এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • বিপ্লব রহমান | 236712.158.566712.199 (*) | ৩১ অক্টোবর ২০১৯ ১২:৩৮51255
  • অসাধারণ!
  • b | 237812.69.563412.223 (*) | ০৩ নভেম্বর ২০১৯ ০৩:৫৬51256
  • লেখাটা চমৎকার হয়েছে।
  • Simool Sen | 237812.69.563412.213 (*) | ০৬ ডিসেম্বর ২০১৯ ০৫:০২51254
  • আমাদের চমৎকার বড়দা ও একটি চমৎকার রাত্রি

    ইয়ে, স-অ-অ-অ-ব দেখছে। বড়দা সব দেখছে। বড়দা স্রেফ দেখেনি ওইখানে এক দিন রাম জন্মালেন, তার পর কারা বিদেশ থেকে এসে যেন ভেঙেটেঙে মসজিদ স্থাপন করল, কেন না বড়দা তখন ঘুমোচ্ছিলেন। ঘুম ভাঙল যখন, চোখ কচলেটচলে দেখলেন মস্ত ব্যাপার এ, বড়দা বললেন, ভেঙে ফেলো মসজিদ, জমি ছিনিয়ে লাও, ওখানে মন্দির ছিল আর মন্দিরই হবে। দেশসুদ্ধু লোকের অবশ্য এত চমৎকার দিব্যদৃষ্টি ছিল না, তারা মৃদু স্বরে কুঁইকুঁই করে বলতে গেল, ইয়ে মানে চোখে তো দেখলাম না। বড়দা ঠাণ্ডা গলায় বললেন, বাবু, যা বলছি মেনে নে না। মন্দির ছিল, মন্দিরই হবে। ওখানে শান্তিসম্প্রীতিটা বজায় রাখতে হবে না ভাই?

    এই একটি মাত্র ব্যতিক্রম ছাড়া, বড়দা সবই দেখেছেন। বড়দা দেখেছেন কাশ্মীর ভারতের অ-বি-চ্ছে-দ্য অঙ্গ, কাশ্মীরের একটু হাঁপ ধরলে গোটা ভারতের শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, বড়দা দেখেছেন, আরে এই তো সে দিন, মহারাজা শ্রীরামচন্দ্রের স্বর্ণসিংহাসনে এসে গড় করছেন কাশ্মীরের রাজা হরি সিংহ, সব্বাই আকাশ কাঁপিয়ে চ্যাঁচাচ্ছে ভারতমায়ের নামে। বড়দা অবশ্যই দেখেছেন কে ভারতীয়, আর কে অনুপ্রবেশকারী। এখন মেলা বাওয়াল দিলে হবে? কে বলল তুমি অনুপ্রবেশকারী নও? কারণ, এইত্তো, বড়দা দেখেছে।

    বড়দার দৃষ্টি যেখানে যেখানে পৌঁছয় না, সেখানে পেয়াদা পাঠিয়ে বাধ্যত বলপ্রয়োগ করতে হয় অবশ্য। যেমন বড়দা যে হেতু খুব তেতেপুড়ে থাকা দেশের মানুষ, ডিপ ফ্রিজের ভেতর তাঁর নজর যায় না। অবশ্য তাতে কোনও সমস্যা হয় নি, বড়দার উপযুক্ত পাইক-বরকন্দাজ মজুত ছিল, লম্ফ মেরে দুয়োরে সটান হানা দিয়ে তারা প্রমাণ করেছে, হ্যাঁ, বড়দার সন্দেহই তো সঠিক– ফ্রিজের ভেতরে ওটা, থুক্কু, গরুর মাংসই ছিল। বড়দা অবশ্য পেহলু খান তাবরেজ আনসারি প্রমুখকে নিয়ে ভাবার সময় পান নি, উন্নাও-ও দেখেন নি কেন না তখন দুয়োর এঁটে ঘুমোচ্ছিলেন।

    আর আর আর, বড়দা শেষ যেটা দেখলেন সেটা হল একটি আস্ত ধর্ষণ। কারা ছিল, কারা এল, ওই তো স্কুটার থেকে নামল, ওই তো পোড়াল– আহা, বড়দা দেখছিলেন, আর বলছিলেন, এই দ্যাখ এ বার মেয়েটা কাঁপতে কাঁপতে ফোন করবে, এই দ্যাখ চ্যাঁচাবে, আর সেটাই মিলে যাচ্ছিল হুবহু। এ মাহেন্দ্রক্ষণে ভক্তবৃন্দের উদ্বাহু উল্লাস কে ঠেকায়, বড়দা অবশ্য ধর্ষণে বিশেষ বিচলিত হন নি, পুলিশটুলিশকে রাত্তিরবেলা আধ ঘণ্টা ফোন ঘুরিয়ে পাওয়া যায় নি, বড়দা চাদর মুড়ি দিয়ে ঘুমোতে গিয়েছিলেন এর পর। বাকিটা কী হল, বড়দার দৃষ্টি যে কত স্বচ্ছ ও অব্যর্থ, যাঁরা দেখার, তো দেখলেনই!

    ***

    দেশটা ক্রমশ বিকট এক ডিসটোপিয়ার দিকে চলেছে। নাগরিক, পেঁয়াজের দাম, গোলাপি বল, ডেঙ্গু, যাবতীয় উদ্ভূতুড়ে নৈমিত্তিক ঘটনাবলির মাথার ওপর সপ্রতিভ বিরাজমান, একক, অতন্দ্র ও নিত্য: রাষ্ট্র। প্রমাণের কোনও দরকার নেই। রাষ্ট্র তো জানে এর পর এই হয়েছিল, রাষ্ট্র জানে ঘটনাক্রম, রাষ্ট্র জানে অপরাধী ও অনুপ্রবেশকারী, রাষ্ট্র সর্বেশ্বর, সর্বোচ্চ ও সত্য। একটি প্রজাতন্ত্রে দাম থাকে মানুষের ধর্মবিশ্বাসের ও নিজস্ব উপাসনাপদ্ধতির, তা আর নেই, একটি প্রজাতন্ত্রে অপ্রমাণিত অভিযুক্তটিও নির্দোষ– এ-ও নেই, তার সব রকম অধিকার থাকে আত্মপক্ষ সমর্থনের। বিচারটিচার গুলি মারো ভাই, ন্যায় তো আর পাবে না, তার চেয়ে এসো আমার সুতোর গিঁট হও। সেই আদ্যিকালের বদ্যিবুড়ো গোছের খাবারের দাম আর চাকরি নিয়ে রাজনীতির দিন অস্তগত, একটু সমকালীন হও, এই বার এসো তোমায় নাচাই হিস্টিরিয়ায়। যেখানে পুলিশ পাব, ইচ্ছে হলেই মারব, না পেলে বেসামরিক হিস্টিরিয়ায় সটান নাচিয়ে মারব। চার পাশে কত আনন্দ দেখো বাছাধন, রাতের আকাশে জোনাকির মত বাজি ফাটছে, প্রসাদ হিসেবে শয়ে শয়ে লাড্ডু বিতরণ হচ্ছে আর লোকজন বলছে, এই তো ধর্ষণ আজ থেকে নির্মূল হয়ে গেল, পাদটীকা হিসেবে পুলিশ-মিলিটারির ধর্ষণের কথা যদি-বা ওঠেই, তবে হ্যাঁ সে তো ঠিকই আছে, কারণ বড়দা তো অমনই বলেছে। আর, এই সহাস্য, মহাপাতক ৬ ডিসেম্বরের রাতে চিমটি কেটে আবিষ্কার করছি যে টোট্যালিটারিয়ান রাষ্ট্রের এ-ই হল লক্ষণ: রাষ্ট্র ভগবান। ভগবান যেমন সর্বত্রগামী, ভগবান যেমন সর্বদ্রষ্টা ও সর্বাধিকারী, তেমনই রাষ্ট্র। রাষ্ট্র কখনও ভুল করে না, অতএব আঙুলটা নামিয়ে কথা বোলো ভাই। আর কী।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন