এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফেকু এক্সপ্রেস

    লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৬ সেপ্টেম্বর ২০১৭ | ৬৬৩৬৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Du | 7845.184.4534.204 | ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:৩৪369192
  • বান্টি অঔর বাবলি ক্যমেরার সামনে অ্যাক্টিং করতে ওস্তাদ। দিদিভাই ক্যামেরা দেখলেই ইমাজিনারি লোককে আরবিট নির্দেশ দিতে থাকেন ঃ)))
  • ওরা কারা | 9001212.56.340112.168 | ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:২৪369193
  • ওরা কারা..?

    পাসপোর্ট ভেরিফিকেশান অফিসে গেছি, পাশের টেবিলে বিশেষ পোষাক পরা এক মহিলার ভেরিফিকেশান চলছে। আধার কার্ড, প্যান কার্ড - সব আছে উনার । উনি আসামের শিলচরের কোন এক স্কুলের মাধ্যমিক পাশ চুরানব্বই সালের। কিন্তু কাগজ পত্র সব দু হাজার চৌদ্দ সাল এবং এর পরের। যিনি কাগজ পত্র পরীক্ষা করছিলেন, অনেক তর্ক বিতর্কের পরও তিনি রাজি হন নি ক্লিয়ারেন্স দিতে।

    কিন্তু ওরা কারা..?

    রাস্তায় বেরোলে হঠাৎ বেড়ে যাওয়া বিজাতীয় চেহারা, বিজাতীয় হুলিয়া, বিজাতীয় পোষাক, কালো বস্তা আর পর্দায় মুড়ে রাখা নারী ইত্যাদির ছড়াছড়ি দেখে অনেক সময় মনে হয় যেন প্রতিবেশী অন্য কোন দেশে আছি।

    কিন্তু ওরা কারা...?

    রাস্তায় বেরোলে হঠাৎ বেড়ে যাওয়া সামনে পেছনে বিজাতীয় বিশেষ শব্দ, বিজাতীয় চিহ্ন আর বিশেষ সংখ্যা লেখা গাড়ি, বিশেষ করে রিকশার ছড়াছড়ি দেখে মনে হয় যেন প্রতিবেশী অন্য কোন দেশে আছি।

    কিন্তু ওরা কারা...?

    যান হাসপাতালে, সেখানেও দেখবেন জনসংখ্যার অনুপাতের সঙ্গে ভীষণ রকম বেমানান প্রচুর বিশেষ মানুষ। হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা ইত্যাদির মতো বিনামূল্যে বিভিন্ন নাগরিক পরিষেবা, সামাজিক প্রকল্প বা ভাতা - আমার আপনার অধিকার বা ভাগে অন্য কেউ এসে থাবা বসাচ্ছে না তো? সংকুচিত করে দিচ্ছে না তো আপনার প্রাপ্য? সাহায্যকারীর অভাব তো নেই, সাহায্য আশ্রয় পেয়ে জোঁকের মতো শুষে নিচ্ছে না তো এদেশের রক্ত?

    কিন্তু ওরা কারা...?

    বিভিন্ন প্রকল্পের কাজ জোর কদমে চলছে - পাইপ লাইন, কভার ড্রেইন, স্মার্ট সিটি, সরকারি বেসরকারি বিভিন্ন ফ্ল্যাট বা বাড়ি তৈরির কাজ। ঠিকাদারদের অধীনে কাজ করা এই শ্রমিকদের মধ্যে একটা বড় অংশ, বিশেষ করে পাইপ লাইন ও নির্মাণ শ্রমিকদের মধ্যে বেশিরভাগেরই চেহারা কথাবার্তা তো এখানকার মতো নয়। আমার পাহাড় সমতলের জাতি জনজাতি ভাইরা যথেষ্ট পরিশ্রমী হওয়া সত্ত্বেও এদের দিয়ে কাজ না করিয়ে ওদের দিয়ে করানো হচ্ছে সস্তার মজুরিতে। ছেয়ে গেছে এইসব শ্রমিকে, মার খাচ্ছে আমার রাজ্যের মানুষ।

    কিন্তু ওরা কারা...?

    বিভিন্ন অফিসে, বিশেষ করে রেশন কার্ড, আধার, ভোটার কার্ড বা নাগরিকত্ব সংক্রান্ত বিভিন্ন দফতরে গেলে দেখা যায় এরাজ্যের ঘোষিত জনসংখ্যার অনুপাতের সঙ্গে ভীষণ রকম বেমানান প্রচুর বিশেষ মানুষ। এদের সাহায্যের জন্য ঐ সব অফিসে প্রচুর বিশেষ চেহারার দালাল শ্রেনীর মানুষও দেখা যায়। এদের সাহায্যটা যেন ঠিক টাকার বিনিময়ে নয়।

    কিন্তু ওরা কারা...?

    প্রায়ই তো দেশের কোথাও না কোথাও ধরা পড়ছে ভয়ঙ্কর সব সন্ত্রাসবাদী, আবিষ্কার হচ্ছে জঙ্গি ডেরা, অস্ত্র কারখানা । প্রতিবেশী দেশেরও কুখ্যাত সব সন্ত্রাসবাদী ধরা পড়ছে। বেশ কিছু সন্ত্রাসবাদী ধরা পড়েছে শ্রমিকের বেশে। শিকড় কতটুকু গভীরে, জাল সারা দেশে কতটুকু ছড়ানো কে জানে, প্রস্তুতি কোন পর্যায়ে কে জানে! কোন দুর্ঘটনা ঘটলে বা কেউ ধরা পড়লে তখন জানতে পারছি। বাস্তব পরিস্থিতি হয়তো আরও বেশি ব্যপক। এদেশে মৌলবাদের বাড় বাড়ন্ত নিয়ে যাদের ঘুম উবে যায়, তাদের কিন্তু এ নিয়ে টু শব্দও নেই। রাজনীতির উর্দ্ধে উঠে বিচার করলে যে কেউই স্বীকার করবেন, বাংলাদেশ থেকেও এই বাংলা জঙ্গীদের অনেক নিরাপদ আশ্রয়। এই বাংলাকে করিডোর বানিয়েই কি সারা দেশে ছড়িয়ে পড়ছে? ধুলাগড়, বাদুড়িয়া, কালিয়াচক.., প্রশাসনের বক্তব্য অনুযায়ীই সবই নাকি বহিরাগত অর্থাৎ সীমান্তের ওপারের অনুপ্রবেশকারীদের কীর্তি। কিন্তু যদি তাই হয়, এদের আশ্রয় দিয়েছে এদেশের কারা? তৃণমোল্লা আর বাম মোল্লারা তো বলে সবই নাকি রাজনীতি ! কিন্তু একটা এলাকায় কি শুধু একটা রাজনৈতিক দলের লোকই থাকে, অন্য রাজনৈতিক দলের লোক থাকে না? তারা প্রশাসনকে খবর দেয় না কেন? স্থানীয় মানুষের সাহায্য, আশ্রয়, প্রশ্রয় ছাড়া কি কোনমতেই সম্ভব এটা? সাহায্য বা আশ্রয় নয় শুধু, সুপরিকল্পিত সুসংগঠিত বিশাল চক্রের হাত ছাড়া কি সম্ভব এটা? আমরা পারবো প্রতিবেশী দেশে নিরুপায় হয়ে আশ্রয় নিয়ে এধরনের হামলা দূর, থিতু হতে? তাহলে কি আসলে রাজনীতি কিছুই না, শক্তি বাড়ানোর জন্য ব্যবহার করা প্ল্যাটফর্ম মাত্র ? ভবিষ্যতের বিশেষ উদ্দেশ্য নিয়ে বিশেষ কিছু মানুষ আসলে সবাই এক ?

    কিন্তু ওরা কারা...?

    বাঙালি হয়েও বলছি, আমাদের উত্তর পূর্বে জনজাতি ভূমিপুত্রদের নাগরিকত্ব বিল সংশোধনীর বিরোধিতা সম্পূর্ণ যুক্তিযুক্ত এবং সঙ্গত । কিন্তু কেউ কেউ সম্পূর্ণ অন্য কারণে এই বিলের বিরোধিতা করে সুবিধা করে দিতে চাইছে একটা বিশেষ শ্রেণীর মানুষকে, ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে বাস্তুচ্যুত হওয়া শরণার্থীদের ঢাল করে আড়াল করতে চাইছে অবৈধ অনুপ্রবেশকারীদের ।

    এবার বলুন, এরা কারা...? কী এদের উদ্দেশ্য..?
  • dc | 127812.49.010123.124 | ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:০২369195
  • সত্যিই তো, ওরা কারা? একদম একমত আপনার কথাগুলোর সাথে, ঠিক আপনারই মতো উদ্বেগ আমারো হচ্ছে।

    এই যে গেরুয়া পোষাক পরা বিশেষ একদল লোক এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, হিংস্রতা সারা মুখে শরীরে ফুটে বেরোচ্ছে, ওরা কারা? মাঝেমাঝেই দাঙ্গা লাগিয়ে দিচ্ছে, এক বিশেষ লেজওলা প্রাণীর নাম করে মাঝেমাঝেই লোককে পিটিয়ে মেরে ফেলছে, ওরা কারা? আমার দেশের মানুষদের মাঝে মাঝেই হুমকি দিচ্ছে প্রতিবেশী দেশে চলে যেতে বলে, যে দেশের নাম প দিয়ে শুরু, ওরা কারা?

    প্রায়ই তো দেশের কোথাও না কোথাও ধরা পড়ছে ভয়ঙ্কর সব সন্ত্রাসবাদী যারা গুলি করে মেরে ফেলছে কালবুর্গি বা গৌরী লংকেশ এর মতো নিরস্ত্র মানুষদের, ওদের শিকড় কতোটা ছড়ানো, জাল কতোটা গভীর? ওরা কারা? কি করা যায় বলুন তো? খুব চিন্তায় আছি।
  • amit | 340123.0.34.2 | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৫:৪৩369196
  • dc-কে বড়ো করে ক। :) :)
  • S | 2390012.156.561223.1 | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৫:৪৭369197
  • ওহ ডিসিদা, দিল খুশ করে দিলেন এরকম জবাব দিয়ে। আর খিস্তি করার থেকে নিজেকে আটকানোর জন্য আপনাকে এবছর নোবেল শান্তি পুরস্কারে নমিনেট করা হোক।
  • S | 2390012.156.561223.1 | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৬:০৭369199
  • "উনি আসামের শিলচরের কোন এক স্কুলের মাধ্যমিক পাশ চুরানব্বই সালের। কিন্তু কাগজ পত্র সব দু হাজার চৌদ্দ সাল এবং এর পরের।"

    আধার কার্ড, প্যান কার্ড থাকা সত্ত্বেও আরো অন্য কাগজ চাই? ২০১৪র আগের আধার কার্ড? আর পাসপোর্ট অফিসের এক্সপিরিয়েন্স লিখলে গুরুকে পরের বইমেলায় ২০ ভলিউমের বই বের করতে হবে। যুক্তি।

    "অনেক সময় মনে হয় যেন প্রতিবেশী অন্য কোন দেশে আছি।"
    কারণ একটা দেশকে ভেঙেই প্রতিবেশী দেশ তৈরী হয়েছে। ইতিহাস।

    "যান হাসপাতালে, সেখানেও দেখবেন জনসংখ্যার অনুপাতের সঙ্গে ভীষণ রকম বেমানান প্রচুর বিশেষ মানুষ।"
    কোন হাসপাতাল? বেসরকারি না সরকারি? গরীব লোকেদের শরীর খারাপ একটু বেশিই হয়। ওদের একটু নিজগুনে ক্ষমা করে দেবেন প্লিজ। বেমানান মানুষেরা হাসপাতালে বেশি যাচ্ছে, তার মানে দারিদ্র এইসব বেমানানদের মধ্যেই বেশি। পরিসংখ্যান।

    "ছেয়ে গেছে এইসব শ্রমিকে, মার খাচ্ছে আমার রাজ্যের মানুষ।"
    সস্তায় কারা কাজ করতে রাজী হয়? শ্রমিক আইন।

    "এরাজ্যের ঘোষিত জনসংখ্যার অনুপাতের সঙ্গে ভীষণ রকম বেমানান প্রচুর বিশেষ মানুষ।"
    নয় কোটি লোকের হিসাব আপনি রাখেন নাকি দাদা? গনতন্ত্র।

    "এদের সাহায্যটা যেন ঠিক টাকার বিনিময়ে নয়।"
    ভলান্টিয়ারিং করতে বারণ করছেন লোককে? স্বয়ং সেবক হতে বারণ করছেন লোককে? অধিকার।

    "প্রতিবেশী দেশেরও কুখ্যাত সব সন্ত্রাসবাদী ধরা পড়ছে।"
    এইযে একজন। চেনেন একে? কারেন্ট অ্যাফেয়ার্স।


    "বাঙালি হয়েও বলছি"
    বাঙালি হয়ে তো একদমই বলবেন না। ভাষা।
  • amit | 340123.0.34.2 | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:০০369200
  • এই চাড্ডি গুলোকে যুক্তি দিয়ে লাভ নেই, এখানে পাত্তা না পেলে আবার কোথাও গিয়ে কাদা ছড়াবে। আজকাল তো সব ইতিহাস WhatsApp এ লেখা হয়।

    আমার বরং আতঙ্ক লাগে বাইরের দেশে বসে পব এর প্রবাসী বাঙালিদের দেখে, যারা অধিকাংশই কৃতি, শিক্ষিত লোকজন এবং দেশে প্রিভিলেজড ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছেন। এনারা যেভাবে আজকাল চাড্ডিদের সাপোর্ট করেন বা মেসেজে শেয়ার করেন সাপ্তাহিক আড্ডায়, তখন যুক্তি দিয়ে কাউন্টার দিতে গেলে তেনারা খাপ্পা হয়ে ওঠেন। লাস্ট উইক-এই এক রাউন্ড হয়ে গেলো, এক জনের বাড়িতে। ওদের যুক্তি হচ্ছে কংগ্রেস আর নেহেরু এই সেক্যুলারিজম দেখতে গিয়ে দেশটার বারোটা বাজিয়েছে । হিন্দু স্টেট হলে আর প্যাটেল পিম হলে সব শুধরে যেত। আর এখন মোদী গত ৭০ বছরের ভুল শোধরানোর চেষ্টা করছে। এবার তেনাদের এই অর্ধ ইতিহাসের বিরুদ্ধে পয়েন্ট বই পয়েন্ট যুক্তি দিতে গেলেই কংগ্রেসি বলে দাগানো হচ্ছে এখন। যুক্তির দরকার নেই, চেচাতে পারলেই হলো।
  • Feku | 018912.210.012323.15 | ০৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৭:০৯369201
  • মোদি সহেবের কশ্মির সফর নিয়ে শত্রু দেশের খিল্লি

  • আরে | 348912.82.3490012.237 | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০১369202
  • এই লোক গুলো ইতিহাস বিকৃত করতে করতে নেহেরু আর ইন্দিরাকে মুসলমান ধর্মীয় বানিয়ে দিয়েছে। আর মুসলমান মানে তো "ওরা" সুতরাং বাকিটা সহজে অনুমান করা যায়। শিক্ষিত লোকেদের ইতরামি দেখে দেখে ঘেন্না ধরে গেছে। মিশবার মতো লোক নেই চারিদিকে।
  • Atoz | 125612.141.5689.8 | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০৬369203
  • নেহরুকে মুসলমান বানালো কেমন করে?
  • S | 458912.167.34.76 | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০০:১০369204
  • ইন্দিরার বর ফিরোজ। নাম শুনেই বোঝা যাচ্ছে মুসলমান। যেমন ফিরোজ খান। অতেব ইন্দিরাও মুসলমান। আর মুসলমানের বাবাও মুসলমান। অতেব নেহেরুও মুসলমান।

    মনে রাখবেন, ফিরোজ গান্ধী যে পার্সী ছিলেন, সেটা তেমন খুবেকটা জরুরী ইনফর্মেশন নয়।
  • Atoz | 125612.141.5689.8 | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০০:২৩369205
  • মুসলমানের বাবাও মুসলমান। ঃ-) ওরে বাবা রে। ঃ-)
  • S | 458912.167.34.76 | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০০:২৫369206
  • দেখুন মুসলমানের ছেলে যদি মুসলমান হয়, তাহলে মুসলমানের বাবাও মুসলমান। এই সাধারণ ব্যাপারটা বুঝতে পারছেন না। রোজ সকালে গোমাতাকে স্মরণ করে দুহাতে বাতিল হওয়া দুটো নোট নিয়ে ৫৬ বার বলবেন "মন্দির ইয়েহি বনায়েঙ্গে"। দেখবেন বুঝে গেছেন।
  • Atoz | 125612.141.5689.8 | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৩৩369207
  • আমাকে একবার একজন বলেছিল, দেখুন ভাবা আসলে মুসলমান। হোমি জাহাঙ্গীর ভাবা। লক্ষ্য করুন জাহাঙ্গীর। ঃ-)
    আমি আর বিন্দুমাত্র উচ্চবাচ্য না করে সরে পড়ি।ঃ-)
  • S | 458912.167.34.76 | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৪১369208
  • কট্টর হিন্দুরা আজকাল এমনিতেও ভাবনা চিন্তা করছে না। অতেব ভাবা (কাজটা) সত্যিই বিধর্মী হয়ে গেছে।
  • Atoz | 125612.141.5689.8 | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০১:০৫369210
  • জহরলাল মুসলমান প্রমাণিত হলে তাঁর বাবা মতিলাল ও মুসলমান । কারণ মুসলমানের বাবা মুসলমান। ঃ-) এইভাবে তাঁর বাবা, তাঁর বাবা ----করতে করতে ----
    ঃ-)
  • syandi | 561212.187.6745.245 | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৪:০৪369211
  • চাড্ডিদের সাথে দুটো ক্থা বললেই একটা প্রোভার্ব মনে আসেঃ ইগ্নোরেন্স ইজ ব্লিস।
  • Du | 7845.184.4534.204 | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ০৬:১৬369212
  • ফেকু এক্সপ্রেস টইতে লিখে দিলো ঃ))))
  • সিকি | 894512.168.0145.123 | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ১১:১৩369213
  • আরও আছে। এদের পূর্বপুরুষ কাশ্মীরের কোনও খালপাড়ের বাসিন্দা ছিল (মানেই নিচু জাত টাইপের)। খালের হিন্দি হচ্ছে নহর (nehr) - সেইখান থেকেই নাকি নেহরু পদবী।
  • S | 458912.167.34.76 | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ১১:২১369214
  • এসব আগেও ছিলো। বাজপেয়ির সময়েও এইধরনের প্রচুর কুচ্ছো এবং শাইনিং ইন্ডিয়ার ঢপ চেইন মেইলে আসতো। আর লাস্টে এইটা ২০ জনকে পাঠালে লাক ইত্যাদি থাকতো। এখন সোশাল মিডিয়া এসে ব্যাপারটাকে একেবারে অন্য ডাইমেনশনেই নিয়ে গেছে।

    কেউ যদি বলে যে এসব দুদিকেই আছে, আমি কিছুতেই মানবো না। কারণ এইধরনের ঢপের চপ অন্যদিকে কিন্তু দেখিনি। এইযে এই টইতে ফেকু পোস্ট পড়লো, এর উল্টো ফেকু পোস্ট আমি কোথাও দেখিনি।

    এবং আমার মনে হয় যে উল্টো দিকেও এইধরনের অ্যাটাক থাকলে এরা বাড়তো না। ওরা জানে যে উল্টো দিক থেকে কোনো অ্যাটাক আসবে না। এইযে নহর থেকে নেহেরু এসেছে, এর উল্টো দিকে অমিত শাহকে যদি মুসলমান প্রমাণ করার ফেক পোস্ট পড়ে তাহলেই দেখবেন সব চেপে যাবে।
  • sm | 2345.110.014512.181 | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ১১:২৫369215
  • নেহরু,কাশ্মীর পন্ডিত অরিজিন।কাস্ট হিসাবে ব্রাহ্মন।
    ইন্দিরা গান্ধী পার্সি বিয়ে করার হেতু,টেকনিক্যালি পার্সী বলা চলে।
  • | 2345.106.9003423.68 | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ১১:২৮369216
  • ধুসসস আপনেরাও যেমন! আরে চাড্ডিদের সাথে যুক্তি খিস্তি কিচ্ছু দিতে নেই। এদের পোস্টপিছু রেসপন্স বা খিস্তি অনুযায়ী আইটি সেলের ওই মাসিক ৩০০০ টাকার অংশ জোটে। অতএব চুপচাপ ইগ্নোর করে দশ বা বারো ঘন্টা পড়ে একটা ফ্যাক্ট দিয়ে যেতে হয়। যেমন চাকরি নেই, চাকরি কমছে হু হু করে। বা পেট্রোলের দাম জিনিষ্পত্রেরর দাম প্রি-২০১৪ আর এখন।

    আর এই নেহেরু কেসটা অল্ট নিউজ ফেক পার্ট কোথায় কতটা কীভাবে দেখিয়েছে না? সে লিঙ্কটা পেস্ট করে রাখলেই হয়।
  • sm | 2345.110.014512.181 | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ১১:২৮369217
  • এটা কি রকম যুক্তি হলো?কেউ ফেক পোস্ট ছড়ালে, তার এগেইনস্ট স্টেপ হিসাবে অন্যকেও ফেক পোস্ট ছড়াতে হবে?
    এতে আর যাই হোক, লজিকের অভাব আছে।
    আমি পাল্টা হিসাবে কিছু স্বীকৃত রেফারেন্স বা তথ্য দিতে পারি।
  • S | 458912.167.34.76 | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ১১:৫৪369218
  • ডোন্ট ব্রিঙ্গ আ নাইফ ইন আ গান ফাইট।
  • S | 458912.167.34.76 | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ১২:১৫369219
  • তাহলে আপনাকে এখানে কেউ গাল দিলে, তাকে আপনি উল্টো গাল দেন কেন? তাকে যুক্তি দিয়ে বোঝাবেন যে আপনি কেন সেই গালের উপযুক্ত নন।
  • sm | 2345.110.014512.181 | ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ১২:২৫369222
  • আমি এ পর্যন্ত্য কাউকে কাঁচা গালা গালি দিইনি।যদিও বহুলোক দিয়েছে।
    গানের বদলা গান হতেও পারে ,যদি সেটা সংগীত হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন