এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফেকু এক্সপ্রেস

    লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ১৬ সেপ্টেম্বর ২০১৭ | ৬৬৩৭৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Amit | 012323.101.5612.169 | ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:১২369257
  • তাও ভাগ্যিস ফেকুর চ্যালারা এখনো বলেনি যে রাফালে থাকলে এই জঙ্গিহানা ঠেকানো যেত ।
  • PM | 012312.50.7812.99 | ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ১১:১৫369258
  • এই মিস অ্যাড্ভেন্চার থেকে আশা করি পলিসি মেকার রা সতর্ক থাকবেন পাকিস্তানের কাছে আমেরিকান AWACS আছে আর এখন ওরা সতর্ক। এটা শুধু ভোট নয় , বহু মানুষের জীবন আর অর্থনীতি নিয়ে বাজী। চা বিক্রির থেকে একটু জটিল সমস্যা
  • PM | 012312.50.7812.99 | ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ১১:১৬369259
  • এই মিস অ্যাড্ভেন্চার থেকে আশা করি পলিসি মেকার রা সতর্ক থাকবেন পাকিস্তানের কাছে আমেরিকান AWACS আছে আর এখন ওরা সতর্ক। এটা শুধু ভোট নয় , বহু মানুষের জীবন আর অর্থনীতি নিয়ে বাজী। চা বিক্রির থেকে একটু জটিল সমস্যা

    https://timesofindia.indiatimes.com/india/response-to-pulwama-attack-precision-air-strikes-the-favoured-option/articleshow/68017170.cms
  • সিকি | ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:২৮369260
  • কীসের মিসঅ্যাডভেঞ্চার? প্লটটা পুরো গোধরার মতন ঠেকছে। প্রথমে পাবলিক অ্যাঙ্গার বিল্ড আপ করা, তারপর পোষা দলকে ফ্রিহ্যান্ড দেবার ঘোষণা। একদম এক ছক।
  • lcm | 900900.0.0189.158 | ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:০৬369261
  • পাকিস্তানের আছে সুইডিশ (SAAB 2000) আর চাইনিজ (Shaanxi ZDK-03) এয়ারবর্ন ওয়ার্নিং কন্ট্রোল সিস্টেম (AWACS)।
    ভারতের আছে রাশিয়ান(Beriev A-50), আর হোম-মেড (DRDO) সিস্টেম।
  • PM | 018912.210.012323.15 | ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ২১:১৩369262
  • পাকিস্তান চীনা AWACS বসায় ১৯১৫ তে, SAAB AWACS পায় ২০১৮ তে।

    US মেড AWACS এর গল্প অনেক পুরোনো। রেগন এর সময় ১৯৮৭ তে ওরা বোয়িঙ্গ AWACS পেয়েছিলো। যদিও পুরোনো , কিন্তু এখনো অপারেসনাল। তখন এই নিয়ে খুব হইচই হয়েছিলো।

    এছাড়া ওদের ৪ টে পি৩ ওরিওন অ্যান্টি সাবমেরিন এয়ারক্রফ্ট ছিলো। ২০১১ তে মেহরান এয়ার বেস এ আফগান সন্ত্রাসী হামলার সময় ২ টো নষ্ট হয়। আফগান সন্ত্রাসী রা কেনো ওরিয়ন টারগেট করবে পরিষ্কার ছিলো না কোনো ডিফেন্স অ্যানালিস্ট এর কাছেই। আভিযোগের তীর টা কার দিকে ছিলো বলাইবাহুল্য
  • lcm | 900900.0.0189.158 | ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ২২:৩৭369263
  • এখন পাকিস্তানের আছে ৭ পিস ইন-সার্ভিস, আর ভারতের ৫ পিস - awacs। অবশ্য এতে মনে হচ্ছে ভারতের হোম-মেড ওয়ার্নিং সিস্টেমের হিসেব নেই। আর উইকিপেডিয়া তো ঠিক অফিসিয়াল তথ্যের জায়গা নয়, তবে অন্য সূত্রগুলোতেও মোটামুটি একই তথ্য।

    পাকিস্তান -
    https://en.wikipedia.org/wiki/List_of_active_Pakistan_Air_Force_aircraft

    ভারত -
    https://en.wikipedia.org/wiki/List_of_active_Indian_military_aircraft
    https://ipfs.io/ipfs/QmXoypizjW3WknFiJnKLwHCnL72vedxjQkDDP1mXWo6uco/wiki/List_of_active_Indian_military_aircraft.html

    আর যুদ্ধ হলে, চায়্না একটা রোল তো প্লে করবে। কারণ, চিনের লং টার্ম ইনভেস্টমেন্ট আছে পাকিস্তানে (ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টে), সেটা প্রটেক্ট করতে চাইবে। ভারত-পাকিস্তানের নিজেদের মামলা বলে চালিয়ে দিয়ে রাশিয়া-আমেরিকা হাত তুলে দিতে পারে। সুতরাং, ফুল স্কেল যুদ্ধ শুরুর আইডিয়া ভারতের পক্ষেও সুবিধের নাও হতে পারে।
  • সিকি | ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:১৯369264
  • আজ সন্ধ্যেয় বাজার গেছিলাম, সেখানে এটিএম থেকে টাকা তুলছিলাম। হঠাৎ দূর থেকে একটা জোর হল্লা কানে এল। কয়েক সেকেন্ড শোনার পর মনে হল, বাচ্চাদের সমবেত গলায় "ভারত মাতা কি জয়" বলা হচ্ছে। ভাবলাম, হবে হয় তো - এখানে কোনও আরএসএসের শাখা খুলেছে। এসব তো এখন খুব অপরিচিত নয় আর।

    টাকা তুলে নিয়ে বেরিয়ে দেখলাম, একটা মিছিল আসছে। স্লোগানগুলো এখন খুব স্পষ্ট। ভার-ও-ও-ওত মাতাআআআ কী - জ্যায়। পাকিস্তান মূর্দাবাদ, ইমরান খান মূর্দাবাদ। একটি কুশপুতুল, সম্ভবত ইমরান খানেরই, গোটা তিন চার জাতীয় পতাকা, বাচ্চাবুড়োমহিলাপুরুষ মিলে এক লম্বা মিছিল। আগে, মাঝে পিছে কয়েকজনের হাতে জ্বলন্ত মশাল।

    স্লোগান মাঝে একটু বদলে গেল - পাকিস্তান কি মা চোদো, ইমরান খান কি মা চোদো।

    ঠিক আমার মোটরসাইকেল যেখানে পার্ক করা ছিল, তার সামনে দিয়ে গেল মিছিলটা।

    বাজার সেরে বাড়ি ফিরে ওপরে উঠতেই কানে এল আবার একটা শোরগোল। এইবারে আমাদের সোসাইটিতে, আমাদের হাউজিং কমপ্লেক্সে। ভারত মাতা কী জয়, এবং বন্দে মাতরম ধ্বনি সমেত একটা ভিড়, সম্ভবত আমাদেরই সোসাইটির বাসিন্দারা, টর্চের আলো, স্লোগান এবং দেশপ্রেম সমেত সোসাইটির আশপাশ প্রদক্ষিণ করলেন।

    অ্যাঙ্গার বিল্ড আপ করা হচ্ছে। অনুরূপ খবর পাচ্ছি উত্তর ভারতের বিভিন্ন এলাকা থেকে। পশ্চিমবঙ্গ থেকে। সিধু, নভজ্যোত সিং সিধু নামক বিদূষকটিকে একটি রিয়েলিটি শো থেকে "স্যাক" করা হয়েছে কারণ এইবারে তিনি কোনও হাসির কথা বলতে পারেন নি।

    বিকাশপুরুষ নরেন্দ্র মোদী, শুনলাম, আর্মিকে "ফ্রী-হ্যান্ড" দিয়েছেন পুলওয়ামার ঘটনার বদলা নিতে।

    **********

    ২০০২ সালের আঠাশে ফেব্রুয়ারি। গোধরা কার্নেজের পর, ইন্টেলিজেন্সের হাজার বারণ সত্ত্বেও করসেবকদের মৃতদেহগুলোকে আহমেদাবাদ নিয়ে এসেছিলেন নরেন্দ্র মোদী। তখন তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী। রাজধর্ম পালন করছিলেন। অ্যাঙ্গার বিল্ড আপ করা হয়েছিল। সুচারুভাবে প্ল্যান করে এক অসম্ভব রাগ তৈরি করা হয়েছিল মুসলমানদের বিরুদ্ধে, এবং তার পরে, মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী, হিন্দুত্ববাদের সেবকদের তিন চারদিনের জন্য "ফ্রী-হ্যান্ড" দিয়েছিলেন।

    তার পর কী হয়েছিল, সবাই জানে। আজও বিচার পায় নি গুজরাতের হাজার হাজার নিরপরাধ মানুষ। আজও তারা ভয়ের মধ্যে দিন কাটায়। সেদিনের ব্লুপ্রিন্ট বানানো মুখ্যমন্ত্রী আজ ভারতের প্রধানমন্ত্রী।

    মিলে যাচ্ছে না, ছকটা? যে প্রশ্নগুলো করা দরকার, সেগুলো যাতে কেউ না করে, তার জন্য সুচারুভাবে রাগ তৈরি করা হচ্ছে সমাজের বিভিন্ন স্তরে। হেট মেসেজ ছড়াচ্ছে এদিকে, ওদিকে। অফিসে, বাজারে, দোকানে চর্চা হচ্ছে এই নিয়ে, এবং একই সুরে। আমরা খিল্লি করছি জম্মু তাওয়াই এক্সপ্রেস আর হিমগিরি এক্সপ্রেস নিয়ে, কিন্তু একদল মানুষ সত্যি আতঙ্কে দিন কাটাচ্ছে।

    আতঙ্কিত হচ্ছি আমিও।
  • S | 458912.167.34.76 | ১৭ ফেব্রুয়ারি ২০১৯ ০০:১৮369266
  • পাকিস্তানের বিরুদ্ধে কিছু অ্যাকশান নেওয়ার ক্ষমতা তো নেই। তারউপরে আম্রিগা আর চায়না বারণ করে দিয়েছে। এখন একটা সার্জিকাল স্ট্রাইক নামক নাটক হবে। সেটাকে ফার্জিকাল স্ট্রাইকও বলা যেতে পারে। হয়তো একটাও আসল টেররিস্ট মরবে না। মহাভারতের আমলের পরে এতো তোড় জোড় করে যুদ্ধে কাউকে যেতে দেখিনি। শত্রুপক্ষ মোটামুটি জানে যে কি হতে চলেছে। কারণ সমস্ত কিছুরই ইনক্লুডিং স্ট্র্যাটেজিরও লাইভ টেলিকাস্ট চলছে। আসল কথা হোলো এই রাগটাকে পুষে রেখে ভোটে জেতা।

    বাই দা ওয়ে, পাকিস্তানের মা কে যেন?
  • হককথা | 9001212.56.67900.181 | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:০৩369267
  • জঙ্গি আক্রমন হলেই বিজেপির লাভ হয় (এটা সত্যি নয় যদিও, তথ্য একথা বলে না) অতএব জঙ্গি আক্রমন বিজেপির কাজ !!

    তাহলে কৃষক আত্মহত্যা হলে কমিউনিস্ট পার্টিগুলির লাভ হয় অর্থাৎ কমিউনিস্ট পার্টিগুলি কৃষক আত্মহত্যায় প্ররোচনা দেয়?
  • সিকি | 562312.19.4534.88 | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:০৯369269
  • অ্যাঁ???
  • S | 458912.167.34.76 | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ০৯:০৯369268
  • "কৃষক আত্মহত্যা হলে কমিউনিস্ট পার্টিগুলির লাভ হয়"
    কি করে জানলেন?
  • হককথা | 9001212.56.67900.31 | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১০:১৯369270
  • ঠিক যেমনভাবে জানা যায় জঙ্গী আক্রমণ হলে বিজেপির লাভ। ম্যা
  • amit | 340123.0.34.2 | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১১:১৪369271
  • সিকির কথা গুলো মাথায় ঘুরছে।
    ইভেন স্কুল এর বা হাউসিং এর হোয়াটস্যাপ গ্রুপ এ দেখছি কি ভাবে আঙ্গার বিল্ট আপ করা হচ্ছে । গত্য কদিন সমানে আন্টি মুসলিম, আন্টি কাশ্মীর পোস্ট করা হচ্ছে, সব ফরওয়ার্ডেড message। কেও সেগুলোর এগেইনস্ট এ কিছু বললেই তাদেরকে পার্সোনালি টার্গেট করা হচ্ছে। আর কেও বাইরের দেশে থাকলে আর প্রতিবাদ করলে তো আরো বেশি টার্গেট। এতটা উগ্র ভাব আগে দেখিনি , ইভেন ২০১৪ এর ভোটের আগেও নয়।
  • | 453412.159.896712.72 | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১২:২০369272
  • বিজেপীর নেতারা হেলিকপ্টার ছাড়া ঘুরতে পারে না। মো-শা-রোগী সবই কপ্টারে চেপে ঘুরে ঘুরে শোক প্রকাশ কচ্ছে। এদিকে সিআর্পিএফ জওয়ানরা কপ্টার চেপে পায় নি। ওদের কপ্টারে করে পাঠালে এতগুলো প্রাণ যেত না।
  • | 453412.159.896712.72 | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১২:২২369273
  • *কপ্টার চেয়ে পায় নি।

    আর কাশ্মিরি শালওয়ালা নিয়ে যাদের উদ্বেগের শেষ নেই, তারা আম্বানি যে পাকিস্তান ক্রিকেট লীগের অফিশিয়াল স্পনসরার এই কথাটা জেনেও চুপ করে আছে। শৌর দোভালের সৌদি কানেকশান আর পাকিস্তান কানেকশান তো চেপেই যাচ্ছে।
  • sei | 456712.100.6723.65 | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৪:৩৪369274
  • এই সাইট টা চেক করুন। পুউরো মাখন।
    https://bangla.indiarag.com/
  • Amit | 9003412.218.0178.214 | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৪৭369275
  • উফফ । এতো চাড্ডি দের সোনার খনি একেবারে । কোথায় পেলেন এই রত্ন ?

    এই খবরটা দেখে প্রাণ ভরে গেলো।

    https://bangla.indiarag.com/Bengali-News/sadhus-wants-attack-on-pakisthan/

    এই গেরুয়া চাড্ডিগুলোকে সাঙ্গপাঙ্গ নিয়ে গুষ্টিশুদ্ধু বর্ডার এ পাঠানো যায়না ? সব গেরুয়া লুঙ্গি মাথায় তুলে ছুটবে একদম।
  • T | 342323.176.781212.127 | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৫২369277
  • ইন্ডিয়ারাগ গুচ্ছ ফেবু গ্রুপ হোয়া গ্রুপ চালায়। আমেরিকায় বসবাসকারী এক চাড্ডি প্রাণ এর খচ্চা দ্যান।
  • Ekak | 90045.207.0156.42 | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:১৭369278
  • পস্চিমবঙ্গ তে , বাড়ি বাড়ি গিয়ে "শান্তিপুন্নোভাবে" ক্ষমা চাওআনো হোচ্চে। ২০,৩০ যন লোকের দল জাচ্চে। মার্ছে না। বোল্চে , ফেবু তে আর্মির এগেইন্স্ট এ জা বলেছেন তার জন্যে ক্ষমা চান। ভারত মাতা কি জয়। এসব হচ্চে।
  • | 453412.159.896712.72 | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:২৬369279
  • হ্যাঁ আর মমব্যানের পুলিশ সেগুলোকে প্রশ্রয় দিচ্ছে। এরপরেও লোকে ভাবে মমব্যানকে নিয়ে এদের বিরোধীতা হবে।
  • T | 342323.191.6712.164 | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:৪৪369280
  • মমব্যানের পুলুশ এইগুলো প্রশ্রয় দিচ্ছে কারণ কিছু ক্ষেত্রে মুলোরা নিজেরাই এই কাজে যুক্ত তো। পাছে বিজেপি এসে দেশপ্রেম হাইজ্যাক করে নেয়, সেজন্য আগে দৌড়ে গিয়ে চ ওদের মেরে আসি। এছাড়া আরেসেসের ছাগলদের একটা গ্রুপ আছে গৈরিক যোদ্ধা। চাট্টি সমাজবিরোধী। এই দশবারোজন। তাদের মধ্যে আবার একজন সদ্য জেলখাটা আসামী। কিছু জায়গায় এরা হামলা করেছে।
  • PM | 018912.210.012323.15 | ১৮ ফেব্রুয়ারি ২০১৯ ২৩:৪৪369282
  • কল্লোলদার প্রিয় নৈরাজ্য এসেই গেছে-- কিন্তু উনি খাওয়াচ্ছেন না--- বহুত না ইন্সাফি
  • | 453412.159.896712.72 | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ১০:১৯369284
  • মোদীর খুশীতে আটখানা ছবি দিয়ে টেলিগ্রাফ টিপ্পনি কেটেছে

    "CAN YOU SPOT THE RAGING FIRE? PM Modi, who took care to hug Saudi Prince MBS more than once since Tuesday night, shares a laugh with the Saudi royal at Hyderabad House in New Delhi on Wednesday. On Sunday, Modi had told a rally in Bihar: 'Jo aag aapke dil mein hai, wahi aag mere dil mein hai'"

    https://epaper.telegraphindia.com/imageview_254393_194332182_4_71_21-02-2019_1_i_1_sf.html
  • মোদী | 9001212.56.010112.50 | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৩২369285
  • জমানায় অনিল আম্বানিকে জেলে যাবার ধমকি খেতে হচ্ছে। এটাকে কি অচ্ছে দিন বলা যায়?
    https://www.bloomberg.com/news/articles/2019-02-20/tycoon-anil-ambani-fined-for-contempt-risks-jail-on-unpaid-dues

    মনে পরে ভোদাফনের ট্যাক্স বাঁচাতে চিদাম্বরম ও মিরাটির বেঁটে বামুনটা কত কিই না করেছিল।
  • dc | 232312.174.236712.31 | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৪৭369286
  • ইশ আমাদের প্রিয় প্রধান সেবক এক সৌদিকে এভাবে জড়িয়ে ধরলো? সৌদিরা তো ওই সেই ধর্মের মানুষ, যাদের যোগী একেবারে ঠান্ডা করে দিয়েছে। তাকে এভাবে জড়িয়ে ধরা? এবাবা! গৌমাতারা কিন্তু ভয়ানক রেগে যাচ্ছে।
  • sm | 7845.15.344523.46 | ২১ ফেব্রুয়ারি ২০১৯ ১০:৪৮369288
  • ওই বামুনটি অবপ র এতো স্নেহ ধন্য কেন কে জানে! মিরাটির চানক্য নামই দিয়ে ফেলল।কিন্তু পব এর কি কি উপকার করেছে ,জানতে পারলে ভাল হতো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন