এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কাশ্মীর নিয়ে বামেদের কুম্ভীরাশ্রু

    bip
    অন্যান্য | ১৯ আগস্ট ২০১৬ | ৭৮৬৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • avi | 125.187.34.132 | ২৩ আগস্ট ২০১৬ ১০:৪৪720209
  • কাশ্মীর হয়ে সিন্ধু বয়ে আসে। বয়ে যায় মহেঞ্জোদারো সংলগ্ন ছায়া-সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলির পাশ দিয়ে। সেখানে বাস করত এক করাল কুম্ভীর। ছোটবেলা থেকে টিভিতে অলিম্পিক দেখে দেখে তার শখ হয় হাইজাম্পে মেডেল জেতার। কিন্তু ফ্ল্যাট বেলি ও শর্ট লেগসের কারণে পদক জেতা কঠিন মনে হওয়ায় সে ডিফিকাল্টি লেভেল বাড়ায়। জল থেকে টেক অফ করা প্র‍্যাকটিস করে। সে জানত না যে এক জ্যাভলিন থ্রোয়ার গোকুলে বাড়ছে, যে কিনা শায়িত অবস্থায় জ্যাভলিন চার্জ করায় দক্ষ। ত্রিশূলবিদ্ধ হয়ে তলিয়ে যেতে যেতে ভেসে ওঠে সেই করাল কুম্ভীর। তার চোখের অশ্রু বয়ে যায় জলে, সাক্ষী থাকে বাম দিকের কুক্ষিগত ব্যবসামুখী মহেঞ্জোদারো। এই হল কাশ্মীর, বাম এবং কুম্ভীরাশ্রুর প্রাগৈতিহাসিক প্রেক্ষাপট।
  • PT | 213.110.242.23 | ২৩ আগস্ট ২০১৬ ১০:৪৫720211
  • "অন্যদিকে বাঙালী জমিদাররা নিজেদের উদবৃত্ত ক্যাপিটাল বাইজি,মদ, সংস্কৃতি এবং নাটকে উড়িয়েছেন।......
    দ্বারকানাথের বংশধরদের মধ্যে কেউ জামসেদজি টাটা হতে পারল না। কারন ওই অধিক আধ্যাত্মিকতার চর্চা- টাটার বদলে জন্মাল বিবেকানন্দ, রবীন্দ্রনাথ। সব কথা বেচা পাবলিক।"

    বাঙালীর বেওসার সব্বোনাশের শুরু তাহলে বহু আগেই? তো এর মধ্যে মহামতি লেনিন কোত্থেকে এলেন?
  • | 213.99.211.18 | ২৩ আগস্ট ২০১৬ ১০:৪৭720212
  • পিটি দা হেব্বি রেগে গিয়ে "মহামতি লেনিন" বলছেন ঃ)
  • sm | 53.251.89.181 | ২৩ আগস্ট ২০১৬ ১০:৪৯720213
  • বাঙালীর বেওসার সব্বোনাশের শুরু তাহলে বহু আগেই? তো এর মধ্যে মহামতি লেনিন কোত্থেকে এলেন?
    -- এ কোশ্চেন টা তো আমি আগেই করেছি, পিটি।
  • cb | 132.179.151.99 | ২৩ আগস্ট ২০১৬ ১০:৫২720214
  • মার গেড়েছে, রোবু, পিটিদা, এস এম স্যার, ডিসি, বোতীন্দা এক বিপে হল লীন!!!!
  • বিপ | 183.67.3.44 | ২৩ আগস্ট ২০১৬ ১০:৫৩720215
  • ব্যাতিক্রম একজনই ছিলেন -বিদ্যাসাগর। উনি কিন্ত নিজেই প্রিন্টিং এর ব্যবসা করেছেন-বিধবাদের বিয়ে দিয়েছেন।

    বাচ্চাদের জন্য লেখা বর্ণপরিচয় থেকেই উনার আয় হত সব থেকে বেশী। শুধু তাই না, শেষ জীবনে ঝাড়খন্ডের সাঁওতালদের মধ্যেও অনেক উন্নয়ন মূলক কাজ করেছেন।

    সেখানে রবীন্দ্রনাথ তার লেখাটা বাদ দিয়ে ব্যক্তি জীবনে একদম ঢপ। নিজের মেয়েদের বাল্যবিবাহ দিয়েছেন। কোন ব্যবসাতে সফল হোন নি-বড় বাজারে মারোয়ারীদের কাছে অনেক ধার ছিল।
  • Porphyrion | 131.241.218.132 | ২৩ আগস্ট ২০১৬ ১০:৫৬720216
  • নীরদ সি ওঁর সেরা বাঙালীর পরের এডিশনে তোমার নাম দিয়ে দেবেন, চিন্তা কোরো না বিপ।
  • বিপ | 183.67.3.44 | ২৩ আগস্ট ২০১৬ ১১:০২720217
  • বাঙালীর বেওসার সব্বোনাশের শুরু তাহলে বহু আগেই? তো এর মধ্যে মহামতি লেনিন কোত্থেকে এলেন?

    >>>
    এলেন। সেই ১৯১৭ সাল থেকেই এলেন। ওই সময় থেকেই বাঙালী বুদ্ধিজীবিকূল আস্তে আস্তে কমিনিউস্টদের দিকে ঝুঁকতে থাকে। বাংলার প্রথম ধারার বিপ্লবীরা ছিল স্বদেশী গীতাভক্ত। পোস্ট ওয়ার বিপ্লবীরা আস্তে আস্তে বলশেভিক হতে শুরু করে। এখান থেকেই বাঙালীর আল্টিমেট পতনের শুরু।

    সেই ১৯০৫-১৫ সালে একজন বাঙালী যুবক কি হতে চাইত ? অধিকাংশই কোন রকমে বিএ বিএসসি পাশ করে একটা চাকরির স্বপ্ন দেখত। যারা ভাল ছাত্রছিল, তারাই ডাক্তারী বা ব্যারিস্টার হতে চাইত। ব্যাবসায়ী হওটা পেড্রিগ্রীতেই ছিল না। এরমধ্যে তাও দুএক টুকরো স্যার বীরেন মুখার্জি বেড়োচ্ছিল। বলশেভিকজম আসার পরে সেই সামান্যটুকুও হাওয়া হয়।
  • sm | 53.251.89.181 | ২৩ আগস্ট ২০১৬ ১১:০৪720218
  • পি সি রায়?ভুলে গেলে চলবে- বেঙ্গল কেমিক্যাল? মাত্র একজন ব্যতিক্রম, এরম লেখার মানে কি? আর কেউ কিস্যু জানে না?
  • dc | 132.164.108.146 | ২৩ আগস্ট ২০১৬ ১১:০৭720220
  • তাতে আপনার কি?
  • dc | 132.164.108.146 | ২৩ আগস্ট ২০১৬ ১১:০৮720221
  • আগের পোস্টটা বিপের পরে হবে।
  • bip | 183.67.3.44 | ২৩ আগস্ট ২০১৬ ১১:০৯720222
  • লেনিনপন্থীরা বিরেন মুর্খার্জির এই হাল করে ছেরেছিল।

    With persistent labour trouble in his plant in the late sixties, Sir Biren was a broken man. He said, “I see before my eyes a vast industrial complex, with which I was associated for nearly 40 years crumbling to dust.” IISCO was taken over by the government in 1972.[7] It was a somewhat sad end for a man who had led the company to its pinnacle of glory. He did not court the establishment which cost him dearly.[8]
  • বিপ | 183.67.3.44 | ২৩ আগস্ট ২০১৬ ১১:১১720223
  • সরি প্রফুল্ল রায়কে উল্লেখ করা উচিত ছিল । বেঙ্গল কেমিক্যাল বিরাট সফল ব্যবসা সেই সময়ের।
  • dc | 132.164.108.146 | ২৩ আগস্ট ২০১৬ ১১:১২720225
  • লেনিনপন্থীরা কি আপনার আরোআই কমিয়ে দিচ্ছে? আপনিই কি বীরেন?
  • | 213.132.214.87 | ২৩ আগস্ট ২০১৬ ১১:১২720224
  • বিপের মনে এত রাগ। উনি একটু যোগা করলে পারেন তো!!
  • PT | 213.110.242.6 | ২৩ আগস্ট ২০১৬ ১১:১৭720226
  • "এলেন। সেই ১৯১৭ সাল থেকেই এলেন। ওই সময় থেকেই বাঙালী বুদ্ধিজীবিকূল আস্তে আস্তে কমিনিউস্টদের দিকে ঝুঁকতে থাকে।"
    ঐ সময় কালে এবং আরো অনেক দিন পর্যন্ত শুধু বাঙালী নয় সারা বিশ্বের অনেকেই "কমিনিউস্টদের দিকে ঝুঁকতে থাকে!!"

    "IISCO was taken over by the government in 1972. It was a somewhat sad end......"
    তখন দিল্লী বা রাজ্যে কারা ক্ষমতায়?

    ওরে বাপুরে (বিপ-রে!) এবারে সব ঘেঁটে যাচ্ছে যে!!
  • Arpan | 233.227.101.57 | ২৩ আগস্ট ২০১৬ ১১:১৮720227
  • সে স্যার বিরেন!
  • bip | 183.67.3.44 | ২৩ আগস্ট ২০১৬ ১১:৪১720228
  • PT
    Learn in details as to how INTUC become CITU in IISCo..
    will be eyeopener for your knowledge of trade unionism
  • Ranjan Roy | ২৩ আগস্ট ২০১৬ ১১:৫২720229
  • ধ্যাৎ! রবীন্দ্রনাথ খালি অধ্যাত্ম মারান নি। উনি কো-অপারেটিভ ব্যাংক খুলেছিলেন --পতিসরে ও বোলপুরে। নোবেল প্রাইজের টাকাও কোঅপারেটিভ ব্যাংকেই রেখেছিলেন। ওঁর পল্লী-উন্নয়ন নিয়ে একটা ইন্টিগ্রেটেড মডেল ছিল। তাতে অনেক বিশিষ্ট লোককে জুড়ে ছিলেন।
    সেই যুগে বোলপুর-সুরুল থেকে ডেলিভারির জন্যে অসুস্থ মেয়েদের বিনেপয়সায় কোলকাতার হাসপাতালে আনানোর জন্যে এম্বুলেন্স, কৃষির জন্যে চাষীদের শস্তায় বীজধান দেওয়া,ফার্ম মেকানাইজেশনের জন্যে চেষ্টা ( ছেলে রথীকে এর জন্যে আম্রিকায় শিখতে পাঠানো), হেল্থ, জঙ্গল ঝোপ-ঝাড় সাফ করে মশা ও ম্যালেরিয়া জাতীয় অসুখ ঠেকানো ইত্যাদি।
    অনেক ব্যাপারেই দাড়িদাদু সময়ের থেকে এগিয়ে। সেইসময়ের সুবাদে শুধু মেয়েদের কম বয়সে বিয়েটা দেখলেই চলবে?
  • PT | 213.110.242.8 | ২৩ আগস্ট ২০১৬ ১১:৫৩720231
  • বিপ
    রাজ্যে ও দেশের সেই সময়ের ক্ষমতাশালীরা ভীষণ রকমের বাম-বিরোধী ছিল। সেই ইতিহাসটাও একবার ক্রশ চেক করে নেবেন।

    কিন্তু নিজের খোঁড়া ঘোড়াটাকে গাড়ীর পেছনে জুতে দেওয়ার আগে একবার ভেবে দেখবেন যে এই পিক এন্ড চুস করে ইতিহাসকে দেখা যায় না। চরম ও পরম বাম বিরোধীরা তারো আগে এই কম্মটি করেছিলঃ
    "The Government of India ......nationalised the 14 largest commercial banks with effect from the midnight of 19 July 1969..........A second dose of nationalisation of 6 more commercial banks followed in 1980."

    তখন সারা দেশ জুড়েই একট "সমাজতান্ত্রিক" আবহাওয়া। তাহলে ধরে নিতে হয় যে মহামতি লেনিন ভারত সরকারের মগজও দখল করে নিয়েছিলেন।
  • Porphyrion | 131.241.218.132 | ২৩ আগস্ট ২০১৬ ১১:৫৮720232
  • আহা, রঞ্জনদা - বল্লাম তো, বিপ পড়ে অনেক, কিন্তু ইনফারেন্স টানে ওই নিউমোনিয়া এক্সপেরিমেন্টের মত। কনটেক্সট সম্পর্কে ধারণা না থাকলে তাই হয়। ১৯১৭ কে ২০১৬য় ফেলে দেখতে যায়।
  • Arpan | 233.227.101.57 | ২৩ আগস্ট ২০১৬ ১২:০৩720233
  • ইসে, আমার ১০ঃ২৭ এর কোচ্চেনটা?
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ২৩ আগস্ট ২০১৬ ১২:৩১720235
  • সমস্ত সমস্যা সলভ করবার একটাই উপায় আছে। সেটা হচ্ছে, ক্যারিবিয়ান পুরুষত্বের আমদানী। একেবারে ধন্বন্তরী। অন্য টইয়ের ক্রস রেফারেন্স টানবার জন্য দুঃখিত।
  • রোবু | 213.132.214.87 | ২৩ আগস্ট ২০১৬ ১২:৩১720234
  • উত্তর পেতে হলে মেসোকে প্রশ্ন করুন। এখেনে সুবিধে হবে না।
  • কালীদা | 186.126.252.12 | ২৩ আগস্ট ২০১৬ ১২:৫১720236
  • মেসোর বদলে 'হানিদা'কে করলে হবা?
  • সিকি | ২৩ আগস্ট ২০১৬ ১৪:৩৯720237
  • আচ্ছা, মহামতি ভগৎ সিংও কি বাঙালি ছিলেন?
  • Ela | 104.13.38.114 | ২৪ আগস্ট ২০১৬ ০০:৫৭720238
  • কাউকে ঝগড়া করতে দেখলে আমার যে খারাপ লাগে সেটা এতদিনে কেউ বুঝেছে! সব্বাইকে একমত দেখে কী আনন্দ কী আনন্দ! সবাইকে ৫০টা করে কাঁঠাল দিয়ে গেলাম।
  • bip | 183.67.3.44 | ২৪ আগস্ট ২০১৬ ০১:০৯720239
  • @PT
    তাহলে ধরে নিতে হয় যে মহামতি লেনিন ভারত সরকারের মগজও দখল করে নিয়েছিলেন।

    >>>
    একদম তাই। নেহেরুত স্টেট ক্যাপিটালিজমের আইডিয়া স্টালিনের কাছ থেকেই পেয়েছিলেন। সোভিয়েত মডেলেই চলতে চেয়েছিলেন নেহেরু। ইন্দিরা গান্ধীত লন্ডন জীবনে ইন্ডিয়া লীগের মেম্বার যারা ছিল পাঁড় বলশেভিক প্রভাবিত ( যার মধ্যে জ্যোতিবোস ও ছিলেন )। বলশেভিক বিপ্লবের আগে স্টেট ক্যাপিটালিজমের আইডিয়াটা ছিল না-স্টালিন প্রথমে দেখান স্টেট ক্যাপিটালিজম পসিবল।
  • বিপ | 183.67.3.44 | ২৪ আগস্ট ২০১৬ ০১:১৩720240
  • ধ্যাৎ! রবীন্দ্রনাথ খালি অধ্যাত্ম মারান নি। উনি কো-অপারেটিভ ব্যাংক খুলেছিলেন --পতিসরে ও বোলপুরে। নোবেল প্রাইজের টাকাও কোঅপারেটিভ ব্যাংকেই রেখেছিলেন। ওঁর পল্লী-উন্নয়ন নিয়ে একটা ইন্টিগ্রেটেড মডেল ছিল।

    >> রবীন্দ্রনাথ পল্লীজীবনের জন্য অনেক কিছু করেছিলেন-কিন্ত লাভ করেছিলেন কি? তার কোয়াপরেটিভ ত লসে চলত। সেটাকে কি ব্যবসা করা বলে ? স্যোশাল সার্ভিস আর ব্যবসার মধ্যে গোলালেন কিন্ত।

    লাভ করেছিলেন প্রফুল্ল রায়। ৭০০ টাকা ইনভেস্ট করে একটা বাড়ি ভাড়া নিয়ে বেঙ্গল কেমিক্যালের শুরু। নেক্সট ত্রিশ বছরের মধ্যে তিনটে ফ্যাক্টরি হয়ে গেল। বাংলার প্রথম সফল স্টার্টাপ উনার। বীরেন মুখার্জির বাবা ও আসলে বৃটিশ টেকনোলজি ধার করেই কাজ করেছেন-যেখানে প্রফুল্ল রায়ের নো হাও টা সম্পূর্ন নিজের।
  • PT | 213.110.242.20 | ২৪ আগস্ট ২০১৬ ০৭:৫৯720242
  • আমি যার পর নাই আনন্দিত।
    তাহলে এত বাক্যব্যয়ের পরে মোদ্দা কথা হল যে শুধু বাঙালী নয়, গোটা ভারতের শাসকদলকেই মহামতি লেনিন বগল্দাবা করে ফেলেছিলেন। কিন্তু পাকা আপেলটির মত টুপ করে ইন্দিরা ইতিহাসের শুরুতেই কোথা থেকে খসে পড়লেন? তার আগে তো নেহেরুর সোভিয়েত প্রভাবিত অর্থনীতি। তা তিনিও কি জ্যোতি বসুর বল্শেভিকতুতো ভাই ছিলেন নাকি? এতো দেখছি ইতিহাসের লুঙ্গি ধরে টানাটানি চলছে।
    তাইত কবি বলিয়াছেনঃ "খর্গপুরে হয়নি বৃষ্টি, দায়ী যত কমুনিস্টি"!!!!!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন