এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • aranya | 3478.160.342312.238 (*) | ০১ জানুয়ারি ২০১৯ ১১:৩০65577
  • আর কতোকাল জীবনের বিনিময়ে, বার বার কালো মৃত্যুকে হবে কেনা ? - বহুদিনের, বহুযুগের প্রশ্ন, আজও প্রাসঙ্গিক
  • DC (Kolkata) | 230123.142.560112.178 (*) | ০১ জানুয়ারি ২০১৯ ১১:৩৩65576
  • আসলে বাজার জিতে গেছে । ঠিক তো । কলকাতা ছিল হাওড়া ব্রিজ , ভিক্টোরিয়া , নন্দন , ময়দান , রেড রোড । কলকাতা ছিল এলোমেলো গলি , তস্য গলি , কানা গলি পেরিয়ে হঠাৎ রাজপথ । কলকাতা ছিল মৃনাল সেন এর 'এল ডোরাডো' । সঞ্জয় বাবু যেমন বলেছেন 'কলকাতার রাজপথ দিয়ে আর কোনোদিন গেরিলার মতো ক্যামেরা নিয়ে দৌড়ে যাবেননা মৃনাল সেন ।' শেষ কবে দৌড়ে গেছেন উনি? শেষ কবে উনি ছবি করে চলে গেছিলেন নিঃশব্দে ? চোখের আড়ালে ? বুঝেছিলেন এই শহরটা আর মূল্য দিতে পারছেনা তার এক্সপেরিমেন্টের । শহরের চরিত্র বুঝতেন তিনি হাতের তালুর মতো । আর বুঝতেন বিবেকহীন মধ্যবিত্তের তৈরী এই ক্লাউস্ট্রোফোবিক সমাজব্যবস্থাকে । যে সমাজব্যবস্থার শিকার খারিজের সেই কাজের ছেলেটা, বা একদিন প্রতিদিনের সেই এক রাত বাড়ি না ফেরা মেয়েটা,বা আর কোনোদিনই বাড়ি না ফেরা সেই ইতিহাসের অধ্যাপক । একটার পর একটা ছবিতে, শটের পরতে পরতে যে মধ্যবিত্তের দিনলিপি তিনি চিত্রিত করেছেন , সেই আদর্শহীন , ভাবনাহীন , মেকিসর্বস্ব সমাজটা মৃনাল বাবুকে সানগ্লাস পরে শ্রদ্ধা জানাতে হাজির হয়েছে আজকে প্রিয়া সিনেমার সামনে । পদাতিক সিনেমার শেষ সংলাপের মতো ' ভাবনাহীন , চিন্তাহীন , cannon fodder সব ' , তার হাঁ করা মুখের ওপরে সেই মধ্যবিত্তের হাজার মোবাইল ক্যামেরা আর ডিজিক্যামের ঝলকানি । সেই সব তিনি কবেই উপেক্ষা করেছেন !
  • কল্লোল | 342323.191.7834.239 (*) | ০২ জানুয়ারি ২০১৯ ০৩:৩৭65578
  • আমি ঠিক বুঝতে পারিনা। অনামিত্ররাএই যে নানা ভাবে ফিল্ম বানাচ্ছে-দেখাচ্ছে, এককথায় ফিল্ম নিয়ে লড়ে যাচ্ছে এই "ফিল্ম বাজার"-এর বাইরে - এগুলো তবে কি? আবার সেই অনামিত্ররাই বলছে বাজার জিতে গেছে।
    খুব ছোট্ট চেষ্টা - আমি এবং আমার মতো অনেকেই কপিরাইটের ঘোষনাটা উড়িয়ে দিচ্ছি আমাদের লেখায়, ছবিতে, গানে।
    এভাবেই............
  • ন্যাড়া | 237812.58.892323.112 (*) | ০২ জানুয়ারি ২০১৯ ০৪:১৩65579
  • সাড়ে তিন থেকে চারখানা ভাল ছবি করেছিলেন, তার একটাকে অবশ্য ডিস-ওন করতেন বলে মনে হয় কারণ ইংরিজি আত্মজীবনীতে ছবিটির নামোল্লেখ পর্যন্ত করেননি। মৃণাল সেন একজন মোটামুটি কম্পিটেন্ট ডিরেক্টর। শেষের দিকে অর্ধপক্ক রাজনৈতিক পিন্ড গেলানোর চেষ্টা না করলেই পারতেন। অবশ্য পিটিবাবুর মতন গোলা লোক তার ক্লায়েন্টিলেও ছিল। তবে এখন যে 'হা মৃণাল, যো মৃণাল' হাহাকার ধ্বনিতে আকাশ বিদারিত হচ্ছে ও তাঁকে বাংলা সৎ ছবির মহেশ্বর হিসেবে প্রজেক্ট করা হচ্ছে তা দেখলে তারাপদও প্রজেকশন আধ পথে বাতিল করে "ধুর ঢ্যামনা" বলে বিড়ি খেতে চলে যেত।
  • aranya | 9005612.65.672323.230 (*) | ০২ জানুয়ারি ২০১৯ ০৪:১৬65580
  • এখন অবিশ্যি বাংলা সিনেমা অন্য এক্সট্রিমে গেছে। অর্ধপক্ক, সুপক্ক, এক্কেবারে কাঁচা কোনরকম রাজনৈতিক সিনেমাই হচ্ছে না, জাস্ট বিনোদন-ই লক্ষ্য, সব সিনেমার
  • ন্যাড়া | 237812.58.123423.104 (*) | ০২ জানুয়ারি ২০১৯ ০৪:৫৩65586
  • দ্যাশের ও দশের অবোস্তাটা একবার দেকুন। একজন আদ্যন্ত এলিটিস্ট আর্মচেয়ার বাম-ল্যাল্যা মানুষকে ডিক্লাসড হবার একটা সুযোগ করে দিলাম, কিন্তু তার বদলে কী পেলাম? শুধু ছিঃ। মৃণাল সেনদা থাকলে কী বলতেন ভাবছি।
  • মানিক | 78900.84.6767.126 (*) | ০২ জানুয়ারি ২০১৯ ০৫:০৪65581
  • সাড়ে তিনটে!! এতগুলো? ন্যাড়াবাবু একটু ভাল মেজাজে আছেন মনে হচ্ছে।
  • Bachal | 238912.66.8956.135 (*) | ০২ জানুয়ারি ২০১৯ ০৫:২৫65582
  • 3te niye amar koutuhol nei kintu ei sare ta niye amar koutuhol...Seta konta nyarababu ?
  • | 340123.99.121223.134 (*) | ০২ জানুয়ারি ২০১৯ ০৭:৫০65583
  • আহা শীতকাল। এ সময়ে মন একটু নরম থাকে। ঃ--)))
  • Unknown | 122312.242.892312.86 (*) | ০২ জানুয়ারি ২০১৯ ০৮:০১65584
  • একটা প্রশ্ন ছিল। মৃণাল সেনের শেষযাত্রা তে ছিন্নমুলের কোন _ কে দেখা গেলনা কেন ? তারা তো এইরকম সুযোগ সচরাচর ছাড়েনা।
  • PT | 340123.110.234523.25 (*) | ০২ জানুয়ারি ২০১৯ ০৮:০৩65585
  • "অবশ্য পিটিবাবুর মতন গোলা লোক তার ক্লায়েন্টিলেও ছিল।"
    আপনি নিজের ল্যাজ ও গোবর সামলান। অন্যদের, তা সে পিটি কিম্বা মৃণাল যেই হোন না কেন, সম্পর্কে অসম্মানজনক উক্তি করে নিজের পন্ডিতম্মন্যতা নাহয় নাই বা জাহির করলেন।
    এখানে পিটি মৃণালের ছবি সম্পর্কে কিছুই লেখেনি। লিখেছেন অন্যন্যরা। তাদের মন্তব্য সম্পর্কে কিছু লেখার সাহস দেখালে তবু কিছু একটা বোঝা যেত।। উচ্চশিক্ষিত বাঙালীর একাংশ কি ধরণের কদর্য নিম্নতার চর্চা করে সেটা ন্যাড়ার মন্তব্যে বোঝা গেল।....ছিঃ!!
  • T | 238912.66.4556.85 (*) | ০৩ জানুয়ারি ২০১৯ ০৭:৫৮65587
  • আহা, অমন ভাবে অবোস্তা বোঝা যায় না। একজনই তো লিকেচে ছিঃ। হয়তো বাকীরা বলেচে 'বাল', লেখেনি।
  • aranya | 3478.160.342312.238 (*) | ০৫ জানুয়ারি ২০১৯ ১১:৩৩65588
  • http://allindiannewspapers.com/eisamayepaper/

    - আজকের রবি-বারোয়ারী। প্রসঙ্গ মৃণাল। থাক এখানে
  • অর্জুন অভিষেক | 561212.96.121212.212 (*) | ১৩ জানুয়ারি ২০১৯ ০৭:০১65589
  • মৃণাল সেন ভাল ছবি বানাতেন। আমার তো মনে হয় ওর কন্টেপরারিরদের মধ্যে উনি বাঙালী মধ্যবিত্ত সমাজকে সবচেয়ে ভাল চিনতেন। ওর ছবিগুলো সাধারণ দর্শকের কাছে খুব নৈরাশ্যপূর্ণ লাগে কারণ উনি মধ্যবিত্তের মিডিওক্রিটি, কূপমণ্ডূকতা, অসহায়তা, ক্রোধ, ঈর্ষা সাবডিউড বিদ্রোহ এসব নিয়ে ছবি করেছেন।

    আমার ছোটবেলায় আমার মত অ্যান্টি বাম পরিবারে মৃণাল সেন একেবারে পপুলার ছিলেন না কিন্তু টি ভি তে ওর ছবি দেখালে, পুরোটা দেখেই সবাই উঠত। 'কি সব যে ছবি করে ভদ্রলোক' 'কোথায় সত্যজিৎ ।।।আর কোথায়।।।' এই রকম প্রায়ই শুনতাম।

    সত্যজিৎ চলে গেলেন। তারও অনেক পরে ক্ষয়িষ্ণু সংস্কৃতির বাজারে মৃণাল সেন আসতে আসতে প্রিয় হয়ে উঠলেন। উনি মার্ক্সবাদী কিন্তু সি পি এমের লোক নন। প্রচুর পড়াশোনা, সুন্দর বলেন, সাক্ষাৎকার পড়ে মনে হয় বেশ আমুদে। কিন্তু ততদিনে উনি ছবি বানানো বন্ধ করেছেন।

    আনন্দবাজারে শিলাদিত্য সেন, মৃণাল সেনকে নিয়ে বেশ কিছু লেখা লেখেন। ভাল লেখা।

    ভারতীয় চলচ্চিত্রকে যারা নিজস্ব ভাষা দিতে সক্ষম হয়েছেন তাদের মধ্যে উনি একজন তবে খুব হার্ডকোর আবার্ন।

    ওর মৃত্যুর সঙ্গে সঙ্গে একটা বিশেষ সাংস্কৃতিক যুগের অবসান হল।
  • এলেবেলে | 2345.110.565623.113 (*) | ১৪ জানুয়ারি ২০১৯ ০৫:২০65590
  • এই টইতে এত সুইপিং স্টেটমেন্ট হয়েছে যে লিখতে ভয় হচ্ছে। এমনিতেই বেশ কিছুদিন গুরুর সাইটে আসা হয়ে ওঠেনি, তার ওপর 'হা মৃণাল যো মৃণাল' দেখে যারপরনাই ঘাবড়ে গেলাম।

    মৃণাল আসলে এক শ্রেণির সত্যজিৎ-ভক্তের ধেইনৃত্য এবং ঋত্ব্বিক-ভক্তদের হাহাকারের মাঝে স্যান্ডউইচ হয়ে বিরাজ করেছেন দীর্ঘদিন। এই যে @অর্জুন অভিষেক লিখলেন 'সত্যজিৎ চলে গেলেন। তারও অনেক পরে ক্ষয়িষ্ণু সংস্কৃতির বাজারে মৃণাল সেন আসতে আসতে প্রিয় হয়ে উঠলেন' ব্যাপারটা আমার কাছে আদৌ সেভাবে উপস্থাপিত হয়নি কোনোদিন। সত্যজিৎ থাকতেই তিনি বাইশে শ্রাবণ-আকাশকুসুম বানিয়েছেন; সাতের দশকে কলকাতা ট্রিলজি তাঁকে ব্যাপক পরিচিতি দিয়েছে। বস্তুতপক্ষে নকশালবাড়ির রাজনীতি নিয়ে এমন সংবেদনশীল আখ্যানের চারপাশ সত্যজিৎ সন্তর্পণে এড়িয়ে গেছেন, ঋত্বিকও যুক্তি-তক্কোতে যেভাবে ধরেছেন তাতে তাত্ত্বিক কচকচানি থাকলেও হৃদস্পন্দন কোথাও যেন অনুপস্থিত থেকেছে। তারও পরে ফর্ম নিয়ে তুমুল নিরীক্ষামূলক ছবি কোরাস আমি দেখেছি সাত-আটবার এবং মনে করি সিনেমার ফর্ম নিয়ে অমন দুমড়ানো-মোচড়ানো পরিচালকত্রয়ীর মধ্যে একমাত্র তিনিই করেছেন। এরপরে আসবে আকালের সন্ধানে-একদিন প্রতিদিন-খারিজ এবং খণ্ডহর।

    চ্যাপলিনকে নিয়ে অসামান্য গ্রন্থের স্রষ্টাকে নিয়ে বহুদিন আগে প্রলয় শূর সম্পাদনা করেছিলেন একটি গ্রন্থ। আশ্চর্যের ব্যাপার মৃণালকে নিয়ে ভালো বইয়ের সংখ্যা অত্যন্ত কম, সত্যজিৎ-ঋত্বিকের থেকে এ ব্যাপারেও কেন যে তিনি যোজন দূরে তা বোধগম্য হয়নি আজ অবধি।
  • অর্জুন অভিষেক | 340123.163.454523.178 (*) | ১৪ জানুয়ারি ২০১৯ ০৬:২২65591
  • @এলেবেলে, অনেককাল বাদে আপনার লেখনী উপস্থিতি পেয়ে খুশী হলাম।

    সত্যজিৎ- ঋত্বিক- মৃণাল তো এক সময়েই ছবি বানানো শুরু করেন। আমার বক্তব্য ছিল, এদের সকলের মধ্যে উনি ছিলেন সবচেয়ে আনপপুলার। সত্যজিৎ চলে যাবার পরে মৃণাল সেনের গ্রহণযোগ্যতা অনেকটাই বেড়েছিল অর্থাৎ মানুষটার ইম্পরট্যান্স। তাকে নিয়ে কিছু ভুল ধারণা বোধহয় ভেঙেছিল।

    আপনি এ ব্যাপারে অনেক ভাল বুঝবেন যদিও।
  • S | 9000123.48.78.126 (*) | ১৪ জানুয়ারি ২০১৯ ০৭:০৯65592
  • ছোটোবেলায় বড়দের মুখে একটা কথা শুনতাম। সত্যজিত তো বিদেশি পুরষ্কার পাবার জন্য সিনেমা বানিয়েছেন। সে লোভ বোধয় সকলেরই কম-বেশি ছিলো। তবে সত্যজিতের চিত্রনাট্যে বেশ একটা হলিউডি স্মার্টনেসের ছোঁয়া পাওয়া যায়।
  • এলেবেলে | 2345.110.565623.113 (*) | ১৪ জানুয়ারি ২০১৯ ০৭:৫৪65593
  • @অর্জুন অভিষেক লিখেছেন 'সত্যজিৎ চলে যাবার পরে মৃণাল সেনের গ্রহণযোগ্যতা অনেকটাই বেড়েছিল'। তো সত্যজিৎ মারা যাচ্ছেন ৯২তে, ততদিনে মৃণাল করে ফেলেছেন বাইশে শ্রাবণ (৬০), আকাশ কুসুম (৬৫), ভুবন সোম (৬৯), ইন্টারভিউ (৭০), কলকাতা ৭১ (৭২), পদাতিক (৭৩), কোরাস (৭৪), একদিন প্রতিদিন (৭৯), আকালের সন্ধানে (৮০), খারিজ (৮২) এবং খণ্ডহর (৮৩)। সত্যজিৎ সে সময়ে ঘরে বাইরে করে চুপ করে গেছেন। এর পরেও যদি তাঁর চলে যাওয়ার পরে মৃণালের গ্রহণযোগ্যতা বাড়ে তবে বলতে হবে বাংলা সিনেমার দর্শক সত্যজিতে আবিল থেকেছে মাত্র, সিনেমা বোধ থেকে বঞ্চিত রেখেছে নিজেকে। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য এই সময়কালে ঋত্বিকের ছবির সংখ্যা সম্ভবত ছ'টি। মৃণাল যদি তারপরেও বাংলা চলচ্চিত্রের নিছকই এক যোগসূত্র হিসেবে চিহ্নিত হন তো সেটা অতীব দুঃখজনক। মৃণাল নিজগুণেই মৃণাল, সত্যজিৎ-ঋত্বিকের তুমুল উপস্থিতি অগ্রাহ্য করেই মৃণাল। তাঁকে যদি সে সময়ে চিনতে না পারি আমরা তবে সে দায় আমাদের, আমাদের চলচ্চিত্রবোধের। মৃণালকে যেভাবে সত্যজিৎ-ঋত্বিকের মধ্যবর্তী হাইফেন চিহ্ন ভাবতে অভ্যস্ত আমরা, মৃণাল তার চেয়ে অনেক বেশি আলোচনা দাবি করেন আসলে।
  • এলেবেলে | 2345.110.233423.106 (*) | ১৬ জানুয়ারি ২০১৯ ০২:১৭65596
  • @অর্জুন অভিষেক কী যে বলেন! শোনেন তাহলে - বাংলা সিনেমা নিয়ে গুরুচণ্ডা৯ আনন্দবাজারেরও বাবা। তাঁদের প্রায় ৯৯ শতাংশ লেখক-পাঠক-টিপ্পনীকার সত্যজিতে মুগ্ধ বললে কম বলা হয়। এঁদের কাছে ঋত্বিক হচ্ছেন মেলোড্রামার চূড়ান্ত আর মৃণাল হচ্ছেন সাড়ে তিনখানা সিনেমাকরিয়ে। সেখানে মৃণালকে নিয়ে নিবন্ধ? আপনি যাঁকে 'আনপপুলার' বলেছেন আমি তাঁকে দ্বিতীয় আন্ডাররেটেড বাঙালি চলচ্চিত্রকার মনে করি। প্রথমজন অবশ্যই তপন সিংহ। আপনি তপনকে নিয়ে লিখুন আগে, তারপর মৃণালকে নিয়ে ভাবা যাবে। কথা দিলাম।
  • b | 4512.139.6790012.6 (*) | ১৬ জানুয়ারি ২০১৯ ০৩:৫৫65597
  • বাপ রে। কি দাপ-অ-ট।

    জোকস অ্যাপার্ট, গুরু ওরকম মনোলিথিক জোম্বি বলে মনে হয় নি আমার। লিখলেই পারেন, তারপর দেখুন না ঐ ৯৯% কি ভাবে। তার জন্যে তপন সিংহ বা অন্য কাউকেই শিখন্ডী করার দরকার নেই।
  • lcm | 9006712.229.0112.212 (*) | ১৬ জানুয়ারি ২০১৯ ০৪:৫৬65598
  • ঋত্বিক ঘটক-এর সিনেমার মেলোড্রামাটিক স্টাইল কিন্তু ডকুমেন্টেড - দ্য হিন্দু পত্রিকার একটি আর্টিকল থেকে ... Like Kenji Mizoguchi of Japan and Rainer Fassbinder of West Germany, Ritwik Ghatak was an exponent of melodrama, which refers not to soap opera dramatics but to a particular form of heightened expression in which film elements are pitched at a higher level than the realist norm. The result is a disruption of passive assimilation of screen drama and a motivation to critically engage with what is depicted ...
  • অর্জুন অভিষেক | 671212.72.013412.104 (*) | ১৬ জানুয়ারি ২০১৯ ০৫:১৯65599
  • এলেবেলে বাবু, গুরুচন্ডা৯'র ওয়েবপেজ আমি ফলো করি ২০১৬ র মাঝামাঝি থেকে তাও খুব অনিয়মিত। ২০১৭ র শেষ থেকে কিছুটা রেগুলার। কাজেই ঋত্বিক ভারসেস সত্যজিৎ আলোচনা কখন হয়েছিল জানিনা, তাই কে কি বলেছিল, কি মত পোষণ করেছিল জানিনা। জানতে যে বিশেষ ইচ্ছুক তাও নই। এখন এই মুহূর্তে কি হচ্ছে সেটায় কৌতূহলী।

    পুরনো কাসুন্দি দিয়ে আমার কি হবে! তবে 'গুরু' র মেজাজ অনুযায়ী তো মনে হয়না ঋত্বিকের প্রতি সবাই অনুদার হবেন বরং ঋত্বিকের প্রতি একটা বিশেষ অনুকম্পা ত এক ধরণের ইন্টেলেকচুয়াল ষ্টেটমেন্ট।

    মৃণাল সেন আনডাররেটেড, তার চেয়েও বেশী তপন সিংহ কারণ তপন সিংহ উত্তমকুমারকে নিয়ে ছবি তৈরি করে হিট ছবি উপহার দিয়েছেন।

    আপনাকে কমেন্ট যদ্দুর পড়েছি তাতে আপনি মৃণাল সেনকে নিয়ে দারুণ ভাল বিতর্ক ইনিশিয়েট করতে পারবেন।
  • lcm | 9006712.229.0112.212 (*) | ১৬ জানুয়ারি ২০১৯ ০৫:৩০65600
  • সত্যজিৎ, ঋত্বিক, মৃণাল, তপন -- এদের মধ্যে তো কত মিল। এই ধরুন না, সত্যজিৎ এবং ঋত্বিক দুজনেই বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলে পড়েছেন। মৃণাল এবং তপন দুজনেই ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স-এ এমএসসি।
    তাইলে ভাবুন।
  • অর্জুন অভিষেক | 671212.72.013412.104 (*) | ১৬ জানুয়ারি ২০১৯ ০৫:৩৫65601
  • আবার সত্যজিৎ ও তপন দুজনেই প্রেসিডেন্সির।

    তবে এসবে মিল না খুঁজে ফিল্মে, শিল্পে মিলামিল পেলে বেশী মজবে ব্যাপারটা।
  • অর্জুন অভিষেক | 671212.72.013412.104 (*) | ১৬ জানুয়ারি ২০১৯ ০৫:৪৬65602
  • 'হিন্দু' পত্রিকায় এই আর্টিকেলটি কোন বোদ্ধার লেখা?
  • অর্জুন অভিষেক | 561212.96.8990012.215 (*) | ১৬ জানুয়ারি ২০১৯ ০৬:১৩65594
  • @এলেবেলে, মৃণাল সেনকে নিয়ে আপনার একটা নিবন্ধ আবদার করছি। দাবীও বলতে পারেন।
  • lcm | 9006712.229.0112.212 (*) | ১৬ জানুয়ারি ২০১৯ ০৬:২১65603
  • হিন্দু পত্রিকা লাগবে না, "Ritwik Ghatak films melodrama women" এই দিয়ে সার্চ করলে অনেক মেটেরিয়াল পাবে।
  • lcm | 9006712.229.0112.212 (*) | ১৬ জানুয়ারি ২০১৯ ০৬:৪৪65604
  • আর মেলোড্রামা খারাপ কেন হবে, শৈল্পিক ই বা হবে না কেন ?
  • এলেবেলে | 2345.110.780123.53 (*) | ১৬ জানুয়ারি ২০১৯ ০৭:১৫65605
  • @b এবং @অর্জুন অভিষেক শোনেন তাহলে - এই অধম সত্যজিৎ টইতেও লিখেছিল, ঋত্বিক টইতেও। সেটা যতটা না লেখা হয়েছিল তার চেয়ে টেখা হয়েছিল বেশি। তো সেখানেই ব্যাপারটা মালুম হয় আর কি। সত্যজিৎ-এর ঈষৎ সমালোচনা শুরু হতেই সমবেত ব্যারাকিং চালু হয় এবং সেই টইটিকে 'সত্যজিৎ: একটি নির্মোহ ব' জাতীয় নামকরণের প্রস্তাবও আসে। জানি না তার আগে গুরুতে সত্যজিৎ সম্পর্কে মোহভঙ্গ হয়েছিল কি না কারণ আমিও এই সাইটে এসেছি ২০১৬-র নির্বাচনের পর। প্রায় একই সময়ে কল্লোলবাবু 'আমার ঋত্বিক' নামে একটি টই খোলেন, তাতে কমেন্টের সংখ্যা দেখে আমার অন্তত 'ঋত্বিকের প্রতি সবাই অনুদার হবেন' জাতীয় বিশ্বাস জন্ম নেয়নি।

    @lcm সহ সবাইকে অনুরোধ করব কল্লোলবাবুর টইটি আরেকবার দেখতে। ওখানে ঋত্বিকের মেলোড্রামার ব্যবহার এবং অন্যান্য জিনিস নিয়ে বিস্তারিত আলোচনা আছে।

    @b, সাইটে আমি মোটেই 'দাপুটে' বলে চিহ্নিত নই বলে জানি। তবুও আমার মন্তব্যে দাপট খুঁজে পেলে আমি নাচার। আর অর্জুন অভিষেককে অনুরোধ 'এলেবেলে'ই ঠিক আছে, 'বাবু' বাদ দিয়ে দিন নিশ্চিন্তে।
  • অর্জুন অভিষেক | 671212.72.013412.104 (*) | ১৬ জানুয়ারি ২০১৯ ০৭:১৬65606

  • যে টাইটেলটা দিয়ে সার্চ করতে বলছেন সেটা বড্ড হাস্যকর। ঃ-)

    শুধু ঋত্বিক কেন? অন্যদের ছবির মহিলা চরিত্ররা মেলোড্রামাটিক নন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন