এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফেকু এক্সপ্রেস

    লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৬ সেপ্টেম্বর ২০১৭ | ৬৬৫৩১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 458912.167.34.76 | ০৯ এপ্রিল ২০১৯ ০০:৪১369322
  • খ্যাক খ্যাক।
  • Du | 7845.184.4556.246 | ০৯ এপ্রিল ২০১৯ ০৬:২০369323
  • মা সরস্বতী কিবোর্ডে বসে গেছেন ঃ)))
  • আমরা সবাই ফেক | 9001212.56.450112.183 | ০৯ এপ্রিল ২০১৯ ১০:৩৯369325
  • সেই আরকি, ইউএস সরকারী কোন স্টেটমেন্ট দেবে না, কিন্তু কিছু দলদাস বহু প্রচারিত গোষ্ঠী বা সংবাদপত্রকে লাগিয়ে দেবে নিজেদের স্বার্থের খবর প্রকাশ করতে। এই সমস্ত সংবাদপত্র গুলোই ইরাকে রাসায়নিক অস্ত্র আছে তা প্রচার চালাতো না?
  • S | 458912.167.34.76 | ০৯ এপ্রিল ২০১৯ ১৭:২০369327
  • আচ্ছে দিনের ঢপ আবার দিলে লোকে ওখানেই পঁচা টোমাটো ছুঁড়বে।
  • | 453412.159.896712.72 | ০৯ এপ্রিল ২০১৯ ১৭:২৮369328
  • ওহো ঐ ভিডিওটা খুঁজে দিতে হবে। মঞ্চের উপর থেকে যেই না বলেছে বলো সবাই চৌকিদর' ভক্তরা না বুঝেই সমস্বরে 'চোর হ্যায়'। তারপর চড় থাপ্পড় খে বলে কি করব তাই তো বলতে শুনেছি টিভিতে। :-))
    কি খোরাক!
  • Du | 7845.184.4556.246 | ২০ এপ্রিল ২০১৯ ১৯:০৩369333
  • শেষবেলায় ভোকু মুর্তি ধরেছে ফেকুর উপরি।
  • S | 458912.167.34.76 | ০৫ মে ২০১৯ ০৯:৫৫369334
  • ধুবুলিয়া | 56.182.7823.12 | ০৫ মে ২০১৯ ১১:৫০369335
  • ধুবুলিয়া তান্ডব আপডেটঃ
    ==================
    ঘটনার সূত্রপাত গতকাল সকাল ১১টা নাগাদ। নদীয়া জেলার ঐতিহাসিক সদর শহর কৃষ্ণনগর থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে অবস্থিত ধুবুলিয়াস্থ ঝিটকিপোতা গ্রামের জনৈক সুরেনবাবুর চায়ের দোকানে বসে স্থানীয় কয়েকজন চলতি লোকসভা নির্বাচন নিয়ে আলোচনা করছিলেন। অভিযোগ ওই আলোচনার মধ্যেই জয়নাল শেখ নাম্নী একজন পাকিস্তানের সমর্থনে সুর চড়াতে থাকেন। বস্তুতঃ, "পাকিস্তান" যে শুধুমাত্র কোনো দেশ নয়, বরং, সম্প্রদায় বিশেষের মধ্যে সেটা একটা "মানসিকতা", উনি সেটাই প্রতি পদে-পদে প্রমাণ করছিলেন। একসময় তিনি "পাকিস্তান জিন্দাবাদ"-এরও শ্লোগান তোলেন। এই সময় ঘটনাস্থলে উপস্থিত রিটায়ার্ড আর্মি অফিসার দেবকুমারবাবু জনাব জয়নালের প্রতিবাদ করে তাকে বলেন, "তাহলে ভারতে আপনি কেন আছেন? পাকিস্তানে থাকলেই তো পারেন"। বলাই বাহুল্য, একজন কাফের-মুশরিকের এইরকম বেয়াদপী একজন সহি-মুমিনের পক্ষে সহ্য করা কখনোই সম্ভব নয়। তাই সঙ্গে সঙ্গে উনি দাঁড়িয়ে উঠে দেবকুমারবাবুকে সপাটে দুটো থাপ্পড় মারেন। আত্মরক্ষার্থে দেবকুমারবাবুও তাকে ধাক্কা মারেন। ধাক্কা সামলেই জয়নাল জনাব লাঠি দিয়ে দেবকুমারবাবুকে আক্রমণ করেন ও তাকে বেধড়ক মারেন। অবস্থাটা একবার প্রত্যক্ষ করার চেষ্টা করুন। দেশের মধ্যে থেকে কেউ যদি শত্রুদেশের প্রশংসা করে এবং আপনি যদি তার প্রতিবাদ করেন, তাহলে আপনাকে এইভাবেই মার খেতে হবে এবং যদি ঘটনাচক্রে আপনার আশেপাশে তখন সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষজন উপস্থিত না থাকে, তাহলে আপনার প্রাণহানিও হতে পারে। কেন বলছি, শুনুন তার পরের ঘটনা।

    ঘটনাস্থলে উপস্থিত আর চার-পাঁচজন হিন্দু ছেলেদের মধ্যস্থতায় তখনকার মতো ঘটনায় ইতি পড়লেও বাড়ি চলে যাওয়ার আগে মুমিনবান্দা হিন্দু ছেলেদেরকে এই বলে শাসিয়ে যায় যে, "দাঁড়া তোরা বাঙালিরা এখানে দাঁড়া, তোদের কি করতে হয় দেখছি"। অবস্থাটা আরও একবার প্রত্যক্ষ করার চেষ্টা করুন। "তোরা বাঙালিরা" বলতে কিন্তু জনাব জয়নাল "হিন্দু বাঙালী"-দেরই বোঝাতে চেয়েছেন, অর্থাৎ তিনি নিজেকে "বাঙালী" মনে করেন না। প্রশ্ন উঠতেই পারে, তাহলে বাংলা পক্ষ বা মিডিয়া বা বামেদের একাংশ যে "বাঙালী" বলতে হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়কেই বোঝাতে চায়, তাহলে সেটার সারবত্তা কোথায়?

    যাই হোক, ঘটনাপ্রবাহে ফিরি। এরপর জনা তিরিশেক ছেলে নিয়ে সহি-মুমিনবান্দা জয়নাল স্পটে ফিরে আসেন। এসে দেবকুমারবাবুকে স্পটে না পেয়ে তার পাশের বাড়ির এক অটোচালক সুকান্ত গায়েনকে তারা বেধড়ক মার মারে। অভিযোগ, তখন সংখ্যায় কম হওয়ার দরুণ সেখানে উপস্থিত হিন্দু ছেলেদের ভয়ানক মার মারে জয়নাল ও তার দলবল। আহত দু'জনকে স্থানীয় প্রাথমিক চিকিৎসাকেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা করিয়ে তাদের দু'জনকে সঙ্গে করে স্থানীয় গ্রামবাসীরা উপস্থিত হন ধুবুলিয়া থানায়। এইবার, ধুবুলিয়া থানার উপর অভিযোগ আরও ভয়ানক। থানার ওসি গ্রামবাসীদের কাছে জানতে চান, "অপরাধীকে কোথায় খুঁজে পাওয়া যাবে"? যেখানে অপরাধীকে খুঁজে বার করার দায়িত্ব পুলিশের, সেখানে পুলিশেরই এরকম অপরাধীদের হালকা করে নেওয়ার মানসিকতা প্রমাণ করতে সক্ষম যে আদৌ তারা অপরাধীদের খুঁজে বের করতে কতটা বদ্ধপরিকর ছিল। যাই হোক, তারপরেও শান্তিপ্রিয় হিন্দুরা তাকে সবিনীতভাবেই জানান যে সেটা তার থানার আরেক সিভিক স্টাফ "রুজদার মন্ডল"ই জানাতে পারবেন, কারণ রুজদার নিজে নাকি সেই গুন্ডামীতে উপস্থিত ছিল। অবস্থাটা আরও একবার ভাবুন, কৌমী স্বার্থকে রক্ষা করার জন্য নিজের ইউনিফর্মকেও গুরুত্ব দেননি এই রুজদার মন্ডল জনাব।

    ঠিক এরপরেই রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। বোমা, গুলি নিয়ে জয়নাল ও তার দলবল দাপাদাপি চালায় এলাকায়, তাও একেবারে প্রশাসনের সামনেই, তাদের নাকের ডগাতেই। সেখানে গুরুতর জখম হন চারজন হিন্দু। শুধু এখানেই শেষ নয়, গ্রামবাসীদের আরও বড়ো অভিযোগ যে জয়নাল ও তার দলবল হিন্দু গ্রামবাসীদের শাসিয়ে যায় যে তাদের মা-বোনকেও তারা ছাড়বে না। হে সুশীল পাঠক, মনে পড়ছে কি ১৯৮৯ সালের কাশ্মীর, যেখানে "তথাকথিত উগ্রপন্থী"রা প্রকাশ্যে বলেছিলো, "কাশ্মীর তো পাকিস্তান হোগা পন্ডিতও কে ব্যাগায়ের, লেকিন পন্ডিতাইনও কে সাথ"? মনে পড়ছে কি ১৯৪৬ সালে নোয়াখালীতে রাজেন্দ্রনারায়ণের দুই চোদ্দ ও ষোড়শী কন্যাকে কতিপয় "ভূমিসংস্কারী"গণ তাদেরকে গণ-ধর্ষণের আগে বলেছিলো, "চুপ কর গণিমতের মাল"? মনশ্চক্ষুতে মনে করার চেষ্টা করুন তো, তার ঠিক ১ বছর বাদে ১৯৪৭ সালে দেশ ভাগের পরবর্তীতে লাহোরের রাস্তায় প্রকাশ্য দিবালোকে সম্পূর্ণ নগ্ন করিয়ে হাঁটানো হিন্দু ও শিখ মেয়েদের সেই লোমহর্ষক দৃশ্যাবলী অথবা ১৯৪৬ সালের আগস্ট মাসে এই আপনাদেরই সাধের কলকাতার ভিক্টরিয়া কলেজে হিন্দু মেয়েদের স্তন কেটে যৌনাঙ্গে গরু কাটার রড ঢুকিয়ে দেওয়ার সেই রোমহর্ষক দৃশ্যাবলী?? কী বললেন, কলকাতা থেকে ধুবুলিয়া কদ্দুর?? স্যার, মাত্র ১১৪ কিমি।

    যাই হোক, এরপরের ঘটনাবলী একেবারে সংক্ষিপ্ত, ঠিক আমার-আপনার জীবনের মেয়াদ এই ভারতবর্ষে যেমন সংক্ষিপ্ত আর কি। সন্ধ্যা থেকে হিন্দুরা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ শুরু করে। নড়েচড়ে বসে পুলিশ অফিসাররা। স্বাভাবিক, যে হিন্দুরা এর আগেও এমন ঘটনা বহুবার ঘটলেও প্রতিবার চেপে থাকে অশান্তির ভয়ে, আজ যখন তাদের কালঘুম একটু হলেও জেগে উঠছে, তখন পুলিশ-প্রশাসনের চিন্তা বাড়ে বৈকি। পুলিশ-প্রশাসন গ্রামবাসীদের সাথে বারবার কথা বলেও পরিস্থিতি সামাল দিতে পারেননি। জানা যায়, রাত ১১টা নাগাদ অবরোধ ওঠে। যদিও এলাকা উত্তপ্ত থাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ।
    .
    .
    .
    https://www.etvbharat.com/bengali/west-bengal/state/nadia/pakistan-zindabad-slogan-raise-at-dhubulia-1-1/wb20190502004417487
  • b | 4512.139.6790012.6 | ০৫ মে ২০১৯ ১২:১৩369336
  • শিং ভেঙে বাছুরের দলে।
  • | ০৫ মে ২০১৯ ১২:২৯369338
  • *নীচে নামে

    এদিকে আবার পশ্চিমবঙ্গে দাঙ্গা বাধাবার চেষ্টায় এইসব রাবিশ পোস্ট করছে!
  • | ০৫ মে ২০১৯ ১২:৩৬369339
  • এটাও ডকুমেন্টেড থাক
    মোদী গত সপ্তাহে বলেছে গত ৫ বছরে দেশে কোন টেররিস্ট অ্যাটাক হয় নি। রইল লিঙ্ক।

    তার মানে প্রধানমন্ত্রী স্বীকার করল যে পুলওয়ামা অ্যাটাক ভারতের ভেতরের লোকের কাজ, পাকিস্তান থেকে করানো টেরোরিস্ট গ্রুপের নয়। অর্থাৎ প্রধানমন্ত্রীর দলেরই কাজ।

    সেইজন্যই আজ পর্যন্ত জানা যায় নি আর ডিএক্স ঢুকলো কী ভাবে?

    https://www.bbc.com/news/world-asia-india-46902935
  • Du | 7845.184.4556.246 | ০৫ মে ২০১৯ ২১:২৭369340
  • there are some people who are not those but knows how to act kind or decent. This person does not even know how to act decent. A total unworthy .
  • Du | 7845.184.4556.246 | ০৫ মে ২০১৯ ২১:৩২369341
  • খালি ভয় দেখানো। হয় তোমাদের মারবে নয় তোমাদের মারবো।
  • জয় | 2389.132.012323.149 | ১৮ মে ২০১৯ ২১:৪১369347
  • জয় | 2389.132.012323.149 | ১৮ মে ২০১৯ ২১:৪৭369348
  • ওপরের ছবিটা বিবিসির এহপ্তার সেরা ছবির মধ্যে স্থান করে নিয়েছে-
    “Women throw earthen pitchers onto the ground in protest against the shortage of drinking water outside the municipal corporation office in Ahmedabad, India.”
  • | 670112.220.9002312.75 | ১৯ মে ২০১৯ ১৫:১৬369349
  • আজকাল গুহাগুলোতে কাপড়চোপড় ঝোলানোর ব্র্যাকেট থাকে দেখছি। অ ফেকুর পিছনে আবার একটা বালিশ আর সামনে ক্যামেরাও আছে।
  • S | 458912.167.34.76 | ২৫ মে ২০১৯ ১০:১৭369352
  • ফেকুর ধ্যানমন্চ অনেকটা দিদির অনশন মন্চের আদলে তৈরী। ধ্যান আর অনশন না করার সব কিছু মজুত আছে।
  • Du | 7845.184.90045.227 | ২৯ মে ২০১৯ ০৯:৩৭369353
  • ফেকু বললো শ্রীরাম বলায় গ্রেফতার করেছে - মিডিয়া লেকচারটা দেখায় কিন্তু বলেও না যে ফেকু মিথ্যে বলছে।
  • | ৩০ মে ২০১৯ ২০:৩৫369355
  • #SuratFire
    Deepak Panchani, father of late Happy Panchani refused to accept Rs 4 lakhs as compensation by Gujarat Govt in #SuratFire saying Fire Brigade needs that money more than victim’s family and offered another Rs 4 lakhs from own pocket suggesting they buy a rescue ladder with that money.
    The back story is even more horrifying. Former Gujarat CM late Chiman bhai Patel’s Govt has planned for hydraulic ladders reaching 8 floors for top 4 cities in the state (Ahmedabad, Surat, Vadodara & Rajkot) Keshu bhai Patel’s Govt topped that budget with additional Rs 500 crores with a plan to extend this facility for another 100 cities and towns. But this changed as suddenly Keshu bhai Patel was replaces as CM by Narendra Modi after Gujarat earthquake. The fire fighting truck’s cost inexplicably increased to Rs 1 crore from Rs 50 lakhs in 2002.
    Amit Shah’s son Jay Shah won the contract to supply these equipments in 2005 and at his behest the vehicles being supplied (including replacement of old vehicles reaching 8 floors) could only reach up to 1 floor strangely. All the vehicles were at cost of Rs 1 crore still.
    Old vehicles were sold off to Adani Group for Rs 5 lakhs.
    * These details are available in RTI No. IN/GJ/203578/TSS ક
    So any inquiry (if at all) is done it should probe fire department between 2002 and 2005 and probe all tenders as well as policy changes.
    BTW, this is same #Surat that voted for BJP and Modi during Gujarat elections even though the industries suffered during Demonetization and GST fiasco.
    Modi and BJP said Hua to hua. No news, no outrage in media.
    ~Subhir Rajan Mavunkal
    https://twitter.com/iScrew/status/1133713961260605441
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন