এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • তুঘলকি শাসন

    mila
    অন্যান্য | ০৮ নভেম্বর ২০১৬ | ৭৬৯৪৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 132.174.104.5 | ২৮ ডিসেম্বর ২০১৬ ১৮:১৪724881
  • কিন্তু বামফ্রন্ট নিজেকে দুর্বল হতে দিলই বা কেন?
  • dc | 132.174.104.5 | ২৮ ডিসেম্বর ২০১৬ ১৮:২০724882
  • নাকি প্রশ্নটা এরকম হবেঃ সাধারন মানুষ বামফ্রন্টকে দুর্বল হতে দিল কেন?

    (ছাগল থিওরিতে সাবস্ক্রাইব করিনা, তাই এটা মনে হল)
  • cm | 127.247.99.93 | ২৮ ডিসেম্বর ২০১৬ ১৮:২৭724883
  • এ সমস্যা বিশ্বব্যাপী আর এ নিয়ে অবশ্যই আলোচনার অবকাশ থেকে যায়। তবে এখানে তা ছ্যাবলামোতে পর্যবসিত হয় বলে ইচ্ছা থাকা সত্ত্বেও উত্তরদানে বিরত থাকলাম।
  • cm | 127.247.99.93 | ২৮ ডিসেম্বর ২০১৬ ১৮:৩১724884
  • ছাগল তত্ত্ব প্রসঙ্গে, সাম্প্রতিক বিমুদ্রাকরণের পরে অনেকেই বলছেন এটি অর্থনৈতিক নয় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। রাজনৈতিক উদ্দেশ্য ও অর্থনৈতিক উদ্দেশ্য আলাদা হতে বলার মধ্যেই প্রচ্ছন্নভাবে ছাগল তত্ত্বের কথাই বলা হল। সরাসরি ছাগল বলায় একধরণের আপাত রূঢ়তা আছে, শুধু সেটুকু বাদ থাকে।
  • dc | 132.174.104.5 | ২৮ ডিসেম্বর ২০১৬ ১৮:৩৯724885
  • ঠিক আছে, কোন টই খুলে নাহয় এই সমস্যা নিয়ে আলোচনা করা যাবে।
  • Shibir | 193.82.231.245 | ২৮ ডিসেম্বর ২০১৬ ১৯:০৩724886
  • ছাগল তত্ত্ব ?
    "The supposed magic of Modinomics remains unproven. But Moditics is a winner. Being a four-term Chief Minister of Gujarat was no fluke, nor was winning the 2014 elections by an absolute majority. The campaign for the 2019 election has begun."

    http://www.ndtv.com/opinion/modinomics-unproven-but-moditics-wins-with-notes-ban-1628793
  • PT | 125.187.44.71 | ২৮ ডিসেম্বর ২০১৬ ২২:০৬724887
  • মানুষের দুর্দশা নিয়ে এত কান্নাকাটি এর আগে শেষ কবে হয়েছে তাই ভাবছি! কেউ কেউ প্রায় ৩০/৩৫ বছর আগেই বলেছিল মন্মোহন সিং-এর দুয়ার খোলা অর্থনীতি ভারতের বিশেষ উপগারে আসবে না। কিন্তু মানুষ দিব্য খুশী মনে কংগ্রেসেঅকে ক্ষমতায় রেখেছিল।

    কিন্তুঃ A 2014 McKinsey study found that 680 million people – more than half the Indian population – live in deprivation. To ameliorate this, McKinsey advocated job creation, sharing productivity gains and increased public spending and efficiency for basic services (health care, water and sanitation).
    `http://www.nytimes.com/roomfordebate/2016/06/22/opening-india-to-foreign-investors/economic-liberalization-ignores-indias-rural-misery

    তো যারা এই সম্ভাবনার কথা বলেছিল তাদেরকে জনগণ গলাধাক্কা দিয়ে বিদেয় করেছে। তারপরেও মার্ক্স নয়, ম্যাকেন্সির বলা job creation-এর তোয়াক্কা না করে ২ টাকা কিলোর ভিক্ষান্নকে জড়িয়ে ধরেছে!!

    এবারে নতুন বাজিগরের খেল-মানুষ মুগ্ধ হয়ে দেখছে ও বিশ্বাস করছে। চেতন ভগত হটাৎ অবাক হল কেন? তাছাড়া এটা তো সত্যি যে আমাদের চারপাশের উন্নততর দেশগুলোর "উন্নতি" তো বেনাভোলেন্ট ডিকটেটররাই করেছে!!

    (এবিপি আনন্দ ঠনঠনিয়া কালীবাড়ি থেকে মূলোহারিনী কালীপুজোর লাইভ টেলিকাস্ট করছে। গতকাল পর্যন্ত আমার এলাকার খ্রীস্টান পাড়ায় টানা তিন দিন রাত্তির বারোটা পর্যন্ত যীশুবাবার পূজো উপলক্ষে জলসা হয়েছে তারস্বরে। ধুলাগড়ে কি হচ্ছে তা নিয়ে কেউ প্রশ্ন করার সাহস রাখে?
    তার পরেও মানুষে বুঝতে পারে না বাম আন্দোলন কি করে দুর্বল হয়!!!!!)
  • dc | 132.174.104.5 | ২৮ ডিসেম্বর ২০১৬ ২২:১৯724888
  • মনমোহন সিং এর দুয়ার খোলা অর্থনীতি কিন্তু আমি সেই নব্বুই থেকেই সমর্থন করি। বা হয়তো নব্বুইয়ের মাঝামাঝি থেকে, যখন থেকে এসব ভালো বুঝতে শিখেছিলাম। আমার মতো মানুষরা সেই সময়ে কংগ্রেসকে বেশ সমর্থন করতো, বা বলা ভালো কংগ্রেসের ইকনমিক পলিসি বেশ সমর্থন করতো। আনন্দবাজার আর টেলিগ্রাফে সেই সময়ে ইকনমিক রিফর্মস এর দীর্ঘ্মেয়াদি সুফল নিয়ে অনেক লেখা বেরোত, সেগুলো যথেষ্ট লজিকাল মনে হতো। আর আজকালে "দেশটা বেচে দিলো" টাইপের প্রচুর কান্নাকাটি বেরোত, সেগুলো পড়ে খুব মজা পেতাম।
  • sm | 53.251.91.253 | ২৮ ডিসেম্বর ২০১৬ ২২:৫৪724889
  • বামপন্থীর হতাশা
    আর পিটির আমাশা !
    একই কভু ভুলবার! কভু সারবার!
  • lcm | 83.162.22.190 | ২৯ ডিসেম্বর ২০১৬ ০০:৪২724891
  • কোথায় যেন দেখ্লাম লিখেছে - ... demonetization decision of Indian Govt. is a complete lack of understanding of capitalist economy...
  • sch | 55.251.235.94 | ২৯ ডিসেম্বর ২০১৬ ০১:৫৭724892
  • "বাতিল ৫০০ আর ১০০০ টাকার নোট সরকারের ঘরে (ব্যাঙ্কে) যা জমা পড়ে গিয়েছে ইতিমধ্যেই তার মোট মূল্য ১৪ লক্ষ কোটি টাকা। প্রধানমন্ত্রীর ঘোষণার সময় বাজারে যে পরিমাণ পুরনো ৫০০ আর ১০০০ টাকার নোট ছিল, তার মোট মূল্য ১৫ লক্ষ ৪০ হাজার কোটি টাকা।" এটা কি সত্যি?
  • রোবু | 213.132.214.83 | ২৯ ডিসেম্বর ২০১৬ ০৯:৩০724893
  • সত্যি। এ নিয়ে বহুদিন ধরেই আলোচনা চলছে।
    সে কারণেই তো তিরিশ তারিখ অবধি পুরোনো টাকা জমা নেবার বদলে মাঝখানে লিমিট করে দেওয়ার গল্প দিল, দুজন ব্যাংক অফিসিয়াল-এর সামনে দেরি হবার কারণ লিখে দিতে হবে, পাঁচ-হাজারের বেশি অংকের পুরোনো নোট জমা দেওয়া যাবে না ইত্যাদি ইত্যাদি।
    এই পুরোনো টাকা প্রায় সমান সমান অংকে জমা পড়া নিয়ে সরকার-বাহাদুর খুবই চিন্তিত, কারণ পুরো কালো টাকাই সিস্টেমে ঢুকে গেলে উইন্ডফোল যেন এর যে আশা ছিল, সেটা প্রায় শেষ হয়ে যাবে, হয়ে গ্যাছেও। এখনো ৩১ তারিখ অবধি বিদেশে বসবাসকারী ভারতীয়দের থেকে টাকা ঢুকবে। নেপাল ভুটান থেকে টাকা ঢুকবে।
  • dc | 132.174.83.71 | ২৯ ডিসেম্বর ২০১৬ ০৯:৫১724894
  • এই উইন্ডফল গেনের ব্যাপারটা বোধায় সরকারের দেওয়া আরেকটা ঢপ ছিল। আইডিয়ালি টাকা ব্যাংকিং সিস্টেমে ঢুকলে, বা ৮ নভেম্বরের পর সোনাদানা বা অন্য অ্যাসেট পারচেজে অস্বাভাবিক স্পাইক এলে, ইনকাম ট্যাক্স আর ইডি সেটা নিয়ে তদন্ত করতে পারবে আর সেটাকে "কালো টাকা" বা আনডিক্লেয়ার্ড ইনকাম ঘোষনা করতে পারবে। পুরো টাকা সিস্টেমে ঢুকবে না, এরকম ঢপ সরকার কেন ছড়িয়েছিল কে জানে।
  • netai | 175.225.104.69 | ২৯ ডিসেম্বর ২০১৬ ১০:১১724895
  • এভাবে কত কালো টাকা উদ্ধার হবে।

    ৫০ দিনে উদ্ধার হয়েছে তো ৫০০ কোটি। ১ লাখ কোটি উদ্ধারে তো ১০ বছর লেগে যাবে।

    ইডি ইনকাম ট্যাক্স তো এমনিতেও এরকম উদ্ধার করে।
  • netai | 175.225.104.69 | ২৯ ডিসেম্বর ২০১৬ ১০:১২724896
  • আর ব্যাংক এনপিয়ে মাত্র ৮ লাখ কোটি ঃ)
  • netai | 175.225.104.69 | ২৯ ডিসেম্বর ২০১৬ ১০:১৫724897
  • ৫০০ কোটি অবশ্য শুধু ক্যাশের হিসাব সোনা দানা মিলিয়ে হয়েছে ৩৫০০ কোটি। তবে এসব নিয়ে মামলা চলে। আইনত প্রমান করার সুযোগ থাকে যে বাজেয়াপ্ত সম্পত্তি কালো নয়। মিনিমাম এক বছরের আগে এসবের ফয়সালা হয়না
  • dc | 132.174.83.71 | ২৯ ডিসেম্বর ২০১৬ ১০:২১724899
  • কয়েকদিন আগে দেখলাম ইনকাম ট্যাক্সাম ইউনিয়ান বলছে অসহ্য কাজের চাপ, লোক বাড়ানো উচিত। আমার মনে হয় ট্যাক্স বেস বাড়াতে হলে এমনিতেও সরকারের উচিত আরো লোক নিয়োগ করা।
  • netai | 175.225.104.69 | ২৯ ডিসেম্বর ২০১৬ ১০:২৬724900
  • ৩৫০০০ ভ্যাকান্সি।
  • dc | 132.174.83.71 | ২৯ ডিসেম্বর ২০১৬ ১০:৩৭724902
  • খবরে পড়লাম হায়দ্রাবাদে একজন ব্যবসায়ী ৯৮ কোটি আনঅ্যাকাউন্টেড টাকা জমা দিতে গিয়ে ধরা পড়েছে। তাও ভালো লোকটা ব্যাংকে জমা দিয়েছিল, যার ফলে পুলিশ ধরতে পারল। সরকারের ঢপে বিশ্বাস করে যদি পুরো টাকাটা নষ্ট করে ফেলত তো ধরাও পড়তো না!
  • netai | 175.225.104.69 | ২৯ ডিসেম্বর ২০১৬ ১০:৫৭724903
  • আমার মতে ডিমনি অনেক ভালোভাবে হচ্ছে। মানে এর থেকে ভালো হওয়া সম্ভব ছিলনা।

    যে দেশে ৮০ ট্রান্সাকশান ক্যাসে হয়, ৯০% লোক আন অর্গানাইজড সেক্টরে কাজ করে সে দেশ থেকে ৮৬% ক্যাশ রাতারাতি গায়েব করে দেওয়ার জন্য ইকনমিতে যে ডিসরাপসান আসতে পারতো তার কিছুই হয়তো আসবে না।

    জিডিপি হার্ডলি ১% হ্যাম্পার হবে (দেড় লাখ কোটি)। ডিমনি ঠিক ঠাক ইম্প্লিমেন্ট হলে মার্কেট থেকে ৬ লাখ কোটি পর্যন্ত গায়েব হতে পারতো। ইকনমিতে যে ডিসরাপসান আসতো তাতে ডিজিটাল ট্রয়ান্জাকশান বা অন্য সুফল ধুয়ে মুছে সাফ হয়ে যেত। রিয়েল এস্টেট সেক্টর পুরো পথে বসে যেত। এই সেক্টরে সবচে বেশী লোকের কর্মসংস্থান হয়। অন্য অনেক শিল্পই শীতঘুমে চলে যেত।

    এসব প্রায় কিছুই হচ্ছে না। মেজরিটি লোকে ভরসা রেখেছে। কাজ চালানোর বিকল্প বার করেছে। একে অন্যকে সাহায্য করেছে। যাদের ব্ল্যাকের ভান্ডার জুগাড় বার করেছে (RRR যেমন বলেছিলেন )। নইলে ডিমনির অনেক বেশী ড্যামেজ করার পোটেনশিয়াল ছিল।
  • dc | 132.174.83.71 | ২৯ ডিসেম্বর ২০১৬ ১১:১৩724904
  • ইন্ডিয়ার ফিনান্সিয়াল সার্ভিসের ডিসরাপটিভ পোটেনশিয়াল নিয়ে আর রেগুলেটরি ফ্রেমওয়ার্কের প্রয়োজন নিয়ে এই লেখাটা ইনটারেস্টিং লাগলো। তবে আমার মনে হয় এরকম একটা ফ্রেমওয়ার্ক যতো তারাতাড়ি সম্ভব এস্টাব্লিশ করা উচিত, নাহলে এই ডিসরাপশানের পুরো বেনিফিট পাওয়া যাবেনা।

    https://thewire.in/90202/indias-fintech-reaches-inflection-point-need-regulate/
  • cm | 127.247.98.22 | ২৯ ডিসেম্বর ২০১৬ ১১:২৯724905
  • এই ডিসরাপশন এবং তার থেকে লাভ পুরোটাই খুব অনৈতিক মনে হচ্ছে।
  • dc | 132.174.83.71 | ২৯ ডিসেম্বর ২০১৬ ১১:৪৫724906
  • আমার সাধারনত কোন ডিসরাপ্টিভ ইনোভেশান বা ডিসরাপ্টিভ মুভ, টেকনোলজি বা প্রসেস ভালোই লাগে। যেমন অ্যামাজন রিটেলিংএ ডিসরাপশান এনেছে, আমাদের দেশে ফ্লিপকার্ট, বা উবের ট্যাক্সি সার্ভিসে ডিসরাপশান এনেছিল, তারও অনেক আগে ডেকান এয়ার ভারতের এয়ারলাইন সেক্টরে এনেছিল আর নোকিয়া/টেলস্ট্রা এনেছিল কমিউনিকেশানে। অনেক সময়ে এই ডিসরাপশানের লং টার্ম বেনিফিট পাওয়া যায়।
  • cm | 127.247.96.31 | ২৯ ডিসেম্বর ২০১৬ ১৩:০৬724907
  • ইনোভেশন বা ইনোভেটিভ চেঞ্জ নেসেসারিলি ডিসরাপ্টিভ হতে হবে এমন কোন কথা নেই। মনে হচ্ছে আপনি সেরকমই বলতে চাইছেন। নইলে আমাজনের রিটেলিং এ ডিসরাপশন আনার ব্যাপারটা সরলমতি আমার বোধগম্য হলনা।
  • টুংকাটাকিলা | 131.241.218.132 | ২৯ ডিসেম্বর ২০১৬ ১৩:৪৪724909
  • ডিসরাপ্টিভ ইনফ্লুয়েন্সটা পজিটিভ টার্ম হিসেবে গণ্য হয়েছে আইটি সেক্টরের দৌলতে। এই নিয়ে সেদিন একটা লেখা পড়লাম, খুব সম্ভবত দ্রেজে-এর।
  • dc | 132.174.83.71 | ২৯ ডিসেম্বর ২০১৬ ১৫:২৩724911
  • অবশ্যই সব ইনোভেশান বা প্রসেস ডিসরাপ্টিভ হয় না, কিছু কিছু হয়। তবে কিনা অ্যামাজন কে ডিসরাপ্টিভ ইনফ্লুয়েন্সের অলমোস্ট টেক্সটবুক কেস ধরা হয়। অ্যামাজনকে নিয়ে বেশ কিছু কেস স্টাডিও আছে, আর যদ্দুর মনে পড়ছে ক্লেটন ক্রিস্টেনসেন, যিনি ডিসরাপ্টিভ ইনোভেশান থিওরির জনক, তিনি নিজেই ওনার "ইনোভেটর'স ডাইলেমা" বইতে অ্যামজনকে উদাহরন হিসেবে স্টাডি করেছিলেন। (বইটা বেশ কিছুদিন আগে পড়েছিলাম বলে এক্স্যাক্টলি কি লেখা ছিল মনে পড়ছে না) ব্যাপারটা খুব সরলমতি বোধায় না।

    এই লেখাটা পড়তে পারেন, এখানে অ্যামাজনের ডিসরাপ্টিভ ইনফ্লুয়েন্সের কিছু দিক নিয়ে আলোচনা আছেঃ

    http://blogs.reuters.com/paulsmalera/2013/02/08/in-amazon-wall-street-worships-a-disruptive-god/
  • dc | 132.174.83.71 | ২৯ ডিসেম্বর ২০১৬ ১৫:৩৭724913
  • ইয়ে আমি কিন্তু সেই ছাত্র বয়সে, নব্বুইয়ের দশকে, আজকালের অপ-এড আর দেশ বেচে দেওয়া চিঠি পড়ে হাসতাম, কারন মোটামুটি সেই সময় থেকে আমার কাছে ফ্রি ট্রেড আর এফডিআআই ইনফ্লোর পজিটিভ দিকটা বেশী লজিকাল মনে হত আর মনমোহন সিংএর ট্রেড ব্যারিয়ার বা ব্যারিয়ারস টু কম্পিটিশান ডেমোলিশ করার উদ্যোগকে পজিটিভ বলে মনে হোত। যাই হোক।

    রোবুবাবুর লিংকে দ্রেজেবাবুর লেখার এই জায়গাটা আমার মনে হলো ডিমনির একটা পজিটিভ এফেক্ট হবেঃ Not only are cashless payment systems riding on the wave of demonetisation, the government is also throwing its weight behind the technology, mobilising numerous departments for this purpose and lending its advertisement powers to the industry. তবে এর সাথে অবশ্যই সরকারের উচিত খুব তাড়াতাড়ি একটা রেগুলেটারি ফ্রেমওয়ার্ক তৈরি করা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন