এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ৭৬৯২৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 181.49.217.163 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১০:৩৫724981
  • রোবুবাবু,

    ১। এখন স্বাস্থ্য-শিক্ষা-ইনফ্রা তে কতো খরচ হয়? ধরুন জিডিপির ১০%? (জানিনা, এটা উদাহরন)। এবার আগামী দু-তিন বছর হয়তো পুরনো ট্রেন্ড ধরলে এক্সপেক্টেড যে এই খরচ ১১%, ১২%, ১৩% ইত্যাদি বাড়তো, মানে নর্মাল গ্রোথ রেট। কিন্তু দেখা গেল তার বদলে ১৫%, ১৬% ইত্যাদি হারে বেড়েছে, মানে নর্মাল গ্রোথ রেটের থেকে বেশী। তাহলে হয়তো সেটার কিছুটা এফেক্ট ডিমনির জন্য হয়েছে এরকম বলা যেতে পারে (নেতাইবাবু যেটা বলেছেন, এর মধ্যেও কনফাউন্ডিং ভেরিয়েবল তো আছেই, উদাহরন, বিজেপি ভোট পাবার জন্য হয়তো এমনিতেই সোশ্যাল সেক্টরে বেশী খরচ করবে। তবে এর কিছুটা অন্তত ডিমনির জন্য, সেরকম একটা এফেক্ট হয়তো বোঝা যেতেও পারে)।

    ২। "এটা কেন হয়" সিরিজ দিয়ে হয় ঈশ্বর নাতো বিগ ব্যাং এ পৌঁছে যাওয়া যায়। আমার মনে হয় "এতে কি লাভ" দিয়েও একইভাবে ঈশ্বর নাতো বিগ ব্যাং এ পৌঁছে যাওয়া যায়।
  • dc | 181.49.217.163 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১০:৩৬724982
  • এলসিএমদা, রোবুর ১ নং প্রশ্নের উত্তর আগের পোস্টে দিলাম।
  • টুংকাটাকিলা | 131.241.218.132 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১০:৩৯724983
  • বড্ড বেশি ইফ্‌স অ্যান্ড বাট্‌স। কয়েক শিশি জাপানী তেল ঢাললেও দাঁড়াবে না।
  • dc | 181.49.217.163 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১০:৪৩724984
  • ইফস আর বাটস ছাড়া লাইফে আর কি আছে? নব্বুইয়ের ইকনমিক রিফরমসেও অনেক ইফস আর বাটস ছিল, লং টার্ম এফেক্ট সব এক সাথে আগে থেকে প্রেডিক্ট করে আর লিস্টি মিলিয়ে সেই রিফর্মস শুরু হয়নি। ইফস অ্যান্ড বাটস নেই এরকম কোন সরকারি পদক্ষেপ বোধায় খুব বেশী পাওয়া যাবেনা।
  • টুংকাটাকিলা | 131.241.218.132 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১০:৫১724985
  • নব্বইয়ের রিফর্মের পিছনে ক্যাপিট্যালিস্ট অর্থনীতিকরা অন্ততঃ দাঁড়িয়েছিলেন। ডিমনির পিছনে তো শুদুই ভগবতী আর বিবেক দেবরায় - দুজনেরই মোটিভ প্রশ্নযোগ্য, বাদবাকি সব প্যাম্পার্ড গুড ফর নাথিং সেলেব।
  • রোবু | 213.132.214.86 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১০:৫২724986
  • ঠিক এই একই গোলগোল ঘোড়া এর আগে একবার হয়ে গ্যাছে।
  • টুংকাটাকিলা | 131.241.218.132 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১০:৫৭724987
  • হুঁ।

    যাগ্গে, এর চেয়ে দুটো জরুরি কাজ আছে - ক্যাচিং ফায়ার পড়া, আর স্টাফিং এর একটা স্যাটি রেসিপি যোগার করা।
  • dc | 167.50.250.55 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১১:০০724988
  • এই ডিসকাশন আগেই হয়ে গিয়ে থাকলে দুঃখিত, কিছুদিন গুরু ফলো করিনি।

    হ্যাঁ, অজয় দেবগান আর কারা যেন ডিমনির পক্ষে বলেছে। পুরো খোরাক :d
  • dc | 167.50.62.228 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১১:০২724989
  • আরে আমিও একটা ডায়বেটিস সেফ রোস্টিং রেসিপি খুঁজছি, কাল রাতের বার্বিকিউতে কাজে লাগবে। দেখি কিছু পাই কিনা।
  • রোবু | 213.132.214.86 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১১:১২724991
  • এই গোল গোল ঘোরা আপনার সাথেই হলো।
  • dc | 167.50.62.228 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১১:২৮724992
  • ওহো! আপনি লিখলেন "ঠিক এই একই গোলগোল ঘোড়া এর আগে একবার হয়ে গ্যাছে" , তাই আমি ভাবলাম আগেও এরকম ডিসকাশন হয়েছে। ঠিক আছে।
  • robu | 213.132.214.86 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১১:৩৯724993
  • ওটা টুংকাবাবুর ১০:৫১ সম্পর্কে। জলের টইতে একই কথা আমি বলেছি। আপনার কি উত্তর আসবে তাও জানা।

    Name: রোবু

    IP Address : 176.62.53.94 (*) Date:24 Dec 2016 -- 12:39 PM

    ঠিক এটাই বলতে চাইছি। ৯১ এর লিবারালাইজেশন এমন ব্যাপার যা নিয়ে বাঁ আর ডান দুই স্কুলের দুই মত। সাম্য না কম্পিটিশন কোনটার দিকে আপনি ঝুঁকে তার ওপর নির্ভর করে আছে আপনি এটা সাপোর্ট করছেন কি করছেন না। ব্যাপারটা ৯১ তেও তাই ছিল, এখনো তাইই আছে। ৯১ তে ডানপক্ষরা বলেননি এটা খারাপ, তখনো ভালই বলেছে।
    ডিমনির কেসটা কোন স্কুল ভাল বলছে? ওয়াল স্ট্রিট জার্নাল, ফোরবেস এদিকে সেন দ্রেজ - সবাই তো খারাপ বলছে।

    Name: dc

    IP Address : 176.62.53.94 (*) Date:24 Dec 2016 -- 12:51 PM

    হ্যাঁ লিবারাইজেশানকে বাঁ পক্ষ খারাপ বলত। মনে আছে, আজকালে এই নিয়ে প্রচুর গম্ভীর প্রবন্ধ বেরোত, তাতে মনমোহিনী জননীতি নিয়ে কটাক্ষ থাকতো। আর সেই সময়ে আরেকটা ফ্রেজ খুব পপুলার ছিল, বিশেষ করে চিঠি বিভাগে, "দেশটাকে বেচে দিল"। পড়তাম আর হাসতাম।

    এখন ডিমনেটাইজেশান ডিবেট সেইঅর্থে ডান বাম ডিভিশান ধরে হচ্ছে না, কারন এটা তো ঠিক ইকনমিক রিফর্ম না, একটা প্রসেস। ফোর্বস, সেন, দ্রেজ, এনারা সবাই শর্ট টু মিড টার্ম ক্ষতিটাকে হাইলাইট করছেন। আবার আমার মনে হচ্ছে এই শকটার ফলে যদি লং টার্মে কিছু বিহেভিয়রাল চেঞ্জ হয় বা কিছু অ্যাওয়ারনেস তৈরি হয় তাহলে সেটা বেনিফিশিয়াল হবে। এই এফেক্টটা পাঁচ-ছ বছর পর ঠিকমতো ইভ্যালুয়েট করা যাবে।

    Name: টুংকাটাকিলা

    IP Address : 176.62.53.94 (*) Date:24 Dec 2016 -- 12:57 PM

    এখনো অবধি অমিতাভ বচ্চন, বিরাট কোহলি, স্যার জাদেজা, অজয় দেবগণ, অনুপম খেরের মত খ্যাতনামা অর্থনীতিকরা ডিমনির পক্ষে। উল্টোদিকে যাঁরা আছেন।নেহাতই ছিঁচকের দল।
  • রোবু | 213.132.214.86 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১১:৪০724994
  • আমি যা বুঝছি, ১০০ বছর বাদেও বেনিফিট পাওয়া যেতে পারে।
    ইন দ্য লং রান উই অল বেনিফিটেড।
  • dc | 167.50.62.228 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১১:৫০724995
  • অ্যান্ড ইন দ্য লং রান উই আর অল ডেড ঃ)
  • shibir | 193.82.231.245 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১২:৪৭724996
  • ডিসি - "যে এই স্কেলে ডিমনি এক্সারসাইজ আর কোথাও কখনো করা হয়নি। ইটস অ ফার্স্ট টাইম এক্সারসাইজ। "
    এটা বুঝলামনা । ৭৮ এরটা কেন স্কেলের দিক থেকে কম ছিল ?
    আপনার কি মনে হয় ৭৮ থেকে কি লং টার্ম গেইন হয়েছে ?
  • lcm | 83.162.22.190 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১২:৫৪724997
  • যাই হোক, ব্যাক টু দ্য গ্যাদগ্যাদে মায়ের আঁচল থিং --

    তো এখন যিনি এইভাবে ধরো কিছু টাকা ক্যাশে জমিয়েছেন, তিনি এখন সেই টাকা নিয়ে কি করবেন? ব্যাংকে নিয়ে গেলে তো জেলে ভরে দেবে বলছে। বা বলছে নাকি ৫০% নিয়ে নেবে ট্যাক্স বাবদ। অথচ এগুলো সবই আফটার ট্যাক্স মানি।

    আচ্ছা, সিনিয়র সিটিজেন-দের জন্যে কি কোনো আলাদা নিয়ম করেছে - কেউ জানো?

    যে এই সিচুয়েশনে পড়েছে তার কাছে ইহা সব্বোনাশ, তা সে আমার আপনার কাছে দশ বিশটা ক্রেডিট কার্ড থাকুক না কেন। আর দ্যাশ থেকে দুর্নীতি হ্ঠাবার জন্যে, যিনি জীবনে কোনো দুর্নীতি করেন নাই তার এই কুরবানী আপনেরা কেউ কেউ সাপোর্ট করলে করতে পারেন, কিন্তু তিনি নিজে ক্যামনে করবেন।
  • dc | 181.60.218.95 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১৩:৩০724998
  • শিবির, কোন আইডিয়া নেই। ৭৮ এ ডিমনি হয়েছিল সেটাই জানতাম না, তার কি স্কেল ছিল আর কি বেনিফিট হয়েছিল সে তো আরোই জানিনা।

    এলসিএমদা, মায়ের আঁচলে যিনি তিলে তিলে চোখের জল মুছতে মুছতে দেড় লাখ টাকা জমিয়েছেন তাঁর কথা বলছেন? সেই মায়ের আঁচলওলাকে ব্যাংকে গেলে জেলে কেন ভরে দেবে বুঝলাম না।

    আর আজকের টাইমস অফ ইন্ডিয়ায় বেরিয়েছে যে আশি লাখ টাকার ওপর যেসব ডিপোজিট হয়েছে সেগুলোকে ইনকাম ট্যাক্স ইনভেস্টিগেট করবে। তো আপনি কতো অ্যামাউন্ট বলছেন, দেড় না আশি? যে মায়ের আঁচলে আশি লাখ জমানো হয় সেই মায়ের নাম কি...ইয়ে...সারদা মা?
  • টুংকাটাকিলা | 233.191.7.69 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১৩:৪২724999
  • আজকের পর পুরনো নোট জমা দিতে হলে রিজার্ভ ব্যাঙ্কে গিয়ে ডিক্লারেশনসহ জমা দিতে হবে।

    গ্রামে কটা করে ব্যাঙ্কের ব্র্যাঞ্চ আছে? রিজার্ভ ব্যাঙ্কই বা কটা গ্রামে আছে?

    অসংখ্য গ্রাম আছে যেখানে নিয়ারেস্ট প্রাইমারি হেল্থসেন্টার কমপক্ষে পাঁচ মাইল দূরে - লোকে সেখানে যায় না একটা দিন নষ্ট হবে বলে, বাড়ির মহিলারা আরো কম যান বাড়ির সমস্ত কাজ বন্ধ হয়ে যায় বলে। এইটা বাস্তব। সেখানে কজন ব্যাঙ্কে গেছে বা যেতে পেরেছে বা পারবে?

    একটু আর্বান লাক্সারীর বাইরে বেরোতে পারলে ভালো হয়। নিদেনপক্ষে ট্রুথ অফ গুজরাট নামক পেজটি রোজ একটার পর একটা রুরল সেক্টরের ভিডিও পোস্ট করে চলেছে, সেগুলো দেখা যায়।
  • টুংকাটাকিলা | 233.191.7.69 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১৩:৪৪725000
  • চাষের সীজন। অলরেডি ফীডব্যাক হল বীজ না কিনতে পারায় চাষে চূড়ান্ত ক্ষতি হয়েছে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে হুগলীতে এইসময় প্রতিবছর আলুর ক্ষেত ভরে থাকতো - সোমবার দেখলাম পুরো ফাঁকা মাঠ।
  • dc | 181.60.218.95 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১৩:৪৭725002
  • হ্যাঁ এইসব ডিক্লারেশান ইত্যাদি চাওয়াটা নিঃসন্দেহে হ্যারাসমেন্ট, বিশেষ করে কম অ্যামাউন্ট ডিপোজিটের জন্য। ডিক্লারেশান না দিলে কি জেলে পুরে দেবে বলেছে নাকি? রোজ এতো আইন পাল্টাচ্ছে যে আদ্ধেক নিয়ম জানতে পারছি না। এলসিএমদা কিছু জানেন?

    তবে এমনি একটা প্রশ্ন, বাতিল নোটের বেশীর ভাগ নাকি অলরেডি জমা পড়ে গেছে? বাতিল নোট এখনো জমা দেননি এরকম মানুষ কি এখনো অনেক সংখ্যায় আছেন?
  • dc | 181.60.218.95 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১৩:৪৮725003
  • এখন কি নিয়ম চলছে - যেকোন পুরনো নোট জমা করলেই কি ডিক্লারেশান দিতে হবে? নাকি জেলে পুরে দেবে? বাপরে এতো ভয়ংকর!
  • lcm | 83.162.22.190 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১৩:৪৯725004
  • এখানে একজনের আত্মীয়ার এই অবস্থা, কাছাকাছির মধ্যে ব্যাংক নাই, একদিন গেছিলেন লম্বা লাইন দেখে চলে এসেছেন। তিনি পুরোনো টাকা দিয়ে নতুন টাকা চান। ব্যাংক অ্যাকাউন্ট মেইন্টেইন বা যাতায়াত তার লোকেশন থেকে প্রায় অসম্ভব। আর তিনি তেমন সুস্থও নন। ওড়িষায় থাকেন।
    গত সপ্তাহে নাকি সরমন জারি হয়েছে, ৫০০০ এর বেশি জমা দিতে গেলে হয় জেল নয় ৫০% ট্যাক্সো জরিমানা।

    না আশি লাখ নয়, হয়ত আশি হাজার। এসব নিয়ে মক করা খুব সহজ, কিন্তু তার জায়গায় নিজেকে ফেললে ঠিক করতে পারি না।

    মানে, এই যে আর্বান নেটস্যাভি জীবন, ডিজিটাল লাইফ, তার বাইরে মানুষ আছেন, তাদেরকে নিয়ে কেঁদে ভাসানোর দরকার নেই, কিন্তু কম করারও বোধহ্য দরকার নেই। তাই তো?
  • lcm | 83.162.22.190 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১৩:৫০725006
  • * কিন্তু কম করারও বোধহয় দরকার নেই
  • টুংকাটাকিলা | 233.191.7.69 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১৩:৫০725005
  • ৩১শে মার্চের পর দশের বেশি বাতিল নোট থাকলে জেল। অর্ডিন্যান্স পাস হয়েছে ক্যাবিনেটে।

    হুগলীর গ্রাম থেকে রিজার্ভ ব্যাঙ্কে আসাও বিশেষ সুখকর ব্যাপার নয়। ডিক্লারেশন তো পরের কথা।
  • lcm | 83.162.22.190 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১৩:৫১725007
  • ধ্যাৎ *মক করার
  • টুংকাটাকিলা | 233.191.7.69 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১৩:৫২725008
  • আর কাল থেকে শুধুই রিজার্ভ ব্যাঙ্কে জমা দেওয়া যাবে ডিক্লারেশনসহ। ফাইন হবে কিনা সিওর নই।
  • dc | 181.60.218.95 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১৩:৫৫725009
  • এটা জানতাম না তো! বাতিল নোট থাকলে জেল!!

    এলসিএমদা, একদম ঠিক, শহরের বাইরে যেসব মানুষজন আছেন বা শহরেও যেসব প্রান্তিক মানুষজন আছেন তাঁদের দুর্দশা কোনভাবেই ছোট করে দেখা উচিত না। ডিমনি এক্সারসাইজটা আরো অনেক প্ল্যান করে ভালোভাবে এক্সিকিউট করা উচিত ছিল যাতে এক দেড় মাসের বেশী এরকম ক্যাশ শর্টেজ না হয়। আর এই যে ব্যাংকে গেলে কম অঙ্কের ডিপোজিট করলেও ডিক্লারেশান ইত্যাদি চাওয়া হচ্ছে এইসব নিয়মেরও মানে নেই।
  • টুংকাটাকিলা | 233.191.7.69 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১৩:৫৬725010
  • ভারতে প্রায় ৫০% লোকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। গ্লোবালি অ্যাকাউন্টহীন লোকের ২১% ভারতীয়। যাদের আছে তাদের অনেকেই স্বচ্ছন্দ নয়। হ্যাঁ এইগুলো ঠিক নয় ঠিকই - আর সেই জন্যেই এরকম দেশে এই স্টেপগুলো শুধু ভোগান্তিই আনে।
  • dc | 181.60.218.95 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১৩:৫৭725011
  • সাধারন মানুষের দুর্দশা নিয়ে তো মজা করার প্রশ্নই উঠছে না। তবে আনন্দবাজারে যিনি মায়ের আঁচল ইত্যাদি নিয়ে প্রবন্ধ লিখে ভুলভাল প্রশ্ন করেন তাঁকে নিয়ে মজা করি।
  • lcm | 83.162.22.190 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১৩:৫৯725013
  • বোঝো! ওড়িশা-ছত্রিশগড়ের বর্ডারের কাছাকাছি ছোট জায়গা থেকে রিজার্ভ ব্যাংকে যাওয়া ...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন