এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কাশ্মীর নিয়ে বামেদের কুম্ভীরাশ্রু

    bip
    অন্যান্য | ১৯ আগস্ট ২০১৬ | ৭৮৬৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ২১ আগস্ট ২০১৬ ০১:৩১720300
  • লসাগু,
    হঠাৎ মস্কো লেনিনগ্রাদের সঙ্গে একই নিঃশ্বাসে কাজান কেন উচ্চারিত হল? লেনিন কাজানে পড়াশুনো করেছিলেন বলে কি? তা যাগ্গে বাদ দিন। "রাশিয়ার মূল ভূখণ্ড"টা কতটা? কতঘন্টার টাইমজোন? কত দ্রাঘিমাংশের মধ্যবর্তী? ভুলে যাবেন না স্যার, রাশিয়ার যতটুকু ভূখন্ড ইয়োরোপ মহাদেশে অর্থাৎ উরাল পর্বতমালার পশ্চিমে, তার বেশ কয়েকগুণ এশীয় ভূখণ্ডে বিস্তৃত। এতটাই পূবে, যে....


    বিশ্বেস না হয়, দেখুন সারাদিদি কী বলছেন।
  • lcm | 83.162.22.190 | ২১ আগস্ট ২০১৬ ০১:৩৭720301
  • ঠিক, ঠিক - মূল ভূখন্ড তো বিশাল বিশাল ব্যাপার। বলতে চেয়েছি, মূলত ইউরোপ রাশিয়া। মধ্যএশিয়ার অংশগুলি ছিল সবথেকে অবহেলিত।

    এবং, কাজান নয়।
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ২১ আগস্ট ২০১৬ ০১:৪৯720302
  • ;-)))
  • উমেশ | 96.3.233.20 | ২১ আগস্ট ২০১৬ ০১:৫৭720303
  • বিপ পাল যে ক্রমে ক্রমে ভারতীয় থেকে এখন পুরোপুরি আমেরিকান হয়ে গেছে, সেটা এখনকার লেখা গুলো পড়লেই বোঝা যায়।

    টিপিক্যাল আমেরিকান আর বিপ পালের রিসেন্ট পোস্ট এর মিলঃ
    ১। আমেরিকান পৃথিবী'র মহান দেশ, বাকি সব দেশ ধুর।
    ২। দিনে একবার কমিউনিস্ট দের গালাগালি করতেই হবে, ওরা নরকের কীট ছাড়া কিছু নয়।
    ৩। পৃথিবী'র সব দেশের সব সমস্যা নিয়ে কথা বলা, আর সেই সমস্যার সমাধান খোঁজা দায়ীত্ব একমাত্র আমেরিকার, সেটা আর কেউ না চাইলেও।
    ৪। আমেরিকার নিজের সমস্যা নিয়ে নীরব থাকা।
    ৫। কেউ আমেরিকার/বিপপালের সুরে কথা না বললে গালাগালি দিয়ে চোদ্দোপুরুষ উদ্ধার করে দেওয়া।
  • সিকি | ২১ আগস্ট ২০১৬ ১২:১৫720304
  • শো চলবে তো? বাদাম্ভাজা আরো নিয়ে আসি?
  • sm | 53.251.89.134 | ২১ আগস্ট ২০১৬ ১২:৪৭720305
  • শো আর চলবেক নাই।
    পাইল্যে গেছে মনে লয়।
  • Bratin | 11.39.56.108 | ২১ আগস্ট ২০১৬ ১২:৫৬720306
  • মনে হচ্ছে সেরা ফর্মে বীরেন্দ্র শেহবাগের ব্যাটিং দেখছি। ঃ))
  • রোবু | 124.29.225.61 | ২১ আগস্ট ২০১৬ ১৪:০৬720307
  • এরকম ব্যাট করত?
  • bip | 80.188.175.88 | ২১ আগস্ট ২০১৬ ১৬:৩৫720308
  • লসাগু
    কেন ইরান নয় আজারবাইজান--

    কারন ইরানে তখনো তেলের খনি গুলো বাকুর মতন চালু না। যেটুকু খনি ছিল, ছিল বৃটিশ পেট্রোলিয়ামের আন্ডারে।
    কারন তখন ইরান বৃটিশ রাজের প্রোটেক্টরেট স্টেট। প্রথম বিশ্বযুদ্ধের পরে ১৯২৫ সাল পর্যন্ত সেটাই ব্যবস্থা ছিল।

    আরেকটা জিনিস। আজারবাইজান, জর্জিয়া-এগুলো ইরানের কাছ থেকে ছিনিয়ে নিয়েই রাশিয়ার অন্তর্ভুক্ত হয় জারের আমলে ( পার্শিয়া-রাশিয়ান যুদ্ধ )।

    ফলে সোভিয়েতের ইরান আক্রমন করার কোন সামরিক বা অর্থনৈতিক কারন ছিল না।

    স্পেডকে স্পেডই বলুন না। ২৩ মাসের একটা নির্বাচিত প্রগতিশীল গণতান্ত্রিক সরকারকে কিভাবে লেনিন খতম করেছিলেন রেড আর্মি পাঠিয়ে।

    আর এটা কোন যুক্তি না যে ভারতের সিপিএম ভারতের গনতন্ত্র আলিয়ার্গি বলে চীনের লালফৌজ ডেকে লালাকেল্লা দখল করিয়ে ভারতকে চিনের কলোনি করে রেখেদিল শ্রমিক কৃষক বিপ্লবের নামে। এটাত আমেরিকাও করে। গণতন্ত্রের নামে অন্য রাষ্ট্রের ওপর আক্রমন। ইহারেই কয় খাঁটি সাম্রাজ্যবাদ।
  • বিপ | 80.188.175.88 | ২১ আগস্ট ২০১৬ ১৬:৪১720310
  • তবে লোকাল পার্টির সাপোর্ট সব জায়গাতেই ছিল।

    >> এই তথ্যও ভুল। বলশেভিক পার্টি ১৯১৭ সালের ফেব্রুমাসে রাশিয়াতেও ছিল না। ফেব্রুয়ারী বিপ্লবের পরে লেনিন, স্টালিন , ট্রটস্কি এরা ফিরলে বলশেভিক পার্টি আবার পুনঃগঠিত হতে থাকে। আজারবাইজান বা উজবেকিস্তানে বলশেভিক পার্টি এসেছে পড়ে। যেটা হয়েছিল, এইসব অঙ্গরাজ্যে লেনিনের ছলনায় ভুলে, এখানকার স্বাধীনতাকামী লোকাল নেতা এবং পার্টীরা বলশেভিকদের সাথেই যোগ দেয়। বলশেভিক বিপ্লবের পরে, এইসব রাজ্যগুলিটে স্বাধীনতা ঘোষনা করে এই সব বলশেভিক পার্টির সহযোগি স্থানীয় জাতিয়তাবাদি পার্টিগুলো । এই সব স্বাধীনতা চলেছিল কখনো ১২ মাস বা আজারবাইজানের ক্ষেত্রে ২৩ মাস। তারপরে রেড আর্মিই এদের ধ্বংস করে। এই হচ্ছে কমিনিউস্টদের বেইমানির ইতিহাস।
  • বিপ | 80.188.175.88 | ২১ আগস্ট ২০১৬ ১৬:৪৫720311
  • রঞ্জন বাবু
    যাদের পার্টি স্থানীয় নির্বাচনে জামানত জব্দ হয়, তারা যখন বলে আমার লেখা এবং চিন্তা খোরাকের-আমি জানব আমার চিন্তা ঠিক পথেই আছে। বছরের পর বছর জামানত জব্দ হওয়ার পরেও যারা বোঝে না তাদের রাজনৈতিক লাইন এবং চিন্তা সম্পূর্ন অচল-তাদের থেকে বড় খোরাক ইতিহাসে আর কি আছে বলুন ত ?
  • বিপ | 80.188.175.88 | ২১ আগস্ট ২০১৬ ১৬:৫৪720312
  • পাই
    পিডিএস বিকল্প বামপন্থী দল ছিল। এটলিস্ট সেটাই ছিল সফিদার মত এবং পথ যে লেনিনিজম অচল নয় পয়সা এবং তা রাইট উইং ডেভিয়েশন ও বটে। তবে সিপিএমের লোকজন সাতে পেতে উনি লেনিন নিয়ে নেগেটিভ কিছু বলতেন না-স্টালিন নিয়ে বলতেন নেগেটিভ কথা। সুতরাং আদর্শগত ভাবে ত আমার পিডিএসের সাথেই থাকার কথা। পিডিএস ত মার্কেটকে স্বীকার করে।

    বিকল্প বামপন্থী দলগুলো ( উদাঃ বলিভিয়ার ইভো মরালেস ) এইগুলো করেছে

    (১) লেনিন স্টালিনকে সম্পূর্ন ভ্রান্তি এবং বামপন্থার অনুপোযোগি বলে মনে করে। আমেরিকান বামেরা লেনিনবাদকে
    ফ্যাসিজিম এবং দক্ষিনপন্থা বলে মনে করে

    (২) আধুনিক বামপন্থা ভিত্তিতে মানুষ গণতন্ত্র পরিবেশ এবং সাসটেনেবল অর্থনীতি -এই চতুর্ভুজ গুরুত্বপূন। এই আন্দোলন মোটেও পার্টি ভিত্তিক ঢপের চপ শ্রমিক কৃষক আন্দোলন না। এই নব্য বাম আন্দোলন গণতান্ত্রিক আন্দোলন পরিবেশ এবং সাসটেনেবল অর্থনীতির জন্য।

    (৩) এই বামপন্থাতে কোয়াপরেটিভের ওপর জোর দেওয়া হয়-কারন ওটাই ভিত্তি। কোয়াপরেটিভ কিন্ত মার্কেট এবং প্রতিযোগিতা অস্বীকার করে না।

    ইভোমরালেস প্রান্তিক কৃষক ফ্যামিলির মহিলাদের জন্য প্রচুর কোয়াপরেটিভ তৈরী করেন-যারা মূলত বীজের সংরক্ষন, গোবর সার সহ ওর্গানিক ফার্মিং যা কিছু লাগে কোয়াপরেটিভের মাধ্যমে তৈরী করে।

    আর শালা ভারতের বামপন্থী আন্দোলন মানে হচ্ছে লেনিনবাদি ডাইনোসরাস খোরাক-যাতে না আছে আধুনিক চিন্তা, না প্রজ্ঞা।
  • lcm | 83.162.22.190 | ২১ আগস্ট ২০১৬ ২০:০১720313
  • তাহ্লে, একটি ইতিহাস হোক, আজেরবাইজান -

    ... The Russian Empire collapsed in the Russian Revolution of 1917, and Bolsheviks (later called Communists) seized power in Russia. This upheaval gave Azerbaijani nationalists the opportunity to assert control over local government, and in May 1918 they declared Azerbaijan an independent republic. Bolshevik supporters resisted the nationalists in Baku, and armed conflicts took place in the city in March and September 1918....

    ঠিক আছে? তাহলে কি মনে হচ্ছে, সাম্রাজ্যবাদ ?

    ...Azerbaijan was incorporated into the Union of Soviet Socialist Republics (USSR) as part of the Transcaucasian Soviet Federated Socialist Republic (SFSR), which also included Georgia and Armenia. ....

    Throughout the 1920s and 1930s the Soviet government created a Soviet Azerbaijan culture, fought illiteracy, and promoted local people into state and party positions. ...

    এর পরে হয়েছে পার্জ --

    ...At the same time the Soviets persecuted those Azerbaijani nationalists and intellectuals whom the government considered a threat to Communist rule. ....
    In the mid to late 1930s, Communist Party officials throughout the Soviet Union were purged and executed as part of Soviet leader Joseph Stalin's campaign to wipe out all opposition to his rule (Great Purge). The Stalinist purges also came to include rank-and-file citizens, and by 1940 an estimated 120,000 Azerbaijanis had died from Soviet acts of repression. The purges were directed in Azerbaijan by first secretary of the Azerbaijan Communist Party Mir Jafar Bagirov, who was arrested and executed after Stalin's death in 1953....

    গপ্পো শেষ
  • bip | 80.188.175.88 | ২১ আগস্ট ২০১৬ ২০:১৫720314
  • This upheaval gave Azerbaijani nationalists the opportunity to assert control over local government, and in May 1918 they declared Azerbaijan an independent republic. Bolshevik supporters resisted the nationalists in Baku,
    >>>
    May, 1918 ..আজারবাইজানে কোন বলশেভিক পার্টিই ছিল না-থাকলেও ১০-১৫ টা গুপ্ত মেম্বার থাকবে হয়ত।
    আজারবাইজানের কমিনিউস্ট পার্টির জন্মতিথি ১৯২০, ফেব ২০।
    আজারবাইজানের গণতান্ত্রিক সরকারের বিরোধিতা স্থানীয় বলশেভিকরা করেছিল [ যদি এমন
    কোন বলশেভিক থেকে থাকে ] এই তথ্যের সমর্থনে ডিটেলস দিন। কারন আজারবাইজানের
    স্বাধীন সরকারের বিরোধিতা করেছিল লেনিন এবং স্টালিন-স্থানীয় আজারবাইজানের লোকেরা
    কেন খামোকা রাজকার হতে যাবে যারা রাশিয়ানদের আদৌ পছন্দ করত না-
    আর কমিনিউস্ট পার্টির মেম্বার ও হাতে গোনা দশ বিশের বেশী ছিল না। সুতরাং
    আপনার এই ইতিহাস সম্পূর্নই জল।
  • lcm | 83.162.22.190 | ২১ আগস্ট ২০১৬ ২০:২১720315
  • আর দেখো, বিপ্লবের পরে একটা ক্যাওস তো হবেই। এত বড় একটা জারিস্ট সাম্রাজ্য, সেটা ভেঙে গেল। বিভিন্ন জায়গায় এই সুযোগে নেপোয় দই মারতে আসবে। ক্ষমতার দখল নিয়ে কনফিউশন হবে, মারপিট হবে। এ স্বাভাবিক। তাই সংঘর্ষ অবশ্যই হয়েছে। কিন্তু, সেগুলোকে কেউ বলবে আভ্যন্তরীন দ্বন্দ, কেউ বলবে সাম্রাজ্যবাদ।
  • lcm | 83.162.22.190 | ২১ আগস্ট ২০১৬ ২০:৩৬720316
  • প্রথম কথা হচ্ছে, আজের্বাইজান তো স্বাধীনই হল ১৯১৭-এ। তোমার কথা শুনে মনে হচ্ছে যেন দীর্ঘদিনের এক গভর্নমেন্ট-কে ফেলে দেওয়া হল।

    - Following the February Revolution (Feb-Mar 1917), a Special Transcaucasian Committee, including Armenian, Azerbaijani and Georgian representatives, was established to administer parts of the South Caucasus under the control of the Russian Provisional Government.

    -After the October Revolution, on 11 November 1917, this committee was replaced by the Transcaucasian Commissariat, also known as the Sejm, with headquarters in Tiflis. The Sejm opposed Bolsheviks and sought separation of the South Caucasus from Bolshevik Russia.

    - To prevent that, on 13 November 1917, a group of Bolsheviks and Left Socialist-Revolutionaries (SR) proclaimed the Baku Soviet, a governing body which assumed power over the territory of Baku Governorate under the leadership of Bolshevik Stepan Shahumyan.

    এবার ক্যাওস-টা বোঝো
  • বিপ | 80.188.175.88 | ২১ আগস্ট ২০১৬ ২১:০০720317
  • লসাগু
    আবার ইতিহাস মিলছেনা। স্বাধীন আজারবাইজান সরকার টিকেছিল বাকুতে ২৩ মাস। ২৩ মাস অনেক দিন ত। আপনি ট্রান্স ককেশিয়ান সরকারের সাথে স্বাধীন আজারবাইজানের সরকারকে গোলালেন। দুটো পুরো আলাদা সরকার। প্লিজ ইতিহাসটা ঠিক করে পড়ুন।

    After the collapse of the Russian Empire during World War I, Azerbaijan, together with Armenia and Georgia became part of the short-lived Transcaucasian Democratic Federative Republic.
    It was followed by the March Days massacres[74][75][76] that took place between 30 March and 2 April 1918 in the city of Baku and adjacent areas of the Baku Governorate of the Russian Empire.[77] When the republic dissolved in May 1918, Azerbaijan declared independence as the Azerbaijan Democratic Republic (ADR). The ADR was the first modern parliamentary republic in the Muslim world.[6][78][79] Among the important accomplishments of the Parliament was the extension of suffrage to women, making Azerbaijan the first Muslim nation to grant women equal political rights with men.[78] Another important accomplishment of ADR was the establishment of Baku State University, which was the first modern-type university founded in Muslim East.[78]

    By March 1920, it was obvious that Soviet Russia would attack Baku. Vladimir Lenin said that the invasion was justified as Soviet Russia could not survive without Baku's oil.[80][81] Independent Azerbaijan lasted only 23 months until the Bolshevik 11th Soviet Red Army invaded it, establishing the Azerbaijan SSR on 28 April 1920. Although the bulk of the newly formed Azerbaijani army was engaged in putting down an Armenian revolt that had just broken out in Karabakh, Azerbaijanis did not surrender their brief independence of 1918–20 quickly or easily. As many as 20,000 Azerbaijani soldiers died resisting what was effectively a Russian reconquest.[82]
    On 13 October 1921, the Soviet republics of Russia, Armenia, Azerbaijan, and Georgia signed an agreement with Turkey known as the Treaty of Kars. The previously independent Naxicivan SSR would also become an autonomous ASSR within the Azerbaijan SSR by the treaty of Kars. On the other hand, Armenia was awarded the region of Zangezur and Turkey agreed to return Gyumri (then known as Alexandropol).
  • Bratin | 11.39.56.92 | ২১ আগস্ট ২০১৬ ২১:২২720318
  • এল সি এম দা, কোথায় একটু মন দিয়ে পড়াশুনা করবে তা নয়?

    কান অন না? ঃ)))
  • bip | 80.188.175.88 | ২১ আগস্ট ২০১৬ ২১:৪৮720319
  • Should I assume LCM now understood his mistakes? It was clear cut naked imperialism of Lenin ?
  • বিপের অনুরাগী | 193.82.199.156 | ২১ আগস্ট ২০১৬ ২১:৫৪720321
  • এঁকে কথা বলতে দেওয়া হোক, এরকম খোরাক খুব কম মেলে।IaaS লেখার খোরাকটা ভুলে যাই নি, ইনি ভাঙবেন কিন্তু মচকাবেন না। সুযোগ পেলেই নিজের পেডিগ্রি আর ব্যবসার বড়াই করতে ভোলেন না উনি, আর অন্য সবাকেই নীচু দেখানও ওনার স্বভাব। চলুক লেখা
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ২১ আগস্ট ২০১৬ ২১:৫৬720322
  • বিপ খুব সুন্দর করে বোঝাচ্ছেন। তারপর কী হলো?
  • Bratin | 11.39.56.151 | ২১ আগস্ট ২০১৬ ২২:১৬720323
  • Before that should u assume that you have understood ur mistake?
  • pi | 233.191.53.184 | ২১ আগস্ট ২০১৬ ২২:২০720324
  • আচ্ছা। যারা সিপিএম কে পাশে পেতে লেনিন নিয়ে কিছু বলতো না আপনি তাদের সাথেই সেই পার্টি করতেন। হুম্ম।
  • Robu | 11.39.57.19 | ২১ আগস্ট ২০১৬ ২২:৩১720325
  • অর্থনৈতিক সাম্রাজ্যবাদে বিশ্বাসী লেনিন ও স্তালিনকে কেন বিপের পছন্দ নয়?
  • bip | 80.215.4.177 | ২১ আগস্ট ২০১৬ ২৩:১৬720326
  • @PI
    Keep in mind Safida asked for reevaluation of party line after the collapse of Soviet as lies of communism could no longer be contained. It was good luck of Jyoti Bose Congress and not Mamata was in opposition so illierate opposition couldnt take any advantage and therefore it was so sad another generation was exploited with lies of communism.

    Safida knew all the crimes committed by Lenin but he was always hoping after the collapse of CPM they would know this and join his party. Unfortinately he died prematuredly before CPM collapsed in last election.
  • lcm | 176.216.157.36 | ২১ আগস্ট ২০১৬ ২৩:২৩720327
  • ওকে বিপ, থ্যাংকু। তোমার পরামর্শ মতন আমি ইতিহাসটা ঠিক করে পড়ব। একটু সময় লাগবে ইতিহাস টাকে ঠিক করে নিতে।
  • lcm | 202.31.105.157 | ২২ আগস্ট ২০১৬ ০৫:১৭720328
  • তো হ্যাঁ, মার্কেটপন্থী লেনিন, সাম্রাজ্যবাদী লেনিন - - এসব নিয়ে বিপ-এর কাছে ক্র্যাশ কোর্স নিতে হবে...
    তারপরে, সোশালিস্ট রেগন ইত্যাদি...
    সব পাশ হলে তখন বিপ আমাকে "ঠিক ইতিহাস" এর একটি সার্টিফিকেট দেবে। সেটি আমি কাউকম-এর দরবারে পেশ করলে আমাকে এক প্লেট সরষে বাটা দিয়ে বেলে মাছের ঝাল দেবে।
    তারপরে বোধি, মহামোক্ষ !
  • bip | 183.67.3.44 | ২২ আগস্ট ২০১৬ ০৮:৪৩720329
  • লসাগু
    কি বলবো বলুনত । আমি লিখলাম স্বাধীন আজারবাইজান সরকারের কথা। যা চলেছিল ২৩ মাস। আপনি লিখলেন ট্রান্স ককেশিয়ান স্বাধীন সরকারের কথা যা দুমাসের বেশী টেকে নি। এবং স্বাধীন আজারবাইজান সরকার দিয়েই তা রিপ্লেস হয়। মাকে মাসী বানিয়ে কি ঐতিহাসিক সমস্যার সমাধান হবে বলুন? আজারবাইজানের ২০,০০০ স্বাধীনতা যোদ্ধার রক্ত দিয়ে দিয়েছে সেই সরকারকে লেনিনের লাল ফৌজের কাছ থেকে বাঁচাতে। তাদের মধ্যে স্থানীয় কমিনিউস্টরাও ছিল। স্থানীয় কমিরা লেনিনের পক্ষে ছিল এই ইতিহাস ও আজার বাইজানের জন্য ভুল। কারন আজারবাইজানের প্রথম স্বাধীন সরকার ন্যাশানালিস্ট এবং সামান্য কিছু সোশ্যালিস্টদের দিয়েই তৈরী হয়। ইতিহাসে কি তার কোন মূল্য নেই? তাহলে ভারতের স্বাধীনতা সংগ্রামেরই বা মূল্য কোথায়?

    না। আপনি যতই কটাক্ষ করুন না কেন লেনিনের কুকীর্তি সম্মন্ধে বাঙালী কিছুই জানে না, বা জানলেও কল্পগাথা জানে, তা আগেও গতদশ বছর জুরে প্রমান করেছি। এখনো না হয় করব।

    লেনিন এত বিশ্বাসঘাতকতা করেছেন এই অঙ্গরাজ্যগুলির সাথে, স্বাধীনতার সাথে সাথে এরা লেনিনের মূর্তি ভেঙেছে-লেনিনের নামে যা কিছু ছিল সব বদলেছে। কারন উজবেকিস্থান, আজারবাইজান হারে হারে জানে লেনিন কি হারামি ছিল। কিন্ত বাঙালী জানে না। তাই আজও লেনিন সরনি আছে কোলকাতায়, যা কোলকাতার অন্যতম বৃহত্তম লজ্জা। লজ্জা এই যে এই শহরের লোক, এক অসংখ্য জেনোসাইডের হোতাকে রাজনৈতিক নেতা বানায়। কারন অশিক্ষা, অজ্ঞানতা। আজকে এই কথা বলার জন্য যে ইচ্ছা আমাকে খোরাক বলুক। কিন্ত আমি জানি, আজ না হলে কাল বাংলায় লেনিনের আসল জীবনী কেউ লিখবে। সেটা তিনোদের হাতে যাবে। তখন তারা লজ্জায় লেনিনের মূর্তি ভাঙতে বাধ্য হবে। লেনিনের আসল জীবনীটা আমিও লিখতে পারতাম। কিন্ত সময়ের অভাবে লেখা হয় নি। কিন্ত কেউ না কেউ লিখবে লোকটা কি হারামি আর জোচ্চরি করেছে উজবেক, আজারবাইজান, জর্জিয়া সহ অসংখ্য আদিবাসিদের সাথে। শ্রমিক কৃষকদের সাথে। সেনাদের সাথে। সেদিন আমিও দেখব কিভাবে লেনিনের মূর্তি আর লেনিনের নামে সরনি টিকে থাকে বাংলার বুকে।
  • সিকি | 165.136.80.173 | ২২ আগস্ট ২০১৬ ০৯:৪০720330
  • কিন্তু, তদ্দিন কি বিপ বেঁচে থাগবে?
  • Porphyrion | 131.241.218.132 | ২২ আগস্ট ২০১৬ ০৯:৫১720332
  • Norfloxacin - ১টা করে দিনে দুইবার, পাঁচদিন। ঠিক হয়ে যাবে, কিন্তু কোর্সটা কমপ্লিট কোরো ভাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে প্রতিক্রিয়া দিন