এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৪)

    s
    নাটক | ২৩ মে ২০১৬ | ৮৩৫৩৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 340123.110.234523.23 | ১৬ সেপ্টেম্বর ২০১৮ ২৩:১৬715405
  • যাক পরিবর্তন কিছু হয়নি সেটা বোঝা গেল। উল্টে ঢপবাজ আর নন-এক্ষদের গলাবাজী বেড়েছেঃ
    "এক বছরে মাঝেরহাটে নতুন সেতু! এত কম সময়ে গড়া কি সম্ভব?"
    https://www.anandabazar.com/calcutta/how-s-this-possible-to-build-a-new-flyover-within-one-year-question-raised-1.865058?ref=calcutta-new-stry
    পুর্ত দপ্তরের নতুন ঠিকানা টালিগঞ্জের স্টুডিওপাড়ায় হওয়ায় সেই তিনি ছাড়া সেতু নিয়ে বক্তব্য রাখারও আর কেউ নেই!!
  • S | 90067.146.9004512.46 | ১৬ সেপ্টেম্বর ২০১৮ ২৩:২৪715407
  • রুটির উল্টোপিঠটা পুড়ে গেলে এরকমই খেতে হয়।

    জনগণ ভোট দিয়ে সরকার বানায়। সেই সরকারের বদমায়েশির জন্য যদি জনগণকে ভুগতে হয়, তাতে আমার বিন্দুমাত্র সহানুভুতি নেই।
  • sm | 2345.110.015612.131 | ১৬ সেপ্টেম্বর ২০১৮ ২৩:৪০715408
  • জনগণ খুব একটা ভুক্তভোগী নয়।কিছু প্রবলেমস আছে,সেগুলো সলভ করার চেষ্টা চলছে।
    খামতি নিশ্চয় আছে। কিন্তু আগের জমানার মত দমবন্ধ পরিস্থিতি নয়।
    প্রচুর জনহিতকর প্রকল্প চলছে।রাস্তা ঘাটের উন্নতি হয়েছে।
    বিনামূল্যে ওষুধ পাচ্ছে।
    এর জন্য পার্শ্ববর্তী রাজ্য থেকে আসা রোগীর সংখ্যা বেড়েছে। জিডিপি বেডেছে।
    তবুও বলাযায়, অনেক উন্নতি দরকার।
    প্রচুর সৎ লোকের মন্ত্রী ও নেতা হওয়া দরকার।
  • PT | 340123.110.234523.23 | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ০০:০৩715409
  • "রাস্তা ঘাটের উন্নতি হয়েছে।"-এর মধ্যে ব্রীজগুলোকে কেউ ধরে নেবেন না যেন!!
  • sei | 456712.100.5623.49 | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ১১:২২715411
  • আবার যখন তখন বিনা নোটিসে উড়ালপুলরুপি উন্নয়ন সাধারণ মানুষের ঘাড়ে চাপছে। দিদিমনি লগ্নি ধরতে ইউরোপ ভ্রমণে গিয়েছেন আর জল শোভন ববি মদনা বিজন সরকার পাঁড়েজির পোষ্য ইত্যাদির জিম্মায় উন্নয়নকে রেখে গিয়েছেন।
  • sei | 456712.100.5623.49 | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ১১:২২715410
  • আবার যখন তখন বিনা নোটিসে উড়ালপুলরুপি উন্নয়ন সাধারণ মানুষের ঘাড়ে চাপছে। দিদিমনি লগ্নি ধরতে ইউরোপ ভ্রমণে গিয়েছেন আর জল শোভন ববি মদনা বিজন সরকার পাঁড়েজির পোষ্য ইত্যাদির জিম্মায় উন্নয়নকে রেখে গিয়েছেন।
  • ন্যাড়া | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ১১:৩০715412
  • পিটিবাবু কেমন আছেন? ইশবগুল খাচ্ছেন নিয়মিত?
  • PT | 340123.110.234523.23 | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ১১:৪৬715413
  • হঠাৎ আমার কুশল জিগাচ্ছেন? সুস্থ তো?
  • s | 4578.139.015623.130 | ১৭ সেপ্টেম্বর ২০১৮ ১৯:২৭715414
  • কিন্তু আগের জমানার মত দমবন্ধ পরিস্থিতি নয়।
    ________
    আলোচনা হোক। কেষ্ট? আরাবুল? নির্বাচন? দিদি?
  • PT | 340123.110.234523.6 | ১৮ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৩৭715416
  • "প্রচুর জনহিতকর প্রকল্প চলছে।"
    "কলকাতা পুলিশের এক সাম্প্রতিক রিপোর্টে দেখা যাচ্ছে গত দু’বছরে শহরে বাস-মিনিবাস বৃদ্ধির হার মাত্র তিন শতাংশ, যা যাত্রী চাহিদার তুলনায় অতি নগণ্য। পাশাপাশি শহরে মোট যানসংখ্যার নিরিখে অটোর পরিমাণ ৩.০৫ শতাংশ থেকে নেমে দাঁড়িয়েছে ২.৭ শতাংশ।"
    https://www.anandabazar.com/editorial/there-is-some-need-of-law-and-order-to-control-the-auto-1.866128?ref=editorial-new-stry
  • sm | 2345.110.894512.222 | ১৮ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৫৬715417
  • আচ্ছা এই অবপ থেকে লিংক তুলে তুলে কি এতো আনন্দ পান বলুন তো? ওরা কিন্তু গাছে তুলে ,মই সরিয়ে নেওয়া কাগজ।
    ধরুন গিয়ে- মরিচ ঝাঁপি, নানুর, কেশপুর,ছোট আঙারিয়া, বিজন সেতু, সাঁই বাড়ি, বানতলা,জঙ্গলমহল,এগুলো খপরে থাকতো নাকি!
    আবার মজিদ বাবু, তপন শুকুর, সুশান্ত ঘোষ, লক্ষণ শেঠ- এঁদের খপর ও ফলাও করে ছাপতো তাই না।
    জানি, জানি ,মজিদ বাবু সজ্জন ব্যক্তি, তপন বাবুরা ভারী কোমল স্বভাব,সুশান্ত বাবু তো মাটির মানুষ আর লক্ষণ শেঠ মহাশয়, বেপরোয়া পরোপকারী।
  • PT | 340123.110.234523.6 | ১৮ সেপ্টেম্বর ২০১৮ ১০:০৫715418
  • যাচ্চলে! সিঙ্গুর-মরিচঝাঁপির দিনে আবাপ সঙ্গে না থাকলে তিনোরা ক্ষমতায় আসত নাকি?
    একসময়ে বাম-বিরোধী কন্ঠস্বর বলতে তো একমাত্র আবাপ-ই ছিল। রোজ সক্কাল সক্কল বরুণ সেনগুপ্ত মশাই ১৯৭৭ সালের বহু আগে থেকেই বিশ্ববামের নিন্দায় মগ্ন থাকতেন। সেসম্যে বোধহয় আপনি কাগজ পড়তে পারতেন না!!
  • sm | 2345.110.894512.222 | ১৮ সেপ্টেম্বর ২০১৮ ১০:১৪715419
  • সেই জন্যই তো বলি ,ঠেকে শেখার কথা গুরুজনের আপ্ত বাক্য!
  • PT | 340123.110.234523.8 | ১৮ সেপ্টেম্বর ২০১৮ ১০:২৮715420
  • কিন্তু রাস্তায় যথেষ্ট যান-বাহন না রাখাটা সাকারের কিরকমের "জনহিতকর প্রকল্প" সেটা বোঝা গেল না।
  • sm | 2345.110.894512.222 | ১৮ সেপ্টেম্বর ২০১৮ ১০:৪৩715421
  • ওতে, পল্যুশন কমে--আর কিছু?
    যদি ঠিক মত আর্টিকেল লেখা হতো, দেখা যেতো, কলকাতা শহরে ও শহর তলী এলাকায়,অটো সংখ্যা কয়েক হাজার বৃদ্ধি পায় ফি বছর।পাল্লা দিয়ে বাড়ছে টোটো।
    তাই বাসের চাহিদা কমেছে। বাস চালিয়ে মালিকদের লাভ কম হচ্ছে।
  • sm | 2345.110.125612.250 | ১৮ সেপ্টেম্বর ২০১৮ ১০:৪৮715422
  • কপু হয় তো, বেআইনি অটোর সংখ্যা কাউন্ট করেনি। কারণ রেজিস্টার্ড অটোর চাইতে বেআইনি অটো; সংখ্যায় অনেক বেশি।
  • sei | 456712.100.5623.49 | ১৮ সেপ্টেম্বর ২০১৮ ১১:০৪715423
  • আয় আয় কাঁঠালপাতা খেয়ে যা।
  • PT | 340123.110.234523.10 | ১৮ সেপ্টেম্বর ২০১৮ ২২:৩২715424
  • স্টিফেন কোর্টের আগুন, ২০১০ঃ
    Railway minister Mamata Banerjee, who had visited the site yesterday, today blamed the government for its “sheer callousness”. “Why did the ladders not arrive in time?” she asked."

    বাগরি বাজারের আগুন, ২০১৮ঃ
    “I am not against business but ....How can they ignore (fire) safety measures like this? This is not business, ” a visibly angry Banerjee told reporters in Frankfurt on Monday.
  • amit | 340123.0.34.2 | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৪:৩৬715425
  • PT-দা, আপনি রমাপদ চৌধুরী র "বাড়ি বদলে যায়" নভেল পড়েছেন? চান্স পেলে পড়ে ফেলুন। দিদির পাল্টে যাওয়া একেবারেই অবাক হবার জিনিস নয়। এটা মনে হয় যে কেও এলেই হতো, হবেও।
  • PT | 340123.110.234523.25 | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৬:৪৪715427
  • বাড়ি তো লোকে বদলায়-ই কিন্তু তাই বলে এতটাইঃ
    "blamed "hooliganism" for the Bagree Market fire
    অথবা
    "There was so much of inflammables stocked. Even the toilet had been rented out."
    পুলিশ কি করছিল? এসব যে হয় সেতো একটা বাচ্চাও জানে।
  • dc | 011212.227.783423.224 | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৯:৫৪715428
  • তা ঠিক, সেই বাচ্চাবেলার থেকে দেখে আসছি কলকাতায় আগুন লাগা। বাম আমলেও এরকম একেকটা বিরাট আগুন লাগতো আর তারপর দুদিন চাপান উতোর চলতো, তিনো আমলেও তাই। কিছুই বদলালো না।
  • sm | 7845.15.342323.172 | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১০:১০715429
  • dc এমন কথা বলতে পারলেন!
    বাম আমলে আগুন লাগতো?
    লাগলেও জ্যোতিবাবু এক ফুঁয়ে নিভিয়ে দিতে পারতেন।
  • PT | 340123.110.234523.25 | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১০:৪৭715430
  • বদলানোর কথাও ছিল না কেননা নীল-সাদা রঙ লাগানো ছাড়া আর কিছু বদলানোর চেষ্টাও হয়নি। শুধু মুলোর তাঁবেদাররা উন্নয়নের ঢাক পিটিয়ে চলেছে। তবে, দোষ চাপানোর পদ্ধতিটা শিল্পের পর্যায়ে উন্নিত হয়েছে।

    "She described it as an inherited problem. "But it is not today's practice. This is going on for 100 years, nobody cared. All the lanes are so choked that no car can go in."
    সত্যি? ক্ষমতায় আসার আগে এসব জানা ছিল না?

    বন্ধুগন হাওড়ার ব্রীজ এবার থেকে নিজ দায়িত্বে পার হবেন। ওটির কিছু হলে নবান্নের দিকে না তাকিয়ে সরাসরি ওয়েস্টমিনিস্টারে কম্প্লেন পাঠাবেন।

    তবে আমি সেই অমোঘ অমৃতবাণীর অপেক্ষায় আছিঃ
    "এই সব ব্যবসায়ীদের (পড়ুন হুলিগানদের) জন্ম হয়েছিল বাম বা কংগ্রেস আমলে"!!!!!!!
  • amit | 340123.0.34.2 | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১১:০৭715431
  • সরকারের দোষ আছেই, মব্যা সরকার নীল সাদা পোচ ছাড়া আর কিছু করেনা, কিন্তু আমরাও বোধহয় পুরোপুরি নির্দোষ নয়। এই বাম- ডান , সিপিএম - তিনো পলিটিক্স এ না ঢুকেও যেটা বলা যায় যে বেসিক সেফটি নিয়ে আমরা চূড়ান্ত উদাসীন সব জায়গাতে। পাবলিক প্লেস এ সেফটি প্রাকটিস ফলো হচ্ছে কিনা, সেটা সরকারের দেখার অবশ্যি কাজ, কিন্তু আমরা নিজেরা যদি নিজের ঘরের সেফটি নিয়ে না ভাবি , সরকার কি প্রতি বাড়ি তে ঢুকে দেখবে ? অনেক রান্নাঘরে দেখেছি লোকে সিলিন্ডার এর পাশে নিচে মাটিতে বার্নার রেখেছে। এলপিজি ভারী গ্যাস বলে সব সময় বার্নার ওপরে রাখা উচিত, কাওকে বললে সে হাঁকিয়ে দেয় যে এতদিন কিছু হয়নি , এখন কেন হবে ? এ আমার নিজের অভিজ্ঞতা। ইলেক্ট্রিকের ওয়ারিং তো ছেড়েই দিলুম। আর ওই বাজারে এতদিন ধরে ভোলাটাইল মেটেরিয়াল ডাই করা হচ্ছে , একজন ও কেও কমপ্লেইন করতে পারে নি ? করলে কি হতো সেটা তো পরের কথা।

    আগুন লাগা ছেড়ে দিন, দু চাকায় হেলমেট পড়তে লোকের অনীহা, লোকে এক্সিডেন্ট এ মরতে রাজি আছে , কিন্তু হেলমেট পড়তে না। নিজের মাথা বাঁচানোর চিন্তা কি আমি করবো নাকি সরকার এসে করবে ? একবার অফিস এ এটা বোঝাতে গেলে আমাকে একজন ধমক দিয়ে বলে যে যা দিনকাল বাঁচার চাইতে মরা ভালো , এর পর আর কি বলবো।

    এই আমাদের মতো লোকজনই দমকল, পুলিশ সব জায়গাতে কাজ করে, তারা কি আর রাতারাতি পালটে যাবে ? শুধু পার্টি আর সরকারকে দোষ দিয়ে এ শোধরানোর নয়। আমরা যেখানে যাই , এই হ্যাবিট সঙ্গে নিয়ে যাই। সিঙ্গাপুর এতো বড়ো বড়ো শপিং মল, সেগুলোতে সেফটি ড্রিল, ফায়ার মনিটর, এক্সটিঙ্গুইসের সব রেগুলারলি চেক করে, চেক না করলেও হয়তো লোকজন সেরকম উল্টোপাল্টা ভাবে মাল রাখে না। আর লিটল ইন্ডিয়া তে মুস্তাফা তে যান, সেই চার দিকে ডাই করে জিনিস রাখা, ফায়ার এক্সিট খুঁজে পাওয়া যায়না, আগুন লাগলে সব ভেতরেই দম আটকে মরবে। চেকিং হয় ৩ মাসে একবার, তখন সব মাল সরিয়ে ঠিক ঠাক দেখায়, হয়ে গেলেই যে কে সেই। কে শোধরাবে? সব জায়গাতে ম্যানিপুলেট করি আমরা সিস্টেম বিগড়াতে।

    যাক গিয়ে, টোয়ি বেপথে টেনে কাজ নেই। বাম - ডান চুলোচুলি চলুক।
  • PT | 340123.110.234523.25 | ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৩:৪৩715432
  • "বেসিক সেফটি নিয়ে আমরা চূড়ান্ত উদাসীন"
    একদম ঠিক। তবে শুধু স্বল্পশিক্ষিত বা আমাদ্মীরাই দায়ী নয়। জগদ্বিখ্যাত ভারতীয় গবেষণাগারগুলোতে বিলেত ফেরৎ বিজ্ঞানীরা সেফটি কেমন হেলায় অবহেলা করে সেটা দেখার মত।
    আমার শুধু আপত্তি অন্যের ঘাড়ে দোষ চাপানোর এই হাস্যকর প্রচেষ্টা নিয়ে।
  • sm | 2345.110.9004512.75 | ২০ সেপ্টেম্বর ২০১৮ ১০:৩৯715434
  • বেশ খবর। কংগ্রেস নিজের খেলা দেখাচ্ছে। সি পি এম তথা বামেরা কি রিয়াকশন দেয়, সেটাই দেখার।))
  • PT | 340123.110.234523.24 | ২০ সেপ্টেম্বর ২০১৮ ১৯:১১715435
  • "শিক্ষক নিয়োগ নিয়ে রণক্ষেত্র স্কুল, ইসলামপুরে গুলিতে মৃত ১ ছাত্র"
    এই অরাজক, বিশৃঙ্খল ও নৈরাজ্যের দেশে কে মুলোর দোরে গেল তাতে কি-ই বা আসে যায়।
  • sm | 7845.15.012323.78 | ২০ সেপ্টেম্বর ২০১৮ ১৯:৪৩715436
  • এই সেই কংগ্রেস টিম, যার সঙ্গে জোট করার পক্ষে এতো সওয়াল, এতো আকুতি!))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি মতামত দিন