এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • রৌহিন | 342323.223.344512.22 (*) | ৩০ ডিসেম্বর ২০১৮ ০২:৩৮65546
  • "পিস্ ইস টু বি অ্যাচিভড ইন আওয়ার টাইম। ডু নট রেস্ট" - এটাই।
  • dc | 7823.62.6756.192 (*) | ৩০ ডিসেম্বর ২০১৮ ০৩:৩১65547
  • মৃণাল সেনের সিনেমা আমি দেখিনি, তবে শুনেছি উনি খুব বড়ো আঁতেল ফিল্মমেকার ছিলেন।
  • রাজ | 785612.35.78900.74 (*) | ৩০ ডিসেম্বর ২০১৮ ০৫:১৩65548
  • ঠিকই । উনি একজন খুব বড় আঁতেল পরিচালক ছিলেন । কিন্তু জনসমক্ষে একদম বলবেন না । যথাসম্ভব ইন্টেলেকচুয়াল ভাব দেখাবেন । একটাও ছবি না দেখেও বলবেন " পদাতিক " ছবি হিসাবে দুর্দান্ত । যেভাবে আঁতেল পাব্লিকরা একটাও ছবি না দেখেও বলে দিতে পারে অমুক ছবি "বালের ছবি " ।
  • aranya | 3478.160.342312.238 (*) | ৩০ ডিসেম্বর ২০১৮ ০৮:৪৩65549
  • ঋত্বিক, সত্যজিত, মৃণাল - ট্রিনিটির শেষজন চলে গেলেন
  • Anamitra Roy | 561212.187.8945.58 (*) | ৩১ ডিসেম্বর ২০১৮ ০৪:৩৩65550
  • @রৌহিন দা, ❤️
  • Anamitra Roy | 561212.187.8945.58 (*) | ৩১ ডিসেম্বর ২০১৮ ০৪:৩৮65551
  • @dc , হ্যাঁ, বিশাল বড়।

    @রাজ, কত অ্যাম্পিয়ার লাগবে জানাবেন। দেখবো পাওয়া যায় কিনা।
  • Anamitra Roy | 561212.187.8945.58 (*) | ৩১ ডিসেম্বর ২০১৮ ০৪:৪৩65552
  • @aranya, ওটা শুধুমাত্র একটা তথ্যই। তিনজন তিনরকম ছিলেন। ওঁদের সময়টাও চলে গিয়েছে অনেকদিনই। ভবিতব্য ছিল, ঘটলো মাত্র।
  • PT | 561212.187.4545.42 (*) | ৩১ ডিসেম্বর ২০১৮ ০৪:৪৩65553
  • "আঁতেল ফিল্মমেকার" বলতে কি বোঝেন তা একটু বোঝালে বুঝতে সুবিধে হয়!!??
  • S | 7845.15.891223.242 (*) | ৩১ ডিসেম্বর ২০১৮ ০৪:৫৭65554
  • কিউ একটা কথা বলেছিলেনঃ দুনিয়াতে নাকি এখন আর সত্যিকারের সিনেমা তৈরী হয়্না। যত দিন যাচ্ছে সেইটা কেমন জানি সত্যি মনে হচ্ছে।
  • Anamitra Roy | 561212.187.8945.58 (*) | ৩১ ডিসেম্বর ২০১৮ ০৫:০২65555
  • @S, কিউ হয়তো বলেছেন, কবে বলেছেন জানি না। তবে ২০১০-১১ ইউনিভার্সিটি অফ লিড্স্-এর সোশ্যাল কমিউনিকেশন বিভাগের অধ্যাপক ইয়ান ম্যাককর্মিক একটা কথা বলেছিলেন সেটা হলো পোস্ট-ফিল্ম। তো আপনি যেটা বলতে চাইছেন আমার মনে হয় সেটা একধরণের পোস্ট-সিনেমা। সিনেমা কিরকম হবে বা হতে পারে তার ধারণা তো তৈরী হয়ে গেছিলো বহুদিনই। সেই ভিত্তিতেই আপনি "সত্যিকারের সিনেমা"-র কথা বলছেন বলে মনে হয়। তার পরবর্তীতে যা যা হচ্ছে, এই অতিরিক্ত ভিএফএক্স-এর ব্যবহার থেকে ইন্টারঅ্যাকটিভ মুভি, তার সবটাকেই মনে হয় পোস্ট-সিনেমা নামে ডাকা যেতে পারে।
  • কল্লোল | 238912.66.234512.169 (*) | ৩১ ডিসেম্বর ২০১৮ ০৫:৩৬65569
  • সেই তো শুরু। তারপর কলকাতা৭১। চারটে আলাদা গল্প নিয়ে একটা ফিল্ম, নতুন কিছু নয়। কিন্তু চারটে বিভিন্ন সময়ের গল্পকে একসূত্রে বেঁধে, শুরু হচ্ছে - আমার বয়স কুড়ি - আর আমি পথ হাঁটছি হাজার বছর ধরে। সদ্য জেল থেকে ছাড়া পাওয়া কিশোর তখনও কুড়িতে পৌঁছাতে যার আরও তিন তিন বছর, সে নিজেকে খুঁজে পায় জীবনানন্দে - হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে..............। কি করে বোঝাই আজ, আইআইটি খড়্গপুরের অন্ধকার হলে বসে সেদিনের ঘর ছাড়া কিশোরের রোমাঞ্চ। সেই কিশোর ফিরে আসে ছবির শেষে, সেই কুড়ি বছরের কিশোর, হাজার বছর ধরে হেঁটে আসার পর তাকে ভোরবেলা ময়দানে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। সেই লাশের ওপর বেজে চলে আকাশবানীর প্রভাতী সিগনেচার টিউন - তা তারারারা তা তারারারা তা তারারারা................ সেটা ১৯৭২। আমার উচ্চমাধ্যমিকের বছর।
  • PT | 561212.187.4545.102 (*) | ৩১ ডিসেম্বর ২০১৮ ০৫:৫০65570
  • মৃণাল সেনের ছবিতে যদি আদৌ প্রিচিং থাকে তাতে আপত্তি কিসের? তাহলে তো চ্যাপলিনের ছবি নিয়েও প্রশ্ন তুলতে হয়। আর ".....ওদের কথায় কি আসে যায়/ওরাই রাতের ভ্রমর হয়ে...." ইত্যাদির প্রিচিং নিয়ে কেউ কোনদিন প্রশ্ন তুলেছে বলে তো শুনিনি!!
  • dc | 7823.62.6756.192 (*) | ৩১ ডিসেম্বর ২০১৮ ০৫:৫৮65556
  • "আঁতেল ফিল্মমেকার" বলতে যাঁদের সিনেমায় মারপিট নেই আর কি। ছোটবেলায় অমিতাভ বচ্চনের সিনেমা দেখতাম ঝারপিট আছে বলে। যেমন ডন। সানি দেওলের ঘায়েল সিনেমাটা ভাল্লেগেছিল অনেক ঝারপিট আছে বলে। আর শোলে, ওটা অবশ্য আলাদা গল্প। জেমস ক্যামেরনের টিওয়ান আর টিটু যে কতোবার দেখেছি গুনে শেষ করতে পারবো না, সেরকম ওয়াচোস্কি বোনেদের ম্যাট্রিক্স। অরণ্যদা যে তিনজনের কথা বললেন ওনাদের দুটো সিনেমা অবশ্য দেখেছি, তবে খুব ছোটবেলায়ঃ গুগাবাবা আর হীরক রাজার দেশে।
  • dc | 7823.62.6756.192 (*) | ৩১ ডিসেম্বর ২০১৮ ০৬:১৪65571
  • ম্যাডোনা বোধায় প্রশ্ন তুলেছিল।
  • কুশান | 238912.66.5634.230 (*) | ৩১ ডিসেম্বর ২০১৮ ০৬:২২65557
  • 'ইন্টারভিউ' বা 'আকাশকুসুম' দেখে আঁতেল লাগেনি একেবারেই। 'বাইশে শ্রাবণ' মন্দ লাগে নি। '১৯৭১' বেশ ভাল লেগেছিল।
    যে বয়সে 'ভুবন সোম' দেখেছি, খুব একটা ধরতে পারিনি। তবে 'খারিজ' বেশ লেগেছিল।
    আর অনামিত্রর এই লেখা বেশ মৌলিক লাগল।
  • Anamitra Roy | 561212.187.8945.58 (*) | ৩১ ডিসেম্বর ২০১৮ ০৬:৪২65558
  • আমি বুজেচি ওই জায়গাটা। আঁতেল ফিল্মমেকার মানে ঝাড়পিটলেস, অকাতরে নাচাগানাহীন, মডেল কাটিং হিরোইনবিহীন সিনেমা বানায় যারা। :-D
  • dc | 7823.62.6756.192 (*) | ৩১ ডিসেম্বর ২০১৮ ০৬:৫৬65559
  • একদম :d
  • S | 7845.15.891223.230 (*) | ৩১ ডিসেম্বর ২০১৮ ০৮:৫৮65560
  • @অনামিত্র, সিনেমা সম্বন্ধে তো তেমন পড়াশুনা বা জানা কিছু নেই আমার। এই এদিক সেদিক সিনেমা (তাও বেশিরভাগ ফালতু) দেখে যা একটু বুঝি আরকি। আসলে এখন প্রায় সব সিনেমাতেই একটা বাণিজ্যিক দিক দেখি। মানে এমন সিনেমা প্রায় তৈরীই হয়্না যাতে পরিচালক বক্স অফিস বা ফরেন ফিলিম ফেস্টের কথা মাথায় না রেখে জাস্ট তৈরী করার আনন্দে সিনেমা বানিয়েছেন। খুব ভালো সিনেমাতেও প্রচুর অনাবশ্যক সীন দেখি। আর প্রায় সব সিনেমাই বড্ড প্রেডিকটেবল হয়ে গেছে।

    ডিসিদা, দুটো তুমুল আঁতেল সিনেমা আছে (আমার মতে অন্তত) যাতে প্রচুর ঝাড়পিট আছে। লক, স্টক, অ্যান্ড টু স্মোকিং ব্যারেল, আর ফাইট ক্লাব। এছাড়া ইন্সেপশন, ডার্ক নাইটের লাস্ট ফিলিমটা প্রায় আঁতেল সিনেমায় পরিণত হয়েছে। নোলান সাহেব সামলাতে পারেন নি।
  • dc | 7823.62.6756.192 (*) | ৩১ ডিসেম্বর ২০১৮ ০৯:১৯65561
  • S, অন্য অনেক কিছুর মতো আঁতেল- অনাতেল সিনেমারও একটা কন্টিনুয়াস স্পেকট্রাম আছে :d সেটা অবশ্য অনেক পরে বুঝেছি, ক্লকওয়ার্ক অরেঞ্জ দেখার পরে।
  • কল্লোল | 342323.191.8923.86 (*) | ৩১ ডিসেম্বর ২০১৮ ০৯:২৮65562
  • লেখা ও নানান মন্তব্য পড়ে মনে হলো, আমাদের বয়সীদের কথাটাও থাকা দরকার।
    বড় হচ্ছি ১৯৭০এর আশেপাশে। আমি তখন ১৫। দ্বিতীয় যুক্তফ্রন্ট ফেলে দেওয়া হয়েছে। নকশালবাড়ী ঘটে গেছে প্রায় ৩/৪ বছর আগে। নকশাল আন্দোলন প্রায় মরে এসেছে। পবতে রাষ্ট্রপতি শাসন - দায়িত্বে সিদ্ধার্থ রায়। সিপিএম-নকশাল নির্বিশেষে কারাগার বধ্যভূমি ও একঝাঁক বুলেটের সাথে লুকোচুরী। আমি ব্যক্তিগতভাবে এই বছরেই প্রথমবার জেল গারদের ওপারে।
    আমরা কি সিনেমা পাচ্ছিলাম - জনি মেরা নাম, সফর, খিলোনা, পূরব ঔর পশ্চিম, নিমন্ত্রন, কুহেলী, নিশিপদ্ম, বাক্স বদল ইঃ ইঃ ।
    এমন একটা প্রেক্ষিতে মুক্তি পাচ্ছে, অরন্যের দিনরাত্রি, প্রতিদ্বন্দ্বী এবং ইন্টারভিয়ু।।
    অরন্যের দিনরাত্রিতে সেই সময়ের রাজনৈতিক-সামাজিক পরিবেশ এক্কেবারে অনুপস্থিত। কেউ প্রক্সি ও দেয় নি। দিলো প্রক্সি এক বছর পরে প্রতিদ্বন্দ্বী। নায়ক সিদ্ধার্থ চাকরী পেয়ে কলকাতা ছাড়ে। ছবি শেষ - রাম নাম সত হ্যায় - এই ধ্বনিতে। সেখানে ইন্টারভিয়ুতে নায়ক রঞ্জু ছবির শেষে স্যুট পরে না আসার কারনে চাকরি না পেয়ে প্রতিবাদে ফেটে পরে। এখন দেখলে খুব প্রিচিং প্রিচিং লাগবে। যাদের লাগবে, তাদের বলবো, সফর, নিশিপদ্ম, প্রতিদ্বন্দ্বী দেখে, তারপর দেখুন - ইন্টারভিয়ু। মাথা খারাপ করে দেবে।
    আমাদেরও দিয়েছিলো।
  • aranya | 3478.160.342312.238 (*) | ৩১ ডিসেম্বর ২০১৮ ১১:০৬65572
  • কলকাতা ৭১ দেখি বোধহয় ১৯৮০ নাগাদ, হন্টিং, তখনও।

    -আঁতেল ফিল্মমেকার" বলতে যাঁদের সিনেমায় মারপিট নেই আর কি' - এই সংজ্ঞা অনুযায়ী অবিশ্যি উত্তম-সুচিত্রার যাবতীয় মুভি-ই আঁতেল, নো মারপিট :-)
  • aranya | 3478.160.342312.238 (*) | ৩১ ডিসেম্বর ২০১৮ ১১:১৩65573
  • 'ওটা শুধুমাত্র একটা তথ্যই। তিনজন তিনরকম ছিলেন'- তা তো বটেই। তবে তিন জনই মহীরূহ, আজকের বামন পরিচালক-দের ভিড়ে আরও বেশি করে মনে হয়।
    আমার কমেন্ট-টা স্বগতোক্তি, মৃণালের মৃত্যুর খবর পড়ে প্রথমেই ওটা মনে হলে - ট্রিনিটির শেষজনও চলে গেলেন।
    বাংলা সাহিত্য, সঙ্গীত, সিনেমা - সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে একটা মিনি রেনেসাঁ হয় ৫০-এর দশকের সময়কাল থেকে। এই প্রসঙ্গে সন্দীপন বলেছিলেন - বাঙালী ভাবল আর একবার দেখিয়ে দি, এবং দেখিয়ে দিল (প্যারাফ্রেজিত)
  • b | 562312.20.2389.164 (*) | ৩১ ডিসেম্বর ২০১৮ ১১:৩৪65563
  • শুনুন, পাঁচজন আঁতেলকে চোলাই করলে একটা ডিসি বেরুবে। আর আপনারাও দিব্বি ওনার ফাঁদে পা দিয়ে ওনাকে গালাচ্ছেন।
  • aranya | 3478.160.342312.238 (*) | ৩১ ডিসেম্বর ২০১৮ ১১:৩৯65574
  • 'আমার বয়স কুড়ি - আর আমি পথ হাঁটছি হাজার বছর ধরে' , 'কি করে বোঝাই আজ, আইআইটি খড়্গপুরের অন্ধকার হলে বসে সেদিনের ঘর ছাড়া কিশোরের রোমাঞ্চ'

    - আমার মনে হয়, কল্লোল-দা, আজকের দিনেও, যখন অনমিত্র-র ভাষ্য অনুযায়ী 'বাজার জিতে গেছে', এই সিনেমাটা কিশোর-দের হন্ট করবে, যদি তাদের দেখার সুযোগ হয়..

    'গোরা নকশাল' আর নব্বই-এর দশকের ওপর শাক্য-র বইটা নিয়ে আলোচনায় কিছু কম বয়েসী মুখ, তাদের প্রতিক্রিয়া শুনে এমনটাই মনে হল।

    সম্পূর্ণ বিজয় এখ্নও বাজারের অনায়ত্ত
  • শঙ্খ | 2345.110.125612.253 (*) | ৩১ ডিসেম্বর ২০১৮ ১২:২৪65564
  • হেহেহে বিদা একেবারে মোক্ষম দিয়েছেন
  • de | 4512.139.9001212.173 (*) | ৩১ ডিসেম্বর ২০১৮ ১২:৩৬65565
  • :))))))
  • | 2345.106.893423.56 (*) | ৩১ ডিসেম্বর ২০১৮ ১২:৪৩65566
  • হ্যাঁ হ্যাঁ বি'কে দুহাত তুলে ক্'য়ে ক'য়ে ক্ক।
  • PT | 561212.187.4545.102 (*) | ৩১ ডিসেম্বর ২০১৮ ১২:৪৬65567
  • @b
    নিজের পিঠ নিজে চাপড়ে অসম্মানজনক উক্তি তো করাই যায়। বিশেষতঃ এমন কারো উদ্দেশ্যে যিনি উত্তর দেওয়ার মত অব্স্থায় নেই।
  • Anamitra Roy | 561212.187.8945.58 (*) | ৩১ ডিসেম্বর ২০১৮ ১২:৫৮65568
  • @b, চোলাইয়ের গন্ধ বেরোলে কেউ কেউ নাক সিঁটকোতেই পারে, কি আর করার। :-D

    @কল্লোলদা, ইন্টারভিউ আমার দুর্দান্ত লেগেছিলো। ২০০৬-এর ফিল্ম ফেস্ট-এ দেখেছিলাম যদ্দুর মনে পড়ছে। মৃণাল সেন ছিলেন সেদিন ওখানে। বেশ কিছু কথা বলেছিলেন কাজটা নিয়ে।
  • কল্লোল | 342323.191.7834.128 (*) | ০১ জানুয়ারি ২০১৯ ০৪:৪৬65575
  • বাধ্যতামূলক প্রবাস ফেলে কলকাতা আবারও।
    কলেজ, নতুন বন্ধু, নতুন রাজনীতি - রাজনৈতিক বন্দিমুক্তির দাবীতে পথে। গারদের ওপারে, জীবনের ওপারে ফেলে আসা সাথীদের ভার কাঁধে নিয়ে, নিজেদের ভাঙ্গা পাঁজর জ্বালিয়ে মশাল। পথ খোঁজা, প্রশ্ন প্রশ্ন প্রশ্ন........... পদাতিক।
    যে স্ফুলিঙ্গের দাবানল হয়ে ওঠার কথা ছিলো, সে কথা রাখেনি। নিজেদের ভিতরে তুফান উঠেছে - আর কতোকাল জীবনের বিনিময়ে / বার বার কালো মৃত্যুকে হবে কেনা / মৃত্যুর দামে কবে শোধ দেবো / জীবনের যত দেনা।
    প্রশ্ন পথ নিয়ে, প্রশ্ন মত নিয়ে...... তর্ক - ফিরে দেখা - পথে নামা। ছেলের রাজনীতিকে প্রশ্ন কারেও তাদের মুক্তির দাবীতে মিছিলে মিলছেন পদাতিক পিতা। আর কি আশ্চর্য সমপাতন একই সাথে টাঙ্গা থেকে নেমে আসেন অন্য এক পিতা - মিছিলে মিলতে। প্রথমজন কলকাতায়, পরের জন আগ্রার গরম হাওয়ায়।
    পথই একমাত্র পথ।
    সেটা ১৯৭৩।

    পরাজয় আর কবে স্বপ্নকে আটকে রাখতে পেরেছে! পরাজিতের দল স্বপ্ন দেখে, দেখেই চলে - কোরাস। তিরিশ হাজার - তিরিশ হাজার আসছে। আতঙ্কিত ক্ষমতা ভাঙ্গা গলায় আর্তনাদ করে - কন্ট্রোল - কন্ট্রোল।
    আমাদেরই বয়সী এক গ্রাম-কিশোর বাদল নদী পেরিয়ে, মাঠ পেরিয়ে ছোটে - তিরিশ হাজার - তিরিশ হাজার আসছে - আকাশ বাতাস ফুঁড়ে আসছে।
    রাসবিহারীর চায়ের দোকানে আলাপ হলো তার সাথে বাদলের ভূমিকায় অভিনয় করা সুপান্থ। নাট্যায়নের পান্তু।
    আমরা চায়ের গেলাস হাতে তর্ক করি - নির্বাচন বয়কট নিয়ে, গণ আন্দোলন নিয়ে, ট্রেড ইউনিয়ান নিয়ে, সিনেমা নিয়ে.........তর্ক শেষে মিছিলে - সমস্ত রাজনৈতিক বন্দীর মুক্তি চাই....... সমস্ত হত্যার জবাব চাই।
    পান্তু সিনেমা বানাতে চায় - মৃণালদার মতো। হাতে কলমে কাজ করে মৃগয়া,খন্ডহর, একদিন প্রতিদিন - সহকারী।
    তারপর একদিন বহুদিন পরে পান্তু সিনেমা বানায়।
    ছাদের ওপর থেকে শট - রাস্তা থেকে খবরের কাগজ ছুঁড়ে দেয় সোজা লেন্সের মুখে - খবর আসে চারিদিক ভরে গেছে পচা গন্ধে। রাস্তায় পড়ে থাকা মৃত কুকুর। ভদ্রলোকেদের কি কষ্ট ! লাশ সরাবে কে? ডোম আসে - কি আশ্চর্য - ডোম নাটা মল্লিক।
    সেই নাটা মল্লিক, ধনঞ্জয়ের ফাঁসুড়ে। ধনঞ্জয়ের ফাঁসীর আগের দিন তার সাথে দিন কাটায় যোশি যোসেফ - উঠে আসে ফিল্ম - ফাঁসুড়ের সাথে একদিন। কিভাবে ফাঁসীও আজকের মিডিয়ার কাছে পণ্য হয়ে যায়।
    আমার মৃণাল এখানেই থাকেন - এভাবেই থাকেন - সাংঘাতিক প্রিচি প্রিচি হয়ে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে মতামত দিন