এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল বিশ্বকাপ (শকার ব্কার ) ২০১৮

    b
    অন্যান্য | ২৫ এপ্রিল ২০১৮ | ১৩১৬৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | 340112.211.0123.201 | ০৪ জুলাই ২০১৮ ০৬:২৩376473
  • রাণীমা আজই বোধহয় প্যালেসে ডেকে বসবেন। :D
  • Hrym | 891212.185.5678.71 | ০৪ জুলাই ২০১৮ ১০:০৭376474
  • কাল যা খেলা হয়েছে, ঠিকঠাক রেফারি থাকলে গোটাকয়েক লাল কার্ড হত। মাইরি, একসময় মনে হচ্ছিল কলম্বিয়ার প্লেয়াররা রেফারিকে না ক্যালায়। ৭৫ মিনিট ধরে কাঠি করে গেল, শেষ পনেরো মিনিট খেললো (৯০ মিনিটের মধ্যে)।

    পাড়ার্ছেলেদের পেনিট্রেশন খারাপ। শেলভির ঠিকানা লেখা থ্রু-বলগুলো কাজ খুব কাজে দিত - কিন্তু কাল নির্ঘাৎ লাল কার্ড দেখতো (এসব ভেবেই আনেনি, তাই আমার শুরুতে বেশ রাগও হয়েছিলো)। তবে অন্ততঃ বিগ স্যাম স্টাইল কুচ্ছিৎ খেলা খেলছে না। আলি আর স্টার্লিং ইপিএল ফর্ম কিছুটা দেখাতে পারলেও ভালো হত।
  • netai | 566712.225.450112.70 | ০৪ জুলাই ২০১৮ ১০:১৪376475
  • কাল নেপোদের ডাইভ মারা নাটক করা সময় নষ্ট করা এসব বেশ চোখে পড়ল। এসব আগে বেশী দেখেছি বলে মনে পড়েনা। কলম্বিয়া কুস্তি না লড়ে ফুটবল খেললে জিতে যেত।
  • netai | 566712.225.450112.70 | ০৪ জুলাই ২০১৮ ১০:১৫376476
  • আর অতি জঘন্য রেফারি। খেলাটাই নষ্ট করে দিল।
  • Hrym | 891212.185.5678.71 | ০৪ জুলাই ২০১৮ ১০:৫০376477
  • হ্যারি ম্যাকগোয়্যার। ঠাচ্‌ করার আগেই পড়ে গেল। তবে অ্যাশলি ইয়াং ডাইভ মারেনি এইটা বড় ব্যাপার (যদিও উইং ব্যাকে নিয়ে আসার পর সেভাবে চান্স পায় না মনে হয়)।
  • + | 895612.125.341212.198 | ০৪ জুলাই ২০১৮ ১৪:২৯376478
  • দেখেননি ঠিক করে!! অ্যাশলে ইয়ং একবার ডাইভ মেরেছিল, নিজে মেরে ডাইভ মেরে উল্টো ফাউল নিয়েছে। প্রতিভা, চান্স পেয়েছে, ছাড়বে?? কালকের রেফারীটা পুরো ঘেঁটে ছিল। হেন্ডরসনের জায়গাতে ইয়ং বা নেইমার থাকলে নির্ঘাৎ গড়াতে গড়াতে গোলে ঢুকে যেত। হেন্ডারসন বা ডায়ারের জায়গায় শেলভি অনেক ভালো থ্রু বাড়াত, কিন্তু কাল রেড দেখত এটাও ঠিক।

    কলম্বিয়া এরকম কেন শুরু করেছিল জানিনা। যখন খেলছিল (২০-২৫ মিনিট), ভালই খেলেছে।

    Tদা, আমি কেন উচ্ছসিত হব??
  • Hrym | 891212.185.5678.71 | ০৪ জুলাই ২০১৮ ১৫:০৯376479
  • আমার তো মনে হল একদম প্ল্যান করেই করা। পিছনে কাঠি করে বিপক্ষে প্রোভোক করো, যাতে কিছু একটা করে বসে। পেকারম্যান আবার নিজেদের রিসিভিং এন্ডে বলেছে। কোন খেলা দেখছিলো কে জানে।
  • + | 895612.125.341212.198 | ০৪ জুলাই ২০১৮ ১৫:২৪376480
  • কলম্বিয়া ব্রাজিলের সাথেও আগেরবার এটাই করেছিল
  • Hrym | 891212.185.5678.71 | ০৪ জুলাই ২০১৮ ১৫:৩৪376481
  • রাইট। সেইটাতেই নেইমারের পিঠে মারলো।
  • দ্রি | 450112.244.8978.207 | ০৫ জুলাই ২০১৮ ১১:১৪376483
  • উফ্‌, ইংরাজরা উঠিয়াছে। কলাম্বিয়াটা একেবারে অপদার্থ।

    আর জাপান ... হায়। আবার বেলজিয়ান পয়েন্ট অফ ভিউ থেকে দু গোলে পিছিয়ে থেকে লাস্ট ২৫ মিনিটে তিন গোল দিয়ে জেতা এক ম্যাজিকাল এক্স্পিরিয়েন্স।

    বেলজিয়াম টীমটা কিন্তু ভালো।

    শেষে কি ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড, রাশিয়া সেমিতে উঠবে নাকি? রক্ষে কর।
  • Hrym | 891212.185.5678.71 | ০৫ জুলাই ২০১৮ ১১:৪৩376484
  • সেমি ১ঃ ফ্রান্স - ব্রাজিল
    সেমি ২ঃ রাশিয়া - সুইডেন
    ফাইনালঃ ব্রাজিল - রাশিয়া

    মিলায়ে নেবেন।
  • netai | 566712.225.450112.70 | ০৫ জুলাই ২০১৮ ১৩:৩৫376485
  • রাশিয়া ????????
  • বাঙাল | 670112.208.4589.137 | ০৫ জুলাই ২০১৮ ১৩:৪৫376486
  • একটা ম্যাচ ফিক্সিং এর থিওরি নেমে যাক।
  • Hrym | 891212.185.5678.71 | ০৫ জুলাই ২০১৮ ১৫:৫৯376487
  • ফিক্সিং দরকার পড়বে না মনে হয়।
  • + | 895612.125.341212.198 | ০৫ জুলাই ২০১৮ ১৭:১০376488
  • রাশিয়া-ইংল্যান্ড সেমি হলে, ইংল্যান্ড ফ্যানদের কি অবস্থা হবে রাশিয়ায় !!
  • কল্লোল | 7823.63.895612.204 | ০৬ জুলাই ২০১৮ ০৮:৪১376490
  • খুব কৌতুহলোদ্দীপক লেখা মিঠুনের।
    এবার খেলা দেখতে দেখতে বার্বার মনে হচ্ছিলো, খেলাটা যুদ্ধ হয়ে গেছে, বিশেষ করে ফাউলের রকমসকম দেখে। আমি পুরোনো দিনের মানুষ, ইয়ে মানে ৬০ পেরিয়েছে, তাই। আমরা যখন ৮/৯ বছুরে, তখন পাড়ার রাস্তা থেকে লেকের মাঠে এসেছি। "ক্লাব"এ খেলছি। আমাদের ক্লাব মিলন সংঘ। ক্লাবের মাথা নবাদা, ল্যাংচা মিত্রের ছাত্র। ফাউল করলে যাচ্ছেতাই বলতো। একজন তোমায় কাটিয়ে বেরিয়ে যাচ্ছে মানে তুমি হেরে গেছো। হয় হার মেনে নাও, নয় আবার চেষ্টা করো নিয়ম মেনে। তার জন্য অনুশীলন করো, নিজের গতি বাড়াও, যাতে একবার তোমায় টপকে গেলে আবার তাকে তাড়া করে ধরতে পারো। কিন্তু হাত/পা/জার্সি ধরে টনলে তোমার দ্বারা খেলা হবে না, পাড়ার মোড়ে গিয়ে গুন্ডামী করো। এই সব বলতেন ও বসিয়ে দিতেন। ফলে একটা পরিচ্ছন্ন খেলার সংস্কৃতি তৈরী হয়ে গেছিলো আমাদের মনে। আজকের দিনে যখন খেলায় কোটি কোটি টাকা তখন এসব "ফালতু" কথা মনে হতে পারে। তাহলে খেলাটাকে রাগবী বানিয়ে দেওয়া হোক। মনে আছে কোন এক কলকাতা ডর্বিতে গৌতম সরকার মজিদকে আটকাতে না পেরে জার্সি ধরে টানতে গিয়ে মজিদের জার্সি ছিঁড়ে যায়। তার সাফাইয়ে গৌতম বলেছিলেন - ও কি একাই খেলবে আর আমরা দেখবো! আজও এ কথাটা আমার কাছে লজ্জার মনে হয়।
    আমার মনে হয় যে কোন ইচ্ছাকৃত ফাউলে লাল কার্ড দেখানো নিয়ম করে দেওয়া হোক।
  • netai | 566712.225.450112.70 | ০৬ জুলাই ২০১৮ ১১:৪০376491
  • ভালো লেখা টিমদা।

    দুটো কথা
    এক, মেসিকে কি প্লে অ্যাক্টিং করতে দেখা যায়? এক বাক্যে নেইমারের সাথে মেসি নিতান্তই বেমানান।
    দুই, ফাউলের বদলা প্লে অ্যাক্টিং কাটা ঘায়ে নুনের ছিটা। চোরের উপর বাটপাড়ি। যাস্টিফাই করার মানেই হয়্না। উত্তেজিত হওয়া খুবই দরকার ঃ)))
  • lcm | 900900.0.0189.158 | ০৬ জুলাই ২০১৮ ১১:৫৭376492
  • ব্রেজিলকে একটু দেখা গেছে আগের ম্যাচে।

    বক্সের বাঁ দিক থেকে মাথা ধরে আড়াআড়ি ভাবে ডানদিকে যাচ্ছে নেইমার, ডিফেন্ডাররা বক্সের ডানদিকে চলে আসছে, যেতে যেতে হঠাৎ হিল করে পেছ্নে আসা উইলিয়ান-কে বল, উইলিয়ান বল ধরে হ্ঠাৎ গতি বাড়িয়ে কুটিনহো-র পাশ দিয়ে সাঁ করে বক্সের বাঁদিকের কোনে, সেখান থেকে ক্রশ, ততক্ষণে বলের কাছে পৌঁছে গেছে নেইমার - গোল।
    ঐ যে বক্সের মাথায় আকস্মিক হিল, ঐ যে উইলিয়ানের বিদ্যুৎগতি --- ১০ সেকেণ্ডের ঘটনা - উহা ব্রেজিল ।

    এই ক্লিপের ০ঃ৪৯ থেকে ০ঃ৫৯ সেকেন্ড
  • | 453412.159.896712.72 | ০৬ জুলাই ২০১৮ ১২:১১376494
  • "World Cup Football Trivia 2018: মেসি, রোনাল্ডো, নেইমার, বা যেকোনো ফুটবলারই ক্রমশ জড়িয়ে পড়ছেন প্লে অ্যাকটিঙে, ক্যামেরায় ধরা পড়ে যাচ্ছে তাঁদের অভিনয়, হাস্যাস্পদ হচ্ছেন অন্যতম কুশলী খেলোয়াড়েরা।"

    উপরের এই লাইনটা কি টিমেরই লেখা? না কোনও ফুটবল-অগা সম্পাদক জুড়েছে ভূমিকা হিসেবে? যারই লেখা হোক, এই বাক্যে মেসি রোনাল্ডো নেইমার সবাই প্লে অ্যাকটিং করে বোঝাচ্ছে তো।
  • lcm | 900900.0.0189.158 | ০৬ জুলাই ২০১৮ ১২:১৪376495
  • টিম-এর লেখাটা ভাল লাগল।
    তবে এক জায়গায় লিখেছে -- "...তার আগে ১৯৫৮, ১৯৬২ এবং ১৯৭০ এর বিশ্বকাপ দেখার পর থেকে প্রায় গোটা বাংলাই ব্রাজিলের সমর্থক ছিলো। ..." --- তখন আর বাঙালি দেখল কোথায় বিশ্বকাপ, দেখা বলতে তো নুন-শো তে সিনেমা - 'জায়ান্ট্‌স্‌ অফ্‌ ব্রেজিল'।

    মারাদোনা কিছু মার খেয়েছিল ১৯৮২-তে, শেষে রেগে গিয়ে পা চালিয়ে লাল কার্ড দেখে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়ে, মারিও কেম্পে বুকে জড়িয়ে সান্ত্বনা দেয়।
  • | 340112.211.3423.215 | ০৬ জুলাই ২০১৮ ১২:২৭376496
  • যাই বলেন, রোনাল্ডো এই বাজারে ভালোই টিআরপি তুলেছেন :D
  • Hrym | 891212.185.5678.71 | ০৬ জুলাই ২০১৮ ১৩:২০376497
  • বড় স্টারদের নিয়ে অসাধারণ কিছু ট্রোল হয়েছে। বিশেষ করে নেইমার। এগুলো কালেক্ট করেরাখলে হত...
  • কল্লোল | 342323.191.12.166 | ০৬ জুলাই ২০১৮ ১৪:৩৩376498
  • লসাগু। আমরা বিশ্বকাপের খবর পেতাম না, তবে পেলে, গ্যারিঞ্চা, স্ট্যানলি ম্যাথুস, ববি চার্লটন জানতাম। গড়ের মাঠ আর অলিম্পিক নামের কাগজে। তবে তারা যে চুনী বা বলরামের চাইতেও ভালো, তা নিয়ে নিশ্চিত ছিলাম না।
  • Tim | 89900.228.0167.253 | ০৬ জুলাই ২০১৮ ১৬:২২376499
  • সিরিয়াস ফুটবল ফলোয়াররা এই চোটের অভিনয় নিয়ে উত্তেজিত হন না। ক্লিন্সম্যান থেকে শুরু করে অনেক কোচ ও প্রাক্তন খেলোয়াড় এটা স্ট্র্যাটেজি হিসেবেই দেখছেন। একটা বিশ্বকাপে মোট ফাউলের ২৫ পার্সেন্ট ফেক হয়, এটা পেপার লিখে দেখিয়েছেন ইউকের একটা গ্রুপ। নেসেসারি ইভিল হিসেবে মেনে নেওয়াই ভালো। জাস্টিফাই না করেও এটুকু বলাই যায়।
  • Tim | 89900.228.0167.253 | ০৬ জুলাই ২০১৮ ১৬:৪২376500
  • মেসিভক্তরা দুঃখ পাচ্ছে, তাই মেসির নাম অভিনেতাদের তালিকা দিতে মুছে দেওয়া হলো। ঃ-)
  • শাশ্বত | 2345.110.344512.166 | ০৬ জুলাই ২০১৮ ১৬:৫০376501
  • একটি বাল্পনিক ধারাভাষ্য। একটি বাল্পনিক ফুটবল দল, নাম ফ্রাজিল। সব চরিত্রও বাল্পনিক, বলাই বাহুল্য।

    - “খাইমারের পায়ে বল, দ্রুত গতিতে ছুটছেন তিনি বিপক্ষ দলের গোলের দিকে! গোল করবেনই এরম মুখে লেখা! খাইমার আর বল! বল আর খাইমার! কী দারুনভাবে দুজনেই মাঠে গড়াগড়ি খাচ্ছেন। এ দৃশ্য বড়ই দুর্লভ! একজন ফুটবলার শুয়ে শুয়েই বিশ্ববিখ্যাত! এবং....গোল!!!!! না হল না!! হল না!!! বলের আগে নিজেই গোলে ঢুকে গেলেন খাইমার!!”

    - “ফাউল! ফাউল! আবার, আবার সেই খাইমার খেলেন মার! তার ডান পায়ে একটা বড় মাছি এসে পা চিপে দিল! কী অসহ্য যন্ত্রনায় কাতরাচ্ছেন খাইমার! দুষ্টু রেফারি হলুদ কার্ডও দেখালেন না!”

    - “কী সুন্দর দেখতে লাগছে আজ তাকে। কী সুন্দর চুলের কারুকার্য। খাজুরাহোকেও হার মানাবে এমন সুন্দর! এবং চুলের রকমারি রং। আহা! কোথায় লাগে আকাশের রামধনু!”

    - “হার্সেলো বল পেলেন। হার্সেলো বল ছাড়লেন কিন্তু না....আবার মিসপাস। আজ তার পাসের জিপিএস সিস্টেম সম্পূর্ণভাবে অচল! মাথার চুল দেখে মনে হচ্ছে যেন গতকালের ঝড়ঝাপটায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। হয়ত সেই জন্যই জিপিএস’ও বিকল। দেখা যাক হাফটাইমে মেক্যানিক পাওয়া যায় কিনা সব ঠিক করার জন্য।”

    - “হার্সেলো। নতুন উদ্যমে নতুন বল নিয়ে। ক্ষমা করবেন, বলটা পুরনোই। সুন্দর পাস! ফোর্থ রেফারির পায়ে নিখুঁতভাবে বলটি তুলে দিলেন।”

    - “হিসু কি পারবেন আজ প্রমান করতে যে তিনিই ফ্রাজিলের শ্রেষ্ঠ খেলোয়াড়। পারবেন কি তিনি আজ সারা মাঠে ছড়িয়ে যেতে, সবাইকে মোহিত করতে?”

    - “আজ বড্ড রুগ্ন লাগছে শুইলিয়ান কে। মনে হচ্ছে হাসপাতালের বেডে ডাইরিয়ায় আক্রান্ত হয়ে শুয়ে ছিলেন, কেউ জোর করে মাঠে নামিয়ে দিয়েছে।”

    - “আট গোলের স্বপ্ন আজও দেখে ফ্রাজিলের সকল সমর্থক। দেখা যাক ডাইনোসরদের আবার পৃথিবীতে ফিরে আসা আর এই আট গোল, কোনটা আগে হয়।”

    - “খাইমার আজ ড্রামের মধ্যে ঢুকে মাঠে নামছেন। গড়াতে সুবিধে হবে; কিন্তু দুষ্টু রেফারি কি সেটার অনুমতি দেবে? সময়ই তার উত্তর দেবে।”

    - “আজ কোয়ার্টার ফাইনাল। ফ্রাজিল দলের সবার হাতে একটি করে বালজিয়ান চকলেটের প্যাকেট। তারা সবাই ছিঁড়ছেন। দেখা যাক ম্যাচের শেষে কে কার মিষ্টিমুখ করায়।”
  • T | 342323.227.560112.182 | ০৬ জুলাই ২০১৮ ১৬:৫২376502
  • কী বোকা বোকা।
  • Tim | 89900.228.0167.253 | ০৬ জুলাই ২০১৮ ১৭:১৩376503
  • লেখার শেষে "সংগৃহীত" ছিলো? হোয়াটস্যাপে এসেছে?
  • + | 895612.125.341212.198 | ০৬ জুলাই ২০১৮ ১৮:৩৫376505
  • মেসিকে যোগ করতে লোকের এত আপত্তি কেন বুঝিনা, প্লে-অ্যাক্টিং করেনা এমন তো নয়, তবে র‌্যামোসের নাম নেই কেন?

    যাই হোক, সিমুলেসনের কার্ডটা বিশ্বকাপে কেন দিচ্ছেনা? বা রেফারীকে ঘিরে ধরলে কেন দিচ্ছেনা? কোনো রুল করেছে কি?

    আগেরদিন ডেনমার্ক-ক্রোয়েশিয়া ম্যাচে ডেনমার্কের একজন প্লয়ার (নাম ভুলে গেছি, চেঞ্জে নেমেছিল), বক্সে ফাউল হওয়ার পরও কন্টিনিউ করে গেছিল। রেফারী ফাউলও দেয়নি, ভারেও যায়নি। কমেন্টেটর তখনই বলল 'ফেয়ার প্লে'র উদাহরণ হয়ে থাকল এটা। এটা এক্স্ট্রা টাইমের ঘটনা। এই সময়ে পেনাল্টী পেলে টিম জিততে পারত, ও জাস্ট পড়ে গেলেই পেনাল্টী, টিমও হয়ত জিতে যেত। এখন প্রশ্ন হচ্ছে

    ১। ও পড়ে গেল, ভারে গেল, পেনাল্টী পেল, টিম জিতল
    ২। খেলে গেল, পেনাল্টী পেলনা, টিম হারল

    টিমের জন্য কোনটা ভালো?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন