এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফেকু এক্সপ্রেস

    লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৬ সেপ্টেম্বর ২০১৭ | ৬৬৩৭৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 7845.29.3490012.38 | ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০০:৪৭369289
  • কেউ নিউজ ১৮ দেখেছে আজ দেখলে যাকে বলে লাইভ মানে জলজ্যান্ত মিথ্যে দেখতে পেতেন। সাতটার প্রোগ্রামে বলছে ভারতীয় বিমান নামানোর খবর, ভিডিও সব মিথ্যা!

    এত্ত খোরাক, শেষে চ্যানেলে বিজেপি মুখপাত্র বললেন, দেখুন এটা কিন্তু সত্যি যে আমাদের পাইল্ট ওদের কাস্টডিতে। আমাদের বিদেশ মন্ত্রক অফিশিয়ালি এটা বলেছে।
  • OIC | 9001212.56.560112.29 | ০১ মার্চ ২০১৯ ১২:৪৯369290
  • OIC তে ভারতের প্রতিনিধি এই প্রথম। এটাকে কি মোদী সরকারের বিদেশনীতি ও কূটনীতির সাফল্য বলা চলে?
  • | 670112.220.018912.207 | ১১ মার্চ ২০১৯ ১৭:২৮369291
  • "The Reserve Bank of India (RBI) board had listed four objections to the overnight notes ban announced by Prime Minister Narendra Modi on November 8, 2016, before agreeing to it "in larger public interest", an RTI reply has revealed.
    The central bank board had met just about 2.5 hours before PM Modi's sudden announcement in a televised address to the nation. The ban of Rs. 500 and 1,000 notes, which wiped out 80 per cent of the cash in circulation, was announced even before the board's approval.

    The approval was sent to the government weeks later, on December 16, and the RBI had disagreed with most of the government's pleas in favour of the ban."

    https://www.ndtv.com/india-news/rbi-had-objections-to-notes-ban-agreed-in-public-interest-reveals-rti-2005906
  • PM | 012312.50.7812.99 | ২৮ মার্চ ২০১৯ ১০:১৮369294
  • Name: OIC

    IP Address : 9001212.56.560112.29 (*) Date:01 Mar 2019 -- 12:49 PM

    OIC তে ভারতের প্রতিনিধি এই প্রথম। এটাকে কি মোদী সরকারের বিদেশনীতি ও কূটনীতির সাফল্য বলা চলে?

    বলতে পারেন , কিন্তু তারপর গেস্ট অফ অনার বলে ডেকে, সামনে বসিয়ে কাশ্মীর নিয়ে যে তুমুল গাল টা দিলো, সেটাকে কি কুটনৈতিক ব্যর্থতা বল চলে ?

    Indian Diplomacy Hit as OIC Targets India on Kashmir

    https://www.thecitizen.in/index.php/en/NewsDetail/index/6/16387/Indian-Diplomacy-Hit-as-OIC-Targets-India-on-Kashmir
  • pi | 785612.51.23.94 | ০১ এপ্রিল ২০১৯ ২২:৪৩369295
  • এটা ছিল আর্কাদি গাইদারের এক বছর আগের পোস্ট। আজ তুললাম কেন, পরের পোস্টে লিখছি।
    --------

    "বিজেপি, বাংলা-অভিযান এবং সোশ্যাল মিডিয়া
    ==============================

    পঞ্চায়েত নির্বাচন, এবং ২০১৯ এর লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে বিজেপি এখন তাদের নোংরা দৃষ্টি দিয়েছে বাংলার দিকে। স্বাভাবিকভাবেই তৎপর হয়ে উঠেছে তাদের কুখ্যাত আইটি সেল। এই আইটি সেলের সোশ্যাল মিডিয়া ক্যাম্পেনের প্ল্যানিং এবং কর্মপদ্ধতি সম্বন্ধে জানা আমাদের অবশ্য কর্তব্য। কেন? কারণ আইটিসেলের আসল শক্তি শুধু এই ভাড়া করা কিছু কর্মচারী না, তাদের আসল শক্তি হলো এর বাইরের দুটো বৃত্ত। যেমন, এই মাইনে করা কর্মচারীদের বাইরে একটি বিশাল ভলান্টিয়ার বাহিনী আছে, যারা রাজনৈতিক কর্মসূচী হিসেবেই স্বজ্ঞানে এই প্রচারকে আরও ব্যাপক হারে ছড়াতে থাকে এবং তার বাইরে যেটা আছে, সেটা হলো আমার-আপনার মতন সাধারন মানুষ। এই বৃত্তের লোকজন নিজেরা অজ্ঞানতার বশে, না বুঝে, না জেনেই এই প্রচারের সহায়ক অংশ হয়ে ওঠে। ঐ কর্মচারী আর ভলান্টিয়ার বাহিনী নিয়ে আমরা কিছু করতে পারবো না। কিন্তু নিজেদের বৃত্ত নিয়ে পারবো। তাই সবার আগে দরকার এই ব্যাপারে শিক্ষিত হওয়া।

    প্রথমেই যেটা বুঝতে হবে, যে চার বছরে সরকার চালানোর পর উন্নয়ন, চাকরি, দুর্নীতি, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো, শিল্প এই সমস্ত ক্ষেত্রেই বিজেপি ডাহা ফেল। তাহলে তাদের হাতে বাকি রয়েছে একটাই অস্ত্র। সেটা হলো সাম্প্রদায়িকতা। এই সাম্প্রদায়িকতা এবং ঘৃণা দিয়েই যদি মানুষের নজর আসল ইস্যুগুলো থেকে সরিয়ে রাখা যায়, তাহলেই কেল্লা ফতে। সুতরাং নিচের কয়েকটি পয়েন্ট সময় নিয়ে মন দিয়ে পড়ুন।

    ১) বিজেপির প্রথম অস্ত্র হলো ফেক নিউজ পোর্টাল বা ফেক খবরের সাইট। আপাতত আপনার চারিদিকে দেখবেন ভুঁইফোড়ের মতন কিছু খবরের পোর্টাল তৈরি হয়েছে। তাতে প্রতিনিয়ত বিভিন্ন সাম্প্রদায়িক রঙ দেওয়া খবর যা কোন মেনস্ট্রীম খবরের কাগজে আসে না, তা প্রচারিত হচ্ছে। এমনকি স্রেফ সাম্প্রদায়িক ঘৃণার খবর ছড়ানোর জন্যে, ফেসবুকে কে কি লিখছে, তাই নিয়েও খবর করা হচ্ছে। এর মধ্যে পুরোপুরি ভাবে মিথ্যে খবরের সাইট বেশ কয়েকটা। তাদের ফেসবুক পেজও রয়েছে যেখান থেকে এই সাইটের খবর শেয়ার করা হয়। আপাতত কয়েকটার নাম নিচে দিলাম।

    - ঠেহরত৩৬৫
    -Kএছ, থে Kনো্লেদ্গে এন্ত্রে
    -এঙ্গল টিমেস (এই নামে দুটো পোর্টাল আছে, বিজেপির ফেক নিউজের অ্যাড্রেস এঙ্গল ।সিতে)
    - সুপ্রোভাত
    -প্রিয়োবন্ধু

    ২) পুরোপুরি ফেক খবরের সাইট নয়, কিন্তু সাইটের মালিক বা কোন রিপোর্টারকে দিয়ে অন্যান্য খবরের সাথে ফেক নিউজ বা মিথ্যে খবরও লেখানো হয়, মানে এখানে দুরকম খবরই পাবেন। এই সাইট আরও বেশি বিপজ্জনক কারণ এরা বিভিন্ন রাজনৈতিক আদর্শের পাঠকের কাছে পৌঁছাতে পারে।নিচে কিছু উদাহরণ দেওয়া হলো।

    - বিস্ববন্গ্লসন্গ্বদ
    - সুপ্রভত
    - অমদের্ভরত
    - চন্নেল ইন্দুস্তন
    - নজর্বন্দি
    - ঈনদুইন্দিঅবন্গ্ল্ল
    - কোল্কত২৪*৭

    অনেক ক্ষেত্রেই উপরোক্ত পোর্টালগুলো থেকে শুধু খবরের উত্তেজক হেডলাইনটুকু নিয়ে ছবি বানিয়ে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে ব্যাপক হারে প্রচার করা হয়। যাতে সাইটের নাম এবং ভিতরের খবর প্রকাশ না পায়।

    ৩) ফেসবুক এবং ট্যুইটার ফেক প্রোফাইল - এই ক্ষেত্রে কয়েকদিন আগেই আইটি সেলের প্রাক্তন কর্মীদের সাক্ষাৎকার দ্রষ্টব্য। সাধারণতঃ দুরকমের ফেক প্রোফাইল তৈরি করা হয় – হিন্দু নামের এবং মুসলিম নামের। হিন্দু নামের প্রোফাইলগুলোর কাজ হলো বিভিন্ন গ্রুপে ঘুরে ঘুরে মিথ্যে খবর শেয়ার করা এবং অন্যান্য ধর্মকে গালি দিয়ে উত্তেজনা বাড়ানো যাতে গোটা আলোচনাটাই একটি সাম্প্রদায়িক গালাগালির যুদ্ধে নেমে আসে। মুসলিম নামের ফেক প্রোফাইলের কাজ হলো বিভিন্ন গ্রুপে বা খবরের লিংকের নিচে হিন্দুদের নোংরা গালি দেওয়া। তারপর সেই কমেন্টের স্ক্রীনশট নিয়ে প্রচার করা হয় হিন্দুদের মধ্যে, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা উস্কে দিতে। বেশিরভাগ সময়ই এই প্রোফাইলগুলোকে ফেসবুকে খুঁজতে গেলে আর পাবেন না, কারন ফেক প্রোফাইল বলে এদের প্রোফাইলের আয়ু স্বল্পমেয়াদী।

    ৪) মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলের সংঘাতের ছবি/ভিডিও এবং বাংলাদেশের সাম্প্রদায়িক মৌলবী এবং হুজুরদের ওয়াজ এবং জলসার বক্তব্যের ভিডিও (যেহেতু এটা বাংলা ভাষায়) ব্যাপক হারে এই রাজ্যে ছড়ানো। তার সাথে সাথে মন্দির বা মসজিদ ভাঙা, এক ধর্মের ব্যাক্তির দ্বারা অন্য ধর্মের ব্যাক্তির ওপর আক্রমণ, মন্দিরে মাংস ফেলা – এই জাতীয় সত্যি বা মিথ্যে খবর ব্যাপক ভাবে ছড়ানো। উদ্দ্যেশ্য একটাই – সম্প্রদায়, সম্প্রদায়, সম্প্রদায় – আপনার মাথার মধ্যে খালি এটাই ঘুরতে থাকুক। আর বাদবাকি সব ইস্যু আপনার কাছে গৌণ হয়ে যাক।

    ৫) এর বাইরে রয়েছে ফেসবুকের ধার্মিক পেজ এবং মীম পেজ। দুক্ষেত্রেই আপাত নিরীহ ধর্মপ্রচার এবং চটুল রসিকতার মধ্যে মধ্যেই গুঁজে দেওয়া হচ্ছে সাংঘাতিক সাম্প্রদায়িক ঘৃণার প্রচারসামগ্রী। আপাত নিরীহ এই পেজগুলোর আসল ভূমিকা দেখতে পাবেন নির্বাচন যত এগিয়ে আসবে তত বেশি করে। সাম্প্রদায়িক প্রচার বেড়ে যাবে, কিছু পেজ তো সরাসরি নাম পালটে ফেলে রাজনৈতিক হয়ে যাবে। কারণ ইতিমধ্যেই তার আগের অবতারে সে একটি বিশাল দর্শকমন্ডলী তৈরি করে ফেলেছে।

    প্রচারের দুটো ভাগ আছে – কনটেন্ট জেনারেশন মানে প্রচারসামগ্রী তৈরি করা এবং কনটেন্ট প্রোপাগেশন অর্থাৎ কনটেন্ট ছড়ানো। প্রথমটার ক্ষেত্রে প্রাথমিক ভাবে এই সাইট, ফেসবুক আর ট্যুইটার ব্যবহৃত হবে, কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে ফেসবুকের চেয়েও অনেক বড় খেলার মাঠ হলো হোয়াটসঅ্যাপ। কারণ হোয়াটসঅ্যাপে নূন্যতম নিয়ন্ত্রণ প্রক্রিয়া নেই। স্রেফ হোয়াটসঅ্যাপে রঙ চড়িয়ে খবর প্রচার করিয়ে দাঙ্গা লাগানো যায় নিমেষে – যেমন হয়েছে মুজাফ্ফর নগরে, যেমন হয়েছে বাদুড়িয়াতে।

    তাই এই ঘৃণার প্রোপাগান্ডায় যাতে আক্রান্ত না হন, তাই নিজে সতর্ক এবং সচেতন হওয়া প্রথম পদক্ষেপ। কিন্তু এখানেই আপনার দায়িত্ব শেষ হয় না। এরপর আসবে দ্বিতীয় পদক্ষেপ। যেখানেই এরকম প্রচার দেখবেন, সন্দেহ করবেন, সেখানেই প্রশ্ন করুন, প্রমাণ চান। গলা উঁচু করুন। বন্ধু বা আত্মীয়ের কাছে বিরাগভাজন হবেন, এই ভয়ে পাশ কাটাবেন না। এটা সময়ের দাবী। আপনার আগামী প্রজন্মের দাবী। এই দেশের ভবিষ্যৎ নির্ণয় করা আপনার এবং আমার হাতে। এই সময়ে দায়িত্ব এড়ালে ইতিহাস আপনাকে ক্ষমা করবে না।'
  • pi | 785612.51.3445.38 | ০১ এপ্রিল ২০১৯ ২২:৫৮369296
  • এটাও পুরানো, কিন্ত আজ পড়লাম। মনে হল, শেয়ার করি।

    আইটি সেলে ফেকজেনেরেটর সেল হওয়ার পিছনেও ফেকুজিই।
    আমার সিরিয়াসলি জানতে ইচ্ছে করে, সব বিজেপি সমর্থক কি ফেক নিউজ সমর্থন করেন? । এত হইচইয়ের পরেও এই পার্টির এই ফেকুগিরি জানেন না, তাও কি হয়?

    https://www.huffingtonpost.in/2018/06/22/its-like-frankensteins-monster-the-father-of-the-bjps-it-cell-says-team-modi-started-the-rot_a_23464587/
  • | 453412.159.896712.72 | ০২ এপ্রিল ২০১৯ ১২:৪১369297
  • ফরিদা | 12.38.45.15 | ০২ এপ্রিল ২০১৯ ১৩:০২369299
  • ফেকু শ্যুড বি ট্রায়েড প্রপারলি ইন কোর্ট অফ ল.....
  • Du | 237812.58.121212.86 | ০৫ এপ্রিল ২০১৯ ২১:৫৫369302
  • হোয়াটস্যাপে রাহুল গান্ধীর চেকবইয়ের ফটো বানিয়ে নীরভ মোদীকে জড়িয়ে পাঠাচ্ছে এরা নিজেদের সাপোর্টারদের তো গাধা ভাবেই তার বন্ধু, কাজিনদেরও ভাবে।
  • | 2345.107.3478.164 | ০৫ এপ্রিল ২০১৯ ২২:৫৬369303
  • তোমার হোয়াতে এরা কারা!?
    দাভোসে ফেক্য্র সাথে নীরবে হাসিমুখ মোদীটার ছবি ফেরত পাঠিয়ে দাও।
  • Du | 237812.58.121212.86 | ০৫ এপ্রিল ২০১৯ ২৩:৩৬369304
  • ঠিক আইডিয়া।
  • আমরা সবাই ফেক আমাদের ফেকের রাজ | 9001212.56.890112.102 | ০৮ এপ্রিল ২০১৯ ০৮:৫৭369305
  • Yesterday a news report came out in Foreign Policy magazine stating that US confirms that no Pakistani F-16 was downed by Indian MiG in the aerial dogfight that happened on 27th Feb, 2018. Many Indian media houses reported the news with glee and a section of so called Indians were ecstatic at the news.
    Now, on being directly questioned to confirm or deny this report, Pentagon has categorically stated that they are not aware of any such investigation/counting of F-16 inventory in Pakistan by US.
    Now, my take on this whole story is that US is the biggest manufacturer and exporter of arms, ammunition and defence/offence machines in the world. I initially predicted that US will keep quiet or outright deny the downing of it's F-16 by an outdated MIG, in fear of loosing market and becoming a laughing stock. Also, the only entity US cares for is US. They are ruthless in maintaining their No. 1 position in the world and will never come out with any report that sheds negative light on it's image. We should not foolishly hope for the truth from them.
    Also, our Air Force has stated with evidence that they have downed Pakistani F-16. Yesterday, after the report was published, IAF rubbished it and maintained their stance. Now it is up to us to believe whom we want. So do we believe our armed forces always looking out for us, or do we believe Pakistan armed forces who has to keep it's image of invincibility in front of it's citizens? Do we believe our government or do we believe a foreign nation who has its own interests at stake? I think it's better to stick to your own country's reports especially when our armed forces have never lied about any operation to it's citizens.

    News link follows.
    https://m.hindustantimes.com/india-news/not-aware-pentagon-on-pak-f-16-count-after-feb-aerial-dogfight-with-iaf/story-Rw4gSknuuSBnMc2EyYe62H_amp.html?__twitter_impression=true
  • সিকি | 562312.19.4534.88 | ০৮ এপ্রিল ২০১৯ ০৯:১১369306
  • 27th Feb, 2018??????
  • S | 458912.167.34.76 | ০৮ এপ্রিল ২০১৯ ০৯:১৪369307
  • এটা নতুন স্টাইল। লিন্কে অন্য কিছু লেখা। আর এখানে অন্য কিছু দেওয়া। বেশিরভাগ লোক চেক করেনা।
  • সিকি | 562312.19.4534.88 | ০৮ এপ্রিল ২০১৯ ০৯:৩২369308
  • সে তো আছেই। এইভাবেই তো ন্যারেটিভ তৈরি করা হয়। "Do we believe our government or do we believe a foreign nation who has its own interests at stake?" কী সুন্দর আইদার অর সিনারিও। ওন ইন্টারেস্টস অ্যাট স্টেক শুধু ফোরেন নেশনেরই থাকে, আওয়ার গভর্নমেন্টের তো থাকে না - আহা, আমাদের সরকার তো দেবতার অবতার (ইয়ার্কি নয়, বেঙ্কাইয়া নাইডু যখন আর্বান ডেভেলপমেন্ট মন্ত্রী ছিলেন, সমস্ত অফিশিয়াল মিটিংয়ে একাধিকবার তিনি এই কথাটাই বলতেন - মোদীজী ভগবানের অবতার, মোদীজী ভগবান প্রেরিত দূত), তাঁকে বিশ্বাস না করে যাবে কোথায়?
  • sm | 2345.110.124512.165 | ০৮ এপ্রিল ২০১৯ ০৯:৪৬369310
  • এই ভদ্রলোক তো হি টাইমস এর লিংক দিয়েছেন।তাতে তো বিস্তারিত লেখা আছে।দেখে নিলেই হয়।
    পেন্টাগন থেকে প্লেন কাউন্ট করার ব্যাপারে কোন সূত্র দেওয়া হয় নি।
    সিকির কোথায় বুঝতে অসুবিধে হচ্ছে?
  • amit | 340123.0.34.2 | ০৮ এপ্রিল ২০১৯ ০৯:৪৭369311
  • এটাই তো পিওর ফ্যাসিজম । সুপ্রিম লিডার কে প্রশ্ন করা মানেই দেশ দ্রোহী। কিং ক্যান ডু নো রঙ।

    কদিন আগে একটা বিজেপির সম্মেলন এর ভিডিও দেখছিলো, ভক্তরা দল বেঁধে বলছে: চীন এ জিনপিং কে প্রেসিডেন্ট ফর লাইফ করা হয়েছে, ইমমেডিয়েটলি ভারতের সংবিধান শুধরে মোদিকে লাইফ টাইম প্রাইম মিনিস্টার করা হোক। নাহলে পিছিয়ে পড়তে হবে।
  • সিকি | 562312.19.4534.88 | ০৮ এপ্রিল ২০১৯ ০৯:৫৭369312
  • এসেম, আমি আপনার সাথে কনভার্সেশনে আগ্রহী নই। আপনিও আমার সাথে বাক্যালাপ বাড়াবার চেষ্টা না করলেই খুশি হব।
  • sm | 2345.110.124512.165 | ০৮ এপ্রিল ২০১৯ ১০:০৫369313
  • তাতে কি হলো?এক তরফা ভুলভাল বকলে,সংশোধন করতেই হয়।ভুলভাল বকা, আর আমার পোস্টের পর পর ট্রোল করা টাকে কি বলে মনে করো ভাই টি?
    আমি তো,এরকম প্রায় দশটা ট্রোলের পোস্ট পড়ার পর কমেন্ট করলাম।তাও,ভুলভাল বকার জন্য।এখন যাও, নিজের কাজ কর, কেমন।
  • S | 458912.167.34.76 | ০৮ এপ্রিল ২০১৯ ১০:০৭369314
  • ওটাই তো গল্প। কেউ লিন্কটা পড়েনা। পেন্টাগন মুখপাত্র বলেছেন "নট অ্যাওয়ার"। তার মানে এরকম ইন্ভেস্টোগেশন হয়নি তা না। এর মানে আমি অফিসিয়ালি জানিনা।

    The state department distanced itself from the news report saying in response to a direct request to confirm or deny it, “As a matter of policy, the Department does not publicly comment on details of government-to-government agreements on end-use monitoring of US-origin defence articles.”

    এর মানেও হলো বলবো না।
  • sm | 2345.110.124512.165 | ০৮ এপ্রিল ২০১৯ ১০:১৩369315
  • যদি পেন্টাগন কোন খবরের সম্পর্কে বলে unaware,তার মানে ওই ইউ এস সংবাদ পত্র টির খবরের সুত্রতার যাঁচাই এর কোন অপশন নাই।সুতরাং ওই খবরটির বিশেষ কোন বিশ্বাসযোগ্যতা নেই।
  • lcm | 900900.0.0189.158 | ০৮ এপ্রিল ২০১৯ ১০:১৬369316
  • ----------------------------------------------------------------
    TIME-এ খবরটা দেখলাম -

    India Never Actually Shot Down Pakistani F-16 in Kashmir Clash, New Report Says
    BY IAIN MARLOW / BLOOMBERG APRIL 5, 2019

    India’s statement that its air force shot down one of Pakistan’s U.S.-built F-16 aircraft during a military flareup in late February appears untrue, according to a report by Washington, D.C.-based Foreign Policy magazine, which cited two U.S. defense officials it didn’t identify.

    A U.S. count of Pakistan’s F-16 jets revealed none to be missing, the U.S. officials told Foreign Policy, undercutting India’s position that its air force shot down a Pakistan Air Force jet in a clash that also led to the loss of a Soviet-era Indian Air Force MiG-21 Bison.

    http://time.com/5564980/india-never-shot-pakistani-plane-kashmir/
    ----------------------------------------------------------------

    Foreign Policy ম্যাগাজিনের লেখাটা বেরিয়েছে - -

    Did India Shoot Down a Pakistani Jet? U.S. Count Says No.
    BY LARA SELIGMAN | APRIL 4, 2019, 7:50 PM

    Two senior U.S. defense officials with direct knowledge of the situation told Foreign Policy that U.S. personnel recently counted Islamabad’s F-16s and found none missing.

    The findings directly contradict the account of Indian Air Force officials, who said that Wing Commander Abhinandan Varthaman managed to shoot down a Pakistani F-16 before his own plane was downed by a Pakistani missile.

    https://foreignpolicy.com/2019/04/04/did-india-shoot-down-a-pakistani-jet-u-s-count-says-no/
  • | 453412.159.896712.72 | ০৮ এপ্রিল ২০১৯ ১০:১৯369317
  • এগোজ্যক্টলি এস। ঐটাই। কিছু আইটি সেলের প্রোপাগান্ডা ডায়রেক্ট ফরোয়ার্ড করে, লিঙ্কে আর ভুমিকায় আলাদা কিছু আছে না দেখেই। আর কিছু বুঝেশুনেইদেখেই দেয়।
  • lcm | 900900.0.0189.158 | ০৮ এপ্রিল ২০১৯ ১০:২১369318
  • Foreign Policy-র ৪ঠা এপ্রিলের প্রতিবেদনে অবশ্য লিখেছে ভুল সম্ভাবনার কথা -

    It is possible that in the heat of combat, Varthaman, flying a vintage MiG-21 Bison, got a lock on the Pakistani F-16, fired, and genuinely believed he scored a hit. But the count, conducted by U.S. authorities on the ground in Pakistan, sheds doubt on New Delhi’s version of events, suggesting that Indian authorities may have misled the international community about what happened that day.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন