এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ক্রিকেটের গল্প

    avi
    অন্যান্য | ০২ সেপ্টেম্বর ২০১৬ | ৫৩০৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • avi | 125.187.32.100 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৩৭718336
  • নিন, দুনিয়ার ক্রিকেটপ্রেমী এক হয়ে মাঠে দেখা, টিভিতে দেখা, ইউটিউবে দেখা, নিজের খেলা, তুলনামূলক আলোচনা, ভালো কোনো লেখাপত্রের বা ডকুমেন্টারির হদিশ সব দিতে থাকুন।
    আগেই লেখা হয়েছে এরকম কোনো টই থাকলে তার লিঙ্কও দিয়ে দিন। আমার দেখা গোটা তিনেক টইতে অংশত আলোচনা হয়েছে আগে, সেগুলোও পরে তুলে দিচ্ছি।
  • dc | 181.51.238.174 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৪০718416
  • বাঃ! এবার আলোচনা হোক, ডন বড়ো না রেস বড়ো।
  • cb | 208.147.160.75 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৪৫718438
  • ব্র্যাডম্যানের ২ ১ টি মজার ব্যাপার মনে পড়ে গেল। (মজা = মার গেড়েছে কি ভয়ংকর প্লেয়ার ছিল ধরে নিতে হবে) ঃ)

    জেফ থমসনঃ

    ব্র্যাডম্যান তখন ৭০। থমসন তখন তুঙ্গে। সবে একটু হ্যামস্ট্রিঙ্গে চোট খেয়েছেন আগের দিন টেস্টের মধ্যে। রেস্ট ডে তে সবাই মিলে একজনের বাগানবাড়ি গেছেন, বেদীরও আসার কথা। বাড়ির পিছনে পুরো নেট করার জায়্গা। লোকজন ধরাধরি করল স্যার ডন একটু ব্যাট করুন না। সে খানিক ক্ষণ পরে উনি রাজি হলেন, তবে জাস্ট ব্যাট নিয়ে , প্যাড গ্লাভস প্রোটেকশনের প্রয়োজন নেই। থমসন প্রথম বলটা আস্তে ছাড়লেন, কড়াং শব্দে নেট কেঁপে উঠল। বটে, শালা বুড়ো শেয়াল। আবার একটু জোরে বল, আরও জোরে মার। এইভাবে কয়েকটা বলের পর পর থমসন ক্ষান্ত দিলেন। টোটাল ২০ মিনিট, ২ জন ইয়ং পেসার, শুধু কড়াং কড়াং শব্দ, লোকে চুপচাপ দেখছে। থমসন ভাবছিলেন, কি কনফি রে ভাই, খালি গায়ে ৭০ বছর বয়সে এই মার মারল, একটাও ফলস শট নেই!! বয়সকালে কি চিজ ছিল। ব্র্যাডম্যান শেষ করে বললেন, বেশ ভাল লাগল, তবে আর নয়। বেদী দেরি করে এসে বিচিমুখ করে ঘুরে বেড়ালেন, কারণ আসার আগেই শো শেষ ঃ(

    ইংল্যান্ড টিম ৭০ দশকের শেষেঃ

    ওনাকে বলা হল স্যার ডন, এদের এগেন্স্টে আপনার কত অ্যাভারেজ হত। উনি বললেন এই ৬০ -৭০ মত। প্রশ্নকর্তা তো পুরো স্কুপ পেয়ে গেছেন। কনফার্ম করার জন্য বললেন সেকি এত ভাল বোলিং এদের, আপনার অ্যাভারেজ ৩০ - ৪০ কমিয়ে দিত? উনি বললেন , ওয়েল আই অ্যাম অলমোস্ট ৭০, ইউ নো, এ বয়সে এর থেকে আর বেশি সম্ভব হত না ঃ)

    একটু পোয়েটিক লাইসেন্স নিয়েছি, স্মৃতি কাজ করছে না, কাঁটা বেছে খাবেন ঃ)
  • Bratin | 11.39.38.210 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৫২718449
  • ডন বড়ো না বৈঠক বড়ো? ঃ)
  • cb | 208.147.160.75 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৫৩718460
  • এবিসি তে একবার লিলি আর থমসনের ইন্টারভিউ হচ্ছে, প্রশ্ন হয়েছে "হোয়াট আর ইউ গোয়িং টু ডু ইফ ইউ হ্যাভ ৩০ মিনিটস টু লিভ?"

    লিলির উত্তর : " আই অ্যাম গোয়িং টু মেক লাভ উইথ এনিথিং দ্যাট মুভস ইন ফ্রন্ট অফ মি"

    এবিসি : "ওয়েল থম্মো, হোয়াট অ্যাবাউট ইউ?"

    থমসন : " আই অ্যাম নট গোয়িং টু মুভ ফর ৩০ মিনিটস"

    :) :)
  • avi | 125.187.32.100 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৫৫718471
  • Sch এর আর্টিকলটা হেব্বি তো।
  • dc | 181.51.238.174 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৪:৫৯718482
  • বাংলা পোমো জেনারেটার নাকি?
  • অভি | 125.187.32.100 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৫:০৭718493
  • ৯৬এ বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে দেশ একটা স্পেশাল ইস্যু বার করেছিল। তাতে মতি নন্দী জ্যাক ফিঙ্গলটনের ১৯৬১র ব্রিসবেন টাই টেস্টের ওপর লেখা বইয়ের রিভিউ লিখেছিলেন। অনবদ্য লেগেছিল। ওই সংখ্যাতে অনেকগুলো ভালো লেখা ছিল। পাড়ার ক্যাম্বিস বল ক্রিকেটের ওপর জয় গোস্বামীর একটা অসাধারণ লেখা, বাংলার ক্রিকেটের ওপর কার যেন একটা লেখা ছিল, শঙ্করের 'দয়া করে দশ মিনিট সময় দিন" আরো অনেকগুলো। ওই দেশ সংখ্যাটা গত ১২-১৩ বছর আর খুঁজে পাচ্ছি না। সেই সময় দেশে ধারাবাহিক 'প্রথম আলো' বেরোত।
  • Arpan | 101.214.5.87 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৫:০৯718337
  • ডনের থেকে বড় ডন - ২

    (এর থেকেও বাজে একটা পিজে জানা আছে, কারোর শোনার উৎসাহ থাকলে জানাবেন)
  • অভি | 125.187.32.100 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৫:১৩718348
  • জানাচ্ছি।
  • dc | 132.164.214.16 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৫:২০718359
  • হ্যাঁ হ্যাঁ দ্বিতীয়টাও হয়ে যাক।
  • robu | 124.29.225.189 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৫:৩৭718381
  • Name: অভি

    IP Address : 125.187.32.100 (*) Date:02 Sep 2016 -- 03:07 PM

    ৯৬এ বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে দেশ একটা স্পেশাল ইস্যু বার করেছিল। তাতে মতি নন্দী জ্যাক ফিঙ্গলটনের ১৯৬১র ব্রিসবেন টাই টেস্টের ওপর লেখা বইয়ের রিভিউ লিখেছিলেন। অনবদ্য লেগেছিল। ওই সংখ্যাতে অনেকগুলো ভালো লেখা ছিল। পাড়ার ক্যাম্বিস বল ক্রিকেটের ওপর জয় গোস্বামীর একটা অসাধারণ লেখা, বাংলার ক্রিকেটের ওপর কার যেন একটা লেখা ছিল, শঙ্করের 'দয়া করে দশ মিনিট সময় দিন" আরো অনেকগুলো। ওই দেশ সংখ্যাটা গত ১২-১৩ বছর আর খুঁজে পাচ্ছি না। সেই সময় দেশে ধারাবাহিক 'প্রথম আলো' বেরোত।

    ----------------------------------------------------
    পড়েছি :-) সোবার্সের ফার্স্ট ইনিংসের একটা কভার ড্রাইভের বর্ণনা ছিল, দ্বিতীয় দিন সকালের শট। ফিল্ডার হাত নামিয়ে ধরতে গিয়েও হাত সরিয়ে নিলেন :-)

    জয় গোস্বামীর লেখাটায় বোধ হয় একটা চরিত্র ছিল, যে তারু শট মারতো, ছেলেটা বোধ হয় একটু বেঁটেও ছিল। কোনো এক কিশোরী সেই শট দেখে খুশি হবে এরকম ইচ্ছে ছিল ছেলেটির - আবছা মনে পড়ছে।

    তার ঠিক আগে আগেই বা পরে পরেই দেশে প্রথম অপ্রকাশিত জীবনানন্দের প্রথম উপন্যাস বের হয়। "কল্যাণী"। এগুলো মা চনে গেলে লুকিয়ে লুকিয়ে পড়তে হতো :-)
  • robu | 124.29.225.189 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৫:৩৯718392
  • সচদার দেওয়া লেখাটা ভালো লাগলো.।
  • Arpan | 101.214.5.87 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৫:৪০718403
  • পরেরটা ইংরেজি জ্ঞানের পরীক্ষা।

    প্রঃ হোয়াট কামস আফটার এ, বি, সি অ্যান্ড ডি?
  • cb | 208.147.160.75 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৫:৪৬718413
  • কারুর একটা অবিশ্বাস্য বর্ণনা পড়েছিলাম টায়েড টেস্টের লাস্ট আধ ঘন্টার। ওরেল এসে হলকে বলে দিয়েছে আর যাই কর বাউন্সার নয়, টপ এজ হলেই ৪। হল তাও বাউন্সার দিল আর গ্লাভস ছুঁয়ে বল চলে গেল কীপারের হাতে। ওরেল এসে রিপ্রোচফুলি মাথা নাড়ছে।

    আর জো সলোমন, একটাই স্টাম্প দেখতে পাচ্ছে, রান কমপ্লিট হলেই হার, ডাইরেক্ট মারল স্টাম্পে, খেলা শেষ, এটা ভাবলেই মনে হয় অর্জুন পাখির চোখ দেখছে। কেউ জেতেনি কেউ হারেনি, টায়েড টেস্ট। সেবার ওরেলের টিম অস্ট্রেলিয়া রাঙ্গিয়ে দিয়ে গেছিল।
  • রোবু | 124.29.225.189 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৫:৪৮718414
  • সিবি, এসব ওই মতি নন্দীর লেখাটাতেই ছিল :-)
  • cb | 208.147.160.75 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৬:০২718415
  • হে হে , ঠিক জানতাম চেনাশোনা লোকের লেখা :)

    অব্রে ফকনার কে নিয়ে অসাধারণ একটা লেখা ছিল বুড়ো ঘোড়া বলে উপন্যাসটায়, নেভিল কার্ডাসের বর্ণনায়। ওয়ারউইক আর্মস্ট্রংয়ের ইনভিনসিবল টিম, সেবার ইংল্যান্ডে হইহই রই রই করে জিতেছিল, মানে ক্যান্টার করে যাকে বলে। কোন ম্যাচ হারে নি। শুধু একটা ম্যাচ, একটা প্রদর্শনী ম্যাচ ছাড়া। নেভিল কার্ডাস একমাত্র সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন। সেকেন্ড দিন বেরিয়ে আসছেন ট্যুরিং টিমের জয় নিশ্চিত জেনে, ফাঁকা মাঠে ফকনারের স্ট্রোকের শব্দ ওনাকে আটকে দিল, উনি ফিরে এলেন আবার। সেদিন আর যাওয়া হল না, পরের দিন একদম খেলা শেষে ফিরে গেলেন। আর্মস্ট্রং বাহিনী পরাজিত
  • রোবু | 124.29.225.189 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৬:২৩718418
  • এটাও পড়েছি। জহর ঃ-)
  • + | 168.125.51.122 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৬:২৩718417
  • মতি নন্দীর কোনো উপন্যাসেই কি ডব্লিউ জি গ্রেসের গল্প ছিল? কোথায় পড়েছিলাম মনে পড়ছেনা।
  • রোবু | 124.29.225.189 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৬:২৪718419
  • গ্রেসের কোন গল্প?
  • + | 168.125.51.122 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ১৬:৫৪718420
  • গ্রেস জীবনের শেষ ম্যাচ খেলতে নেমে ০ রানে বোল্ড। তারপর আবার নিজেই উইকেট বসিয়ে আম্পায়ারকে বলে যে, লোকে আমা খেলা দেখতে এসেছে, বলে ১০০ করে। এরকম কিছু একটা গল্প ছিল একটা উপন্যাসের মধ্যে। কার লেখা, কোথায় পড়েছি, মনে নেই।

    বুড়ো ঘোড়া আমার পড়া প্রথম (বা দ্বিতীয়) মতি নন্দীর উপন্যাস।
  • avi | 55.249.72.129 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ২১:০১718421
  • +, ওটা নারায়ণ সান্যালের ভূতায়ন সিরিজের একটা গল্পে পড়েছিলাম প্রথম। কৃষ্ণনগর কলেজের সাথে বি ই কলেজের ম্যাচের গল্প ছিল। প্রফেসর কলিন্সের বয়ানে, তিনিই নাকি সেই বোলার ছিলেন।
    বুড়ো ঘোড়া আমারও পড়া প্রথম মতি নন্দীর উপন্যাস। ঃ)
  • + | 92.6.16.193 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ২১:১৩718422
  • তাই হবে। মনে নেই। মনে হচ্ছিলো যে আনন্দমেলায় পড়িনি।
  • রোবু | 55.123.216.19 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ২১:২৫718423
  • আমি এটা কোনও একটা পূজাবার্ষিকী (বা পাক্ষিক) আনন্দমেলাতেই পড়েছি। কিন্তু উপন্যাস নয়। আর সেটা ১৯৯০ - ১৯৯১ হবে। গ্রেসকে নিয়ে কিছু মজার ঘটনার কথা ছিল। যেমন গ্রেস এর যেদিন সন্তান হয়েছে, উনি ৩৯৯ করে আউট হন। স্কোরারকে বলেন আরও একরান করেছি, ৪০০ করে দাও। রসিক স্কোরার তাইই করে দেন। এইসব।
    আমার পড়া মতি নন্দীর প্রথম উপন্যাস জীবন অনন্ত - ক্রিকেট। দ্বিতীয় দলবদলের খেলা - ফুটবল। এর পর আরেকটা ছিল দুই ভাইএর টেনিস খেলা নিয়ে, চিনু ও মিনু। তারপর আর অর্ডার মনে নেই, শিবার ফিরে আসা - বক্সিং, বুড়ো ঘোড়া - ক্রিকেট। তারপর বই হিসেবে কিনে স্ট্রাইকার, স্টপার, কলাবতী সিরিজ। তুলসী - ট্রায়াথলন। তারপর সাদা খাম ঃ-)
  • + | 92.6.16.193 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ২১:৪০718424
  • আমি প্রফেসর কলিন্সের ওখানেই পড়েছি। হালকা মনে আছে
  • sch | 55.250.245.91 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ২২:৫২718425
  • কলাবতী সিরিজ বদ্দ ভালো ছিল - আর ননীদা নট আউট। আমার পড়া প্রথম মতী নন্দী।
  • Robu | 11.39.37.10 | ০২ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৩৫718426
  • বইয়ের নামগুলো দেখলাম উইকিতে। দলবদলের আগে, চিনু মিনুর ট্রফি।
  • Ranjan Roy | ০২ সেপ্টেম্বর ২০১৬ ২৩:৪৬718428
  • কিছু ক্রিকেটিয় গল্পঃ
    ----------------------
    ১) এটা বোধহয় সবাই পড়েছেন--সেই যুগের ঠুক ঠুক আল্ট্রা ডিফেন্সিভ ব্যাটিং নিয়ে!
    নেভিল কার্ডাস একটি কাউন্টি ম্যাচে এই রকম বিরক্তিকর ব্যাটিং এর মাঝে বেরিয়ে গিয়ে ট্যাক্সি করে ম্যারেজ রেজিস্টারের অফিস হয়ে নতুন বৌকে বাড়ি পৌঁছিয়ে দিয়ে মাঠে ফিরলেন। তখনও সেই জুটি ব্যাট করে যাচ্ছে। স্কোরবোর্ডে আরও ১০ রান যোগ হয়েছে।
    ২) সারের হয়ে খেলছেন দুই যমজ ভাই -- আলেক বেডসার ও এরিক তাং বেডসার। দুজনে সিয়ামিজ টুইন। ক্যাপ্টেন নতুন বল তুলে দিলেন আলেকের হাতে , ওপেন করতে।
    এ কী! নতুন বলে পেস বোলিং এর বদলে বোলার তো ফ্লাইট করিয়ে স্লো অফস্পিন করাচ্ছে! ব্যাটসম্যান প্রথমে ভ্যাবাচাকা খেল , তারপর তিনটে বল লাইনের ওপারে। ক্যাপ্টেন রেগে কাঁই হয়ে জবাবদিহি চাইলেন? দেখা গেল উনি আলেক ভেবে ভুল করে এরিকের হাতে বল তুলে দিয়েছেন, যিনি অর্থোডক্স স্পিনার। তখন উনি নির্দেশ দিলেন যে এরিক যেন ওঁর জুতোর সামনেটায় পেতলের একটুকরো পাত লাগিয়ে রাখেন। যাতে মুখ দেখে নয়, জুতো দেখে উনি চিনতে পারেন কে অ্যালেক বেডসার।
    ৩ )ফিফথ ডে, দিনের শেষ ওভার করছেন এরিক, পুরনো বলে। উল্টো দিকে ব্যাট করছেন ফ্রাংক উলী। দুভাই বুড়ো উলীকে নিয়ে মজা করবেন বলে ফন্দী আঁটলেন।
    তিন নম্বর বলটা করে এরিক ফলো থ্রু তে একটু এগিয়ে গেলেন আর বলটা তুলে নিলেন অ্যালেক।
    উলী ভয়ানক চমকে গেলেন। শেষ তিনটে বল এত জোরে এল কী করে?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন