এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ৭৬৯২৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 83.162.22.190 | ৩০ ডিসেম্বর ২০১৬ ০৯:০৫724948
  • ক্রিপ্টোকারেন্সি (বিটকয়েন/ডিজিটাল কারেন্সি) নিয়ে একটা লেখাটা দেখেছিলাম। এখন যে বিতর্ক চলছে - ক্যাশ vs ডিজিটাল, সেই প্রসঙ্গে ...

    গ্লোবাল ট্রানস্যাক্শনের ডেটা (২০১৫) থেকে বোঝা যাচ্ছে যে ক্যাশ এখনও রাজা, ইলেকট্রনিক কারেন্সি তার মুকুট এখনও কেড়ে নিতে পারে নি...

    ...85% of all transactions globally (and 40 percent in the United States) are still carried out using cash, particularly transactions involving small amounts of money. There are good reasons why that is the case.
    - Cash is convenient.
    - Cash is private.
    - Cash is intuitive.
    - Cash does not incur explicit transactions costs

    কিন্তু, প্র্যাক্টিক্যাল সমস্যাও তো কম নয়,

    Cash is
    - cumbersome to carry and store
    - cash can be stolen and forged
    - cash remains uninvested
    - cash usually loses purchasing power over time
    - cash cannot be transferred easily across large distances.

    এবার ডিজিটাল কারেন্সির সবথেকে বড় অসুবিধে হল 'ডিজিটাল' অংশটি। একটি ডিভাইস চাই - এনার্জি রান ডিভাইস।
    কয়েক বছর আগে, আমাদের এলাকায় কোনো যান্ত্রিক গোলযোগে ক্রেডিট কার্ড এবং এটিএম নেটওয়ার্ক কয়েক ঘন্টার জন্যে বসে যায়। সে এক পরিস্থিতি, গ্রোসারি স্টোরের 'ক্যাশ ওনলি'।
    বা ধরুন, ফোন নেটওয়ার্কে বিভ্রান্তি, বা, বৈদ্যুতিক গোলযোগ।
    এসব তো হল যান্ত্রিক গোলযোগ।
    এর পরে আছে ধরুন, ট্রানস্যাক্শন ফি - অনেক ছোট মার্চেন্ট ক্যাশ প্রেফার করেন, কারণ যে থিন মার্জিনে তারা ব্যবসা চালান তাতে ঐ ২-৩% কমিশন বাঁচালে কিছুটা সুরাহা হয় - ক্রেতা/বিক্রেতা উভয়েরই।
    তারপরে আছে, সিকিওরিটি - অ্যাকাউন্ট হ্যাকিং - এসেট্রা।

    ক্যাশ-এর কিছু সোশ্যাল বা সোশিও-ইকনমিক ব্যাপার আছে, সেটাও খেয়াল রাখতে হবে। আনন্দবাজারে দেবশংকর হালদার একটি ইন্টারেস্টিং কোশ্চেন করেছিলেন - মায়ের আঁচলের টাকা কি তবে কালো? তিলে তিলে জমানো ঐ দেড় লাখ - ছোটো মেয়ের বিয়ের জন্য, বা ছেলের কলেজের, বা স্বামীর অপারেশনের কথা ভেবে জমানো। অনেক ফ্যামিলির মহিলাদের কাছে যে টাকা থাকে সেটি ক্যাশ, সে টাকা কালো নয়, কারো রোজগারের টাকা (আফটার ট্যাক্স মানি)। এর সঙ্গে যুক্ত থাকে সামান্য এক ছিঁটে অর্থনৈতিক স্বাধীনতা - ঐ কটি টাকা "আমার ইচ্ছে মতন" খরচ করতে পারব। সেই ইচ্ছেটি এখন মুশকিলে।

    সুতরাং, ক্যাশ আছে, থাকবে। ক্রিপ্টোকারেন্সি কোথায় যায় সেটা খেয়াল রাখতে হবে।
  • dc | 181.49.217.163 | ৩০ ডিসেম্বর ২০১৬ ০৯:১০724949
  • ক্যাশের আরেকটা সাইকোলজজিকাল অ্যাডভান্টেজ আছে। কোথায় একটা পেপারে পড়েছিলাম যে মানুষ নাকি যতো সহজে ডিজিটালি খর্চা করে ততো সহজে হাতে থাকা ক্যাশ টাকা খরচ করেনা।

    তবে ঐ "মায়ের আঁচলের টাকা" কিন্তু সেই পুরনো "দেশটাকে বেচে দিল" টাইপের গ্যাদগেদে সেন্টু। এগুলো পড়লেই হাসি পায়, সে রোবুবাবু যাই বলুন না কেন।
  • lcm | 83.162.22.190 | ৩০ ডিসেম্বর ২০১৬ ০৯:১৫724950
  • স্বল্প সঞ্চয়, সামান্য ব্যক্তিগত অর্থনৈতিক স্বাধীনতা --- এটি গ্যাদগ্যাদে কেন হবে।

    আর, ডিজিটাল মানি প্রোমোট করবার জন্যে ডিমানিটাইজেশন - এ তো সেই লুঙ্গি পড়লে জেলে ভরে দেবার আইন, প্যান্ট-শার্ট চালু করবার জন্যে।

    ডিজিটাইজেশন তো আপনিই হবে, লোকের থেকে টাকা কেড়ে নিতে হবে কেন।
  • lcm | 83.162.22.190 | ৩০ ডিসেম্বর ২০১৬ ০৯:২৭724951
  • ১৯৯১-এ তো কোনো পলিসি না - ফরেক্স রিজার্ভ, কারেন্সি ডিভ্যালুয়েশন - আইএমএফ/বিশ্বব্যাংক আর কোনো অপশন দেয় নি। রাতারাতি এয়ারলিফ্‌ট করে গোল্ড রিজার্ভ তুলে নিয়ে গেছিল দিল্লি থেকে।
    সম্পূর্ন আলাদা পরিস্থিতি।
  • Arpan | 100.207.152.78 | ৩০ ডিসেম্বর ২০১৬ ০৯:২৮724953
  • খুচরো ট্রানজাকশনেই বরং ক্যাশলেসে সুবিধা। নইলে খুচরো নেই অজুহাতে চাট্টি চকোলেট বা অন্য কোন অপ্রয়োজনীয় জিনিস গছাবে।
  • dc | 181.49.217.163 | ৩০ ডিসেম্বর ২০১৬ ০৯:২৮724952
  • "স্বল্প সঞ্চয়, সামান্য ব্যক্তিগত অর্থনৈতিক স্বাধীনতা" - এটাকে তো গ্যাদগেদে বলিনি! এটাকে ভুল ভাবে প্রেজেন্ট করে ইমোশান নিয়ে খেলা করাটাকে গ্যাদগেদে বলেছি। "দেশ বেচে দিল" যাঁরা লিখতেন তাঁরা হয়তো নিজেরাও জানতেন যে একটা কোম্পানিতে সরকারের শেয়ার ডাইভেস্ট করা মানে দেশ বেচে দেওয়া না। কিন্তু তাও সেটা ভুল ভাবে প্রেজেন্ট করে প্রবন্ধ লিখতেন। তেমনি "স্বল্প সঞ্চয়" যিনি লিখেছেন তিনি নিজেও মনে হয় জানেন যে এটা "ব্ল্যাক ইনকাম"এর আওতায় আসেনা, কোশ্চেনটাই ভুল। কিন্তু তাও ভুলভাবে প্রেজেন্ট করে বেশ একটা গ্যাদগেদে প্রবন্ধ লিখে ফেলেছেন।
  • Arpan | 100.207.152.78 | ৩০ ডিসেম্বর ২০১৬ ০৯:৩২724955
  • আর ল্যাদোশদা একটু দেশভিত্তিক ক্যাশ ট্রানজাকশনের স্ট্যাট বের করুক (শতাংশের হিসেবে)। ইন্ডিয়া সত্যি অবিসংবাদিত রাজা।
  • dc | 181.49.217.163 | ৩০ ডিসেম্বর ২০১৬ ০৯:৩২724954
  • ঠিক, ১৯৯১ এর লাইসেন্স রাজ অ্যাবোলিশান, তার পর কম্পিটিটিভ প্রসেস চালু করা, ব্যারিয়ার্স টু কম্পিটিশান ডেমোলিশ করা ইত্যাদি নানান স্টেপগুলোকে ইকনমিক রিফর্ম পলিসি। আর ডিমোনেটাইজেশান একটা স্টেপ। তবে এটা ঠিক যে ডিমনির পুরো সুফল পাওয়া যাবে যদি এটা একটা বাস্কেট অফ ইনিশিয়েটিভস এর একটা স্টেপ হয়। তবে ডিমনি স্টেপটা যদি ঠিকমতো ফলো থ্রু করা হয় তো লং রানে এটার বেনিফিট পাওয়া যাবে, যেমন ১৯৯০ এর রিফর্মস এর লং রানে অনেক বেনিফিট হয়েছিল।
  • dc | 181.49.217.163 | ৩০ ডিসেম্বর ২০১৬ ০৯:৩৩724956
  • অর্পন, যার যেমন সুবিধে আর কি। আমি ডিমনির বহু আগে থেকে আমার পাড়ার মুদি দোকানে মোটামুটি চার পাঁচশোর বেশী অ্যামাউন্ট হলে ডেবিট কার্ডে দিতাম। তবে অবশ্যই এটা পার্সোনাল সুবিধে-অসুবিধের ব্যপার।
  • lcm | 83.162.22.190 | ৩০ ডিসেম্বর ২০১৬ ০৯:৩৬724958
  • ঠিক। অর্থাৎ, ১৯৯১-এ রাতারাতি কিস্যু হয় নি, যা হয়েছিল তার পর থেকে দশ-পোনেরো বছর ধরে।

    সময় লাগে, সময় লাগে - -- হঠাৎ একদিন সকালবেলা লোকজনের টাকা ব্যান করে দিলে পরের দিন থেকে ডিজিটাল দেশ হয় না।

    ইনফ্রাস্ট্রাকচার কোনো নি-জার্ক কিসু দিয়ে হয় না। সময় লাগে।
  • dc | 181.49.217.163 | ৩০ ডিসেম্বর ২০১৬ ০৯:৩৯724959
  • একদম ঠিক, ডিমনির বেনিফিট আগামী চার-পাঁচ বছর পর ফিরে তাকিয়ে রিভিউ করলে পুরোটা বোঝা যাবে, এক দুমাসে পুরো বেনিফিট বোঝা সম্ভব না। এই ধরনের স্টেপ রিভিউ করার জন্য সময় লাগে, নি-জার্ক রিয়াকশান দিয়ে কিসু হয়না। এটা অন্য একটা টইতে লিখেছিলাম।
  • lcm | 83.162.22.190 | ৩০ ডিসেম্বর ২০১৬ ০৯:৪৪724961
  • দেশভিত্তিক ডেটা খুঁজে দেখতে হবে।
    তবে যে সব দেশে উন্নত ইনফ্রাস্ট্রাকচার আছে, শুধু ডিজিট্যাল ট্রানস্যাকশন নেটওয়ার্ক নয়, সব মিলিয়ে অলমোস্ট এভরি থিং ইজ ডিজিটাইজ্‌ড্‌ এবং অ্যাক্‌সেসব্‌ল্‌, সেখানে লোকজন (মার্চেন্ট/কনজিউমার) ডিজিটাল ট্রানস্যাকশনে বেশি স্বচ্ছন্দ।
  • lcm | 83.162.22.190 | ৩০ ডিসেম্বর ২০১৬ ০৯:৪৭724962
  • ডিসি,
    ঠিক আছে, ঐ কথাই রইল।
    ২০২১-এর ডিসেম্বরে তাহলে বোঝা যাবে - করাপশন ফ্রি সোসাইটি হল কি না, টেররিজ্‌ম্‌ কত কমল, নোট কাউন্টার্ফিটিং বন্ধ হল কি না, ইত্যাদি ।
  • dc | 181.49.217.163 | ৩০ ডিসেম্বর ২০১৬ ০৯:৫২724963
  • এলসিএমদা, হ্যাঁ। উই শ্যাল লুক ব্যাক অন ডিসেম্বার ২০২১ ঃ)

    আমার মতে প্যারামিটারগুলো মেইনলি দুটো হওয়া উচিত - "ব্ল্যাক ইনকাম" কালচারে কোন পরিবর্তন হয়েছিল কিনা (মানে ইনকাম ট্যাক্স রেভিনিউতে সিগনিনিফ্ক্যান্ট আর পার্মানেন্ট বাম্প হয়েছিল কিনা), আর ডিজিটাল ট্র্যানসাকশানের গ্রোথ রেটে সিগনিফিক্যান্ট কোন ইমপ্রুভমেন্ট হয়েছিল কিনা (পোস্ট ২০১৬)।
  • lcm | 83.162.22.190 | ৩০ ডিসেম্বর ২০১৬ ০৯:৫৬724964
  • ফেসবুকে লিখেছিলাম, এই ভদ্রলোক যিনি ডিমানিটাইজেশন ফ্যান তার সঙ্গে কথোপকথন -

    A friend of mine was explaining why this was a "master stroke". He was little bit annoyed with the fact that he had to even explain this - isn't this obvious, the benefits?
    So, I asked him - if this is so obvious, why don't every country do this or even in India?
    He pointed out my ignorance - ...my friend, for your information, this was done before, in 1978... bla... bla..
    My response just came out spontaneously - okay, I see.. this is a proven method... this was done in 1978.. and, as a result of that, corruption, counterfeiting and terrorism disappeared for about 40 years... now that they are back again, this needs to be enacted again... I see it now...so obvious...'
    Boy! I can't forget the confused look on his face...
  • dc | 181.49.217.163 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১০:০০724965
  • ভদ্রলোককে একবারে চুপসে দিতে পারতেন এটা বলে, যে এই স্কেলে ডিমনি এক্সারসাইজ আর কোথাও কখনো করা হয়নি। ইটস অ ফার্স্ট টাইম এক্সারসাইজ। তাহলেই আর কাউন্টারফেটিং, টেরোরিজম ইত্যাদি ঢপগুলো দিতে পারতো না :d
  • রোবু | 213.132.214.86 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১০:০৫724966
  • আমার মতে প্যারামিটারগুলো মেইনলি দুটো হওয়া উচিত - "ব্ল্যাক ইনকাম" কালচারে কোন পরিবর্তন হয়েছিল কিনা (মানে ইনকাম ট্যাক্স রেভিনিউতে সিগনিনিফ্ক্যান্ট আর পার্মানেন্ট বাম্প হয়েছিল কিনা), আর ডিজিটাল ট্র্যানসাকশানের গ্রোথ রেটে সিগনিফিক্যান্ট কোন ইমপ্রুভমেন্ট হয়েছিল কিনা (পোস্ট ২০১৬)।
    ----------------------------------------------------------------------------------------------------------------------------------

    এইগুলো হলে কি চতুর্বর্গ লাভ হবে?
  • dc | 181.49.217.163 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১০:১১724967
  • ট্যাক্স বেস আর রেভিনিউ বাড়লে হয়তো স্বাস্থ্য-শিক্ষা-ইনফ্রাতে বেশী খরচ হবে (সরকার করবে কিনা জানিনা)। আর ডিজিটাল ট্র্যান্সাকশান বাড়লে রেকর্ডেড ট্র্যান্সাকশান বাড়বে, ট্রান্সপারেন্সি আর এফিসিয়েন্সি বাড়বে (এটা হবে বলেই মনে হয়)।
  • রোবু | 213.132.214.86 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১০:১৫724971
  • ১। "ট্যাক্স বেস আর রেভিনিউ বাড়লে হয়তো স্বাস্থ্য-শিক্ষা-ইনফ্রাতে বেশী খরচ হবে " - তাহলে সেই সংক্রান্ত প্যারামিটার গুলো দেখা উচিত। সেই প্যারামিটার এবং এক্সপেক্টেশন সেট করুন, ২০২১ এ মেলানো যাবে।
    ২। আর ডিজিটাল ট্র্যান্সাকশান বাড়লে রেকর্ডেড ট্র্যান্সাকশান বাড়বে, ট্রান্সপারেন্সি আর এফিসিয়েন্সি বাড়বে (এটা হবে বলেই মনে হয়)। - এতে কি হবে?
  • lcm | 83.162.22.190 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১০:১৫724970
  • আর এক বন্ধু অবশ্য ক্রিসমাস ছুটিতে দারুণ বুঝিয়ে দিয়েছে।
    বলল, ডিমানিটাইজেশন অনেক দেশে হয়ত আগে হয়েছে - কিন্তু এমন ডাইনামিক ইমপ্লিমেন্তেশন নাকি কোথাও হয় নি। প্রথমে বলা হয়েছিল তিনটে কারণ - করাপশন/জালনোট/টেররিজ্‌ম বন্ধ - এক ঢিলে তিন পাখি। তার পর থেকে কারণ বদলাতে থাকে, প্রত্যেক সপ্তাহে আরো নানা উপকারিতা দেখা যেতে থাকে। অনেক পাখি, নানা রং-এর, ভেরি ডাইনামিক। আর্থ-রাজনৈতিক সমস্যার এক অব্যর্থ চবনপ্রাশ।
  • টুংকাটাকিলা | 131.241.218.132 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১০:১৫724969
  • প্রথমটা তো আকাশকুসুম...
  • sm | 53.251.91.253 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১০:১৮724972
  • বিদগ্ধ জনেরা এতো কিছু নিয়ে আলোচনা করছেন কিন্তু অর্জিত ক্যাশ কোথায় রাখা হবে সে নিয়ে আলোচনা নেই।বহুদিন আগে সালাম বোম্বে মুভিতে দেখেছিলাম ,ফুটপাতে বাস করা ছেলেটা যেটুকু টাকা রোজকার করতো একটা পাঁচিলে ইঁটের ফোকরে রেখে দিতো।একদিন দেখলো জমানো টাকা সব আর একজন চুরি করে নিয়েছে।
    আমার জানা একটি ছেলে, গ্যারেজে কাজ করে। ওখানেই খায়, ঘুমোয়।বিশেষ বাইরে বেরোয় না। কারণ, টাকা পয়সা ওখানেই থাকে।দেশে গেলে বা বাইরে বেরোলে সব টাকা সঙ্গে নিয়ে বেরোয়। অসহনীয় পরিস্থিতি! এক্যাউন্ট খোলেনি কারণ পড়াশোনা জানেনা ও লজ্জা।
    এইরকম, কাজের মাসি,দোকানে কাজ করা লোক,ভ্যান চালক, জন মজুর, চাষি - বিরাট সংখ্যক জনতার এক্যাউন্ট ও নেই আর জমানো টাকা রাখার ব্যবস্থাও জানা নেই। এরাই চিট ফান্ড,দালাল এদের ফাঁদে পড়ে।
    তো,এদের জন্য সরকার, ব্যাংক ও পোস্টঅফিস বাবুদের কি ভাবনা?
    এদের জন্য আঙুলের ছাপ দিয়ে একটিভেট করা যায়, এমন এ টি এম মেশিন রাখা হোক। নিজের খুশি মতো টাকা খামে পুরে মেশিনে ভরে দিলেই হলো।তোলার সময় তেও ৫০০/১০০০ টাইপ করতে পারলেই যেন টাকা হাতে চলে আসে। যত নিজে নিজে অপারেট করবে ,ততো কনফিডেন্স বাড়বে।
  • dc | 181.49.217.163 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১০:১৯724973
  • ১। এখন যা খর্চা হচ্ছে, পরের দু বছর তার থেকে সিগনিফিক্যান্টলি বেশী খরচ হয় কিনা সেটা মিলিয়ে দেখা যেতে পারে।

    ২। ট্র্যান্জাকশানে ট্রান্সপারেন্সি আর এফিসিয়েন্সি বাড়লে কি কি যেন হয়।
  • netai | 175.225.104.69 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১০:২১724974
  • ডিজিটাল ট্র্যানসাকশানের গ্রোথ রেটের সাথে কভারেজ, প্রচার এগুলোও তো জড়িয়ে আছে। কতখানি ডিমনির জন্য কতখানি বাকিগুলোর জন্য বোঝা যাবে কেমনে?

    একই ভাবে ব্ল্যাক ইনকাম কমবে, ইডি আইটি সক্রিয় হলে, রেগুলার মনিটরিং হলে, আইন আরো কঠোর হলে। ডিমনির জন্য উন্নতি আলাদা করে বুঝবেন কেমন?
  • টুংকাটাকিলা | 131.241.218.132 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১০:২৩724975
  • দু বছরের জন্যে ইডি, সিবিআই, আইটি ইত্যাদিদের শীতঘুমে পাঠালেই বোঝা যাবে। আইসোলেশন এক ধরণের টেস্টিং এর কাজে লাগে।
  • রোবু | 213.132.214.86 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১০:২৬724976
  • ১। না, প্যারামিটার সেট করুন। সিগ্নিফিক্যান্ট মানে কতটা পার্সেন্ট বেশি?
    ২। কি হয়?
  • lcm | 83.162.22.190 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১০:২৭724977
  • এগজ্যাক্টলি! নেতাই-এর পয়েন্টটাই আমি বলতে চাইছি।
    অর্থাৎ, ডিমানিটাইজেশন ছাড়াই এসব সম্ভব।
    একমাত্র, জালিনোট বন্ধ করা ছাড়া (যদ্দিন না ততুন নোট জালি হচ্ছে) কোনো ডাইরেক্ট উপ্কারিতা এখনও অন্তত দেখা যাচ্ছে না। তবে লোকজন সাইড এফেক্ট নিয়ে আশাবাদী মনে হচ্ছে।
  • dc | 181.49.217.163 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১০:২৮724978
  • সেটা ঠিকই। যেকোন রিগ্রেশান মডেলে তো একটা না, বেশ কয়েকটা এক্সপ্ল্যানেটরি ভেরিয়েবল থাকে আবার কয়েকটা কনফাউন্ডিং ভেরিয়েবলও থাকে। আবার দেখুন ডিমনি নাহলে এখন যে পাবলিসিটি হচ্ছে সেটা হতো না, তো কেউ হয়তো বলবেন এই দুটোর মাল্টিকোলিনিয়ারিটি খুব হাই, ভি আই এফ নির্ঘাত দশের ওপর। তাও চার-পাঁচ বছরের ডেটা নিয়ে মডেলটা বিল্ড করে নানান টেস্ট রান করলে হয়তো কিছুটা আন্দাজ পাওয়া যেতেও পারে। ডিমনির জন্য আলাদা কোন এফেক্ট এলো কিনা, কোহেনবাবুর ডি কতো বেরলো, সেসব দেখে হয়তো কিছুটা বোঝা যাবে।
  • lcm | 83.162.22.190 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১০:২৯724980
  • হ্যাঁ, আর রোবু ধরেছে, কোন প্যারামিটারের কত ওয়েট ঠিক করুন ।
    নইলে, ঐ ঝড়ে বক মরে শিকারির নাম...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন