এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ৭৬৮৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 83.162.22.190 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১৪:০২725014
  • ডিসি, প্রবন্ধটা কি পড়েছ? দেবশংকর হালদার ইকনমিস্ট নন, অভিনেতা। তিনি জানতে চেয়েছেন যে ঐ টাকাটা কি কালো টাকা - ব্যস। ভুলভাল একটুও তো নয়ই, বরং ভীষন রকমের ভ্যালিড পয়েন্ট।

    যে কোনো মানুষ - তার নিজের রোজগারের টাকা, ক্লিন মানি - সেটা কেন এক রাতের নোটিশে লাইনে গিয়ে দাঁড়িয়ে জমা দিতে হবে, এবং ব্যাখা করতে হবে। সৎপথে রোজগার করে তিন লাখ টাকা ক্যাশ জমানো যে ক্রাইম এ কথা তো কোথাও লেখা নেই।
  • dc | 181.60.218.95 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১৪:০৪725016
  • ভারতে ব্যাংকের পেনিট্রেশন ৫০%, সে তো ঠিকই। তবে গত কয়েক বছরে অনেকটা বেড়েওছে। প্রশ্ন হচ্ছে যে আরো অনেক বেশী পেনিট্রেশান হবার পর, বা সবাই স্বচ্ছন্দ হওয়ার পর এই স্টেপটা নেওয়া যেত কিনা। জানিনা, তবে সব প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করার জন্য যদি সবার জন্য অপেক্ষা করতে হয় তাহলে বোধায় কোনদিন কোন প্রোগ্রামই ইমপ্লিমেন্ট করা যাবে না। অনেকটা সেই সিঙ্গুরে ৮০% লোকের সম্মতি পাওয়া গেছিল, কিন্তু ১০০% এর সম্মতি কেন নেওয়া হয়নি সেই তর্কের মতো।
  • sinfaut | 52.106.70.225 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১৪:০৪725015
  • ডিমোনিটাইজেশন যেন হোমিওপাথি চিকিৎসা। ওরে মন হবেই হবে।
  • টুংকাটাকিলা | 233.191.7.69 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১৪:০৬725017
  • দুটোই আপওয়ার্ডলি মোবাইল অ্যাসপিরেশনের সাথে ইনলাইন। এই সিমিলারিটি তো আছেই।
  • রোবু | 213.132.214.84 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১৪:০৭725018
  • ভারতকে হিন্দু রাষ্ট্র করে মুসলমানদের তাড়িয়ে দেওয়া উচিত কিনা এই নিয়ে টুইটারে একটা পোল হলে মনে হয় উত্তর হ্যাঁ-ই পাওয়া যাবে, অন্তত: ৬০ শতাংশ। তো বাকিদের সম্মতির দরকার আছে কি সে ক্ষেত্রে?
  • dc | 181.60.218.95 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১৪:১০725019
  • যে ইনকামের জন্য আইনসঙ্গত ভাবে ইনকাম ট্যাক্স দেওয়ার কথা, অথচ দেওয়া হয়নি, সেটাই কালো ইনকাম। আমার মনে হয় মায়ের আঁচল প্রবন্ধ লেখার আগে এটা জানা উচিত।

    হোমিওপ্যাথি করে যদি চার লাখ কোটি টাকার সাসপেক্ট ইনকাম বেরিয়ে আসে, আর ডিসেম্বার ১৭ অবধি আশি লাখ টাকার ডিপোজিট মিলে এই চার লাখ কোটি আনয়াকাউন্টেড ইনকাম ডিপোজিটের ফলে সেটা নিয়ে ইনকাম ট্যাক ইনভেস্টিগেশান শুরু করে, তাহলে মনে হয় সেই হোমিওপ্যাথির অল্প একটু সুফল মিলতেও পারে।
  • dc | 181.60.218.95 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১৪:১১725021
  • এইরে, স্লিপারি স্লোপ এসে গেছে ঃ)
  • টুংকাটাকিলা | 233.191.7.69 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১৪:১১725020
  • হ্যাঁ, বেড়ে ৫৩% হয়েছে। তার মধ্যে অনেকটাই খুলে দিয়েছে কিন্তু ব্যবহার করার অবস্থা নেই। ঐ যে কাল টেলিগ্রাফে দিয়েছে - ডিমনির পর পেটিএমের লোক এসে সেট করে দিয়ে গেছে, দোকানদার ব্যবহার করতে পারছে না, পেটিএমের লোক গায়েব।
  • lcm | 83.162.22.190 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১৪:১৩725022
  • ধুস, সিঙ্গুর বা '৯১ এর ইকনমিক ক্রাইসিস এর সঙ্গে এর কোনো তুলনাই হয় না।

    দেশের কোথাও কোনো আইন ছিল না যে ক্যাশ রাখা যাবে না। বাড়িতে কত টাকা ক্যাশ জমিয়ে রাখা যেতে পারে তার কোনো লাইনত ইমিটও নাই।বেহ্সির ভাগ দেশেই নেই।

    একদিন রাতে শোনা গেল জমানো টাকা সব অচল।

    প্রিন্টেড বিল/নোট ইজ অ্যান এগ্রিমেন্ট, এ টেন্ডার। সেটাকে এমন রাতারাতি বাতিল করা কিছুতা অগণতান্ত্রিক, অসাংবিধানিক। যদি সংবিধানে এই নিয়ে কোনো আইন না থাকে তো নতুন বিল পেশ করা উচিত যাতে ভবিষ্যৎ-এ কোনো সরকার এইরকম তুঘলকি সিদ্ধান্ত নেবার আগে অন্তত হাউসে প্রস্তাব নিয়ে আসে।
  • টুংকাটাকিলা | 233.191.7.69 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১৪:১৪725024
  • ট্যাক্স দেওয়া টাকাই ধরুন না।

    আমার কোলীগ - মাকে মাসে।মাসে টাকা দিত, তিনি জমিয়ে রাখতেন। এবার সেরকম প্রায় তিরিশ হাজার টাকা জমা দিতে গিয়ে ভোগান্তির একশেষ হয়েছে। ডিক্লারেশনের চক্করে।
  • টুংকাটাকিলা | 233.191.7.69 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১৪:১৭725026
  • এই মুহুর্তে রিজার্ভ ব্যাঙ্কের সামনে আধ কিমি।লম্বা লাইন।
  • dc | 167.50.250.55 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১৪:১৮725027
  • হ্যাঁ এই স্টেপটার লিগালিটি নিয়ে তো সুপ্রিম কোর্টে মামলা চলছে। দেখা যাক কি ডিসিশান হয়।
  • lcm | 83.162.22.190 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১৪:৩৮725028
  • মামলা তো ঠিক আছে।
    কিন্তু ধরো কাল রাতে শুনলে ১০০ আর ৫০ টাকার নোট পরশু থেকে অচল, বা, ক্রেডিট কার্ড ট্রান্সকশ্যন করা যাবে না। এমন কি হঠাৎ করে ঘোষনা করা যায়? অবশ্যই যায়, নইলে আর করল কি করে।

    জিনিসটা ভালো না খারাপ, দশ বছর বাদে সুফল পাওয়া যাবে কি না - এসবের থেকেও বড় কোশ্চেন হল, এমন এক সিদ্ধান্ত, যা কোটি কোটি নাগরিকের সুবিধা/অসুবিধার কারণ হতে পারে, সেটা পার্লামেন্টের ফ্লোরে প্রস্তাব হিসেবে না এনে কোনো ব্যক্তি বা দল বা গোষ্ঠী নিজেরাই ঠিক করতে পারে কি না।
  • dc | 181.60.218.95 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১৪:৪৬725029
  • এই সিদ্ধান্তটা (শুধুমাত্র এই ডিমনির সিদ্ধান্তটা, অন্য সিদ্ধান্ত না) বোধায় পার্লামেন্টের ফ্লোরে ডিবেট করে নেওয়া যেতনা। সিক্রেসি মেন্টেন না করলে বোধায় আজকের খবরে যে বেরিয়েছে চার লাখ কোটির সাসপেক্ট ইনকাম, যেটা নিয়ে ইনকাম ট্যাক্স ইনভেস্টিগেট করবে, এই খবরটা বোধায় বেরোত না। চার লাখ কোটির আনঅ্যাকাউন্টেড ইনকাম বোধায় খুব কম অ্যামাউন্ট না।

    তবে ডিমনির এক্সিকিউশান অবশ্যই আরো বেটার হওয়া উচিত ছিল, বিশেষ করে যখন চার-পাঁচ মাস ধরে নাকি প্ল্যান করেছে।
  • lcm | 83.162.22.190 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১৪:৫৭725030
  • ফ্লোরে গেলেই যদি পাশ হত, দুর্নীতিমুক্ত দেশ বানানোর ফর্মুলা যদি সবাই অ্যাপ্রুভ করত, তখন না হয় এক্সিঅকিউশনের প্লান বানানো যেত। বেটার প্লান হতেই পারত।
    এইটা অ্যালাউ করা মানে, কাল রাতারাতি এমন আরো সিদ্ধান্ত সিক্রেটলি নেবার দরজা খুলে দেওয়া হল, এমন সিদ্ধান্ত যা কিনা অনেক অনেক মানুষকে ইমপ্যাক্ট করে।
  • lcm | 83.162.22.190 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১৫:০০725031
  • গণতান্ত্রিক কাঠামোটা বিগড়ে দিতে পারে। যদিও কোনো কাঠামোই পারফেক্ট নয়, কিন্তু কয়েকজন মিলেই যখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে, তখন আর বিরোধীপক্ষ/স্পিকার/অধিবেশন/লোকসভা/রাজ্যসভা - এসব আস্তে আস্তে অপ্রাসঙ্গিক হয়ে উঠবে।
  • dc | 181.60.218.95 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১৫:০৪725032
  • আবারও লিখি, বোল্ড অ্যান্ড আন্ডারলাইন সহ, যে ডিমনির সিদ্ধান্তটা এমনই যে পার্লামেন্টে ডিবেট করে নেওয়া যেত না (বা নিলে লাভ হতো না, চার লাখ কোটির আনঅ্যাকাউন্টেড ইনকাম ধরা পড়তো না)। অন্য সিদ্ধান্তর সাথে ডিমনিকে কম্পেয়ার করার দরকার আছে বলে মনে হয়না।
  • রোবু | 213.132.214.84 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১৫:০৬725037
  • এরপর এমার্জেন্সির সিদ্ধান্তও কি পার্লামেন্টে ডিবেট করে নিতে হবে? কী যে বলেন আপনারা!!
  • lcm | 83.162.22.190 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১৫:০৬725033
  • আর, চার লাখ কোটি কালো টাকা বেরিয়েছে - খুব ভালো কথা।

    এবার বুঝতে পেরেছি।

    যারা পুরানো টাকা নিয়ে লাইনে দাঁড়িয়ে কষ্ট করেছিলেন, তাদেরকে ঐ চার লাখ কোটি বিলিয়ে দেওয়া হবে।

    নাউ, ইট মেক্‌স্‌ সেন্স। জয় ডিমানিটাইজেশন !
  • dc | 181.60.218.95 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১৫:১৩725038
  • এলসিএমদা :d
  • dc | 181.60.218.95 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১৫:১৮725039
  • তবে কিনা ভালো ভালো কথা তো অনেক বলছে, এগুলো ফলো থ্রু করে কিনা সেটাই দেখার।

    The income tax department has already served around 5,000 notices to those who have deposited unusually large amounts of cash in banks. "People thought the government will not do anything and kept depositing money. We have been analysing data on a weekly basis and we are going to act against those who have unaccounted money. Obviously, we want everyone to come forward and themselves pay taxes," said a senior official, adding that the government was hoping to earn "good revenue this year".

    For instance, between November 10 and the end of November, 1.77 lakh borrowers had repaid loans of over Rs 25 lakh using old notes — with the repayments adding up to nearly Rs 50,000 crore. The list included companies and firms apart from individuals. Officials said the tax department intends to go after those who made large repayments in cash. Similarly, the tax department, sources said, has come across instances where bank accounts that were not compliant with KYC norms saw deposits of over Rs 1 crore.

    দেখা যাক এই চার লাখ কোটির থেকে কতোটা ট্যাক্স রেভিনিউ বার করতে পারে।
  • dc | 181.60.218.95 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১৫:৩৩725041
  • রোবু, এক্স্যাক্টলি! অনেকে বলছে কেউ কেউ নাকি আগে থেকেই জানত আর তারা নাকি নিজেদের টাকা গুছিয়ে নিয়েছিল। তো আগে থেকে মানে ধরুন মাস চারেক আগে থেকে হবে, তাও যদ্দুর মনে হয় বেশ কম সংখ্যক লোক জানতে পেরেছিল। আর এলসিএমদা বলছেন পার্লামেন্টে ডিবেট করে এই সিদ্ধান্ত নিতে হতো। মানে দেশের সবাই জেনে যেতো, তাও মিনিমাম সাত আট মাস ডিবেট হতো, বিল পাশ হতো, তারপর। আদৌ সিদ্ধান্তটার কোন এফেকটিভনেসই থাকতো না।
  • dc | 181.60.218.95 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১৫:৩৫725042
  • আর আমার মনে হয় শুধু নভেম্বরের ৮ না, তার আগের দুতিন মাসেও যেসব অস্বাভাবিক হাই ভ্যালু ডিপোজিট হয়েছে সেগুলোকেও তদন্ত করা হয়েছে। এই যে বিজেপির লোকেরা ল্যান্ড কিনেছে, এটা বেশ ফিশি।
  • dc | 167.50.99.137 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১৫:৪০725043
  • *সেগুলোকেও তদন্ত করা দরকার
  • T | 165.69.191.254 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১৫:৪২725044
  • ওমা, কী সুন্দর সার্জিক্যাল স্ট্রাইক থিয়োরী। এ তো সর্বত্র ফিট করে যায়। দুম করে ঝেড়ে না দিলে এফেক্টিভ হ'বে না কিনা।
  • netai | 175.225.104.69 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১৫:৫২725045
  • চার লাখ কোটি ব্ল্যাক মানি এখনো ধরা পড়েনি
    Rs 4 lakh crore of cash deposits so far may be suspect

    যারা ৮০ লাখের উপরে জমা দিয়েছে তারা আঁটঘাট না বেঁধে জমা দিয়েছে ভাবার কারন? এখান থেকে সরকার ৫০ হাজার ম্যাক্স লাভ করতে পারে।

    আর ডায়রেক্ট ট্যাক্স কালেকসান সরকারের বাড়বে এটা নিশ্চিৎ। সাথে এটাও মাথায় রাখবেন কনসাম্পসান কমার জন্য স্টেটের রেভেনিউ কমবে। ওটাও খুব কম অ্যামাউন্ট হবেনা।
  • netai | 175.225.104.69 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১৫:৫৫725046
  • ৫০ হাজার বলতে ৫০ হাজার কোটি।
    কটা শূন্য হয় কে জানে ঃ)
  • dc | 181.60.218.95 | ৩০ ডিসেম্বর ২০১৬ ১৫:৫৮725048
  • এক্স্যাক্টলি, চার লাখ কোটি ব্ল্যাক মানি এখনো ধরা পড়েনি। ইনকাম ট্যাক্সের লোকজন সন্দেহ করছে ওটা আনঅ্যাকাউন্টেড ইনকাম। আমার মনে হলো এলসিএমদা সেটা জেনেই লিখেছেন, তাই স্মাইলি দিলাম ঃ)

    হ্যাঁ, কিছু বাড়বে, কিছু কমবে। দেখা যাক অন ব্যালেন্স কি থাকে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন