এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ৭৮০৩২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Ekak | 176.62.53.94 | ১৫ ডিসেম্বর ২০১৬ ০৮:৩২724781
  • এই ডিস্ট্রিবিউটরশীপ প্রসেস গুলো অটোমেট করা মুশকিল আছে । প্রত্যেকটা রিফিলিং কন্টেনারে কমিশনের হিসেবে আছে । ডিরেক্ট গ্যাস কোম্পানি বিক্রি করছে এরকম নয় । ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক যদি না চায় , কোম্পানি ওপর থেকে চাপিয়ে দিতে পারবে না ।
  • | 176.62.53.94 | ১৫ ডিসেম্বর ২০১৬ ০৮:৫৪724782
  • পুণেতে গ্যাস দিতে এসে বকশিশ চায় না। আমি ২০০৭ থেকে পুণের তিনটে আলাদা জায়গায় থেকেছি কোথাও চায় নি।

    আর অনলাইন বুকিং পেমেন্ট শুধু না সুবিধেমত দিনে ডেলিভারি করানোর অপশান সেই ২০১১ না ২০১২ থেকেই আছে। নিউ টাউনে ইন্ডেনের ডিলার ভদ্রলোক বলেছিলেন অনলাইন বুক করলে অখানে ফোন করে বলে রাখতে। অনেকসময় নাকি সিস্টেমে বুক হয়ে গেলেও ডিলারের কাছে এক দুদিন বাদে একসাথে চার পাঁচটা যায়। নিউ টাউনে বকশিশ দিতে হত। তবে খুব জোর করা বা নির্ধারিত রেট এমন কিছু দেখি নি।
  • sinfaut | 52.106.17.160 | ১৫ ডিসেম্বর ২০১৬ ০৯:০১724783
  • কোলকাতায় আরেকটা জিনিস দেখেছি, মাঝে মাঝেই দেখতাম মেসেজ আসতো, তোমার বুকিং নেওয়া হয়েছে, রিফিল আইডি অমুক তমুক। কয়েকবার মাসে দু তিনবার। এমন হওয়ার পর ইন্ডেন এর মনে হয় রিজিওনাল হেড কে প্রথমে মেল করে পরে ফোন করে ডিস্ট্রিবিউটারের নামে কমপ্লেন করেছিলাম। ওরা এরকম যার তার কনসিউমার আইডি থেকে সিলিন্ডার বুক করিয়ে সেগুলো বিয়েবাড়ি বা দোকান এ সাপ্লাই দিতো মনে হয়। তারপর নানারকম করে ম্যানেজ করতো। কলকাতার সবকিছুর মতই এটাও ট্রান্সপারেন্ট নয়, আগে ডেলিভার করে পরে বুক এসব নানারকম চলে। যাইহোক কমপ্লেন করার পর অমন ভুতুড়ে বুকিং বন্ধ হয়েছিল।
  • কিক্কড় সিং | 37.63.162.36 | ১৫ ডিসেম্বর ২০১৬ ০৯:৫৯724784
  • কলকাতায় ইন্ডেন/এইচপি দুটোই ফোনে বুকিং, অনলাইন আছে কিনা জানি না। বুকিং অটোমেটেড, কিন্তু সিলিন্ডার এলে টাকা দিতে হয়।
  • d | 176.62.53.94 | ১৫ ডিসেম্বর ২০১৬ ১২:৩৭724785
  • ফেবুতে দেখছিলাম ওখানে লিখলাম এখানেও লিখে রাখি।
    CESC র বিল অনলাইনে পে করা যায় গত দুই বছর ধরেই। তার চেয়ে আগেও হতে পারে জানি না, আমাদের বাড়ীর বিল অনলাইন পে করা হয় ঐ দুই বছর হল। তো, এখনও পর্যন্ত কোনও সমস্যা হয় নি, বরং কিছু ছাড় পাওয়া যায় কাগজের বিল বন্ধ করে দিলে।

    তো, ফেবুতে দেখছিলাম কারো বোধহয় ট্র্যান্সফার করতে গিয়ে ঐ পেমেন্ট ফেলিওর হয়ে দুইবার টাকা কাটে, তারপরে CESC কে বললে ওরা বলে আমরা পাই নি, ব্যাঙ্ক বলে বেরিয়ে গেছে ইঃ ইঃ। তাতে দেখলাম 'কর্পোরেটের চক্রান্ত' টাইপ একটা থিওরি নেমে গেছে। :-)

    সে যাই হোক, কর্পো খুউপ খারাপ ধরে নিয়েই কারো এমন হলে ব্যাঙ্ক এবং CESC দুজনকেই মেল করুন। ট্র্যানজাকশান নাম্বার ইত্যাদি দিয়ে দেবেন, আর টাকা ট্র্যানসফারের যে সাকসেস মেসেজ স্ক্রিনে আসে সেটার স্ক্রিনশটসহ।
    কাজ হবে।
  • cm | 127.247.97.143 | ১৫ ডিসেম্বর ২০১৬ ১৬:১৯724787
  • “ sophisticated algorithms ensure systems are not duplicated or hacked " কিন্তু কি সেই অ্যালগরিদম? এই চোরাগোপ্তা ঈশ্বরে বিশ্বাস এত খারাপ লাগে।
  • Arpan | 176.62.53.94 | ১৫ ডিসেম্বর ২০১৬ ১৭:১০724788
  • হুঁ, WBSEB-এর বিলও বছর দুয়েক হল অনলাইনে পেমেন্ট করি।
  • Arpan | 176.62.53.94 | ১৫ ডিসেম্বর ২০১৬ ১৭:১১724789
  • WBSEDCL, প্রিসাইসলি।
  • Arpan | 176.62.53.94 | ১৫ ডিসেম্বর ২০১৬ ১৭:৩৯724792
  • @১২ঃ৩৭

    আরেকটা পার্টি জেনেরালি থাকে, পেমেন্ট গেটওয়ে। উদা - বিলডেস্ক, সিসিঅ্যাভেনিউ। অনেকসময় সেখানেও ফেঁসে থাকে।

    তবে ঐ ব্যাঙ্কের ট্র্যানজাকশন নাম্বার আর পেমেন্ট গেটওয়ের রেফরেন্স নাম্বার এই দুটো দিয়ে সব ফলো আপ করে ফেলা যায়।
  • কিক্কড় সিং | 37.63.156.39 | ১৫ ডিসেম্বর ২০১৬ ১৭:৫২724793
  • ব্লকচেইন অবশ্যই প্রমিসিং অ্যাভিনিউ, কিন্তু দিল্লী এখনো দূর অস্ত।
  • Arpan | 176.62.53.94 | ১৫ ডিসেম্বর ২০১৬ ১৭:৫৫724795
  • এবং এটা। কত বড় গান্ডু (ভদ্রভাষায় জনবিচ্ছিন্ন) হলে এমন চিন্তা মাথায় আসে।

  • কিক্কড় সিং | 37.63.156.39 | ১৫ ডিসেম্বর ২০১৬ ১৭:৫৮724796
  • কখনো ভাবিনি যে চেতন ভগতকে রিটুইট করছি জীবদ্দশায় এমন দিন দেখতে হবে। ডিমনির চোটে তাও দেখতে হল।
  • Arpan | 176.62.53.94 | ১৫ ডিসেম্বর ২০১৬ ১৮:০০724797
  • ভগতবাউ বেসুরো গাইছেন নাকি?
  • cm | 127.247.96.40 | ১৫ ডিসেম্বর ২০১৬ ১৮:০১724798
  • ধন্যবাদ
  • কিক্কড় সিং | 37.63.156.39 | ১৫ ডিসেম্বর ২০১৬ ১৮:০৪724799
  • ভগতবাউ ক্যাশলেসকে কেক খাওয়ার সাথে তুলনা করে ফেলেছেন।
  • d | 176.62.53.94 | ১৫ ডিসেম্বর ২০১৬ ১৮:০৫724800
  • ঠিক বিলডেস্ক বা সিসিঅ্যাভেনিউ। কিন্তু ওদের ঐ দুইপাশের লোকজন মানে ব্যাঙ্ক আর প্রাপক মিলেই ফলোআপ করে নেয়।

    আরেকটা কথা জানিয়ে রাখি। ICICI ব্যাঙ্ক থেকে SBI( তে Neft করলে অনেকসময় ১৫ দিন পর্জন্ত লাগে প্রাপকের অ্যাকাউন্টে টাকা যেতে। এসবিআইকে জিগ্যেস করলে "টাকা আসে নি" বলে খেঁকিয়ে দেয় আর ICICI মিষ্টি করে বলে আমাদের এখান থেকে বেরিয়ে গেছে এবং ওখান থেকে রিজেক্ট হয়েছে এমন কোনও মেসেজ আমাদের কাছে আসে নি। কাজেই যতক্ষণ না সেই মেসেজ আসে আমরা কিছু করতে পারছি না।

    মজা হল ঐ ৫ থেকে ১৫ দিন যতদিন বাদেই প্রাপকের অ্যাকাউন্টে টাকা রিফ্লেকটেড হোক না কেন, টাকা যে তারিখে ট্র্যানসফার হয়েছিল সেই তারিখেই ঢুকেছে দেখায়। মাঝের ঐ কদিন টাকাটা কোথায় গায়েব হয়ে থাকে কে জানে!!!

    কাজেই হোটেল বা হাসপাতালের অ্যাকাউন্ট যদি এসবিআই হয়ে থাকে তাহলে খবদ্দার ICICI থেকে নেট ট্র্যান্সফার করবেন না। ওটা তৎক্ষণাৎ রিফ্লেকটেড হবে না এবং আপনাকে প্রচন্ড টেনশান দেবে।
  • Arpan | 176.62.53.94 | ১৫ ডিসেম্বর ২০১৬ ১৮:০৮724802
  • SBI-এর অনেক জ্বালাতন আছে। একবার তো লিখেছিলাম পোস্টাপিসের চেক ক্লিয়ার করতে দেড় মাস লাগিয়েছিল।

    ওর থেকে ছোট্খাটো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক (যেমন অন্ধ্র ব্যাঙ্ক) অনেক ভালো সার্ভিস দেয়। এসবিআইয়ের বাবু/বিবিদের মত গুমোরও নেই।
  • d | 176.62.53.94 | ১৫ ডিসেম্বর ২০১৬ ১৮:১০724803
  • আর পোচ্চিমবঙ্গের এসবিআইয়ের কর্মীদের ক্কি খারাপ ব্যবহার রে ভাই!!
  • Arpan | 176.62.53.94 | ১৫ ডিসেম্বর ২০১৬ ১৮:১৩724804
  • আর্টিজিএস করে দেখেছ?
  • Arpan | 176.62.53.94 | ১৫ ডিসেম্বর ২০১৬ ১৮:১৪724805
  • ওঃ কাটান দাও। সিলি কোচ্চেন। আর্টিজিএসের মিনিমাম অ্যামাউন্ট দু লাখ।
  • সিকি | ১৫ ডিসেম্বর ২০১৬ ১৮:২৭724806
  • কাল আইসিআইসিআই ব্যাঙ্কে গেছিলাম নিতান্ত ছোট্ট প্রয়োজনে। হাউলিং শুনে এলাম। ইংরেজিতে বাজে ব্যবহার, ব্র্যাঞ্চ ম্যানেজারের। শাটার নামিয়ে তর্জনী তুলে ধমকাচ্ছেন নিজের ব্র্যাঞ্চের কাস্টমারদের। এবং রীতিমত বদভাবে।
  • ranjan roy | 176.62.53.94 | ১৫ ডিসেম্বর ২০১৬ ২২:৪১724807
  • আইসিসিআই একটি rogue ব্যাংক। অনেক কেস খেয়েছে লোকের নামে জবরদস্তি এবং না জানিয়ে লোন জারি করে সেভিংস এ ট্রান্সফার করে সুদ চেয়ে।
    পেরাইভেটের মধ্যে HDFC অনেক ভাল। প্রম্প্ট সার্ভিস, ভাল ব্যবহার, কাস্টমার ফ্রেন্ডলি।

    আমি বাড়িভাড়া, বিজলি বিল, মোবাইলের পোস্ট পেইড পেমেন্ট সব অন লাইনে করি--কোন প্রবলেম হয় নি।
  • দ্রি | 176.62.53.94 | ১৬ ডিসেম্বর ২০১৬ ২১:০২724809
  • তা কিছু না কিছু না করেও সরকারের ইনকাম নেহাত কম হল না। এই টাকা কি তবে অস্ত্র কিনতে খরচ হবে বলে সিদ্ধান্ত হল? সেদিন পড়ছিলাম ২০১৮র মধ্যে ভারতের মিলিটারী এক্স্পেন্ডিচার সৌদি আরবকে ছড়িয়ে যেতে চলেছে। ফোর্থ পোজিশান ইন দা ওয়ার্ল্ড।
  • sm | 53.251.91.106 | ১৬ ডিসেম্বর ২০১৬ ২১:১৬724810
  • কত ইনকাম আর হলো?কথা ছিল ৪-৫ লক্ষ কোটি টাকার গ্যাপ থাকবে। এখন বলছে অলরেডি ১৩-১৪ লক্ষ কোটি ব্যাংকে ঢুকে গেছে। জমার পরিমান ১৫ লাখ কোটির কাছে চলে যাবে। উল্টে ৬০-৭০হাজার কোটি টাকা অপারেশনাল কষ্ট।
    সরকার কি করবে এখন?
  • দ্রি | 176.62.53.94 | ১৬ ডিসেম্বর ২০১৬ ২১:৩১724811
  • জমা যা পড়ছে তার ওপর ট্যাক্স পড়বে তো। কত ট্যাক্স, কি বৃত্তান্ত সব বুঝতে আরো ছমাস তো লাগবেই। তারপর দমুদির দেওয়া লিংকেই তো আছে, লাস্ট দুবছরে কত আনডিসক্লোজ্‌ড ইনকাম পাওয়া গেছে।

    The searches conducted by IT Department between April 2014-Nov 2016 on 1,356 groups of assessees led to admission of undisclosed income of Rs 31,277 crore apart from seizure of undisclosed assets worth Rs 2,164 crore, said Jaitley.

    ইনকাম কম হচ্ছে না। কিন্তু প্রোপোর্শানালি সোশাল প্রোগ্রাম বাড়বে কি?
  • sm | 53.251.91.106 | ১৬ ডিসেম্বর ২০১৬ ২৩:১৪724814
  • ওসব ৩০ -৪০ হাজার কোটি হলো নগন্য এমাউন্ট।গত ২ বছরে তেল এর দাম কমে যাওয়া হেতু সরকার প্রায় ২ লক্ষ কোটি টাকা সেভ করেছে। ইদিকে সেস বাড়িয়েছে লিটার প্রতি ১০ টাকা মতো। আজকেও তেল এর দাম বেড়েছে। এর পর ইন্টারন্যাশনাল মার্কেটে ১২৫ ডলার ব্যারেল প্রতি দাম হলে ;পেট্রল ১৫০ টাকা লিটার প্রতি কিনতে হবে।এতে জনগণের কোনো উপকার হয়েছে?
    বরঞ্চ ব্যাংক গুলোর হাতে বেশি টাকা এসে যাওয়ার দরুন ব্যাড লোন ও এন পি এ প্রচুর বেড়ে যাবে।
    মূল্যবৃদ্ধির আশঙ্কাও ভালোরকম বেশি। এসবই কঠিন সত্য।
    তবে ক্যাশলেস ট্র্যাঞ্জাকশন দেশের পক্ষে খুব জরুরি।
    আমার তো মনে হয় ক্যাশলেস এর দিকে নিয়ে যাওয়ার একটা সহজ উপায় আছে। ২৫ হাজারের ওপর ক্যাশ ট্র্যাঞ্জাকশন হলেই প্যান নাম্বার উল্লেখ এবং একটি জটিল ফর্ম ফিল আপ করতে বলা।এতেই আদ্ধেক কাজ সারা হয়ে যাবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন