এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • বিপ্লব-প্রতি-বিপ্লব ৭

    Kanan Roy লেখকের গ্রাহক হোন
    ০৮ আগস্ট ২০২৪ | ১১৬ বার পঠিত
  • বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যরা কে কে হবেন তার ঘোষণা প্রকাশিত হয়েছে। দেখে মাথায় হাত! এজন্যই বাপু তোমাদের এত লাফ-ঝাঁপ! সবার সরকারের মন্ত্রী হতে হবে? তিন মাসের জন্য হলেও? খালেদ মুহিউদ্দিন সাংবাদিক। এমনিতে নাকি ভাল রেজাল্ট। ’ডয়েচ ভেলে’-তে চাকরিও করে। তার সাথে সামনা-সামনি কথা বললে বা টিভিতে দেখলেও  বোঝা যায় যে প্রমিত বাংলাটাই শুদ্ধ উচ্চারণে সে আজো বলতে পারে না। তবে বাংলাদেশে সচিব, মন্ত্রী বা সেলিব্রিটি সাংবাদিক- কিছু হতেই মাতৃভাষাও ঠিকঠাক বলতে পারার দরকার নেই। যত কম বলতে-লিখতে পারা যায়, তত কেরিয়ারের উর্দ্ধগতি গ্রাফ রেখা- পারলেই পদে পদে সব জায়গা থেকে বিতাড়ন-অপমান সহ নানা কিছু! পিনাকীকে নিয়ে কিছুই বলার নেই। তিনিও মন্ত্রী হচ্ছেন।  ’দুষ্টু কোকিল’ নামে একাত্তরের পক্ষশক্তির একটি সাইট থেকে আবু সাঈদ সহ ক্যাম্পাসে একাধিক লাশ শুরুতে ফেলার পরামর্শ দিয়ে পিনাকীর একটি টেলিফোনালাপ প্রকাশিত হয়েছিল। যথারীতি ছাগুরা যে সাংবাদিক এটি ফেসবুকে শেয়ার করেছিলেন, সেখানে গিয়ে প্রচুর হা হা ইমো আর গালাগালিতে ভাসিয়ে দেয়। এদের ভেতর পুরোপুরি জামাতি পরিবারের হয়েও নব্য আইনজীবী হিসেবে আবির্ভূত যিনি হয়েছেন, তাঁরই বাংলাটা অন্তত: ভাল (ইংরেজি বা অন্য কোন ভাষায় কথা বলতে শুনিনি- কবিতা-গান পারেন- তিন মাসের জন্য চলবে- চোখে-কাণে পীড়াদায়ক লাগবে না অন্তত:), আসিফ নজরুল দেখতে সুদর্শন না হলেও বাংলা অন্তত: মোটামুটি বলেন (অন্য ভাষা কেমন বলেন জানি না-ভালই হবে হয়তো)। 

    গতকালই এক তরুণ চলচ্চিত্রনির্মাতা তবে লীগ তাড়াতে জামাত শক্তির বিরোধী বলেই গর্তে সেঁধিয়ে আছেন- ভয়ে ভয়ে ফোনে কথা বলার সময় কৌতুক করতেও ছাড়লেন না যে আসিফ নজরুলের মত অমন চেহারার মানুষের চেয়ে আন্দোলনের তরুণ নারীরা (আজমেরী হক বাঁধন, সিউতি সবুর, সামিনা নিত্রা) এদের কাউকে তত্ত্বাবধায়ক সরকারে বা গণভবনে দেখা গেলেও ত’ চোখ একটু আরাম পেত! নির্দয় জামাত সেটুকুও দেবে না। ইতোমধ্যে বেগম রোকেয়ার ভাস্কর্যে কালি আর অমন বিচ্ছিরি গালি দেয়া হয়েছে দেখে ভড়কে গেলাম- শেখ হাসিনা যদি এখন শক সামলে ওঠেন! রোকেয়াকে ’মিয়া খলিফা’ ডাকা এদেশে আজাহারি ফলোয়ার জনতা আরো বছর দুই আগেই শুরু করেছে। এদিকে ধানমন্ডির বাড়িগুলোতে গতকাল সমানে আগুন দেয়া হয়েছে। মীরপুর, শ্যামলী, মোহাম্মদপুর, আদাবরে থানা লুট আর দোকান-পাট, বাড়ি-ঘরে সমানে ডাকাতি শুরু হয়েছে। ভয়ে কেউ বাসা থেকে বের হতে পারছে না। অফিস-আদালত বিশৃঙ্খল। সেই যেন বঙ্গিমের লেখা থেকে শুরু করে শওকত আলীর ’প্রদোষে প্রাকৃতজন’-এ বখতিয়ার খলজির সৈন্যরা লক্ষণাবতীতে প্রবেশের পর বা আরবদের সিন্ধু বিজয়ের কাহিনী ’চাচনামেহ’-তে অরাজক জনপদের যে বিবরণ, ’চিত্রাঙ্গদা’-য় দস্যু আক্রান্ত জনপদে অর্জুনের ’জনপদবাসীশোনো শোনো,. রক্ষক তোমাদের নাই কোনো? ’-র অবস্থা। 

    আজমেরী হক বাঁধন দাপটের সাথে বাংলাদেশের সদ্য-বিগত সরকারের সমালোচনা করলেন একাধিক ভারতীয় টিভি চ্যানেলে। তবে বুদ্ধিমতী। বেছে বেছে ছাদে খেলতে গিয়ে ছ’বছরের বালিকা রিয়া গোপের মৃত্যুতে তাঁর হৃদয়ে রক্তক্ষরণ দিয়ে শুরু করলেন। সেনাবাহিনী সেদিন দিশেহারার মত গুলি চালাতে বাধ্য হয়েছিল। কারণ যাত্রাবাড়ির ওখানে মাদ্রাসার ছাত্ররা শুধু পুলিশের হাত-পা কেটে ঝুলিয়েই রাখেনি, কোন কোন নারী পুলিশকে খুন করে তার বা তাদের প্রাইভেট পার্টসও ঝুলিয়ে রেখেছিল (হাসিনা ক্ষমতা থাকা অবস্থাতেই) বলেও শোনা গেছে- সরকার (তখনো হাসিনা সরকার) নিজেই এতে নিজের বাহিনী রক্ষা করতে না পারার এবং নারী পুলিশ অফিসারদের সামগ্রিক সম্মানে এই মাপের আঘাতের কথা প্রচারও করতে পারেনি। বাঁধন অবশ্য এতটা না-ও জানতে পারেন। কেউ কেউ এটা শুনে ’গুজব’ বলে উড়িয়ে দিলেও যারা ৭৬ বছরের প্রধানমন্ত্রীর অন্তর্বাস  তুলে দেখাতে পারে, তারা একটি তরুণী পুলিশ অফিসারের সাথে এমন করতেই পারে। গুজব না মনে হয়। তা’ সেনাবাহিনীর সেই উদ্ভ্রান্ত, দিশেহারা গুলি চালানোর সময় ছাদ বা জানালার পাশে দাঁড়ানো শিশুদেরও মরতে হয়েছে। অস্বীকার করা যাবে না। তিন নারী সাংবাদিককে নারায়ণগঞ্জে বিএনপি সমর্থকেরা ধর্ষণ করেছিল হাসিনা সরকার ক্ষমতায় থাকতেই। জামাতি-বামাতিদের ভয়ে সেসবও সামাজিক মাধ্যমে মন চাইলেও ’৭১ পক্ষের অনেকে শেয়ারও করতে পারেনি (ট্রল-জঘন্য গালাগালির ভয়ে)। 

    এদিকে দুই রাজপুত্রের একজন তারেক জিয়া- সেন্ট জোসেফ স্কুলে বারবার ফেল করা ও আদৌ মেট্রিক পাশও হয়তো করতে পারেননি তবে সুন্দরী, ডাক্তার মেয়ে বিয়ে করতে পেরেছেন ’রাজপুত্র’ বলেই- দূর্নীতির চ্যাম্পিয়ন তবে বাংলা গুছিয়ে বলতে পারেন। সজীব ওয়াজেদ জয় তাঁর মাতামহের স্ব-পরিবারে হত্যার পর থেকে দেশের বাইরে থাকায় ইংরেজিটা ভাল বললেও বেচারার বাংলায় একটু সমস্যা আছে। কিন্ত সে দোষ কি তাঁর? শৈশব থেকে বড় হবার সময়টুকু ত’ দেশেই থাকতে পারেননি। জয়ের বাংলা নিয়ে সামান্য হাসাহাসি স্বপক্ষ-বিপক্ষের সবাই একটু করে। তবে তারেকের মত ’মি: টেন পার্সেন্টে’র ট্যাগ নেই তাঁর গায়ে। উচ্চশিক্ষিত, পেশাগত ভাবে সফল, বাংলাদেশকে ডিজিটালাইজড করায় বড় ভূমিকা আছে তাঁর। তারেকের সময়ের সন্ত্রাস, দূর্নীতি, চিত্রনায়িকা সহ নানা নারীর সাথে তারেকের সম্পর্কের কথা মনে পড়লে বহু ’ইসলামিস্ট’ও স্তব্ধ হয়ে যায়। 

    বাকিটা সময় বলবে। আজ রোকেয়ার ভাস্কর্যে কালি...গীতি আরা নাসরীন-সামিনা নিত্রা-সিউতি সবুর...লেফট লিবারেল নারীকুল...ইতিহাস তোমাদের ক্ষমা করবে না!
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন