এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ঋতব্রত ও সংশয়

    তাপস
    অন্যান্য | ১৩ সেপ্টেম্বর ২০১৭ | ৫৬২৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ২৬ সেপ্টেম্বর ২০১৭ ০৬:৪৯369550
  • প্রতিদিনের 'খবর' দেখে মনে হয়না ডিপ্রেসড। তবে এইসব ট্যুইট ও, কে কোথায় বান্ধবীর সাথে ছুটি কাটাচ্ছে, এসবও খবর হচ্ছে দেখে ডিপ্রেসড লাগে। অবশ্য এক্ষেত্রে হানুদার
    ডিপ্রেশন সংক্রান্ত কনসার্ন লাঘব করার জন্যেই এসব ছাপতে বাধ্য হয়েছে মনে হয়। শুরুই করেছে এভাবে, ভেবেছিলেন ঋত খুবই কাদায় পড়ে, সে গুড়ে বালি, এইভাবে।

    অবশ্য এক্ষেত্রে আনস্টারডামে ছুটি কাটানো ঐ ল্যাভিশ লাইফস্টাইল বা আয়ের সাথে সংগতিহীন ব্যয়ের তালিকায় পড়বে কিনা জানিনা।একজন সাংসদ, যাঁকে সাংসদ হিসেবে পাওয়া বেতনের সিংহভাগ পার্টিকে দিতে হয়, তিনি আনস্টারডানে ছুটি কাটানো আফোর্ড করতে পারেন কিনা, জানা নেই। অবশ্য অন্য সোর্স, অন্যের খরচ হতে পারে।
    এবারে এই বিষয়ে ধন্দটাও বলে ফেলি। আপত্তি ল্যাভিশ লসিফস্টাইল নিয়ে, নাকি কমিউনিস্ট পার্টির সদস্য হলে বাই ডিফল্ট সেটা বাই ডিফল্ট আয়ের সাথে সংগতিহীন ব্যয় হয়ে যায়, কারণ পার্টিকে টাকার বেশিরভাগ দিতে হয়, যত আয় হোক না কেন?
    সেক্ষেত্রে কারুর পারিবারিক সূত্রে প্রাপ্তি বা আয় থাকলেও তা দিতে হয়?

    জীবনযাত্রা নিয়ে প্রশ্ন তোলা হলে, এই প্রশ্নটা খচখচ করতেই থাকে, কারুর যদি বিশাল আয় থাকে, চাকুরি থেকেই, তিনি সেই টাকা জমিয়ে বিলাসী জীবন না কাটালে ঠিক আছে, আপত্তি সেই টাকা খরচ করলে? কারণ বেশি আয় হলে, কেউ নানাপ্রকার খরচ না করা অব্দি আপত্তি দেখিনা। তো কেউ নামিদামি জিনিস না কিনে ব্যান্কে জমাল, কী কী তফাত?
  • π | ২৬ সেপ্টেম্বর ২০১৭ ০৬:৫০369551
  • মানে এগুলো যাকে বলে আমার সংশয় আর কি।
  • h | 194.185.177.155 | ২৬ সেপ্টেম্বর ২০১৭ ০৭:০৫369552
  • ও আমি আবার আমস্টারডাম টা জানতাম না। ঃ-)))))))))))))))

    এ মানে একটু সমবেদনা হল, মাঝে আমস্টারডাম চলে গেল, কি যে করি, ধুর ঃ-))) অবশ্য স্পনসর বা ইনভাইট দেখাতে পারলে সমস্যা হওয়ার কথা না।
  • sm | 52.110.164.119 | ২৬ সেপ্টেম্বর ২০১৭ ০৭:২৪369553
  • ওটা জ্যোতি বাবু ও দেখাতেন।উটি তে দোষ নাই।
  • Ishan | 42.210.218.202 | ২৬ সেপ্টেম্বর ২০১৭ ০৭:৪১369554
  • হবু বৌ নিয়ে গেছে নিশ্চয়ই।
    হবু বৌ এর খবরটাও কাগজ থেকেই পাওয়া। টুইটারে শেয়ারড নাকি। ফলে কুচ্ছো না।
  • Ishan | 42.210.218.202 | ২৬ সেপ্টেম্বর ২০১৭ ০৭:৪৩369555
  • মানে, ডিপ্রেশন কাটাতে হবু বৌ গাঁটের কড়ি খরচা করে আমস্টার্ডামে নিয়ে গেছে, এটাও একটা সম্ভাবনা। হনুর জন্য জানাইলাম। :-)
  • h | 194.185.177.155 | ২৬ সেপ্টেম্বর ২০১৭ ০৮:১৮369556
  • ঃ-))))
  • aranya | 83.197.98.233 | ২৬ সেপ্টেম্বর ২০১৭ ০৮:৩০369557
  • 'তো কেউ নামিদামি জিনিস না কিনে ব্যান্কে জমাল, কী কী তফাত? '

    - এই প্রশ্নটা আমারও। কদিন আগে, সিএম-এর পোস্টের পরিপ্রেক্ষিতে লিখেছিলাম -
    'ধরুন কেউ রিলিজিয়াসলি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেন, কিন্তু তাতে যে টাকাটা বাঁচে, তা নিজের অ্যাকাউন্টে ব্যাঙ্কেই থাকে, অন্যকে সাহায্য করার জন্য প্রাণে ধরে টাকাপয়সা দিয়ে উঠতে পারেন না। সেই স্পার্টান লাইফ স্টাইলেও কিন্তু কারো কোন লাভ হচ্ছে না'
  • aranya | 83.197.98.233 | ২৬ সেপ্টেম্বর ২০১৭ ০৮:৩৪369558
  • ঋতব্রত বাচ্চা ছেলে (হনু-র পোস্টানুযায়ী) শুনে আনন্দ হল, আম্মো তাইলে মাঝবয়েসী-র বদলে যুবা ক্যাটাগরিতে স্থান পেতে পারি :-)
  • aranya | 83.197.98.233 | ২৬ সেপ্টেম্বর ২০১৭ ০৮:৩৬369560
  • সত্যিই অবিশ্যি ঋত-র বয়স জানি না, ফটো দেখে তেমন বাচ্চা বলে মনে হয় না, তবে আদতে বাচ্চা হতেই পারে
  • h | 194.185.177.155 | ২৬ সেপ্টেম্বর ২০১৭ ০৮:৪৬369562
  • ঃ-))))))
  • h | 194.185.177.155 | ২৬ সেপ্টেম্বর ২০১৭ ০৮:৪৬369561
  • এটা তো স্পেকুলেটিভ প্রশ্ন।
  • h | 194.185.177.155 | ২৬ সেপ্টেম্বর ২০১৭ ০৮:৫৯369563
  • 2) moral degeneration in relation to women.
    3) serious inconsistencies between his income and expenditure;

    আইনের দরবারে যেতে গেলে চার্জ হল এই দুটো। বাকি দুটো র এমনি তে হয় আইনের চোখে কোন মূল্য নেই, নতুবা ডেরিভেটিভ মাত্র।

    এবার অভিযুক্ত বলতেই পারে তুমি আমার রেপুটেশনের ক্ষতি করছো বা আমার প্রাইভেসীর ক্ষতি করছো মামলা করবে, আদালাত বিচার করবে। পার্টি র অভিযুক্ত নেতা দের জবাব দিতে হবে।

    মোটামুটি ছেলেটি যা নিজের ডিফেন্সে বলেছে, তার একটা পার্ট ফুল রেটোরিক এবং সে জানে সেগুলো মিডিয়ার কনজাম্পশনের জন্য বলা, আইনের দোরগোড়া অব্দি যাবে না। মানে সে ঐটুকুই পোলিটিকাল। বাকি অভিযোগ প্রাইভেসী আর ডিফেমেশনের, এতো প্রমাণ, প্রসিকিউশন এবং মামলা সাপেক্ষ। তার মধ্যে আবার প্রথম টা নিয়ে যে কোনো পক্ষের ই প্রমাণের সমস্যা থাকার কথা না, কিন্তু ইনভেস্টিগেশন এজেন্সী গুলো-ই পোলিটিকাল কারণে স্ট্যান্ড প্রাইমা ফেসী অ্যাকিউজুজ্ড।

    আর বাকি টা যেটা সেটা তো মহিলারা এগিয়ে এসে আইনের দরবারে কিসু বলা না পর্যন্ত পার্টি ইজ আনসারেবল।

    দুঃখ টিনটে। একটা হচ্ছে, একটা বাচ্চা ছেলে আফটার অল। তার সঙ্গে একটা কথা বলার জায়গা থাকবে না? দ্বিতীয় এই ছেলে তো রাজনৈতিক কথা কিসু বলেই না, আর তিন হল, এত স্ল্যান্ডার, যারা করছে তারা অনেকেই নিজেরাও অল্পবয়সী, মাইরি প্রায়োরিটি নাই?
  • cm | 116.203.92.179 | ২৬ সেপ্টেম্বর ২০১৭ ০৯:৪৪369564
  • বাচ্চা শুধুই বয়সে হয়না ফোলা ফোলা গাল চাই। সব নেতার ময়দানে গা ঘামানো বাধ্যতামূলক হওয়া উচিত।
  • cm | 116.203.92.179 | ২৬ সেপ্টেম্বর ২০১৭ ০৯:৪৮369565
  • শেষ অংশটি মোক্ষম বলেছেন। কিন্তু এই টই এর বক্তব্য সবাই এড়িয়ে যাচ্ছে কেন?
  • Rabaahuta | 132.171.109.47 | ২৬ সেপ্টেম্বর ২০১৭ ০৯:৫৯369566
  • দুঃখ ভোলার জন্যে আমস্টারডাম ভালো জায়গা।
  • lcm | 109.0.80.158 | ২৬ সেপ্টেম্বর ২০১৭ ১০:০০369567
  • দুঃখ পাবার জন্যে কি আলিমুদ্দিন?
  • নেতাই | 175.225.106.70 | ২৬ সেপ্টেম্বর ২০১৭ ১০:১৭369568
  • ঃ)))
  • de | 24.139.119.174 | ২৬ সেপ্টেম্বর ২০১৭ ১০:৪৯369569
  • পাবার না দেবার? ঃ)
  • h | 194.185.177.155 | ২৬ সেপ্টেম্বর ২০১৭ ১০:৫৫369571
  • ঃ-))))))
  • tatin | 213.110.242.4 | ২৬ সেপ্টেম্বর ২০১৭ ১১:৫২369572
  • ঋত হাতে ব্লু হোয়েল এঁকে সেলফি দিক। জমে যাবে।
  • sm | 52.110.174.167 | ২৬ সেপ্টেম্বর ২০১৭ ১৫:৪৩369573
  • ব্লু হোয়েল টা একঘর!
  • SS | 160.148.14.138 | ২৬ সেপ্টেম্বর ২০১৭ ১৮:৪৪369574
  • h,
    ব্যাংক অ্যাকাউন্টের ব্যাপারে পার্টি সংক্রান্ত কোনো দাবী নেই। অ্যাকাউন্ট স্টেটমেন্ট সিপিএম নিয়েছে কি কংগ্রেস নিয়েছে সেটা রেলিভ্যান্ট নয়। আমি বলেছিলাম ঋতব্রতর উচিৎ ব্যাংকের বিরুদ্ধে মামলা করা, কারণ ব্যাংক রুল ভেঙ্গেছে। ল এনফোর্সমেন্ট বা হয়ত ইনকাম ট্যাক্সের ও এক্তিয়ার আছে অ্যাকাউণ্ট স্টেটমেন্ট দেখার। তারা চাইলে ব্যাংককে কমপ্লাই করতে হবে। কিন্তু ঋতব্রতর অজান্তে তার ব্যাক্তিগত অ্যাকাউন্ট স্টেটমেন্ট কাউকে দেওয়াটা সিরিয়াস ব্রিচ। ঋতব্রতর উচিৎ প্রথমে সোশাল মিডিয়া ইউজ করে এই ব্যাংকের কথা সবাইকে জানানো, আর তারপর মামলা।
    আর সিপিএমের সাংসদ হলে যে বেতনের অংশ দলীয় তহবিলে দিতে হয় সেটা জানতাম না। এ তো মর্মনদের টিদে দেবার মত ব্যাপার। ম্যাজিক আন্ডারওয়ার ও আছে নাকি?
  • h | 117.77.76.58 | ২৬ সেপ্টেম্বর ২০১৭ ১৯:২৬369575
  • ঠিক ই বলেছেন ব্যান্ক এর বিরুদ্ধে মামলা ঋতভ্রত করতেই পারেন , কিন্তু উনি তো ব্যা'ম্কের উপোরে রেগে নেইঃ-)))), আর ওনার নিজের ট্রানসপেরেন্সী যদি থাকে তাহলে উনি আর্থিক বিষয়ে মামলা করবেন , আর না থাকলে অন্য মহিলা ইত্যাদি বিষয় টা নিয়ে ডিফেমেশন ইত্যাদি তে যাবেন , ওনার ব্যাপার। পার্টি সদস্য দের নিয়ম হল আয় অনুযায়ী লেভী দিতে হয় এবার আর নিয়ম হল জে টাকা নির্বাচিত প্রতিনিধি রা পান, মন্ত্রী সহ তা'ন্রা সেটা এন্টায়ারলি পার্টিকে দিয়ে দেন , যুক্তি টা হল দুটো , সর্বক্ষনের কর্মী রাই নির্বাচন এ লড়েন তাই অন্য সর্বক্ষনের কর্মী দের মাইনে দেওয়া হয় এই সম্মি কিত রোজগাঅর থেকে। খন এটা ঠিক না ভুল। যুক্তি সেটা নুয়ে তর্ক হতেই পারে তবে পার্টি সদস্য পদ পেতে গেলে এই সব মেনে নিছি বলে ঢুকতে হয়। আনডায়র ওয়ারের ব্যাপারে নিতম চোখে পড়ে নিঃ-)))))), সিপিএম পার্টির বিভিন্ন সময়ের গঠনতন্ত্র কিনতে পাওয়া যায় পার্টির বইয়ের দোকানে তাতে কি আছে আর কি নেই থাকলে কি ভাষা আছে দেখে তর্ক করা যেতে পারে। ওভারল আমার সিপিএম কে অতো গুরুত্ত্বপুর্ন মনে হয় না যে অতো টাইম দেওয়া যাবে
  • h | 117.77.76.58 | ২৬ সেপ্টেম্বর ২০১৭ ১৯:৩২369576
  • একটি ফ্রয়েডিয়ান সহ নানা স্লিপ হলো নিজগুণে মাজ্জনা করবেন।
  • h | 117.77.76.58 | ২৬ সেপ্টেম্বর ২০১৭ ১৯:৩২369577
  • একটি ফ্রয়েডিয়ান সহ নানা স্লিপ হলো নিজগুণে মাজ্জনা করবেন।
  • পাই | 57.29.244.29 | ০৯ অক্টোবর ২০১৭ ০৯:০৮369578
  • কাল ট্যুইটারে চূড়ান্ত ড্রামার কোন আপডেট নেই এখানে? মোদি, মমতাকে ট্যুইট করে ধর্ষণের অভিযোগ? আর বাকি যা হয়েছে, মানে ট্যুইটার থেকে যা ডিলিটেড, বলার যোগ্য নয়। এরকম কাণ্ড এম পি তো দূরের কথা, অন্য কারুর সাথেও হয়েছে কিনা সন্দেহ। যেভাবে পার্সোনাল চ্যাট ছবি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী সহ সারা দুনিয়াকে পাঠানো হয়েছে!
  • সিকি | 158.168.40.123 | ০৯ অক্টোবর ২০১৭ ০৯:৩৮369579
  • কী কেস? কিছুই তো জানি না!
  • de | 69.185.236.53 | ০৯ অক্টোবর ২০১৭ ১১:২৬369580
  • একটু লেখো এখানে -
  • pi | 24.139.221.129 | ০৯ অক্টোবর ২০১৭ ১২:২৮369582
  • টুইটারে candinam আর RitabrataBanerj পরপর দেখতে হবে।

    ২৪ ঘণ্টা, আনন্দেও দেখিয়েছে শুনলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন