এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • কাদা কি কায়দা?

    Suvasri Roy লেখকের গ্রাহক হোন
    ০২ জুলাই ২০২৪ | ৯৬ বার পঠিত
  • কার গায়ে কাদা ছুঁড়তে আপনার বা আপনাদের ভালো লাগে, কেন ভালো লাগে সেটা আপনাদের ব্যাপার। যাদের গায়ে আপনারা কাদা ছুঁড়ছেন, সে বা তারাই আগে শুরু করেছিল, এমন কথাবার্তা অর্থাৎ আপনাদের কাদা ছোঁড়াছুঁড়ির ইতিহাস জানতেও আমার আগ্রহ নেই।

    আমার জীবনটা তো আমার। আমার নিজের দেশের প্রতি আমার টান, নিজের রাজ্যের প্রতি আমার ভালোবাসা একান্ত আমার যা আপনারা নিজেদের সংকীর্ণ, একচোখো দৃষ্টিভঙ্গী দিয়ে কোনো দিনও বুঝতে পারবেন না। আমার স্বদেশচেতনা আপনাদের ধ্যানধারণার সঙ্গে মিলবে না। নিজের দেশভক্তি, নিজের সংস্কৃতি নিয়ে আপনার কাছে ব্যাখ্যা দেওয়ার কোনো দায় আমার নেই।

    জানি না, আপনার কার কাছে কিসের দায়! তাই তো নিজেই নিজের দেশপ্রেমের ঢাক পেটান। তাই তো নিজেই চিৎকার করে বলেন, আপনি একাই সত্যবাদী আর সবাই মিথ্যেবাদী। আপনি একাই সাচ্চা প্রতিবাদী আর সবাই মিউমিউ এবং যে কোনো ঘটনায় আপনার দেখাদেখি সবাই প্রতিবাদ শুরু করছে। আর কারুর বিবেক নেই, সমাজসচেতনতা নেই। আপনি ছাড়া আর সবাই অনুভূতিহীন। বাহহহ্ কী তীব্র আত্মম্ভরিতা!

    প্রতিবাদী হওয়া ভালো, সত্যবাদী হওয়াও ভালো তবে এসব কথা বলে কেন নিজের ঢাক নিজে পেটানো? তার ওপর আপনার সমস্ত তর্জনগর্জন সোশাল মিডিয়াতে। মাটির কাছাকাছি গিয়ে, ঘটনা যেখানে ঘটেছে সেখানে গিয়ে কখনো প্রতিবাদ করেন না। ভন্ডামি এত বেশি বলেই নিজের ঢাক নিজেই এত বেশি পেটান ৷ এটা আপনার অভ্যাসে পরিণত হয়েছে। অন্য লোকের কান যে ঝালাপালা হয়ে গেল, সে বোধ নেই। তিলমাত্র সৌজন্যবোধও নেই।

    নিজের দেশের জন্য আপনারা কী কী মহৎ কাজ করেছেন যে অন্যের দেশভক্তি নিয়ে প্রশ্ন তোলেন? যত দূর জানি, দেশহিত করার জন্য সত্যিকার আগ্রহ যাদের থাকে তাদের অন্যকে খোঁচা মারার সময়ই থাকে না।

    নিজেদের রুচিবান, শিক্ষিত, সমাজসচেতন বলে দাবি করে দিনরাত একে ওকে তাকে টেনে নামানো আপনাদের কাজ। ভালো লাগে শুধু নিজের তল্পিবাহকদের। তারা আপনার প্রতিটি কথায় সায় দেয় যে ! কথার জন্য ধরে নিলাম আপনি ছাড়া (আপনার গুটিকয়েক চামচে অবশ্য আপনার মতে রুচিবান) সবাই রুচিহীন। তা মহাশয়গণ, তাদের রুচি উন্নত করে তোলার জন্য ন্যূনতম প্রয়াসও করেছেন কী কখনো? এমন কী ব্যক্তিগত পরিসরে সীমিত সাধ্য নিয়েও অনেক কিছু করা যায়। কিন্তু আপনারা কখনো করেননি। সে সব করলে অন্যকে খোঁচা মারার সময় থাকত না।

    এত সিনিসিজম, এত সিনিসিজম আপনাদের ভেতরে ! সমাজের মধ্যে কোথাও ভালো কিছু দেখতে পান না। অথচ সমস্ত সমাজসচেতন শিক্ষিত মানুষই জানেন যে প্রতি যুগে সমাজে পাশাপাশি দুটো চিন্তাভাবনার ধারা বয়ে যায় - একটা যায় নতুন কিছু গড়ে তোলার দিকে, আরেকটা ধ্বংসাত্মক চিম্তার স্রোত যেতে যায় পিছিয়ে পড়া কালের দিকে। এখনো সেটাই হ'চ্ছে। তারপরেও আপনারা সমাজ সম্পর্কে, দেশ সম্পর্কে কখনো গঠনমূলক কিছু বলেন না। যেহেতু আপনারা একচোখো তাই আপনার চোখে পড়ে লোকজনের নষ্টামি। যেহেতু আপনারা অসৎ, নিজেদের দেশের উদার লোকদের কাজকর্মগুলোকেও আপনারা নষ্টামি বলে অভিহিত করে থাকেন। সেই ধ্যানধারণাই ছড়িয়ে দিতে চান। সে জন্যই, যে ব্যক্তি আপনার মতো সংকীর্ণ নয়, সেই আপনাদের চোখে দেশপ্রেমী নয়।

    প্রতিবেশী দেশ নিয়ে সব সময় কুকথা বলতে ইচ্ছা হ'লে আপনারা যত খুশি বলুন না! প্রত্যেকেই আপনাদের মতো নয়। যে মানুষটি প্রতিবেশী দেশ সম্পর্কে কুকথা বলে না, সে আপনাদের চোখে দেশদ্রোহী। হায় রে! কী নষ্টামিই না চালাচ্ছেন আপনারা।

    নিজের দেশের প্রতি আমার ভালোবাসা নিয়েও আপনি প্রশ্ন তুলতে পারেন না। আপনি কে? আপনি কী সর্বোচ্চ আদালত যে আমার দেশপ্রেম, নিজের সংস্কৃতির প্রতি আমার টান নিয়ে প্রশ্ন তুলবেন? কোন অধিকারে আপনি একজন ভদ্র ব্যক্তির দেশভক্তি নিয়ে খোঁচা মারেন, তাও যাকে আপনি চেনেনই না?

    জিভকে লাগাম দিন। ক্রমাগত তেতো রস ছড়াবেন না। ব্যক্তিগত অপছন্দ থেকে বিনা প্রমাণে মানুষকে বদনাম করবেন না। অন্যথায় আপনাকে কালমেঘ, উচ্ছে, করলা সব কিছু এক সঙ্গে মিশিয়ে খেতে হতে পারে। সাময়িক কিছু সস্তার মণ্ডামিঠাই জুটে গেলেও তিক্ততার ফলন করে খুব বেশি দিন মিষ্টি খেতে পারবেন না। সুতরাং অন্যের গায়ে কাদা মাখিয়ে কোনো ফায়দা হবে না।
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Subrata | 2401:4900:3c86:437a:983d:672b:3535:bb59 | ০৩ জুলাই ২০২৪ ০৭:৫৬534103
  • খুব সুন্দর উপস্থাপনা ....
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন