এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিপিএম কংগ্রেসের জোট হয়েই গেল তাহলে!

    bip
    অন্যান্য | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ | ৬৯৮৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিপ | 81.244.130.85 | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০৫:৫৫703883
  • সিপিএম কংগ্রেস জোট তাহলে এখন বাস্তব। সন্দেহ নেই ২০১৬ এর ভোট জমে গেল। এখনো এডভান্টেজ দিদি-তবে উনি এখন স্লিপারী স্লোপে। একটু টলকালেই ব্যালান্স হারাবেন।

    জোট হওয়াতে লাভ এই যে অনেকে যারা দিদির জমানায় বীতশ্রদ্ধ, কিন্ত ছন্নছাড়া বিরোধিদের জন্য ভোটকেন্দ্রে যেতেন না-তারা এবার ভোট দিতে যাবেন। তৃণমূলের বিরোধিরা ভোট দিতে যাবেন-এটাই তৃণমূলের বৃহত্তম লস। ভোটের সংখ্যাতত্ত্ব নিয়ে যারা কাজ করেছেন, বিলক্ষন অবগত থাকবেন, কজন সমর্থন করেন-তার থেকেও ভোটকেন্দ্রে লোক টানতে পারছেন কি না-সেটা অনেক বেশী গুরুত্বপূর্ন। এই জোট বিরোধিদের সেই পাওয়ারটাই দিল।

    প্রশ্ন ঊঠেছে হার্ডকোর সিপিএম বা কংগ্রেসীরা একে অন্যকে ভোট দেবেন কি না? আমার ত মনে হয় ১% বাদ দিয়ে অবশ্যই দেবে। কারন দুটো পার্টির অস্তিত্বই বিলুপ্তির পথে। মানুষ কখনোই আইডিয়ালিস্ট না-সারভাইভালিস্ট। তৃনমূল এমন ভাবে পুলিশকে পোলারাইজ করেছে ( যা অবশ্যই জ্যোতির দান ), পুলিশ হাতে না থাকলে সিপিএম পার্টিটাই সাইনবোর্ড হয়ে যেতে পারে।

    সব থেকে বড় কথা সাধারন জনতা, যারা সিপিএমকে ভয়ে ভোট দিত না-কারন পার্টিতন্ত্রের হাতে রাজ্যকে ছাড়তে চাইছিল না-তারা জোট দেখে ভোট দিতে ভরসা পাবে। কারন জোট জিতলে, সিপিএমের নিরঙ্কুশ ক্ষমতা থাকবে না-ফলে পার্টিতন্ত্র ফেরার ভয় নেই। এই অংশটাই কিন্ত পশ্চিম বঙ্গে বিশাল। এই হাওয়া যদি ওঠে তৃনমূলের টেকা কঠিন। কারন এদ্দিন সিপিএমকে জনগণ নিচ্ছিল না।

    সুতরাং সব দিক দিয়েই তৃণমূলের সামনে একটা বড় চ্যালেঞ্জ।

    এই মোকাবিলাতে দিদির হাতে তাস আছে--যদি তিনি খেলতে পারেন!

    (১) সিপিএম বা কংগ্রেসের কোন নেতা স্বাধীন না-সবাই দিল্লীর অধীন। ভাল বা খারাপ-তৃণমূলের আমলেই পশ্চিম বাংলা সম্পূর্ন ভাবে স্বাধীন একজন মুখ্যমন্ত্রী পেয়েছে-যিনি দিল্লীর কাছে জবাবদিহি করেন না। সূর্যকান্ত বা অধীরবাবুর কেওই স্বাধীন নন। কেউ নেতার অধীন-কেউ বা পার্টির। মমতাকে কিন্ত কারুর পারমিশন নিতে হয় না। মমতা বাঙালী জাতিয়তাবাদের খেলা খেলতে পারেন।

    (২) কংগ্রেসের এবং সিপিএমের জোট বিরোধি নেতাদের যদি ভাঙাতে পারেন-পারা উচিত। কারন এটাত সত্য যে যদি কংগ্রেসের সাথে হাত মিলিয়েই ক্ষমতা দখল করতে হয়, তার থেকে ত তৃনমূলে যোগ দিয়ে ক্ষমতাভোগই ভাল। নাচতেই যখন হবে, ঘোমটা দিয়ে নেচেই বা কি লাভ?

    (৩) বিজেপির সমর্থকদের ভোট চাইতে পারেন। কারন বিজেপি ৫% ভোট ও পাবে না জোট হলে। সেই ক্ষেত্রে বিজেপির সমর্থকদের দেখা উচিত সামনের দিকে তাকালে মমতা জিতলেই তাদের লাভ। সিপিএম-কংগ্রেস জোট ক্ষমতায় এলে বিজেপির ক্ষেত্র আরো সংকুচিত হবে। কিন্ত মমতা জিতলে, সিপিএম-কং জোট ভেঙে যাবে-সেক্ষেত্রে বিজেপি বিরোধি রাজনীতির জমিটা আবার পাবে। সুতরাং বিজেপির সমর্থকদের উচিত, নিজেদের অস্তিত্ব রাখতে মমতাকে ভোট দেওয়া।

    যায়হোক, ইন্টারেস্টিং ভোট হতে চলেছে। মুকুলকে আবার সেনাপতির ভূমিকায় দেখা যাবে। বাকীরা কিভাবে ঘুটি সাজায় দেখার অপেক্ষায় রইলাম। যদিও রাজ্যবাসীর প্রাপ্তি শুন্যই থাকছে।
  • ranjan roy | 24.99.139.229 | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০৬:০৮703965
  • "কিন্ত মমতা জিতলে, সিপিএম-কং জোট ভেঙে যাবে-সেক্ষেত্রে বিজেপি বিরোধি রাজনীতির জমিটা আবার পাবে।"
    ---- ঠিক। এই কারণেই আমি এবার নোটায় না দিয়ে সি-কং জোটকে ভোট দেব। কারণ বুড়ো বয়সে কিষ্কিন্ধ্যাকান্ড দেখতে চাই না। গত চল্লিশবছরে কাছ থেকে দেখেছি।
  • কিষ্কিন্ধ্যাকান্ড | 174.67.157.70 | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:০৯703976
  • সেই কিষ্কিন্ধ্যাকান্ড র সেনাপতি আর সইন্য সামন্ত এ তো রোয়েচে সি-কং জোটকে জেতালেও একই হবে।
  • cm | 127.247.98.70 | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৩৭703987
  • রঞ্জনদাও যদি জোটে ভোট দেয় তাহলে যে জোটই জিতবে তা নিয়ে সন্দো নাই। কল্লোলদার ভোটটাই শুধু বাকি রইল।
  • PT | 213.110.242.5 | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৩৯703998
  • কল্লোলদা কোথায় গেলে গো... ও ... ও .....!!!!
  • sm | 233.223.158.74 | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৪৬704009
  • তবে আর কি, আনন্দে ধেই ধেই করে নাচুন। কিন্তুক কংগ্রেস এর হাই কম্যান্ড তো এখনো কিছু বললে না?
    আর কিছু কংগ্রেস নেতা বা বাম শরিক দল কি তিনোতে চলে আসতে পারে?
  • PM | 116.76.130.195 | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৫২704020
  • বানর সেনা থামাতে সেই উদ্ধত বামেরাই ভরসা তাহলে ঃ) দেরীতে হলেও এই বোধোদয় স্বাগত ঃ)
  • পৃথিবীজুড়ে | 205.154.105.117 | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ১০:১৬704031
  • সাম্রাজ্যবাদ থামানোর গুরুদায়িত্ব যাদের, তাদের ওপর সামান্য বানর সেনা থামাতে ভরসা করা হবে এ আর এমন কি!
  • T | 165.69.185.144 | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ১০:২৭704042
  • হে হে...রঞ্জনদা, বলেন কি! জোট না জিতলে বিরোধী রাজনীতির জায়গা বিজেপি নেবে! শোনেন, একটা আসন বৃদ্ধিও সিপিয়েমকে অতি প্রয়োজনীয় অক্সিজেন দিয়ে যাবে। যাক গে, কয়েকদিন আগে শুনছিলাম, জোট হলে নাকি হার্ডকোর কংগ্রেসীরা ভোট দেবে না, এখন শুনছি ১% বাদ দিয়ে বাকীরা সবাই দেবে... :)
  • de | 24.99.160.132 | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ১১:২৬703884
  • এই জোটটা হওয়াটা জরুরী ছিলো -
  • cm | 127.247.98.70 | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ১২:০৭703895
  • সর্বভারতীয় ক্ষেত্রে এই জোটই সোশাল ডেমোক্র্যাট অল্টারনেটিভের চেহারা নিলে ভাল হত। কংকে বাঁদিকে হেলতেই হবে।
  • b | 135.20.82.164 | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ১২:২৬703906
  • মরার আগে যেন এটুকু দেখে যেতে পারি, সি পি এম আর বিজেপি-র জোট।
  • lcm | 83.162.22.190 | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ১২:২৭703917
  • আমি সঙ্গে সিপিএম-তৃণমূল জোটটাও দেখে যেতে চাই
  • ASAP | 127.223.219.249 | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:১৫703928
  • বৃহত্তর বা উন্নততর স্বার্থে...
  • sm | 233.223.159.253 | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:০২703939
  • বানর সেনা থামাতে সেই উদ্ধত বামেরাই ভরসা তাহলে
    --- আহ হা,কি ল্যাখা ! উদ্ধত বাম!
    বিনীত বাম আবার আছে নাকি? আর- বামেরা ট্যাকেল করবে, বি যে পি কে?
    আপাতত সোনিয়া দোরে ধরনা পর্ব চলছে। ম্যাডাম হ্যা, বললে তবে না!
  • T | 165.69.181.146 | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:০৩703950
  • আশায় বাঁচে চাষা...
  • PM | 116.78.75.203 | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:০২703961
  • প্রবাসীরা সিপিয়েমের " পদস্থলনে " যার পরনাই উদ্বিগ্ন। কিন্তু গত ৪ বছরে ২০০-র কাছাকাছি কর্মী খুনে এরা তত উদ্বিগ্ন ছিলেন না যতটা দলের " পদস্থলনে " ঃ)। ভাত দেওয়ার ভাতার নয় কিল মারার গোসাই ঃ)

    জার্মান কমিরা সেকালে KPD আর SPD র মধ্যেকার তাত্তিক কচকচিতে আসল সমস্যা/থ্রেট কে ওয়াক ওভার দিয়ে দিয়েছিলো। তার খেসারত দিয়েছে দুনিয়া ৫ কোটি জীবনের বিনিময়ে। তখনকার দুনিয়ার ২য় শক্তিশালী জার্মান কমিরাও দিয়েছিলো ঝাড়ে বংশে নিধন হয়ে।

    " Trotsky and his German supporters pleaded in vain with the Communists to concentrate their efforts on the key issues of the moment, above all the threat of Nazism: "Denying this threat, belittling it, failing to take it seriously is the greatest crime that can be committed today." Alas, this united front was rejected by the Communists.

    পরে অবশ্য স্তালীন-ও ফ্যাসিস্টদের বিরুদ্ধে "পপুলার ফ্রন্ট" -এর ডাক দেন ( যাতে কমিদের সাথে সোসালিস্ট এমনকি রাইটিস্ট দলকেও নেবার কথা বলা হয়েছিলো ) কিন্তুক ততক্ষনে ইতিহাসের লিখন লেখা হয়ে গেছে ঃ)

    ভারতীয় কমিরা দেরিতে হলেও অন্তত একটু শুধরেছে দেখে মন্দ লাগছে না। ফলাফল যাই হোক, অন্তত নিচু তলার কর্মীদের পাশে দাড়াবার চেষ্টা দেখিয়েছে ত্বাত্তিক কচকচি ছেড়ে।

    তবে একটা কথা "ইউপিয়ে-২" থেকে সমর্থন প্রত্যাহারের সময়, কারাত যে পরিস্থিতির সঠিক বিশ্লেশণ করতে পারেন নি--- তা কালকের সিদ্ধান্তে আর একবার পরিস্কার হলো
  • PT | 213.110.242.4 | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:৩৫703963
  • কেউ যদি কেরালা নিয়ে দুশ্চিন্তায় থাকেন.....
    The survey also points to a clear change of government post elections with the CPM-led LDF predicted to storm to power with 41% vote-share and 77-82 seats. The Congress party, which currently leads the ruling dispensation under the leadership of Oommen Chandy, will get 55-60 seats with a vote-share of 37%. The half-way mark in the 140-member state Assembly is 70.
    http://indianexpress.com/article/india/india-news-india/bjp-kerala-election-pre-poll-survey-congress-cpm-amit-shah-oommen-chandy/
  • MANISH | 127.200.89.23 | ২০ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৪১703964
  • ওয়েলকাম, আমি কং ও বাম জোটকে অবশ্যই ভোট দেবো। ক` হাই কমান্ড গ্রীন সিগলান্ড দেয়া না দেয়ার care করি না। এই জোট হবেই।
  • lcm | 83.162.22.190 | ২০ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:৩৬703966
  • ধুস্‌, বাম-কংগ্রেস জোট তো পুরোনো ব্যাপার, সবাই এত আশ্চর্য হচ্ছে কেন, সেই '৬৯ সাল থেকে হয়ে আসছে।
  • ranjan roy | 24.96.78.190 | ২১ ফেব্রুয়ারি ২০১৬ ০১:১৯703967
  • এলসিএমকে ক।
    পিএম,
    কি যে বলেন! জদুপুর আর কোলকাতা কি গোটা ভারত নাকি? এতদিনে সাকুল্যে তিনটে রাজ্যে বাম সরকার ছিল , এখন দুটোয় ঠেকেছে! আপনারা নাকি বিজেপিকে ঠেকাচ্ছেন! ঘুড়ায় হাসব।
    গোটা দেশে বিজেপিকে ঠেকাচ্ছে কংগ্রেস। কখনও সফ্ট হিন্দুত্ব কখনও মন্ডল, কখনও অন্য কিছু।
    এই বিহারে বিজেপিকে ঠেকালো কে ? উদ্ধত বাম? একটাও আসন পায়নি তো! তবু লিবারেশন গ্রুপ তিনটে সীট বের করেছে। ঠেকিয়েছে কংগ্রেসের সঙ্গে লালু/নীতীশের জোট।
    এখানে জোট হলেও মমতা সরকার বানাচ্ছে। কিন্তু না হলে বড়ই দুর্দশা। তাই জোট হয়েছে বলে ভোট দেব। না হলে নোটায় দিতাম।
    আর যদুপুরে দুগোল দিয়ে বগল না বাজিয়ে ভাবুন কি করে জুনিয়র ডাক্তারদের কোলকাতার বুকে অমন চাড্ডিমার্কা মিছিল বেরল। আর কোত্থেকে জদুপুরেও অতগুলো দেশপ্রেমী ছাত্রছাত্রী জুটে গেল।

    জে এন ইউয়ের কাজ জদুপুরের থেকে অনেক কঠিন। খোদ রাজধানীতে চাড্ডি সমুদ্রের মধ্যে থেকে! কারণ যদুপুর অনেক এলিটিস্ট। কিন্তু জে এন ইউতে ৭০% কোটা হল দেশের বিভিন্ন রাজ্যের ও এসসি এসটির নামে।
  • শশ | 195.133.32.19 | ২১ ফেব্রুয়ারি ২০১৬ ০৭:৩৯703968
  • শুওরে খোঁয়াড়ের দখল নেয়ার জন্য সাম্রাজ্যবাদের, চরিত্রভ্রস্ট বুর্জোয়া পোষ্য দালাল সারমেয়দের সে কী আকুলি বিকুলি!

    শুওরের খোঁয়াড়ে গেলেও কুকুর কুকুরই থাকে।
  • avi | 113.24.84.135 | ২১ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৪২703969
  • কিন্তু কুকুর ও শুয়োর নিয়ে কথা বলতে খরগোশ হতে হবে কেন? সবটাই চিড়িয়াখানা?
  • PM | 233.223.159.253 | ২১ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৪৯703970
  • " ভাবুন কি করে জুনিয়র ডাক্তারদের কোলকাতার বুকে অমন চাড্ডিমার্কা মিছিল বেরল। " ---- আমি ভাব্ছি রন্জনদা----- কিন্তু আপনিও একটু ভাববেন আশা করি " যে আসে আসুক" তত্ত্বের ফলাফল ঃ) ঃ)

    কিন্তু মুখে ভুল স্বীকার করা অতিবামদের ধাতে নেই--- কর্মের মধ্যে দিয়ে (ভোটের মাধ্যমে ? ) ভুল স্বীকার -ও স্বাগত ঃ) ঃ)
  • avi | 113.24.84.135 | ২১ ফেব্রুয়ারি ২০১৬ ১৫:১২703971
  • জুনিয়র ডাক্তারদের মিছিলের বিষয়ে আমার একটা থিওরি আচে, এখানেই দিই?
    সেই ঊনিশশো সিপিএম সময় থেকে পরিবর্তন অব্দি কলকাতার মেডিক্যাল কলেজগুলির ছাত্র রাজনীতির প্যাটার্ন মোটামুটি এক। কলকাতা মেডিক্যাল কলেজে ছাত্র পরিষদ জিততো, ভালো লড়াই করত অতিবাম ডিএসএ, এসেফাই নগণ্য। বাকি সব কলেজে শুধুই এসেফাই, আর কেউ নেই। ২০০৪এর পর পিজিতে এমবিবিএস শুরু হলে লড়াই হল এসেফাই আর অতিবাম ডিএসওর মধ্যে, প্রেসি বা যদুপুরের ধাঁচে। পরিবর্তনের পর সিপি হয়ে গেল টিএমসিপি, আর এসেফাইও হয়ে গেল টিএমসিপি, অতিবামেরা রয়ে গেল।
    এইবারে টপিকে ঢুকে গেছি। কলকাতা মেডিক্যাল কলেজের সিপি, যারা রুলিং, পরম্পরা মেনে অ্যান্টি অতিবাম, সেই সত্তরের দশক থেকে। এখনো সেখানে নকশাল প্রসঙ্গ তোলা হয়। এবং মজার ব্যাপার, পাশেই প্রেসি যখন আন্দোলনে উত্তাল হত, মেডিক্যালে আঁচটিও পড়ত না, ঠিকানা একটির ৮৮, কলেজ স্ট্রীট, আরেকটির ৮৬/১। রিসেন্ট যেখানে যা হয়েছে, হোক কলরব ইত্যাদি, এই জনতা কিন্তু ব্যাপারটা খিল্লির চোখেই দেখেছে। সুতরাং, মিছিল অপ্রত্যাশিত নয়।
    আরেকটা ব্যাপার, ভোটের প্রচারে এসেফাই বা অতিবাম ডিএসএ যেসব আদর্শবাদ ছাত্রদের শোনাতে পারত, সিপি (বা গত কয়েকবছরের টিএমসিপি) সেদিকে দারিদ্র্যের জন্য টার্গেট করত প্রাগম্যাটিজম এবং কিছুটা ন্যাশনালিজমকে। এটাও ট্রেন্ড ছিল। সুতরাং।।।
    বাকি কলেজে কী হল? এসেফাই যখন রাজত্ব করেছে, একছত্র দাপটে অনেক গোলমেলে কাজকম্মো করেছে, যেসবে অনেক জনতা ক্ষার খেয়ে ছিল, সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে তারাই মেজরিটি। পরিবর্তনের পর তাদের রাগের প্রকাশ হয়েছে এসেফাই তথা পুরো বাম দিকটারই ওপর। যারা চার বছর আগেও ছিল, বা গল্প শুনে এসেছে, তাদের এই বাম বিপ্লবীয়ানার গল্প শুনলেই ঝাঁট জ্বলে যায়, রাগে উল্টোপাল্টা কথাবার্তা কাজকম্মো করতে থাকে। সুতরাং।।।।
    এবার পিজি হাসপাতাল। আগের এসেফাই এখন টিএমসিপি। কমন শত্রু অতিবাম। সুতরাং।।।।
    কথাবার্তায় কিন্তু বেশিটাই নী জার্ক রিয়্যাকশন লেগেছে। চাড্ডিমার্কা বলা বাড়াবাড়ি। এ জিনিস আগে ইউথ ফর ইক্যুয়ালিটি আন্দোলনের সময়েও দেখা গেছে। এ জিনিস ক্ষণস্থায়ী।
    আর হ্যাঁ, নিজের বিষয়ের বাইরে কিচ্ছুটি না জেনে তা নিয়ে মন্তব্য এবং কাজ করার মহান ব্যারাম থেকে এনারা বেশিরভাগই মুক্ত নন।
  • ranjan roy | 24.99.88.6 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ০৫:৫৯703972
  • পিএম,
    আমি কনসিস্টেন্ট। রুটি বদলে দেওয়ার তত্ত্বেই এবার ভোট দেওয়ার কথা ভেবেছি। কেরালাতেও তাই হচ্ছে, রুটি পাল্টে দেওয়া হচ্ছে।
    আপনি থাকুন আপনার ১০০ বছর সিপিএম স্ট্যান্ড নিয়ে, ধন্যবাদ!
  • কল্লোল | 125.241.95.54 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ০৭:২০703973
  • না, এখনো বাম-কং জোট হয়নি। হবেও না। বলা হচ্ছে পবর বিশেষ পরিস্থিতিতে বাম ও ধর্মনিরপেক্ষ-গণতান্ত্রিক ঐক্য চাই। সোজাসুজি কংএর সাথে জোটে বা আসন সমঝোতায় পলিটব্যুরো ও কেন্দ্রীয় কমিটির সায় নেই।
    তবে যেমনই হোক, জোট হলে - বিরোধী জোট আগের তুলনায় ভালো ফল করবে। কারন ১) মুসলমান ভোটের এক অংশ বিজেপি বিরোধী ভোট হিসাবে ফিরবে। ২) তৃণ বিরোধী ভোট যা আগের নির্বাচনে বিজেপিতে পড়েছিলো তা আবার ফিরবে।
    গ্রামের দিকে তৃণর সমর্থনে খুব একটা ভাঁটা পড়ে নি।
    আমি নোটাতেই আছি।
  • PT | 213.110.242.4 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ০৭:৩৮703974
  • "না, এখনো বাম-কং জোট হয়নি।"
    সত্যি?

    "গ্রামের দিকে তৃণর সমর্থনে খুব একটা ভাঁটা পড়ে নি।"
    তাহলে আর আরাবুলকে অত ঘটা করে ফেরৎ নেওয়া কেন? অনুব্রতকে পুষে রেখেই বা দলের বদনাম করা কেন?
  • pi | 24.139.209.3 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:০১703975
  • ত্রিপুরার চ্যানেলগুলোয় দেখলাম কাল কার যেন কথা খুব শোনাচ্ছে, তিনি বলছেন, বামদলেরা মোটেই কংগ্রেসের কাছে জোটের কথা বলতে যায়নি, জোট তো চায়ওনি, কংগ্রেস এসে ঝুলোঝুলি করছে, তো আর কী করা যাবে। মানে, বেচারাদের তো আর খালি হাতে ফিরিয়ে দেওয়া যায়না, অগত্যা .. , এরকম একটা টোন ঃ)
  • dc | 212.142.76.14 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:০০703977
  • ত্রিপুরায় এক ধরনের টোন ,কেরালায় এবং বঙ্গে অন্য ধরনের -পরিস্থিতি অনুযায়ী মার্কেটিং স্ট্রাটেজি ,র‍্যাপার ,প্যাকেজিং বদলে ফেলতে হয় - এ হোল লেনিনীয় উত্তরাধিকার - লিখব এক 'রাষ্ট্র ও বিপ্লব' আর করব উল্টোটা , বলব সাম্রাজ্যবাদ সব থেকে বড় শত্রু আর নিজেরাই ইউক্রেন থেকে পোল্যান্ডে ট্যাঙ্ক চালাব । আপনি নির্লজ্জ সুবিধাবাদী বামপন্থীদের কথা টিভি তে শোনেন নাকি ? রাধারানী দেবীর কির্ত্তন শুনুন কাজে দেবে !
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন