এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arindam Basu | ১৬ মার্চ ২০২৪ ০১:১৭529425
  • অরিত্র, "আরেকটা জিনিস ইন্টারেষ্টিং আজকে ইউএসএর ইন্টেলিজেন্স নাকি ভারত চীন সংঘর্ষের সম্ভাবনা দেখছে।"
    এই খবরটা আবার কোথায় বেরিয়েছে?
  • র২হ | 2607:fb91:dcb:204:6474:70c3:4df3:610a | ১৬ মার্চ ২০২৪ ০১:২০529426
    •  | ১৫ মার্চ ২০২৪ ২৩:২৫
    • ...কংগ্রেস কিছু ধোতু নয়। তিন্নং এই আছে।  
     
    এমনিতে বিজনেস হাউসের চাঁদা জিনিসটাই গোলমেলে তবে ওটা স্বাধীনতার আগে থেকেই, সবাই, সব্বাই নিয়েছেন। বিড়লারা গান্ধী থেকে শুরু করে কংগ্রেসের পুরনো মেন্টর। 
    তো, ঔচিত্য বা নৈতিকতার ব্যাপারটা ধোঁয়াটে; তাই নেওয়াটাকেই সন্দেহের চোখে দেখা বিধেয়, না টাকার সোর্স? 
    ফিউচার গেমিং বা কুইকসাপ্লাইয়ের চাঁদায় পুষ্ট দল বিড়লাদের টাকায় পুষ্ট দলের থেকে বেশি গোলমেলে না, কারন দ্বিতীয় দল আইনের চোখে চুরি নাও করে থাকতে পারে? 
     
    এই কন্টেক্সটএর বাইরে কংগ্রেস যে ধোতু না তা নিয়ে কোন দ্বিমত নেই।
  • Arindam Basu | ১৬ মার্চ ২০২৪ ০৩:৫৬529432
  • @দীমু, রিপোর্টার্স collective এর সাইটটা দেখলাম খুব ভালভাবে কভার করেছে। 
  • র২হ | 2607:fb90:e33e:c8e9:5112:d9c1:9bb8:c60a | ১৬ মার্চ ২০২৪ ০৫:২৪529433
    • দীমু | ১৬ মার্চ ২০২৪ ০১:২৬
    • র২হ , আপনি যেরকম সাইট চাইছেন এখানে কিছুটা আছে 
     
    থ্যাংকিউ!
    তথ্য আছে, কিন্তু আমি চাইছিলাম ড্যাশবোর্ড মত - পুরো ডেটা হাই লেভেল তার - থেকে খুঁটিনাটি। 
    তাতে বিস্তারটা সহজে চোখে পড়ে। ওরকম কিছু সোশ্যাল মিডিয়ায় শেয়ারের জন্য কার্যকর। বিনা ক্লিকে পুরো ছবিটা এক নজরে।
  • Wireএর এইটা | 2409:40e7:14:6246:bc23:a9ff:fe80:34cf | ১৬ মার্চ ২০২৪ ০৬:৩৯529434
  • এটাই কি পুরোটা? Ad. এর চোটে এগোনো যাচ্ছেনা।
     
    এটাই শেষ? 
     
    As a journalist, I cannot say why SBI is not taking a plea of time for not matching the data of the purchaser and political parties. I can only state facts, and the facts are that these unique numbers are recorded and SBI conducts an audit trail every financial year. Then how come they have not compiled and matched the data of the purchaser and the political parties?
     
  • মিসিং বন্ড | 2409:40e7:6a:368a:491:42ff:fe57:3cdd | ১৬ মার্চ ২০২৪ ১৫:১০529462
  • খুঁজতে এবার জেমস বন্ড লাগবে! 
     
    Information for 9,159 bonds issued between March 1, 2018 and April 12, 2019 is still missing. These are bonds worth Rs 4,002 crore.
  • ভাট থেকে | 43.251.171.109 | ১৬ মার্চ ২০২৪ ১৮:০২529470
  • | 42.110.162.1 | ১৬ মার্চ ২০২৪ ১৬:৩৬521578

    একটা জিনিস দেখুন। যেসব কোম্পানি ইডি রেইডের পর ইলেকটোরাল বন্ড কিনেছে, অর্থাৎ এক্সটরশন যাদের করা হয়েছে, ভেবে দেখবেন, তারা বেসিকালি প্রভূত ট্যাক্স ফাঁকি দিয়েছে। এত বাজে ট্যাক্স ফাইলিং করেছে যে বছরে ১ কোটি লাভ দেখিয়েছে আর ইডির গুঁতো খেয়েই পেছন বাঁচাতে ১০০ কোটির বন্ড কিনে ফেলেছে। নইলে হয়তো ২০০ কোটি জরিমানা দিতে হত। বিজেপি ইডির মাধ্যমে বেসিকালি ডাকাতদের থেকে তোলা তুলেছে। এই তোলাবাজি যেমন অন্যায়, তার চেয়ে বেশি অন্যায় কর্পোরেটের সরকারি ট্যাক্স ফাঁকি দেওয়া। বন্ড কেনা কর্পোরেট আর বিজেপির মধ্যে শোষিত শোষক বেছে নেওয়া সম্ভব নয়।  দুটোই সমান খচ্চর। বিজেপিকে এক্সপোজ করতে সাংবাদিক গোয়েন্দাগিরি দরকার, কার থেকে টাকা নিয়ে তাকে কী কী সুবিধে করে দিয়েছে সেই খতিয়ান সামনে আনতে হবে (যদিও তাতে কজন বিশ্বাস করবে কে জানে)। যেমন পৌনে চারশ কোটি নিয়ে নীরব মোদিকে দেশ থেকে পালাতে দিয়েছিল বিজেপি।
     
    এবার কথা হল কংগ্রেসকে লোকে বন্ডের মাধ্যমে টাকা কেন দিয়েছে? হয় বিজেপি তাদের পেছন অলরেডি মেরেছে বা নিশ্চিত মারবে জানা গেছে। কংগ্রেস জিতলে পিছন বাঁচতে পারে, বা অন্তত প্রতিশোধ নেওয়া যাবে৷ বা কংগ্রেস জিতলে তাদের বাড়তি সুবিধে কিছু করে দেবে বলে ডিল করেছে।
     
    তৃণমুল পাতি তোলা নিয়েছে, টাকা না নিলে ব্যবসা বন্ধ করিয়ে দেবে বা নানান অসুবিধে তৈরি করবে এসব কারণ দেখিয়ে।
     
    এসবের বাইরে বেসিক প্রেমাইস তো, পার্টি ফান্ডে টাকা দিলাম, আমার মাথায় যেন পার্টির ছত্রছায়া থাকে। অর্থাৎ আমি কিছু ছোটোখাটো জালিজোচ্চুরি করতে চলেছি, অদেখা করে দেবেন, হে রাজ্য বা কেন্দ্র সরকার।
     
    যে সরকার যে রাজ্যে আছে, বন্ড সেই রাজ্যে সেই সরকারের জন্য কেনা হওয়ার কথা, (বিজেপি বাদে, ওরা তো কেন্দ্রেই আছে, সব রাজ্যের কোম্পানিদের টিকি বাঁধা ওখানে)
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:6eff:efd:2a63:7939 | ১৬ মার্চ ২০২৪ ১৮:২৯529471
  • শুধুই এক্সটর্শন নয়, কুইড প্রো কুওও আছে সম্ভবতঃ। বিজেপি বা কঙগ্রেসের বেলায় যে আছে সেটা কেউ সন্দেহ করেন বলে মনে হয়না। তৃণমূলের বেলাতেও যে সম্ভবতঃ আছে সেটা নিয়ে রয়টার্স একটা খবর করেছে। হয়তো মনে আছে রাজ্য মেট্রো ডেয়ারির 47% শেয়ার খুব সস্তায় বিক্রি করেছিল, কিনেছিল কেভেন্টার্স। কদিন বাদেই কেভেন্টার্স সস্তায় কেনা শেয়ার অনেক বেশী দামে বিক্রি করে প্রচুর লাভ করেছিল। অধীর চৌধুরী এটা নিয়ে একটা মামলা করেছিলেন। কোর্ট অবশ্য কেসটা কাটিয়ে দেয়।
     
    এই কেভেন্টার্স আর রিলেটেড এনটিটিগুলো মিলে কয়েকশ কোটি টাকা বন্ডে দিয়েছে। এই পুরোটা রয়টার্সের খবর থেকে।
     
    এখন এই টাকার কতটা তৃণমূল পেয়েছে সেটা বন্ড নম্বরগুলো না আসলে বোঝা যাবে না। যদি দেখা যায় অনেক টাকা তৃণমূল পেয়েছে তাহলে কুইড প্রো কুওর অভিযোগ ভিত্তিহীন বলা যাবেনা।
  • dc | 2401:4900:7b81:13e9:fd1d:6c02:5e90:3807 | ১৬ মার্চ ২০২৪ ১৯:৩৩529473
  • ৪২।১১০।১৬২।১ - আমার মনে হচ্ছে আপনি পয়েন্টটা মিস করছেন :-)
     
    একথা সবাই ​​​​​​​জানে যে ​​​​​​​ইন্ডিয়ার সবকটা ​​​​​​​পলিটিকাল ​​​​​​​পার্টি ​​​​​​​চোর, ​​​​​​​তোলাবাজ, ​​​​​​​দুর্নীতিবাজ ​​​​​​​ইত্যাদি ​​​​​​​ইত্যাদি। কংগ্রেস ​​​​​​​হাজার ​​​​​​​হাজার কোটি টাকা ​​​​​​​চুরি করেছে, কোম্পানিদের ​​​​​​​আর্ম ​​​​​​​টুইস্ট ​​​​​​​করে ​​​​​​​টাকা ​​​​​​​তুলেছে। ​​​​​​​লালুও ​​​​​​​তাই ​​​​​​​করেছে, ​​​​​​​শিব ​​​​​​​সেনাও ​​​​​​​তাই, ​​​​​​​ডিএমকে ​​​​​​​আর ​​​​​​​এডিএমকেও ​​​​​​​তাই, ​​​​​​​সব ​​​​​​​পার্টিই ​​​​​​​তাই। ​আর তিনোরা তো চুরি ডাকাতি দুর্নীতি তোলাবাজিতে গোল্ড মেডেলিস্ট। ​​​​​​সিপিএম এখন ​​​​​​​তোলাবাজি ​​​​​​​করে ​​​​​​​না, ​​​​​​​যখন ​​​​​​​ক্ষমতায় ​​​​​​​ছিল ​​​​​​​তখন ​​​​​​​করতো, ​​​​​​​আবার ফিরতে ​​​​​​​পারলে ​​​​​​​আবার ​​​​​​​করবে। ​​​​​​​পয়েন্ট ​​​​​​​সেটা ​​​​​​​না। ​​​​​​​পয়েন্ট ​​​​​​​হলো, ​​​​​​​এই ​​​​​​​ক ​​​​​​​বছর ​​​​​​​আরেসেস / বিজেপি একটা বিরাট ​​​​​​​ফানুস ​​​​​​​বানিয়ে ​​​​​​​তুলছিল, রামরাজ্য, ​​​​​​​স্বচ্ছ ​​​​​​​ভারত ইত্যাদি। ​​​​​​​প্রধানসেবক ​​​​​একটা ​​​মরাল হাই গ্রাউন্ড ​​​​​​​বানিয়ে ​​​​​​​তুলেছিল। ​​​​​​​কিন্তু ​​​​​​​এই ইলেক্টোরাল ​​​​​​​বন্ডের ​​​​​​​ফলে ​​​​​​​বিজেপির ​​​​​​​সেই ​​​​​​​ভাবমূর্তি ​​​​​​​ধ্বসে ​​​​​​​পড়লো। ​​​​​​​বিজেপিও ​​​​​​​যে ​​​​​​​অন্য ​​​​​​​সবকটা পার্টির ​​​​​​​মতো ​​​​​​​চোর ​​​​​​​আর ​​​​​​​তোলাবাজ, ​​​​​​​সেটা লিখিতভাবে ​​​​​​​পরিষ্কার ​​​​​​​হয়ে ​​​​​​​গেল। ​​​​​​​ফলে ​​​​​​​গৌমাতাদেরও এখন ​​​​​​​কাউন্টার করা ​​​​​​​যাবে। ​​​​​​​এছাড়া ​​​​​​​আর ​​​​​​​কিছু ​​​​​​​না। 
  • র২হ | 2607:fb90:e33e:c8e9:5112:d9c1:9bb8:c60a | ১৬ মার্চ ২০২৪ ২০:৩২529475
    • dc | ১৬ মার্চ ২০২৪ ১৯:৩৩
    • ৪২।১১০।১৬২।১ - আমার মনে হচ্ছে আপনি পয়েন্টটা মিস করছেন :-) ... পয়েন্ট হলো, ​​​​​​​এই ​​​​​​​ক ​​​​​​​বছর ​​​​​​​আরেসেস / বিজেপি একটা বিরাট ​​​​​​​ফানুস ​​​​​​​বানিয়ে ​​​​​​​তুলছিল, রামরাজ্য, ​​​​​​​স্বচ্ছ ​​​​​​​ভারত ইত্যাদি। ​​​​​​​প্রধানসেবক ​​​​​একটা ​​​মরাল হাই গ্রাউন্ড ​​​​​​​বানিয়ে ​​​​​​​তুলেছিল।
     
     
    একদম। 
    এবং, বিজেপির কার্যকলাপকে আর পাঁচটা তোলাবাজ চোরের সঙ্গে এক করে দেখানোর চেষ্টা হয় নাইভিটি নয় বিদ্বেষের রাজনীতির প্রতি প্রচ্ছন্ন সমর্থন বলে মনে হয়।
  • dc | 2401:4900:2341:2ef1:9c45:19a0:7e5b:6602 | ১৬ মার্চ ২০২৪ ২০:৫৬529476
  • হ্যাঁ। আমাদের দেশের একমাত্র ফ্যাসিস্ট দল হলো আরেসেস / বিজেপি। একমাত্র দল যারা কনস্টিটিউশান পাল্টাতে চায়, যারা হিন্দুরাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, যারা মুসলমানদের সেকেন্ড ক্লাস বানিয়ে দিতে চায়, যার অবশ্যম্ভাবী পরিণতি হবে সিভিল ওয়ার। অন্য সব দলের থেকে আরেসেস / বিজেপি আলাদা। 
  • dc | 2401:4900:2341:2ef1:9c45:19a0:7e5b:6602 | ১৬ মার্চ ২০২৪ ২০:৫৬529477
  • সেকেন্ড ক্লাস *সিটিজেন 
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:6eff:efd:2a63:7939 | ১৬ মার্চ ২০২৪ ২০:৫৮529478
  • বিজেপি চোর তোলাবাজ খুনি জমিচোরদের ব্রিদিং স্পেস দেবার চেষ্টাটাও খুব ভাল কিছু নয়। বিশেষ করে তারা যখন বাবুল সুপ্রিয়র মত দাঙ্গাবাজ বিজেপিদের পুনর্বাসন দিয়ে সবসময়ই রাজী।
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:6eff:efd:2a63:7939 | ১৬ মার্চ ২০২৪ ২০:৫৯529479
  • *বিজেপি দেখিয়ে
  • dc | 2401:4900:2341:2ef1:9c45:19a0:7e5b:6602 | ১৬ মার্চ ২০২৪ ২১:০৬529481
  • পলিটিশিয়ান, আমি অন্তত কোনদিন তিনোদের সমর্থন করিনি। গুরুতেও পুরনো কমেন্ট যদি খুঁজে বার করতে পারতাম তো দেখতেন সেই সঙ্গে সুমন এর সময় থেকে, যখন থেকে দিদিকে সততার প্রতীক হিসেবে ব্র‌্যান্ডিং শুরু হয়েছিল, তখনও আমি লিখতাম যে তিনোদের থেকে বেশী ধান্দাবাজ আর দুর্নীতিগ্রস্ত আর কেউ হতে পারে না। কিন্তু একটা ব্যাপারে আমি ১৯৯২ বা বোধায় তারও আগে থেকে একদম ক্লিয়ার ছিলাম - আরেসেস / বিজেপির থেকে বড়ো বিপদ ইন্ডিয়ার সামনে আর কেউ না। সেই তখন থেকে, যেকোন ইলেকশানে, যে কোন রাজ্যে আমি সবসময়ে চেয়েছি আর যে আসে আসুক, বিজেপি যেন না আসে।  
  • পলিটিশিয়ান | 2603:8001:b102:14fa:6eff:efd:2a63:7939 | ১৬ মার্চ ২০২৪ ২১:০৮529482
  • ডিসি, আপনাকে লিখিও নি। ভুল বোঝাবুঝির জন্য দুঃখিত।
     
    আরএসএস অবশ্যই সবচেয়ে বড় বিপদ। বিজেপি, তৃণমূল এরা সব আরএসএসের সন্তান। এটা আমার দৃষ্টিভঙ্গি।
  • র২হ | 2607:fb90:e33e:c8e9:5112:d9c1:9bb8:c60a | ১৬ মার্চ ২০২৪ ২১:১৭529486
  • :)
  • বকলম -এ অরিত্র | ১৬ মার্চ ২০২৪ ২৩:২১529492
  • Bharatiya Janata Party (BJP) MLA Rameshbhai Chhotubhai Patel from Jalalpore, Gujarat revealed that a “2%” commission system exists within the BJP system, The New Indian Express reported.
  • বকলম -এ অরিত্র | ১৭ মার্চ ২০২৪ ০১:১৭529493
  • ফার্মা কোম্পানিদের বন্দে বিজেপির একটা লিস্ট দেখলাম সমাজ মাধ্যমে, এখন পাচ্ছি না। এখানে কেউ থাকলে দেবেন। সঙ্গে হসপিটালগুলোর নমো দক্ষিণা গুলোও। ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেক গরীব ও মধ্যবিত্ত সর্বস্বান্ত হচ্ছে এই দুটোয়।
  • নীরব বঙ্গ মিডিয়া | 2409:40e7:69:ddd7:7837:3bff:fe20:f5de | ১৭ মার্চ ২০২৪ ০৭:৪২529496
  • বঙ্গ মিডিয়ার বন্ড নীরবতার কারণ কী?. 

    TV9  তো শোনা যাচ্ছে মেঘার সঙ্গে যুক্ত। নিউজ ১৮ আম্বানি ( লতায় পাতায় কার একটার পিছনে আছে),  এবিপি,  ২৪?  
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন