এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ৭৬২৯১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • b | 24.139.196.6 | ৩০ ডিসেম্বর ২০১৬ ২৩:০৭725082
  • দিতে/ গিয়া

    স্টারগুলোর বদলে।
  • সঠিকভাবে | 103.115.95.206 | ৩১ ডিসেম্বর ২০১৬ ০৮:৩৬725083
  • *লীলাখেলা/ পাদতে গিয়া হাইগা দিলা
  • dc | 132.164.216.166 | ৩১ ডিসেম্বর ২০১৬ ০৮:৪৩725084
  • b, ব্যাপক!

    দেবার কথা ছিল ভুসুকুপাদ, হয়ে গেল ব্রহ্মপাদ :d
  • PT | 213.110.242.4 | ৩১ ডিসেম্বর ২০১৬ ০৮:৫৭725085
  • যদি কেউ না দেখে থাকেন.....>
    <
  • সিংগল k | 212.142.118.183 | ৩১ ডিসেম্বর ২০১৬ ০৯:৩১725086
  • ভীম এ যে ভার্চুয়াল এড্রেসখানি পেলুম সেটিকে কেউ চিনতে পারছে না। গতকাল ভীম দিয়ে টাকা পাঠানোও যাচ্ছিল না নেওয়াও যাচ্ছিল না, আজ অবস্থার উন্নতি ঘটেছে, টাকা নিজের একাউন্ট থেকে নিজের অন্য একাউন্টে পাঠানো গেল, কিন্তু অন্য একাউন্ট থেকে ভীমের দেওয়া ****@upi এড্রেসে টাকা পাঠানো গেল না। icici এবং SBI Pay এর উপি অ্যাপ থেকে ভীমে পাঠানোর চেষ্টা করেছি। কেউই ভীমের দেওয়া ****@upi বা <mobileno>@upi এড্রেসটি চিনতে পারছে না। বলছে ঐ এড্রেস উপলব্ধ নেই।
    এদিকে ভীম থেকে যে টাকা পাঠিয়েছি প্রাপক ব্যাঙ্কের খাতায় টাকার অঙ্কের পাশে ভীমের দেওয়া ****@upi দিব্যি জ্বলজ্বল করছে। ভীম খোলার সময় আমার টেলিফোন নং আর আমার ইচ্ছামত নাম দিয়ে দুটি @upi ভার্চুয়াল এড্রেস বানিয়েছিল। তার মধ্যে যেকোনটিকে প্রাইমারী হিসেবে রাখার সুযোগ দিচ্ছে এবং দুটিরই সুন্দর স্টাইলিশ QR কোড বানিয়ে প্রদর্শনও করছে। এমনকি সোস্যাল নেটওয়ার্কিং সহ ফোনের বাকি অ্যাপের সাহায্যে ঐ QR কোডটিকে শেয়ার করারও অপশন দিচ্ছে।
    icici (উপি) বা SBI Pay (SBI এর উপি অ্যাপ) তে যখন একাউন্ট খুলে ভার্চুয়াল এড্রেস বানিয়েছিলাম তখন তত্ক্ষনাত সেই ভার্চুয়াল এড্রেসগুলি লাগু হয়ে গিয়েছিল এবং টাকা পাঠান ও গ্রহন করা যাচ্ছিল। ভীমের ক্ষেত্রে এই অসুবিধা কেন ??

    এখন অব্ধি আমার দেখা সবচে শক্তিশালী উপি ইন্টারফেজ অ্যাপ হল SBI Pay. এসবিআই এ একাউন্ট না থাকলেও অন্য যে কোন ব্যাঙ্কের একাউন্ট SBI Pay তে জোড়া যায় এবং টাকা পাঠানো ও গ্রহন করা যায়। যে কোন ব্যাঙ্ক কে প্রাইমারী হিসেবে রাখা যায়। যে কোন ব্যাঙ্কের ক্ষেত্রে ****@sbi ভার্চুয়াল এড্রেস ব্যবহার করা যায়, যা কিনা আমার মতে একস্ট্রা সিকিউরিটি। অর্থাত আমার মোটেই SBI এ একাউন্ট নেই অথচ লোকে ভাববে আমার একাউন্ট SBI তে। ভীমের কাছ থেকেও ঠিক এই সুবিধাটিই পাওয়ার কথা। কারন ভীম ****@upi নামে এড্রেস ইস্যু করছে যা দেখে আমার কোন ব্যাঙ্কে একাউন্ট সেটা বোঝা সম্ভব না। ভীম অবশ্য দুটি ভার্চুয়াল এড্রেস রাখতে দিচ্ছে, একটি <name>@upi এবং অন্যটি <mobile no>@upi
    গতকাল আমার নামে ইস্যু করা mobileno@upi টি টাকা পাওয়ার ক্ষেত্রে কাজ করেছিল কিন্তু আজ সেটাও করছে না। লোককে আমার মোবাইল নম্বর দিতেও আমার আপত্তি আছে, তাই name@upi ভার্চুয়াল এড্রেসটি আমি ব্যবহার করতে আগ্রহী, কিন্তু আজ সকাল থেকে দুটোর কোনটাই অন্য ব্যাঙ্কের উপি চিনতে পারছে না।

    আপনারা ভীম বা অন্যান্য উপিগনের আলোচনা কি এখানেই করবেন? নাকি এর জন্য একটি পৃথক টই হবে??
  • dc | 132.164.216.166 | ৩১ ডিসেম্বর ২০১৬ ০৯:৩৩725087
  • ও বাবা এটা তো কবেই দেখেছি! আমাদের একটা ফ্যামিলি হোয়াটস্যাপ গ্রুপ আছে, সেখানে এটা ফরোয়ার্ড করার পর প্রায় গ্রুপ থেকেই বের করে দিয়েছিল ;d
  • dc | 132.164.216.166 | ৩১ ডিসেম্বর ২০১৬ ০৯:৩৭725088
  • আমি এখনো ভীম ইউজ করিনি। মার্কেট থেকে ফিডব্যাক পাওয়ার পর ভেবে দেখবো। এটার সিকিউরিটি নিয়ে কিছু আর্টিকেল বেরোক আগে।
  • k | 212.142.118.183 | ৩১ ডিসেম্বর ২০১৬ ০৯:৪৪725089
  • সিকিদা বোধহয় ভীম পরখ করছে। দমদিও মনেহয় করবে। আমিও আমার একটি নামমাত্র টাকাওলা একাউন্টে ভীম লাগিয়েছি। দেখি ওঁরা কি রিপোর্ট দেন।

    আর হ্যাঁ, SBI Pay যেমন বহুগামী ভীম তেমনটি নয়। অর্থাত একটিইমাত্র একাউন্ট ভীমে খাওয়ানো যাচ্ছে।
  • | ৩১ ডিসেম্বর ২০১৬ ০৯:৫২725090
  • এইত্তো কেলোদাদা হলেন গিয়ে আসল কাজের লোক। ফার্স্ট রাউন্ড
    টেস্টিং করেই ফেলেছেন। আমি এখনও সাহস করে নামাই নি।
    অন্য দুটি প্রশ্ন করে নিই।

    ১) icici থেকে upi হ্যান্ড্লে দিয়ে Idbi এ টাকা পাঠানো আর নেওয়া করা সম্ভব কী? IDBI কেমন একটা ধচা টাইপের ব্যঙ্ক কিসুয়ি করতে দেয় না ওদের নেট ব্যাঙ্কিঙও কেমন যেন।

    ২) এইটা আগেও লিখেছিলাম কোথায় যেন। ICICI থেকে SBI তে নেফট করলে সে টাকা অনেক সময়ই ১৫ দিনমত গায়েব হয়ে বসে থাকে তারপর গিয়ে প্রাপকের অ্যাকাউন্টে দেখা দেয়। যখন দেখা দেয় তখন কিন্তু ঐ যেদিনে পাঠানো হয়েছিল সেইদিনের ঠিকঠাক সময়ি রিফ্লেকটেড হয়। ফলে সুদ ঠিকঠাক পায়। কিন্তু কাউকে ছোট অ্যামাউন্ট পাঠানোর ক্ষেত্রে প্রাপকের পক্ষে ব্যপারটা চাপের হয়ে যায়। এইটা কেন হয় সে সম্পর্কে যথারীতি ব্যাঙ্কের লোকেরা ক্লুলেস।
    এইটা কি SBIPay দিয়ে করা সম্ভব?
  • টুংকাটাকিলা | 127.194.231.64 | ৩১ ডিসেম্বর ২০১৬ ১০:০৭725092
  • তাচ্চেয়ে অ্যাক্সিস পে ভালো, যে যে অ্যাকাউন্টে মোবাইল নং দেওয়া আছে, সবকটাকে টেনে নেয়।
  • dc | 132.164.216.166 | ৩১ ডিসেম্বর ২০১৬ ১০:২০725093
  • দ এর সেকেন্ড পয়েন্টটা এসবিআইর ক্ষেত্রে আমিও দুয়েকবার দেখেছি, তবে সেটা ১৫ দিন না, ৩/৪ দিন। টাকা ঢুকে যাবার পর আগের ডেট দেখিয়ে দেয়। আমি একবার একজন ব্র্যাঞ্চ ম্যানেজারকে চিঠি দিয়েছিলাম, উনি বলেছিলেন রিপ্লাই দেবেন, তারপর কোন উত্তর পাইনি।
  • সিংগল k | 212.142.118.183 | ৩১ ডিসেম্বর ২০১৬ ১০:২৬725094
  • এইত্তো আপনি ঠিক লোকের কাছে এসেছেন দমদি-

    ১) না, icici এর উপি ইন্টারফেসটি ওদের এতদিনকার মোবাইল অ্যাপেই ইন্টিগ্রেটেড। তাতে কেবল icici একাউন্টেরই কাজকারবার চলে।

    ২) SBI Pay তে যেসব ব্যাঙ্ক এখন অব্দি উপিতে যোগ দিয়েছে তাদের সবারই অ্যাকাউন্ট খাওয়ানো যায়। এমনকি আপনার SBI তে নিজের কোন একাউন্ট না থাকলেও।
    SBI Pay তে একাউন্ট খাওয়াতে গেলে কিচ্ছু লাগে না, শুধু যে মোবাইলে SBI Pay অ্যাপটি ভরা সেটি আধারে রেজিস্টার্ড বা ব্যাঙ্কে রেজিস্টার্ড হলেই হল। SBI Pay প্রথমবার চালু করার পর শুধুমাত্র একটা এসেমেস পাঠিয়ে সেটা চেক করে নেয়। নেবার পর লিস্টের গোটা তিরিশেক উপি তে টিকি বাঁধা ব্যাঙ্কের লিস্ট থেকে আপনি যে ব্যাঙ্কটি সিলেক্ট করবেন তাতে আপনার একাউন্ট থাকলে নিজে থেকে SBI Pay আপনার সেই ব্যাঙ্কের অ্যাকাউন্টের শেষ চার ডিজিট শো করবে। আপনি সেটা সিলেক্ট করলেই আপনার অ্যাকাউন্ট SBI Pay তে লেগে গেল।
    অর্থাত আপনি IDBI সিলেক্ট করে আপনার একাউন্ট ঠিক দেখাচ্ছে কিনা চেক করে সেটা অ্যাক্সেপ্ট করলেই আপনি yourname@sbi ভার্চুয়াল অ্যাড্রেসে কোনো টাকা পেলে সেটা আপনার IDBI একাউন্টে জমা পড়ে যাবে।
    এবার IDBI থেকে কোন টাকা যদি SBI Payর থ্রু তে অন্য কাউকে দিতে চান, তবে আইডিবিআই এর ডেবিট কার্ডটার শেষ ছটি সংখ্যা ও এক্সপায়ারী ডেট দিয়ে আপনার SBI Pay তে IDBI এর জন্য একটি পৃথক MPIN (যা কিনা ৬ডিজিটের) জেনারেট করতে ও মনে রাখতে হবে। এবার চাইলে আপনি আপনার SBI Pay দিয়ে IDBI একাউন্ট থেকে টাকা যাকে খুশী দিতে পারবেন। (সরকারী ঊর্ধসীমা ₹১০০০০ প্রতিদিন)
    একই সঙ্গে SBI Pay তে আপনি আপনার IDBI, ICICI ও অন্যান্য সব ব্যাঙ্ক জুড়ে রাখতে পারেন। এমনকি আপনার একই ফোনে আপনার অন্য ICICI অ্যাপে আপনার ICICI অ্যাকাউন্ট খাওয়ানো থাকলেও। ICICI এর নিজের অ্যাপের MPIN টিই SBI Pay অ্যাপেও কাজ করবে। শুধু ঐ ডেবিট কার্ডের ছয় ডিজিট দিয়ে আর এক্সপায়ারী ডেট দিয়ে SBI Pay তে একবারমাত্র খাওয়াতে হবে।
    আইডিবিআই এর এখনো কোন উপি ইন্টারফেস নেই, তাই ভীম এ বা এসবিআই পে তে খাইয়ে কাজ চালাতে পারেন। ভীমে IDBI দিব্য কাজ করছে, ভীম শুধু একটিমাত্র ব্যাঙ্কের সঙ্গে জোড়ে বলে মুশ্কিল হল একবার IDBI খাওয়ালে আর কোন ব্যাঙ্ক একইসঙ্গে ভীমে খাওয়াতে পারবেন না। অন্য একাউন্ট খাওয়াতে গেলে এটা মুছে করতে হবে কিনা সেটা এখনও চেক করে ওঠা হয় নি। তবে একের বেশী একাউন্ট খাওয়াতে গেলে ভীম সেরকমই ইঙ্গিত দিচ্ছে।
    দমদির ক্ষেত্রে দমদি IDBI একাউন্ট ভীমে এবং এসবিআই পে তে একসঙ্গে খাইয়ে রাখতে পারেন। ভীম অতি সরল অ্যাপ, SBI Payর জটিলতা ভীমে নেই। সিকিউরিটির দিকে তো ডিসিদা নজর রাখছেন, তার আপডেট পরে ডিসি দিয়ে দেবেন।

    আশাকরি দমদির প্রশ্নের যথাসম্ভব টু দ্য পয়েন্ট উত্তর দিলাম।
  • রোবু | 55.123.162.247 | ৩১ ডিসেম্বর ২০১৬ ১০:২৯725096
  • আজ ডাক্তার লাল এর মত বড় জায়গায় পেটিএম করতে গিয়ে হেজে গেলাম।
  • k | 212.142.118.183 | ৩১ ডিসেম্বর ২০১৬ ১০:২৯725095
  • অ্যাক্সিস পেও তার মানে এসবিআই পের সমতুল্য এবং বহুগামী।

    একটা আলাদা জায়গায় এই সংক্রান্ত জিনিসগুলো একত্রে আলোচনা করলে দেশের ও ১০ এর উপকার হত না ??
    (বাকি ৯০ এর কথা ছেড়েই দিলাম সেটা লক্ষ্য করবেন।) ;)
  • dc | 132.164.216.166 | ৩১ ডিসেম্বর ২০১৬ ১০:৩৩725097
  • পেটিএম কিন্তু ফ্রড কোম্পানি, আমার চেনা একজনের সাথে জিনিস কেনা নিয়ে গুপি করেছে। যাঁরা পেটিএম করছেন তাঁরা সাবধানে করবেন।
  • k | 212.142.118.183 | ৩১ ডিসেম্বর ২০১৬ ১০:৩৬725098
  • কদিন আগে পেটিএমের অ্যাপে দেখাত যে শীঘ্রই উপি থেকে টাকা গ্রহন করার ব্যবস্থা হবে। এখন আর ঐ নোটিশটা দেখছি না।
    এখন কি পেটিম উপি থেকে পাঠানো টাকা নিতে পারছে?? পারলে তো আর আমার দিক থেকে পেটিএম ব্যবহারের কোন যুক্তি দেখি না।
  • k | 212.142.118.183 | ৩১ ডিসেম্বর ২০১৬ ১০:৫৪725099
  • ও হ্যাঁ, ভীম নিজের ভার্চুয়াল অ্যাড্রেস, QR কোড এবং উপি লোগো দিয়ে স্টীকার ছাপানোর অপশনও দিচ্ছে...
  • | ৩১ ডিসেম্বর ২০১৬ ১১:৪৮725100
  • বাহ। একদম। পরিস্কার বুঝে গেছি। দাঁড়ান আগে SBIPAY নামাই। আমার বলাই বাহুল্য এসবিআইয়ের সাথে কোনও রিলেশান নাই। কিন্তু হোপফুলি এইবারে হয়ে এই পে'র টিকিতে বেঁধ্গে অন্য এসবিআইওয়ালাদের সাথে কাজ হয়ে যাবে।

    পেটিএম আমি এখনও পর্যন্ত ব্যবহার করি নি। কিন্তু কাল কোন্নগর থেকে ফিরে দেখলাম বাড়ীর সামনের সবকটা সবজিওলা, মাছওলা, চিকেনওলা, ফলওলা পেটিএম করে নিয়েছে আর সব্বাই সমানে পেতিএম করছে। যাদের কোনও কারণে সেইসময় হচ্ছে না তারা ঐ পরিমাণ ক্যাশ দিয়ে বলে আসছে একটু বাদে হয়ে গেলে এসে ক্যাশটা ফেরত নিয়ে যাবে। আমার সামনে একজন এসে মাছওলার কাছ থেকে আগের দিনের দেওয়া ক্যাশটা নিয়েও গেল পেটিএমের সাকসেস দেখিয়ে।
    দেখি ২-১দিন অপেক্ষা করে।
    মোবাইল চুরি গেলে পুরো ওয়ালেট সাফ, ফলে আমি পেটিএম ব্যবহারের একেবারেই পক্ষে নই।

    আর হ্যাঁ এগুলো একটা টইতে আলাদা করে রাখলে ভাল হত।
  • | ৩১ ডিসেম্বর ২০১৬ ১১:৫২725101
  • ও এখানেই লিখে রাখি কারো যদি কাজে লাগে, আমি ওয়ালনাট বলে একটা অ্যাপ ব্যবহার করি আয়ব্যয়ের হিসেব রাখার জন্য। দিব্বি অ্যাপ। দৈনিক, মাসিক ও বাৎসরিক সামারি দিয়ে থাকে। লিমিট সেট করে দিলে লিমিট ছাড়াতে চাইলে বকেও দেয়।
  • dd | 59.207.62.251 | ৩১ ডিসেম্বর ২০১৬ ১২:২৪725103
  • সিংগুল ডি বর্ণিত অ্যাপ তো বেশ উপকারী মনে হচ্ছে। আর ওয়ালনাট এম্নিতেও স্বাস্থ্যকর।

    দুটো জিনিস জানার আছে - ইনকামের কোনো আপার লিমিট রয়েছে কি? থাকলে তো মুষকিল। বেহিসেবী আয়ের জন্য এই বয়সে বকা খেতে রাজী নই।

    আর দশ ডিজিট পর্যন্ত্য কেলেকুলেট করে তো? ওর নিচে গেলে - ঐ খুচরো খাচরা হিসেবে আমার বাপু পোষাবে না।

    জানাবেন।
  • dc | 132.164.216.166 | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৩:০৭725104
  • যাক ডিডিদার পোস্ট পড়ে নিশ্চিন্ত হলাম। বম্বের সেই ফ্যামিলি যারা দু লাখ কোটির ইনকাম ডিক্লেয়ার করেছে, সেই খবরটা পড়ে থেকে চিন্তায় ছিলাম।
  • সিংগল k | 212.142.118.183 | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৪:১৪725106
  • SBI Pay না নামিয়ে দমদি টুংকাদার ঐ এক্সিসপেও নামাতে পারেন, তবে এক্সিসে একাউন্ট না থাকলেও ওটায় অন্য ব্যাঙ্কগুলো ধরানো যাচ্ছে কিনা সেটা টুংকাদা লেখেন নি।
    SBI Pay ব্যবহার করতে যে SBI এ একাউন্ট থাকা বাধ্যতামূলক নয়, সেটা টেস্টেড।

    টুংকাদা যেরকম এক্সিসপের কথা বললেন, সেরকম ইউনাইটেড ব্যাঙ্ক, এলাহাবাদ ব্যাঙ্ক প্রভৃতিদের উপি অ্যাপ সম্পর্কেও বিশদ লেখা একজায়গায় থাকলে খুব ভাল হত। কেউ না কেউ তো সেগুলোও ব্যবহার করবেনই।

    ইদানীং মাঝে মাঝেই পেটিএম ব্ল্যাকআউট হয়ে যাচ্ছে। তাই হয়ত কোন্নগরে ওরকম ক্যাস বন্ধক রাখার ব্যবস্থা। কিন্তু পেটিএম ওয়ালাদের উপি থেকে টাকা পাঠানো গেলেই আমি পেটিএম উড়িয়ে দেব।

    ডিডিদার মত আমিও ওয়ালনাটে ইন্টারেস্ট দেখিয়ে গেলাম।
  • রোবু | 55.123.162.247 | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৪:১৪725105
  • ওয়ালনাট আমিও ব্যভার করতাম। কিন্তু আমার মোবাইলে ডিভাইস মেমরি বলে এক গ্যাঁড়াকল রয়েছে।
    তাই রিদ্মিক ইন্সটল করার জন্য ওটা হঠাতে হল।
  • টুংকাটাকিলা | 147.59.156.45 | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৪:১৭725107
  • অ্যাক্সিসে অ্যাকাউন্ট নেই এমন কাউকে ওটা ইনস্টল করে দেখতে হবে।
  • সিকি | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৫:০৯725108
  • আমি লিখছি। রোসো।
  • সিকি | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৫:৩০725109
  • আমি জানতাম না অ্যাক্সিস ব্যাঙ্ক বা এসবিআই এই রকম বহুগামী ইউপিআই অ্যাপ বানিয়ে রেখেছে। মানে, এটা বোঝা যাচ্ছে যে, এই ইউপিআই / ইউএসএসডি ইন্টারফেসটা মাল্টিব্যাঙ্ক কমপ্যাটিবল করেই বানানো হয়েছে, আর পুরো গল্পটা রেজিস্টার্ড মোবাইল নাম্বারের সাথে যুক্ত।

    এইসব শোনার আগেই, লাস্ট যেদিন কেলোদার সাথে আলোচনা হচ্ছিল, আমি গুগল প্লে স্টোরে জেনেরিক ইউপিআই অ্যাপ খুঁজছিলাম। পেয়ে গেলাম ফোন-পে (PhonePe) বলে একটা অ্যাপ। আদতে ইয়েস ব্যাঙ্কের অ্যাপ, কিন্তু গল্পটা সেই একই, মোবাইল নাম্বার দিলেই বলে দিচ্ছে তোমার আইসিআইসিআই আর এইচডিএফসিতে অ্যাকাউন্ট আছে, চাইলে লিং করে ফ্যালো।

    তো, করলাম। কিছুই না, ইয়েস ব্যাঙ্কের তরফে আমাকে অনুরোধ করল দুটো ব্যাঙ্কেরই ইউপিআই জুড়ে দিতে, আর আমাকে একটা কমন ইউপিআই আইডি জেনারেট করতে দিল। ফোনপে একটা ইন্টারফেস হয়ে রইল যার মাধ্যমে আমি চাইলেই আইসিআইসিআই বা এইচডিএফসি যেকোনও ব্যাঙ্ক থেকে টাকা ট্রান্সফার করে ফেলতে পারব।

    কাল ভীম অ্যাপ নামিয়ে দেখলাম - সেই একই গল্প। কিস্যু আলদা নেই। যা যা ফিচার আমি ফোনপে অ্যাপে দেখেছি, সেইগুলোই ভীমে প্রেজেন্ট। ওটা শুধু ইয়েস ব্যাঙ্কের বানানো অ্যাপ (আমার ইয়েস ব্যাঙ্কের সাথে কুনও সম্পক্কো নেই), আর এইটা এনপিসিআইএলের বানানো অ্যাপ, মোদীর দ্বারা বিজ্ঞাপিত - কে না জানে, পাঁচশো টাকা দিলেই মোদীকে দিয়ে বিজ্ঞাপন দেওয়ানো যায়।

    আমি ভীম আনইনস্টল করে দিয়েছি কাল রাতেই।

    আর কেলোদা - কাল রাতেই প্রথম পেটিএমে ইউপিআই দিয়ে টাকা যোগ করলাম। তবে প্রসেসটা খুব সহজ লাগল না। সব হবার পরে বলল এইবারে মোবাইল ব্যাঙ্কের অ্যাপটা খুলে সেখান থেকে পেমেন্ট অথরাইজ করুন। ও হ্যাঁ, ইউপিআই-এর মাধ্যমে পেটিএমে টাকা ভরার কল কেবল ডেস্কটপ সাইট থেকে হচ্চে, পেটিএম অ্যাপে এ সুবিধে এখনও দেয় নি।
  • shibir | 193.82.231.245 | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৫:৪৯725110
  • আচ্ছা এমন কোনো মোড অফ পেমেন্ট আছে যেখানে ব্যাঙ্ক ac লাগেনা ? fb তে একজন বললো upi তে নাকি ব্যাঙ্ক ac লাগেনা । এটা কি সত্যি? আমার ভার্চুয়াল টাকা টা তাহলে কোথায় থাকবে ?
  • Arpan | 100.207.152.78 | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৫:৫০725111
  • কেউ razorpay ইউজ করেছেন?
  • Arpan | 100.207.152.78 | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৫:৫৫725112
  • ইউপিআই তে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস লাগে না, ব্যাঙ্কের সেট করা ভার্চুয়াল অ্যাড্রেস দিয়ে পেমেন্ট করা যায়। ইমেল পাঠানোর মত।
  • | ৩১ ডিসেম্বর ২০১৬ ১৬:১২725114
  • ন্নাহ ন্নাহ কোন্নগর নয় উহা পুণেতে। কাল কোন্নগর থেকে পুণে ফিরে দেখলাম সব ছোটখাট সবজিওলারাও এই ৩ সপ্তাহে পেটিএম হয়ে গেছে, এদিকে আমি পেটিএম ব্যবহার করি না মোবাইল চুরি গেলে ওয়ালেট সাফ হবে ভয়ে। এখানেই ক্যাশ ডিপোসিট রেখে লোকে নিয়ে যাচ্ছে। আবার পরে পেটিএম করে ক্যাশ ফেরত নিয়ে যাচ্ছে।

    কোন্নগরে সব কড়কড়ে ক্যাশ ছাড়া চলবে না। সাকুল্যে ১টি কি ২টি দোকান কার্ড নেয়। পেটিএম এর একটাও বোর্ড দেখেছি বলে মনে করতে পারছি না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন