এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বাচ্চা দের দিয়ে ঠাকুন্ননো করানো কবে ক্রাইম বলে গন্য হবে ?

    Ekak
    অন্যান্য | ১২ জানুয়ারি ২০১৬ | ৬৬৬৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 24.99.208.179 | ১২ জানুয়ারি ২০১৬ ২১:০৫688932
  • Tর বক্তব্যটি বেশ ভাবাচ্ছে।

    এক, অনেক ইরেশ্যানালকেও তো জীবনে প্রশ্রয় দিয়ে থাকি; ধরুন রূপকথা।
    দুই, কিন্তু তার বাউন্ডারি, ইম্প্যাক্ট?
    তিন, আর ছোট বাচ্চারাও তো বড়দের মতনই ইনসিকিওরিটিতে ভোগে। যেমন পরীক্ষার কোশ্চেন পেপার বা মার্কশীট।
    সেখানে বাপ-মা নাস্তিক হলেও ভয়ের ডোমেন থেকে নিস্তার পাওয়ার শর্টকাট "ঠাকুর নমো"-- বন্ধুবান্ধব বা পাড়ার থেকে শিখবেই।
    চার, এর সঙ্গে সম্পর্কিত আর একটি,বিশেষ করে হিন্দিবলয়ে,-- রোজ খবরের কাগজ খুলে হেডলাইনের আগে রাশিফল দেখা।
  • sinfaut | 74.233.173.198 | ১২ জানুয়ারি ২০১৬ ২১:১৫688933
  • কিছু মনে করবেন না, তবে এমন দুমদাম ঠাকুর নমো করা শিখে যায় যেখানে (বাইরে থেকে, ঠাকুমার থেকে এক্স্টার্নাল এজেন্ট থেকে ইত্যাদি) সেই বাড়ির নাস্তিকতা বেশ পোরাস এবং প্রবলেমাটিক বলে আমার মনে হয়। মানে ঐ লোক দেখানো টাইপের আরকি।
  • cm | 127.247.99.236 | ১২ জানুয়ারি ২০১৬ ২১:২৬688934
  • র‌্যাশনালিটির কোন intrinsic definition হয় নাকি! বেশির ভাগ র‌্যাশনালিটিই খুবই ইর্র্যাশনাল। শুধুমাত্র বঙ্কিমবাবুর র‌্যাশনালিটি নিয়ে সন্দো নাই।
  • cm | 127.247.99.236 | ১২ জানুয়ারি ২০১৬ ২১:২৭688935
  • আমি এদিকে একটি পাকা নাস্তিক দেখলামনা। কেবল ইদানীং ভগবানকে দেখতে হয়েছে বাক্সের মতন। ঐ কম্প্যুটারের কথাই বলছিলাম আর কি।
  • তাই কি? | 192.69.246.234 | ১২ জানুয়ারি ২০১৬ ২১:২৮688936
  • নাস্তিকরা সাধারণত নিজেদের ধ্যানধারণা কারুর ওপরে চাপিয়ে দেয় না। বাচ্চাদের ওপরেও না। কে আস্তিক হবে আর কে নাস্তিক, এগুলো টু সাম এক্সটেন্ট হিউম্যান ট্রেটের ওপর নির্ভর করে। ছোট থেকে ঠাকুর নমো করাই সাধারণ এবং স্বাভাবিক কাজ জেনে বড় হয়ে উঠে, বা বড় হবার মুখে কেউ যখন নাস্তিক হয়ে যেতে পারে, তেমনি ছোট থেকে নাস্তিক পরিমণ্ডলে থেকেও কোনও বাচ্চা বড় হবার মুখে আস্তিক হয়ে যেতেই পারে, মানে সে আস্তিক্যবাদের এলিমেন্ট বা তাকে সাপোর্ট করে এ রকম লোকজনকে নিজেই খুঁজে নেয়, এবং তাদের প্রতি ইনক্লাইনড হয়। নাস্তিকরা যে রকম নাস্তিক লোকজন বা নাস্তিক্যবাদকে সাপোর্ট করে এমন লোকজনের দিকে ধীরে ধীরে ঝুঁকতে শুরু করে।

    ট্রেইট অনুযায়ী লোকজন নিজের ঘেটো ঠিক বানিয়ে নেয়। এখানে কে কোন পরিমণ্ডলে বড় হয়েছে - সেটা খুব একটা ম্যাটার করে না। একই পরিমণ্ডলে বড় হয়েও আমি নাস্তিক আর আমার সহোদরা আস্তিক।
  • cm | 127.247.99.236 | ১২ জানুয়ারি ২০১৬ ২১:২৯688938
  • বলতে বাধা নেই আমি এক্ষ্সেলের সব অঙ্ক ঠিক কষে কিনা আলাদা কষে দেখিনি, বিশ্বাস করি ঠিক ভগবানের মত। ঘুরিয়ে বললে ভগবানের জন্ম এক কম্প্যুটেশনাল লিমিটেশনের জন্য যা পার হওয়া অসম্ভব।
  • তাই কি? | 192.69.246.234 | ১২ জানুয়ারি ২০১৬ ২১:২৯688937
  • ওপরের কমেন সিফোঁকে।
  • kc | 198.71.230.41 | ১২ জানুয়ারি ২০১৬ ২১:৩০688939
  • মরালিটির চর্চা থেকে ধর্মকে আলাদা না করা অবধি এরকম চলবেই। আর ঠাকুর নমো করা শিখুক আর নাস্তিকতা শিখুক যাই শিখুক না কেন, অমানুষ তৈরী হবার চান্স কিন্তু ওই ৮০ শতাংশই। এটা আমার অভিজ্ঞতা।
  • ranjan roy | 24.99.208.179 | ১২ জানুয়ারি ২০১৬ ২১:৩৬688940
  • কেসি কে ক।
    বেশির ভাগ সময় ঠিক/ভুল, ন্যায়/অন্যায়ের হিসেব, বড়রাও, করে ধর্মের অনুমোদনের ভিত্তিতে। এর মূল অনেক গভীরে আদিম সমস্ত সমাজেরই ন্যায়নীতি ধর্মের অনুশাসনের হিসেবেই ঠিক হত।
  • avi | 125.187.41.211 | ১২ জানুয়ারি ২০১৬ ২২:০২688942
  • সিকি-দার কথায় কিছুটা সমর্থন জানালাম। মানুষ নিজেদের উপযোগী ট্রেট দেখে সমধর্মা ঘেটো বানিয়ে বেশ স্বচ্ছন্দে থাকে। যারা বেশ ডিপেন্ডেন্ট টাইপ, তারা যা করেন ঈশ্বর, যা করেন গিন্নী, যা করেন কমরেড মাও বলে নিশ্চিন্ত থাকেন, পরশুরাম উবাচ।
  • সে | 198.155.168.109 | ১২ জানুয়ারি ২০১৬ ২২:০৩688943
  • এখনও তাই কি? মাঝে মাঝে কিছু কিছু পোস্ট পড়লে বুঝতে পারিনা কোন শতাব্দীতে আছি।
    চাকা এতবার করে কেন আবিষ্কার করা হচ্ছে সেটা বুঝতে পারি না।
  • sinfaut | 74.233.173.203 | ১২ জানুয়ারি ২০১৬ ২২:০৬688944
  • নেসেসারি কন্ডিশন বলেছি, সাফিশিয়েন্ট না। আর জেনেরাল ট্রেন্ডের কথা হচ্ছিল তো সেখানে তুমি বা আমি কী হয়েছি তা দিয়ে কিছু যায় আসেনা।
    নাস্তিক হয়ে চাপাবে কেন? ডায়ালগ ওপেন থাকলেই তো যথেষ্ট। বাড়িতে দাদু ঠাকুমা দিদিমার বাড়িতে ধর্মীয় অনুসঙ্গে কথোপকথন বা একটা ছোট ঠাকুর ঘর/ নামাজ পড়ার মাদুর হলেও/থাকলেও সেটা বাইরের বন্ধুদের দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেবে।
  • cm | 127.247.99.236 | ১২ জানুয়ারি ২০১৬ ২২:১০688945
  • মরালিটির প্রয়োজন আছে কিনা?
    যদি থেকে থাকে সেটি শেখাবার জন্য ধর্ম এক চমৎকার গ্যাজেট, ঠিক যেমন যোগ শেখাতে রসোগোল্লা, ২টো রসো ছিল আর ৩টে দিলাম কটা হল শেখানো অনেক সোজা।
  • ranjan roy | 24.99.208.179 | ১২ জানুয়ারি ২০১৬ ২২:১৮688946
  • সিঁফো,
    অনেকটা "তাই কি"র সঙ্গে সহমত।

    বাবা-মা রামকৃষ্ণ মিশনে দীক্ষিত।
    আমি হার্ডকোর নাস্তিক, পরীক্ষায়, চাকরিতে সাসপেন্ড হয়ে বা ভাইয়ের ক্যান্সার হওয়ায়, বাবা-মার মৃত্যুশয্যায়, --কখনই ভগবানকে ডাকার বা হাত দেখানোর কথা ভাবি নি।
    আমার স্ত্রী সেমি-নাস্তিক। পূজোপাঠ, মাদুলি, ব্রত, উপবাস, শাখাসিঁদুর থেকে শতহস্ত দূরে কিন্তু কোন নিয়ামক অদৃশ্য শক্তি আছে এমন বিশ্বাস করে।
    আর মেয়েরা? পূজোপাঠ করে না। কিন্তু আকুল হয়ে ডাকলে ভগবান শোনে এবং রাশিফলে কিছু আছে=--এমন বিশ্বাস করে।

    আর আমি ওদের চোখে ভালো মানুষ, লাভেবল্‌, কিন্তু রোল মডেল বা আইকন নই। আমরা সমস্ত ধর্মের বই পড়ি। ওরা ছোটবেলায় মুসলিম বন্ধুর সঙ্গে একবার রোজা রেখেও দেখেছে। চার্চে গিয়েও দেখেছে।
    আমার কথা হল-- কারো কথা ধ্রুবসত্য বলে মানবে না। আমি অর্থাৎ বাবা বললেও না। নিজের মুখে ঝাল খেয়ে দেখ।
    আমার একটাই সান্ত্বনা-- ওরা ভীষণ ভাবে ডেমোক্র্যাটিক, আর স্ট্রংলি সেকুলার। পাকিস্তান নিয়ে কোন জিঙ্গোন্যাশনালিজমে ভোগে না। বরং ওয়াসিম আক্রমের ফ্যান। পাক ক্রিকেট টিম জিতলে খুশি হত।
    আমরা মাঝে মাঝে তর্ক করি, সমানে সমানে। কিন্তু কেউ কারো স্পেসে হস্তক্ষেপ করি না।
  • san | 113.252.218.54 | ১২ জানুয়ারি ২০১৬ ২২:২৪688947
  • সিকি যা বলছে সেটার পিছনে হয়তো বাচ্চার গোবলয়ে বেড়ে ওঠা একটা বড়ো ফ্যাক্টর। এটা সত্যি যে কোলকাতায় আমরা অনেকে , আমার চেনা পরিচিত বহু বহু লোক মিশন পরিচালিত স্কুল বা মিশনারি স্কুল টুলে পড়েও আল্টিমেটলি নাস্তিকই রয়ে গেছি। কিন্তু গোবলয়ের এই আবহে বাড়ির শতসহস্র চেষ্টার পরেও এখানে কতোটা সম্ভব আমার খুবই সন্দেহ। অন্তত বাচ্চার ছোটোবেলায়। পরে হোপফুলি পাল্টাবে।
  • san | 113.252.218.54 | ১২ জানুয়ারি ২০১৬ ২২:২৫688948
  • সি এম বলছেন নাস্তিক বাড়িতে বাপমা মরালিটি শেখায় না ?
  • cm | 127.247.99.236 | ১২ জানুয়ারি ২০১৬ ২২:৩১688949
  • না না তা কই বললাম, ওটা সহজ রাস্তা। এক্ষেত্রে ধর্ম মানে একটা পানিশমেন্ট স্কিম কিন্তু অ্যাবস্ট্র্যাক্টলি সেটা বোঝানো অনেক শক্ত। মরালিটির ধারণা (notion) ও প্রয়োজনীয়তা অবশ্যই আরো বহুগুণে জটিল ইস্যু।
  • অথচ | 192.69.246.234 | ১২ জানুয়ারি ২০১৬ ২২:৩২688950
  • অথচ এই গোবলয়েও কিন্তু নাস্তিক জন্মায়। গৌরব জৈন বীফ পিকনিকের উদ্যোক্তা - জৈন হওয়া সত্ত্বেও সমস্তরকম ব্যাকগ্রাউন্ডকে নস্যাৎ করে সে নাস্তিক এবং বীফ খায়। বাঙালির নাস্তিক হওয়া বীফ খাওয়ার চেয়ে একজন জৈন ফ্যামিলির বাচ্চার নাস্তিক হওয়া বীফ খাওয়া - অনেক অনেক বেশি বৈপ্লবিক।

    আর মরালিটি ব্যাপারটাই একটু গোলমেলে। কোনও ফাইন লাইন বা অ্যাবসোলিউট ডেফিনিশন নেই। ওর বেশিরভাগটাই সানি। কিছু সানি আমরা সবাইই মেনে নিই, আস্তিক নাস্তিক নির্বিশেষে - যেমন, জামাকাপড় পরা। আমরা সবাইই জানি আমাদের শরীরের কোথায় কী আছে, তবুও আমরা ঢেকে রাখি কেন? মরালিটি। সানি। আমরা সত্যি মিথ্যের ভেদ করি, ভালো মন্দের ভেদ করি, সমস্তই আমাদের সানি শেখাতে থাকে - জীবনের অভিজ্ঞতার মাধ্যমে, সমাজের পরিকাঠামোয় বেশির ভাগ ক্ষেত্রেই ধর্মের মোড়কে।

    এইসব আর কি। নতুন কোনও ব্যাপার নয়।
  • cm | 127.247.99.236 | ১২ জানুয়ারি ২০১৬ ২২:৩৩688951
  • আমি শনিঠাকুরে বিশ্বাস করি তবে তাকে ঐ নামে নয় শেয়ারবাজার বলি। অজানা ব্ল্যাকবক্স, সে কালো পাথর ই হোক বা ঝাঁ চকচকে অফিস।
  • aranya | 154.160.226.96 | ১২ জানুয়ারি ২০১৬ ২২:৪০688953
  • নাস্তিকের জীবন একটু বেশি কঠিন মনে হয়। ঈশ্বর বিশ্বাস, কেউ একজন আছেন সাপোর্ট দেওয়ার জন্য - এটা ভাবলে প্রতিকূল অবস্থায় লড়া সহজ
  • san | 113.252.218.54 | ১২ জানুয়ারি ২০১৬ ২২:৫১688954
  • জৈনধর্মে এমনিতেই বা ঈশ্বরের স্থান কোথায় ? মানে কোড অফ কনডাক্ট খুব স্ট্রং অবশ্যই , সেইটা ভেঙ্গে বিফ খাওয়া নিশ্চয়ই ঢের কঠিন , বাঙ্গালিদের বিফ খাওয়ার তুলনায় অনেক কঠিন , নো ডাউট। কিন্তু আমি যদ্দূর জানতাম সৃষ্টিকর্তা গোছের সর্বশক্তিমানের কনসেপ্ট জৈনধর্মেই নেই। ভুল জানতেই পারি , যাঁদের চর্চা আছে লিখুন একটু।
  • ranjan roy | 24.99.208.179 | ১২ জানুয়ারি ২০১৬ ২২:৫৬688955
  • স্যান,
    হ্যাঁ, মূল জৈনধর্মে দেহের অস্তিত্বের বাইরে আত্মা নেই, সৃষ্টিকর্তা ঈশ্বর নেই। কিন্তু আজকের ব্যবহারিক জৈনধর্মে সব ঢুকে পড়েছে।
    ব্যবসায়ীবর্গ নিজেদের দোকানে গণেশায় নমঃ লেখার জায়গায় "জয় জিনেন্দ্র" লিখে টাঙিয়ে রাখে।
  • একদম তাই | 192.69.246.234 | ১২ জানুয়ারি ২০১৬ ২৩:০৫688956
  • অর্থোডক্স জৈন ফ্যমিলি ছাড়া আজকাল সব শিখ বা জৈন ধর্মেই হিন্দু দেবদেবীর সাথে নানক বা তীর্থঙ্করের ছবি, সামনে ধূপকাঠি - সবই চলে।

    গৌরব জৈনের উদাহরণটা লুজলি দেওয়া - মোদ্দা বক্তব্য হচ্ছে, গো-বলয়েও নাস্তিক গজায় - বাংলাতে যত গজায় তার থেকে কম, কিন্তু গজায়। ঐ একই স্কুল-সহপাঠী-পরিবার-আত্মীয়স্বজন সমস্তরকম দিক থেকে ইনপুট পেয়ে পেয়ে বড় হবার পরেও লোকে নাস্তিক হয়। তাই অবজার্ভেশন, এ নিতান্তই ট্রেইট। পরিবেশ দিয়ে কাউকে নাস্তিক হিসেবে বড় করা যায় না।
  • san | 113.252.218.54 | ১২ জানুয়ারি ২০১৬ ২৩:১২688957
  • এ কিরকম মডেল রে ভাই , কম গজানো আর বেশি গজানোর এতো ডিফারেন্স দেখেও পরিবেশের প্রভাব জিরো বলে দ্যায় !! নাকি গোবলয়ে এক্কেবারে শূন্য সংখ্যক নাস্তিক গজালে তবে বলবে হ্যাঁ পরিবেশ ইম্পর্ট্যান্ট :-) অমন ডিটারমিনিস্টিক মডেল মানবসমাজে কোথায় চলে আমার জানা নেই :-D
  • lcm | 146.152.142.17 | ১২ জানুয়ারি ২০১৬ ২৩:১৩688958
  • ধম্মো খাসা জিনিস - কত রকমের উৎসব, খাওয়া-দাওয়া, গান-বাজনা। কিছু বাজে জিনিসও আছে, কিন্তু খারাপ জিনিসগুলোকে পাত্তা দেবেন না। বরং, খুচুড়ি ভোগে মনোনিবেশ করুন। বাচ্চাদেরও নিয়ে যান।
  • jsl | 215.174.22.27 | ১২ জানুয়ারি ২০১৬ ২৩:১৫688959
  • আমিও তাই বলি। যেমন মর্মপীড়ের উৎসব। সেখানে অবশ্য সবই ভালো।
  • dd | ১২ জানুয়ারি ২০১৬ ২৩:৪৮688960
  • একই পরিবারে তিন চারজন ,কেউ আস্তিক কেউ নাস্তিক - সে রকমও তো হয়।তাহলে?

    আমি সফট নাস্তিক। মানে কোনো পুজা আচ্চা করি না, বিয়ে হয়েছে পুরুতহীন। শ্রাদ্ধ করি নি। কোনো মন্দিরে পুজো দিতে ঢুকি না। খুব দুঃসময়েও নয়।

    কিন্তু উদিকে দেখুন শ্যামা সংগীত তো পেট ভরে শুনি।
  • sosen | 177.96.4.49 | ১৩ জানুয়ারি ২০১৬ ০০:২৮688961
  • দেখুন মশাই আস্তিক পরিবারে বড় হয়ে, ক্রিশ্চান ইস্কুলে পড়ে, প্রচুর ঠাকুন্ননো করেও তেমন খারাপ কিস্যু হয়নি। ছোটোবেলার শিক্ষা দিয়ে মানুষ ধার্মিক টার্মিক হয়ন, বড় হলে পিয়ার প্রেশারে যেটা বাছে সেটাই থেকে যায়। বরম এককের এই বাচ্চা নিয়ে প্রচুর টই খোলাই ভাবনার বিষয়। ;)
  • sm | 233.223.153.154 | ১৩ জানুয়ারি ২০১৬ ০১:০৪688962
  • এই রকম রাম ছাগলের মত টোই লোকে খোলে ক্যান?
    বাচ্চা কে তার বাবা মা নিজের বিশ্বাস ও অভিজ্ঞতা শেয়ার করবেই।সেটাই করা উচিত।
    ধরা যাক,ভগবান বিশ্বাসী এক দম্পতি সপ্তাহে বাড়ি থেকে দুরে একদিন মন্দিরে পুজো দিতে যায়।পুজো দিতে যাবার সময় কি ৩-৪ বছরের বাচ্চা টাকে বাড়িতে একা ফেলে আসবে? খুব ইডিয়ট না হলে; মন্দিরে ট্যাঁকে করে নিয়ে যাবে।
    মন্দিরে জোর হাত করে দুজনা পুজো দেবার সময় কি বাচ্চা টাকে হাত জোর করতেবলবে না, পুরুতের পেছনে চিমটি কাটতে বলবে?
    আবার বাড়িতে হোম যজ্ঞ করার পর; হোমের টিপ বাচ্চার কপালে দেবে না, গম্ভীর মুখে জিগাবে বলতো টুবলু, টিপ নেবার ব্যাপরে তোমার মত কি?
    আবার লক্ষী পুজোর সময়ে পাঁচালি শুনতে এলে মা হাঁকিয়ে দেবে; টুবলু এসব এডাল্ট ব্যাপার; তুমি বরঞ্চ পাশের ঘরে গিয়ে টিভি তে ফ্যাশন টিভি চ্যানেল খুলে দেখোগে যাও ।
  • pipi | 139.74.229.166 | ১৩ জানুয়ারি ২০১৬ ০১:১৮688964
  • হা হা হা হা ওরে বাবা! হাহাচেথেপগেঃ-) @ sm
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন