এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ঋতব্রত ও সংশয়

    তাপস
    অন্যান্য | ১৩ সেপ্টেম্বর ২০১৭ | ৫৬৩৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • অ্যান্ডালগ্যালর্নিস | 131.241.218.132 | ১৪ সেপ্টেম্বর ২০১৭ ১৬:৪৭369605
  • হিন্দুতে দুপুরে বেরোয়নি সেটা কোথা থেকে জানা যাচ্ছে? বা ইয়েচুরি কখন জানিয়েছেন সেটাই বা কোথা থেকে জানা যাচ্ছে?

    আর রইলো অবস্থা - তা সেটা নিয়ে তো অনেক কিছুই বলা যায়। যাকগে, বাদ দিই। সিরিয়াস এনগেজমেন্ট এক জিনিস, আর এইটা আরেক।
  • T | 165.69.191.250 | ১৪ সেপ্টেম্বর ২০১৭ ১৬:৫১369606
  • দে দি, জানেনই তো খুব খ্রাপ অবস্থা। তাও কথাও শুনছে না দেখুন। আইপ্যাডং না করে হাতে পায়ে বোম খাচ্চে, আইশ্যাডো মেরে এসি স্টুডিওতে ভাট না বকে পচা ডিম খাচ্চে। কী মুশকিল দেখুন। একদিকে শাইনিং ইন্ডীয়ার লোকজন হাঁ করে টিভি আর সোশ্যাল মিডীয়া খুলে বসে আছে বাতল শুনবে বলে অথচ এরা রাস্তায় ম্যারাপ বাঁধছে বসে বসে। কী বাজে অবস্থা ভাবুন। বলিয়ে কইয়ে এত আলোচিত মানুষটি ছিল বলেই না আমরা জানতে পাচ্চিলাম ও দেখতে পাচ্ছিলাম জল ঠেঙিয়ে সব ডেকচি নিয়ে খাবার বিলোতে যাচ্চে। এই সব অ্যাপ্রোচই ফেলে দিতে হবে সেতো ঠিকই, বলিয়ে কইয়ে না হলে গেঁয়ো যোগী ভিখ কি করেই বা পাবে। ছেড়ে দিন, গোল্লায় গ্যাচে সব।
  • | 116.203.149.217 | ১৪ সেপ্টেম্বর ২০১৭ ১৬:৫২369608
  • এ তো অপত্যস্নেহ, কোনো যুক্তির উর্ধে।
  • T | 165.69.191.250 | ১৪ সেপ্টেম্বর ২০১৭ ১৬:৫২369607
  • পুনশ্চঃ, ঋতব্রত 'ভালো বলিয়ে কইয়ে' হলে আমিও হেবি গান গাইতে পারি।
  • sm | 52.110.143.74 | ১৪ সেপ্টেম্বর ২০১৭ ১৬:৫৯369609
  • কিন্তু এতো কষ্ট করছে কেন বলো তো ?যাতে আবার পার্টি ক্ষমতায় আসে?একদল নেতা আর তাঁদের মামা ,দাদা ,ভাইপো রা ভালো করে ক্ষীর খায়?
    তার পর আবার সেই দম্ভ। জনগণ কে ছাগল বানিয়ে ইগো ম্যাসাজ করা!
  • sm | 52.110.143.74 | ১৪ সেপ্টেম্বর ২০১৭ ১৭:০৫369612
  • এতো দিন তো ছিল দলের সম্পদ!বুদ্ধবাবুর ব্লু আইড বয়!
    চোখা ভাষণে সংসদ স্তব্ধ করার বিরল প্রতিভা!
    তা ,আজকে হটাৎ কানা বেগুন হয়ে গেলো?
    একদম টি এর সঙ্গে তুলনা!
    তা ,বুদ্ধ বাবুর আর একটা মহৎ ভুল নিয়ে দু চার কথা হবে না?
    তিনি কি অব্যাহতি পাবেন না?
  • আজ | 208.7.62.204 | ১৪ সেপ্টেম্বর ২০১৭ ১৭:০৫369611
  • আমাদের মিছিলে পচা ডিম পড়েচে, কিন্তু যেদিন আমরা ঘুরে দাড়াবো সেদিন গোলাপ এসে পড়বে, গোলাপ। কতাটা মিলিয়ে নেবেন কমরেড।
  • | 116.203.145.121 | ১৪ সেপ্টেম্বর ২০১৭ ১৭:০৫369610
  • সিধুবাবু বড় আমোদপ্রিয়। অ্যামনেশিয়াও আছে।
  • de | 24.139.119.175 | ১৪ সেপ্টেম্বর ২০১৭ ১৭:০৯369613
  • আমি ঋতব্রতর রাজ্যসভার কয়েকটা প্রেজেন্টেশন শুনেছি - শুরুর দিকে অবশ্য - এই ছেলেটা এবং প্রসেনজিৎএর ওয়ে অব অ্যাপ্রোচ, যুক্তিজাল বিস্তার ইঃ ভালো লাগতো - তার জন্যই এতো কথা বল্লাম কাল থেকে। নইলে আর কি - এপাতায় সিরিয়াস আলোচনার লোক যে নেই - সে দীর্ঘশ্বাস ছাড়ার মতো নাক কি আমার কম পড়েচে? এই হিপোক্রেসি গুলো সেই ২০০৬ থেকে তো কম দেখচি না!

    দামী জিনিস ব্যবহারের অপরাধে তো যাঁরা অভিযোগ তুলছেন তাঁরা প্রায় সবাই অপরাধী!

    উনিশ জন লেডি কিলার হিসেবে ঋতব্রত একটু বাড়াবাড়ি - সে পার্টির লোকে চিঠি লিখে যতই রাম -রহিম বলে প্রোজেক্ট করুক না কেন! আর সেই অভিযোগ ঢাকা চাপা দেবার কারণে পার্টির বিরুদ্ধেও তো এফ আই আর হওয়া উচিত।

    বাকী রইলো - মিডিয়ায় কথা বলা - সে তো সিপিয়েমের সব ক্লোজ ডোর বৈঠকের ডিসিশন - "পচা আলু" ইঃ মন্তব্য কেমনি করে যেন যে সংবাদপত্রের গোয়েন দা গুলো টের পেয়ে যায়!
  • T | 165.69.191.250 | ১৪ সেপ্টেম্বর ২০১৭ ১৭:২৪369615
  • পার্টি আবার কোথায় কি ঢাকা চাপা দিচ্ছে। যা ত্তারা।

    যাক গে, এ নিয়ে কথা বাড়িয়ে লাভ নেই। ওদিকে মদনা কে আবার ডেকেছিল সিবিয়াই। ছ ঘন্টা জেরা করেচে। আহা গো, লোকটাকে একটু তিষ্ঠোতেও দেবে না। সাপোর্টার মদনাগুলো যজ্ঞ ফজ্ঞ কল্ল কিছু?
  • সিকি | 158.168.40.123 | ১৪ সেপ্টেম্বর ২০১৭ ১৭:৩২369616
  • সবই দস্যু মোহনের কারসাজি। কোথা হইতে কী হইয়া গেল ...
  • T | 165.69.191.250 | ১৪ সেপ্টেম্বর ২০১৭ ১৭:৩৭369617
  • তবে আমরা প্লেয়ার রিলিজ করে দিইচি। এখন বেচারা চ্যানেলে চ্যানেলে ট্রায়াল দিয়ে বেড়াচ্চে। মুলোরা নিতে চাইলে নিতে পারে কিন্তু। এত দরদ যখন। কোনো ট্রান্সফার ফিও লাগবে না। খাঁই সামান্যই, একটু নিত্যনোতুন আইফোং দিলেই হবে আর একটু চওড়া গোলপোস্ট লাগবে।
  • কল্লোল | 233.227.62.102 | ১৪ সেপ্টেম্বর ২০১৭ ১৭:৪৮369618
  • ঋতব্রতর সাথে সিপিএমের কোন পোলিটিকাল ইস্যুতে মতপার্থক্য আছে কি?
    পীযুষ দাশগুপ্ত, সইফুদ্দীন বা নেপালের ছিলো। সেই ওর্থে সোমনাথেরও ছিলো, প্রসেনজিতেরও ছিলো। লক্ষণের ছিল কি? না বোধহয়।
    তাহলে আর এটা নিয়ে এতো কথার কি আছে?
    ঋতব্রত কিছু অভিযোগ করেছে। এসব নিয়ে সে আগেই পার্টিতে অভিযোগ করেছিলো কি? করে থাকলে সেটা বলুক। না করে থাকলে - এখন এসব বলে কি হব্বে!!
  • de | 69.185.236.52 | ১৪ সেপ্টেম্বর ২০১৭ ১৭:৪৯369619
  • আর হ্যাঁ - আমার কোণাছেঁড়া ডাইরী তে লিখে রেখিচি - টি আমাকে দু বার পন্ডিত বলে গাল দিয়েচে -

    গোলাপ শুনে মনে পল্লো আজ আমি একটা পেপার রিজেক্ট করিচি যেটা জনৈক গোলাপ সিং য়ের লেখা - সেই পেপার পড়ে আমার এমনি হাঁচি হোলো-
  • T | 165.69.191.250 | ১৪ সেপ্টেম্বর ২০১৭ ১৭:৫৮369620
  • এমা ছি ছি, গাল কেন দেব। আপনি বলছিলেন না পার্টি মুছে যাবে বা পার্সেন্টেজের হিসেব -- ওটা সমর্থক হিসেবে তার প্রতিক্রিয়া মাত্র। আর কিছু না।
  • sm | 57.15.9.9 | ১৪ সেপ্টেম্বর ২০১৭ ১৮:০৬369621
  • ঋতব্রত যদি পার্টির সমালোচনা করার থাকে তো এটাই প্রকৃষ্ট সময়। কারণ পার্টি তো কোন সমালোচনা বা ব্যক্তস্বাধীনতার সহায়ক জায়গা নয়। এখানে কমপ্লেন জানানো না মুমকিন।
    কোনো রকম দল পরিপন্থী কথা বললেই চেপে দেওয়া হয়।চূড়ান্ত লবিবাজি।কয়েক জন সর্দারি করে আর বশং বদরা মাথা নাড়ায় খালি।
    লাভের কথা হচ্ছে না। জনগন মিডিয়া মারফত জানতে পারছে এটাই বিরাট পাওনা।
    যেমন ক্রোধান্বিত হান্নান মোল্লা বললেন ওটা পঁচা আলু। আরো কয়েক টা আলু নাকি আছে!
    তা,এতদিন বহিষ্কার করেন নি কেন?
    বাকি পঁচা আলুদের নাম করুন।
  • খি খি | 208.7.62.204 | ১৪ সেপ্টেম্বর ২০১৭ ১৮:০৮369622
  • যেম্নি পাট্টি তেম্নি তার সমোত্থোক। এয়াদ্দিন রিতো ছিল আমাদের রাজ্যসভার ইয়ং সাংসদ, এখন যেই পোঁদে লাথ পরেচে ওম্নি কুচ্ছো গাইতে লেগেচে। লিপ্পচা
  • পঁচা | 188.140.99.94 | ১৪ সেপ্টেম্বর ২০১৭ ১৮:৩৩369623
  • কি টইয়ের চন্দ্রবিন্দু কি টইয়ে রেখেছ
  • রোবু | 52.110.186.44 | ১৪ সেপ্টেম্বর ২০১৭ ১৮:৩৫369624
  • :-D
  • কিন্তু | 188.17.173.74 | ১৪ সেপ্টেম্বর ২০১৭ ১৯:১৫369626
  • সিপিএম কেন প্লেয়ার আর সাপোর্টারদের রিলিজ করায় মন দিয়েছে ? এতে কার লাভের আশা আছে ? এটা কি আভ্যন্তরীণ বিষয় ?
  • পাই | 57.29.206.10 | ১৫ সেপ্টেম্বর ২০১৭ ০০:৪১369629
  • এটা পেলাম।

    'Sudipta Bhattacharyya নিজস্ব অভিজ্ঞতার বর্ননা শুনুন।
    ঋতব্রতর বহিস্কারে আমি আনন্দিত। মনে হচ্ছে আমাদের পার্টি এবং দেশের বাম আন্দোলন আগামী দিনের বড় আভ্যন্তরীন ড্যামেজ থেকে বেঁচে গেল। কেন বলছি এই কথা? আমি পি এইচ ডি সমাপ্ত করে JNU ছাড়ি ১৯৯৬। আমরা অনেক খেটে যে SFI সংগঠন দাঁড় করিয়েছিলাম, আমরা বেরনোর পর সেই সংগঠনকে অনেক শক্তিশালী করে তোলে প্রসেনজিৎ বসু প্রমুখরা। প্রসেনজিতের সঙ্গে পার্টি নেতৃত্বের মতাদর্শগত বিরোধ চরমে ওঠে প্রণব মুখার্জীকে রাষ্ট্রপতিপদে সমর্থনের সিদ্ধান্তে, যার যেরে প্রসেনজিৎ প্রথমে পার্টি থেকে পদত্যাগ ও পরে তাঁকে বহিষ্কার করা হয়। আমি ওই ইস্যুতে প্রসেনজিৎকে সমর্থন করিনি। কিন্তু বিপত্তি বাঁধে ওই ইস্যুকে কেন্দ্র করে সম্পূর্ণ JNU SFI unit প্রসেনজিতের পাশে দাঁড়ায়। কমরেড প্রকাশ কারাট যখন দফায় দফায় মিটিং করে কমরেডদের ক্ষোভ অনেক প্রশমিত করে এনেছিলেন প্রবেশ ঘটে ঋতব্রতর। SFI সর্বভারতীয় সম্পাদক রূপে। কোন আলোচনা ছাড়াই গোটা ইউনিটকে ভেঙ্গে দেয় সে। SFI JNU র লোকজন বেরিয়ে গিয়ে DSF গঠন করে। ঋতব্রতর সেই ড্যামেজ আজও জোড়া লাগেনি। সেই বহিস্কৃত DSF র সাথে হাত মিলিয়ে SFI কে জিততে হয়েছে এবার। সঙ্গে AISA। সেদিন ঋতব্রত বলেছিলেন পার্টির ঊর্ধ্বে কেউ নয়। আজ আমরা বলছি পার্টির ঊর্ধ্বে কেউ নয়। ক্ষতিব্রত বহিষ্কৃত। আমি খুশি।
    [13/09, 19:01] Sudipta Bhattacharyya: আমার দ্বিতীয় অভিজ্ঞতা। বিশ্ব-ভারতীর গত উপাচার্য সুশান্ত দত্তগুপ্ত বামপন্থী ছিলেননা। কিন্তু তার ধর্মনিরপেক্ষ এবং কিছুটা প্রগতিশীল পদক্ষেপে ক্যাম্পাসে বামপন্থীদের লাভ হচ্ছিল। যেমন পি সাইনাথের সঙ্গে জার্নালিজম বিভাগের কোলাবরেশন। আমি বিশ্ব-ভারতীর অর্থনীতির বিভাগীয় প্রধান থাকাকালীন জার্নালিজম বিভাগের সঙ্গে একত্রে পি সাইনাথকে এনে সেমিনার করিয়েছিলাম, বোলপুরের অনেক কমরেডরা গিয়েওছিলেন। বিশ্ব-ভারতীর বামবিরোধী প্রতিক্রয়াশীল শক্তি দত্তগুপ্তকে হঠানোর জন্য প্রাণপনে লাগে এবং স্মৃতি ইরানীর প্রত্যক্ষ হস্তক্ষেপে একটি কমিশন তৈরী হয়। আমরা চেয়েছিলাম দত্তগুপ্ত তাঁর পুরো সময় থাকুন। আবার তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের দায়ভার আমাদের নেওয়ার প্রশ্ন নেই। আমাদের অবস্থান ছিল আইন আইনের পথে চলবে। এই নিয়ে পার্টি নেতৃত্বের সঙ্গে আমার কথাও হয়। রামদা, পার্টির উচ্চতর নেতৃত্ব, মহ: সেলিম, এমনকি FEDCUTA ও AIFUCTO র মাধ্যমে কেন্দ্রীয় নেতৃত্ব। বামেরা এতে জড়াবেনা, এটাই ছিল আমাদের অবস্থান। হঠাৎ দেখা যায় ক্ষতিব্রত সংসদে উপাচার্যর বিরুদ্ধে কথা বলেছেন। ক্যাম্পাসের বামবিরোধীরা তার বিবৃতি বিলি করে চলেছে। আমি ঋতব্রতকে ফোন করি। সব জানাই। বলি আপনি নিজে আসুন বিশ্ব-ভারতীতে। তিনি আমার কথায় হ্যা হ্যা করেন। ওমা। আবার কয়েকমাস পরে তিনি সংসদে প্রশ্ন তোলেন, এখনও উপাচার্যকে সরানো হচ্ছেনা কেন? বিরাট ভাবে কাগজে বেরোয় কংগ্রেস বিজেপির পাশাপাশি বামেরাও ভিসিকে হঠাতে চাইছে। আমি সংশ্লিষ্ট রাজ্য নেতৃত্বকে জিজ্ঞেস করলাম, ঋতব্রত সংসদে যা বলছেন সেটা কি আপনাদের সিদ্ধান্ত। ওরা বললেন দূর তেমন হলে তো তোমাদের কাছেই জানতে চাইতাম। এটা ঋত নিজেই করেছে। দিল্লীতে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্ব কেও জিজ্ঞেস করেছি। তাঁরাও হাঁ। বললেন ঋতকে এমন কিছু বলার প্রশ্নই নেই। প্রশ্ন, কোন সাংসদ নিজের খেয়াল খুশী পার্টি সিদ্ধান্তের বাইরে গিয়ে এমন কাজ করতে পারেন? এর কিছুদিন পরেই উপাচার্য বরখাস্ত হয়। সেদিনই অধ্যাপক বিকাশ গুপ্তকে মারা হয়। শুরু হয় মাৎসন্যায়। বাম ছাত্র শিক্ষক থেকে শুরু করে সাধারণ কর্মী শিক্ষক ছাত্র কেউ রেহাই পাচ্ছেননা। দেড় বছর বিশ্ব-ভারতীতে কোন ভি সি নেই। কারণ সরকার এখনও ভিসি হওয়ার উপযোগী বাঙালী RSS খুঁজছে। পাচ্ছেনা। আগের ভিসি আমায় বলেছিলেন, সুূদীপ্ত আমি যদি সার্চ কমিটি করে যেতে পারি কিছুতেই কোন খাকি হাফ প্যান্টকে ঢুকতে দেবনা। তিনি চলে গেছেন সার্চ কমিটি না করতে পেরে। এই অসীম ক্ষতির জন্য অনেকের সঙ্গে দায়ী ক্ষতিব্রত ব্যনার্জী। আমার এখন মনে হচ্ছে সংসদে বিশ্ব-ভারতী নিয়ে প্রশ্ন তোলার পিছনে অর্থের বিনিময় থাকাও বিচিত্র কিছু নয়। বিশেষত ক্ষতিব্রত যখন স্মৃতি ইরানীর পছন্দের লোক।'
  • খি খি | 208.7.62.204 | ১৫ সেপ্টেম্বর ২০১৭ ০৭:০৯369630
  • পছন্দের লোক? ইশ!
  • PT | 213.110.242.24 | ১৫ সেপ্টেম্বর ২০১৭ ০৮:১২369631
  • এই সুশান্ত দত্তগুপ্তর সাহায্যে বিশ্বভারতীতে বাম আন্দোলনের প্রসারের কথা হয়েছিল? ঋতব্রতকে গাল দেওয়া হোক, বহিষ্কারও করা হোক তাই বলে সুশান্ত দত্তগুপ্তকে বাম আন্দোলনের প্রসারের প্রয়োজনে "প্রগতিশীল" আখ্যা দেওয়া বালখিল্যতা ও নির্বোধ রাজনীতির এক প্রকৃষ্ট উদাহরণ!!

    "The commission expressed its shock that the Vice-Chancellor had been awarded Padma Shri “overlooking the history of his sexual harassment of a woman colleague at Satyendra Nath Bose Centre for Basic Sciences (SNBNCBS)”."
    http://www.thehindu.com/todays-paper/tp-national/withdraw-padma-shri-for-vc-says-womens-panel/article5628862.ece

    "A fact committee had held Sushanta Dattagupta guilty on four counts, including allegedly making 25 illegal appointments and getting his liquor bills reimbursed."
    http://indianexpress.com/article/india/india-news-india/sushanta-dattagupta-sacked-by-pranab-mukherjee-visva-bharati-vice-chancellor
  • sm | 52.110.181.248 | ১৫ সেপ্টেম্বর ২০১৭ ০৮:৩৩369632
  • কিন্তু পদ্মশ্রী দেবার কথা ছিল ফিজিক্স এ তাঁর অবদানের জন্য। এর সঙ্গে ওই হাবিজাবি এলিগেশনের কি সম্পর্ক?
    নেপোটিজম এর অভিযোগ তো ভারতের প্রায় সব বরেণ্য বিজ্ঞানী দের বিরুদ্ধেই আছে।
    আর ফিনান্সিয়াল ইরেগুলারিটি বা বেহিসাবি খরচের হিসাব দাখিল -ইটা ঋতব্রতর চেয়ে আর কে ভালো জানবে?
  • modi | 186.31.180.157 | ১৫ সেপ্টেম্বর ২০১৭ ০৮:৫০369633
  • নেপোটিজমের ওপর মুখুজ্যে ডাক্তারের খুব দরদ দেখি। পিসি ভাইপোর ব্যাপার।
  • sm | 52.110.181.248 | ১৫ সেপ্টেম্বর ২০১৭ ০৮:৫৬369634
  • চচ্চড়ির মশলা দিয়ে কি বিরিয়ানি বানানো যায়?
    আমার সম্পর্কে তথ্যে বিস্তর ভুল!
    গোয়েন্দাগিরি তে ডাঁহা ফেল!
    আবার লতুন করে শুরু করো,কেমন ।
  • de | 69.185.236.54 | ১৫ সেপ্টেম্বর ২০১৭ ১১:১০369635
  • বাবা! সুশান্ত দত্তগুপ্তের মতো একটা করাপ্টেড, পাঁড় মাতাল, মোলেস্টেশনের অভিযোগ প্রমাণিত হয়ে ঘাড় ধাক্কা খাওয়া লোকেরও কত্তো সপোর্টার! ঋতব্রত এই লোকের বিরুদ্ধে সংসদে বলেছিলো নাকি? আমার তো ভালো লাগলো শুনে -

    এই লোক কি করে বিশ্বভারতীর উপাচার্য্য হয়েছিলো - তাতেই তো আশ্চর্য্য হবার কথা!
  • sm | 52.110.181.248 | ১৫ সেপ্টেম্বর ২০১৭ ১২:০৩369637
  • কিন্তু ফিজিক্স এর তো দিকপাল লোক।আর মোলেস্টেশন এর অভিযোগ -প্রমাণিত কে বললো?তাহলে তো জেল খাটতে হতো এতদিন। আর মাতাল!সেতো একটা বড়ো গুন্ বলে বিবেচিত হয়; অন্তত গুরুতে। মাতাল আর মদের
    গুণগান শুনিতো অহরহ।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন