এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আচার আচরণ


    অন্যান্য | ২৪ এপ্রিল ২০১৮ | ১০৫৭২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৪ এপ্রিল ২০১৮ ১৯:১৪376840
  • কার কার বাড়িতে কোন ঠাকুরের মূর্তি নেই, পূজো আচ্চা হয় না, কেউ মন্দিরে যায় না, কোন তিথি নক্ষত্র কোনভাবেই মানা হয় না, পূজোর জন্য ধূপ ফুল ইত্যাদি কেনা হয় না, বিয়েতে অন্নপ্রাশনে গৃহপ্রবেশে শ্রাদ্ধে কোন ধর্মীয় আচার আচরণ অনুষ্ঠান কোনকিছুই মানা হয় না? শুধু সাধারণ মনুষ্য জীবন যাপন করেন? তাহলে কে কে আছেন সম্পূর্ণ ধর্মের বাইরে? তাহলে তো বলতে পারব পৃথিবী থেকে ধর্ম সম্পূর্ণ বিদায় হোক।
  • I | 57.15.152.26 | ২৪ এপ্রিল ২০১৮ ২১:৫৯376867
  • আমি ।
  • de | 192.57.67.83 | ২৪ এপ্রিল ২০১৮ ২২:০৪376878
  • আম্মো - সচেতনে কোন ধর্মীয় আচার পালন করিনা -
  • dd | 59.205.219.189 | ২৪ এপ্রিল ২০১৮ ২৩:০২376889
  • আম্মো
  • tania | 165.57.254.1 | ২৫ এপ্রিল ২০১৮ ০০:৫৯376900
  • ঠাকুরের মূর্তি আছে। গনেশ, দুর্গার মুখ এটসেটরা। গিফ্ট পাওয়া। বাকি সবেতেই আই, ডিডি এবং দে র মত।
  • | 203.113.48.9 | ২৫ এপ্রিল ২০১৮ ১০:১৮376911
  • আমিও আমিও।
  • lcm | 109.0.80.158 | ২৫ এপ্রিল ২০১৮ ১০:১৯376922
  • সজ্ঞানে ধর্মীয় বাতসা, মঠ, লাড্ডু, শসার কুচি, খেজুর... থেকে, লুচি, খিচুরি, মাংস, পোলাও, পেড়া, গুজিয়া... খেয়ে থাকি।
  • dd | 193.82.16.65 | ২৫ এপ্রিল ২০১৮ ১০:২০376933
  • তব আমি soft নাস্তিক। পান্নালালের শ্যামা সংগীত শুনতে খুব ভালো বাসি। ঐ একটু রাতের দিকে।
  • lcm | 109.0.80.158 | ২৫ এপ্রিল ২০১৮ ১০:২৬376944
  • মি-টু --- একটু লো ভল্যুমে সুরেলা ধর্মীয় গানবাজনা, সমবেত সঙ্গীত (চেঁচামেঁচি নয়) ---- তবে, ধর্মীয় সিনেমা (বাবা-তারকনাথ থেকে জয়-সন্তোষী-মা) দেখতে ভাল্লাগে না, পিকচার-এর তো ভল্যুম বাটনও থাকে না।
  • dc | 132.164.42.75 | ২৫ এপ্রিল ২০১৮ ১০:৩১376841
  • আমার বাড়িতে কয়েকজন ঠাকুরের মূর্তি আছে, একটা ছোট কাঠের মন্দির মতো, তার মধ্যে রাখা। মা আমাদের সাথে থাকলে রেগুলার পুজো করে, মা না থাকলে স্ত্রী মাঝে মাঝে পুজো করে। মা যখন কলকাতার বাড়িতে থাকে তখন সেখানেও পুজো করে। এছাড়া একটা দক্ষিণাবর্ত শংখ আছে, সেটা আমার ঠাকুর্দাকে এক সাধু দিয়ে গেছিল, সেটার আলাদা করে পুজো করা হয়। তাছাড়া সরস্বতী পুজোও হয়, মেয়ে আর স্ত্রী উৎসাহ নিয়ে কাগজের শেকল টেকল বানায়, প্রসাদ জড়ো করে, তারপর য়ুটুবে মন্ত্র চালিয়ে সেটাকেই ফলো করে।

    আমি ছোটবেলার পর থেকে কখনো মন্দিরে ঢুকিনি, তবে বেড়াতে গিয়ে ফেমাস সব মন্দির, মসজিদ আর চার্চে ঢুকে দেখেছি। বাড়ির কোন পুজোতেই অংশ নি না, তবে প্রসাদ অবশ্যই খাই। অনেকবার পুজো শেষ হবার আগে চুরি করেও খেয়েছি। মা আর স্ত্রী দুজনকেই কয়েকবার বলেছি পুজো করা ছেড়ে দিতে, তবে বন্ধ করার জন্য জোর করিনি। মেয়েকে যতোটা সম্ভব বোঝাই যে এগুলোর কোন মানে নেই, দেখা যাক কি হয়।
  • dc | 132.164.42.75 | ২৫ এপ্রিল ২০১৮ ১০:৩২376852
  • আর গানবাজনার মধ্যে আমার মেটাল ছাড়া সেভাবে আর কিছু ভাল্লাগে না, তবে এদিক ওদিক কয়েকতা গান মাঝে মাঝে ভাল্লাগে।
  • lcm | 109.0.80.158 | ২৫ এপ্রিল ২০১৮ ১০:৩৮376859
  • আমি অনেক মন্দির, মসজিদ, গির্জা-তে ঢুকেছি। খোলা পেলে ঢুকে যাই।
    আম্রিগার হিন্দু মন্দির, শিখ গুরদোয়ারা, মসজিদ-এ -- ঠিক সময় যেতে পারলে হেব্বি খাওয়া দাওয়া - সব ফ্রি -- আর সে কি কোয়ালিটি - খাঁটি ঘিয়ে ভাজা -
  • dc | 132.164.42.75 | ২৫ এপ্রিল ২০১৮ ১০:৪০376860
  • নাঃ এখানে কোন মন্দির টন্দিরে ওরকম খাওয়ায় না, নাহলে তো সারা দিনরাত মন্দিরে-মসজিদ-গুরুদোয়ারাতেই পড়ে থাকতাম ঃ(
  • | 144.159.168.72 | ২৫ এপ্রিল ২০১৮ ১০:৪৪376861
  • না বাপু আমার ঠাকুর বাকুরের মুর্তি, শঙ্খ চক্র গদা পদ্ম, দুগগাপুজো নিয়ে নষ্টলজি, ধুপধুনো গুগগুল কিস্যু নাই।

    আমার মা পুজো করত, এখনও করে উঠতে পারলে। আমি আর আমার ভাই একেবারেই উল্টোপথে চলি। যেসব মন্দিরে প্রণাম টনামের বাধ্যবাধকতা থাকে সেখানে ঢুকি না, যেগুলোতে নেই সেই মন্দিরগুলো ঢুকে দেখি। মসজিদ বা গির্জাতেও ঢুকে দেখে থাকি। নিজে বাড়ি কিনেছি গৃহপ্রবেশের ধার দিয়েও যাই নি প্রবল চাপ সত্ত্বেও। গাড়ি কিনেছি গাড়িওলারা নারকেল গাঁদার মালা মিহ্টির বাক্স নিয়ে রেডি ছিল। বাক্স খুলে মিষ্টি ওদেরকেই খাইয়ে বাকিগুলো প্রত্যাখ্যান করে চলে এসেছি।

    কিন্তু কথা হল 'আচার বিচা' কি নিজের কথা কিছু বলবেন টলবেন?
  • dc | 132.164.42.75 | ২৫ এপ্রিল ২০১৮ ১০:৫৫376862
  • গৃহপ্রবেশ নিয়ে তো আমি একটা লম্বা চ্যাপ্টার লিখে ফেলতে পারি ঃ(
  • | 144.159.168.72 | ২৫ এপ্রিল ২০১৮ ১১:০৭376863
  • আম্মো। :-(
  • lcm | 109.0.80.158 | ২৫ এপ্রিল ২০১৮ ১১:২৪376864
  • গৃহপ্রবেশ করেছি, মানে গৃহতে প্রবেশ করেছি।
    এক সাউথ ইন্ডিয়ানের বাড়িতে গৃহপ্রবেশের নেমতন্নে গেছিলম, সে কি অবস্থা ভেতরে, আগুন-টাগুন জ্বালিয়ে ধোঁয়াময়। যাই হোক, কপালে ওয়াইফাই সিম্বল আঁকা তামিল পুরোহিত-এর ফি নাকি ১০০০ ডলার - সাংঘাতিক অথেন্টিক পুরোহিত। রেট শুনে তো আমার বিষম উঠে মুখ থেকে রসম ছিটকে আসার মতন অবস্থা।
  • | 144.159.168.72 | ২৫ এপ্রিল ২০১৮ ১১:২৭376865
  • কপালে ওয়াই ফাই সিম্বল আঁকা!!
    :-)))))) ল্যাদোশ মাইরি!
  • hu | 83.58.28.165 | ২৫ এপ্রিল ২০১৮ ১১:৩২376866
  • আমার বাড়িতেও গৃহপ্রবেশ হয়নি। তবে সে নিয়ে কোন গল্প নেই। মা এবং শাশুড়ী খুঁতখুঁত করছিলেন। তাঁদের বলা হয়েছিল ইচ্ছে হলে তাঁরা মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে পারেন। সেটা তাঁরা করেছিলেন কিনা জানি না। তবে আমার বাড়িতে সবাই মিলে খাওয়াদাওয়া ছাড়া আর কিছু হয়নি। নিজেদের মধ্যে খুব একটা চাপও খেতে হয়নি এর জন্য। যাঁরা নেমন্তন্ন খেতে এসেছিলেন তাঁরা অনেকে শুধিয়েছিলেন পুজোটা কবে হল। তবে সেটা কোন ব্যাপার না।
  • hu | 83.58.28.165 | ২৫ এপ্রিল ২০১৮ ১১:৩৩376868
  • এতবার "তবে" লিখেছি কেন কে জানে!!
  • dc | 132.164.42.75 | ২৫ এপ্রিল ২০১৮ ১১:৩৪376869
  • হেঃ হেঃ সাউথ ইন্ডিয়ানদের গৃহপ্রবেশ নিয়ে তো এলসিএমদা কিছুই জানেননা দেখছি, আর নাতো ওটা দুনম্বরি পুরুত :d

    সাউথ ইন্ডিয়ানদের গৃহপ্রবেশের সব্থেকে ইমপর্ট্যান্ট ব্যাপার হলো, বাড়িটার মধ্যে একটা গরু ঢোকাতে হবে। মানে একটা জলজ্যান্ত গরু। আর সবথেকে শুভ ব্যাপার হলো, যা হলে গৃহপ্রবেশে আসা সকলে বাড়ির মালিক/মালকিনকে ধন্য ধন্য করবে, তা হলো গরুটার হিসি বা হাগু করা। গৃহপ্রবেশের সময়ে গরু যদি বাড়ির ভেতর হাগু/হিসি করে তাহলে বাড়ির মালিক গর্বে সাড়ে ছাপ্পান্ন ইঞ্চি বুক করে সবাইকে বলবেন, আমার গৃহপ্রবেশ সার্থক হলো, এই বাড়ি আমার জন্য অত্যন্ত শুভ। আর যদি গোরুটা হাগেও না আর মোতেও না, তাহলে মালিক শুকনো মুখ করে ঘুরে বেড়াবে।

    তাহলে এবার যথার্থ প্রশ্ন হলো, ফ্ল্যাটের মধ্যে কিকরে গোরু ঢোকায়? উত্তরঃ লিফতে করে। পুরুত আর তার দলবল মিলে গোরুটাকে গায়ে হাত টাত বুলিয়ে লিফটে করে ওপরের ত্লায় নিয়ে যায়, করিডরে সকলে মিলে দাঁড়িয়ে থাকে, আর গোরুটা এদিক ওদিক দেখে ফ্ল্যাটে ঢুকে যায়। তারপর অপেক্ষা।

    এসব আমি নিজে দেখেছি। বিশ্বাস না হয় তো যেকোন সাউথ ইন্ডিয়ান বন্ধুকে জিগ্যেস করে দেখবেন।
  • T | 121.65.61.14 | ২৫ এপ্রিল ২০১৮ ১১:৩৭376870
  • কাউকে মানি না, কিচ্ছু না। নাম্বার দেয়নি যখন মানতে যাব ক্যানো। বাড়ির লোকজন মানে, তো সে আর কী করা যাবে। আমি বিয়েবাড়ি মানি শুধু।
  • dc | 132.164.42.75 | ২৫ এপ্রিল ২০১৮ ১১:৩৮376872
  • এবং আমার বাড়িতে গৃহপ্রবেশে প্রথমে প্রস্তাব এসেছিল যে সাউথ ইন্ডিয়ান পুরুত আনা হবে। সে শুনে আমি বলেছিলাম ওই বাড়িতে আমি আর কখনো ঢুকব না, অন্যত্র ভাড়া করে থাকব। তাতে আমার ঘাড়ে দায় চেপেছিল যে বাঙালি পুরুত খুঁজে বার করতে হবে। আর সে করতে গিয়ে ম্যাড্রাস কালিবাড়ি থেকে আমায় বাঙালি পুরুত খুঁজে আনতে হয়েছিল। গৃহপ্রবেশ নিয়ে চ্যাপ্টার কেন, চাইকি উপন্যাস লিখে ফেলতে পারি।
  • hu | 83.58.28.165 | ২৫ এপ্রিল ২০১৮ ১১:৩৮376871
  • আরেকটা কথা তবে লিখেই যাই। এখানে যতজনই লিখুন, তাতে কিছু এসে যায় না। এনারা নেহাতই সংখ্যালঘু। আর উপমহাদেশের সংস্কৃতির সাথে ধর্মাচরণ যেভাবে অঙ্গাঙ্গী জড়িত তাতে ধর্মাচরণ রহিত জীবনচর্যার বহুল প্রচলন দেখতে পাবো এমন আশা করি না।
  • dc | 132.164.42.75 | ২৫ এপ্রিল ২০১৮ ১১:৪৭376873
  • আরেকটুও লিখিঃ ম্যাড্রাস কালিবাড়িতে যখন প্রথম গিয়ে খোঁজ করলাম, তখন সেখান থেকে তো একজন সিনিয়ার পুরুতকে বলা হলো। তারপর সে ভ্দ্রলোকের সাথে কথা শুরু হলো। খানিক পর তিনি আমার হাতে কার্ড দিয়ে বললেন আমি পুরুতগিরিতে পিএইচডি। দেখি কার্ডে লেখা কি একটা পিএইচডি ডিগ্রি, ব্র্যাকেটে কি যেন লেখা ছিল, এখন ভুলে গেছি। তা তখন কিছু বলিনি, তবে ঠিক করে রেখেছিলাম এই চান্স ছাড়বো না।

    তারপর ঠিক হলো ওনাকে কালিবাড়ি থেকে গাড়ি করে আমার বাড়ি নিয়ে আসব, আবার ফেরত নিয়ে যাবো। গৃহপ্রবেশের দিন উনি এলেন, পুজো টুজো হলো (গোরু বাদ দিয়ে)। মাকে ভালোমতো হাত করলেন, আরও কিসব পুজো টুজোর ব্যাপারেও কথা হলো। তারপর আমি আবার গাড়ি করে ফেরত নিয়ে যাচ্ছি। এই যাওয়ার পথে পিএইচডি ডিগ্রি নিয়ে এমন খুঁচিয়েছিলাম যে আর কখনো উনি আমাকে ফোন করেননি :d
  • | 144.159.168.72 | ২৫ এপ্রিল ২০১৮ ১১:৪৮376874
  • আরে এই লিফটে করে গরু তুলে ফ্ল্যাটে নেওয়া ও পরে নামানো নিয়ে একটা নিদারুণ মজার প্রত্যক্ষদর্শীর অভিজ্ঞতা ব্যাং লিখেছিল। কিন্তু সে ফেবুতে লিখেছিল।
  • lcm | 109.0.80.158 | ২৫ এপ্রিল ২০১৮ ১১:৫১376875
  • হা হা, এটা তো জানতাম না
  • dc | 132.164.42.75 | ২৫ এপ্রিল ২০১৮ ১১:৫২376876
  • তাহলে সেটা এখানে পোস্ট করে দিন, যদি উনি আপত্তি না করেন তো।

    মাইরি, লাইফে কোনদিন ভাবিনি লিফটে করে গোরু ওঠানো দেখতে হবে। আর সেটা কিন্তু আবার জোরাজুরি না, গোরু নিজের ইচ্ছায় উঠবে। তবে আমি দুয়েকটা পাজি ছোঁড়ার সাথে কথা বলে জেনেছি ওই পার্টটুকুতে কারসাজি থাকে, পুরুত নাকি গৌটাকে টুকটাক এদিক ওদিক কাল মুলে আর ন্যাজ টেনে ঠিক গন্তব্যে নিয়ে যায়। আর যদ্দুর মনে হয় আগে থেকে এক জালা জল খাইয়ে আনে।
  • b | 135.20.82.164 | ২৫ এপ্রিল ২০১৮ ১২:১০376877
  • জোলাপ-ও খাওয়াতে হবে।
    আর বাঙালী আচ্চা ইত্যাদির ব্যাপারে যাবুঝেছি, জাতের গুণে আমরা সব কিছুতেই শর্ট কাট-মানে মূল্য ধরে দেই।

    এ ব্যাপারে আমার বড়দাদু সবচেয়ে সেরা। শেষ বয়সে ধম্ম কম্মের দিকে মন দিলেন। ঠাকুরকে জল দেওয়ার গুরু দায়িত্ব ওনার ওপরে পড়লো। কিন্তু প্রসাদে মিছরি দেখলে ওখান থেকেই চেঁচামেচি করতেন। কারণ, দাঁত নাই, তাই আর মিশ্রি খাওন জায় না। ক্যান, কিশমিশ দিতে কি হইসিলো। ইত্যাদি।

    অমার ঠাকুমা মন দিয়ে কথামৃত পড়তেন। কিন্তু কথামৃত পাঠ আর এক গাদা নাতি নাতনি শাসন এক সাথে চলতো। ফলে এরকম কেস হত। বলরামকে ঠাকুর তুলিয়া ধরিয়া গদগদ শব্দে কহিতে লাহিলেন "ছোটন, তুই যদি বারান্দায় সাইকেল চালাইস তর হাত পাও ভাইঙ্গা দিমু"। বলরাম চোখের জলে ভাসিতে ভাসিতে বলিলেন, "ঠাকুর ...বাগানে গরু, বাগানে গরু, গেট বন্ধ কর"
  • T | 121.65.61.14 | ২৫ এপ্রিল ২০১৮ ১২:১৯376879
  • :)))
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন