এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কাশ্মীর নিয়ে বামেদের কুম্ভীরাশ্রু

    bip
    অন্যান্য | ১৯ আগস্ট ২০১৬ | ৭৮৬৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • bip | 183.67.3.44 | ২৩ আগস্ট ২০১৬ ০৯:১১720177
  • পিটি এখনো মাশুল সমীকরন নীতিকে দায়ী করে। মাইরি ডাইনোসরগুলো বেঁচে উঠবে-কিন্ত সিপিএম বদলাবে না।
  • dc | 132.164.108.146 | ২৩ আগস্ট ২০১৬ ০৯:১৭720178
  • আবার সিপিএমকে নিয়ে পড়লেন! দেয়ার ইস সামথিং অ্যাবাউট বিপ অ্যান্ড সিপিএম :p
  • বিপ | 183.67.3.44 | ২৩ আগস্ট ২০১৬ ০৯:১৯720179
  • মারোয়াড়িরা বাঙালীর ব্যবসা নিয়ন্ত্রন করা শুরু করে, উনবিংশ শতাব্দির শেষ দিক থেকে। জগত শেঠ ভাত্রৃদ্বয় উমিচাঁদ এবং রায়চাঁদের ব্যবসা প্রথমে মীর কাশেম, পরে ক্লাইভ নিজেই ধ্বংস করেন। ফলে উনবিংশ শতাব্দির মধ্য পর্যন্ত বাঙালীর চান্স ছিল-এবং প্রিন্স দ্বারকানাথ ঠাকুর-সেটাই ভাল করে কাজে লাগিয়েছিলেন। কিন্ত দুর্ভাগ্য এই যে বাঙালী খুব সহজেই আধ্যাত্মিকতা কবিতার মদ্যে হেজিয়ে যায়-যা ঠাকুর বাড়ির হয়েছিল। ফলে প্রিন্স দ্বারকানাথের নাতি রবীন্দ্রনাথের হাল ছিল মারোয়ারিদের কাছে ধার করে ৭% রেটে সুদ গোনা।
  • বিপ | 183.67.3.44 | ২৩ আগস্ট ২০১৬ ০৯:২২720180
  • মহারাষ্ট্রে পুনে এবং নাসিক এরিয়াতে বিজনেস মারাঠিদের হাতেই। মুম্বাই শুধু গুজরাতিদের হাতে। সুতরাং মারাঠিদের সাথে বাঙালীদের তুলনা চলে না।
  • π | ২৩ আগস্ট ২০১৬ ০৯:২৩720181
  • ৩) বড় কোম্পানীর এইচ আর দের ঘুঁশ দিয়ে ক্যাম্পাসিং করিয়ে ছাত্রদের মুর্গী করা ( এটা খুব ডিটেলস এবং ইনভলভ স্টোরি)

    ---

    এইটা কী কেস ?
  • PT | 213.110.242.23 | ২৩ আগস্ট ২০১৬ ০৯:২৫720183
  • বিপ, ইতিহাস আপনার বিষয় নয়, হজমও করতে পারেন না। তাই গাড়ীর পেছনে ঘোড়াটাকে জুতে দেওয়ার বিস্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

    ভাল রাস্তা, অবামপন্থী সরকার ইত্যাদি উড়িষ্যাতে বহুদিন ছিল। সেখানে ব্যবসা বিশেষ কলকে পায়নি কিংবা উড়িষ্যাবাসীরাও বিখ্যাত ব্যবসায়ী হয়ে ওঠেনি। উড়িষ্যা ছাড়াও পব-র পাশাপাশি রাজ্যগুলোতেও কোনকালে বামেরা বিশেষ কিছু করতে পারে নি। সেই রাজ্যের মানুষেরাও বিশাল ব্যবসায়ী হয়ে ওঠেনি।

    সঙ্গে অবশ্যই রাজ্যের "HDI"-টাও দেখবেন। ব্যবসার কারণে মানুষের কি উপকার হচ্ছে। ওটা ছাড়া ব্যবসার ইতিহাস সম্পূর্ণ হয়না। ঐ তালিকায় সফল ব্যবসায়ী মাড়োয়ারী দের রাজ্য কিংবা ধর্মঘট, হরতালহীন ও দারুণ মসৃণ রাজপথের রাজ্য গুজরাটের অবস্থান খুবই করুণার উদ্রেক করে। সেখানে এক নম্বরে ব্যব্সায়ীহীন কেরালা বহুদিন রাজত্ব করছে।

    চোখের ঠুলীটা খুলুন, চারপাশটা দেখুন, "de-industrialisation and capital flight" বলতে কি বোঝায় সেটা অনুধাবন করুন তারপরে ইতিহাস নিয়ে ভাবার চেষ্টা করবেন।
  • Rit | 213.110.242.21 | ২৩ আগস্ট ২০১৬ ০৯:২৫720182
  • নীরদ সি চৌধুরী মডেল। আত্মঘাতী বাঙালি ও আত্মঘাতী রবীন্দ্রনাথ। উফ্ফ!
  • Porphyrion | 131.241.218.132 | ২৩ আগস্ট ২০১৬ ০৯:২৮720184
  • এন্টারোক্যুইনল ব্যানড জানি, তবে মনে হচ্ছে ওইটে ছাড়া কাজ হবে না।
  • dc | 132.164.108.146 | ২৩ আগস্ট ২০১৬ ০৯:২৯720185
  • বিপ কি ব্যাবসায়ী না ঐতিহাসিক? ব্যাবসা করতে গিয়ে আপনি বাঙ্গালি, মারোয়ারি, গুজরাতি, সিন্দি, মারাঠি এইসব জাতির ১০০ বছরের ইতিহাস পর্যালোচনা করেন নাকি? কি কান্ড!
  • bip | 183.67.3.44 | ২৩ আগস্ট ২০১৬ ০৯:৩৬720187
  • ওহো পাই। পশ্চিম বঙ্গ সহ অনেক প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ চলে শুধু ক্যাম্পাসিং এর জোরে। ক্যাম্পাসিং এ কোম্পানীকে আনতে গেলে, এইচ আর দের ঘুঁশ দিতে হয়। অনেক ক্ষেত্রে ঘুসটা কোম্পানীর মালিকের কাছেও যায়। স্ক্যামটা এই যে কোম্পানীটার সেক্টর ফাইভে বেশ বড় সর অফিস থাকতে হবে যাতে কোম্পানী বলে মনে হয়। তারপরে এরা ক্যাম্পাসে গিয়ে ১০-২০টা মুর্গীকে এপইয়েন্ট মেন্ট লেটার দেবে। সেখানে লেখা থাকবে প্রথম ছমাস ট্রেনিং করার পরে পার্মান্টেন্ট করা হবে। ইন্টার্নশিপ চলা কালীন কোন টাকা দেওয়া হবে না। এদের নিয়ে ছমাস বাদে ভাগিয়ে দেওয়া হয় কাজ জানে না বলে। মধ্যে খান থেকে এইচ আর আর ওই কোম্পানীর মালিক বেশ কিছু টাকা করে নিল ছাত্রপতি কলেজ মালিকের কাছ থেকে। যারা একটু চালু ভারতের কিসব সব স্কিল মিশন আছে সেখান থেকেও টাকা মারে-সেখানে ইন্টার্ন প্রতি কয়েক হাজার করে পায়।

    কোলকাতায় ব্যবসা করতে নেমে, অনেক কালো গলি চিনছি। এই শহরে ব্যবসায়ী আর চোর ডাকাতের মধ্যে পার্থক্য নেই। তবে ভাল লোক, ভাল ব্যবসায়ীও আছে। তারা নেহাত ব্যতিক্তম।
  • Porphyrion | 131.241.218.132 | ২৩ আগস্ট ২০১৬ ০৯:৩৭720188
  • ঘুঁশ, ঘুষ আর ঘুসের মধ্যে তফাত কী?
  • রোবু | 213.132.214.87 | ২৩ আগস্ট ২০১৬ ০৯:৪৫720189
  • ইয়ে, কাশ্মীর এর ব্যাপারটা?
  • Porphyrion | 131.241.218.132 | ২৩ আগস্ট ২০১৬ ০৯:৪৭720190
  • এ বাবা, রোবু গরু আর শ্মশানের গল্পটা পড়েনি!
  • kc | 132.163.46.85 | ২৩ আগস্ট ২০১৬ ০৯:৫০720191
  • তফাৎ টা ওই, মঠ মিশন আর সেবাব্রত র মধ্যের তফাতের মতন।
  • sm | 53.251.89.181 | ২৩ আগস্ট ২০১৬ ০৯:৫৪720192
  • মারোয়াড়িরা বাঙালীর ব্যবসা নিয়ন্ত্রন করা শুরু করে, উনবিংশ শতাব্দির শেষ দিক থেকে। জগত শেঠ ভাত্রৃদ্বয় উমিচাঁদ এবং রায়চাঁদের ব্যবসা প্রথমে মীর কাশেম, পরে ক্লাইভ নিজেই ধ্বংস করেন। ফলে উনবিংশ শতাব্দির মধ্য পর্যন্ত বাঙালীর চান্স ছিল-এবং প্রিন্স দ্বারকানাথ ঠাকুর-সেটাই ভাল করে কাজে লাগিয়েছিলেন। কিন্ত দুর্ভাগ্য এই যে বাঙালী খুব সহজেই আধ্যাত্মিকতা কবিতার মদ্যে হেজিয়ে যায়-যা ঠাকুর বাড়ির হয়েছিল।
    ---
    তাইলে কি খাড়াইলো? মাড়োয়ারি, ঊনবিংশ শতাব্দী থেকেই রাজ করছিলো। তখন লেনিন এর *** ছিল না।অর্থাৎ বাম পন্থা, অন্তরায় হয়নি।
    ঠাকুরবাড়ি সফল হয়নি- কারণ আধ্যাত্মিকতা ।
    এবার বামপন্থা বা কম্যুনিজম আর আধ্যাত্মিকতা হলো তেল আর জল।
    ঠিককরে বলো, কোনটা প্রধান কারণ।
    আর একটা কথা নিজেই স্বীকার করলে মুম্বাই গুজরাটি দের কন্ট্রোল এ।মুম্বাই বাদ দিয়ে মহারাষ্ট্রের অর্থনীতি মানে কি সব্বাই জানে।
    নাসিক আর পুনের ব্যবসা মারাঠিদের হাতে; এর সপক্ষে কোনো তথ্য বা ডেটা? নাকি এটাও তোমার মনগড়া ধরে নেবো?
  • sm | 53.251.89.181 | ২৩ আগস্ট ২০১৬ ০৯:৫৫720193
  • ঊনবিংশ নয় ওটা অষ্টাদশ হবে।
  • Porphyrion | 131.241.218.132 | ২৩ আগস্ট ২০১৬ ১০:০২720194
  • বিপ প্রচূর পড়ে, মুশকিল হল হজম করতে পারে না। ইনফারেন্সে গন্ডগোল:-p

    গত বছর NIPS-এ একটা ইনভাইটেড টক-এ এক সাইন্টিস এরকম একটা গল্প বলেছিলেন। নিউমোনিয়া ডেটাসেট নিয়ে অনেক অ্যানালিসিস করে শেষ অবধি মেশিনে সিদ্ধান্ত নিল যে asthma থাকলে নিউমোনিয়া থেকে সেরে ওঠার প্রোব্যাবিলিটি বেশি। লোকজনের মধ্যে হইচই লাগলো। শেষে একজন ডাক্তার এসে বল্লেন যে কোনো নিউমোনিয়া পেশেন্টের asthma থাকলে তার আরো বেশি অ্যাগ্রেসিভ ট্রীটমেন্ট করা হয়, সে কারণে তারা হাসপাতাল থেকে জলদি ছাড়া পায়। নট দ্যাট যে asthma থাকলে নিউমোনিয়া মর্টালিটি কম হয়:-p
  • dc | 132.164.108.146 | ২৩ আগস্ট ২০১৬ ১০:০৮720195
  • কোরিলেশান, অ্যাসোসিয়েশান আর কজালিটি।
  • bip | 183.67.3.44 | ২৩ আগস্ট ২০১৬ ১০:১৪720196
  • পুনে নাসিক এরিয়াতে আমার ড্রিস্টিবিউটর আছে-সেখানে যাতায়াত ও আছে। সেই সূত্রে কিছুটা যা দেখি তাই লিখলাম।

    মুম্বাই বাদ দিয়ে মহারাষ্ট্রের কিছু নেই-মানলাম না। পুনে, নাগপুর নাসিক -অনেক সমৃদ্ধ এরিয়া।
  • বিপ | 183.67.3.44 | ২৩ আগস্ট ২০১৬ ১০:২৩720198
  • বৃটিশরা আসার আগেও কোলকাতায় সপ্তগ্রামের ব্যবসা ছিল। তা বাঙালীদের।

    জগত শেঠ কোলকাতায় অনেকগুলো বাড়ি কেনেন। পলাশীর পরে বৃটিশরাও তাকে খাতির করে নি। মীর কাশিম কোতল করে দিয়েছিল। ক্লাইভ বিশ্বাস ঘাতকতা করে। ফলে কোলকাতায় সেই অর্থে মারোয়ারি ব্যবসায়ী ছিল না ১৭৬৫-১৮৪০ সাল পর্যন্ত।

    ১৮৩০-৪০ সাল থেকে যেই আস্তে আস্তে কোলকাতার গুরুত্ব বাড়তে থেকে দিল্লী এবং উত্তর ভারতের ব্যবসায়ী শ্রেনী কোলকাতায় আসতে থাকে। নব্য মারোয়ারীদের অধিকাংশের ব্যবসা ছিল উত্তর ভারত থেকে বেশ্যা এবং বাইজি আনার।

    অন্যদিকে বাঙালী জমিদাররা নিজেদের উদবৃত্ত ক্যাপিটাল বাইজি,মদ, সংস্কৃতি এবং নাটকে উড়িয়েছেন। দ্বারকানাথ ছিলেন ব্যতিক্রম। উনি অবশ্য বাইজি এবং বেশ্যার ব্যবসাও করতেন। দ্বারকানাথ ভারতের প্রথম আধুনিক আন্তারপ্রেনার যিনি কয়লার ব্যবসাটা ঠিক ঠাক ধরেন স্টিম ইঞ্জিনের সাথে সাথে।

    কিন্ত অন্য দ্বারকানাথ উঠলো না-বাঙালীর মধ্যে থেকে জামসেদজি টাটার জন্ম হল না। দ্বারকানাথের বংশধরদের মধ্যে কেউ জামসেদজি টাটা হতে পারল না। কারন ওই অধিক আধ্যাত্মিকতার চর্চা- টাটার বদলে জন্মাল বিবেকানন্দ, রবীন্দ্রনাথ। সব কথা বেচা পাবলিক।

    তা সত্ত্বেও বিংশ শতাব্দির প্রথমে কিছু আধুনিক বাঙালী ব্যবসাদার জন্মায়। বামপন্থী জমানায় সেইসব ব্যবসায়ীরাও অধিকাংশ বাংলা ছেড়ে পালায়।
  • dc | 132.164.108.146 | ২৩ আগস্ট ২০১৬ ১০:২৬720199
  • সো? হোয়াট ইজ ইয়োর পয়েন্ট?
  • Arpan | 24.195.226.234 | ২৩ আগস্ট ২০১৬ ১০:২৭720200
  • সবই তো বুঝলাম কালিদা, একটা জিনিস বাদে। এত জ্ঞানপাপী হওয়া সত্বেও বিপবাউ পঃবঙ্গকে আঁকড়ে পড়ে রয়েছেন কেন? সস্তায় লেবার, অফিসস্পেস এসব পাওয়া যায় বলে?
  • π | ২৩ আগস্ট ২০১৬ ১০:২৯720201
  • এখন অবামপন্থী জমানায় আপনার ব্যবসা করতে সুবিধে হচ্ছে ?
  • dc | 132.164.108.146 | ২৩ আগস্ট ২০১৬ ১০:৩০720203
  • আমিও বুঝছিনা পব নিয়ে এই হ্যাজ দেওয়ার কি মানে।
  • রোবু | 213.132.214.87 | ২৩ আগস্ট ২০১৬ ১০:৩০720202
  • কাশ্মীর নিয়ে রবীন্দ্রনাথের কুম্ভীরাশ্রু - নাম একটা টই হয়ে যাক।
  • | 213.132.214.87 | ২৩ আগস্ট ২০১৬ ১০:৩৩720204
  • বিপের সবার বিরুদ্ধে অভিযোগ..
  • robu | 213.132.214.87 | ২৩ আগস্ট ২০১৬ ১০:৩৯720206
  • বিপ এর ক্যাপ মাইরি। আমি আর এসএম বাবু পর্যন্ত এক সাইডে হয়ে গেছি। পিটিদা আর বোতিন্দাও।
  • robu | 213.132.214.87 | ২৩ আগস্ট ২০১৬ ১০:৩৯720207
  • ক্যাপা।
  • avi | 125.187.34.132 | ২৩ আগস্ট ২০১৬ ১০:৪৪720209
  • কাশ্মীর হয়ে সিন্ধু বয়ে আসে। বয়ে যায় মহেঞ্জোদারো সংলগ্ন ছায়া-সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলির পাশ দিয়ে। সেখানে বাস করত এক করাল কুম্ভীর। ছোটবেলা থেকে টিভিতে অলিম্পিক দেখে দেখে তার শখ হয় হাইজাম্পে মেডেল জেতার। কিন্তু ফ্ল্যাট বেলি ও শর্ট লেগসের কারণে পদক জেতা কঠিন মনে হওয়ায় সে ডিফিকাল্টি লেভেল বাড়ায়। জল থেকে টেক অফ করা প্র‍্যাকটিস করে। সে জানত না যে এক জ্যাভলিন থ্রোয়ার গোকুলে বাড়ছে, যে কিনা শায়িত অবস্থায় জ্যাভলিন চার্জ করায় দক্ষ। ত্রিশূলবিদ্ধ হয়ে তলিয়ে যেতে যেতে ভেসে ওঠে সেই করাল কুম্ভীর। তার চোখের অশ্রু বয়ে যায় জলে, সাক্ষী থাকে বাম দিকের কুক্ষিগত ব্যবসামুখী মহেঞ্জোদারো। এই হল কাশ্মীর, বাম এবং কুম্ভীরাশ্রুর প্রাগৈতিহাসিক প্রেক্ষাপট।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন