকে আমরা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হিসাবে ট্রিট করে স্কুলের পাঠক্রমের সাথে যোগ করলাম । খানিক টা জোর করে ই। তাহলে তো সবার মধ্যে একটা ভালো শতাংশ এটা ভালো ভাবে শিখবে এবং নিজের আত্মরক্ষার দায়িত্ব নিতে পারবে।

    পড়ে পড়ে মার খাওয়া টাও কিন্তু খুব ভালো কিছু নয়। যদি ও সাহস/শক্তি র অভাবে আমরা অনেক সময় ই তাই করতে বাধ্য হই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন