এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ফুটবল বিশ্বকাপ (শকার ব্কার ) ২০১৮

    b
    অন্যান্য | ২৫ এপ্রিল ২০১৮ | ১৩১৫৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • + | 895612.125.341212.198 | ০৬ জুলাই ২০১৮ ১৮:৩৭376506
  • মেসির নাম খুঁজে পেলামনা লেখায়ঃ)

    এরকম দাবিদাওয়া করে ভগবানের বদনাম ওঠানোটা ভক্তকুলের মত হলনা?? ফুটবল-রাজনীতি একই
  • Tim | 89900.228.0167.253 | ০৬ জুলাই ২০১৮ ১৯:২৪376507
  • চোটের জন্য কাভানি নেই। ধুস।
  • + | 895612.125.341212.198 | ০৬ জুলাই ২০১৮ ২০:৫৪376508
  • কাল বাবলুদা লিখবে এরকম গোল খাওয়ার থেকে কল্যাণ চৌবের কাছে প্রশিক্ষণ নিতে পারত!
  • + | 895612.125.341212.198 | ০৬ জুলাই ২০১৮ ২১:০৩376509
  • আগের বিশ্বকাপে নেইমারও বাচ্ছা ছিলো (২২ বয়েস), তাতেও ওর প্লে-অ্যাক্টিং নিয়ে কম খিল্লি হয়নি। আজকের বিষ্ময়বালককে নিয়ে কে কতবার কি কি ট্রোল বানায় দেখতে হবে
  • Tim | 89900.228.0167.253 | ০৬ জুলাই ২০১৮ ২১:৩০376510
  • হ্যাঁ, একদম
  • T | 340112.211.0123.197 | ০৬ জুলাই ২০১৮ ২১:৩৫376511
  • তাই! মেসি প্লে অ্যাকটিং করে? মাইরি। রোনাল্ডো ভক্তদের এই সত্যিটা মানতে এত অসুবিদে ক্যানো।
  • দ্রি | 7890012.231.122323.211 | ০৬ জুলাই ২০১৮ ২১:৩৯376512
  • টিমবাবু এইটা বোধহয় ঠিক করলেন না। জনগণের দাবীতে নিজের বক্তব্য রিট্যাক্ট, এটা না করলেই হত। ছোটবেলায় মেসি দিব্যি প্লে-অ্যাক্টিং করতেন। তবে নাটকে নেইমার, রবেন এরা অব্শ্যই শ্রেষ্ট। ছোটবেলায় রোনাল্ডোও কম ছিলেন না। এখন তো একটু কমেছে দেখলাম। আর প্লে-অ্যাক্টিং তো বেআইনী কিছু না। রেফারী আছে কী করতে। জাজ করবে। খুব বেশী টাইম ওয়েস্ট করলে ইয়েলো কার্ডেও প্রভিশান আছে।
  • দ্রি | 7890012.231.122323.211 | ০৬ জুলাই ২০১৮ ২১:৪৪376513
  • আজ কাভানি খেললো না। উরুগুয়ে বেরিয়ে গেলো। সুয়ারেজকে ক্লান্ত লাগলো। বয়সের ভারে ন্যুব্জ। মুভমেন্ট স্লথ।

    এনিওয়ে, পরপর তিন ওয়ার্ল্ড কাপে তিনজন ভালো স্ট্রাইকার উপহার দিল উরুগুয়ে। ফোরল্যান, সুয়ারেজ আর কাভানি।

    তবে পরের ওয়ার্ল্ড কাপে শাইন করবে দুই কালো - ফ্রান্সের মাবাপ্পে আর ব্রাজিলের উইলিয়ান।
  • Tim | 89900.228.0167.253 | ০৬ জুলাই ২০১৮ ২১:৫২376514
  • বক্তব্য ঠিক রিট্র্যাক্ট করিনি। মেসি গত কয়েকবছরে প্লে-অ্যাক্টিং খুব কমই করেছে, তাকে ঐ ভূমিকায় ঠিক পয়েন্ট আউট করতেও চাইনি। খানিকটা রিফ্লেক্সেই বাকি দুজনের সাথে নামটা জুড়ে গেছে। আমি বরং মনে করি মেসির মত প্লেয়ারকে অনেক সময়ই নিজেকে বাঁচানোর জন্যই অ্যাক্টিংটা করাই উচিত। গান্ধি সুন্দর লিখেছে টিমের জন্যও সেটা ভালো।

    প্লে-অ্যাক্টিং একেবারেই বেআইনী মনে করিনা। ফিফা যদি মনে করে অভিনয় বেশি হচ্ছে তাহলে তাদের এটাও ঠিক করে দিতে হবে রেফারি কতটা কড়া হবে মারাত্মক ফাউলের ক্ষেত্রে। আজকেই খেলা দেখার সময় নোট করছিলাম ফাউলের ধরণ, কিভাবে দুটো পায়ের একটা বল ক্লীয়ার করতে আর দ্বিতীয় পা আঘাত করতে ব্যবহৃত হচ্ছে (উরুগুয়ে করছিলো শুরুর দিকে)। এতে করে উইথ দ্য বল ট্যাকলও করা হলো ফলে কার্ডের ভয় কম থাকলো, আবার তেমন তেমন হলে ভালো চোট করে দেওয়ার সম্ভাবনাও বাড়লো। ফুটবল থেকে নান্দনিকতা, গতিশীল আক্রমণ, স্কিল এসব হারিয়ে যাবে এইসব বন্ধ না হলে। প্লে-অ্যাক্টিং করে যদি এইসব ফাউল করার প্রবণতা কমে তাহলে আমার তাতে আপত্তি নেই।
  • দ্রি | 7890012.231.122323.211 | ০৬ জুলাই ২০১৮ ২১:৫৭376517
  • আর এই জামা প্যান্ট ধরে টানাটানি। হ্যাঁ এবারে এটা খুব চোখে লাগলো। আসলে আমার মনে হয় এসব বরাবরই ছিল। আজকাল কাভারেজ খুব ডিটেলড হয়েছে। অনেক অ্যাঙ্গল থেকে ক্যামেরা আছে। খুব ক্লোজাপ দেখাচ্ছে। এইচডি রিজলিউশানে। বড় স্ক্রীনে। ব্যাপারটা খুব চোখে পড়ছে। বলের কাছে, বল থেকে দূরে জামা ধরে টানাটানি। এত ক্লোজাপ আগে দেখিনি।

    ১৯৮৬ সালে যদি ভার থাকত, ইংল্যান্ডের এগেনস্টে ম্যারাদোনার ফার্স্ট গোলটা হতনা। ম্যারাদোনা ইয়েলো কার্ডও দেখতে পারত। টেকনোলজি ক্যান মেক আ ডিফারেন্স।
  • netai | 781212.96.453423.141 | ০৬ জুলাই ২০১৮ ২১:৫৮376518
  • এবারো দুটো কথা

    এক, "সিরিয়াস ফুটবল ফলোয়াররা এই চোটের অভিনয় নিয়ে উত্তেজিত হন না"। অভিনয় তো ভালোবেসে বলা। এটা তো আসলেই প্রতারণা। প্রতারণা কেন সিরিয়াস ফুটবল ফলোয়ার হওয়ার "আবশ্যিক" শর্ত হবে। ম্যাথাউস স্মাইকেল মারাদোনা অনেকেই থেকে শুরু করে অনেক কোচ ও প্রাক্তন খেলোয়াড় কিন্তু প্রত্যক্ষে পরোক্ষে এর নিন্দা করেছেন।

    দুই, মেসিভক্ত দাগিয়ে দেওয়া নিয়ে। প্লে অ্যাক্টিং নিয়ে কথা হলে রোনাল্ডো নেইমারের সাথে মেসি যাস্ট আসেনা। মানে কোনো না কোনো উদাহরন হয়ত পাওয়া যাবে। কিন্তু অমিতাভ শাহরুখের সাথে একসাথে চন্দ্রচুড়ের নাম একটু বিসদৃশ্য লাগে। আর কিছুনা।

    এ প্রসঙ্গে আরেকটু ক্থা। আমি কিন্তু সেই ২০০০ ইউরো কাপ থেকে রোনাল্ডো ভক্ত। মেসির খেলা অপছন্দ এক্দমই করিনা। কিন্তু ভক্ত নই। আর নেইমারের খেলাও দারুন লাগে। কিন্তু অভিনয় নয়। আরেক প্রখ্যাত অভিনেতা রবেনের "খেলা" খুব পছন্দ করতাম। রিভাল্ডো নিয়েও তাই।
  • netai | 781212.96.453423.141 | ০৬ জুলাই ২০১৮ ২১:৫৯376519
  • নতুনদের মধ্যে এমবাপেকেও ভালো লাগে। কিন্তু আজকের অ্যাক্টিং ও পুরস্কার হিসেবে হলুদ কার্ড একেবারে যুক্তিযুক্ত।
  • Tim | 89900.228.0167.253 | ০৬ জুলাই ২০১৮ ২২:০১376520
  • এক্কেবারে ঠিক। কতগুলো অ্যাঙ্গেল ভাবো। সেকেন্ড গোলটা কেন হলো সেটা এখন জলের মত পরিষ্কার।
    আবার জিরু তো গোডিনের প্যান্ট খুলেই দিচ্ছিলো। ওটা পেনাল্টি হওয়ার কথা। এগুলো এত অ্যাঙ্গেলে ক্যামেরা না থাকলে জানাই যেতনা।
    তবে ফ্রান্স খুব ডিসিপ্লিনড ছিলো আজকে। গ্রীজম্যান পোগবা ব্যাপক খেলেছে।
  • lcm | 900900.0.0189.158 | ০৬ জুলাই ২০১৮ ২২:০২376521
  • জামা-প্যান্ট ধরে টানাটানি, চোরাগোপ্তা ধাক্কা-আঘাত, কানের কাছে এসে গালাগাল, ভিড়ের মধ্যে ধাক্কা, প্রতিপক্ষের কাধের ওপর ভর দিয়ে হেড, প্লে অ্যাক্টিং, অভিনয়্গুণে তিল-কে তাল... ... ... এসব ছিল, আছে, থাকবে। এর মধ্যে দিয়েই খেলা হবে।
  • netai | 781212.96.453423.141 | ০৬ জুলাই ২০১৮ ২২:০৩376522
  • আর প্লে অ্যাক্টিং যারা পছন্দ করেন তাদের স্মরণ করিয়ে দিই -"চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন করা যায় না"
  • netai | 781212.96.453423.141 | ০৬ জুলাই ২০১৮ ২২:০৬376524
  • স্মাইকেল দেখলাম বাংলা ধারাভাষ্যে বলছে। ছোটোবেলায় মনে হয় শেমিসেল পড়েছি। কে জানে কোনটা ঠিক
  • দ্রি | 7890012.231.122323.211 | ০৬ জুলাই ২০১৮ ২২:০৬376523
  • হ্যাঁ, কায়দা করে ট্যাকটিকাল ফাউল এসব আগেও ছিল। শুধু এত ডিটেলড ক্লোজাপ দেখা যেত না। এবং আরো একটা জিনিষ মনে হয়। সব ফাউল ঠিক ইচ্ছাকৃত নয়। বল কাড়াকাড়িতে দুজনে দুজনের দিকে ছুটলে একজন আগে পৌঁছবেই। যে পরে পৌঁছবে সে ধাক্কা মারবে, এটা হবেই। ফুটবল কন্ট্যাক্ট গেম। সবাই বাঁচিয়ে বাঁচিয়ে খেললে খেলায় যথেষ্ট প্রাণ আসেনা। এবং স্লোমোশানে অনেক সময়ে অনিচ্ছাকৃত ফাউলকে ইচ্ছাকৃত লাগে। আমার মনে হয় রেফারী, যে ঘটনার কাছে আছে হি ইজ দা বেস্ট জাজ। তারপর ভুঅভ্রান্তি হবেই। কিন্তু ইম্পার্শিয়াল থাকলেই হল। কখনো এরদিকে ভুল হবে, কখনো ওরদিকে ভুল হবে। কিন্তু মাঝেমাঝে পার্শিয়ালিটি হয়। সেটা প্রবলেম্যাটিক।
  • netai | 781212.96.453423.141 | ০৬ জুলাই ২০১৮ ২২:১২376526
  • মাইন্ড রিডার না থাকলে সত্যি বোঝা মুশকিল কোনটা কতটা ইচ্ছাকৃত ফাউল আর কোনটা কতটা ইচ্ছাকৃত অভিনয়। কোনো কোনো ক্ষেত্রেই তো জলের মত পরিস্কার। আজকেই এমবাপের অভিনয়টা যেমন। এগুলোর ঠিকঠাক শাস্তি হওয়া উচিৎ। দরকার হলে ম্যাচের পর। এ বিধান বোধয় আছে। ব্যবহার তেমন হয় না। মনে পড়ে ৯৪ লিওনার্ডোকে চার ম্যাচের জন্য সাসপেন্ড করাহয়েছিল ইছাকৃত ফাউলের জন্য।
  • দ্রি | 7890012.231.122323.211 | ০৬ জুলাই ২০১৮ ২২:১২376525
  • খুব ভালো ডজও আসলে এক ধরণের প্রতারণা।

    রেফারী প্রতারিত না হলেই হল। কেউ ডাইভ মারলে কি রেফারী, কি দর্শক কেনই বা সঙ্গে সঙ্গে বিশ্বাস করবে তাকে কেউ মেরেছে?
  • দ্রি | 7890012.231.122323.211 | ০৬ জুলাই ২০১৮ ২২:১৮376528
  • সেই। যা আইন আছে সেটা ইম্প্লিমেন্ট করলেই হয়।

    এরপর পড়ে থাকে ইম্পার্শিয়ালিটি।
  • Tim | 89900.228.0167.253 | ০৬ জুলাই ২০১৮ ২৩:০৯376529
  • শাস্তি হোক না, প্রতারণার জন্য নেইমারের তেড়ে শাস্তি হলে আমি খুশিই হবো। আমার খালি বক্তব্য প্লে-অ্যাক্টিং এর চালাকি আর মারাত্মক ফাউল দুইই সমান নিন্দনীয়। কড়া শাসন, পোস্ট গেম কার্ডিং এসব হোক না।
    কিন্তু এসব কিছুই হবেনা।
  • pi | 7845.29.784523.193 | ০৬ জুলাই ২০১৮ ২৩:৪৯376530
  • একি!
  • pi | 7845.29.784523.193 | ০৬ জুলাই ২০১৮ ২৩:৫৯376531
  • একজন লিখেছে, বুকটা টিনটিন করে উঠল!
  • Tim | 89900.228.0167.253 | ০৭ জুলাই ২০১৮ ০০:০৫376532
  • কি ভালো গোল সেকেন্ডটা।
  • দ্রি | 568912.220.120112.45 | ০৭ জুলাই ২০১৮ ০১:৩২376533
  • এই প্রিমনিশানটাই হচ্ছিল। এর সাথে এও মনে হচ্ছে ইংল্যান্ড আর রাশিয়া উঠবে।
  • দ্রি | 568912.220.120112.45 | ০৭ জুলাই ২০১৮ ০১:৩৪376534
  • সেকেন্ড হাফে ব্রাজিল ভালো খেলেছে। গুচ্ছ মিস করেছে। আর বাকিটুকু বেলজিয়ামের কোতুয়া।
  • দ্রি | 568912.220.120112.45 | ০৭ জুলাই ২০১৮ ০১:৫৩376535
  • আর বেলজিয়ামের কোচটা মনে হয় ফেশিয়াল করে এসেছিল। কী চকচক করছিল!
  • lcm | 900900.0.0189.158 | ০৭ জুলাই ২০১৮ ০২:০৯376536
  • ব্রেজিল-ও হারল, তার মানে এবার কাপ ইউরোপে যাচ্ছে।

    যে দেশ গুলো ওয়ার্ল্ড কাপের ফাইনাল রাউন্ডের ৩২ টিমের মধ্যে গেছে, বিশেষ করে ইউরোপের টিমগুলো, তাদের মধ্যে ফারাক কমে আসছে। ইউরোপের ১৩টা টিম ফাইনাল রাউন্ডে, এদের মধ্যে মানের ফারাক উনিশ-বিশ। ইতালি, নেদারল্যান্ড্‌স্‌ - যেখানে এই ১৩ টিমের মধ্যে ঢুকতে পারে নি।
  • Tim | 89900.228.0167.253 | ০৭ জুলাই ২০১৮ ০২:১৬376537
  • রাশিয়া আর ইংল্যান্ডের চান্স ক্রমশ বাড়ছে। অবশ্য নেপোরা কালই হেরে যেতে পারে। আর রইলো ফ্রান্স।

    আজ খেলা শেষে বেলজিয়ামের সেলিব্রেশন দেখে খুব ভালো লাগছিলো। এদের পরের খেলায় যাই হোক, আজকের খেলা ইতিহাসে ঢুকে গেল।

    ফার্স্ট হাফে ব্রাজিল রীতিমত দাঁড়িয়ে গেছিলো গোলটা খেয়ে। সেকেন্ড হাফেও ডগলাস কোস্তা নামার আগে তাগিদ দেখা যায়নি। সম্ভবত ব্রাজিলের জেতার তেমন প্রয়োজন নেই আর। খেলাধুলোয় খিদেটা বড়ো জিনিস।

    কল্লোলদা একটা ইন্টারেস্টিং কথা বলেছে (পুরোনো ভারতীয় দলের সম্পর্কে)। আমি অনেকটাই একমত, বইপত্রে সেরকমই লিখেছে। পরে সময় পেলে লিখবো সেইসব।
  • কল্লোল | 342323.191.3467.149 | ০৭ জুলাই ২০১৮ ০৮:৪৬376539
  • জয় সেন্ট লরেন্সের জয়। ওফ লুকাকু। প্রেমে পড়ে গেলাম। গেঁজে না গেলে পরের কাপে কাঁপাবে। তার আগে ইউরো আছে না? এবং অবশ্যই এমবাপে।
    আমি এই দুজন কে এক ক্লাবে দেখতে চাই। ফাটিয়ে দেবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন