এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ক্রিকেটের গল্প

    avi
    অন্যান্য | ০২ সেপ্টেম্বর ২০১৬ | ৫৩০৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ranjan Roy | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ০১:১০718361
  • গাভাসকরের ইডেনে ওই সেকন্ড ইনিংসটা বিকেলের দিকে কম আলোয় ছিল না?

    একবার রণজি খেলতে এসে বাংলার কোন মিডিয়াম পেসারকে (সম্ভবতঃ বরুণ বর্মণকে) গাভাসকর বাউন্সার দেওয়ার অপরাধে (!) ধমকে ছিলেন। বলেছিলেনঃ য়ু আর নো মাইকেল হোল্ডিং! বোল ইন প্রপার লেংথ!
  • + | 92.6.16.193 | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ০১:১৮718362
  • মর্কেলকে বাদ দিলেন কেন? আর ২-৩ বছর এগোলেই নটিনি ও আছে

    মার্শালদের তো দেখিনি। তবে একসাথে আক্রম-ইমরান-ইউনিশ-আকিব জাভেদ দেখেছি। চাপ লাগত।
  • bhagidaar | 34.49.119.28 | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ০১:৩৫718363
  • মর্কেল বলেছে তো!

    আর রোবুটা মহা বদ!
  • + | 92.6.16.193 | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ০১:৪০718364
  • ওহ, মিস করে গেছিলামঃ)
  • Arpan | 15.148.31.130 | ০৬ সেপ্টেম্বর ২০১৬ ০৩:১৯718365
  • ধুর, নিচের বোলিং লাইন আপের কাছে সাউথ আফ্রিকা কিছু না।

    ইংল্যান্ড - হার্মিসন, অ্যান্ডারসন, জোন্স, ফ্লিন্টফ।

    অস্ট্রেলিয়া - ম্যাকগ্রা, ওয়ার্ন, লি, গিলেসপি।
  • avi | 113.220.208.200 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১৫:১৯718366
  • ইডেনে কিউয়িদের সাথে খেলা দেখতে যাচ্ছেন কারা? এবার নাকি টেস্ট চলাকালীন কিসব ভয়াবহ বিনোদন দেওয়া হবে শুনছি।
  • Bratin | 11.39.57.146 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ১৬:১৩718367
  • যাবো ভায়া ।

    সেই ৯৩ থেকে টেস্ট ম্যাচ কখনো বাদ দিই নি।দেশে থাকলে।
    তবে ২৯ ই রাতে ডুয়ার্স যাবো। ৩ সকালে ফিরবো।

    একমাত্র আশা ৪ তারিখ দেখি। বা ৩ তারিখ যদি ম্যানেজ করতে পারি।
  • avi | 113.220.208.200 | ১২ সেপ্টেম্বর ২০১৬ ২৩:০৪718368
  • মুশকিল। খেলা তো ৩০ থেকে ৪। এবার ভালো ব্যাপার হল দ্বিতীয় আর তৃতীয় দিন উইকেন্ড। ইডেনে নতুন লাগনো ঘাস, বর্ষার পরের প্রথম ম্যাচ, টিম সাউদির মত সুইং বোলার, এদিকে কোহলি ওদিকে উইলিয়ামসন - ব্যাপারটা ভালোই জমার কথা। মহালয়ার সকালে বাবুঘাটে তর্পণ করে জনতা ইডেনে ঢুকে পড়তে পারে তো। ঃ)
  • Bratin | 11.39.36.135 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৪৭718369
  • উইলিয়াম আলাদা ক্লাস।

    এই কঠিন পরিস্থিতি তে কেমন খেলে দেখার ইচ্ছে রইলো অভি
  • Rit | 213.110.242.4 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ০৮:৫৯718371
  • অভি,
    ৩০ থেকে ৪? সত্ত্যি? তাহলে তো ১-২-৩ যেতে পারবো।
  • অভি | 113.220.208.200 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ০৯:২৬718372
  • ইয়েস স্যর। :-)))
  • Bratin | 11.39.56.190 | ১৩ সেপ্টেম্বর ২০১৬ ১০:২৬718373
  • দেখা যাক।

    ইডেনে আমাদের ব্যাটে বলে হতে পারে রীত আর অভি।
  • avi | 113.217.234.88 | ১৪ সেপ্টেম্বর ২০১৬ ২২:০৯718374
  • একদম। :-)
    আজ খেতে খেতে ইউটিউবে ভিভ রিচার্ডসের দুখানা ইনিংস দেখলাম ধীরেসুস্থে। ওভালে ২৯১ আর এমসিজিতে ২০৮। বিশেষ করে দ্বিতীয়টা। ৫ উইকেট পড়ার পর মূল ইনিংস শুরু, আগাগোড়া ৮০র ওপর স্ট্রাইক রেট, মেলবোর্নের ওই মাঠে ইচ্ছেমত চার ছয়, একই বল মিড উইকেট থেকে এক্সট্রা কভার যেকোনো জায়গায় পাঠানো - কি ভয়ানক ব্যাটসম্যান! কারো রিচার্ডসের খেলা মাঠে বসে দেখার অভিজ্ঞতা থাকলে শোনান না। দেখতে দেখতে এটাই মনে হচ্ছিল। ব্যাট করতে নামা থেকে আউট হয়ে ফেরা পুরোটার জন্যই মাঠের ব্যাকগ্রাউন্ড জরুরী।
  • cb | 208.147.160.75 | ১৫ সেপ্টেম্বর ২০১৬ ১২:১১718375
  • বোতীন্দা, আজহারের ১০৮ দেখেছিলে সাউথ আফ্রিকার এগেনস্টে? ক্লুসনার কে পরপর ৫ টা চার মেরেছিল। সৌরভ খুব খিস্তি খেয়েছিল আনফিট অবস্থায় ইডেন ম্যাচ খেলতে গিয়ে, কোয়াইট আনপ্রফেশনাল। করেছিল ৬ আর ০। সেকেন্ড ০ তা দেখে মাঠ থেকে বেরিয়ে আসি। চন্ডীর ছেলে হায় হায় শুনতে শুনতে মেয়ো রোড থেকে বাস ধরলাম আমি আর বাবা

    একটা লেখার কথা ছিল -উইকএন্ডে হবে।
  • Bratin | 11.39.39.5 | ১৫ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪০718376
  • ইয়েস ও ই দিন মাঠে ছিলুম।

    কলার টা তোলা। কী কেত রে ভাই।

    তবে ৮৯ করে কুম্বলে রান আউট হয়ে গিয়েছিল সেটা খুব মনে লেগেছিস

    গ্যারি কার্স্টেন দু ইনিংস ই সেঞ্চুরি করেছিল।

    ভারতবর্ষ খুব বাজে ভাবে হেরেছিল
  • Bratin | 11.39.39.5 | ১৫ সেপ্টেম্বর ২০১৬ ১২:৪১718377
  • রিচার্ডস এর কোন ইনিংস দেখার সৌভাগ্য হয় নি
  • রোবু | 213.132.214.87 | ১৫ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৩৬718378
  • ক্লুজনারের ডেব্যু টেস্ট ছিল। প্রচুর উইকেটও পেয়েছিল। সেকেন্ড ইনিংসে বোধ হয় আটটা?
    রেডিওতে দেখেছিলাম বলা যায়, মানে মনে হচ্ছিলো মাঠে যা চলছে দেখতে পাচ্ছিলাম।

    পম্পাপিসির বিয়ে ছিল। দিনকাল। দীর্ঘশ্বাস।
  • DKG | 135.16.17.145 | ১৫ সেপ্টেম্বর ২০১৬ ১৪:০২718379
  • @avi

    ইডেন 1983 // কোটলা 1987 - Test

    দুটো-ই আমরা হেরেছিলাম, দুটো-ই জাস্ট পাগল করে দিয়েছিলো :)

    প্রথমটায় ভিভ ছাড়াও ছিল লয়েড, হোল্ডিং, রবার্টস, গ্রিনিজ, হায়নস, মার্শাল - দ্বিতীয়টায় গ্রিনিজ হায়নস ওয়ালশ

    swagger সম্পূর্ণ ন্যাচারাল হলে যে কত আকর্ষণীয় হয় তার প্রতিমূর্তি ভিভ - দুটো টেস্টেই বাকি একুশ জন থেকে সম্পূর্ণ আলাদা এক ব্যক্তিত্ব in the naturalness of his swagger :D absolutely incredible experience

    ইডেন টেস্টটায় ভিভ জাস্ট 9 - সারা মাঠ উত্তাল ভিভ আউট হওয়ায় - আমি শুধু ভাবছি যাহ এই টুকু মাত্র - কিছুই দেখা হলো না যে, যাক সেকেন্ড ইনিংস তো আছে একটা সেঞ্চুরি কি হবে না - তার পর লয়েড আর হোল্ডিং আর লয়েড আর রবার্টস আর তার-ও পরে হোল্ডিং আর মার্শাল - চোখ জুড়োনো ব্যাটিং আর বোলিং এর মধ্যে ভিভ ফিল্ডিং এর সময় একটা চোখ শুধু ওই দিকে পুরো grace, swagger alertness এর combined experience -টা শুষে নেবার জন্য :D especially যখন থেকে বুঝছি যে ভিভ-এর সেকেন্ড ইনিংস আর হলো না এযাত্রায়

    আর লয়েড হোল্ডিং রবার্টস - এই টিমের জন্য মাঠে গেলে দুটো মাত্র চোখ সত্যি বড্ডো কম :D

    feline grace - বোধহয় হোল্ডিং এর কথা ভেবে coined হয়েছিল

    দ্বিতীয় - এবার কোটলা - আবার সেই ফার্স্ট ইনিংস এ ভিভ কম রানে আউট - যাচ্চলে আমার কি আর মাঠে থেকে বড় ইনিংস দেখা হবে না নাকি - শুধু টিভিতেই দেখবো - আমি মাঠে গেলেই কি অপয়া নাকি

    দ্বিতীয় ইনিংস - আঃ শান্তি :D

    আস্তে ধীরে, শান্ত ভাবে দেখে শুনে তাড়াহুড়ো একদম না করে run-a-ball সেঞ্চুরি আর নিশ্চিতভাবে হারা ম্যাচ কাউকে কিচ্ছু বুঝতে না দিয়ে অবলীলাক্রমে একা হাতে চিউইং গাম চিবোতে চিবোতে বার করে নিয়ে চলে যাওয়া - ভাবটা অনেকটা এমন যেন পাড়ার ম্যাচ চলছে

    সারা মাঠ জুড়ে হা হুতাশ - আর আমি মনে মনে উত্তাল নাচছি - দেখেছি দেখেছি - ভিভ এর সেঞ্চুরি দেখেছি :D

    সব শেষে - অনেক অনেক THANKS এই প্রায় তিরিশ পঁয়তিরিশ বছর ফিরিয়ে নিয়ে যাবার জন্য :D
  • avi | 113.220.208.200 | ১৫ সেপ্টেম্বর ২০১৬ ১৫:২৭718380
  • আরেব্বাস! এইতো! দারুণ লাগলো লেখাটা পড়ে।
  • avi | 113.220.208.200 | ১৫ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৪৬718382
  • আজ বিকেলেই ২০০৩এর সেই টেস্টটা দেখছিলাম যেটায় ওয়েস্ট ইন্ডিজ ৪১৮ তাড়া করে জিতল ফোর্থ ইনিংসে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সারওয়ান আর চন্দরপলের সেঞ্চুরি। আর এখন দেখছি সারওয়ান রিটায়ার করলেন। কদিন আগে চন্দরপলও করেছেন। তার আগে সঙ্গকারা। ক্লার্ক। ক্রিকেটের শূন্যের দশকের রঙীন লোকজনের দিন শেষ হল প্রায়। ইউনিস খান, ধোনি বা ক্রিস গেইল আছেন। স্টেইন, এবি, এদের ঠিক ওই সময়ের বলে ভাবতে পারি না।
  • cb | 208.147.160.75 | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ১৪:১০718383
  • মানকার দেখে মনে পড়ল, অনেকদিন আগে পড়েছিলাম।

    ভিনু মানকার ব্যাট করছেন - স্টেট গেমই হবে। অন্য ক্যারেকটার গুলির নাম মনে নেই।

    দিনের লাস্ট সেশন - ঘন্টা দেড়েক বাকি, ১০০ হয়ে গেছে ভিনুর। এইসময় ক্যাপ্টেনের নোট এল - মেরে খেল, রান চাই, তবে সাবধান, উইকেট যেন না যায়। ভিনু পার্টনারকে বললেন - গুরুঠাকুরের দাবিটা দেখলে? যেন খুলে সংগম কর, কিন্তু সাবধান, গর্ভধারণ যেন না হয় :)

    হি ওয়াস টু গুড আ প্লেয়ার দ্যান হিস কনটেম্পোরারিস, যোগ্য সম্মান না পাওয়ার জন্য একটু বিটারনেস থাকত
  • robu | 213.132.214.84 | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ১৪:১৪718384
  • :-)
  • cb | 208.147.160.75 | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ১৫:০৮718385
  • গ্রামের লোকেরা মুনাফকে অসম্ভব ভালবাসে। গ্রামের নাম মনে হয় ইখর (ভুল হলে বলে দেবেন প্লিস)। মুনাফ যা সাহায্য করে গ্রামের লোককে ভাবা যায় না। ওর বাবাই এসব করেন আর কি। মুনাফকে বলতেন, গ্যানের বাণী দিয়ে লোকটার কি ছেঁড়া যাবে? ওর দরকার টাকা, ওকে টাকাটা দিয়ে দাও।

    হি ইস কনটেন্ডেড। যা পেয়েছি তাই নিয়েই খুশি আছি। এদের কথা পড়লে কেন জানি না খুব ভাল লাগে
  • aranya | 154.160.5.104 | ২৭ সেপ্টেম্বর ২০১৬ ২১:২৬718386
  • মুনাফ-এর এই দিকটা জানতাম না। ভাল লাগল
  • avi | 37.63.180.16 | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ২০:০৩718387
  • মুনাফের এই গ্রামে থাকা বা ছুটিছাটায় গ্রামের বাড়ি চলে যাওয়া নিয়ে আবাপ খুব খিল্লি করেছিল একবার মনে পড়ে। বোর্ড থেকে নাকি খোঁজ করেছিল, কোনো একটা সিরিজের আগে, মুনাফ গ্রামের বাড়ি থাকায় কোনো কারণে ঠিকঠাক যোগাযোগ হয় নি। আবাপ সেটাকে অপেশাদারিত্ব, দায়িত্বজ্ঞানহীন কাজ ইত্যাদি বলে একটা কঠোর প্রতিবেদন বের করে।
    (প্রসঙ্গত গ্রামে থাকা নিয়ে বেশ কিছু অভিজ্ঞতা হয় ইদানিং। আমার একজন সতীর্থের পার্মানেন্ট তথা যোগাযোগের ঠিকানা হুগলী জেলার এক গ্রামে। সে দেখে যেকোনো পরীক্ষা বা কাজের দরখাস্তের ফর্ম নামালে ঠিকানার জায়গায় শহরের নাম লেখা এখন বাধ্যতামূলক। একবার কোনো একটা ফর্মে পুরো ঠিকানা লেখার পর শহরের পাশের এন্ট্রিতে সে রেগেমেগে লিখেছিল 'ইটস আ ভিলেজ'। কদিন পর তার বাড়িতে চিঠি আসে। ঠিকানায় সবকিছুর সাথে এটাও ছিল, 'সিটি : ইটস আ ভিলেজ'।)
  • h | 213.132.214.88 | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ২০:০৬718388
  • মাঠে কেকে যাছে , আমি তো যাচ্ছি।
  • avi | 113.249.4.196 | ২৮ সেপ্টেম্বর ২০১৬ ২০:৩০718389
  • আম্মো যাচ্ছি, উইকেন্ড দুদিন অবিশ্যি। মর্নিং ওয়াক সেরে ওই পথেই পৌঁছে যাব।
  • avi | 125.187.32.83 | ০৩ নভেম্বর ২০১৬ ২৩:৫৩718390
  • name: b mail: country:

    IP Address : 135.20.82.164 (*) Date:03 Nov 2016 -- 05:30 PM

    আচ্ছ, লয়েডের ও ইস্টিন্জের পাকিস্তানের এগেন্সটে কি স্ট্যাট? পাকিস্তানীরা বলে যে ওদের টিম-ই নাকি তুল্যমূল্য ফাইট দিতে পেরেছিলো।

    name: cb mail: country:

    IP Address : 208.147.160.75 (*) Date:03 Nov 2016 -- 05:36 PM

    http://www.siasat.pk/forum/showthread.php?242035-On-second-thoughts-Im
    ran-Khan-s-Pakistan-The-legendary-West-Indies-side-of-the-80s-never-managed-to-beat-them-yet-Pakistan-s-greatest-side-are-nowhere-near-crick
    et-s-pantheon-Rob-Smyth-wonders-why

    এইখানে কিছু আছে। তবে স্ট্যাটসগুরু ঘাঁটতে হবে আরো ডিপে যেতে গেলে

    name: bhagidaar mail: country:

    IP Address : 34.49.119.28 (*) Date:03 Nov 2016 -- 07:13 PM

    কি জানি বাপু, আমি তো প্রায় সবসময় সাবকন্টিনেন্ট টিমের সাপোর্টার।

    name: Arpan mail: country:

    IP Address : 101.214.5.87 (*) Date:03 Nov 2016 -- 07:32 PM

    বোধি, এই লেখাটা চোখে পড়েছিল।

    http://www.espncricinfo.com/magazine/content/story/1061253.html

    name: Arpan mail: country:

    IP Address : 101.214.5.87 (*) Date:03 Nov 2016 -- 07:38 PM

    দুর্ধর্ষ টিম তো ছিলই, আনপ্রেডিক্টেবলও, তার সাথে ছিল শাকুর রানা আর খিজির হায়াত জুটি।

    (একচিমটে নুন আর কী)

    name: b mail: country:

    IP Address : 24.139.196.6 (*) Date:03 Nov 2016 -- 07:45 PM

    খি খি খ্যা খ্যা।

    name: avi mail: country:

    IP Address : 57.15.78.13 (*) Date:03 Nov 2016 -- 07:54 PM

    হুঁ, জেফ দুজোও তাই বলেছেন দেখলাম। তবে আশির পাকিস্তান একখানা সলিড টিম ছিল, ৯২এর বিশ্বকাপ পাওয়া বেশ পোয়েটিক জাস্টিস হয়েছিল।

    name: cb mail: country:

    IP Address : 192.70.26.95 (*) Date:03 Nov 2016 -- 07:55 PM

    হাসির কথা নয়। দোজ আম্পায়ারস ওয়ার নটোরিয়াস বাস্টার্ডস

    name: b mail: country:

    IP Address : 24.139.196.6 (*) Date:03 Nov 2016 -- 08:02 PM

    বাস্টার্ড হবে কেন? দেশভক্ত।

    name: b mail: country:

    IP Address : 24.139.196.6 (*) Date:03 Nov 2016 -- 08:12 PM

    http://www.independent.co.uk/sport/general/others/it-just-wasnt-cricket-my-part-in-the-war-over-gattings-finger-7944415.html

    name: umesh mail: country:

    IP Address : 72.254.195.217 (*) Date:03 Nov 2016 -- 08:34 PM

    পাকিস্থানের মিসবা কে আমার বেশ ভালো লাগে।

    মিসবা যদি ইন্ডিয়ার হয়ে খেলতো, তাহলে এতো দিনে মিডিয়ার দৌলতে, বিশ্বের সেরা ব্যাটসম্যানের খ্যাতি পেয়ে যেত।

    name: Arpan mail: country:

    IP Address : 93.137.1.204 (*) Date:03 Nov 2016 -- 08:55 PM

    কিন্তু খেলত কার জায়গায়? ফ্যাব ফাইভদের আমলে চান্স পেত না।

    name: umesh mail: country:

    IP Address : 72.254.195.217 (*) Date:03 Nov 2016 -- 09:04 PM

    কার জায়গায় খেলতো বলা মুস্কিল, তবে এই বয়সেও যা পারফর্মেন্স দেয়, চোখ কপালে উঠে যায়।

    name: avi mail: country:

    IP Address : 125.187.32.83 (*) Date:03 Nov 2016 -- 09:15 PM

    মিসবা যদি ২০-২২ বছরেই শুরু করত, তাহলে প্রচুর জায়গা ছিল।

    name: Arpan mail: country:

    IP Address : 93.137.1.208 (*) Date:03 Nov 2016 -- 09:39 PM

    কিন্তু ঐ সময়ের ইউসুফ-ইউনুস-ইনজামাম খচিত পাক ব্যাটিং লাইন আপেও তো চান্স পায়নি। নব্বইয়ের দ্বিতীয়ার্ধে।

    name: avi mail: country:

    IP Address : 125.187.32.83 (*) Date:03 Nov 2016 -- 10:32 PM

    তা অবিশ্যি। কিন্তু সিধু-আজহার-জাদেজা খচিত ভারতে সুযোগ পেতেও পারত। ঃ) লক্ষ্মণ স্টেডি হয়েছে ৯৯-২০০০এর পর। ওই জায়গাটা খালিই ছিল মোটের ওপর।
    আচ্ছা, আবাপ ই-সংস্করণে ওপিনিয়ন পোলের ব্যবস্থা করেছে, ট্রাম্প না হিলারি এই নিয়ে। এটি কি গুরুর টই পড়ে অনুপ্রাণিত হয়ে?

    name: h mail: country:

    IP Address : 213.99.211.135 (*) Date:03 Nov 2016 -- 10:36 PM

    মিসবা অসা।

    name: Arpan mail: country:

    IP Address : 100.207.7.60 (*) Date:03 Nov 2016 -- 10:38 PM

    জাদেজা সেরম টেস্ট খেলেনি। কাম্বলি ছিল মিডল অর্ডারে আজহার-তেন্ডুর সাথে। সিধু ওপেন করত।

    name: + mail: country:

    IP Address : 95.255.233.144 (*) Date:03 Nov 2016 -- 10:40 PM

    সেই আমলে জাদেজা প্রচুর ম্যাচ বের করত ওয়ান্ডেতে। ঐ জায়গায় ঢোকানো চাপ ছিলো

    name: cb mail: country:

    IP Address : 192.70.26.95 (*) Date:03 Nov 2016 -- 10:42 PM

    মিসবা তোমায় কে চিনত
    যোগিন্দর যদি না থাকত?

    অ্যাকচুয়ালি তখন বেশ কিছু বালছাল মাল খেলে গেছে। যেমন মিয়াঁদাদের ভাইপো ইত্যাদি। এমনকি সেই হাসান রাজা ফাজাও খেলেছে। পিসিবির সিলেকশন বাই ডিফল্ট ওয়ান অফ দা ওয়ার্স্ট, তো যা হওয়ার তাই হয়েছে

    name: Arpan mail: country:

    IP Address : 100.207.7.60 (*) Date:03 Nov 2016 -- 10:43 PM

    প্রচুর পলিটিক্স হয় সিলেকশনের সময়।

    name: cb mail: country:

    IP Address : 192.70.26.95 (*) Date:03 Nov 2016 -- 10:43 PM

    জাদেজা অফস্টাম্পের বাইরে সুন্দর ছিপ ফেলত টেস্টে

    name: Bhagidaar mail: country:

    IP Address : 106.2.241.35 (*) Date:03 Nov 2016 -- 10:45 PM

    ঐ সময়ে আমাদের ছিল সদাগোপন রমেশ। পা বিন্দুমাত্র না নড়িয়ে কি করে ব্যাট কর যায়, তাও ওপেন করতে নেমে, সে ওনার গোপন রহস্য

    name: Arpan mail: country:

    IP Address : 100.207.7.60 (*) Date:03 Nov 2016 -- 10:46 PM

    আরেকটা ভালো প্লেয়ার সেরকম খেলতে পারল না। উমর আকমল।

    ইন্জি-ইউনুস-ইউসুফের পরে নামজাদা ব্যাটসম্যান বলতে শুধু মিসবা। ভাবা যায়?

    name: cb mail: country:

    IP Address : 192.70.26.95 (*) Date:03 Nov 2016 -- 10:53 PM

    সদাগোপন রমেশকে কে একটা বলেছিল চলতি কা নাম গাড়ি। যদ্দিন চলছে, চলছে। থেমে গেলেই ব্যাস!!

    সৌরভ শুনে বলেছিল রিটায়ারমেন্টের পরে রমেশের স্ট্যাট অনেকের থেকে ভাল থাকবে।

    দুটোই সত্যি হয়েছিল

    name: avi mail: country:

    IP Address : 125.187.32.83 (*) Date:03 Nov 2016 -- 11:07 PM

    ওই ব্যাটিং অর্ডারটা ছিল ৯৪-৯৫ এর খান ছয় সাত টেস্টে। শুরুতে মনোজ-সিধু, তারপর সঞ্জয়-শচীন-আজহার-বিনোদ। বিখ্যাত ইংল্যান্ড ট্রিপের পর, মানে ৯৬ থেকেই আর ফিক্সড কিছু ছিল না টেস্টে। আজ জাদেজা-মনোজ, কাল সিধু-রাঠোর, পরশু সঞ্জয়-জাদেজা, তারপর রাঠোর-রাহুল, রামন-নয়ন যে খুশি ওপেন করতো। প্রতি টেস্টে পাল্টে যেত পুরো ব্যাটিং অর্ডার। মিডল অর্ডারে শচীন-আজহার ছাড়া সবাই তাই। ৯৭এর পর রাহুল আর সৌরভ স্থায়ী হয়, তারও বছর দুই পর লক্ষ্মণ। আর ৯৪-৯৫ থেকে সঞ্জয় আর কাম্বলির ফর্ম কহতব্য ছিল না। নেহাত তখনকার মুম্বাইকর। ঃ)
    সদাগোপান রমেশ আমার কাছে একটা বিস্ময়, সেই তোমার প্রতি চাহিয়া আমাদের বিস্ময়ের শেষ নাই টাইপ। আজকেই ৯৯এর বিশ্বকাপের খেলা দেখছিলাম একবার। আহ, সেই রমেশ!

    name: rabaahuta mail: country:

    IP Address : 161.191.175.195 (*) Date:03 Nov 2016 -- 11:24 PM

    সদাগোপন কারো নাম?
    বাঃ, চমৎকার তো। এই নামটা নেওয়া যায়।

    name: b mail: country:

    IP Address : 24.139.196.6 (*) Date:03 Nov 2016 -- 11:27 PM

    মিসবার কাটিং পুরো দ্রাবিড় টাইপের।

    পাকিস্তানের পাবলিকের ইন্ডিয়ার হয়ে খেলা প্রায় হতে যাচ্ছিলো। সদ্য দেশ ভাগ হয়েছে। ইন্ডিয়া টিম গেছে অস্ট্রেলিয়া খেলতে, বড়সাহেবের টিমের এগেন্সটে। ইন্ডিয়ার ক্যাপটেন লালা অমরনাথ, যিনি আগের সিজনেই অবিভক্ত পাঞ্জাবের হয়ে খেলেছেন, তাঁর স্টেট টিমের সেরা অস্ত্র পেস বোলার ফজল মামুদকে টেলিগ্রাম করলেন, ইন্ডিয়ার হয়ে অস্ট্রেলিয়া যাবার জন্যে। ফজল মামুদ দোনামোনা করছেন, হাজার হোক লালাজীর ডাক, এমন সময়ে তাঁর পাকিস্তান টিমের এক মেন্টর বললেন, উস ব্যা***-কো সাথ খেলোগে? ডিসিশন মেড।

    লালাকে নিয়ে আরো গল্প আছে। ১৯৭৮ বা ১৯৭৯ এ ইন্ডিয়া গেছে পাকিস্তানে খেলতে। কপিলের প্রথম সিরিজ, আর বেদী ইত্যাদির শেষ সিরিজ, এমন মার খেয়েছিলো। লালা বোধ হয় মিডিয়া-র পার্ট। লাহোর এয়ারপোর্টের টারম্যাকে নেমে দেখা গেল, একটা বড় বাস আর একটা টয়োটা গাড়ি, তার সাথে পুলিশ, উর্দিপরা ড্রাইভার ইত্যাদি, দাঁড়িয়ে আছে। টিমের অন্য সবাই বাসে উঠলে টিম ম্যানেজার মহারাজ ফতে সিং রাও গায়কোয়াড় হেলতে দুলতে গাড়ির দিকে রওনা দিলেন। উর্দিপরা ড্রাইভার পরিচয় জেনে বলল 'তুম বাসমে যাও। ইয়ে গাড়ি সির্ফ লালা সাবকে লিয়ে হ্যায়।
  • ranjan roy | 192.64.117.122 | ০৪ নভেম্বর ২০১৬ ০০:২২718391
  • সম্ভবতঃ ৫৮-৫৯ এর এবং ৫৯-৬০র ঘটনা।
    আলেকজেন্ডারের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের টিম ভারতকে দুরমুশ করে ছেড়েছে। ওদিকে হান্ট ও হোল্ট ওপেনার। সোবার্স ও কানহাই --ওয়ান ও টু ডাউন। তারপরে গর্ডন কোলি স্মিথ ( অ্যাকসিডেন্টে অল্প বয়সে মারা যান), বেসিল বুচার এরা। নতুন বলে ওয়েস্লি হল,গিলক্রিস্ট, অ্যাটকিনসন। স্পিন--ল্যান্স গিব্স ও সোনী রামাধীন।
    ভারতে পাঁচটি টেস্টে পাঁচজন আলাদা আলাদা ক্যাপ্টেন! জি এস রামচান্দ, দাত্তু ফাড়কর--মিডিয়াম পেসার। তবে সুভাষ গুপ্তের লেগ স্পিন ও গুগলি সমীহ আদায় করছিল। চন্দু বোরদে একটু আধটু।ফিল্ডিং কহতব্য নয়। ওপেনিং এ পঙ্কজ রায় ও নরি কন্ট্রাকটর। রায় একটু স্টেডি। মিডল অর্ডরে পলি উমরিগর ও বিজয় মঞ্জরেকর।
    কোলকাতার টেস্টে তো কানহাই ডাবল , সোবার্স ও স্মিথ এরও সেঞ্চুরি। একেবারে যেন ডাংগুলির খাটান চলছে। ছ'শো কত করে পাঁচ উইকেটে ডিক্লেয়ার। আমরা ইনিংস ডিফিট খেলাম। খালি একটা টেস্টে বুড়ো ভিন্নু মানকড় এসে ব্যাটিং ও বোলিং এ বেশ ঝাঁঝ দেখালেন। অথচ তাঁকে আর ডাকা হল না। অধিকাংশ ম্যাচে মাঠে আসল ক্যাপ্টেন পলি উম্রিগর। সেরা অল রাউন্ডার। যোগ্য স্বীকৃতি পান নি।
    কিন্তু সেই ইন্ডিজ টিমই পাকিস্তানে গিয়ে একটা ম্যাচ হারল!
    আমরা অবাক। তখনও হানিফ মহম্মদ খেলছেন। ফজল মাহমুদের অফ কাটার চলছে। কিন্তু আসলে নসিমুল গণি বলে একজন স্পিনার যা তা করে ওদের আউট করল।
    ভারতের পত্রিকা লিখল-- ওঃ, ঐ মাঠে তো ম্যাটিং উইকেট, তাই। এ ত একরকম চিটিং ! হত ঘাসের উইকেট!
    কিন্তু পরের বছর অস্ট্রেলিয়ার দারুণ টিম এসে আমাদের আবার দুরমুশ করল। নীল হার্ভে, নরমান ও'নীলের টিম! রিচি বেনোর মত গুগলি, টপ স্পিন ও অল রাউন্ডারও বটেন।
    এদিকে ওদের ডেভিডসন, মেকিফ, লিন্ডওয়াল ও রোরকের ফার্স্ট বোলিং এর সামনে আমরা দাঁড়াতেই পারলাম না। তবু আমরা একটা ম্যাচ জিতলাম। কানপুরের গ্রীন পার্কে। জেসু প্যাটেলের মারাত্মক স্পিন বোলিং এ। তবে পিচ ছিল ম্যাটিং!
    কে বলে আমরা পাকিস্তানের অনুকরণ করি না!
  • Arpan | 100.207.7.60 | ০৪ নভেম্বর ২০১৬ ০০:৪১718393
  • কিন্তু রঞ্জনদা কার কথা লিখলেন সেরা অলরাউন্ডার?

    নিশ্চয় ভিনু মানকড়? পলি উম্রিগড় নয় নিশ্চয়ই?

    ক্রিকইনফোর নির্বাচিত সর্বকালের সেরা ভারতীয় একাদশে উনি অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন। কপিল দেবের সাথে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন