এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল বিশ্বকাপ (শকার ব্কার ) ২০১৮

    b
    অন্যান্য | ২৫ এপ্রিল ২০১৮ | ১৩১৬২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দ্রি | 45900.16.342312.176 | ১২ জুলাই ২০১৮ ০৯:০৯376606
  • আই অ্যাম উইথ গজেশ। লাস্ট বেশ কিছু বছরের মধ্যে এই ইংল্যান্ড টীমটাকে সবচেয়ে ফ্রেশ লাগলো। মিডিয়াটা পুরোপুরি বৃটিশ কন্ট্রোলে হওয়ার জন্য ইংল্যান্ডের কে যে ভালো বোঝা খুব মুস্কিল হয়ে যায়। রুনি, বেকহ্যাম এরা টু আ লার্জ এক্সটেন্ট মিডিয়ার ক্রিয়েশান। দীর্ঘদিন আগে লিনেকারের খেলা ভালো লাগত।

    ক্রোয়েশিয়াকে এফসি। এবং ফাইনালের জন্য বেস্ট উইশেস।
  • | 340112.211.3423.197 | ১২ জুলাই ২০১৮ ০৯:৩১376607
  • কিন্তু এই বিশ্বকাপে ইংল্যান্ডের ১২ টা গোলের মধ্যে মাত্র তিনটে ওপেন প্লে থেকে এসেছে। বাকিসব ডেড বল থেকে। এটা মোটেই ভালো দলের লক্ষণ নয়। আগের ম্যাচগুলো জিতে যাচ্ছিল বলে হয়তো অত নজরে পড়েনি এটা, কিন্তু ক্রোয়েশিয়া ম্যাচটায় ওপেন প্লে-তে অনেক সুযোগ পেয়েও গোল করতে পারলো না বলেই ছিটকে গেল।
  • গজেশ্বর গাড়ুই | 891212.185.5678.71 | ১২ জুলাই ২০১৮ ০৯:৩৭376609
  • ইনফ্যাক্ট, ১৯৯০ এর পর, এই টিমটাকেই ভালো লাগলো। মাঝে জেরার্ড/ল্যাম্পার্ডদের জেনারেশনটা ট্যালেন্টেড হলেও একটা কমপ্লিট টিম কেউ বানাতে পারেনি। রুনি তো মূর্তিমান হাইপ।

    সেকেন্ড পয়েন্টটায় ক। ওপেন প্লে থেকে গোল না করতে পারাটা ফ্যাক্টর। ফার্স্ট হাফেই ৩-০ হয়।

    তবে মিডিয়া পুরো ব্রিটিশ কন্ট্রোল এইটা মানতে পারি না। চেঁচামেচি করে সান, ডেইলি মেলরা। এর বাইরেও মিডিয়া আছে - তারা কিন্তু লজিক্যালিই রিপোর্ট করেছে।
  • lcm | 900900.0.0189.158 | ১২ জুলাই ২০১৮ ০৯:৩৭376608
  • ইন ফ্যাক্ট শুধু ইংল্যান্ড না, আমার তো ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, বেলজিয়াম, ফ্রান্স - সবকটা সেমিফাইনালিস্ট টিমের খেলাই ভাল লেগেছে। প্রত্যেকটা টিমই ভাল। ব্রাজিল-আর্জেন্টিনা-জার্মানি-স্পেন এদের বাদ দিয়েও যে ভালো খেলা হয়, এবারের বিশ্বকাপ দেখালো। ভেরি গুড ওয়ার্ল্ড কাপ।
  • দ্রি | 45900.16.342312.176 | ১২ জুলাই ২০১৮ ০৯:৪৪376610
  • ভালো স্ট্রাইকারের সমস্যা অনেক আদারওয়াইজ ভালো দলেরই দেখলাম। এটা হয়ই। ভালো স্ট্রাইকার পাওয়া ভাগ্যের ব্যাপার। তাই ওদের নিয়ে মাতামাতিও বেশী।

    ডেডবল কনভার্ট করাও এক ধরণের স্কিল। সবাই এটা ইকুয়ালি ভালো পারে না। আর কেউ ভালো পারলে ক্রেডিট টু হিম।

    গোল স্কোরিংএ তো সেটপীস আর ফিল্ড গোলে আলাদা ওয়েটেজ নেই। এবার চালু করলে পারে। ফিল্ড গোলে স্কোর হবে এক। আর সেটপীসে হাফ।
  • দ্রি | 45900.16.342312.176 | ১২ জুলাই ২০১৮ ০৯:৫৩376611
  • এলসিএম, একদম!

    আর এই স্ট্যাম্প মারা ভালো টীম ব্যাপারটা ঠিক পছন্দ নয়। বাঁধাধরা টীমের বাইরে টীম ভালো খেলল, এটা খুবই ভালো কথা। আর ওয়ার্ল্ড কাপে এতদূর এলে দেশে যে একটা উত্তেজনা হয়, ইন্টারেস্ট হয় তাতে নেক্সট জেনারেশান উঠে আসতে পারে, সেটা খুবই ভালো ব্যাপার। (১৯৮৩ তে ক্রিকেটে ইন্ডিয়া যখন জিতেছিল তখন কি আর তেমন ভালো টীম ছিল, কিন্তু ওটার একটা ক্যাটালাইজিং এফেক্ট ছিল)
  • lcm | 900900.0.0189.158 | ১২ জুলাই ২০১৮ ১০:০১376612
  • ক্রোয়েশিয়া-র জনসংখ্যা ৪১ লাখ। রেজিস্টার্ড ফুটবলার ১.১৪ লাখ। ১৭৩২ টি রেজিস্টার্ড ফুটবল অ্যাসোসিয়েশন/ক্লাব।

    আইসল্যান্ডের কোচ একজন দাঁতের ডাক্তার। আইসল্যান্ডের জনসংখ্যা ৩.৩ লাখ, প্রায় ৬০০ জন কোয়ালিফায়েড কোচ আছেন, প্রতি ৮২৫ জন নাগরিকের জন্য একজন কোচ, এরা কেউই পেশাদার নয়, নানা পেশায় যুক্ত, কেউ ডাক্তার, কেউ শিক্ষক। আইসল্যান্ডের কোচ বলেন, "You know the world of football coaches, where you wake up tomorrow and don’t have a job? That doesn't apply to me."
  • | ১২ জুলাই ২০১৮ ১০:০৫376613
  • যাগ্গে বাবা ইংল্যান্ড বিদায় হয়েছে।
  • দ্রি | 45900.16.342312.176 | ১২ জুলাই ২০১৮ ১০:১৩376614
  • এবার আর্জেন্তিনা, ব্রাজিল, জার্মানী, স্পেনকে যত না মিস করলাম, তার চেয়ে বেশী মিস করলাম অপ্পনবাউ, উস্তাদ কেইসি, আকাদা, পিনাকীদা প্রমুখদের যাঁর এই টইতে মোটামুটি রেগুলার ছিলেন।

    তবে এ হওয়ারই ছিল। কালের নিয়ম।
  • sm | 7845.15.9006712.205 | ১২ জুলাই ২০১৮ ১০:২৪376616
  • ইংল্যান্ড হারায় খুব দুঃখ পেলাম।ফাইনালে, ফরাসি দের মুখোমুখি দেখবো বলে মুখিয়ে ছিলাম।ট্রিপিয়ারের গোল টা জাস্ট অসাম!
  • দ্রি | 45900.16.342312.176 | ১২ জুলাই ২০১৮ ১০:৩৫376617
  • ট্রিপিয়ারের শটটা খুব ভাল ছিল। কিন্তু ক্রোয়েশিয়ান গোলির বডিটা যেন প্রপারলি মুভ করল না।

    এনিওয়ে ইংল্যান্ড ফ্রান্সের বদলে খেলবে বেলজিয়ামের এগেনস্টে। ব্রেক্সিটের লড়াই। একদিকে কুচক্রী, দুষ্ট, সর্বগ্রাসী, গুড ডীলে ব্যাগড়াপ্রদানকারী ইইউর রাজধানী ব্রাসেলস, অন্যদিকে অন্যদিকে অন্যায়ভাবে আক্রান্ত লংডং। আমার তো মনে হয় ঐ ম্যাচটা ভালো হবে।
  • sswarnendu | 1234.164.784512.89 | ১২ জুলাই ২০১৮ ১২:০৮376618
  • আগেরবার তিনি নিজে আর তাঁকে হারানো টিম ফাইনাল খেলল, এবার তাঁকে হারানো টীমদুটো ফাইনাল খেলবে। :)
  • + | 895612.125.341212.198 | ১২ জুলাই ২০১৮ ১৪:৩০376619
  • কম্প্লিট টিম কি?? কোন ম্যাচগুলো জিতেছে দেখুন? পানামা-টিউনিসিয়া-সুইডেন-কলম্বিয়া (বেলজিয়াম রিসার্ভ ধরলাম না), কেউ অ্যাটাক করেনি বলে বেঁচে গেছিল। কলম্বিয়া ২ন্ড হাফে অ্যাটাক করতেই হয়ে গেছিল একটু হলেই। কালও ২ন্ড হাফ থেকে অ্যাটাক করেছে ক্রোয়েশিয়া, ইংল্যান্ড নেই হয়ে গেছে।

    হ্যাঁ, টেরি-ল্যাম্পার্ড-জেরার্ডের জেনারেশন জিততে পারেনি কিছু। কিন্তু এই টীম বিশাল ভালো কিছু খেলেওনি। সেট-পিসে অসম্ভব ভালো (কিন্তু সেটাও ঐ ছোট ম্যাচগুলোয়ই, কালকেও ফ্রিকিকটা ছাড়া বাকি কর্ণারে কিছু হয়নি (একটা গোললাইন সেভ ছাড়া) ফোডেন-ব্রিউস্টার দুটো এমন টিমে আছে, যাদের ম্যানেজাররা চান্স দেবে খেলার, কিন্তু যে অনুর্দ্ধ ২১ এর প্লেয়াররা ৩র্ড হয়েছিল তার মধ্যে দেলেআলি-গোমেজ-রাশ্ফোর্ড ছাড়া কেউই খেলার সুযোগ সারাবছর পায়নি।

    সবাই বলে চলেছে টিম হিসেবে খেলছে, টিম হিসেবে খেলছে, কি খেলেছে বলবেন কেউ? সেট-পিসে গোল ছাড়া। মাঝ্মাঠে হেন্ডারসন একটা ম্যাচে কিছু ফরোয়ার্ড পাস বাড়িয়েছে, দেলে আলি ঘুরে বেরিয়েছে, লিঙ্গার্ড-ট্রিপিয়ার একমাত্র চেষ্টা করেছে খেলার, অ্যাসলে ইয়ং তথৈবচ (কর্ণার বাদে)। ডিফেন্সটা ভালো খেলেছে, আর গোলকীপার খুবই ভালো। কাল যদি কয়েক সেকেন্ডের জন্য সুইচফ্ফ না হত (দ্বিতীয় গোলের ব্যাকহেডের সময় ম্যাগুয়ার চুল ঠিক করছিল)। দুই স্ট্রাইকার! একজন ওপেন ম্যাচে ২টো গোল করেছে টিউনিসিয়ার সাথে, আরেকজন প্রচুর ছুটেছে।

    ব্যাস... এইতো টিম।
  • + | 895612.125.341212.198 | ১২ জুলাই ২০১৮ ১৪:৩৬376620
  • ক্রোয়েশিয়া ম্যাচ বের করছে মাঝমাঠে। মড্রিচ সারা মাঠ জুড়ে খেলচে, আর রাকিটিচ অসম্ভব ভালো কভার করছে মড্রিচের ফাঁকা জায়্গা। পেরিসিচ লেফ্ট-এ ফলে এম্বাপের সাপোর্টে পাভার্ড বেশি উঠতে পারবেনা। ফাইনালটা জমে যাবেঃ)

    বিশ্বকাপের শুরুর আগে কেউ যদি বলত যে টিম ফাইনালে খেলবে তার দুজন স্টপার ভিদা-লভ্রেন, লোকে বোধয় পাগল বলত। কাল টিভিতে রয়কীন-গ্যারি নেভিল খুব রেগে গেছিল, লভ্রেন এত কথা বলে রেফারীর সাথে, আর রাফ ফাউল করে বলে, ল্যাজে পাড়া পড়লে অনেকেই চিল্লায়, কিন্তু কীন রাফ ফাউল নিয়ে বলছে শুনে হেব্বি হাসি পাচ্ছিলঃ)
  • sm | 7845.15.788912.97 | ১২ জুলাই ২০১৮ ১৪:৪০376621
  • তবে, ১২০মিনিট একদম এক গতিতে যেভাবে খেললো ক্রোয়েশিয়া ,
    আমি তো আশ্চর্য্য হয়ে গেলাম। আর্জেন্টিনার ম্যাচে ও দেখেছি।
    এতো দম পাচ্ছে কি করে?
  • sm | 7845.15.788912.97 | ১২ জুলাই ২০১৮ ১৫:০৪376622
  • কোন বিশ্বকাপে কোন দল কে অতীতে এতো গতিতে, টানা ১২০মিনিট খেলতে দেখিনি।
    ডাল মে কুছ..
  • গজেশ্বর গাড়ুই | 670112.203.892312.164 | ১২ জুলাই ২০১৮ ১৫:২২376623
  • জেরার্ড/ল্যাম্পার্ড/রুনিরা এদের চেয়ে হয়তো বেশি স্কিলড ছিলো, কিন্তু সাথে ব্যাগেজ হিসেবে অন্য জিনিসও ছিলো। বিশেষ করে রুনির ক্ষেত্রে। এই টিমটার সেটা ছিলো না। কেউই সেলিব্রিটি নয়। সেইটাকেই সম্ভবত টিম হিসেবে খেলার কথা বলছে। সেটা ভুল নয়ও। কেউ তো দাবী করেনি যে খেলায় ফাটিয়ে দিয়েছে। কিন্তু কেউ ইন্ডিভিজুয়াল হিসেবে খেলেনি।

    গার্ডিয়ান খুব স্পষ্টভাবে লিখেছে - প্লেইড টু দেয়ার লিমিটস। বা কলম্বিয়া ম্যাচের পরেও - যে শুধু টিউনিশিয়া/পানামা/কলম্বিয়াকেই হারিয়েছে মাত্র, ওয়ার্ল্ড বীটার নয়।

    কিন্তু হইচইটাকে ২০০৬ অনওয়ার্ডস কনটেক্সটে দেখতে হবে। ম্যাকলারেনের সময় ইউরো কোয়ালিফাই করতে না পারা থেকে ২০১০/২০১৪ এর ইনসিপিড খেলা (উইথ সুপার স্টারস)। কনটেক্সট কমরেড। প্রেক্ষিত।
  • গজেশ্বর গাড়ুই | 670112.203.892312.164 | ১২ জুলাই ২০১৮ ১৫:২৮376624
  • মানে, তুমি মাসখানেক খাওনি, এবার কেউ থালায় সাজিয়ে ডাল-ভাত আর একটু আলুভাজা দিলো...

    মিডিয়ার একাংশ হইচই করে বটে, আবার সেটা নিয়ে খিল্লিও করে। উদাহরণ "হেনম্যানিয়া" শব্দটা।
  • গজেশ্বর গাড়ুই | 670112.203.892312.164 | ১২ জুলাই ২০১৮ ১৫:৩৮376625
  • ইপিএলে আমার টিমটা নিয়ে পার্সেপশন হল যে ওদের ফ্যানদের এক্সপেক্টেশন আনরিয়েলিস্টিক। কেউ ফ্যানদের জিজ্ঞেস করেছে - ভাই তোমাদের এক্সপেক্টেশন কী? বা কেউ বলেছে যে আমরা চ্যাঃলিঃ জিততে চাই? বরং খুব স্পষ্ট করে বলেছে - "উই ডু নট ডিমান্ড আ ক্লাব দ্যাট উইনস, উই ডিমান্ড আ টিম দ্যাট ট্রায়েজ।"

    এক্ষেত্রেও আমার সেরকমই লেগেছে। #ইটসকামিংহোম সত্ত্বেও।
  • গজেশ্বর গাড়ুই | 670112.203.892312.164 | ১২ জুলাই ২০১৮ ১৫:৪০376628
  • ডিঃ আমি কিন্তু এখনো ইতালির ফ্যানই। কিন্তু এই ব্রিটদের নিয়ে সাধারণ পার্সেপশন আর আমার নিজস্ব অভিজ্ঞতা আলাদা বলে এত কথা বলছি। প্লাস, অবভিয়াসলি - পাড়ার ছেলে (পুরনো হলেই বা)।
  • Tim | 013412.126.562323.237 | ১২ জুলাই ২০১৮ ২০:৪৪376630
  • গগাদা (নামটা ক্যামন দিলুম)

    স্টার্লিং কে তুলে নেওয়াটা কি ঠিক সিদ্ধান্ত ছিলো? আমার কিন্তু মনে হচ্চিলো স্টার্লিং থাকার সময়ই ইংল্যান্ডের খেলা অনেক পজিটিভ ছিলো। আর এই হ্যারিকেন! একে নিয়ে এত হইচই কিসের কেজানে!
  • দ্রি | 90090012.195.015623.77 | ১২ জুলাই ২০১৮ ২০:৪৯376631
  • আরে বৃটিশ প্লেয়ারদের একটু হইচই হবেই। তাও ভালো এবার হারার পরে হচ্ছে। গেল কয়েকটা ওয়ার্ল্ড কাপে তো জেতার আগেই হচ্ছিল। এইবার খেলার আগে অন্তত বৃটিশ মিডিয়া নিজেদের প্লেয়ার নিয়ে লো প্রোফাইল ছিল।
  • Tim | 013412.126.562323.237 | ১২ জুলাই ২০১৮ ২০:৫৩376632
  • ঃ-))
  • + | 895612.125.341212.198 | ১২ জুলাই ২০১৮ ২১:০১376633
  • হ্যারিকেন নকাউটে গোল দেননাঃ) চ্যাঃলীগেও দিয়েছেন বলে মনে পড়েনা। স্টার্লিংকে দেখে আমার জেসাসের কথা মনে পড়ছিল। কেউ বলতেই পারে, এফেক্টিভ প্লেয়ার, কিন্তু স্ট্রাইকার হিসেবে খেলে, বিশ্বকাপে ৫-৬টা ম্যাচ খেলে একটাও গোল না দিলে ...

    ইংল্যান্ড ফ্যানেরা শুরুতে এত হইচই করেনি ঠিকই, কিন্তু নকাউটের ফিক্সচারের পর থেকেই বড্ড বাড়াবাড়ি শুরু করেছিল, শুধু ফ্যানই নয়, পুরোনো প্লেয়ারগুলো ও। শিয়ারার-লিনেকারের মত দু-একজন বাদ দিলে সবাই ধরেই নিয়েছিল ফাইনাল তো খেলছিই। পাড়ার সাপোর্টাররাও তাইই করছিল।
  • গজেশ্বর গাড়ুই | 670112.203.892312.164 | ১২ জুলাই ২০১৮ ২১:০৬376634
  • স্টার্লিংকে আমার হেডলেস চিকেন মনে হয়েছে (সবসময়েই হয়)। কন্ট্রোল খুব খারাপ, শুধু স্পীড সম্বল। আর বুক চিতিয়ে দৌড়য় - কন্ট্রোল খারাপ হবার কারণ হতেই পারে।
  • দ্রি | 12900.219.673423.171 | ১২ জুলাই ২০১৮ ২১:৪০376635
  • ফ্যানেদের দোষ ধরে লাভ নেই। বৃহত্তর ফ্যানবৃন্দ সততই মিডিয়ার ব্রডকাস্টের রিপিটারের কাজ করবেন, করেন।
  • SKM | 3478.166.014523.74 | ১২ জুলাই ২০১৮ ২১:৪৪376636
  • এবার ফ্রান্স,বেলজিয়াম ,ব্রাজিল ভালো টীম chhilo
  • Tim | 013412.126.562323.237 | ১২ জুলাই ২০১৮ ২২:০৪376637
  • মজার ব্যাপার হলো, ফ্রান্স ক্রোয়েশিয়া আর ব্রাজিলকে খেললোনা। ইংল্যান্ড তো ফ্রান্স বা ব্রাজিল কাউকেই খেলেনি (খেল্লে কপালে দুঃখ ছিলো)। বেলজিয়ামকেও খেললো যখন ততদিনে সেকেন্ড রাউন্ডে চলে গেছে।, ফলে গুরুত্বহীন ম্যাচ।
  • দ্রি | 897812.175.9003412.122 | ১২ জুলাই ২০১৮ ২২:২৯376639
  • ইংরাজরা তো দূ-উ-রে গিয়া মরিয়াছে। উহাদের আর টিটকিরি মারিও না। বরং এক মিনিটের নীরবতা পালন করিয়া পাপ চুকাইয়া দাও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন