এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হিরোশিমা নাগাসাকি

    dd
    অন্যান্য | ১৩ আগস্ট ২০১৫ | ৩৯১৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দ্রি | 156.185.143.144 | ২৩ আগস্ট ২০১৫ ১৬:৩০686171
  • এরপর থেকে যত যুদ্ধ এগিয়েছে জাপানের এনার্জির সমস্যা অ্যাকিউট হয়েছে।

    অনেকে কামিকাজে বমারদের বর্ণনায় আত্মত্যাগ, রোম্যান্টিসিজ্‌ম হ্যান ত্যান খুঁজে পান। কিন্তু, এর একটা খুব সিম্প্‌ল ইকনমিক রিজ্‌ন ছিল। জাপানী জেনারালরা যখন দেখল অনেক তেল পুড়িয়েও আমেরিকান ব্যাট্‌লশিপদের বিশেষ ক্ষতি করা যাচ্ছে না, তখন এই অভিনব কামিকাজে বমিং আশ্রয় নেয় যেখানে প্লেনের ট্যাঙ্ক শুধু অর্ধেক ভর্তি করতে হয়। কারণ কামিকাজে প্লেন শুধু ওয়ান ওয়ে ট্রিপ, তারা ফিরে আসে না।

    যুদ্ধের শেষের দিকে জাপানকে যে কি ভীষন রিসোর্স ক্রাঞ্চের মধ্যে দিয়ে যেতে হয়েছে ভাবা যায় না।
  • T | 24.139.128.21 | ২৩ আগস্ট ২০১৫ ১৬:৩৩686172
  • দ্রি, ভালো লাগছে, আরো লিখুন।
  • PM | 233.223.155.23 | ২৩ আগস্ট ২০১৫ ১৬:৪৪686173
  • টেক্সাসে এখন তেল্লের প্রোডাক্সান কেমোন? ঐ ভান্ডার কি মধ্যপ্রাচ্যে তেল ভান্ডার শেষ হবার পরে ব্যবহারের জন্য সংরক্ষন করা হচ্ছে?
  • দ্রি | 188.20.55.16 | ২৩ আগস্ট ২০১৫ ১৬:৪৯686174
  • নাঃ, আর না। অনেক ভাঁট হল। শেষ করব একটা ছোট্ট গল্প দিয়ে। যুদ্ধ শেষ। হিদেকি তোজোকে অ্যারেস্ট করার জন্য আমেরিকান ট্রুপ তাঁর বাড়িতে এসে গেছে। তোজো জানলা দিয়ে মুখ বার করে তাদের বলেছেন, আসছি। তারপর একটা গুলির শব্দ শোনা যায়। আমেরিকান ট্রুপ তড়িঘড়ি আহত তোজোকে হাসপাতালে নিয়ে যেতে চায়। পেট্রল ভরা আছে এমন একটা অ্যাম্বুলেন্স খুঁজে পেতে সময় লাগে দু ঘন্টা!

    যাই হোক, তোজো বেঁচে যান। এবং টোকিও ট্রাইবুনালে দোষী সাব্যস্ত হন। এবং এক্সিকিউটেড হন।
  • avi | 113.24.86.109 | ২৩ আগস্ট ২০১৫ ১৭:৩০686175
  • আচ্ছা, শুনেছি জাপান ৩০এর পর থেকে আর যুদ্ধাস্ত্রে তেমন কোনো কারিগরী উন্নতি দেখাতে পারে নি জার্মানি বা সোভিয়েতের মতো; আমেরিকার মতো মাস প্রোডাকশন-ও তাদের ছিল না। এটাও নাকি তাদের একটা বড়ো সেটব্যাক ছিল।
    নেতাজী নিয়ে একটা গল্পে পড়েছিলাম রেঙ্গুনে ঝাঁসীর রাণী বাহিনীর কর্ত্রী ৪০০-৫০০ বুলেট ভিক্ষে করছেন নেতাজীর থেকে। কথাবার্তায় বোঝা যাচ্ছে জাপান বুলেট র‌্যাশন করছে। জাপানের কি তখন এই বাবদেও রিসোর্স ছিল না?
  • dd | 116.51.130.164 | ২৩ আগস্ট ২০১৫ ২০:৪৯686176
  • বাঃ বাঃ বাঃ। দৃ সাহেব এয়েছেন? খুব ভালো কথা। উনি এসলেই আলোচোনা অন্য লেভেলে চলে যায়।

    জাপান সোভিয়েত নিউট্রালিটি প্যাক্ট নিয়ে একটু ধোঁয়াসা আছে। ৪১ সালে পার্ল হারবারের আগেই জাপান রাশার সাথে এই প্যাক্ট করে পাঁচ বছরের জন্য।৪৫'এর এপ্রিলে রাশা হঠাৎ পাব্লিকলি এনাউন্স করে দেয় তারা এই প্যাক্ট denounce করছে।ডিনাউন্স মানে কি? কেউই বোঝে না। আমেরিকানরা ভাবলো চুক্তি শেষ। কিন্তু মলোটভ আবার জাপান কে জানালেন তা নয়- যাস্ট নোটিস দেওয়া হোলো। ১৯৪৬এর এপ্রিল পর্যন্ত্য চলবে।

    রাশা কিন্তু জাপানকে আগাগোড়াই ন্যাজে খেলিয়েছে। জার্মানীর সারেন্ডারের ঠিক আগেই (এপ্রিল মাসে) ইয়ালটা কনেফেরেন্সে রাশা পরিষ্কার জানিয়ে দিয়েছিলো ইওরোপের যুদ্ধ শেষ হলেই তারা জাপানকে এটাক করবে।মাস দুয়েক সময় লাগবে - সৈন্য সামন্ত মাঞ্চুরিয়ায় নিয়ে যাওয়ায়। সেই টাইম টেবল তারা বজায় রেখেওছিলো।
  • dd | 116.51.130.164 | ২৩ আগস্ট ২০১৫ ২০:৫৪686177
  • আর শুধু কি তেল? জাপানের তো সবই চাই। রবার চাই,লোহা চাই,কয়লা চাই। চাল ও চাই।

    ১৯৪৩এর বেংগল ফেমিনের মতন ভিয়েতনাম আর ইন্দোনেশিয়াতে দুর্ভিক্ষ করে দিয়েছিলো জাপান। স্পেশালি ভিয়েতনাম প্রায় শ্মশান হয়ে গেছিলো। কতো লোক মরে ছিলো? বোধয় বিশ লক্ষ।

    আরো কিছুদিন যুদ্ধ চললে এইসব জাপানী কলোনীগুলোর কি অবস্থা হোতো কে জানে?
  • | ২৩ আগস্ট ২০১৫ ২১:৫৮686179
  • জাপানী কলোনীগুলো সম্পর্কে কিচ্ছু জানি না। কেউ একটু অন্ধজনে আলো দেখাবেন?
  • | ২৩ আগস্ট ২০১৫ ২১:৫৮686178
  • বাঃ আলোচনাটা চমৎকার লাগছে।
  • dd | 116.51.130.164 | ২৩ আগস্ট ২০১৫ ২২:১৩686036
  • অস্ত্র শস্ত্রের কথা কইছেন বুঝি ?

    জাপানী ইনফ্যান্ট্রী ওয়েপন্স মানে আর্টিলারী থেকে রাইফেল, মেশিন গান খুবি খারাপ ছিলো। ট্যাংক গুলো তো পাতে দেওয়া যেতো না। ।

    গুনের মধ্যে ১৯৪১ সালে জাপানী ফাইটার প্লেন "জিরো" ছিলো সে সময়ের বেস্ট কিন্তু হু হু করে অন্য দেশ নতুন নতুন মডেল এনে ফেলে জিরোকে পিছনে ফেলে দিয়েছিলো।

    আর ছিলো ব্যাটেলশিপ। বেস্ট না হলেও সব থেকে বড়ো। মুশাসী আর ইমাতো। অতো বড়ো জাহাজ আর কারুর ছিলো না। ১৮ ইঞ্চির কামানো আর কোনো দেশের ছিলো না। কিন্তু লাভ কি হোলো? যুদ্ধ শুরু হতেই ব্যাটেলশিপের দিন ফুরোলো।

    ও হরি, আপনারা তো মৎকৃত "ব্যাটেলশিপের শেষ প্রহর" নামক মহা প্রবন্ধটি পড়েন ই নি। তাহলে আর অনুধাবন করবেন কি ভাবে।

    ঈস।
  • T | 24.139.128.21 | ২৩ আগস্ট ২০১৫ ২২:১৯686037
  • কই, 'ব্যাটেলশিপের শেষ প্রহর' পড়ব।
  • PM | 233.223.159.253 | ২৩ আগস্ট ২০১৫ ২৩:১৬686038
  • "শেষ প্রহর"পড়তে চাই। ইরাকের যুদ্ধেও তো কয়ক বছর আগে মার্কিন রনতরী (বিমান বাহক) দারুন সফল ভাবে ব্যবহৃত হলো!!!!
  • avi | 113.24.86.109 | ২৩ আগস্ট ২০১৫ ২৩:২০686039
  • ব্যাটলশিপের শেষ প্রহর নিশ্চয় পড়ব। ঃ)
    আমার জিজ্ঞাস্য, অস্ত্র শস্ত্রে জাপানের এত বাজে অবস্থা কেন হল? হিউম্যান রিসোর্স ( মানে ঐ বিজ্ঞানী, কারখানা আর কী ) তো খারাপ থাকার কথা না। আর যা শুনেছি, ১৯৩০এর আশেপাশে অব্দি মোটামুটি পাল্লা দেওয়ার মতই ছিল। তার পরে আর কোনো আপডেট হল না, এটা কি সরকারী নীতির ব্যর্থতা, নাকি জাস্ট হয়ে উঠলো না?
  • দ্রি | 41.204.128.23 | ২৪ আগস্ট ২০১৫ ১৯:৫৩686040
  • "টেক্সাসে এখন তেল্লের প্রোডাক্সান কেমোন? ঐ ভান্ডার কি মধ্যপ্রাচ্যে তেল ভান্ডার শেষ হবার পরে ব্যবহারের জন্য সংরক্ষন করা হচ্ছে?"

    এইটুকু জানি, টেক্সাসে এখনও ভালোই তেল ওঠে। পুরো আমেরিকার আউটপুটের প্রায় ৩৫%। ফ্র্যাকিং এর আগেও ইউ এস ছিল অয়েল প্রোডাকশানে থার্ড ইন দা ওয়ার্ল্ড। ফ্র্যাকিং এর পর তো শুনছি ফার্স্ট হবে। ফ্র্যাকিংও টেক্সাসেই শুরু হয়েছিল। এত প্রোডাকশানের পরও আমেরিকা এখন নেট ইম্পোর্টার, কারণ কনজামশান খুব বেশী। এখন যারা আমেরিকার ওপরে (সৌদি আরব আর রাশিয়া) তারা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় প্রোডাকশানে আমেরিকার নীচে ছিল।

    টেক্সাসের তেল লুকিয়ে রাখছে কিনা জানিনা। ইভেন আন্ডারগ্রাউন্ড প্রেসেও এরকম কথা শুনিনি। তবে, আলাস্কাতে শুনেছি অনেক তেল আছে যেটা লুকিয়ে রাখা আছে।
  • দ্রি | 203.11.129.236 | ২৪ আগস্ট ২০১৫ ২০:৪৬686041
  • "নেতাজী নিয়ে একটা গল্পে পড়েছিলাম রেঙ্গুনে ঝাঁসীর রাণী বাহিনীর কর্ত্রী ৪০০-৫০০ বুলেট ভিক্ষে করছেন নেতাজীর থেকে। কথাবার্তায় বোঝা যাচ্ছে জাপান বুলেট র‌্যাশন করছে। জাপানের কি তখন এই বাবদেও রিসোর্স ছিল না?"

    হ্যাঁ, বুলেটের মত বেসিক জিনিষও র‌্যাশন করতে হয়েছে। কিন্তু কম প্রোডাকশানের কারণে নয়। ট্রান্সপোর্টেশান লস বেশী হচ্ছিল বলে। শুধু অয়েল ট্যাঙ্কার নয়, জাপান থেকে আসা সব রকমের সাপ্লাই জাহাজই আমেরিকান সাবমেরিনের টার্গেট হচ্ছিল।
  • দ্রি | 203.11.129.236 | ২৪ আগস্ট ২০১৫ ২০:৫১686042
  • "...তার পরে আর কোনো আপডেট হল না, এটা কি সরকারী নীতির ব্যর্থতা, নাকি জাস্ট হয়ে উঠলো না?"

    এটার উত্তর জানা নেই, কিন্তু এটা গুড কোয়েশ্চেন। দেখব এই নিয়ে কোন তথ্য পাওয়া যায় কিনা।
  • দ্রি | 203.11.129.236 | ২৪ আগস্ট ২০১৫ ২০:৫৫686043
  • "১৯৪৩এর বেংগল ফেমিনের মতন ভিয়েতনাম আর ইন্দোনেশিয়াতে দুর্ভিক্ষ করে দিয়েছিলো জাপান।"

    ভিয়েতনামে ১৯৪৫ এর ফেমিনের রুট কজ কী ছিল? এই নিয়ে তো অনেক বিতর্ক আছে।
  • দ্রি | 203.11.129.236 | ২৪ আগস্ট ২০১৫ ২০:৫৯686044
  • এবং নানকিং এ নৃশংশ অত্যাচার নিয়েও আছে।
  • dd | 113.227.99.83 | ২৪ আগস্ট ২০১৫ ২২:০৪686045
  • বিতর্ক নেই,এমন কোনো ঘতনা আদৌ আছে না কি ? হলোকস্ট নিয়েও আছে।

    আইজেন্হাওয়ার বাবু তাই ইনসিস্ট করেছিলেন কনসেন্ট্রেশন ক্যাম্পের যতো পারো ফোটো তুলে রাখো। কারন কিছুদুন পর থেকেই ডিন্যাল শুরু হয়ে যাবে।
  • avi | 113.252.164.59 | ২৪ আগস্ট ২০১৫ ২২:০৬686047
  • নানকিঙ্গ নিয়ে কি রকম বিতর্ক আছে? এটা নিয়ে তো সবাই মোটামুটি একমত বলেই ভাবতাম। জাপানি রাষ্ট্রপ্রধানরা বারবার ক্ষমাও চেয়েছেন না?
  • দ্রি | 87.247.181.165 | ২৪ আগস্ট ২০১৫ ২২:০৮686048
  • হলোকস্ট নিয়ে তো প্রচুর বিতর্ক আছে। সবচেয়ে বড় বিতর্ক হল সংখ্যা নিয়ে।
  • Sudip Gupta | ২৪ আগস্ট ২০১৫ ২২:১৫686049
  • বলে ষাঠ লক্ষ ইহুদী মারা গেলো তো কংকাল দেখাও। খালি জুতো জামা দেখাও, বলি স্কেলেটনগুলো কোথায় গেলো?

    আমেরিকাতে শুনেছি এরকম একটা বই ব্যান করা হয়েছিলো - এই হলকস্ট ডিনায়েল নিয়ে। ঠিক জানি না, আম্রিগাতে কোনো বইকে ব্যান করা সম্ভব কি না। কিন্তু এরমটাই কোথায় পড়েছিলেম।
  • গোলাম | 208.7.62.204 | ২৪ আগস্ট ২০১৫ ২২:১৬686050
  • নানকিং আর হলোকাস্টের আসল রহস্য অনেকেই জানেনা। এগুলো আসলে আমেরিকার কারসাজি। দ্রি এগুল নিয়ে বিশদে লিখবেন বলে আগ্রহ নিয়ে বসে আছি।
  • দ্রি | 87.247.181.165 | ২৪ আগস্ট ২০১৫ ২২:১৭686051
  • নানকিং এর বিতর্ক আছে মোট মৃতের সংখ্যা (যেটা ইউ এস এবং চীনের মিডিয়ায় বলা হয় ২ থেকে ৩ লাখ বলা হয়) নিয়ে।
  • দ্রি | 87.247.181.165 | ২৪ আগস্ট ২০১৫ ২২:১৯686052
  • হ্যাঁ, আমেরিকায় এমনিতে খুব ফ্রিডম অফ স্পীচ কপচানো হয়। কিন্তু হলোকস্ট ডিনায়ালের সময় ফ্রিডম অফ স্পীচ চলে না।
  • Sudip Gupta | ২৪ আগস্ট ২০১৫ ২২:২০686053
  • এই দ্যাখো,এই দ্যাখো। এ তো ভয়ানক সমস্যা হোলো।

    আমার dd নাম বদলে গিয়ে কি সব হচ্ছে। এটা চেঞ্জ করা যায় না?

    ই কিরে বাব্বা।
  • | 24.99.161.139 | ২৪ আগস্ট ২০১৫ ২২:২৫686054
  • হ্যাঁ যায়। :-)))
    বলছি মন দিয়ে শুনুন।
    একদম পাতার ওপরে বাঁদিকে দেখুন কুট্টি কুট্টি করে ল্যাখা আছে Home User Details ইত্যাদি। ওখেনে গিয়ে user Details এ ক্লিক করুন। বেশী জোরে নয়, হালকা কিলিক। তাপ্পরে দেখুন আপনার সব আতাপাতা দেখাবে। একটা ফর্মের মতন ব্যপার আছে, ঐটেতে গিয়ে ঃব্যবহারকারীর নাম' এর জায়গায় dd বসিয়ে সেভ করে বেরিয়ে আসুন।
  • avi | 113.252.164.59 | ২৪ আগস্ট ২০১৫ ২২:৩১686055
  • ওহো, সংখ্যা নিয়ে বিতর্ক। সে তো আমাদের ঐতিহ্য। আফগানিস্তান, ইরাক, সিয়েরা লিয়ন, গদ্দাফি, পল পট, স্তালিন, বেঙ্গল ফেমিন, শ্যামচাচার দেশের আদিবাসী রেড ইন্ডিয়ান - সব। শর্মিলা বসু তো ৪৪ বছর আগেকার এমন সব সংখ্যা শোনালেন, আমরা সব ব্যোমকে গেলাম। অশোকের কলিঙ্গ যুদ্ধে কত লোক মরেছিল কে জানে?
  • দ্রি | 87.247.181.165 | ২৪ আগস্ট ২০১৫ ২২:৩৯686056
  • নানকিং ম্যাসাকারের এভিডেন্সের অন্যতম প্রাইমারী সোর্স হল হ্যারল্ড টিম্পার্লীর 'হোয়াট ওয়ার মীনসঃ জাপানীজ টেরর ইন চায়না"।

    এর চাইনীজ ভার্সানে একটা লাইন ছিল, "the record of burial activities inside and outside the Nanking walls was a solid proof of the killing of 40,000 unarmed people, of whom non-combatants comprised nearly 30 percent."

    কিন্তু ইংরেজী ভার্সানে এই লাইনটি বাদ দেওয়া হয়।
  • দ্রি | 99.105.194.91 | ২৪ আগস্ট ২০১৫ ২২:৫১686058
  • রিসেন্ট রিসার্চে দেখা গেছে, টিম্পার্লি ছিলেন চাইনীজ ন্যাশানালিস্ট পার্টির সেন্ট্রাল প্রপাগ্যান্ডা ব্যুরোর অ্যাডভাইসার। তাইপেইয়ে গুয়োমিংডং হিস্টোরিকাল ডকুমেন্ট্‌স আর্কাইভে আছে যে 'হোয়াট ওয়ার মীনস' ছিল তাদেরই লেখা একটা প্রপ্যাগ্যান্ডা ওয়ার্ক, শত্রুর সাথে লড়ার একটা উপায়। ওয়েস্টার্ন অডিয়েন্সকে ইনফ্লুয়েন্স করাও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন