এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ৭৬৩০৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ০১ জানুয়ারি ২০১৭ ০৯:৩৩725149
  • না না অজ্জিনাল নোকিয়ার কল ক্ল্যারিটি খুব কম ফোনই দিতে পারে বা পেরেছে। কিছু না হয়ে থাকলে ও ফোন ফোনের জন্য ব্যবহার করাই ভাল।
  • Arpan | 100.207.152.78 | ০১ জানুয়ারি ২০১৭ ০৯:৩৯725150
  • মানে একটা ফোন কথা বলার জন্য, আর একটা অ্যাপ চালাবার জন্য? দুটো ফোন বয়ে বেড়াবার ঝক্কি কি কম? নতুন নাম্বার সর্বত্র লিং করানোর ঝামেলা না হয় ওয়ান টাইম বলে বাদই দিচ্ছি।

    আর ভয়েস কল আর এখন আর কটাই বা হয়? (আবার ১০% সিন্ড্রোম)
  • k | 212.142.118.183 | ০১ জানুয়ারি ২০১৭ ০৯:৫৯725151
  • পিটিদার আসলি নকিয়া দিয়ে USSD খুবই করা যাবে। মানে স্রেফ *99# টিপতে হবে আরকি।

    বিস্তারিত পাবেন এখানে -
    http://www.npci.org.in/Product-Overview-NUUP.aspx

    আর ওদের একটা ফ্রিয়োয়েন্টলি আস্কড কোশ্চেনের পিডিএফ আছে, সেটা ডাউনলোড করে পড়ে নিতে পারেন, সব ক্লীয়ার হয়ে যাবে। সেটার লিঙ্ক হল ঐ উপরোক্ত সাইটে দেওয়া আছে। মেনুতে Products & Service> *99#>*99#>FAQ's এ চলে যান।

    দেখছেন তো মার্শমেলো আর ন্যুগেটরা এমপিন জেনারেট করতে খাবি খাচ্ছে, শেষে *99# এর শরনাপন্ন হচ্চে, কাজেই তাদের কথায় ভুলবেন না পিটিদা, আপনি শির উন্নত রেখে মাননীয় মোদিজীর জমানার শেষদিনটি পর্যন্ত আপনার আসলি নোকিয়া ব্যবহার করুন।
  • k | 212.142.118.183 | ০১ জানুয়ারি ২০১৭ ১০:১৪725152
  • পিটিদার ক্ষেত্রে প্রযোয্য হবে না, কিন্তু দেশ ও দশের স্বার্থে জানিয়ে যাই, আদিম ফোনটি CDMA নেটওয়ার্কে থাকলে কিন্তু *99# কাজ করবে না। বলবে Operation is failed.

    মোদ্দা কথা MTS, BSNL CDMA, ইত্যাদি নেটওয়ার্কে *99# মন্ত্রের কোন প্রভাব নেই।
  • PT | 213.110.242.5 | ০১ জানুয়ারি ২০১৭ ১০:২০725153
  • এটির মডেল ২৬০০। ২০০৪-এ বাজারে আসে। সেই সময়ের অনেক সুন্দরীর মধ্যে বেছে নেওয়ার মত সৌন্দর্য ছিল। নিজের মোবাইল বলে বাড়িয়ে বলছি না, এর "কল ক্ল্যারিটি" এখনকার অনেক ঘ্যামা ঘ্যামা মোবাইলকে লজ্জা পাইয়ে দেবে। বার দু-তিন এর ওপর দিয়ে রিক্সাও চলে গিয়েছে। কিন্তু কিচ্ছুটি হয়নিকো!! সেকারণে রাগের সময়ে এটিকে ঢিল হিসেবে ব্যবহার করার কথাও ভেবেছি কয়েকবার।

    শুধু দীর্ঘ ব্যবহারের জন্যে ক্ভারের বর্ণমালা ঠিকমত পড়া যায় না-যে কারণে মেসেজ করতে বেগ পেতে হয়। আর কিচ্ছুটি ঝামেলা নেইকো। অজ্জিনাল কভারের সন্ধান পেলে তাকে এবার পুজোয় একটা নতুন পোশাক কিনে দিতে পারি।

    k-কে ধন্যবাদ!
  • k | 212.142.118.183 | ০১ জানুয়ারি ২০১৭ ১০:৪৪725154
  • ঘষে যাওয়া আসলি নকিয়ার *,9 এবং # চিহ্ন তিনটিকে চিহ্নিত করে সরু পার্মানেন্ট মার্কার বুলিয়ে পুনর্জাগরিত করুন। নইলে নতুন খোসা না পেলে ওই তিনটি বোতাম টিপবেন কি করে! সচরাচর শূন্যের বামদিকে * এবং দক্ষিনে # চিহ্ন অবস্থান করে থাকেন।
    প্রাণপ্রতিষ্ঠা করার পর টাওয়ারমুখী হয়ে *99# একবার ডায়াল করে তো দেখুন, কোন পুঁথিপাঠেরই প্রয়োজন হবে না এত সোজা করে বানানো সবকিছু। হাতের কাছে পাশবই, ডেবিট কার্ড ইত্যাদি মজুদ রাখবেন, ক্ষণে ক্ষণে তার থেকে তথ্যাঞ্জলি দিতে হবে।
  • k | 212.142.118.183 | ০১ জানুয়ারি ২০১৭ ১০:৫৩725155
  • হ্যাঁ, *99# ছাড়াও বাকি এক দুই তিন চার ও এবিসিডিও নতুন করে লিখতে হবে, নইলে মাঝপথে খেই হারিয়ে ফেলবেন।
    বরং নতুন বছরে একটা নতুন খোসা কিনেই ফেলুন ফোনটার জন্যে। এরা আড়াইশো টাকা চাইছে-
    https://www.maxbhi.com/full-body-panel-for-nokia-2600-black.html
    তবে এরা কেমন জানিনা, আমার চক্করে না পড়ে নিজে একটু খোঁজ করে আমাজন টামাজন থেকে একজন ভাল রেটিংওলা সেলারের কাছ থেকে কিনুন, এমনকি দু পয়সা বেশী হলেও। কেনার আগে ফুল বডি হাউসিং কিনা শিওর হয়ে নেবেন, নয়ত দেখবেন কমদামে স্রেফ সিলিকন এর খোসা পাঠিয়ে দিয়েছে। তাতে কীবোর্ডের উন্নতি ঘটবে না। অতএব সাধু সাবধান, আপনার কিন্তু স্রেফ কীপ্যাডটি দরকার।
  • dc | 132.174.84.39 | ০১ জানুয়ারি ২০১৭ ১১:০৫725156
  • আচ্ছা একটা কথা বলি। মোবাইলে যাঁরা ব্যাঙ্কিং ট্রানসাকশান করছেন বা করতে যাচ্ছেন তাঁরা কিন্তু খুব সাবধানে এটা করবেন। মোবাইলের সিকিউরিটি এনভায়রনমেন্ট কম্পিউটারের স্কিউরিটি এনভরনমেন্টের থেকে উইক (কম্পিউটারে সাধারনত অ্যান্টিভাইরাস-ফায়ারওয়ালের কম্বো থাকে, মোবাইলে সাধারনত থাকেনা), আর অ্যান্ড্রয়েডের স্যান্ডবক্সিং এর ভালনারেবিলিটি আছে। বিশেষ করে খতরনাক হলো অ্যাপ পারমিশান, কারন বেশীর ভাগ সময়ে ইউজাররা পারমিশান দিয়ে পরে ভুলে যান। নুগাট এ কিছু পরিবর্তন এনেছে, কিন্তু তাও ঐ অ্যাপ পারমিশান ব্যাপারটা আমার প্রচন্ড অস্বস্তিকর লাগে। PT দা বা অন্যরা ussd কোড দিয়ে অ্যাকাউন্ট লিংক করার চেষ্টা করছেন, ওটাও সাবধানে আর দরকার না হলে করবেন না। কারন মোবাইল ফোন থেকে ডেটা চুরি করা যায়, আর পুরনো হ্যান্ডসেট এক্সপ্লয়েট করার তো বেশ কিছু নোন মেঠড আছে (PTদাকে ভয় পাওয়াচ্ছি না, সাবধান করছি ঃ) )

    আমি নিজে বহুকাল হলো কার্ড বা নেট ব্যাংকিং ইউজ করি, মিত্রোঁ মোদি বলার অনেক আগে থেকে। কিন্তু আমি কখনো মোবাইলে ব্যাংকিং অ্যাপ ইনস্টল করিনি, কারন মোবাইল থেকে এতো রকম ভাবে ইনফেরমেশন লিক হয় যে সেটা একটা পাতায় লিখে শেষ করা যাবেনা। কাজেই সাবধানে, ভেবেচিন্তে মোবাইলে নেটব্যাঙ্কিং ইনস্টল করবেন।
  • dc | 132.174.84.39 | ০১ জানুয়ারি ২০১৭ ১১:১৩725157
  • আরেকটা কথা, নেটব্যাংকিং অ্যাপ ইনস্টল করার অগে অতি অবশ্য ভেবে দেখবেন মোবাইলটি আপনার হাতছাড়া হলে আপনি কি কি স্টেপ নিতে পারেন। মোবাইলে কি সিকিউরিটি লক করা আছে, সেটা কি এক-দুই মিনিটের মধ্যে অটো লক করে? মোবাইলটা কি এনক্রিপ্টেড? রিস্টার্ট করলে কি পাসোয়ার্ড চায়? অ্যানড্রয়েড ডিভাইস ম্যানেজার কি অন আছে, সেটা দিয়ে ফোনটা রিমোট লক করা যায় কিনা আর ম্যাপে লোকেট করা যায় কিনা সেটা কি পরীক্ষা করে দেখেছেন? (এগুলো করতে গেলে ওয়াই ফাই আর সিম ডেটা দুটোই অন থাকতে হবে, কারন হয়তো এমন লোকেশানে ফোনটা হারিয়েছেন যেখানে ওয়াইফাই নেই, তখন সিম ডেটা দিয়ে ফোনটা লোকেট করতে হবে)। অ্যান্ড্রয়েড পে অন করা নেইতো বা অন্যকোন অটোমেটিক পেমেন্ট মেকানিজম অন করা নেইতো? ইত্যাদি ইত্যাদি। আইওএসেও প্রশ্নগুলো মোটামুটি একই, মানে আইফোনটা রিমোটলি লোকেট করতে পারেন কিনা পরীক্ষা করে দেখেছেন কিনা ইত্যাদি। এগুলো ঠিকমতো এনশিওর করে তারপর ব্যাংকিং অ্যাপ ইনস্টল করাটা বেটার।
  • সিকি | ০১ জানুয়ারি ২০১৭ ১১:৩৮725159
  • এইমাত্র আরেকটা জিনিস দেখলাম। ইউপিআই দিয়ে এখনই টাকা ট্রান্সফার করা যাচ্ছে। মানে, আমি এক তারিখে কয়েকটা অ্যাকাউন্টে অনলাইন পে করি, সাধারণত এনইএফটি দিয়ে, সেটা ব্যাংকিং আওয়ার্স ছাড়া হয় না। এই যেমন আজ রোববার, আজ হবে না, আমাকে এনইএফটি শিডিউল করে রাখতে হবে দু তারিখের জন্য। কিন্তু ইউপিআই দিয়ে সরাসরি অ্যাকাউন্টে টাকা চলে গেল এক্খুনি। এনইএফটি হলে ফেল করত আজকে।
  • dc | 132.174.84.39 | ০১ জানুয়ারি ২০১৭ ১১:৪৭725160
  • সেটা IMPS অপশান দিয়েও হয়, তাই না?
  • সিকি | ০১ জানুয়ারি ২০১৭ ১২:১১725161
  • IMPS চার্জ কাটে। NEFT ফ্রি।
  • PT | 213.110.242.5 | ০১ জানুয়ারি ২০১৭ ১২:৩৯725162
  • উঃ কি জটিল আলোচনা আর কত অ্যাব্রিভিয়েটেড শব্দাবলী যেগুলোর পুরোটা কি মানে কে জানে!!
    এইপথে ভারতের ক্যাশমুক্তি হবে? এ তো হাজার বছরের মোদীদের কাজ!!

    তবে আমি কি ডরাই কভু ভিখারী ফ্রডেরে? মাসে বার দুয়েক ব্যাঙ্কে যাই-পকেট ভর্তি টাকা নিয়ে আসি। সর্বত্র ক্যাশে পেমেন্ট। ফ্রডেরা বুড়ো আঙুল মুখে পুরে বসে থাকুক।
  • cb | 113.218.236.27 | ০১ জানুয়ারি ২০১৭ ১২:৪৮725164
  • *সবার
  • cb | 113.218.236.27 | ০১ জানুয়ারি ২০১৭ ১২:৪৮725163
  • মোদীর বিরুদ্ধে কিন্তু সেই পিটিদাই লড়ে চলেছেন। :-)

    নতুন বছর আশা করি স্বার ভাল কাটবে
  • dc | 132.174.84.39 | ০১ জানুয়ারি ২০১৭ ১২:৫৮725165
  • ইয়ে PT দা পকেটমারের থেকে সাবধানে! :p

    আমার লাইফে দুবার পকেটমারি হয়েছে, তবে আজ অবধি কখনো অনলাইন বা ডিজিটালে চুরি হয়নি। একবার একটা ক্রেডিট কার্ড হারিয়ে ফেলেছিলাম, কিছু হবার আগে সেটা লক করে ফেলতে পেরেছিলাম।
  • PT | 213.110.242.5 | ০১ জানুয়ারি ২০১৭ ১৩:০৫725166
  • না তো, আমি একা নই!!
    ৭০ টাকার কমলালেবু কিনলে ২০০০ টাকার নোট ভাঙিয়ে দিচ্ছে অনায়াসে। তার ওপরে বেশ কিছু নতুন ৫০০-র নোট-ও সিস্টেমে ঢুকে গিয়েছে। আর প্রচুর দশ টাকার নোট ব্যাঙ্ক থেকেই পাওয়া যাচ্ছিল। আমার অব্সার্ভেশন ঠিক হলে, অন্ততঃ আমার কাছের বাজারে একটা সমান্তরাল ব্যাঙ্কিং সিস্টেম চলছে। কোন ব্যবসায়ী ১০০ টাকার নোট ব্যাঙ্কে জমা দিচ্ছে না। সেটা বাজারের মধ্যেই ঘুরছে। ইভেন্চুয়ালি মহাজনের কাছে ২০০০-এর বড় নোট চলে যাচ্ছে কিন্তু ১০০ আর দশ বাজারেই থেকে যাচ্ছে।
    কিছু একটা করে এরা ডিমনিটাইজেশনকে কাঁচকলা দেখাচ্ছে সেটা সম্ভব্তঃ RBI-এর গভর্নরকে রাস্তায় নেমে শিখতে হবে। আর সেই কারণেই হয়ত তিনোদের বিস্তর লাফালাফি বিশেষ প্রভাব ফেলছে না জনমানসে।
  • dc | 132.174.84.39 | ০১ জানুয়ারি ২০১৭ ১৩:০৮725167
  • হ্যাঁ এখন কিছু এটিএমে দেখছি একশো আর পাঁচশোর নোটও পাওয়া যাচ্ছে।
  • PT | 213.110.242.5 | ০১ জানুয়ারি ২০১৭ ১৩:১৪725168
  • dc
    আমি কি ডরাই কভু ভিখারী পকেটমারে!!
    আমি কস্মিন কালেও ওয়ালেট ব্যভার করিনা। তাই এ পর্যন্ত তারা আমার কোন পকেটে হাত ঢোকাবে স্থির করে উঠতে পারেনি!
    (হে চোরেদের ভগবান, আমাকে ক্ষমা করে দিও!!)
  • avi | 57.15.6.9 | ০১ জানুয়ারি ২০১৭ ১৩:৩০725170
  • নভেম্বর মাসে দুতিনবার কার্ড দিয়ে পে করেছিলাম। ডিসেম্বর তো পুরোই ক্যাশের ওপর কাটছে। অন্য রাজ্যে ঘুরে আসাও হল, আর প্রায় সপ্তাহেই বাড়ি যাচ্ছি দিব্যি। একটু ফিডব্যাক সব দেখে তবে আবার ই-সবে হাত দেব। ভালো কথা, ইদানিং, মানে গত এক-দু বছর কলকাতায় আর তেমন পকেটমারি শুনি না। স্যাম্পল সাইজ অবিশ্যি ধর্তব্য না।
  • dc | 132.174.84.39 | ০১ জানুয়ারি ২০১৭ ১৩:৩২725171
  • PT দা :d
  • | ০১ জানুয়ারি ২০১৭ ১৬:১৬725172
  • পিটির 1:05 এর অবজার্ভেশানটা আমারও। আমি তিন সপ্তাহ কলকাতা কোন্নগর ঘুরে প্রচুর ছোট নোট নিয়ে ফিরেছি। আর এখানে যেহেতু এমনিতেই খুব একটা নোট লাগে না ফলে এখন অনেকদিন নিশ্চিন্ত।

    কিন্তু কেলো (দাদা নয়) হল আজ আলমারীর একদম কোনাকাঞ্চিতে একটা চকচকে নতুন পাঁচশো টাকার নোট খুঁজে পেলাম এই মিনিট দশ আগে :-((((( নির্ঘাৎ চকচকে বলে সরিয়ে রেখেছিলাম। কবে যে রেখেছিলাম কিস্যু মনে নেই।
  • sinfaut | 52.106.21.71 | ০১ জানুয়ারি ২০১৭ ১৬:২৩725173
  • আমিও লিখি। পাড়ার মুদির দোকানে খাতা লেখানো থাকে। আগের মাসে চেক দিয়েছি। এবারে ভাবলাম এস্বিআই পে টেস্ট করি। ধুর সে দোকানে দাঁড়িয়ে গোলগোল ঘুরেই গেলো কিছু হলো না। বেজায় স্লো। তখন আবার *৯৯# দিয়ে ১০ সেকেন্ডের মধ্যে টাকা পাঠিয়ে দিলাম। পুরো চুম্মা কেস। নেট লাগে না, অ্যাপ লাগে না, অ্যানড্রয়েড লাগে না। খুবই ভালো।
    আর আমারও এই অ্যানড্রয়েড অ্যাপ এর সিকিউরিটি নিয়ে বেশ চিন্তা হয়। শালা ফোনের সব ডেটা পড়ার পারমিশান দিতে হবে কেন? এ কী মামদোবাজি?
    তাই ঠিক করলাম, নো অ্যাপ শুধু ঐ ইউএসএসডি।
  • Arpan | 100.207.152.78 | ০১ জানুয়ারি ২০১৭ ১৬:৪০725174
  • @সিকি, ইউপিআই IMPS মোডে ফান্ড ট্রান্সফার করে।

    ইউপিআই মার্চ ২০১৭ অব্দি ফ্রি, তারপরে npci আর ব্যাঙ্কগুলি মিলে হয়ত একটা চার্জ বসাবে ।
  • | ০১ জানুয়ারি ২০১৭ ১৬:৪৫725175
  • আমি অ্যানড্রয়েড অ্যাপ দিয়ে এখনও অবধি শুধু আমাজনের একবার অ্যাপে অনেকটা কম দিচ্ছিল সেই কি যেন ছোটখাট কি একটা কিনেছিলাম। অনলাইন পেমেন্ট ইত্যাদি বহু বহুউউ বছর ধরে ল্যাপী/পিসি থেকে করি তাও মূলত অফিসের ফায়ারওয়াল থেকে। IRCTC টিকিট, অনলাইন ট্যাক্স রিটার্ন এইগুলো সব মোটামুটি যবে থেকে চালু তবে থেকেই করি। কিন্তু ঐ ল্যাপী/পিসি। কাজেই ডিসি ভাববেন না। আমারও ব্যাগ চুরি গেছে, কিন্তু অনলাইনে টাকা খোয়া যায় নি এখনও।

    কিন্তু এইগুলো সব টেস্ট করে রাখছি অফিসের উন্নতশিরগণের জন্য। তাছাড়াও নতুন নতুন জিনিষপত্র দেখেশুনে জেনে রাখতে আমার বেশ লাগে।
  • b | 24.139.196.6 | ০১ জানুয়ারি ২০১৭ ১৭:৫৫725176
  • আরে দ, রেখে দিন। আমিও একটা রেখে দিয়েছি। কালেক্টর্স আইটেম হবে একদিন।
    (মানে আপনি করেন কিনা জানি না, আমার ও শখটা আছে)
  • pi | 127.194.12.176 | ০১ জানুয়ারি ২০১৭ ১৯:০৩725177
  • আমার ২০০০ কিন্তু প্রিপেইড ট্যাক্সি নিল না, না কোলকাতা, না দিল্লি। এমনি ডাকা হলুদ ট্যাক্সিও না।
    সেদিন কাফে কবীরায় একটা ভাঙালো, আরেকটা ম্যাগনোলিয়ায়।
    বাজারে নিচ্ছে, মাসের খাতা খুললে। আমি ৩০০ ৩৫০ র বাজার করেও ভাঙাতে পারিনি। ব্যবসা মার খাওয়ার কথাও অনেকে বলেছেন।
    চোখের উপরে আশেপাশে অনেককে স্পেনাসার ইত্যাদিতে পুরো শিফট করতেও দেখলাম।
  • b | 24.139.196.6 | ০১ জানুয়ারি ২০১৭ ১৯:২২725178
  • ওটার একটা লোয়ার লিমিট আছে। ৬০০/৭০০ লেভেলে বাজার করলে মুদির দোকান ভাঙিয়ে দিচ্ছে, আমাদের এখানে।
  • shibir | 193.82.231.245 | ০১ জানুয়ারি ২০১৭ ২০:৫৮725179
  • PT - 'আমি কস্মিন কালেও ওয়ালেট ব্যভার করিনা। তাই এ পর্যন্ত তারা আমার কোন পকেটে হাত ঢোকাবে স্থির করে উঠতে পারেনি!' আমার বাবাও ওয়ালেট ব্যবহার করেনা কিন্তু একাধিকবার পকেটমার হয়েছে ।পকেটমারদের প্রতিভা নিয়ে কখনো সন্দেহ করা উচিত না।
  • cm | 127.247.201.4 | ০১ জানুয়ারি ২০১৭ ২১:১১725181
  • আমি একমাসের চেষ্টায় একখানা ২০০০ ভাঙ্গিয়েছি। আমার অভিজ্ঞতায় শহরাঞ্চলে সমস্যা বেশি। গত মাসখানেক বিভিন্ন এটিএমে চেষ্টা করে টাকা তুলতে পারিনি। কাল আবার যাব। পেটিএম ব্যবহার করে এয়ারটেল টপ আপের চেষ্টা করেছিলাম হয়নি। ওতে যা ভরেছি সেটা টাটাস্কাই টপ আপ করে খরচা করব, পুরো বেকার লাগল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন