এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল বিশ্বকাপ (শকার ব্কার ) ২০১৮

    b
    অন্যান্য | ২৫ এপ্রিল ২০১৮ | ১৩১৫৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কল্লোল | 342323.191.3467.149 | ০৭ জুলাই ২০১৮ ০৯:০৫376540
  • পুরোনো ভারতীয় দলে (৬২র দলে) একজন সম্পর্কে জানার খুব ইচ্ছে - ইউসুফ খান। । অন্ধ্রের খেলোয়াড়। কোনদিন কলকাতায় খেলেন নি।
    আরেকজনও কলকাতায় খেললেন না - ইন্দর সিং। ব্রহ্মানন্দ রেড্ডি কি খেলেছেন কলকাতায়?
  • Tim | 89900.228.0167.253 | ০৭ জুলাই ২০১৮ ০৯:৪৫376541
  • ইউসুফ খানের মত ফুটবলার মনে হয় ভারতে আর আসেননি। ভয়ংকর ভার্সেটাইল, ইন্ডিয়া আর হায়দ্রাবাদ পুলিশের হয়ে প্রায় দশটা পোজিশনেই খেলেছেন। '৬৩ রোভার্স কাপে স্টপার চোট পেয়ে যাওয়ায় সব ম্যাচ স্টপার পোজিশনেই খেললেন। সেই একই টুর্নামেন্টে অরুণ ঘোষ আর জার্নেলও খেলছিলেন, তাঁরা সেই সময় ইন্ডিয়ার স্টেডি দুই ব্যাক। প্রতিযোগিতার শেষে ইউসুফ খানকে বেস্ট ডিফেন্ডার প্রাইজ দেওয়া হয়েছিলো। ১১-১২ কিমি দৌড়োতে পারতেন ননস্টপ, একজন প্রিমিয়ারশিপের প্লেয়ারের মত দম। অসামান্য ওয়ার্কলোড নিতেন। মোহনবাগান ইস্টবেঙ্গল দুটো দলেরই অফার ছিলো মোটা টাকার। পুলিশ দলের প্রতি দায়বদ্ধতায় আর অন্ধ্র না ছাড়তে চাওয়ায় আসেননি। পুলিশ দলও অবশ্য তখন দেখার মত ছিলো। ইস্টবেঙ্গল মোহনবাগান প্রায়ই হেরে যেত তাদের কাছে, তিনগোল খাওয়ার নজিরও আছে।
    দেশের হয়ে দুরন্ত পারফর্মেন্স ('৬০ রোম অলিম্পিক, ৬২ আর ৬৬'র এশিয়ান গেমস, ৬০ ও ৬৪'র এশিয়ান কাপ) করার জন্য ৬৫ আর ৬৬'র এশিয়ান অলস্টার দলে ছিলেন। '৬৪ সালে এশিয়ান কাপ চলাকালীন বাবা মারা গেলে ইউসুফের মা তাঁকে জানান নি, একটা ম্যাচের পর জানতে পেরেও ইউসুফ ফাইনাল খেলে তারপরই ফিরেছিলেন। দেশের জন্য অসম্ভব দায়বদ্ধতা ছিলো। অর্জুন পুরষ্কার পেয়েছিলেন। পয়সা তেমন ছিলোনা, খেলা ছাড়ার পর স্পটিং করতে আসতেন ডুরান্ডের সময় দিল্লিতে। পারকিন্সন্স ধরেছিলো ষাটের কোঠাতেই। পয়সার অভাবে চিকিৎসা ভালো হচ্ছিলোনা। প্রাক্তন ফুটবলারেরা চন্দ্রবাবু নাইডুর কাছে আবেদন করলে চন্দ্রবাবু সাহায্য করতে চান। কিন্তু বাঁচানো যায়নি। ২০০৬ এর বিশ্বকাপ ফুটবলের সময়ের ঘটনা।
  • Tim | 89900.228.0167.253 | ০৭ জুলাই ২০১৮ ০৯:৫২376542
  • ইউসুফ খানের পছন্দের পোজিশন ছিলো অ্যাটাকিং মিডফিল্ডার। পরে তাঁর রেফারেন্স টেনে বলা হতো, তিনি ছিলেন পুয়োর ম্যান্স রুদ গুলিত। '৬৩ তে হায়দ্রাবাদ পুলিশ ৩-০ হারালো ইস্টবেঙ্গলকে, ইউসুফেরই দুটো গোল, চোখ জুড়োনো ফুটবল খেলেছিলেন। খেলার পরে জানতে চাওয়া হয়েছিলো কি করে এমন খেললেন? ইউসুফ নাকি লাজুক হেসে খালি বলেছিলেন , "খুব ভাগা"।
  • কল্লোল | 342323.191.4523.107 | ০৭ জুলাই ২০১৮ ১১:৫৮376543
  • টিমকে দেখা হলেই ফিস ফ্রাই আর চা।
  • দ্রি | 90090012.249.342323.67 | ০৭ জুলাই ২০১৮ ১২:২৬376544
  • বাবা, টিমবাবু তো এই সেদিনের ইয়ং ম্যান, বাষট্টি সালের গপ্পো জানলি কিকরে? ইউসুফ খানের খেলার ভিডিও আছে কোথাও? খুঁজে দেখবো দাঁড়া।

    ডগলাস কোস্তার খেলা ভালো লাগলো। ব্রাজিলের এই টীমে কিন্তু কয়েকটা জুনিয়ার প্লেয়ার বেশ ভালো খেলে -- উইলিয়ান, কোস্তা। পরের ওয়ার্ল্ড কাপে এরা বড় হবে। নেইমারও হোপফুলি একটু ম্যাচিওর করবে। খেলা ইজ টু নাটকের রেশিওটা একটু বাড়াবে। আই অ্যাম হোপফুল।

    লুকাকুর খেলার মধ্যে দারুণ একটা সাটলটি আছে। খুব একটা ধাক্কাধাক্কি না করেও ক্লোজড স্পেসে খেলতে পারে, দুজন প্লেয়ারের কাঁচির মধ্যে বল রাখতে পারে। আর খুব ফোকাসড পাস দিতে পারে। কিন্তু চেহারাটা একটু ভারী। পুরোটা সময় দৌড়োদৌড়ি করেনা। পিছনে বল গেলে দাঁড়িয়ে থাকে। সে তুলনায় দেব্রুইনের মত প্লেয়ার অনেক বেশী লোড নিয়ে খেলে। কিন্তু পায়ে বল পড়লে তখন লুকাকুর স্পীড বেরোয়। লুকাকু একটা ক্রুশিয়াল রোল প্লে করে। ওর মত প্লেয়ার কাউন্টার অ্যাটাকের একটা জায়গা তৈরী করে। সব প্লেয়ার নেমে খেললে কাউন্টার অ্যাটাকে যাওয়া যায়না। কয়েকটা টীম ইন জেনারাল ডিফেন্ড মোটামুটি করলেও কাউন্টার অ্যাটাক বানাতে পারেনা। আর বেশ জেন্টলম্যান প্লেয়ার মনে হল।
  • কল্লোল | 670112.203.453412.73 | ০৭ জুলাই ২০১৮ ১২:৪৭376545
  • দ্রি। ৬২র ভিডিও? কি জানি। আমি রাশিয়াতে আমাদের খেলার একটা ছোট্ট ক্লিপ পেয়েছি। তাতে অমল দত্তও ছিলেন। মাঠে নয় প্লেনে। তাছাড়া কৃশানুর আগেকার কোন খেলা পাই নি। সুরজিৎ, মজিদ, সুধীর, ভাস্কর কারুর না।
  • Tim | 89900.228.0167.253 | ০৭ জুলাই ২০১৮ ১৭:৩৯376546
  • দ্রি দা,

    নোভি কাপাডিয়ার একটা বই আছে ভারতীয় ফুটবল নিয়ে। সেখানে ইউসুফ খানের কথা পেলাম। ঃ)
  • Tim | 89900.228.0167.253 | ০৭ জুলাই ২০১৮ ১৮:১৫376547
  • নামটা হলো "বেয়ারফুট টু বুটস", পেঙ্গুইন এর বই।

    কল্লোলদা,

    ব্রহ্মানন্দ রেড্ডি কে? যিনি গোলকিপার ছিলেন তাঁর পদবী তো রেড্ডি না। গোয়ার প্লেয়ার ছিলেন। নাকি অন্য কেউ?
  • Tim | 89900.228.0167.253 | ০৭ জুলাই ২০১৮ ১৮:৩০376548
  • skm | 3478.166.014523.74 | ০৭ জুলাই ২০১৮ ১৯:৩৮376550
  • কে ব্রহ্মানন্দ। কলকাতায় খেলে নি। বেস্ট গোলকীপার that time
  • Tim | 89900.228.0167.253 | ০৭ জুলাই ২০১৮ ২০:০৪376551
  • কে ব্রহ্মানন্দ আমি জানি। প্রশ্নটা দেখুন। পদবী অন্য বলে কনফিউশন। আমি ব্রহ্মানন্দর খেলা দেখেছি।
  • h | 2345.110.124512.197 | ০৭ জুলাই ২০১৮ ২০:০৮376552
  • গোয়ার সালগাওকার এর প্লেয়ার সম্ভব, একবার অন্তত ওর জন্য আমরা হয় শিল্ড পাই নি বা সন্তোষ ট্রোফি পাই নি।
  • Tim | 89900.228.0167.253 | ০৭ জুলাই ২০১৮ ২০:১৭376553
  • হ্যাঁ সালগাওকার। গোলকীপার অফ দ্য ডেকেড বলা হতো।
  • Tim | 89900.228.0167.253 | ০৭ জুলাই ২০১৮ ২০:২০376554
  • ইংল্যান্ড যে চান্সগুলো নষ্ট করছে এখন সেগুলোই না ব্যাকফায়ার করে।
  • Tim | 89900.228.0167.253 | ০৭ জুলাই ২০১৮ ২০:২৬376555
  • সন্তোষ ট্রফি, ১৯৮৩, সেবার যুগ্মবিজয়ী হলো বাংলা আর গোয়া গোলশূন্য ড্রয়ের পর। এছাড়াও ১৯৮৮-৮৯ এর ফেডারেশন কাপ চ্যাম্পিয়ান হয়েছিলো সালগাওকার। ব্রহ্মানন্দকে নিয়ে উইকি পেজেই অনেক ইনফো আছে।
    সর্বকালের সেরা দুজন ভারতীয় গোলকীপারের হিসেবে থঙ্গরাজ আর ব্রহ্মানন্দের নাম করা আছে নোভার বইতে। থঙ্গরাজের খেলা দেখিনি।
  • দ্রি | 2390012.160.230112.170 | ০৭ জুলাই ২০১৮ ২০:৩৯376556
  • ব্যাকফায়ারের আর কী আছে? সুইডেনের ফরওয়ার্ডগুলোর মধ্যে তো কোন এনার্জি দেখছি না। এটা ইংল্যান্ড জিতেই যাবে মনে হচ্ছে।

    ব্রহ্মানন্দ আমাদের ছোটবেলার গোলকীপার। থঙ্গরাজ আরেকটু আগের। কিন্তু সেসময় তো খেলা বেশী দেখা হত না। শোনা হত (রেডিওতে), পড়া হত (নিউজপেপারে)। তো ইম্প্রেশানগুলো নিজের চোখে দেখা নয়। মোস্টলি শোনা কথা। তবে ব্রহ্মানন্দ ডেফিনিলিটলি আ স্টার অফ হিজ টাইম।
  • h | 2345.110.124512.197 | ০৭ জুলাই ২০১৮ ২০:৪৬376557
  • skm, ঠিক।
  • h | 2345.110.124512.197 | ০৭ জুলাই ২০১৮ ২০:৪৭376558
  • থঙ্গরাজ লেজেন্ড।
  • sm | 7845.15.7823.251 | ০৭ জুলাই ২০১৮ ২১:৩২376559
  • যাক ,বাবা,ইংল্যান্ড জিতলো। এবার মনে হচ্ছে হাসতে হাসতে বিশ্বকাপ টা জিতবে।
  • Tim | 89900.228.0167.253 | ০৭ জুলাই ২০১৮ ২১:৩৯376561
  • দ্রি দা, সেকেন্ড হাফে সুইডেন অনেক পজিটিভ খেলেছে। তিনটে ভালো সেভ হলো। তবে অব মিলিয়ে ইংল্যান্ড তো দেখছি বেশ ভালোই খেলছে। হাইপ কম বলে হয়ত সুবিধে হচ্ছে।
  • দ্রি | 0189.67.237812.162 | ০৭ জুলাই ২০১৮ ২২:১৩376562
  • ইংল্যান্ড একটা পার্সেন্টেজ ফুটবল খেলে দিচ্ছে। খুব ধারালো নয়। তবে জিতে যখন যাচ্ছে তখন আর প্রবলেম কী?
  • গবু | 670112.203.9003412.53 | ০৭ জুলাই ২০১৮ ২৩:৪১376563
  • হোয়া-তে পেলাম।

    ...রেফারি হেরিল চাহি নেমার আছে পড়ে
    বলটি চরনে তার মুহূর্তের তরে
    হারন্ত ম্যাচটি শেষে মেলি আর্ত চোখ
    “মেসি” বলে ফুকারিয়া পড়িল বালক
    অনন্তপ্রত্যাশাতলে; করিল ভ্রুকুটি
    বারেক হেথা হোথা ভূমিতলে লুটি
    আকাশে ভরসা খুঁজি ডুবিল হতাশে
    “তুলিয়া আনিব তোরে” কহি ঊর্ধশ্বাসে
    ব্রাজিলও মুহূর্তমাঝে ঝাঁপ দিল খালে
    আর উঠিল না - বেলজিয়াম গেল সেমিফাইনালে!!

    কৃতজ্ঞতা স্বীকার: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর
  • গবু | 670112.203.9003412.53 | ০৭ জুলাই ২০১৮ ২৩:৫৪376564
  • আরেক পিস ...

    দুয়ার এটে ঘুমিয়ে আছে পাড়া
    হঠাৎ শুনি লুকাকুর কড়া নাড়া
    নেইমার! পড়ে গেছো!!
  • Netai | 238912.77.672312.255 | ০৮ জুলাই ২০১৮ ০০:১৭376565
  • ঃ)))
  • Tim | 89900.228.0167.253 | ০৮ জুলাই ২০১৮ ০০:৩৪376566
  • প্রথমটা বেশি ভালো ঃ-))
  • গবু | 342323.191.34.116 | ০৮ জুলাই ২০১৮ ০২:৫৬376567
  • রাশিয়া কিন্তু ভালো খেলিয়া পরাজিত বলা যেতে পারে।

    এখন ইংরেজগুলো হারলে হয়, ব্যাটারা সবচেয়ে সহজ রাস্তায় উঠেছে।
  • T | 340112.211.0123.197 | ০৮ জুলাই ২০১৮ ০৭:০৭376568
  • কী ঢপের বিশ্বকাপ হচ্ছে মাইরি, নেপোরা ড্যাং ড্যাং করে সেমিতে উঠে গ্যালো।
  • দ্রি | 1256.15.7856.167 | ০৮ জুলাই ২০১৮ ০৭:৩৪376569
  • ক্রোয়েশিয়া ভালো খেলে সেমিতে উঠল। গ্রুপ ম্যাচে সবকটা জিতলো। ডেনমার্ক, রাশিয়াকে মাথা ঠান্ডা রেখে পেনাল্টি শুটাউটে হারালো। আর কি চাই? ভেরি গুড ফর ক্রোয়েশিয়ান ফুটবল।

    তাহলে কি বেলজিয়াম ইংল্যান্ড ফাইনাল হচ্ছে?
  • T | 340112.211.0123.197 | ০৮ জুলাই ২০১৮ ০৮:০১376570
  • নেপোরা আশা করি দূরে গিয়ে মরবে।
  • দ্রি | 8990012.96.565612.3 | ০৮ জুলাই ২০১৮ ০৮:০৪376572
  • দূর মানে মনে হচ্ছে ফাইনাল। তার আগে মরবে কী?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে প্রতিক্রিয়া দিন