এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কাশ্মীর নিয়ে বামেদের কুম্ভীরাশ্রু

    bip
    অন্যান্য | ১৯ আগস্ট ২০১৬ | ৭৮৫৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Abhyu | 212.78.239.124 | ২২ আগস্ট ২০১৬ ০৯:৫৯720333
  • "লেনিনের আসল জীবনীটা আমিও লিখতে পারতাম। কিন্ত সময়ের অভাবে লেখা হয় নি।"

    লেগে পড়ুন। প্রকাশ করতে সমস্যা হলে স্পনসর নিশ্চয়ই পাওয়া যাবে গুরু থেকেই। সময়ের অভাবটা কিছু না। এইরকম টই লেখা বন্ধ করে জীবনী লিখতে সাজেস্ট করি, তাতে বেশি কাজের কাজ হবে।
  • dc | 132.174.183.139 | ২২ আগস্ট ২০১৬ ১০:০২720334
  • বিপের এই হাহুতাশটা বুঝিনা। লেনিন কবে মরে ভূত হয়ে গেছে, তার দেশটাও ভেঙ্গে টুকরো হয়ে গেছে, পৃথিবীতে বেশীর ভাগ লোক লেনিনকে নিয়ে মাথাও ঘামায়না। আপনি লেনিনকে নিয়ে অতো চিন্তিত কেন?
  • Porphyrion | 131.241.218.132 | ২২ আগস্ট ২০১৬ ১০:০৪720335
  • এইখানে একটু টেকনিক্যাল ভুল হল। পরশুরাম লিখে গেছেন - যে যারা নাস্তিক, তারা মরলে কার্বন-হাইড্রোজেন-নাইট্রোজেন ইত্যাদি গ্যাসে পরিণত হত। ভূত হয় আস্তিকরা - তারও আবার রকমফের আছে। লেনিন যদ্দূর জানি নাস্তিক ছিলেন।
  • সিকি | 165.136.80.173 | ২২ আগস্ট ২০১৬ ১০:১৪720336
  • আমেরিকানদের একটা প্রতিপক্ষ লাগে, অনেকটা আমাদের দেশের দেশভক্তদের মত। লেনিন নেই, সোভিয়েত নেই তো কী হয়েছে? সে তো অ্যালিয়েনও নেই। কিন্তু আমেরিকানদের দেশভক্তি ঐ লেভেলে - হয় অ্যালিয়েন, নয় কেজিবি, না হলে কমিউনিস্ট, অথবা মুসলমান (এটা অন স্ক্রিন দেখানো যায় না, তাই অফ স্ক্রীন চলে) কিংবা ব্ল্যাক। একটা কিছু সামনে খাড়া না করলে সাচ্চা আমেরিকানত্ব দেখানো যায় না।
  • Porphyrion | 131.241.218.132 | ২২ আগস্ট ২০১৬ ১০:১৭720337
  • এলিয়েন নেই কে বল্ল? বিপ কি সেটা এখনো প্রমাণ করেছে? আগে করুক, তার পর বোলো :-p
  • bip | 183.67.3.44 | ২২ আগস্ট ২০১৬ ১৯:১৭720338
  • বিপের এই হাহুতাশটা বুঝিনা। লেনিন কবে মরে ভূত হয়ে গেছে, তার দেশটাও ভেঙ্গে টুকরো হয়ে গেছে, পৃথিবীতে বেশীর ভাগ লোক লেনিনকে নিয়ে মাথাও ঘামায়না। আপনি লেনিনকে নিয়ে অতো চিন্তিত কেন?

    >>>>
    পৃথিবীর অধিকাংশ দেশের মধ্যে বাঙালী নেই। এটাই সমস্যা। নইলে ৯১ এর কমিনিউজমের পতনের পরেও এখানে প্রায় ২৫ বছর লাগত না কমিনিউউস্ট নিশ্চিহ্ন করতে।

    এই লেনিন স্টালিনের রূপকথায় বিশ্বাস করে পশ্চিম বাংলার কত শত ছেলে মেয়ে নিজেদের কেরিয়ার নষ্ট করেছে এবং পশ্চিম বঙ্গকেও ধ্বংস করেছে? আলটিমেট নিট ফল কি? পশ্চিম বঙ্গে ব্যবসা পুরোপুরি মেরোদের হাতে। মাই সংস্কৃতিটুকু পর্যন্ত।

    সেক্টর ফাইভ সহ কোলকাতার যেকোন রিয়ালরেস্টেটে-হাতে গোনা কিছু বিল্ডিং বাঙালীদের-বাকি সব কিছু মাড়োয়ারীদের।

    এর পেছনে এই লেনিনপন্থীদের অবদান অনেক কিছু। গুজরাতে যারা একটু অন্যধরনের ভাবে তারা কিছুটা বয়স হলেই নিজের ধান্দা খুলে বসে। এই ভাবেই গুজরাতি এবং মারোয়াড়িরা আজকে ভারতের চালিকা শক্তি। বাঙালি শুধুই চাকর বাকর ভিখিরি আর শিক্ষিত চাকুরে হলে স্লোগান মাস্টার। কারন এইসব ইডিয়ট লেনিনপন্থীরা বাঙালী যুব শক্তির ব্রেইন ওয়াশ করে, এদেরকে ব্যবসা বিমুখ করেছে। তার নিজেদের ছেলেমেয়েদের হাইস্কুল প্রাইমারী স্কুলের চাকরিতে ঢুকিয়েছে যেখানে সরকার বেতন দেয় মার্কেট থেকে ধার করে। ফোলে গোটা রাজ্যে অর্থনৈতিক, বৌদ্ধিক এবং সাংস্কৃতিক দেউলিয়াপনা। এর পেছনে লেনিনিজমের হাত নেই বলছেন?
  • Porphyrion | 37.63.129.216 | ২২ আগস্ট ২০১৬ ১৯:২৫720339
  • beep beep (সেন্সর বোর্ডের)
  • dc | 132.178.49.148 | ২২ আগস্ট ২০১৬ ১৯:২৬720340
  • ইয়ে, পড়তে গিয়ে মাঝামাঝি এসে ভয়ানক হোঁচট খেলাম। ওই ব্যাপারটা যদ্দুর জানি মেরোরা এখনো পুরোপুরি হস্তগত করতে পারেনি, তবে লেনিনপন্থীদের বিষয়ে জানিনা।
  • | 213.132.214.88 | ২২ আগস্ট ২০১৬ ১৯:৩৫720341
  • ওটা মায় হবে ঃ)
  • PT | 213.110.242.23 | ২২ আগস্ট ২০১৬ ২১:১১720154
  • "কারন এইসব ইডিয়ট লেনিনপন্থীরা বাঙালী যুব শক্তির ব্রেইন ওয়াশ করে, এদেরকে ব্যবসা বিমুখ করেছে।"

    ৬ বছর পরেও এত হাহুতাশ?
    গোটা রাজ্জ নীলবন্ন ধারণ করেচে। টামে-বাসে-টেনে কোন বাঙালী এখন রাজনীতির আলোচনা করেনা। কোন ধম্মঘট নেই, হত্তাল নেই, দিদি বা পিসী না ডাকলে কোন মিছিল বা পদযাত্তাও নেই। নাট্টমন্চে আবার "ভেতরের জামা" ছেঁড়ার নাটক নতুন মহিমায় ফিরে এসেচে। কিশোর বালক ও তরুন যুবারা ইয়ং বেঙ্গলদের কাপি করে মদের বোতল বগলে লাপালাপি করে কিংবা মন্দামণির বালিতটে ঘোড়ার গাড়ীর বদলে মোটর গাড়ীর রেস করতে গিয়ে পেরান দিচ্চে। পাড়ায় পাড়ায় রথযাত্তা থেকে দুগ্গোপুজো থেকে ষষ্টিপুজো মহা সমারোহে পালিত হচ্ছে। ১০০ ঢাকের বাদ্দির বদলে ইয়া বড় বড় বাস্কো বসিয়ে দুড়ুম দুড়ুম শব্দে গান-বাজনার আসর বসচে। কানের তালা ফাটল বলে যারা কম্পেলেন করছে তাদের খুব কম হলে জুতোপেটা নাহলে লাঠিপেটা করা হচ্চে। গোটা কলকাতার বাসস্টপগুলো দেখলে মনে হয় বাঙালী আবার রবীদা-কাজীদা-বিবেকদা-ঈশ্বরদা কে আঁক্ড়ে ধরে ১০০-১৫০ বছর পিচিয়ে গিয়েচে। এবারে দ্বারকানাথ ঠাকুর পজ্জন্ত পৌঁচুতে পারলেই কেল্লা ফতে। বাঙালী আবার ব্যবসায় মননিয়োগ করবে আর তখন বিপ নাকে সস্সের তেল ঢেলে নিশ্চিন্তে ঘুমুতে পারবে!!
  • . | 193.82.199.156 | ২২ আগস্ট ২০১৬ ২১:৪০720155
  • তাতে কি হয়েছে, বিপের কার্যতো সিদ্ধ হচ্ছে, ৫ টাকা দিয়ে ৫০০ টাকার কাজ করিয়ে নিয়ে কারুকে টুপি পরাতে পারলেই হল। তাই এই সরকার বেশী শিল্পবান্ধব, আর দিদিকে তেল দিতে হলে বামেদের তেড়ে গাল দিতে হবে। খেয়াল করবেন জাতে মাতাল হলেও তালে ঠিক, কেন্দ্রে ক্ষমতায় আছে বলে বিজেপির বিরুদ্ধে কথা বলে বেওসার ক্ষতি করবেন না উনি।
  • সিকি | ২২ আগস্ট ২০১৬ ২১:৪৮720156
  • নাঃ, আজকে বাদাম্ভাজা নয়, আজ অন্যকিছু খাবো। হ্যাঁরে ব্ল্যাঙ্কি, মোনাক্কা আছে?
  • sm | 53.251.91.245 | ২২ আগস্ট ২০১৬ ২২:৩৪720157
  • আচ্ছা, ওড়িশা, বিহার, ইউপি,অসম,মহারাষ্ট্র। এদের তো এতো লেনিন /স্তালিন পিরিতি নেই।থাকলেও, তারা কোনোদিন ক্ষমতায় আসেনি। তো, সেইসব রাজ্যে ব্যবসা মাড়োয়ারি/গুজু রা কন্ট্রোল করে কিভাবে?
    --
    যেখানে সরকার বেতন দেয় মার্কেট থেকে ধার করে।
    --
    সরকারের তো ধার করেই বেতন দেয়।
    জাপান জিডিপির 200 শতাংশের অধিক, আমেরিকা ও বহু ইউরোপের দেশ 100 শতাংশের অধিক ধার নিয়ে রেখেছে। কেন?
    ওদের বেতন দিতে ধার করতে হয় কেন?
    ---
  • দেবব্রত | 212.142.91.185 | ২২ আগস্ট ২০১৬ ২৩:০৮720158
  • টই টা হচ্ছিল " সুতরাং একটা ভূখন্ডের মানুষ যতক্ষন না অর্থনৈতিক কলোনিয়ালিজমের শিকার না হচ্ছে-তাদের স্বাধীনতা আন্দোলনের পেছনে যুক্তি খোঁজা অর্থহীন।" এবং কাশ্মীরে বিন্দুমাত্র অর্থনৈতিক শোষণ হচ্ছেনা উল্টে ৮০,০০০ কোটি টাকার প্যাকেজ দেবে বলেছে মোদী সুতরাং আজাদ কাশ্মীর দাবী অর্থহীন তা সেখানে লেনিন ,বাকু ,মাই ,মেড়ো এইসব টেনে এনে টই বিপথগামী করবার চক্রান্ত কেন ? বিপ আপনি ফাঁদে পা দেবেন না ।
  • Ranjan Roy | ২২ আগস্ট ২০১৬ ২৩:৫৪720159
  • ঃ))))))
  • কুমড়োপটাশ | 198.155.168.109 | ২৩ আগস্ট ২০১৬ ০০:০৮720160
  • ওরে বাবারে, হাসতে হাসতে মরে যাব তো।
  • b | 24.139.196.6 | ২৩ আগস্ট ২০১৬ ০০:৪৯720161
  • "লেনিনের আসল জীবনীটা আমিও লিখতে পারতাম" এ কথাটা খুব পচুন্দো হোলো।
    তাহোলে হাত মকশো করার জন্যে লেনিনঃ একটি নির্মোহ ব দিয়ে শুরু হোক।
  • bip | 183.67.3.44 | ২৩ আগস্ট ২০১৬ ০১:০০720162
  • আচ্ছা, ওড়িশা, বিহার, ইউপি,অসম,মহারাষ্ট্র। এদের তো এতো লেনিন /স্তালিন পিরিতি নেই।থাকলেও, তারা কোনোদিন ক্ষমতায় আসেনি। তো, সেইসব রাজ্যে ব্যবসা মাড়োয়ারি/গুজু রা কন্ট্রোল করে কিভাবে?
    >>>
    আসামে বাঙালী এবং মারোয়ারী-দুই শ্রেনীই ব্যবসাতে ভাল করেছে। কারন ওখানে বামেরা লেনিনে পচে নি।

    ওড়িশাতে এত মারোয়ারী কন্ত্রোল নেই-স্থানীয় উড়েরা এবং বাঙালীরাও ভাল সম্পতির অধিকারি।

    ইউপি জানি না। বিহারে মারোয়ারীরা পশ্চিম বাংলার মতনই ব্যবসার নিয়ন্ত্রনে কারন ঐতিহাসিক।

    মহারাষ্ট্রে গুজরাতিদের প্রভাব যেমন আছে, মারাঠিদের ও ব্যবসাতে অনেক কিছু আছে। মারাঠিরা বাঙালীদের মতন সম্পূর্ন ভিখিরি না। নিজরাজ্যে সম্পূর্ন নিধিরাম সর্দার না, যেমন বাঙালীরা।

    সরি বাঙালীর মতন ভিখিরি জাত ভারতের আর একটাও নেই। এবং তার কারন লেনিনের মজে রাজ্যটাকে ধ্বংস করা।
  • bip | 183.67.3.44 | ২৩ আগস্ট ২০১৬ ০১:১০720163
  • পিটি
    দিদি রাস্তাঘাট গুলো ভাল করেছে। ধর্মঘট হচ্ছে না। কর্মদিবস নষ্ট হচ্ছে না। এটুকু করলেই আমরা, ব্যবসায়ীরা খুশি।

    পশ্চিম বঙ্গে ব্যবসা করার মূল অসুবিধা মারোয়ারীরদের জন্য। রিয়াল এস্টেট থেকে ইনফ্রাস্টাকচারে প্রাইস খুব বেশী- রিগড করে রেখে দিয়েছে। সরকারি সব জায়গায় ঘুস খাইয়ে মনোপলি করে মার্কেটটাই ধ্বংস করেছে। পশ্চিম বঙ্গে ব্যবসা করার সব থেকে করুন দিক হচ্ছে এই সব অসৎ মারোয়ারীদের সাথে কাজ করতে বাধ্য হওয়া। আগে আমাকে আমার বাঙালী ব্যবসায়ীরা এই অসুবিধার কথা বলত। এখন নিজে মাঠে নেমে হারে হারে টের পাচ্ছি। আর এদের এই মনোপলি করার পেছনে আরেক লেনিনিস্ট জ্যোতিবোসের হাত সর্বাধিক।

    যেকোন দিন তাজ বেঙ্গল বা আই টি সোনার বাংলাতে খেতে যান। দেখবেন সব মারোয়াড়ি ব্যবসায়ী। কালেভদ্রে দু চারটি বাঙালী এন আর আই থাকে।

    তাহলে পশ্চিম বঙ্গে লেনিনপন্থীরা ৩৪ বছর থেকে কি করলো? এইসব অসৎ অসাধু শোষনকারী ধণী শ্রেনীটাকে তাড়াতে পারল? এরাই ত জুটমিলে চা বাগানে পি এফের কোটী কোটি টাকা মারছে। শ্রমিক আত্মহত্যা করছে। এদের টিকি ধরার ক্ষমতা কারুর নেই।
  • সিকি | ২৩ আগস্ট ২০১৬ ০১:৩৭720165
  • যাক, আমার রাত জাগা অর্ধেক সার্থক। এখন বাকি অর্ধেকটাও ...

    ব্ল্যাঙ্কি, মোনাক্কা দিলি না?
  • Ranjan Roy | ২৩ আগস্ট ২০১৬ ০৬:১৩720166
  • বং রে, স্টার্ট আপ জানো না!
    যত মেড়ো- উড়ে মেরে ধরে
    তাড়িয়ে দিলেই ফলত সোনা।
    মার্কেট নামের দাও রে বেড়া,
    লেনিন ঢোকার পথ পাবে না;
    ও যে বিপ পালেরই শক্ত -বেড়া
    গুরুর গরু তাও বোঝে না।
  • bip | 183.67.3.44 | ২৩ আগস্ট ২০১৬ ০৭:২৪720167
  • রঞ্জন বাবু
    পশ্চিম বঙ্গে মার্কেটটা কোথায়? ডিস্ট্রিবিউশন থেকে রিয়াল এস্টেট -সব মনোপলি রিগড বিজনেস মারোয়ারীদের। ফ্রি মার্কেট এবং প্রতিযোগিতা নেই এখানে।
    আমেরিকাতে থাকলে ফ্রি মার্কেট এবং প্রতিযোগিতা কি উপকার করে সেটা বোঝা যায়। বঙ্গের অবস্থা বুঝুন। জাস্ট শিক্ষা এবং স্বাস্থ্যে যা ব্যবসা বলা হয় রাজ্যে ওটা কি ব্যবসা না ডাকাতি?

    পশ্চিম বঙ্গে একটাও প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ নেই যা পাতে দেওয়ার যোগ্য। সব কলেজের ম্যানেজমেন্টদের এটাই কাজ (১) শিক্ষকদের টাকা মারা ২) ছাত্রদের ভুল বিজ্ঞাপন দিয়ে বোকা বানানো ৩) বড় কোম্পানীর এইচ আর দের ঘুঁশ দিয়ে ক্যাম্পাসিং করিয়ে ছাত্রদের মুর্গী করা ( এটা খুব ডিটেলস এবং ইনভলভ স্টোরি) ৪) পড়াশোনা, ল্যাবের কোন বালাই নেই-কারন শিক্ষকদের যোগ্যতার ঠিক নেই-কারন মাসে ৪৫,০০০ টাকার ইউ জি সি স্কেলের বদলে হাতে ১৫,০০০ ধরিয়ে কাজ সারা হচ্ছে।

    এখানে মার্কেট এবং প্রতি্যোগিতা কোথায়? সবটাই কে কত ঠকাতে পারে তার খেলা। এটাকে কি ব্যবসা বলে? দুর্ভাগ্যজনক ভাবে আমেরিকাতেও প্রাইভেট এডুকেশনের ব্যবসা এতটাই জোলো।

    রিয়াল এস্টেট থেকে বাকী ফিল্ডেও তাই। এই রাজ্যে ব্যবসা মানে মনোপলিস্টিক মার্কেট রিগিং। ফলে হাসপাতালে রুগী মারা যায়-সে ডালমিয়া হলেও যায় আম আদমি হলেও যায়।

    শুধু পশ্চিম বঙ্গ না, ভারতের ধণতান্ত্রিক কাঠামো এখনো দুর্বল-মারোয়ারী আর গুজরাতিদের মনোপলি। দক্ষিনের রাজ্যগুলো কিছুটা ওদের জাতিয়তাবাদি আন্দোলন দিয়ে এটা ভেঙেছে। পশ্চিম বঙ্গের বুদ্ধিজীবিরা এসব কিছুই বোঝে না-তারা লেনিনের হেগো পোঁদ চাটতে ব্যস্তজীবি।

    এখানে প্রথম রাজনীতিটা হওয়া উচিত ধনতান্ত্রিক এবং মার্কেটের কাঠামো ঠিক করতে। যেটা আম আদমি পার্টি কিছুটা হলেও করছে মার্কেটকে স্বীকার করে। মোদি পুরো ঢপ। আর বাকীরা? ভারতের বামেরাত এটাই বোঝেনা ভারতে কোন ধণতান্ত্রিক কাঠামোই নেই-ওটা ঠিক করলেও সাধারন মানুষ অনেক উপকার পায়-শ্রমিকদের মাইনে বাড়ে। যাদের এই সাধারন জ্ঞানটুকু নেই যে ধণতান্ত্রিক কাঠামোর সংস্কার দরকার আগে- ( এন্ট্রি ট্রাস্ট , কনসিউমার প্রোটেকশন এবং প্রতিযোগিতা কাঠামো)-নইলে কোন আন্দোলনই সফল হবে না-তাদের অশিক্ষিত বলতে পারবো না?
  • dc | 132.164.108.146 | ২৩ আগস্ট ২০১৬ ০৮:১৭720168
  • আরে বিপদাদা পশ্চিম বঙ্গ নিয়ে এতো চিন্তা করেন কেন? ভারতে তো আরো পঁচিশ না ছাব্বিশ না কটা রাজ্য আছে, সেগুলোয় ব্যাবসা করুন না! চাইকি দক্ষিন ভারতে চলে আসুন, তামিল নাড়ু এখন খুব ভালো বিজনেস ডেস্টিনেশান। ইনভেস্টর ফ্রেন্ডলি গর্মেন্ট, মিনিমাম বুরোক্রেসি, ঘুষের বাঁধা রেট, গুড কোয়ালিটি ওয়ার্ক ফোর্স সব পাবেন। পব ইজ নট এ বিজনেস ডেস্টিনেশান, নেভার ওয়াস। পব নিয়ে এরকম হেদিয়ে পড়ে থাকেন কেন?

    (ডিঃ সিরিয়াস পোস্ট। টইটার এমন অবস্থা যে ডিঃ দিয়ে সিরিয়াস পোস্ট করতে হচ্ছে)
  • kc | 132.163.46.85 | ২৩ আগস্ট ২০১৬ ০৮:১৯720169
  • "... সেই সাপ জ্যান্ত, গোটা দুই আনত
    তেড়ে মেরে ডান্ডা,..."
  • sm | 53.251.89.181 | ২৩ আগস্ট ২০১৬ ০৮:৩৯720170
  • আসামে বাঙালী এবং মারোয়ারী-দুই শ্রেনীই ব্যবসাতে ভাল করেছে। কারন ওখানে বামেরা লেনিনে পচে নি।

    ওড়িশাতে এত মারোয়ারী কন্ত্রোল নেই-স্থানীয় উড়েরা এবং বাঙালীরাও ভাল সম্পতির অধিকারি।
    ---
    বিপের কথার ফ্যালাসি! নিজেই স্বীকার করছে দুটো রাজ্যে বাঙালিরা ভালো ব্যবসা করছে-আবার বলছে এরা লেনিন এ মজেনি । কোনো তথ্য প্রমান? উড়িষ্যায় বাঙালি ব্যবসায়ীরা; অধিকাংশ কিন্তু পব নিবাসী। এরা স্থানীয় নয়।
    আর জ্ঞাতার্থে জানিয়ে দেয়, উড়িষ্যার ব্যবসার সিংহভাগ কন্ট্রোল করে, মাড়োয়ারি আর তেলুগুরা।ওড়িয়াদের ভূমিকা নগন্য।
    --
    বিহারে মারোয়ারীরা পশ্চিম বাংলার মতনই ব্যবসার নিয়ন্ত্রনে কারন ঐতিহাসিক।

    মহারাষ্ট্রে গুজরাতিদের প্রভাব যেমন আছে, মারাঠিদের ও ব্যবসাতে অনেক কিছু আছে। মারাঠিরা বাঙালীদের মতন সম্পূর্ন ভিখিরি না। নিজরাজ্যে সম্পূর্ন নিধিরাম সর্দার না, যেমন বাঙালীরা।
    ---
    বিহারে ঐতিহাসিক মানে , সেটা কি জিনিস? সেটাও কি লেনিন এ ঘষা মজা কোনো বস্তু?
    মহারাষ্ট্রে মারাঠিরা ব্যবসাতে পব র বাঙালিদের চেয়ে বেশি সফল বা বেশি অগ্রণী; এটা কি তোমার মনগড়া?
  • T | 165.69.191.255 | ২৩ আগস্ট ২০১৬ ০৮:৪০720171
  • আচ্ছা, তাহলে এই ব্যাপার। বিপ 'মেরো'দের সাথে লাগতে গিয়েছিল। কান্নিক খেয়ে এখন এখানে এসে চিল্লোচ্চে ক্যানো সিপিয়েম ফ্রি মার্কেট বানিয়ে রেখে যায় নি। :)
  • sm | 53.251.89.181 | ২৩ আগস্ট ২০১৬ ০৮:৪৪720172
  • তবে জ্যোতি বসু সম্মন্ধে কমেন্ট টা তো আংশিক হলেও সত্যি।
    তখন ছড়া ছিল
    বাজোরিয়ার কোলে,
    জ্যোতি বসু দোলে।
  • PT | 213.110.242.23 | ২৩ আগস্ট ২০১৬ ০৮:৫৪720173
  • বিপ ব্যবসা বোঝেন কিনা জানিনা কিন্তু ইতিহাস কিস্যু বোঝেন নাঃ
    The decline of Bengali entrepreneurship, if anything, is more of a post-Independence phenomenon. One commonly held belief links it to the stranglehold that the Marwari community has historically exercised over business across Eastern India.

    The Bengalis, no doubt, lacked the deep pockets or the kind of upcountry trading and money market networks that the Marwaris had. It is the latter who were, then, better placed to take over the businesses of European expatriate firms — be it jute mills in Howrah or tea estates in Darjeeling-Dooars — when their owners decided to pack up after 1947.

    But Marwari dominance cannot, by itself, be a reason for the fading fortunes of Bengali enterprise. The bhadralok may not have been cut out for jute, tea and commodity or stock speculation. They were, however, significantly present in a host of other industries — from steel and engineering to drugs, personal care products or raincoats — where the Marwaris posed few threats.

    Equally problematic is a second theory concerning labour militancy. No one can dispute that West Bengal’s strong trade union culture did not appeal to businessmen. But had that been the only factor, Bihar or Orissa, with their relatively docile workforce, should have emerged as industrial powerhouses. It, in any case, does not explain why an indigenous capitalist class couldn’t develop in West Bengal during the post-Independence period, unlike in many other States.

    For that, the real reason lies in the general de-industrialisation of the eastern region accompanying Kolkata’s loss of preeminence in finance and politics after Independence. It led to the fulcrum of economic activity shifting first to the West and, then, to the South and the North. Central policies such as freight equalisation, which robbed the mineral resource-rich eastern states of their natural location-based advantage, certainly played a part in this.

    The process of de-industrialisation and capital flight began even before the Left Front came to power, though it took on a life of its own from the 1980s. A barren industrial landscape couldn’t obviously have been fertile ground for a thriving local business class. It ceased to be so even for the Marwari business houses that had initially accumulated capital in the bylanes of Burrabazar and the trading floors of Calcutta Stock Exchange.
    http://www.thehindubusinessline.com/opinion/columns/harish-damodaran/whither-bengali-enterprise/article4686526.ece
  • dc | 132.164.108.146 | ২৩ আগস্ট ২০১৬ ০৯:০৬720174
  • এই পুরো টইটাতে বিপের র‌্যান্টের মানেটাই বুঝতে পারিনি। আপনি যদি সিরিয়াস ইনভেস্টর বা ব্যাবসায়ী হন তো যে রাজ্যে ইনভেস্ট করলে হাই রিটার্ন পাবার সম্ভাবনা সেই রাজ্যে যাবেন। যে রাজ্যে সরকার ইনভেস্টর ফ্রেন্ডলি আর ওয়ার্ক কালচার ভালো সেখানে যাবেন। এর মাঝখানে লেনিনপন্থী, বামপন্থী, হ্যানপন্থী নিয়ে এসে পাতার পর পাতা ভরানোর কি মানে? পবতে যদি ব্যাবসা হবেনা মনে হয় তো করবেন না, অ্যাস সিম্পল অ্যাস দ্যাট! ভারতে কি ব্যাবসা করার অপরচুনিটি কম পড়েছে?
  • sm | 53.251.89.181 | ২৩ আগস্ট ২০১৬ ০৯:০৮720176
  • ওসব গরুর রচনা না দিলেও চলবে। মাড়োয়াড়িরা বহুযুগ আগে থেকেই বেওসা, ঘাঁটুবাজি করে চলেছে।সিরাজ উদ দৌলার সময় ও বেওসা কন্ট্রোল করতো জগৎ শেঠ,উম্মি চাঁদ ।তখন না ছিল লেনিন এর হেগো **; না ছিল বামপন্থা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন