এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 111.63.219.98 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ০৮:২১684925
  • না ম, চীনে আজও গণতন্ত্র নেই। তবে, এখন লোকে বিক্ষোভ দেখায় ও গ্রেপ্তার হয়/গুলি খায়। তখন সেটাও হতো না।
  • | ১১ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৪৯684926
  • ক্যারাটে তাইকোয়ান্ডো শেখানোর লোক নিয়ে একটা বটলনেক হওয়ার কথা। শুরুতে আত্মরক্ষা ব্যপারটা শারীরশিক্ষার অন্তর্ভুক্ত হয়ে গেলে ওটা আস্তে আস্তে কাটিয়ে ওঠা যাবে।
  • | 183.17.193.253 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ০৮:৫৬684927
  • শরীরশিক্ষার শিক্ষক/শিক্ষিকাদের কিছু একটা স্পেশ্যাল প্রশিক্ষণ থাকে মনে হয়। ওরা ব্রতচারী/পিটির বদলে ক্যারাটে/তাইকোয়ান্ডো ইত্যাদির কোর্স করতে পারেন। বা মাসে দুদিন বাইরে থেকে কাউকে আনতে পারেন।
    আমাদের চন্দনাদি বেশ ছিপছিপে আর খেলায় পারদর্শী ছিলেন। ক্যারাটে শিখতে খুব অসুবিধা হত বলে মনে হয় নাঃ)
  • | ১১ সেপ্টেম্বর ২০১৫ ০৯:০৪684928
  • আমার যদ্দুর মনে পড়ছে মণিমেলায় ছেলেমেয়েদের আত্মরক্ষা শেখানো হত। ঝিকি থাকলে কনফার্ম করতে পারত। কারাটে তাইকোয়ান্ডো শেখানো হলে আখেরে লাভই হবে। কিন্তু তারও আগে আমি মনে করি ঐ যে কোনও পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে শেখাটা জরুরী।

    ভাল কথা অন্য ব্লগে টইতে হাগু করে প্রতিবাদ জানানো নিয়ে তুমুল চলছিল, তখন লিখতে গিয়েও গুছিয়ে লেখার সময়ের অভাবে লিখিনি। আমি একবার ট্রেনে, বর্ধমান লোকালে অসভ্যতার প্রতিবাদে গায়ে বমি করে দিয়েছিলাম। পরে বলবোখনে সে গল্প। তবে মাইরি বলছি বমি বিশেষ করে ঈষৎ বদহজমের বমি দারুণ ভাল একটা অস্ত্র। একটাই মুশকিল একবার ত্যাগ করলে তারপর নিওজেই তার ত্রিসীমানা থেকে পালাতে হয়।
    ;-)
  • pi | 192.66.78.253 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ০৯:০৬684929
  • ক্যারাটে কুংফু শেখা স্কুলে বাধ্যতামূলক করা হলে তাই নিয়ে আপত্তি থাকবে। অপশন থাকতে পারে, যার ইচ্ছা হবে শিখবে।
  • | 183.17.193.253 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ০৯:১২684930
  • শরীরশিক্ষা ক্লাশে বাধ্যতামূলক ভাবে আমাদের পিটি করতে হতো- তাতে কি লাভ হয়েছে বা হয় খোদায় মালুমঃ)
    বমির গপ্পো লিখো।
  • Arpan | 125.118.106.86 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ০৯:১৫684931
  • অপ্রয়োজনীয়ভাবে খানিক পিটি করিয়ে গেলে ঐ নিয়ে কোন উৎসাহ জাগে না।

    ওর থেকে যে যার মত ফুটবল টিটি কবাডি কিছু একটা খেলার জন্য ছাড় দিলে পার্টিসিপেশন বাড়ে।
  • | 183.17.193.253 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ০৯:১৭684932
  • ছেলেদেরও কি পিটি করতে হতো?
  • Arpan | 125.118.106.86 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ০৯:২৪684933
  • হ্যাঁ। লাস্টের দিকে প্যারালাল বার করতে হত। সে আরেক বিভীষিকা ছিল।
  • | 183.17.193.253 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ০৯:২৮684935
  • আমাদের আর্চ। ঘাসের উপর অভাবনীয় দৃশ্য দেখা যেত;)
  • Arpan | 125.118.106.86 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ০৯:২৯684936
  • আর আর্চ। এ জীবুনে সে আর হলনি।

    ছেলেমেয়ে সবাইকেই করতে হত।
  • | ১১ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৩০684937
  • ধ্যাত্তেরি এরা পিটিতে চলে যাচ্ছে কেন বারবার। পিটি বোরি১ং (সর্বার্থেই) আমি আত্মরক্ষার কথা বলছি, যেটা দুজন দুজন করে ভাগ করে শেখানো হয়, পরে তিনচারজন একসাথে করে
  • | ১১ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৩১684938
  • বোরিং
  • ab | 56.166.179.51 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৩২684939
  • আমাদের সময়ে স্কুলে পিটি বাধ্যতামূলক সাবজেক্ট ছিলো।

    এখন কলকাতায় কিছু স্কুলে ক্যারাটে একটা অপশনাল অ্যাক্টিভিটি হিসেবে করায়। আত্মীয়দের কাছে শুনি অনেক মেয়ে এতে এনরোল করছে। এটা একটা ভালো ট্রেন্ড। শুধু ক্যারাটে না, বক্সিংও শেখা যেতে পারে, মেরি কম তো উদাহরন হিসেবে আছেনই। আর ফিজিকাল ফিটনেস বাড়ানো জরুরি (বাধ্যতামূলক না)। আত্মবিশ্বাস বাড়ানোও জরুরি (কিন্তু বাধ্যতামূলক না)।
  • | 183.17.193.253 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৩৩684940
  • উনি বোধকরি বিষম খেতে খেতে দম আটকে বসে আছেনঃ)
  • Bratin | 122.79.38.183 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৩৪684941
  • আমাদের খেলার স্যার বাবলু দা গোলা লোক ছিলেন। বছরে দুটো সোজা ডিগবাজি আর দুটো উল্টো ডিগবাজি। সথে দুটো করে আসন তোমার পছন্দ মতো।
  • cm | 127.247.96.102 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৩৬684942
  • ডিগবাজির আবার সোজা উল্টো হয় নাকি! ক্যামেরাটা উল্টে রাখলেই তো হয়।
  • Arpan | 125.118.106.86 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৩৭684943
  • হ্যাঁ। পিটি, ব্রতচারী এসব বোরিং।

    সেই অনিন্দ্য একবার লিখেছিল গুরুসদয় দত্তের নাম শুনলে লোকের আজকাল আগে মেনল্যান্ড চায়নার নাম মনে পড়ে।

    সেই এক্সারসাইজগুলো করানো উচিত যেগুলো কিছুটা কম্পিটিটিভনেস জন্ম দেবে, নইলে ব্যপারটা বোরিং।

    আর দুই, সব কিছুই ঘুরিয়ে ফিরিয়ে করানো যায় তো। এবার যার যেটা পছন্দ হল সেটা সে স্কুলের বাইরেও পার্সু করতে পারে। সাঁতার, টিটি ইঃ জিনিসের ইন্ফ্রস্ট্রাকচারের ব্যপার আছে, খুব দামী স্কুল ছাড়া অ্যাফোর্ড করতে পারবে না। কিন্তু বেসিক মার্শাল আর্ট নয় কেন?
  • pi | 116.212.53.40 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ০৯:৫৪684944
  • কম্পিটিটিভনেসের জন্ম না দিয়ে কোঅপারেটিভনেসের জন্ম দেবে, এরকম কিছু শেখালে আমি ব্যক্তিগতভাবে পচ্ছন্দ করবো। পিটি, ব্রতচারি বোধহয় সবাই মিলে একসাথে, তাও মিলিয়ে কিছু করা, এটাও শেখায়। বোরিং টোরিং নিয়ে কোন বক্তব্য নেই।
  • pi | 116.212.53.40 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১০:১০684946
  • এখানেই বোধহয় একবার ফোর্জি বা কেউ লিখেছিল, এই মার্শাল আর্ট দিয়ে আক্রমণ করা অত সহজ নেই। কিছুদিন শিখলাম, করতে পারলাম, এরকম নয়। বেশ শক্ত কাজ সেটা।

    এটি দশ বছর ধরে মার্শাল আর্ট চর্চা করা একটি মেয়ের বক্তব্য। মিলেনা পোপোভা। এঁর তোলা পয়েন্টগুলো, যেগুলো ওঁর অভিজ্ঞ্তা থেকে লিখছেন, সে নিয়ে একটু কথা হোক ? ভাবনাচিন্তা করা হলে একটু ডিটেলসে গিয়েই করা হোক ?

    "I happen to have some personal expertise on this matter, being both a survivor of several sexual assaults and the holder of several martial arts qualifications, including a black belt in kickboxing. For the sake of accuracy, I should point out that the assaults predate my learning martial arts, but there is no correlation, let alone causation here. So let me tell you a few of the things I’ve learned over ten years of practicing martial arts.

    I am not a small woman and I possess a fair amount of physical strength. Particularly when I’m training regularly, I have the muscle mass that allows me to pack quite a punch. Even when I’m not training regularly, my technique is good enough to make my kicks and punches quite effective. (This is something I am proud of.)
    Men tend to be stronger than me. Obviously, most of the men I practise martial arts with are likely to be stronger. But often even the newbies have more muscle mass and a stronger grip than me. I may be able to kick head-high, but if they really want to hurt me, they can easily do so. (This took me a while to realise, and still upsets me.)
    Martial arts is not the same as self defence. I have done both, and they are very different things. Self defence moves tend to be simpler and more practical (if your instructor is any good). Martial arts moves have more potential to truly hurt – if you can get them right. Having said that, sometimes the difference is as subtle as your hand position: a fist indicates an offensive move; a strike with an open hand is legally classed as a slap and is therefore defensive. If I actually landed a martial arts kick or punch, even in the heat of the moment of a self defence situation, I’d probably get done for assault. (The reader is invited to make their own comparisons to men who “in the heat of the moment” can’t stop themselves from raping.)
    While self defence moves are simpler, self defence is still fucking hard. Not the moves themselves – they tend to be straightforward. What’s hard about self defence is practising it to the point where it’s muscle memory – where you don’t think about it, you just react. Not only do you need to be able to just react, you need to be able to get yourself out of the situation. That means disable your attacker and either run or call the police. You need to be able to deal with all sorts of eventualities. How good’s your wrestling, if you both end up on the ground? How good are you at continuing to fight while injured? (I know for a fact that I’m not there.)
    And then there’s the small matter of the practicality of self defence when dressed for a night out. I have yet to see (and I have occasionally looked) a self defence class that asks participants to wear high heels and tight skirts; or for that matter to show up tipsy; or to practise in anything other than a safe, well-lit environment on a flat and even (and sometimes cushioned) floor. Any and all of these factors are likely to affect how you react, even if you have practised to the point where you can do the moves in your sleep. (Reality, alas, bites.)
    Armed with this knowledge, let’s think our way through a few scenarios. [Trigger warning for discussion of sexual assault, rape and domestic abuse]
    You’re a 15-year-old girl. The man who’s abusing you is your uncle. You have trusted this man your entire life. He’s the one you ran to every time you had a fight with your parents as a child. “If you don’t like it,” he says, “all you have to do is slap me. I’ll stop.” Yes, that young woman is me, minus the martial arts training. But all that was “required” was a slap, right? You don’t need any training for that. I couldn’t do it – physically and mentally I couldn’t get myself to do it. And do you think he would have stopped if I had? Even if I had had any martial arts of self defence experience, my mind was so disassociated from my body I couldn’t actually feel anything, let alone lash out and hit him.
    Let’s do another one. You’re a black belt in karate. The man forcing himself on you is your husband. Your children are in the next room. What do you do?
    Another. You fall asleep at a party wedged on a sofa and wake up to someone pulling your underwear off and pushing your legs apart. What self defence techniques would you apply?
    Another. You’re walking home from the bus stop after a night out. You’ve had a couple of drinks, you’re wearing high heels and a cocktail dress. Do you stop to take off your shoes before trying to kick the guy harassing you in the balls?
    Another. You fight back. You use all your techniques, perfectly. You kick, you scream, you claw, you punch. You end up with a broken arm, broken jaw, and still raped, for all your trouble. How do you feel about yourself? At least you tried? Not good enough? All your fault?
    I have days when I am so angry I imagine kicking in my abuser’s face – in defense or in revenge, I don’t particularly care. But I also know that is not an option – was never an option. I can see the attraction of trying to take control of a situation that’s beyond our control; of doing things that make us feel less at the mercy of others, even if it means investing two nights a week over years and years to learn and then keep up your self defence skills. But in a world where – as Ms Criado-Perez acknowledges – our attacker is much more likely to be our uncle, our father, our brother, our partner, our friend rather than a random stranger, let’s not kid ourselves that this actually makes us in any way safer.
    By all means, take up martial arts. It’s a great way to learn to love your body, to stay fit and healthy, to learn how to kick in your front door when it’s jammed, to burn off excess energy and emotion. It’s also a hell of a lot of fun. But don’t feel that it will make you safer from sexual assault and street harassment; don’t feel that if you are attacked you have to physically fight back for it to not be your fault; do not, even for a second, think that it is (in Ms Criado-Perez’s words) a solution. To suggest otherwise is, indeed, victim blaming."
  • | 213.132.214.156 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১১:৩১684947
  • cm, হে হে ঃ))
  • ab | 56.166.179.41 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৩:৫৭684948
  • এটি ২৫ বছর ধরে মার্শাল আর্ট চর্চা করা একটি মেয়ের বক্তব্য। আন্দ্রেয়া হার্কিন্স।

    Here are five tips every girl should know about trying a martial art or self-defense class.

    1. You can do it

    Girls, ladies, moms, grandmothers...You can learn karate, Tai Chi, and any other form of Martial Art. I can be your example. Starting later in life, at 26 years of age, I managed to train for several years, even through pregnancies, all the way to a first and second degree black belt. As an instructor now, I’ve taught women in their 60’s and a girls as young as 4. You may think a martial art would be too demanding, difficult, or even scary to learn. I understand all that because I’ve felt that too. Let me just stress one thing. Even if you take a self-defense class or one karate class, you are a giant step closer to protecting yourself. There’s nothing super tricky about learning how to break a hold or how to fall the right way so you don’t hurt yourself. If you can tie your shoes, comb your hair, kick a can on the street corner, you can learn some of the very beneficial aspects of martial arts. If you can yell, spit, or stomp on someone’s foot with your shoe, you can learn self-defense. There are self-defense classes available around the town where you live. Look into one. Don’t let fear hold you back, because the truth is you need it. Even more importantly…you can do it.

    2. It works

    As a female martial artist, I’m often challenged about if what I know actually works. Shy of asking some stranger to grab me to prove a point, I often show in class how a very basic skill works against an attacker. Unfortunately, women and children are the most vulnerable when it comes to attacks, so its essential to know at least a few ways to break a hold. When your neck is grabbed from behind, for instance, there is a point where the attacker’s thumbs will meet in the back of your neck and his fingers in the front. You don’t need to free yourself from a large 300 lb attacker; rather, you need to free yourself from his hands, and more specifically, where his thumbs or fingers meet. When you learn how to break through these weak points you realize that not every grab is one that can detain you. You will learn that freedom is possible even from the strongest of attackers. If you give away what you are going to do, it won’t work. But, if it comes as a surprise to the attacker, you will break the hold and have the chance to run away.

    One other word of caution and my own personal advice. Don’t stick around to try to fight back. Once you break away, run, run, run.

    3. It’s worthwhile

    Going to exercise class tonight or walking on a treadmill while watching a movie? Why not exercise and learn something at the same time? We are all so into multi-tasking these days that a work-out without a purpose seems lacking. While even kickboxing classes are not tip-top in true martial arts form, they at least give you the benefit of learning to move your arms and legs in a martial-like fashion. There are even videos on-line where you can follow along at learning a martial art, or dvd’s you can order that will teach you some of the skills. How else are you spending your time? Time is a commodity and should not be wasted. Is learning a martial art worth it? Yes it is, and many times over.

    4. Girls have an advantage

    So, we’ve been categorized at times as the “weaker sex.” I’m smart enough to know that in some instances that may be true. Smaller. Shorter. Less physical. Less likely to shout, to hit, to break things, to fight. Yes, we are all of these things. Until we learn that we can be more. Once we learn we can be more, there is no stopping us. If you are a guy who is 6’5″ but don’t know what I know, then you are the weaker sex. Bigger, perhaps, but protection-wise, weaker. If you don’t know that I know how to punch or that I can kick your shin like nobody’s business, then I have an advantage. If you don’t know that I can tuck my chin into the pit of your bent elbow to help me breathe when you are trying to headlock me, then I have an advantage. And, being female, I’m actually quicker at movements than you. A large man’s bulk and body mass is not an advantage against a smaller, physically fit, martial arts woman. Girls, we have an advantage. Even throw a blindfold on us for a board break and we will rise to the challenge.

    5. You can still be feminine

    If I didn’t openly exclaim that I am a martial artist, people would not suspect. I’m not super-duper muscular or threatening looking. I have long wavy hair and wear dresses every day. I don’t walk around shouting commands or acting demanding and I don’t drop to give ten push ups just because I want to be seen as an unbelievable karate girl. In class, guys and girls should train the same, but that does not mean a girl will become more like a guy. It does not mean that a girl will look like a guy. And, best of all, it doesn’t mean a girl will become some masculine creature just because she learns a little bit about fighting, defense, and traditional skills. Be you. Wear a pony tail or let the hair down. Show up in make up or wash it all off before class. Hug your favorite classmates or give them a high-five. Who cares? There is never a point that femininity is forced to diminish because you are a martial artist. In fact, martial arts should magnify who you are in a positive light and allow every inch of you to shine.
  • | 213.99.211.18 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৪:২৮684949
  • ঃ))))))))
  • pi | 116.196.153.211 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৪:৩২684950
  • ঐ বক্তব্য থেকে পেলাম, Even if you take a self-defense class or one karate class, you are a giant step closer to protecting yourself.

    এটা পড়ে ফোর্জির মন্তব্যটা মনে পড়ে গেল। ঐ অনুরাগ কাশ্যপের ফিল্ম নিয়ে ছিল।

    Comment from 4z on 01 November 2013 21:59:59 IST 152.176.84.188 (*) #
    একটা বোকা বোকা ফিল্ম। এত সহজ নাকি সব কিছু? আর সাড়ে তিনদিন ক্যারাটে শিখে ওরকম মারধোর করতে গেলে নিজেদের ইন্স্যুরেন্স ডবল করে যাওয়া ভাল।

    ---

    আর পাঁচ বছরের মেয়ে, গর্ভবতী মহিলা, শারীরিক ভাবে প্রতিবন্ধী কোন মহিলা, অসুস্থ অবস্থায় মেয়েরা, এঁরাও সবাই আশা করি খুব সহজেই এগুলো করতে পারবেন।
  • | 213.99.211.18 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৪:৩৩684951
  • ওভার টু ab ঃ)
  • ab | 56.166.179.52 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৪:৫৫684952
  • ব ঃ-) আমার খুব বেশী আর বক্তব্য নেই।

    আজকাল স্কুলকলেজের মেয়েরা আগের থেকে বেশী সংখ্যায় সেল্ফ ডিফেন্স শিখছেন। বিপদে পড়লে কিভাবে নিজেদের বাঁচানো যায় তার অ্যাওয়ারনেস বেড়েছে, নিজেদের মধ্যে আলোচনাও করছেন। খবরে পড়েছি পেপার স্প্রের সেল আগের থেকে অনেক বেড়ে গেছে। আমাদের পরষ্পরের লজিক চপিং এর থেকেও বেশী জরুরি যেটা, সেটা হলো মেয়েরা নিজেদের বাঁচানোর কথা ভাবছেন আর উপায় খুঁজে বার করছেন। দ্যাটস অল।
  • | 213.132.214.155 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৫:০২684953
  • ওভার টু পাই। ঃ))

    ( দেকেচো দেকেো,আমি কেমন দায়িত্ব নিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি!! ঃ)) )
  • pi | 192.66.71.28 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৫:০৩684954
  • অনেক বেশি সেল্ফ ডিফেন্স শিখছেন, পেপার স্প্রে র সেল অনেক বেশি বেড়ে গেছে।
    আশা করি মেয়েদের উপর নির্যাতন কমছে। সেই অনুপাতেই কমতে হবে বলছি না, কিন্তু কমার কথা অবশ্যই। এটা যখন অবশ্যই একটা সমাধান। পরিসংখ্যান নিশ্চয় সেই কথা বলছে, যে নারী নির্যাতন কমছে।
  • ab | 105.211.101.209 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৫:০৯684955
  • ব ঃ-)
  • | 213.99.211.19 | ১১ সেপ্টেম্বর ২০১৫ ১৫:১১684957
  • না না পাই, আমরা একট বেসিক জায়গা বোধ্হয় মিস করে যাচ্ছি।দেখো এমন কোন প্ল্যান নেই যেটা ১০০% ফুলপ্রুফ এবং ১০০% জনগণ কে তার আওতায় আনা যাবে।

    তাই হয়তো আমাদের একের বেশী প্ল্যান দেখতে হবে। প্ল্যান এ কিছু ক্ষেত্রে অ্যাপ্লিকেবেল । কিছু ক্ষেত্রে প্ল্যান বি এইরকম।

    কারোর কাছে থাকা পেপার স্প্রে থাকলে তাকে শারীরিক ভাবে সবল হতে কীভাবে বাধা দিচ্ছে?

    আর আর পাঁচ বছরের মেয়ে, গর্ভবতী মহিলা, শারীরিক ভাবে প্রতিবন্ধী কোন মহিলা, অসুস্থ অবস্থায় মেয়েরা - বোঝা ই যাচ্ছে সাধারণ বাকি মহিলা দের থেকে এরা শারীরিক ভাবে এবং মানসিক ভাবে বেশ খানিক টা পিছিয়ে আছেন তাই এদের ক্ষেত্রে আমাদের অন্য বিকল্প ভাবতে হবে।

    আশা করি বোঝাতে পারলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন