এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Class 12 | 673412.165.345612.192 (*) | ০২ নভেম্বর ২০১৮ ০৫:৪৪62911
  • কি সব পোঁদ্ফাটা অন্ক ছিল, মাইরী ! কমিউনিসম আসলে ঐ সব অন্ক করতে হবে ভেবেই ঠিক করেছিলাম জীবনে লেফ্ট ফ্রন্ট কে ভোট দেব না।
  • avi | 7845.11.235623.2 (*) | ০৩ নভেম্বর ২০১৮ ০১:২১62944
  • আমার বাড়িতে পুরোনো বইখাতার মধ্যে দেখেছিলাম একটা মোটা খাতায় ইরোদভের গুচ্ছ প্রবলেম এক ধারসে কষে রাখা। দাদার খাতা ছিল। সে অবিশ্যি আইআইটিতেই পড়ত, এও ঠিক। এগারো না বারোর ক্লাসে আমাকে দুই বন্ধু একদিন তাদের একজনের বাড়ি ডেকেছিল তিনজন একসাথে ইরোদভ করতে। জম্পেশ খাওয়াদাওয়া হয়েছিল। কিন্তু সারাদিনে আড়াইটি অঙ্ক করায় প্রোজেক্ট পরিত্যক্ত হয়। সেই আতঙ্কে আর কখনও সমাধানের খাতাও খুলি নি; ইরোদভও না। :((
  • Deb | 23.222.3478.205 (*) | ০৩ নভেম্বর ২০১৮ ০১:২৩62912
  • আমি একটাও পারিনি ☹️
  • dc | 127812.49.450123.123 (*) | ০৩ নভেম্বর ২০১৮ ০১:২৯62913
  • "আই।আই। টি বা সমতূল্য পরীক্ষায় সাফল্য পেতে গেলে নাকি ফিজিক্সের একটি বই এর দুরূহ প্রবলেমসমূহ সলভ করতে হয়"

    এই তথ্যসূত্রটা দিলে ভালো হয়।
  • | 230123.142.670112.207 (*) | ০৩ নভেম্বর ২০১৮ ০১:৫৯62945
  • এরকম আজগুবি টাইপের আলোচনা নির্মোহ ব এর পরে অনেক দিন পাইনি
  • avi | 7845.11.235623.2 (*) | ০৩ নভেম্বর ২০১৮ ০২:৩৩62946
  • একটা টই হৌক। ইরোদভ : একটি নির্মোহ ব।
  • কুশান গুপ্ত | 342323.176.45.95 (*) | ০৩ নভেম্বর ২০১৮ ০২:৩৭62947
  • কান্দি-তে ফাটিল বোম।
    জাগিয়া উঠিল গ্রীক, তুরস্ক, রোম।

    সকল পানের খিল্লিতে সামান্য বাবা-জর্দাপ্রয়াস।
  • bip | 1278.244.9004512.243 (*) | ০৩ নভেম্বর ২০১৮ ০২:৪৪62948
  • লেখককে সোভিয়েতের ইতিহাস এবং বিজ্ঞান নিয়ে আরো কিছু জানতে হবে

    (১) ১৯১৭ সালের "বিপ্লবের" আগেই রাশিয়াতে তিন জন ( পাভলভ, মেচেনিকভ, অসওয়াল্ড) বিজ্ঞানী নোবেল প্রাইজ পেয়েছেন। ১৯১৭-৯০ সালের মধ্যে পেয়েছেন আরো দশ জন। বিপ্লবের আগে রাশিয়া অনুন্নত ছিল এটা কমিনিউস্টদের ছড়ানো মিথ। চেকভ, দস্টভয়েস্কি, টলস্টয় এরাত বিপ্লবের পূর্বেই জন্মে ছেন। ১৯০৫ সালে রাশিয়ার ইন্ডাস্ট্রিয়াল উৎপাদন ছিল ইংল্যান্ড, জার্মানি, ফ্রান্সের পরেই। রাশিয়া বিজ্ঞান এবং সাহিত্যে ধারাবাহিক ভাবেই উন্নত। এটা শুরু হয় ১৮৬৫ এর সংস্কারের পরেই।

    (২) সোভিয়েত ইউনিয়ানে বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের জীবন অন্যদের থেকে কিছুটা ভাল ছিল। তারা ভাল ফ্ল্যাট পেতেন। কিন্ত বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ার হওয়ার জন্য ছিল তীব্র প্রতিযোগিতা। ইরোডভের বইটা রাশিয়ার ঐ ধরনের ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স প্রতিযোগিতার বই।

    এর মুখ্য কারন কোল্ড ওয়ার। আমেরিকার সাথে টিকতে সোভিয়েত ইউনিয়ানকে এটা করতেই হত।

    সোভিয়েতে বিজ্ঞান চর্চার ধারা দেখতে গেলে ল্যান্ডাউ কে দেখা উচিত। ল্যান্ডাউ এর ফিজিক্সের বই আমার মতে সবার সেরা। অত গভীরে গিয়ে চিন্তা উদ্রেক করানোর শিক্ষক খুব কম। তবে কি না এই ল্যান্ডাউকেও গুলাগে পাঠানো হয়েছিল এক বছর। উনার শিক্ষক স্টালিনকে বলেকয়ে উদ্ধার করেন। গুলাগ থেকে ফিরে লান্ডাউ বোবা হয়ে থাকতেন। কমিউনিজমে একমাত্র বোবার শত্রু নেই।

    শুধু ইরোডভ না। রাশিয়ান গণিত বই এর মান ও খুব উন্নত। নিজের গণিত এবং পদার্থ বিদ্যা শিক্ষার জন্য আমি রাশিয়ান বই গুলির কাছে চির কৃতজ্ঞ।

    আমি ১৯৯২-১৯৯৯ আই আই টি এন্ট্রান্সের জন্য কোচিং সেন্টারে পড়িয়েছি। ম্যাথ এবং ফিজিক্স পড়াতাম। প্রতিযোগিতার কারনে যদি ছেলে মেয়েরা ম্যাথ ফিজিক্স একটু ভাল শেখে নিশ্চয় ভাল ব্যপার।

    কিন্ত যেটা বাস্তব, আই আই টিতে ঢোকার পরে ইঞ্জিনিয়ারিং শিক্ষাতে বিজ্ঞানের থেকে ক্রড এম্পিরিসিজম বেশী থাকে। ছেলেমেয়েরা আরো ভাল চাকরির জন্য ক্যাট, জিম্যাট এবং সফটোয়ার শেখাতে মন দেয়। যারা একাডেমিক্সে থাকতে চায়, তারা জি আর ই এবং এজিরাই তে। ফলে অঙ্ক এবং বিজ্ঞান শিক্ষার মান আই আই টিতে খুবই খারাপ। বিজ্ঞানের শাখাগুলি গভীরে না পড়লে, সিস্টেম থিঙ্কিং তৈরী হয় না। এবং অধিকাংশ আই আই টিয়ানই ইঞ্জিনিয়ারিং শেখে না। বিজ্ঞান অঙ্ক ত নই ই।

    কিন্ত যিনি বল্লেন এসব ইরোডভ শিখে কি হবে- খুব ভুল বলেছেন। ভারতের অধিকাংশ ভাল চাকরি এন্টারপ্রাইজ সফটোয়ার মেইন্টেনান্সে- যা কাউকে দুমাসে শেখানো সম্ভব। সত্য। কিন্ত এটাও সত্য এই এ আই এর যুগে ঐ চাকরি গুলি আর থাকবে না। ভবিষ্যত অন্য দিকে । অনেক বেশী প্রোডাক্ট ইঞ্জিনিয়ারিং চাই। আর তার জন্য দরকার সিস্টেম ইঞ্জিনিয়ারং এর ফ্লো এবং এলগো বেসড থিঙ্কিং। যেটা কিন্ত ঐ ইরোডভ যারা ভাল করতে পারেন, তারাই পারবেন।

    জগত এবং সংসার পরিবর্তনশীল। সংসার মানেই সম সারতি অতি- যা দ্রুত বদলাচ্ছে।
  • Tim | 89900.228.90056.67 (*) | ০৩ নভেম্বর ২০১৮ ০২:৫৭62914
  • এটা আরেকটা "যাকে জিগ্যেস করছি সেই বলছে" কেস। ঃ-))
  • de | 4512.139.342312.36 (*) | ০৩ নভেম্বর ২০১৮ ০৩:১১62915
  • ঈরোদভের সলুশনও কিনতে পাবা যায়- দু ভলুমে-ভিন্ন লোকের করা
  • Tim | 89900.228.90056.67 (*) | ০৩ নভেম্বর ২০১৮ ০৩:২৫62916
  • ইরোডভ কে যদি কঠিন অঙ্কের প্লেসহোল্ডার ধরে নিই, কারণ অভিযোগ তো সেটাই, তো প্রশ্ন হলো কঠিন অঙ্ক ভালো না লাগলেও আই আই টি বা সমতুল্য পরীক্ষায় কেন সাফল্য পেতে হবে?
  • b | 4512.139.6790012.6 (*) | ০৩ নভেম্বর ২০১৮ ০৪:০৮62917
  • সোভিয়েত/কম্যুইনিস্ট সিস্টেমের এরকম ডিফেন্স স্টালিন বা তার বাবা হাঁটু খাটিয়েও বের করতে পারতো না।
  • ¥ | 457812.254.892312.22 (*) | ০৩ নভেম্বর ২০১৮ ০৪:১৩62949
  • সম সরতি ইতি — যা সম্যকরূপে সরে যাচ্ছে। ভাবানুবাদে ঠিক, তবে ঐ আর্কি!
  • Arpita | 5645.64.232323.251 (*) | ০৩ নভেম্বর ২০১৮ ০৫:১০62950
  • লেখকের সাথে আমিও একমত অনেকাংশে। Landau, Lifshitz er 10 volume physics বই এর সাথে পরিচিতি নেই, এমন Physics শিক্ষার্থীদের সংখ্যা হয়তো কমই হবে।

    তবে কথাটা তা নয়, সোভিয়েত দেশ এবং বইগুলোর সাথে এক ধরণের মন জড়ানো ভালো লাগা কাজ করে।

    আর human resource er quality র নিরিখে USSR এর break-through র উদাহরণ দিতে গেলে তার লিস্টি নেহাত কম হবে না।
  • ভিসারিওন জুগাশভিলি | 6767.70.457812.12 (*) | ০৩ নভেম্বর ২০১৮ ০৫:২৭62918
  • ওতে জুতো-সেলাইয়ের গল্প আছে?
  • কুশান গুপ্ত | 342323.176.01.167 (*) | ০৩ নভেম্বর ২০১৮ ০৫:৩৬62951
  • এবার ইতিউতি ঝোপে লাঠি না মেরে, ঝটপট জরুরি পয়েন্টগুলো আসছে। বোলতার চাকে ইঁটও মারিনি, হাল্কা দিতে চেয়েছিলাম বাসার নম্বর এবং পিন কোড। ডি কোড করে অনেকে তৈরি করছেন বিচিত্র সব প্যাটার্ন।
    সামান্য ব্লগে বুম্বার ছোট জিজ্ঞাসা। তাতে অনেক বাদী, বিবাদী কলস্বর তৈরি হচ্ছে।

    তবু,পেনাল্টি ও সাডেন ডেথে ভরসা নেই।

    খেলা চললে চলুক। স্বাভাবিক নিয়মে একসময় মৃত্যু হোক।অমরত্বের প্রত্যাশা নেই।
  • indra | 340112.218.673423.92 (*) | ০৩ নভেম্বর ২০১৮ ০৫:৪৭62952
  • রাশান বিজ্ঞানীদের নিয়ে আলোচনা হল, অথচ কাপিত্সা(নোবেল প্রাইজ ১৯৭৮) এর নাম নিলেন না কেউ! আর বিপ এর লেখায় ছোট্ট একটা ভুল চোখে পড়্লঃ অসওয়াল্ড মানে যদি ভীলহেল্ম অসওয়াল্ড তাহলে উনিতো রাশান নন জার্মান।
  • S | 90067.146.9004512.46 (*) | ০৩ নভেম্বর ২০১৮ ০৫:৪৯62919
  • আমি ভাবলাম কোথায় ফিজিক্স নিয়ে নতুন কিছু জানতে পারবো, তা না শুধুই ভুরভুরি?
  • S | 90067.146.9004512.46 (*) | ০৩ নভেম্বর ২০১৮ ০৫:৫১62920
  • আমিও একটা রিউমার শুনেছিলাম। তা হলো এইসব কোটার কোচিং স্কুল গুলো তৈরী হয়েছে আইআইটির কোস্চেন ব্যান্ক ঝেড়ে। জানিনা তার সত্যতা।
  • dc | 127812.49.450123.123 (*) | ০৩ নভেম্বর ২০১৮ ০৬:৫১62921
  • আমিও একটা গল্প শুনেছিলামঃ ইরোদভ যখন শুনতে পান তাঁর ফিজিক্সের বই দিয়ে ছাত্ররা আইআইটি পাশ করবে আর তখন নাকি তাদের প্রতিভাবান বলে গন্য করা হবে তখন তিনি আত্মহত্যা করেন।
  • কুশান গুপ্ত | 238912.66.3445.44 (*) | ০৩ নভেম্বর ২০১৮ ০৬:৫৩62922
  • ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেওয়ার জন্য সবাইকে একঘর ধন্যবাদ। কয়েকটা দিন ব্যক্তিগত কাজে ব্যস্ত।পরে উত্তর দেব, কিন্তু তা প্রতিক্রিয়াই। এমনকি জবাবদিহিও ঠিক নয়।

    কেননা, পাল্টা প্রশ্ন পাচ্ছে বেশি। 'সীতার অপর নাম জানকী' টাইপস।

    ভাল থাকুন।
  • S | 90067.146.9004512.46 (*) | ০৩ নভেম্বর ২০১৮ ০৬:৫৪62953
  • বিপদা আপনার মনে হয় যে এআই এর যুগে ইন্ডিয়ান ইন্জিনিয়াররা আদৌ ধোপে টিকবে? আইটির যুগে দরকার ছিলো একটু অন্ক জানা, একটু লজিকাল সেন্স অছে, একটু ইংরাজি বলতে পারে এমন মধ্যমানের প্রচুর সংখ্যক জনগণ যারা লো ওয়েজে কাজ করতে রাজী থাকবে, আম্রিগা যাওয়াকে জীবনের স্বপ্ন মনে করবে। ইন্ডিয়া সেটা নিয়মিত সাপ্লাই করে গেছে।

    এআই এলে দরকার হবে অনেক কম সংখ্যক কিন্তু খুব হাই কোয়ালিটির ইন্জিনিয়ার আর সায়েন্টিস্ট। সেটা সাপ্লাই করার মতন অনেক দেশ আছে ইনক্লুডিঙ্গ আম্রিগা। ইন্ডিয়া থেকেও যারা সেই জায়্গায় পৌঁছচ্ছে, তারাও বিদেশে গিয়ে পিএইচডি করে হচ্ছে। তাও সবাই নয়।

    ইন্ডিয়ার পড়াশুনা করার পরে ছেলেপিলেদের মধ্যে যেটা সবথেকে কম হয় তা হলো ইনোভেশন করার ক্ষমতা। বিগত কয়েক বছরে যতগুলো স্টার্টাপ তৈরী হয়েছে সেগুলো প্রায় সবকটাই পস্চীমের কোনও না কোনও মডেলের নকলে।
  • সিকি | 670112.215.1245.234 (*) | ০৩ নভেম্বর ২০১৮ ০৭:২৬62923
  • আমার বেশ থ্রি ইডিয়টসের ঐ প্রফেসরটির মতন চোখমুখ কুঁচকে বলতে ইচ্ছে করছে - আরে ভাই, কহনা কেয়া চাহতে হো?
  • MK | 568912.100.7889.129 (*) | ০৩ নভেম্বর ২০১৮ ০৭:৪১62924
  • স্টালিনের বাবা মানে করুণানিধি তো? হাঁটুর ব্যথাতেই তো মারা গেলেন ভদ্রলোক না?
  • কুশান গুপ্ত | 238912.66.2345.214 (*) | ০৩ নভেম্বর ২০১৮ ০৭:৪২62954
  • অল্প কথা, গল্প না:
    উত্তর নয়, প্রশ্ন আবার।

    এক মান্যবর বলিলেন ইহা নাকি সোভিয়েত-ডিফেন্স। কেউ কেউ স্ট্যালিনের প্রেতাত্মা পাইলেন। জবাবে একটি কথা: সৌরভ গাঙ্গুলির অফ স্ট্যাম্পের টাইমিংয়ে কি আপনারা বাম সরকারের কৃতিত্ব পান? নবারুণ হারবার্ট উপন্যাসে সুকান্ত কোট করিলে কি আপনারা পাম এভিনিউ  দ্যাখেন?

    কেন এই প্রকল্প শুনুন তবে। বম্বেতে 1998 তে সৌরভ যখন আউট হইত বাঙালি ছাড়া সকলে এক্কাটা হইয়া হাততালি দিত, বলিত উহা বাংলা কোটা, আমাদের কতিপয় বাঙালির গা জ্বলিত। কেহ তথ্য, লজিক শুনিত না। অতঃপর শুরু হইত বাঙালি আসলে পলিটিক্স করে। ইহার ইঙ্গিত আছে।

    একজন বলিলেন স্ট্যালিনের বাপের হাঁটু, মুচির গল্প ইত্যাকার প্রসঙ্গ। উপভোগ  করিলাম। কিন্তু বাপ না বলিয়া শ্যাম বাগচী বা কিটু গিদওয়ানী বলিলে অধিক উপভোগ করিতাম। কেন, বলিব না। লিঙ্ক দিব না।

    কে বলিলেন ভুরভুড়ি কাটিতেছি। সত্য, ভুরভুড়ি কাটিলাম। শোল, মাগুর, ট্যাংরা, রুই কিছু থাকিলে তো থাকিতে পারে। তাছাড়া ধোঁয়া দেখিয়া আগুন আছে ভাবিতেই পারি। আগুন না ভিক্টর ব্যানার্জি ইহা লইয়া একটু বলেন না।

    কেহ বলিলেন ফিজিক্স নাই। ফিজিক্স নাই, সত্য। অনুষঙ্গ হইতে অন্য ছোট জিজ্ঞাসা আসিতেছে। উহার পরে অনেক জরুরি পয়েন্ট আসিতেছে।

    ল্যানডাউ লইয়া এক স্বনামধন্য অধ্যাপক আগেই আমাকে তর্কে প্রবৃত্ত করিয়াছেন। কারণ পূর্বেই ইহা অন্যত্র শেয়ার করিয়া অনেক মন্তব্য পাই। তথাপি, উহা অন্তর্গত করিতে পারিতাম। তথাপি, করি নাই। তাহলে রেফার করিতে হইত। সেক্ষেত্রে আপনাদের বক্তব্য কমিয়া যাইত।

    আরো অনেক পয়েন্ট আসিতেছে। যাদের সঙ্গে হালকা সহমত, সম্পূর্ণ একমত, ভিন্নমত, তাহা লইয়া অনন্তর বলিব।

    আমার গবেষণার ক্ষেত্র প্রযুক্তিবিদ্যা। সামান্য কিছু গবেষণা পত্র আছে। রিভিউয়ার সকল বারম্বার বলেন 'ইহাতে নতুন ফিজিক্স কোথায়?' ফিজিক্স লইয়া তর্ক বিতর্ক চলে। কনভিন্স করাইতে জান কয়লা হইয়া যায়। ফলে, রেফারেন্স বিহীন অল্প কথায় হালকা উস্কাইতেছি। ব্লগে বিশেষ কিছু বলিতে চাহি না। সময়ও অল্প।

    তথাপি, এত কিছু শুনিলাম, কিছু বা বুঝিব।

    অনেকের কমেন্ট মূল পোস্ট অপেক্ষা বড়। এতদূর তর্কে প্ররোচিত হইলেন, ধন্যবাদ।

    ডিসি নামক ব্যক্তির পোস্টে বেশ ম্যাটার আছে। আরো অনেকের প্রশ্নে পাইলাম। সময়ে লিখিব হয়ত।

    যারা বলিতেছেন ইন্ট্রোতে ঘোড়ার ডিম, কোচিং ক্লাসে কচু হয়, সকলই ভুল তাহলে অতঃপর উহাকে হালকা তোড়ার পাল্টা প্রশ্নে মুড়িয়া দি। ক্যামেরা ফিজিক্স হইতে অন্যত্র ঘুরুক।

    1. আজকের জীবন প্রতিযোগিতামূলক। প্রশ্ন, ভিক্টট্রি স্ট্যান্ডে যখন বালক বালিকা কুসুম মুখ করিয়া দাঁড়ায় উহাদের পিতামাতা গর্বিত হন কেন? কেনই বা অন্যরা ঈর্ষান্বিত হয়? তথাপি, কেউ কেউ কনগ্রাচুলেট করে। উক্ত স্ট্যান্ডে দাঁড় করাইবেন অথচ আই আই টি র ফার্স্ট বয় কে ফুৎকারে উড়াইয়া দিবেন, ইহা কি ভাল হইল?

    2. কার্ল লিউইস বা সৌরভ গাঙ্গুলি পয়দা করিতে কি প্রতিভা লাগে না নিয়মিত অনুশীলন? যদি আজকের টোল লইয়া এত বিদ্রূপ করেন তাহলে বলি এতে  শক্তি সঙ্ঘ লাগে। লাগে কোচ। স্কিল তৈরি করিতে লাগে না অনুশীলন?

    3. মৃণাল সেনের ইন্টারভিউ দেখিয়াছেন? উহার প্রকল্প কি উড়াইয়া দেওয়া যায়?

    4. মারাডোনা কি আকাশ হইতে পড়িয়া আর ফুটবলের ইতিহাস, বিজ্ঞান ও ভূগোল পড়িয়া জার্মান বধ করিলেন? নাকি তাঁকে অনুশীলন করিতে হত না? তাঁহার পেরেলম্যান না ইরোডভ, কোনটি বেশি প্রয়োজন হইত?

    5. বুকে হাত দিয়া বলেন তো, আপনারা কি 1986 র  বিশ্বকাপের ফার্স্ট বয় কেই মালা পরান নাই?

    একটু অপ্রসঙ্গ হইল। শুভ রাত।
  • কুশান গুপ্ত | 238912.66.2345.214 (*) | ০৩ নভেম্বর ২০১৮ ০৭:৪৫62955
  • তথাপি, আমি অর্পিতার বক্তব্যের সঙ্গে একমত। অর্থাৎ পেরেলম্যান পড়িয়াছি। মুগধ। কিন্তু, ইরোডভ পড়ি নাই।
  • কুশান গুপ্ত | 238912.66.2345.214 (*) | ০৩ নভেম্বর ২০১৮ ০৭:৫৩62956
  • সরি, বিপ এর বক্তব্যর সঙ্গে অনেকটা সহমত। কিছুটা না। বলা উচিত ছিল।
  • শঙ্খ | 2345.110.673412.48 (*) | ০৩ নভেম্বর ২০১৮ ০৮:০৯62925
  • ইরোদভ ও বুঝিনি বয়েসকালে, এই টই টাও আজ বুঝতে পারলুম না।
  • S | 90067.146.9004512.46 (*) | ০৩ নভেম্বর ২০১৮ ০৮:২৭62926
  • এই টইটা বুঝতে গেলে কোচিং নিতে হবে নাকি?
  • pi | 785612.40.8967.86 (*) | ০৩ নভেম্বর ২০১৮ ০৮:৩২62927
  • আমি তো যা বুঝলাম, এটা প্রশ্ন। আর এই প্রশ্ন নিয়ে তর্ক তো হতেই পারে।
    শুধু বিজ্ঞান অনক ,কেন,রাশিয়ান সাহিত্য শিশুসাহিত্য নিয়ে তো আমরা অনেকেই উলুতপ্লুত। স্টেট কন্ট্রোল নিয়ে সমালোচনা ও আছে। এই বিজ্ঞানেই লাইসেনকো এসেছেন যাঁঁ্রঁ্র ককাজ নিয়ে এত সমস্যা,সমালোচনা, সেখানে বিজ্ঞানের অন্য ধারায় এত ভাল কাজকর্ম ও আছে।

    "প্রশ্ন উঠছে, মুক্ত চিন্তার চর্চা কি সম্পূর্ণ ব্যাহত ছিল সোভিয়েতে? কিভাবে এত পুরনো, বাতিল হয়ে যাওয়া তত্ত্বের ভেঙে যাওয়া বিলুপ্ত দেশের বই, আজকের তুমুল প্রতিযোগিতায়(যেখানে ব্যক্তি-মেধা ও স্কিল গুরুত্বপূর্ণ), এখনো প্রাসঙ্গিক?"
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল প্রতিক্রিয়া দিন