এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ঋতব্রত ও সংশয়

    তাপস
    অন্যান্য | ১৩ সেপ্টেম্বর ২০১৭ | ৫৬২৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | 116.51.24.188 | ১৮ সেপ্টেম্বর ২০১৭ ০৮:৩০369671
  • হানুবাবুর এই লেখাগুলান পরিষ্কার বুঝতে পারলাম। এবং, ভাল্লাগ্লো।

    আসলে ব্যক্তিগত সাদাসিধে জীবন যাপনের গল্পোটা বাম মহলে এতো বেশী হাইপ করা হয়েছে - কয়েক প্রজন্ম ধরে, যে এখন ঝট করে ওটার হাত থেকে বেরোনো মুষ্কিল।

    "স্নেহাংশু আচার্য্যর মতন বড়োলোক ক্যামনে সিপিএম হয়? উনি তো গাড়ী করে মিটিং'এ যান"; -এটা খুব সিরিয়াস তর্কের বিষয় ছিলো আমাদের আর্লি যৌবনে । দেখছি তো এখনো সেই "গরিমা"র তর্ক শেষ হয় নি।
  • অ্যান্ডালগ্যালর্নিস | 116.203.158.94 | ১৮ সেপ্টেম্বর ২০১৭ ০৯:৩৩369673
  • অর্ণবের শো-তে আপেল ঘড়ি আর পেন তুলে তুলে দেখালো। অর্ণব বার বার বলছিল এইগুলো এক্সপালশনের কারণ (যদিও ঋত সেখানে বলেছে ওয়ান অফ দ্য কারণস)। মিডিয়া খুবই ডেলিবারেটলি লাইফস্টাইলটাকে সামনে এনেছে - যেটা প্রাইমারি ইস্যু নয়। সুমিতের সাথে ঝামেলাটার সময় বার বার বলা হয়েছে - অস্টারিটি ইস্যু নয়, ফ্রীডম অফ এক্সপ্রেশনটা আসল ইস্যু।

    মিডিয়ার কাছে খবর লীক করায় এ প্রথম যাকে প্রমাণসহ চিহ্নিত করা হয়েছে। হয়তো আরো দু একজন আছে যারা এইটা করে থাকে। আশা করি তাদেরও আইডেন্টিফাই করা হবে শিগগিরি।
  • খি খি | 208.7.62.204 | ১৮ সেপ্টেম্বর ২০১৭ ০৯:৫৭369674
  • আমরা এক পিস প্লেয়ার যা রিলিজ করিচি না বাওয়া, এক্কেরে টরেটক্কা পিস। উনিশটিজন মহিলাকে ঘায়েল করে সে থামল শেষে।
  • SC | 86.102.224.15 | ১৮ সেপ্টেম্বর ২০১৭ ১০:৫৪369675
  • কয়েকটা কথা। ঋতব্রত কে কেন বের করা হয়েছে, সেটা আমার পুরোপুরি একটা ব্যক্তিগত ঝগড়া লাগছে। ১৯ জন মহিলার গল্পটা শুধু গল্পই নয়, কতখানি patriarchial এবং রিয়ালিটি র থেকে দূরে থাকলে এরকম আষাঢ়ে গল্প তৈরী করে সিপিএম এর ক্ষমতাসীন গোষ্ঠী সেটাই ভাবছি। কয়েকজন সত্তরোর্ধ পুরুষের ফ্যান্টাসি ওটা, আর কিছুই নয়। টেবিলে কোনো মহিলা থাকলে এরকম গল্প কেউ বাজারে চার্ট না।

    ঘড়ি ও পেন ইস্যু কি নয়, এখানকার বামপন্থী রাই সঠিক করে বলতে পারছেন না। সুতরাং, খুব পরিষ্কার ভাবেই কোনো ইস্যু নেই, অন্তর্দ্বন্দ্ব। এবং h যেটা উপরে লিখেছেন, আমিও মনে করি, ঋতব্রত কোনো রাজনৈতিক প্রশ্ন তোলেননি, পুরোটাই ব্যক্তিগত slander । আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ প্রাক্তন কমরেড রেজ্জাক মোল্লার বক্তব্য। রেজ্জাক মোল্লা অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছিলেন রাজনৈতিক লাইন নিয়ে, সিপিএম থেকে চলে যাওয়ার পরে ইন্টারভিউ তে (সম্ভবত ২৪ ঘন্টা তে)।

    এই ইন্টারভিউ থেকে স্পষ্ট, ঋতব্রতর কোনো রাজনৈতিক লাইনই ছিল না। জয় বাংলা জাতীয় একটা জাতীয়তাবাদী লাইন, যার মূল মানে হচ্ছে, কেরলের লবি কে বাঁশ দাও। কেন কেরল থেকে এত লোক? কেন দিল্লি তে আমাকে গ্যারেজ এ থাকতে দিয়েছিলো? কেন ক্যারাট ঘুরতে গেছে? এইগুলো যার রাজনৈতিক লাইন, তাকে সিপিএম দলে যে এতদূর উঠতে দেওয়া হয়েছে, সেটা মনেহয় দলের অভিমুখ সম্পর্কে অনেক কিছু বলে। সেলিম যদি সত্যি ওকে আটকে থাকে, ঠিক কাজ করেছে। প্রসঙ্গত, সুমন জানতে চাইলেন কাদেরকে পাশে পেয়েছেন। একজন যে কন্টাক্ট করেননি, সেটা জানা গেলো। ভদ্রলোকের নাম বুদ্ধদেব ভট্টচার্য। এই ভদ্রলোকই এক সময়ে মই সাপ্লাই করেছিলেন এই ঋতব্রত দের উপরে ওঠার জন্য। মোটামুটি একার অবদানেই পার্টি টাকে ডুবিয়ে দিয়ে গেছেন।

    ঘড়ি ও পেন প্রসঙ্গে, ঋতব্রতর জীবনযাপন আমার বেশ পাতি মধ্যবিত্তই লাগলো তো। আপেল ওয়াচ কোনো উচ্চবিত্ত লাইফস্টাইল নয়। বরং আমার উচ্চবিত্ত্ব লাইফস্টাইল লাগে অরুন্ধতী রায় এর। ডিসাইনার জামাকাপড় পড়েন (আমার অনুমান নয়, ওনার ইন্টারভিউ থেকেই বলছি), কেতাদুরস্ত সার্কলে ঘোরেন। কিন্তু আমার তো মনেহয় অরুন্ধতী এই সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বামপন্থী মুখ। সেলিম, কিংবা আরএসএস এর নেতা, প্রতিদিন রাতে পান্তাভাত খেলেও অরুন্ধতী হতে পারবেন না।
  • অ্যান্ডালগ্যালর্নিস | 131.241.218.132 | ১৮ সেপ্টেম্বর ২০১৭ ১১:১৩369676
  • লিংক কেউ খোলে না জানাই কথা।

    On Expulsion of Ritabrata Bandopadhyay
    Date:
    Sunday, September 17, 2017

    Statement of Comrade Surjya Kanta Mishra, Member of the Polit Bureau and Secretary, West Bengal State Committee, CPI(M)

    Ritabrata Bandopadhyay has been expelled from the primary membership of the party under clause 19(13) of the Constitution for grave anti-party activities.

    Ritabrata Bandopadhyay has been cautioned publicly by Party State Committee on last February for breaking the Party discipline. He was asked to rectify himself and refrain from misusing social media. Later on, the Party State Committee meeting held on 1 & 2nd June had resolved to constitute a 3-member enquiry commission to investigate four serious allegations against him. Under the provision of the Party Constitution he was suspended from the primary membership of the Party for 3 months till the enquiry was completed. He was allowed to defend himself in that State Committee where he assiduously stated that the party was his guardian and he would strictly abide by the discipline and accept the decision of the State Committee whatever action would have to be taken following the report of the enquiry commission.

    The allegations were: 1) continuous leakage of internal party matters and discussions to the media; 2) moral degeneration in relation to women. 3) serious inconsistencies between his income and expenditure; 4) lavish life-style incompatible with the member of the Party. A section of media took his side and criticized the state party leadership for the decision in the State Committee. The enquiry commission extensively recorded statements and evidences of the party members who were in the know of the things. He was heard four times by the commission comprehensively on numerous allegations on the aforesaid four areas. Though he failed to disprove most of the serious charges against him, he seemed to be not at all repentant.

    In its report the enquiry commission found him outright guilty. He had been given the charge-sheet by the State Committee on the basis of findings of the enquiry commission. His reply to the charge-sheet was considered to be totally unfounded. Repeatedly, the Party tried its best to help him rectify but failed. He has refused to rectify himself and persistently continued to malign the image of the Party by various means. In accordance with the Commission’s findings the State Committee has decided to take penal measures against him on 7th and 8th August meeting and informed the matter to Central Committee. Although he deserved stringent punishment it was not extended considering certain aspects including with the hope of saving him as a last resort so that he could be able to maintain party life.

    The decision of the State Committee was communicated to the Central Committee. Instead of complying with the party discipline, he resorted to malign the Party publicly with the help of a section of a media including an organised interview in a TV channel on 11th September where he ridiculously raised personal and political differences in the Party in tune with the tirade of the enemies of the party and which are not only unfounded but shop-soiled stories of the inimical forces.

    Considering his grave anti-party and anti-communist role, the State Secretariat of the party has taken the decision of summarily expelling him from the primary membership of the party on September 13.
  • SC | 86.102.224.15 | ১৮ সেপ্টেম্বর ২০১৭ ১১:২১369677
  • এখন মনেহয় অন্ধভক্ত এবং ঋতব্রতর ছোট ভাই ছাড়া সবার কাছেই স্পষ্ট, ঋতব্রত হাঁটি হাঁটি পা পা করে বিজেপি নামক একটা দলের দিকে এগোচ্ছে। খুব পরিকল্পিত ভাবে বিজেপি ঘেঁষা রিপাবলিক টিভি তে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারে আরএসএস এর কর্মী দেড় মৃত্যু নিয়ে সিপিএম কে দোষারোপ করা, jnu ইস্যু তে বামপন্থী দের সমালোচনা করা, নরেন্দ্র মোদির বিরুদ্ধে, কিংবা বিজেপি র বিরুদ্ধে একটা কোথাও না বলা, এর পরে আর কোনো দ্বিধা নেই কারুর মনে। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন?

    ঋতব্রত সফল রাজনীতিবিদ, অনেক হিসেব নিশ্চয় করেছে। ৩৭ বছর বয়স, ভবিষ্যৎ পরে আছে সামনে। সিপিএম দলের বাকিদের ক্ষেত্রে, বা সিপিএম দলটার ক্ষেত্রে হয়তো সেটা সত্যি নয়। সেলিম, সেলিমপুত্র, কান্নুর লবি, ক্যারাট, কারাৎপত্নী, এতো কাঁটার সাথে লড়াই করে বিশেষ কিছু পাওয়ার নেই। দল লোকসভা রাজ্যসভা বিধানসভা কোথাওই পাঠাতে পারবে না।
    অন্যদিকে বিজেপি কে ঋতব্রতর মনে হয়েছে ভবিষ্যতের দল। বাংলায় ক্ষমতায় আসার সম্ভাবনা আছে, না এলেও রুপার মতো রাজ্যসভায় পাঠিয়ে দেবে। সবচেয়ে বড়ো কথা বিজেপিরও ঋতব্রতর মতো একজন কে প্রয়োজন। বিজেপি বাংলায় যে ভোট তা বাড়াতে পেরেছে, সেটা এসেছে বামেদের ঘর ভেঙে। সেই ভোট তাকে ক্যাপচার করার জন্য বাম দলের কোনো মুখ যদি পাওয়া যায়, সেটা বিজেপির কাছে বড়ো ফায়দা।
    সবচেয়ে বড় কথা, বিজেপির একটা বড়ো কনষ্টিটুয়েন্সি হচ্ছে মধ্যবিত্ত উচ্চশিক্ষিত বাঙালি। ভুললে চলবে না, মমতার খাসতালুক দক্ষিণ কলকাতা তে তথাগত বাবু লোকসভায় বেশ ভালোরকম ফাইট দিয়েছিলেন। রাহুল সিনহার মতো একটা অপদার্থ নেতাও বিধানসভায় প্রায় জিতে যাচ্ছিলো। ঋতব্রতর মতো উচ্চবর্ণের ইংরিজি জানা, বলিয়ে কৈয়ে নেতা, একটু সুভাষ বোস, বাঙালি জাতীয়তাবাদ, এসব খাইয়ে এই ভোট তা পুরো বিজেপির পকেটে আনবে। উপরন্তু, বাংলা থেকে টিভির জন্য একটা উপযুক্ত মুখ পাওয়া যাবে। রুপা কিংবা বাবুল কেউ সেই স্থান তা পূরণ করে উঠতে পারেননি।

    তাহলে আর দেরি কেন কমরেড? পুরোনো বস বুদ্ধবাবুর থেকে নতুন বস অমিত বাবু অনেক বেশি কঠিন ঠাঁই । ওখানে একটু নন্দনে সংস্কৃতিক অনুষ্ঠান আর মার্কেজ ফারকেজ নিয়ে চারলাইন অর্ধশিক্ষিত বাতেলা মারলেই প্রমোশন হয়ে যেত। অমিত শাহ এর কাছে রঞ্জি ট্রফি তে কত রান করেছো, সেটাই একমাত্র ক্রিটেরিওন। তাই খুব সম্ভবত এই রিপাবলিক ইন্টারভিউ টা রঞ্জি ট্রফির প্রথম ম্যাচ ছিল। জাতীয় মিডিয়া তে কেমন পারফর্ম করবে ছেলে, অমিত শাহ দেখে নিতে চান। আরো কিছু পরীক্ষা খুব সম্ভবত উৎরাতে হবে। তরুণ নেতা কে শুভেচ্ছা রইলো।

    ঋতব্রত যখন ওপেনিং করছেন রিপাবলিক এ, আরেকজন তখন অমিত ভাই শাহ র জন্য ক্রিজে আঁকড়ে দাঁড়িয়ে আছেন, ক্রিজে থাকলেই রান পাবেন এই ভেবে। তিনি, মুকুল রায়, অমিত শাহর কাছে নিজেকে তৃণমূলের ওয়ার রুম এর ডিরেক্টর হিসেবে পরিচয় দিয়েছেন। পঞ্চয়ের নির্বাচনের বুথভিত্তিক হিসেবে কেমন করতে পারেন, সেই পরীক্ষায় এখন নিজেকে প্রমান করতে হবে অধ্যবসায়ী প্রাক্তন ক্রিকেটার কে।

    আমার ধারণা আসাম, এবং আরো কিছু রাজ্য থেকে শিক্ষা নিয়ে বিজেপি বুঝেছে, দাঁত ফোটাতে গেলে অন্য দলের কিছু বিক্ষুব্দ কে তুলে নাও। তবে অমিত শাহ রাজনীতি তে যেটা এনেছেন, যে কারণে উনি এতখানি সফল, সেটা একধরণের কর্পোরেট অ্যাকাউন্টেবিলিটি। কাজ করো, নইলে ফুটে যাও। শুধু লবি করে উপরে উঠবে, ভোটের সময়ে দলকে ডোবাবে, এই মডেলে ঋতব্রত (শুধু ঋতব্রত নয়, আরো অনেকেই) এক সময় অন্যান্য দলগুলিতে উঠেছিল। এখন অমিত শাহর পরীক্ষায় পাশ করলেই দলে জায়গা হবে যা বুঝতে পারছি।
  • sm | 52.110.164.22 | ১৮ সেপ্টেম্বর ২০১৭ ১২:০০369678
  • এতো অমিত শাহ করার কি আছে? অমিত শাহ বিহারে জেতাতে পারেনি।ইউপিতে জেতার পেছনে ওর বিশেষ অবদান ছিল না।
    ঋতব্রত কোনো নেতাই নয়। একটি আগাছা বিশেষ । বুদ্ধ বাবু কে ধরে দলে উত্থান। ভালো তৈল মর্দন জানে। ওটাই অনেকের চক্ষুশূল!
    একটা কথা এস সির সঙ্গে একমত রাজ্যে বুদ্ধ আর কেন্দ্রে কারাত দুজনে মিলে সিপিএম কে ভরাডুবি করে ছেড়েছে।
    এখন সূর্য্য বাবু যেসব কারণ দেখাচ্ছেন তার সপক্ষে কোনো প্রমান দিতে পারেন নি। মিডিয়া লিকেজ-কি ও কবে?
    নারী ঘটিত কেচ্ছা-কি ও কবে?পার্টির তো উচিত ফৌজদারি মামলা করা। পার্টি বিচার ও সাবধান করার কে?
    তিন বিলাস বহুল জীবন ও আয় ব্যয় এ অসঙ্গতি।
    এসব দিকে তো দিকপাল ছিল লক্ষণ শেঠ প্রমুখেরা।
  • আপাতত | 158.168.40.123 | ১৮ সেপ্টেম্বর ২০১৭ ১২:০৪369679
  • এইটা থাক।

    মাঝে মাঝে পুরনো পাতা ফিরে দেখতে বেশ ভালো লাগে।



    হীরাভ-৪। মাঝের দিকের কোনও এক পাতা।
  • cm | 127.247.98.169 | ১৮ সেপ্টেম্বর ২০১৭ ১৮:২২369495
  • তাপসবাবুই সুনিশ্চিতভাবে বলতে পারবেন, তবে আমার মনে হয় ওনার মূল প্রশ্নের সাথে ঋতব্রতর বিশেষ সম্পর্ক নেই। ঋতব্রতর কারণে প্রশ্নটা আবার সামনে এল। সাম্যের স্বপ্নটুকুও আর আমাদের নেই, সীমাহীন এই অসাম্যের বাজারে একজন বামমনোভাবাপন্ন কারু জীবনে কতখানি স্বাচ্ছন্দ্য চলতে পারে। যেমন তিনি কি সম্ভব হলে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করবেন নাকি ট্যাক্সি চাপবেন?
  • কমোডটা | 208.7.62.204 | ১৮ সেপ্টেম্বর ২০১৭ ১৮:৩৩369496
  • ভুলবেন না কমরেড। ওখান থেকে শুরু।
  • s | 77.59.61.153 | ১৮ সেপ্টেম্বর ২০১৭ ২০:১৩369497
  • গুরুর উপরে দেওয়া আলোচনাটা তো ঋতর ঐ ছেলেটার এমপ্লয়ারকে লেখা চিঠিটার ব্যাপারে। সে নিয়ে তো ঋত ভূল স্বীকার করেই নিয়েছে। আনন্দের ইন্টারভিউতেই তো বলেছিল যে সে নিয়ে কমিশনেও ও ভূল স্বীকার করেছে। বলেছে যে ঐ ছেলেটার কাছে ঘটনার পরেই ক্ষমা চেয়ে নিয়েছিল।
    মিথ্যে বলেছে?
  • s | 77.59.61.153 | ১৮ সেপ্টেম্বর ২০১৭ ২০:২৪369498
  • sm: ঋতব্রত কোনো নেতাই নয়। একটি আগাছা বিশেষ ।

    ঋত কত বড় নেতা জানি না, তবে সংসদে ও সুবক্তা এবং অসংখ্য বিতর্কে অংশ নেওয়ার মাধ্যমে একজন সাংসদের দায়িত্ব সফলভাবে পালন করেছেন। বিশেষত পাশাপাশি যখন রাজ্যের শাষকদলের এমপিদের পারফর্মেন্স দেখা যায়। রাজ্যসভায় বাংলার বামেদের ও ই শেষ প্রদীপ আপাতত। থট লিডার্শিপও কিন্তু রাজনীতিতে একটা জরুরী বিষয়।
    সুতরাং আগাছা শব্দটা আর একটু চিন্তা করে ব্যবহার করলে ভালো হয়।
  • aranya | 172.118.16.5 | ১৮ সেপ্টেম্বর ২০১৭ ২০:৩৮369499
  • 'সীমাহীন এই অসাম্যের বাজারে একজন বামমনোভাবাপন্ন কারু জীবনে কতখানি স্বাচ্ছন্দ্য চলতে পারে। যেমন তিনি কি সম্ভব হলে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করবেন নাকি ট্যাক্সি চাপবেন?'

    - ধরুন কেউ রিলিজিয়াসলি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন, কিন্তু তাতে যে টাকাটা বাঁচে, তা নিজের অ্যাকাউন্টে ব্যাঙ্কেই থাকে, অন্যকে সাহায্য করার জন্য প্রাণে ধরে টাকাপয়সা দিয়ে উঠতে পারেন না। সেই স্পার্টান লাইফ স্টাইলেও কিন্তু কারো কোন লাভ হচ্ছে না
  • aranya | 172.118.16.5 | ১৮ সেপ্টেম্বর ২০১৭ ২০:৪০369500
  • 'Name: কমোডটা

    ভুলবেন না কমরেড। ওখান থেকে শুরু'

    কমোড ভুলবেন না গুরু, ওখান থেকেই শুরু - একটু ছন্দ মিলিয়ে লিখতে হবে তো
  • aranya | 172.118.16.5 | ১৮ সেপ্টেম্বর ২০১৭ ২০:৫৫369501
  • সিএম-এর পর্যবেক্ষণ ঠিকই, তাপসের 'মূল প্রশ্নের সাথে ঋতব্রতর বিশেষ সম্পর্ক নেই। ঋতব্রতর কারণে প্রশ্নটা আবার সামনে এল'
  • lcm | 179.229.10.212 | ১৯ সেপ্টেম্বর ২০১৭ ০২:৪৮369502
  • সিপিএম-এর ওয়েব সাইটে যে কারণগুলো লিখেছে -

    1) continuous leakage of internal party matters and discussions to the media
    2) moral degeneration in relation to women.
    3) serious inconsistencies between his income and expenditure;
    4) lavish life-style incompatible with the member of the Party.

    এর মধ্যে ১নং টা ঠিক আছে, কিন্তু বাকীগুলো তো রিলেটিভ। moral degenration, অর্থাৎ, নৈতিক অধঃপতন - এটা নির্ধারণ করা হবে কীভাবে। আয়-ব্যয় এর অসামঞ্জস্য - কীভাবে মাপা যাবে? 'lavish life-style' - এরই বা মাপকাঠি কী?

    খুবই ঝামেলার ব্যাপার।
  • S | 184.45.155.75 | ১৯ সেপ্টেম্বর ২০১৭ ০৬:২০369503
  • অথচ ভেবে দেখুন বাকি তিনটেই লোকে বেশি চর্চা করবে। ৪ নম্বরটা এক্কেবারেই ভুলভাল। ৩ নম্বরটার জন্য তো ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আছে - কালা ধন ইত্যাদি। ২ নম্বরের জন্য পুলিশ। তবে রিতোকে নিয়ে এত্তোবড় টই বোধয় ও নিজেও ভাবেনি।
  • SS | 160.148.14.148 | ১৯ সেপ্টেম্বর ২০১৭ ০৭:২০369505
  • মজার ব্যাপার হল যারা ঋতব্রত দলের খবর বাইরে লিক করছে বলে গোঁসা করছে তারাই আবার জুলিয়ান অ্যাসাঞ্জকে হিরো মনে করে আর উইকিলিকসকে মাথায় তুলে নাচে।
  • T | 165.69.191.249 | ১৯ সেপ্টেম্বর ২০১৭ ০৭:৩৫369506
  • এইভাবে আরেকটু এগোলেই মিডল ইস্ট, ট্রাম্প, পুতিন এবং তিব্বত।
  • SS | 160.148.14.148 | ১৯ সেপ্টেম্বর ২০১৭ ০৭:৪২369507
  • ট্রাম্পের হোয়াইট হাউসের লেভেলের লিক কি ঋতব্রত পারবে? দেখা যাক, আশায় বাঁচে চাষা।
  • PT | 213.110.242.6 | ১৯ সেপ্টেম্বর ২০১৭ ০৯:২৫369508
  • খি খি | 208.7.62.204 | ১৯ সেপ্টেম্বর ২০১৭ ০৯:৫৭369509
  • আমাদের পেলেয়ারের এলেম দেকেচো মামু? যেম্নি ডিপেন্স তেম্নি আপেন্স, পুউরো টোটাল ফুটবল।
  • PT | 213.110.242.7 | ১৯ সেপ্টেম্বর ২০১৭ ১১:৪৩369510
  • তিনি এতদিন "পার্টি নয়, সেলিম-কারাট কোটারির বিরুদ্ধে" ছিলেন, কিন্তু এখন আস্তে আস্তে পার্টির বিরুদ্ধেই অবস্থান নিচ্ছে, কেননা ঐ বিবৃতিটি সূর্যকান্তর ব্যক্তিগত বিবৃতি নয়!!
  • sm | 52.110.137.187 | ১৯ সেপ্টেম্বর ২০১৭ ১১:৫৮369512
  • উনি তো বহিস্কৃত!ওনার কাছে এখন পার্টির কি মূল্য!পার্টি ই তো বহিস্কার করেছে। এখন ওনার যদি মনে হয় মানহানি ঘটেছে-তো মামলা করতেই পারেন।কোর্ট বিচার করবে তার সারবত্তা কতটুকু।
  • PT | 213.110.242.7 | ১৯ সেপ্টেম্বর ২০১৭ ১২:৫০369513
  • কাগজে ছাপানো কোন খবর থেকেই কোন সিদ্ধান্ত নেওয়া মুশকিল। প্রসেনজিৎ নাকি কারাটের স্নেহধন্য ছিলেন আর ঋতব্রত নাকি ইয়েচুরির........!!
    অন্য রকমের উদাহরণ যে ছিল না তা নয়। ৬ বছর বহিষ্কৃত থাকার পরে নেপালদেব ভট্টাচার্য দলে ফিরেছিলেন। ঋতব্রত কেন যে আবাপ আর রিপাব্লিক টিভির চক্করে পড়লেন কে জানে........ এখন যা বয়েস তাতে খুব সহজেই নেপালদেবের লাইন নিতে পারতেন।
    প্রসেনজিৎ আর ঋতব্রত আর যাই হোন, মোট্টে সফিতুল্য নন। তাঁদের অভাবে পার্টি উঠে যাবেনা মোটেই। কিন্তু প্রসেনজিৎ, সিপিএম পরবর্তী অধ্যায়ে ঋতব্রতর মত নির্বোধ অব্স্থান নেননি। আবাপ বা রিপাব্লিক টিভি কি প্রসেনজিৎকে কখনো আলাদাভাবে ইন্টার্ভিউ করেছে?

    অশোক মিত্র ও বহিষ্কৃত প্রসেনজিতের আলোচনাঃ
    http://indiatoday.intoday.in/story/ashok-mitra-in-conversation-with-prasenjit-bose/1/237608.html
  • sm | 52.110.134.121 | ১৯ সেপ্টেম্বর ২০১৭ ১৪:২৯369514
  • কি মুশকিল !ডাকলেই যেতে হবে নাকি?নেপাল কে ডেকেছে আর অমনি নেপাল গুটি গুটি চলে এসেছে। তাবলে ভুটান কেও ডাকলেই যেতে হবে?
    রেজ্জাক শত্রু শিবিরের মন্ত্রী হয়েছে। এখন পার্টি ডাকলে ফেরত যাবে?
    সমীর সোফি নতুন দল খুলেছিলো। পসন্দ আপনা আপনা।
    রিতব্রত এখন মামলা করবে বলেছে। করুক না । আপত্তি কিসের ?
  • PT | 213.110.242.6 | ১৯ সেপ্টেম্বর ২০১৭ ১৬:৩২369516
  • কি সমস্যা!! সফি আর অন্যন্যদের মধ্যে ফারাকা বুঝতে না পারলে।।।।।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন