এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিপিএম কংগ্রেসের জোট হয়েই গেল তাহলে!

    bip
    অন্যান্য | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ | ৬৯৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 24.195.231.96 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:১৮704011
  • আর যে ১৭% বিজেপি গত নির্বাচনে পেয়েছিল তার অন্তত ৩-৪% শতাংশ সিপুএম আর কংগ্রেসের রক্তক্ষরণের ফল। জোট বেঁধে যদি আপনারা যদি উক্ত ভোটারদের "ঘর ওয়াপসি" করাতে পারেন সেটাই আমাদের রাজ্যের প্রতি সৌভাগ্যের ব্যপার হবে।
  • Arpan | 24.195.231.96 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:১৯704012
  • প্রতি না। জন্য।
  • T | 24.100.142.116 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:৩৬704013
  • রঞ্জনদা, আমাকে আবার 'আপনি' করে বলছেন কেন!
    :)
    অর্পণদা, ঐ সতেরর মধ্যে মুলো পার্টির ভোটও কিছু আছে। দক্ষিণ কলকাতা কেন্দ্রে যেমন।
  • PT | 213.110.242.5 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:৪০704016
  • "কংএর হাত ধরলেই কি গলার শিরা ফুলিয়ে অমন ডাহা মিথ্যে কথা বলতে হবে?"
    পুরুলিয়ার সিধু-কানু-বিরসা ইউনি প্রতিষ্ঠিত হয় ২০১০-এ।
    আর কাজী নজরুল ইউনি ২০১২-তে।
    প্রথম ইউনি নিয়ে কে ডাহা মিথ্যে বলছে সেটা বুঝতে অসুবিধে নেই। ঐতিহাসিক বাম-বিদ্বেষ কি এমনই দৃষ্টি আচ্ছন্নকারী?

    কিন্তু যেটা বুঝতে অসুবিধে আছে সেটা হচ্ছে যে ক্ষমতায় আসার এক বছরের মধ্যে কি করে একটা সরকার একটা ইউনি প্রতিষ্ঠা করে ফেলে!!??
    তবে তক্কের জন্যে জেনে রাখা ভাল যে একটা নয়ঃ ২০১২-তে আরো একটা আর ২০১৩-তেও একটা খোলা হয়েছেঃ
    Cooch Behar Panchanan Barma University 2012
    Diamond Harbour Women's University 2013

    "এরকম আত্মপ্রসাদের ঢেঁকুর তোলার কোন মানে হয় না।"
    হয়্ত হয়্না!! কিন্তু ঘরে বসিয়ে মাসীমার মালপো খাওয়ালে ভোটের ঢেঁকুর ৬% থেকে ওপরে ওঠা খুব আশ্চজ্জির নয়।
  • PT | 213.110.242.5 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:৪০704015
  • "কংএর হাত ধরলেই কি গলার শিরা ফুলিয়ে অমন ডাহা মিথ্যে কথা বলতে হবে?"
    পুরুলিয়ার সিধু-কানু-বিরসা ইউনি প্রতিষ্ঠিত হয় ২০১০-এ।
    আর কাজী নজরুল ইউনি ২০১২-তে।
    প্রথম ইউনি নিয়ে কে ডাহা মিথ্যে বলছে সেটা বুঝতে অসুবিধে নেই। ঐতিহাসিক বাম-বিদ্বেষ কি এমনই দৃষ্টি আচ্ছন্নকারী?

    কিন্তু যেটা বুঝতে অসুবিধে আছে সেটা হচ্ছে যে ক্ষমতায় আসার এক বছরের মধ্যে কি করে একটা সরকার একটা ইউনি প্রতিষ্ঠা করে ফেলে!!??
    তবে তক্কের জন্যে জেনে রাখা ভাল যে একটা নয়ঃ ২০১২-তে আরো একটা আর ২০১৩-তেও একটা খোলা হয়েছেঃ
    Cooch Behar Panchanan Barma University 2012
    Diamond Harbour Women's University 2013

    "এরকম আত্মপ্রসাদের ঢেঁকুর তোলার কোন মানে হয় না।"
    হয়্ত হয়্না!! কিন্তু ঘরে বসিয়ে মাসীমার মালপো খাওয়ালে ভোটের ঢেঁকুর ৬% থেকে ওপরে ওঠা খুব আশ্চজ্জির নয়।
  • Arpan | 24.195.231.96 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:৪০704014
  • হ্যাঁ, সে তো আছেই। এ আর সমসত্ত্ব পদাত্থো নাকি?

    আর হিন্দু মধ্যবিত্ত কলকাতাকেন্দ্রিক বাঙালী এদের অনেকেই বিজেপির প্রতি গত ইলেকশনে ভয়ানক সিম্প্যাথেটিক ছিলেন। এবং আছেন। আমার চেনাশোনা গন্ডীর মধ্যে যাদেরকে দেখার সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়েছে।
  • ক বাবু | 116.51.129.145 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৮:৫৯704017
  • জোটের ফল কি হবে সেটা অনেক এক্স্টার্নাল ফ্যাক্টারের ওপর ও ডিপেন্ড করছে। মমতা যথেষ্ট ক্যালকুলেটিভ। বিজেপি আরো অসহিষ্ণু হবে, দাঙ্গা বাধাবে হিন্দু ভোট কনসোলিডেট করতে, এখানে ততই মুসলমান ভোট মমতার দিকে যাবে। ওর এখন মুখ খোলার দরকারই নেই। অবাঙ্গালীরা সিপিএম ও কং জোটের থেকে বিজেপি কে পছন্দ করবেই।
    গ্রামে, মমতার দানসত্র ও চোখে দেখা যায় ধরনের কাজ ও ভোট পেতে সাহায্য করবে। সেই জায়গাটায় সিপিএম বা কংদের স্কোর করার জায়গা নেই।
    তার ওপর তো অনুব্রত ইত্যাদিদের গুড়জল তো আছেই।
    তাছাড়া জোটে কিছু ফাঁক থাকবেই।
  • PT | 213.110.242.5 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:১৩704018
  • পব-র ইউনি নিয়ে আরেট্টু তথ্যঃ
    http://www.ugc.ac.in/stateuniversitylist.aspx?id=35&Unitype=2-UGC-র এই মায়াজালে গিয়ে ২০১২/২০১৩ সালে প্রতিষ্ঠিত ইউনির সম্পর্কে তথ্য সংগ্রহ করার চেষ্টা করুন। হাতে নাতে ফল (গোলাকার) পাবেন।
  • cm | 127.247.98.107 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৫৩704019
  • জোট দেখছি অলরেডি হাড়ে হাড়ে কাঁপুনি ধরিয়ে দিয়েছে। জ্জিও।
  • sm | 233.223.159.253 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ২০:০৩704021
  • ঠক , ঠক !কি কাঁপুনি রে বাবা!যেন, পুরো ম্যালেরিয়া আর ডেঙ্গি জোট বেঁধেছে।
  • PM | 233.223.154.81 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৩৫704022
  • অর্পনবাবু, বিজেপীর উত্থানে বর্তমান সরকারের আপ্রান পৃষ্ঠপোষকতা রাজ্যের লোকে চোখের সামনে দেখছে, প্রবাসীদের চোখে না পড়লেও ঃ)

    আপনার যুক্তির কাঠামো এতোটাই দুর্বল যে আপাততঃ কাউন্টার করার প্রয়োজন দেখছি না ঃ)।
  • Div0 | 132.167.89.12 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৫৮704023
  • T'এর 03:52 PM, অনেকগুলো ক।

    এবং এটা দেখে অবাক লাগছে যে কিছু লোকে এখনও পঃবঃ'এ বিজেপি সীট পাক এটা চায়! ধন্য এ দেশ...
  • Arpan | 74.233.173.181 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:০৪704024
  • পিএমবাবু, বাঁচালেন!

    (আবার আপাততঃ ইউজ করা কেন?!)
  • sm | 233.223.159.253 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:১২704025
  • কেন বিজেপি সীট পেলে কি আপত্তি? বহু রাজ্যেই বিজেপি ক্ষমতায় আছে। ভালই চালাচ্ছে।আগেও তো পব তে বিজেপি লোক সভা , বিধান সভায় সীট পেয়েছে।
  • Div0 | 132.167.89.12 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:২২704026
  • হুঁ তো। ভালোই চালাচ্ছে। সেঁকো বিষের থেকে উত্তরণের গল্প। অ্যাবসল্যুট ক্ষমতা। আর কী চাই!
  • sm | 233.223.159.253 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৪১704027
  • কিন্তু অধিকাংশ জনগণ তো ভোট দিয়ে জিতিয়েছে। হাজার হোক, গণতান্ত্রিক দেশ।জয়ীরা, তো শাসন করবেই। মূল্য বৃদ্ধি কমাতে পারলে আর ট্যাক্স টা কমাতে পারলে; নেক্সট বারেও হই হই করে জিতবে।
  • sm | 233.223.159.253 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৫৫704028
  • যে কংগ্রেস এর আমলে ২ জি স্ক্যাম, টেলিকম স্ক্যাম , খনি কেলেঙ্কারী ইত্যাদি বড় বড় ঘাপলা হয়েছে; তাদের সঙ্গে গাঁট ছড়া বাঁধতে তো কোই কোনো ছ্যুত মার্গ দেখিনা? চিট ফান্ড নিয়ে তো দুবেলা বাণী চলছিল।
  • ranjan roy | 24.96.63.216 | ২২ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৫৯704029
  • পিটি,
    বাঁচালেন।আমি কেন এখন নেট ঘাঁটি? আপনিই বললেন যে তিনটে ইউনি খুলেছে। কী করে খুলেছে সেটা আপনার গবেষণার বিষয়, আমার নয়। আর বুদ্ধবাবু ইউনির হাল নিয়ে প্রশ্ন করেন নি। গোদা বাংলায় বললেন একটাও খোলা হয় নি। অথচ আপনিই বললেন তিনটে খুলেছে। তা বুদ্ধবাউর বক্তব্যকে কী বলব? সত্যবচন ? না অনৃতভাষণ সেটা আপনিই ভেবে দেখুন।
  • Atoz | 161.141.84.176 | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ০০:০৫704030
  • হে হে হি হি হি হি, খুব জমেছে! ঃ-)
    আহারে সেই "পরম কল্যাণকর নৈরাজ্য" বুঝি আর আইলো না রে শ্যাম!
  • Robu | 11.39.37.79 | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ০০:১০704032
  • যাক। এসেম এর সাথে প্রথম আমার মতে মিলল।
    কেন্দ্রে তিনো আর রাজ্যে বিজেপি - এই যেন দেখি।
    ইয়ে, রূপাদেবী সিগারেট খান এখনো?
  • ranjan roy | 24.96.63.216 | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ০০:১২704033
  • ঃ))))।
  • sm | 233.223.159.253 | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৪৭704034
  • আরে রোবু যে! কি খবর? কেন্দ্রে তিনো আর রাজ্যে বিজেপি তো এলো।কিন্তুক সি পু এম কে কোথা পাঠালেন? টেক্সট বুকে?
  • avi | 113.24.84.135 | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:০৪704035
  • কবিগুরু কবেই বলে গেছেন,
    "কেন্দ্রে যে ছিল সোনালী বেন্দ্রে, রাজ্যে রক্ষেকালী,
    কালচার কাকু, দিনে নানচাকু, রাত্রে কর্মখালি।"
  • PT | 213.110.246.22 | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:০৫704036
  • RR
    নেট না ঘেঁটেই বক্তব্য রাখছেন আজকাল? পুরুলিয়ার সিধু-কানু-বিরসা ইউনি প্রতিষ্ঠিত হয় ২০১০-এ। সে ব্যাপারে আপনি যে "ডাহা মিথ্যে কথা" বললেন সেটা মেনে নিন অন্ততঃ।
  • ranjan roy | 24.99.87.68 | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:২৪704037
  • পিটি,
    মেনে নিলাম। না, মিথ্যে বলিনি। ভুল বলেছি।

    তাহলে একই সঙ্গে আপনিও মেনে নিচ্ছেন যে
    বুদ্ধবাউ আপনার দেওয়া তথ্য অনুযায়ী তিনটে
    ইউনি নিয়ে জনসভায় ভুল নয়,মিথ্যে বলে্ছেন?

    আমি হরিদাস পাল, উনি প্রাক্তন মুখ্যমন্ত্রী!!!
  • Robu | 11.39.36.117 | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:২৫704038
  • সিপুএম পাকিস্তানে যাবে। ওহ না, সরি, চায়নায়। পাকিস্তান তো কীভাবে যেন গুডবুকে।
  • cm | 127.247.98.176 | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ০৮:৩২704039
  • রাজ্যের কৃতিত্বের তালিকায় নতুন হওয়া পায়খানাগুলোর কথাও ভুলবেননা। ওর একটা তালিকা দিলে অনেক লম্বা হত।

    কাল টিভিতে অ্যাড দেখলাম ১ কোটি মুসলমান ছাত্র ছাত্রীর জন্য নাকি ২০০০ কোটি স্কলারশিপ দেবে (নাকি দিয়েছে বলল?) । প্রথমত ১ কোটি মুসলমান ছাত্র/ছাত্রী আছে? ভাগ্যিস হিন্দুদের জন্য নয় তাহলেই মূলোবাদী বামেরা সব লাফালাফি শুরু করে দিত। গত কদিন যা অ্যাড্রেনালিন ঝড়ছে!

    বিজেপির বাড়বাড়ন্তে তৃণমূলী অবদান নিয়ে কোন বক্তব্য নাই।

    এটা হীরকেই যেত তবে এখন দেখছি এসব নিয়ে এখানেই কথা হচ্ছে তাই এখানেই দিলাম।
  • PT | 213.110.246.22 | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ১১:০৭704040
  • "না, মিথ্যে বলিনি। ভুল বলেছি।"
    কেন, বুদ্ধবাবু "ভুল" বলতে পারেন না? নাকি ঐতিহাসিক সিপিএম বিদ্বেষের কারণেই শুধু বুদ্ধবাবু "মিথ্যে" বলেন? তাও শুধুমাত্র কং-এর সঙ্গে জোট হওয়ার জন্যেই!!??

    আপনাকে আরো জানিয়ে রাখি যে লেখাপড়ার সর্বনাশের পথে আরো একধাপ এগিয়ে, তিনো সরকারের আমলে পব-তে গোটা ছয়েক "প্রাইভেট" ইউনিও খোলা হয়েছে। আর প্রেসিকে পুরো উনি বানাতে যা কান্ড চলছে, তাতে বোঝাই যাচ্ছে যে ২০১২-২০১৩-তে প্রতিষ্ঠিত সরকারি ইউনিগুলোর কি হাল হবে।
  • dc | 132.164.45.104 | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ১১:১৩704041
  • এটা কিন্তু ঠিক। জনসভায় বক্তৃতা দিতে গিয়ে নেতারা অনেক ভুলভাল বলে, লম্বা ট্র্যাডিশন আছে। ওসব ধরতে নেই।
  • Div0 | 132.167.89.12 | ২৩ ফেব্রুয়ারি ২০১৬ ১১:৪৬704043
  • কিন্তু sm ক্যাম্পেইনিং করছেন করুন বাট পি আর পু অ্যাক্করে ফেলবেন না পিলিজ (লক্ষ্য করুন, পুলিজ লিখিনি)। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু প্রতিক্রিয়া দিন