এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ৭৬২৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৬:১৫725115
  • এসবিআইপে নামালাম কিন্তুক সে আমারে কিছুতেই রেজিস্টার করতে দিতেছে না। দেখি একবার আনইনস্টল করে দিয়ে।

    ডিডি আয়ের উর্ধসীমা নেয় কিনা ঐ টেস্ট তো আফনেরেই করে দেখে আমাদের জানাতে হবে। বুঝতেই পারছেন আমরা তো ঐটেতে লিমিটের মধ্যেই।
  • Arpan | 100.207.152.78 | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৬:১৮725116
  • পুরো পুদিঁচ্চেরী কেস চলছে। আশা করি বছর খানেকের মধ্যে সব স্ট্রিমলাইনড হয়ে যাবে।
  • cm | 127.247.97.219 | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৬:৪৮725117
  • কিন্তু সরকারি বা বেসরকারি অ্যাপ মারফত টাকা হাপিশ হলে তো সেই ফোনে ভুতের সাথে ঝগড়া ছাড়া গতি নাই।
  • k | 212.142.118.183 | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৬:৫৫725118
  • আমি মাত্র একটি কেসের উপর ভিত্তি করে লিখেছি যে SBI Pay তে SBI অ্যাকাউন্ট ছাড়া হয়। যার কথা লিখেছি সে নিজে বলেছিল তার SBI অ্যাকাউন্ট নেই, HDFC তে আছে, তার কিন্তু দিব্যি SBI Pay তে সেই HDFC অ্যাকাউন্ট টা জুড়ে গেছিল।
    এখন মানুষের বাবা মা স্ত্রী সন্তানাদির সঙ্গে নানারকম অ্যাকাউন্ট থাকে। হয়ত সেই ব্যক্তি ক্লোসেট SBI, অথচ নিজেই সেটা জানে না। এমনও তো হতে পারে।

    তাও দমদির কোন স্টেপে আটকাচ্ছে জানতে চাইব। কারন পুরো প্রসেসের দুটি ধাপ,
    ১) মোবাইলে SBI Payর আসন পাতা। মানে ডাউনলোড-ইনস্টল-এসেমেস ভেরিফিকেশন-পাসোয়ার্ড সেটিং ইত্যাদি। এবং
    ২) একের পর এক অন্যান্য ব্যাঙ্কের একাউন্ট SBI Pay তে জোড়া।

    দমদির কি প্রথম ধাপেই আটকাচ্ছে? না দ্বিতীয় ধাপ অব্দি গড়াচ্ছে ব্যাপারটা ? IDBI এর কার্ড নাম্বার দেবার পর কি এরর মেসেজ দিচ্ছে? MPIN সেট করতে দিচ্ছে না ??

    দমদির ফোন আদৌ আধারকার্ডে লাগানো আছে তো?? মানে আধারের ওটিপি ফোনটায় আসে তো ??
  • | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৭:০০725119
  • আচ্ছা কেলোদাদা ও সিকি,
    এসবিআইপে ও ফোনপে এই দুই অ্যাপ নিয়ে ঘন্টাখানেক ঘেঁটে যা বুঝলাম IDBI হচ্ছে আমার সব সমস্যার মূল। যখনই আইডিবিআই সিলেক্ট করছি তখনই ওরা আর কিছু রিট্রিভ করতে পারছে না। এদিকে আইডিবিআই আমাকে মেসেজের পর মেসেজ করে গেছে যে তুমি বাছা ইউপিআই রেজিস্ট্রেশানের রিকোয়েস্ট করেছ থার্ড পার্টি মারফত। উহাতে টার্মস এন্ড কন্ডিশানস অ্যাপ্লাইড। হেল্পলাইনে ফোনাতে তারা মাথাটাথা চুলকে বলল এইটে ম্যাডাম আমাদের সিলেবাসের বাইরে। আপনি সোংবারে টুক করে একবারটি ব্যাঙ্কে চলে গিয়ে জেনে আসেন।

    তো, হাতে যা ব্যথা হয়েছে আর ভীম নিয়ে ঘাঁটব না।
  • | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৭:০২725120
  • হ্যাঁ হ্যাঁ সেসব ঠিকঠাক আছে। ITRV ভ্যালিডেশান আধর দিয়ে হয় তো। ঐ ফোনেই সব আসে। আর ঐ অ্যাকাউন্টেই রিফান্ড যায়।
  • | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৭:০৬725121
  • মানে আমার রিকোয়ারমেন্টটা এমন। আমার আইডিবিআই আর আইসিআইসিআই তে দুটি অ্যাকাউন্ট আমি একটি কমন অ্যাপ চাই যেটা দিয়ে যখন যে অ্যাকাউন্টে টাকা থাকবে সেখান থেকে এসবিআই হিক কি ইউবিআই হোক কি এইচডিএহসি হোক সেসব জায়গায় খুচরোমত টাকা পাঠাতে পারব।
  • card | 37.6.201.177 | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৭:৩০725122
  • এই তো সবাই সুড়্সুড় করে পথে (থুড়ি কার্ডে) আসছে। ৯ নভেম্বরের সেই সব তেজ কোথায় গেল?
  • টুংকাটাকিলা | 147.59.156.45 | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৭:৩৯725123
  • অ্যাক্সিস পে দিয়ে প্রথমবার একজনকে টাকা দিতে গিয়ে এরর দিয়েছিলো, আবার টাকাও কেটেছিলো। আমি দ্বিতীয়বার চেষ্টা করে পাঠিয়েছিলুম, প্রথমবারের টাকা নিজেরাই ফেরত দিয়েছিলো।

    পুরো রিলায়েবল এখনো নয়। এই আপনাদের কথা শুনে লগইন করতে গিয়ে অনেকক্ষণ ধরে হচ্ছিলো না।
  • | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৭:৪৪725125
  • এখানে একটা মজার কথা মনে পড়ল। সেই ১৯৯৯ - ২০০০ এ আমি HSBC র ক্রেডিট কার্ড ফেরত দিয়েছিলাম অনলাইন পেমেন্ট কত্রা যায় না বলে। সে তাদের ব্র্যাঞ্চে গিয়ে ক্যাশ কিম্বা চেক দিতে হত। আবার চেক ক্যাশ হওয়ার দিন ধরে নিয়ে পেমেন্ট করতে হত। তো সেটা কারণ দেখানোয় ওদের কি রাগ।

    আচ্ছা অমিত শায়ের সেই বেনামী অ্যাকাউন্ট যেটা গুজরাটে ধরা পড়েছিল বলে খবর বেরিয়েছিল সেই কে একটা অন্য শা যেন অনেক অনেক কত কোটি কালাধন ডিক্লেয়ার করে গায়েব হয়ে গেছে সেইটার আপডেট কেউ জান?
  • রোবু | 55.123.162.247 | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৮:০৬725126
  • কারডবাবু আশা করি ৯ তারিখ থেকেই ক্যাশ ব্যাবহার ছেড়েছেন।
    ওদিকে দুই সরব ডিমনি পুং দেখলাম গতকাল একে অন্যের দলিলে সই করে জালি রেন্ট রিসিপ্ট বানাচ্ছে।
  • সিকি | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৮:০৮725127
  • আমি হুলিয়ে পেটিএম ইউজ করি। কেবল ওয়ালেটে পয়সা রাখি না। যখন যত টাকা দেবার হয় তখন সাথে সাথে তত টাকা পেটিএমে নিয়ে এনে ট্রান্সফার করে দিই। এক মিনিট বাড়তি লাগে এই যা। মোবাইল চুরি গেলেও টাকা যাবে না।

    আজ ছশো টাকার তেল ভরতেই মেসেজ এলো, ইউ আর এলিজিবল ফর ০.৭৫%ক্যাশব্যাক। মানে সাড়েচাট্টাকা। কম কথা। সেই আনন্দে আজ মোগলাই পরোটা খাবো।
  • | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৮:১২725128
  • কিন্তু অমিত শায়ের বেনামী কালাধন? ক্কেউ জানে না? ঝিকি তো অমিত শায়ের খুব ভক্ত। ঝিকিও জানে না?
  • সিকি | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৮:৩৬725129
  • ওসব জানতে নেই। বোঝোই তো।
  • সিকি | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৮:৪৩725130
  • ও - আর পেটিএম। এমনিতে খুব সমস্যা নেই। একবার হয়েছিল কি, বিগবাস্কেটে পেমেন্টের জন্য সাড়ে পাঁচশো টাকা কেটে গেছিল, সে আর ফেরত আসে না। আমিও খুব একটা ফলো আপ করি নি। তারপরে একদিন ফোন করলাম, ওরাই দেখেটেখে বলল হ্যাঁ, ট্র্যানজ্যালশন কমপ্লিট হয় নি, ফেরত দিয়ে দিল টাকাটা।

    একবার একটা শাওয়ার ফেস (বাথরুমের ঝর্ণার মুখ) কিনেছিলাম, শস্তায় পেয়েছিলাম। তারপরে একটা লন্ড্রি ব্যাগ অর্ডার করলাম, সে আর আসে না। দু সপ্তাহ বাদে ফলো আপ করাতে রেসপন্স এল, সেলার বলছে আইটেমটা আর অ্যাভিলেবল নেই, সরি। আপনার টাকা রিফান্ড করে দিচ্ছি আর আমরা সেলারকে স্টার্ন ওয়ার্নিং দিচ্ছি।

    বেশ ভালো কথা। একবার ভুল হতেই পারে। টাকা ফেরত পেয়ে আরেক সেলারের থেকে অবার লন্ড্রি ব্যাগ অর্ডার করলাম। সে-ও আর আসে না, আরও দেড় সপ্তাহ পেরিয়ে গেল। মেল করলাম। বললে বিশ্বাস করবে না, হুবহু একই উত্তর এল - সেলার বলছে আইটেমটা আর অ্যাভিলেবল নেই, সরি। আপনার টাকা রিফান্ড করে দিচ্ছি আর আমরা সেলারকে স্টার্ন ওয়ার্নিং দিচ্ছি।

    আমি আর পেটিএম থেকে কিছু কিনি না, খালি বিল পে করি। প্লেনের টিকিট কাটতে গিয়ে দেখি সাড়ে বাইশশো টাকার টিকিট মেকমাইট্রিপ বেচছে চব্বিশশো টাকায়, আর পেটিএম সেই টিকিট বেচছে ছাব্বিশশো টাকায়। ধুর!

    ও হ্যাঁ - মোবাইলের বিল পে করি এয়ারটেল অ্যাপ থেকে, অনেক ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে।

    আর, আর, মেয়ের ইশকুলে পেটিএমের মাধ্যমে টাকা নেয়।
  • sinfaut | 11.23.252.40 | ৩১ ডিসেম্বর ২০১৬ ২২:৪৪725131
  • কেলোদার কথা শুনে এসবিআই পে ইন্সটল করলাম। এমপিন ব্যাপারটা বুঝতে পারছিলাম না। তাপ্পর বুঝলাম ওটা এসবিআই পে দিয়ে ওটা সেট করা যাচ্ছে না। তখন *৯৯# টিপে এমপিন আলাদা করে সেট করে নিয়ে এসবিআই পে তে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করে নিলাম। এখনো টাকা পাঠাই নি।
  • sinfaut | 11.23.252.40 | ৩১ ডিসেম্বর ২০১৬ ২২:৪৫725132
  • ** অ্যাকাউন্ট অ্যাক্টিভেট
  • card | 37.6.201.177 | ০১ জানুয়ারি ২০১৭ ০০:২৪725133
  • হাপ্পি নিউ ইয়ার

    আমার এক্টু বেশী হ্যাপ্পি, বছরের শেষ দিনে ইন কাম ট্যাক্স ডিপ থেকে লাখখানেক সফেদ সে ভি সফেদ ধন ওয়াপস পেয়েছি। ব্যাঙ্ক টিডীএস হিসেবে জমা করে দিয়েছিল।
  • Arpan | 100.207.152.78 | ০১ জানুয়ারি ২০১৭ ০০:৪৩725134
  • কার্ডবাবু/বিবি, এখানকার লোকে তো ১০℅, আগেও ডিজিটাল ছিল এখনো আছে। এখন তো আবার স্ন্যাপডিলকে বললেই বাড়িতে ক্যাশ দিয়ে যাচ্ছে। খালি সেগুলো কেউ নিতে চাইছে না এইটুকুই যা সমস্যা। ও কিছু না।
  • সিংগল k | 212.142.118.183 | ০১ জানুয়ারি ২০১৭ ০১:৩৬725136
  • দমদি সিঁফোদার পদ্ধতিটি ব্যবহার করেও idbi এর জন্য এমপিন ক্রিয়েট করতে পারেন। একবার এমপিন পেয়ে গেলে কিন্তু আপনার আইডিবিআই SBI Pay তে দারুন চলবে। কোন অসুবিধা হবার কথা নয়। এটা টেস্টেড বলেই বলছি।
    আমি আর একটি পদ্ধতি বলতে পারি, ভীমে যদি আইডিবিআই খাওয়ান তবে ভীমেও আইডিবিআই এর এমপিন জেনারেট হবে। সেই একই এমপিন SBI Pay তেও ব্যবহার করতে পারবেন। দমদি যতটুকু করেছেন, অর্থাত এমপিন ক্রিয়েট করার আগের স্টেপ পর্যন্ত, তাতেও কিন্তু ওনার টাকা রিসিভ করতে কোন অসুবিধা হবে না। অর্থাত আমি যদি এখন দমদি@sbi নামের VPA তে টাকা পাঠাই তবে সে টাকা দমদির আই ডি বি আই ব্যাঙ্কের অ্যাকাউন্টে জমা পড়ে যাবে। (যদি দমদি icici আর idbi অ্যাকাউন্টের মধ্যে idbi অ্যাকাউন্টটাকে প্রাইমারি করে রাখেন)

    দমদিকে আরও একটা ব্যাপারে সাবধান করে রাখি, SBI Pay র মত BHIM এও সহজে আইডিবিআই এর এমপিন ক্রিয়েট হতে চাইবে না। কিন্তু কাউকে ফোন টোন না করে একনিষ্ঠ ভাবে সাধনা করে গেলে একসময় সিদ্ধিলাভ ঘটবে। আর দমদি ঠিকই বলেছেন, আইডিবিআই এর সবকিছুই কেমন যেন। তাই আইডিবিআই এর নিজস্ব অ্যাপ বেরোলে সেটাও বিশেষ ভাল কিছু দাঁড়াবে বলে মনে হয় না। আইডিবিআই এর নেটব্যাঙ্কিং তো দেখেছেন, অন্যদের কেনাকাটা করার পর দাম দিতে গেলে ফাইন্যাল স্টেজে ওটিপি নিজে থেকে চলে আসে, আর আইডিবিআই এ আপনি কিছু কিনবেন মনস্থ করলে আগে নেটব্যাঙ্কিং এ ঢুকে ওটিপি জেনারেট করিয়ে তারপর কেনাকাটা শুরু করতে হয়। বাজার করে ফাইনাল পেমেন্টের সময় নিজে থেকে ওটিপি পাঠায় না। আগে তবু নেটব্যাঙ্কিং এ কেনাকাটার ওটিপি গোটা দিন বৈধ থাকত, এমাস থেকে ব্যাটারা ওটিপির ভ্যালিডিটি কমিয়ে আধ ঘন্টা করে দিয়েছে। খুবই ঝামেলার ব্যাপার। আই ডি বিআই যেন মাননীয় মোদিজীর ডিজিটাল স্বপ্নকে ভেঙ্গেচুরে ফেলতে আদাজল খেয়ে নেমেছে।
    সরকারী BHIM এও যে আইডিবিআই এর পিন টিন জেনারেট করতে ঝামেলা হচ্ছে সেটা সরকারকে(NCPI) এবং আইডিবিআই দুজনকেই লিখে জানানো উচিত। SBI Pay তে আইডিবিআই কনফিগার করতে গিয়ে দমদি যে প্রবলেমটি ফেস করেছেন সেটি অতি কমন প্রবলেম, লোকে এই সমস্যায় পড়লে আইডিবিআই হেল্পডেস্কে ফোন বা মেল করছে এবং ওরা সবাইকে বলে দিচ্ছে ওদের দিকে কোন গন্ডগোল নেই এস বিআই এর সঙ্গে কথা বলতে।

    যাহোক আমার ভীম বা এসবিআই পে নিয়ে কোন অভিযোগ নেই। মাঝে মাঝে VPA দিলেও লোক খুঁজে পাচ্ছে না, বা নিজের অ্যাকাউন্টেই কানেক্ট হচ্ছে না - ইত্যাদি সমস্যা হচ্ছে বটে তবে এগুলো নিতান্ত দাঁত গজানোর সমস্যা, মিটে যাবে বলেই আশা রাখি।
  • Arpan | 100.207.152.78 | ০১ জানুয়ারি ২০১৭ ০১:৪৭725137
  • কেলোদা, মিত্রোঁ, আপনি দেশ ও ১০-এর জন্য যা করছেন তা ৫৬ ইন্চ ফন্টে লেখা থাকবে। ফর ইয়ার্স টু কাম।

    এমপিন জেনারেশন সিফোঁ বর্ণিত পথে ইউএসএসডি দিয়ে জেনারেট করে নেওয়াই শ্রেয়। খালি খেয়াল রাখবেন, মিত্রোঁ, আপনার টেলিফোন নাম্বারটি যেন অ্যাকাউন্টের সাথে লিংকড থাকে।
  • k | 212.142.118.183 | ০১ জানুয়ারি ২০১৭ ০১:৫৫725138
  • মিত্রোঁদের মাথা হেঁট হয়ে গেছে অপ্পনদা, আপনি আর কাটা ঘায়ে নুনের ছিটে নাই বা দিলেন। :)
  • Arpan | 100.207.152.78 | ০১ জানুয়ারি ২০১৭ ০৪:০৫725139
  • কেলোদা,

    ইউবিআই এর অ্যাপও দাবি করছে যেকোন ব্যাঙ্ক থেকে ফান্ড পে/কালেক্ট করা যায়।

    এই যে লিংঃ

    https://play.google.com/store/apps/details?id=com.fss.unbipsp&hl=en

    বাকিগুলো দেখে জানাচ্ছি।

    একজন খালি জওয়ান চাই যে নির্ভীকচিত্তে এসব টেস্ট করবে আর একটা টইতে আপডেট দিয়ে যাবে। কৈ হ্যায় অ্যায়সা তো হও আগুয়ান।
  • PT | 213.110.242.5 | ০১ জানুয়ারি ২০১৭ ০৯:০৭725141
  • এসব করতে হলে কি আমার এক যুগেরও বেশী পকেট-বন্ধু দেড়িন্চি বাই দেড়িন্চি স্ক্রীনের মোবাইলকে তালাক দিতে হবে?
  • sm | 57.15.196.137 | ০১ জানুয়ারি ২০১৭ ০৯:১৪725142
  • ওটাকে ফেইল্যে দ্যান।১০ বছর কারো মোবাইল চলে!
    এনিওয়েস,সুপ্রভাত,হেপ্পি 2017 ।
  • PT | 213.110.242.5 | ০১ জানুয়ারি ২০১৭ ০৯:২০725143
  • অত সহজে কি ফেলা যায়? এ হচ্ছে আসলি নকিয়া-মেড ইন উল্লাসনগর নয়।
    ২০১৭ ভাল কাটুক আপনারও।
  • রোবু | 55.123.162.247 | ০১ জানুয়ারি ২০১৭ ০৯:২৩725144
  • #ফিঙ্গোরিমা।
  • Arpan | 100.207.152.78 | ০১ জানুয়ারি ২০১৭ ০৯:৩০725145
  • নকিয়া আগর কুছ না কিয়া তো ওটাকে মিউজিয়ামে দান করাই ভালো।
  • | ০১ জানুয়ারি ২০১৭ ০৯:৩১725148
  • দেড়যুগেরও বেশী মানে কি সিম্বিয়ান ওএস? বা তাচ্চেয়েও আগের? তাইলে হবে না। ওটিকে ফোন ধরা করার জন্য রেখে অন্য আরেকটি মার্শমেলো ড্রয়েড নিয়ে নিন
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন