এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল বিশ্বকাপ (শকার ব্কার ) ২০১৮

    b
    অন্যান্য | ২৫ এপ্রিল ২০১৮ | ১৩২৬৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | 232312.172.89900.2 | ০১ জুলাই ২০১৮ ১৭:০০376407
  • হাহা, ষাড়ের ল্যাজ পড়ে মনে হলো, এই নাইন টেনে পড়তে আমার ইন্ডিয়ান স্কুল ওফ আর্ট, ওরিয়েন্টাল আর্ট এইসবের দিকে খুব ইসে হয়েছিল, নন্দলাল অবন ঠাকুরদের বইপত্র পড়তাম, তখন বোধয় দেখি নাই ফিরে বেরোচ্ছে ধারাবাহিক, তো ওসব বইতে তুলি বানানোর জন্যে ষাঁড়ের ল্যাজ ছাগলের কান ইত্যাদির লোম দিয়ে তুলি বানানোর বিধান থাকতো, সেসব খোঁজাখুঁজিতে কি ঝকমারি। আর রং বানানোর জন্যে সব বিদঘুটে মাটি পাথর সেসব খুঁজে পাওয়ার কোন সিনই নেই।
  • Tim | 89900.228.0167.253 | ০১ জুলাই ২০১৮ ১৭:০২376408
  • বেড়ালের লোম থেকেও উৎকিষ্টো তুলি হয়। ব্যারালপ্রেমীরা যত রাগই করুন সত্যের পথে আমি অবিচল।
  • r2h | 232312.172.89900.2 | ০১ জুলাই ২০১৮ ১৭:০৭376410
  • আরে না রাগ কর্বে কেন, শিল্প সাহিত্যে বেড়ালের অবদান ও অমরত্ব নিয়ে কি সন্দেহ। দধীচির হাড় দিয়ে বজ্র বানানোতে কি তাঁর ফ্যানক্লাব রাগ করেছিল নাকি।
  • Tim | 89900.228.0167.253 | ০১ জুলাই ২০১৮ ১৭:০৭376409
  • যাই হোক শকারে ফিরে আসা যাক। আমার রাশান কলিগ মুখ চুন করে ঘুরছে আসন্ন বিপর্যয় আঁচ করে। দেখা হলেই বলছে " বাজেভাবে হারবে" সঙ্গে প্রার্থনা, হে ভগ্মান যেন বেশি গোল না খায়"। সেরকম হলে বদ্পুতিনের মুখটা দেখার মত হবে।
  • r2h | 232312.172.89900.2 | ০১ জুলাই ২০১৮ ১৭:০৯376411
  • ফুটবলে বেড়ালের অবদান নিয়ে দু'ছত্র লিখতে টি-কে অনুরোধ করি।
  • | 2345.106.783423.244 | ০১ জুলাই ২০১৮ ১৭:১৩376412
  • হুতো এই টইতে কী করছে? ভাগ এখান থেকে। সিরিকাস বিষয়ে ফাইজলামি!?
  • r2h | 232312.172.89900.2 | ০১ জুলাই ২০১৮ ১৭:১৯376413
  • এহ, ষাঁড়ের থেকে বেড়াল খারাপ হলো কিসে।
    এবার বিশ্বকাপে নাচ গান হলো না? সেই সেবার শাকিরা এলো, আমরা কত পদ্য লিখলাম।
  • Tim | 89900.228.0167.253 | ০১ জুলাই ২০১৮ ১৭:২০376414
  • খেয়াল করলাম গোডিন সেইভাবে উপরে ওঠেইনি। এমনিতে কর্নারের সময় স্পেনের র‌্যামোস, উরুগুয়ের গোডিন ব্রাজিলের থিয়াগো সিলভা এরা ভয়ংকর।

    কাভানির খেলায় প্রচুর উন্নতি হয়েছে। এই বিশ্বকাপেই শুধু না, ক্লাবের হয়েও কাভানি এখন খুবই বিপজ্জনক। পোর্তুগাল কিন্তু কাল বেশ ভালোই খেলেছে। একা রোনাল্ডোর ওপর নির্ভর না করে অন্য কয়েকজনও খুব চেষ্টা করলো। এই দুটো টিমই অনেক ভোগাবে সামনের কিছু বছর সবাইকে।
  • T | 121212.65.2367.156 | ০১ জুলাই ২০১৮ ১৭:২২376415
  • এই যে গান্ধী, এইটা বিশ্বকাপ বাছা। ইপিএল নয়।
  • T | 121212.65.2367.156 | ০১ জুলাই ২০১৮ ১৭:২৬376417
  • বেড়ালের ল্যাজ ও শকার সম্পর্কিত কূট রহস্য যেন প্রকাশ হয়। এদিকে একটু পরেই জাহাজ ধচ্চি। লা রোজা তখন মাঠে নামচে।

    দ্যাক স্পেন, রাশিয়ার কাছে হাল্লে কিন্তু ক্যালাকেলি হবে। রোজ রোজ আঘাত সইতে পারব না। বয়স হচ্চে।
  • T | 121212.65.2367.156 | ০১ জুলাই ২০১৮ ১৭:৩২376418
  • বিশ্বকাপের হুজুগ সিরিজটা ভালো হচ্চে।
  • r2h | 232312.172.89900.2 | ০১ জুলাই ২০১৮ ২০:০৪376419
  • আলতামিরায় ষাঁড়ের গোবর ইতস্তত ফসিল
    ল্যাজ নিয়েছে সূপকারে আর শিং ফুঁকেছে গাজন
    গোল বেঁধেছে আগুন জ্বেলে আদর করে চাকা
    বাইশটিখানা মদ্দ জোয়ান হদ্দ মরা বাঁচা
    অ্যাড্রিনালিন উপচে পড়ে আবেগ থরোথরো
    গোল হলো কি ল্যাং খেলো কে উঠোনটা কি বাঁকা
    কার কখানা জাহাজ হলো কার ক বিঘে ত'শিল
    বিজ্ঞাপনে মদ্য জুতো গেঞ্জি ঘড়ি মাজন।।
    এই বিরতি সোফার গদি এইচডি টিভি প্রস্তুত
    আনমনে এক গঙ্গাফড়িং থাবায় চেপে বাস্তেত।
  • Hrym | 781212.194.9003423.103 | ০১ জুলাই ২০১৮ ২২:২০376420
  • যাক বাঁচা গেলো। এই অখাইদ্য জ্যামিতি-খোর পাবলিকগুলোকে আর সহ্য করতে হবে না। এরা ঘরের মাঠে বল চোর চোর খেলুকগে। আর এদের একটি বাস কিনে দেওয়া হোক।
  • + | 2389.6.673423.10 | ০১ জুলাই ২০১৮ ২২:২৫376421
  • বিরক্তিকর টিকটিকি খেলা গেল!! ১২০ মিনিট ধরে বলচোর খেলে গেল!!
  • দ্রি | 450112.244.8978.180 | ০১ জুলাই ২০১৮ ২২:২৮376422
  • এবং সত্যি কথা বলতে কি আজ স্পেন অসহ্য খারাপ খেলেছে। ৭০% বল পোজেশান নিয়ে একটা পরিস্কার গোলে বল ঢোকাতে পারে নি। যে গোলটা করেছে সেটা বেসিকালি তালেগোলে ডিফেন্ডারের পায়ে লেগে গোলে ঢুকে যাওয়া গোল।

    এর চেয়ে তো ফার্স্ট রাউন্ডে পোর্তুগালের সাথে ভালো খেলেছিল।

    আসলে এরা ওপেন গেমে যত ভালো খেলে ক্লোজড গেম হলে পেনিট্রেট করতে পারে না।

    আমি গ্রুপ ম্যাচে ভেবেছিলাম স্পেনের টিকটিকে ফুটবল একটু কমেছে। আজকের এই ম্যাচ একেবারে কপিবুক টিকিটাকা ফুটবল।
  • | 2345.106.670123.4 | ০১ জুলাই ২০১৮ ২২:৩১376423
  • আজকে খেলা দেখতে যা বোর হয়েছি ওফফ। এমনিতে কোন পছন্দ ছিল না। শেষে বোরস্য বোর হয়ে যা বাবা স্পেন বিদেয় হ - এরকম একটা ভাব এসে গেছিল।
  • দ্রি | 450112.244.8978.180 | ০১ জুলাই ২০১৮ ২২:৪৪376424
  • বাকি রইল ব্রাজিল।

    এবং ইংরাজ।
  • T | 340112.211.0123.205 | ০২ জুলাই ২০১৮ ০১:০১376425
  • গা পিত্তি জ্বলে গ্যালো পুরো। ধুর শালা।
  • T | 340112.211.0123.205 | ০২ জুলাই ২০১৮ ০১:১৬376426
  • দে খিয়া নাকি একনম্বর গোলকীপার! বাল। একটাও পেনাল্টি বাঁচাতে পারে না। ধুসস।
  • + | 2389.6.673423.10 | ০২ জুলাই ২০১৮ ০২:৩৪376428
  • পেনাল্টী আটকানোর খেলাটা দেখলে???
  • netai | 342323.190.3467.170 | ০২ জুলাই ২০১৮ ০২:৩৮376429
  • হুম
  • T | 340112.211.0123.205 | ০২ জুলাই ২০১৮ ০৭:০৯376430
  • ক্রোয়েশিয়া-ডেনমার্ক? নাহ্‌ দেখিনি।
  • T | 340112.211.0123.205 | ০২ জুলাই ২০১৮ ০৭:৪২376431
  • ব্যাপার ক্রমশঃ গ্রীসের ইউরো কাপ জেতার মতন দাঁড়াচ্চে। এদিকে নেপোরা হাসছে খুব। ওরা ভাবছে সবাই সরে পড়লে বাকিটা সোয়ানসি সিটি বনাম এভার্টন জাতীয় ম্যাচ হয়ে দাঁড়াবে।
  • netai | 566712.225.450112.71 | ০২ জুলাই ২০১৮ ১০:৪৬376432
  • জার্মানি আর্জেন্টিনা পর্তুগাল স্পেন যা খেলেছে তাদের বেরিয়ে যাওয়া নিয়ে কান্নাকাটি মানায় না।
    তাও স্পেনের জন্য হার্ডলাক বলা যায়। বাকিদের জন্য তাও নেই।
  • a | 90045.199.4523.233 | ০২ জুলাই ২০১৮ ১৩:১৫376433
  • জার্মানি যা খেলেছে তাতে ওদের পরের বারও খেলতে দেওআ উচিত না
  • Hrym | 891212.185.5678.71 | ০২ জুলাই ২০১৮ ১৩:৩৮376434
  • হার্ড লাক আবার কী? গোটা সময় ধরে এপাশ ওপাশ করে গেলো, শেষে ধপাস। মাঝে ইচ্ছে করছিলো পিছনে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে দিই - তাইলে ছিটকে সামনে যাবে...

    শুধু ওই রামোসটা পেনাল্টি মিস করলে ষোলোকলাপূর্ণ হত। সে যাক, সব ইচ্ছেই কি আর পুরো হয়...
  • Hrym | 891212.185.5678.71 | ০২ জুলাই ২০১৮ ১৩:৪০376435
  • আর এদের বাসে করেও না, একেবারে হাঁটিয়ে হাঁটিয়ে বাড়ি নিয়ে যাওয়া উচিৎ। যত ইচ্ছে এপাশ ওপাশ করতে করতে যাক।
  • + | 895612.125.341212.198 | ০২ জুলাই ২০১৮ ১৪:১৬376436
  • গ্রীসের ইউরো কাপের মত এতটুকুও দাঁড়াচ্ছেনা। ফ্রান্স-উরুগুয়ে বড় টিম, ভালো খেলেছে, জিতেছে। জার্মানী-স্পেন-আর্জেন্টিনা এতটুকুও জেতার মত খেলেনি, ওঠেনি। T দার নেপোরা আজকে বাজে খেললে ফুটে যাবে, কিন্তু কারোর বলা উচিত হবেনা যে মেক্সিকো গ্রীসের মত খেলেছে। কলম্বিয়া যদি ইংল্যান্ডকে হারায়, তাহলেও একই।

    সোয়ান্সি সিটি ভাবলে যে ভাববে তার দোষ, উইগ্যানও পেপের 'মাইটি' ম্যান্শিটিকে হারায়, এবং গ্রীসের মত বাজে খেলা না খেলে।

    মড্রিচকে কাল ২ন্ড আফ থেকে ১১০মিনিট অব্দি খুঁজে পাওয়া যায়নি। তবে ১১৫মিনিটে পেনাল্টি মিস করে আবার টাইব্রেকারে গোল করা হেব্বি চাপের।
  • netai | 566712.225.450112.71 | ০২ জুলাই ২০১৮ ১৪:২৬376437
  • স্পেন জেতার মত খেলেনি। ঠিক। কিন্তু রাশিয়ার থেকে বেটার খেলেছে। তাই হার্ডলাক বলা যেতে পারে।

    ম্যাচের সেরা দশটা পাসের অর্ধেকই মড্রিচের।
    এক্স্ট্রা টাইমের জন্য, ম্যাচ ড্র চললে নির্ধারিত সময়ের শেষ পনের কুড়ি মিনিটে সেই ইন্টেন্সিটি খুঁজে পাওয়া যাচ্ছে না।
  • + | 895612.125.341212.198 | ০২ জুলাই ২০১৮ ১৫:৫৩376439
  • ক্রোয়েশিয়া টিমটা সেকন্ড হাফ থেকে কেমন নেতিয়ে গেছিল। মড্রিচের পাশেই পেনাল্টির সুযোগও এসেছিল। কিন্তু অন্যদিনের মত খেলতে পারেনি (বা ডেনমার্ক ভালো খেলেছেও বলা যায়)। এদিকে আমাদের লভ্রেন পরপর দেড়খানা ম্যাচে ছড়ায়নি। কোয়ার্টার ফাইনাল নিয়ে টেনসন হচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন