এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সিপিএম কংগ্রেসের জোট হয়েই গেল তাহলে!

    bip
    অন্যান্য | ১৯ ফেব্রুয়ারি ২০১৬ | ৬৯৮০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিপ | 81.244.130.85 | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:২২703908
  • চাবাগান, পাটশিল্প বাঁচাতে গেলে এই শিল্পগুলো থেকে ফরেদার ,কম্প্রোদার তাড়াতে হবে। এগুলোকে সমবায়ের হাতে তুলে দিতে হবে। শ্রমিকদের সমবায়।

    এরা শিল্পপতিই না। পাতি ফ্রডস্টার। সেগুলো করতে পুতিন চাই।
  • বিপ | 81.244.130.85 | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:২৩703909
  • ্টি
    আমরা চীন এবং গুজরাটি কোম্পানী-দু জায়গা থেকেই পিসিবি বানাচ্ছি। চীনের কোয়ালিটি বেটার। খরচ প্রায় সমান ইম্পোর্ট ডিউটির পর।
  • বিপ | 81.244.130.85 | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:২৬703910
  • গুরুতে আমেরিকাতে বসবাসকারী অনেক ধনী বাঙালী আছে। ভাট বকা কমিয়ে তারা কোলকাতায় ছোট ইউনিট খুলুক। নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অন্তত দুজন বাঙালীর চাকরি দিক। প্রচুর ভাট হল। এসবের সাথে সাধারন লোকের কোন সম্পর্ক নেই। এবার প্লিজ জনগনের কথাও একটু ভাবুন,।
  • PT | 213.110.246.25 | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:২৯703911
  • এবারে উকুন বাছাই শুরু হয়েছে। কে শিল্পপতি আর কে নয়। তবে ভোটের হাওয়া গরম হওয়ার আগেই যারা দিদিভাই-দাদাভাইয়ের লাইন ধরে বামেদের মুন্ডুপাত শুরু করেছেন তাঁদের জন্যেঃ

    "To put the record straight, during the last years of the Left Front government in West Bengal, the state rose to the fourth position in the country in terms of industrialization, according to the latest National Sample Survey Organization (NSSO) data.

    The great `Gujarat model' was ranked a distant seventh. In terms of large and medium industries, between 1991 and 2000, 2,531 new industrial units began production with a materialized investment of Rs 65,686 crore. This generated a direct employment of 2.98 lakh and twice as much in indirect employment," the editorial said.

    CPM also cited RBI data which shows that credit growth for medium and small enterprises in West Bengal was highest during Left rule. Between 2005 and 2011, according to the NSSO, more than 40% of the new manufacturing jobs created in India were generated under the Left Front rule in West Bengal alone. Out of the 58.7 lakh manufacturing jobs created all over India, during this period 24 lakh were in West Bengal while the 'Gujarat model' delivered only 14.9 lakh, the editorial said.

    "During 2007-2008, despite the belligerent anti-industrial campaign led by the Trinamool Congress centering on Singur, West Bengal, under the Left Front government, achieved a 12% industrial growth, the highest in the country," it said.
    http://timesofindia.indiatimes.com/india/West-Bengal-under-Left-rule-did-better-than-Modis-Gujarat-model-CPM/articleshow/46548712.cms
  • meghnad | 47.187.129.166 | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ০৯:৫০703912
  • বিপ মনে হয় মমতার হয়ে প্রচার বাদ দিয়ে নিজের বিষয়ে মনোনিবেশ করলে ভাল করবেন। পিন্টুর সাথে ওনার কথাবার্তা আমাদের অনেকের এখনো মনে আছে।

    ভাল টেকনোলজি না জেনে শুধু ব্যবসা করলে কারোরই ভাল হয় না।
  • করুন | 168.69.208.131 | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ১০:১২703913
  • গুরুতে ভাট না বকে সিল্পো করুন
  • Bip ke bolchhi | 74.233.173.177 | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ১২:১২703914
  • এই "মগজধোলাই" হয়ে যাওয়া এবং সে বিষয়ে অবগত না থাকা লোক গুলো কে আপনি কিচ্ছু বোঝাতে পারবেন না বিপ।

    কাজের বেলায় কিছু নেই শুধু মুখে বিপ্লবের বুলি।

    এরা নিজেরা ৩৪ বছরে কিচ্ছু করে নি। অন্য কেউ কিছু করলে তাতে কাঠি দেওয়া তে এরা এক একজন এস এম এয়ি।

    এতএব বুঝতেই পারছেন উন্নয়নশীল রাজ্য হিসাবে আমাদের একদম পেছনের সারিতেই হইয়া উচিত। আমরা সেটার ই যোগ্য
  • | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ১২:২৭703915
  • জনস্বার্থে বিজ্ঞাপিত

    name: নন্দকিশোর মুন্সী mail: country:

    IP Address : 117.167.108.63 (*) Date:27 Feb 2016 -- 12:19 PM

    তৃণমূল সরকারের প্রশংসা করে পোবোন্ধো লিখলে দশ হাজার টাকা অবধি প্রাইজ পেতে পারেন। এনি টেকার্স?
  • Robu | 11.39.37.119 | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৩৬703916
  • মগজধোলাই এ ডাবল কোট, লোকগুলোকে শব্দটাকে আলাদা আলাদা ভাবে লেখা, সেটারই কে আলাদা ভাবে লেখা, ও এস এম এয়ি ব্যাপারটা নোটিস করা হল।
    সিবি, এই যে - খুজছিলে কিনা।
  • Arpan | 74.233.173.185 | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৩৯703918
  • মফজ ধিকাই না? ঠিক পড়েছ?
  • ranjan roy | 24.99.183.156 | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৪১703919
  • এবার যদি বঙ্গে তিনো,
    ফিল্ম বানাবে তারান্তিনো।
    তলোয়ার নানচাকু ছুরি,
    কত লোকের ফাঁসবে ভুঁড়ি।

    রক্তধারা ছিটকে পড়ে,
    ছিন্নমস্তা দেবীর বরে।
    ভ্স্মাসুরের লম্বা লাইন,
    নিনজা যত গড়ছে আইন।

    তারান্তিনোর ফিল্মটা গোলা,
    সবাই সবার চাইছে তোলা।
    পক্ষে কে আর কে বিপক্ষে,
    কে রয়েছে তক্কে তক্কে,

    এসব কতা বড়ই কঠিন,
    ভেলকি দেখান তারান্তিন।
    তার চেয়ে যাও দেবীর দ্বারে,
    হও খাল্লাস এক্কেবারে।।
  • Robu | 11.39.37.119 | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ১২:৪৫703920
  • অর্পণদা ঃ-)
  • cb | 192.70.62.211 | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৩১703921
  • খিক খিক
  • নন্দকিশোর মুন্সী | 117.167.108.75 | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৫৫703922
  • অ্যাঁ? ক্ষীঃ ক্ষান্ড!!!
  • cb | 192.70.62.211 | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:০৯703924
  • আমার পোতিক্রিয়া ঐ নন্দ মুন্সীর মতই। খিক খিক টা রোবুকে ছিল , ভাবছিলাম পাতি ইয়ার্কি মারছে :-)
  • | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৪:০৯703923
  • আহা শুধু সিবি কেন, অভ্যুও তো। আর আমি গতকালই অভ্যুকে জায়গামত বেশ হাঁক পেড়ে ডেকে দিয়েছি।
    ;-)
  • bip | 81.244.130.85 | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৫৪703925
  • কে পিন্টু? কি কথা? লোকজন কি উন্মাদ না কি এখানে???? নাকি বামপন্থী হলে উন্মাদ হওয়াটা প্রথম শর্ত?

    দেখ ভাই এটা সিম্পল বেসিকস। বন্ধের রাজনীতি ক্ষতিকর। সিপিএম বন্ধের রাজনীতি বন্ধ করতে পারে নি। পশ্চিম বঙ্গকে শিল্প শ্বশান বানিয়েছে। যার জন্য আজকে গুরুর এইসব লোকও পশ্চিম বঙ্গের বাইরে।

    এই বিভেদের বানী ভুলে-মনোভাব বদলান। দেশে পা রাখুন।
  • ইয়ে | 192.69.250.130 | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ২০:০৭703926
  • আগে কোন পা রাখব? ডান পা না বাঁ পা?
  • cm | 127.247.96.125 | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ২০:১৩703927
  • আপুনি কি সাম্প্রতিক অতীতে মানে গত পনের বছরে বন্ধের হিসেব জানেন? নাকি ঐ একখানাই ক্যাসেট আছে আপনার?
  • কবন্ধ | 47.48.81.27 | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৪০703929
  • আবার ফিরে আসুক চৌত্রিশ বছরের অন্ধকার!
  • ?? | 134.123.67.156 | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ২০:৫৪703930
  • এই লোকটা নিজেকে এত বড় মনে কর কেন? কয়েকদিন আগেই সিলিকন ভ্যালির বাঙালী এক উদ্যোগপতির সঙ্গে আলাপ হল যাঁর সেক্টর- পাঁচেও অফিস আছে। তার মধ্যে এররকম সবজান্তা দুনিয়ার সকল রোগেরই দাওয়াই আমার জানা আছে এই রকম ভাব তো দেখলাম না। তিনিও অনেক লোকের চাকরী করে দিয়েছেন কিন্তু।
  • PT | 213.110.243.22 | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ২১:০৬703931
  • "পশ্চিম বঙ্গকে শিল্প শ্বশান বানিয়েছে।"
    বানান নিয়ে কিছু বলার নেই কিন্তু কেন্দ্রীয় সরকারের তথ্য অস্বীকার করে হাবি-জাবি যা তা লিখে যাওয়ার কি কোন শেষ নেই?
    এত বন্ধ করেও, "Between 2005 and 2011, according to the NSSO, more than 40% of the new manufacturing jobs created in India were generated under the Left Front rule in West Bengal alone."
    লেখার আগে কি পড়াশুনো করার কোন প্রয়োজন হয়না?
  • bip | 81.244.130.85 | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ২১:১৭703932
  • পিটি
    বুদ্ধকে আমি ওই জন্য শ্রদ্ধা করি। কিন্ত এটাও সত্য বুদ্ধকে পেছন মেরেছিল কারাত ইউ এস ইন্ডিয়া নিউক্লিয়ার ডিলের বিরোধিতা করতে গিয়ে, কংগ্রেসকে ফেলে দিতে গিয়ে । বিরোধিতা করেছে, ঠিক আছে। কিন্ত ওই জন্য কংগ্রেসকে ফেলে দিতে গিয়ে, নিজেই ডুবেছে। এরা কালিদাস। কিভাবে বিশ্বাস করবো বলুন এই পলিটবুরোকে? বুদ্ধের আমলে পশ্চিম বঙ্গ এগোচ্ছিল এটা আমিও বলেছি। কিন্ত এটাও ঠিক-প্রকাশ কারাত সেটা বোঝেন নি।
  • বিপ | 81.244.130.85 | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ২১:১৯703933
  • ???
    সাহস থাকলে মুখ নিয়ে বক্তব্য রাখুন। ভূত হয়ে উদয় হওয়ার মানে আপনিও জানেন, আপনি ভীতুর ডিম বাঙালী। ভীতু দুর্বল লোকেদের সাথে সময় নষ্ট করার মানে হয় না
  • S | 108.127.145.201 | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৫০703934
  • বিপদা, ১) লোকে আমেরিকায় থেকে চাকরি করেই যদি কেউ ধনী (এই কথাটা বলে আমার উপর থেকে চাপ সরিয়ে দিয়েছেন, আমি ধনী নই, তাই আমি ভাট চালিয়ে যাবো) হয়ে যায় তাঅইলে কেন হ্যাপা করে শিল্প করতে যাবে তাও আবার কোলকাতায়।

    ২) বুদ্ধবাবুকে কাঠি করেছিলো দিদি আর পবের জনতা। গালাগালিটা তাদের দিন না দয়া করে।
  • bip | 81.244.130.85 | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ২১:৫৯703935
  • এস,
    জীবনের ত কোন পরম উদ্দেশ্য নেই।
    শুধু এটাই বলতে পারি টাকা নিরাপত্তা দেয়, আনন্দ দেয় না। আনন্দ দেয় প্যাশন-কিছু করার আনন্দ।

    কিছু ভাল ফিলিংস, আনন্দ পাওয়ার জন্যেই কিছু কর পশ্চিম বঙ্গে। করতে হবে এমন দাবী না। নিজের লোকেদের সাথে ফিরে কাজ করবে-তাদের সুঃখ দুঃখ শেয়ার করবে না আমেরিকাতে বসে দামী ওয়াইন খাবে-নাকি দুটোই করবে-এটা একটা চয়েস।

    তবে নিজের জন্য কিছু করে জীবনে কোন আনন্দ নেই। অন্যের জীবনে কিছু কন্ট্রিবিউট করতে পারলেই জীবনে আনন্দ আসে-সেটা অনেক ভাবেই করা যায়-শিক্ষা, এন জি ও , কোম্পানী-ব্যবসা। অনেক কিছু । এর মধ্যে ব্যবসাটা অনেক বেশী সাসটেনেবল-এন জি ও করতেই পার। কিছু করলেই হবে। যতে নিজে আনন্দ পাও।
  • S | 108.127.145.201 | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ২২:০৬703936
  • থ্যান্কু বিপদা। আপনি অনেক লেখা লিখেছেন গুরুতে। কিন্তু এই উপরের কটা লাইনের দাম অনেক। দেখি, আরো কয়েকটা দিন যাক। তারপরে থিকই ভাববো।
  • Abhyu | 85.137.4.219 | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ২২:৫৬703937
  • মাইরি তোমরা আমাকে হাঁক দাও কি বলে? :)?
    বিপদার উপরের পোস্টটা পড়ে মনে হল মিশনের শিক্ষা ওর সঙ্গেও আছে, ভালো লাগল।
  • PT | 213.110.242.20 | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:২৪703938
  • কারাতের বোঝাবুঝির সঙ্গে শালবনীতে মাইন বিস্ফোরণ কিংবা সিঙ্গুরে বা অন্যত্র শিল্প আটকানোর নাম করে অতি-বিপ্লবীদের বাঁদরামোর কোন যোগাযোগ নেই। আর কারাতের ওপরে রাগ দেখানোর জন্য খামোখা অসত্য আর অর্ধ-সত্য লিখে তিনোদের হয়ে ভোটের প্রচার করার-ও দরকার নেই।

    "দায় ঝাড়লেন সিঙ্গুরের, জমি ফেরাতে ৫০ বছর লাগলেও কিছু করার নেই"-এই আকাশবাণী শোনার পরে সেইসব অতি-বিপ্লবীরা আর তাদের ধামাধরা তাত্বিকেরা এবার মেধা-অনুরাধা-অগ্নীবেশকে সামনে রেখে সকলের মুখে চুণকালী লেপে একটা মিছিল করুক এবার!!
  • bip | 81.244.130.85 | ২৭ ফেব্রুয়ারি ২০১৬ ২৩:৫১703940
  • PT
    আছে। কংগ্রেস তিনো জোট না হলে সিপিএম হারে না। ওটাই হারের মূল কারন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভালবেসে প্রতিক্রিয়া দিন