এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আচার আচরণ


    অন্যান্য | ২৪ এপ্রিল ২০১৮ | ১০৫৭৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 109.0.80.158 | ২৫ এপ্রিল ২০১৮ ১২:২০376880
  • হা হা
  • T | 121.65.61.14 | ২৫ এপ্রিল ২০১৮ ১২:২০376881
  • ডিবস। এইটে আমি কোনো একটা গল্পে ঝেড়ে দেব।
  • | 144.159.168.72 | ২৫ এপ্রিল ২০১৮ ১২:২৭376882
  • :-))))
    অ্যাই দ্যাখো! আমি ভাবলাম ঝাড়ব । তা টি ব্যটা ঝাড়ার জন্য তক্কে তক্কে থাকে।
  • র২হ | 132.172.220.162 | ২৫ এপ্রিল ২০১৮ ১২:৩৬376883
  • আমি প্রথমে ভাবলাম বাগানে গোরু সত্যিই কথামৃতের অংশ ঃ)

    এমনিতে আমি সবই মানি টানি, মানে কেউ বলল বিনা আপত্তিতে অংশগ্রহণ করে থাকি। কলকাতার ফ্ল্যাটে গৃহপ্রবেশের পুজোও হয়েছিল। ছোকরা পুরুতমশাই আবার কট্টর বামপন্থী।

    কিন্তু আমার সব বন্ধুদের ধারনা আমি পাঁড় নাস্তিক। তো এই যেমন বন্ধুর বাড়ি পুজো হল, অঞ্জলি ইত্যাদি দিলাম না, কিন্তু শান্তিজল দেওয়ার সময় হাতজোড় করে দাঁড়ানোতে সবার মুখে একটা ক্রূর হাসি ফুটে উঠলো।

    আসলে তা নয়, আমি নিতান্ত যখন যেমন। এই তো সেদিন কৈলাশহরে কি অসম্ভব সুন্দর একটা রাধাকৃষ্ঞের মন্দিরে গেলাম। নিশ্ছিদ্র অন্ধকার হাইওয়ের ধারে সম্পূর্ন নির্জন মন্দির, তমাল গাছে মানতের লাল কাপড় বাঁধা, বৃদ্ধ সেবায়েত।
    চরণামৃতটাও কি ভালো স্বাদ।
  • সিকি | ২৫ এপ্রিল ২০১৮ ১২:৫৩376884
  • এক) কিন্তু এর পরেও তামিলরা লরেনপার্টিকে ভোট দেয় না? কালো বেলুন দেখায়? গরু নিয়ে এত আদিখ্যেতার পরেও? ক্যানোও?

    দুই) এই টপিকে তো আগে একাধিক টই ছিল। নতুন খোলার কী দক্কার হল?
  • T | 165.69.191.252 | ২৫ এপ্রিল ২০১৮ ১২:৫৯376885
  • হা হা হা, সাত মিনিটের ব্যবধানে আমি জয় ছিনিয়ে নিয়েচি। বি দা ভেটো দিয়ে দিলে গ্যালো অবশ্য। :)
  • র২হ | 132.172.220.162 | ২৫ এপ্রিল ২০১৮ ১৩:০১376886
  • ধার্মিক মানেই বিজেপি, এটা ক্রাফটেড, বিজেপি নিজেই করেছে, আরেসেস ভিএইচপি এদের সহায়তায়, বামরাও এই জিনিসটা খেয়ে নিয়ে নিজের পায়ে কুড়ুল মারছে। ডিসোসিয়েট করার চেষ্টা করা যেত, সেটা হয়নি, বা চোখে পড়েনি।

    নিজেও দেখেছি প্রবল ধর্মপ্রাণ তামিল যুবক, উদার ও সমদর্শী। কিন্তু তাদের কপালে ভষ্ম দেখে আমরা জাজমেন্টাল হই।
  • dc | 132.164.42.75 | ২৫ এপ্রিল ২০১৮ ১৩:১২376887
  • তামিলরা কিন্তু অত্যন্ত ধর্মপ্রান, গৌপ্রেমী আর ভেজ। মানে একটা বড়ো অংশ। আমি নাস্তিক তামিলও দেখেছি, গোরুখোর তামিলও দেখেছি, কিন্তু তারা এক্কেবারেই মাইনরিটি। কিন্তু তার পরেও তামিলরা বিজেপিকে ভোট দেয়না, কারন এখানে রিজিওনাল পলিটিক্স আর জাতপাতের পলিটিক্সের দাপট খুব বেশী। সেখানে বিজেপি খুব একটা সুবিধে করতে পারছে না। আর আম্মা যদ্দিন ছিলো তদ্দিন কড়া হাতে আরেসেসের অনুপ্রবেশ আটকে দিয়েছিল, তবে এখন তলে তলে আরেসেস প্রভাব বিস্তার করছে। এই ট্রেন্ড চলতে থাকলে বিজেপির ভোটও বাড়তে শুরু করবে। উল্টোদিকে, পরের বার ক্ষমতায় আসবে ডিএমকে (বিজেপি সেটা আটকানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু পারবে না)। যদ্দুর মনে হয় স্ট্যালিন আর আন্নাও আরেসেসকে আটকাবে।
  • dc | 132.164.42.75 | ২৫ এপ্রিল ২০১৮ ১৩:১৪376888
  • র২হ এর সাথে একমত। তামিলদের মধ্যে গোঁড়ামিও আছে আবার শান্তিতে সহাবস্থানের অভ্যাসও আছে। আর বিজেপিকে বেশীরভাগই অনুপ্রবেশকারী পার্টি হিসেবে দেখে।
  • Ekak | 11.39.136.146 | ২৫ এপ্রিল ২০১৮ ১৩:৪৫376890
  • আমি সবকিচু বিস্বেশ করি। হান্চি ,কাশি ,ভগোবান ,ভুত অনলাইন প্রেম, লাল লীল আঙ্গটি ,ইতুপুজো মানে স অ অ অ ব।

    একটু গায়েগতরে,সেক্সি দেবী বা লম্বা চওড়া দেবোতা গুলোকে হেবি ভাল্লাগে।
  • r2h | 132.172.220.162 | ২৫ এপ্রিল ২০১৮ ১৩:৪৮376891
  • এই যে বন্ধুর বাড়ি পুজোর কথা বললাম, দুর্গা পুজো, তো এখানকার পুরুতটিও খুব ইন্টারেস্টিং। এঁর নাম জয়দা, দক্ষিণ কলকাতার লোক। অবৃত্তি করতে ভালোবাসেন, নিজেও কবিতা লেখেন। অষ্টমীর পুজোর এঁকে শেষে দুচার কথা বলতে বলা হলো, কথকতা টাইপ কিছু হবে এরকম ধারনা করে। তা তিনি একটি কি ধর্মীয় গল্প বলে অবৃত্তির দিকে চলে গেলেন, যা করলেন তার মধ্যে একটি হলো, কি যেন কবিতাটা মনে পড়ছে না, খুবই পরিচিত, সেই যে স্কুলের ফুটবল কোচ বলছেন মাঠটাকে বড় কর। নিজের লেখাও করলেন, দ্রৌপদী এবং সীতার কাহিনীতে পিতৃতান্ত্রিক ষড়যন্ত্র ইত্যাদি। আরো কি কি আবৃত্তি করেছিলেন খুব মনে নেই, কিন্তু দুর্গাপুজার মন্ডপে দাঁড়িয়ে পুরোহিতে কাছে এই কবিতাগুলো ঠিক প্রত্যাশিত ছিল না, আমার কাছে।
    কথাবার্তা হলো, নিজেকে বামপন্থী বলে ঘোষনা করেন, এই বাজারে মর্মাহত। ভাস্কর হতে চেয়েছিলেন, কিছু বছর লড়ে গিয়ে সুবিধে করতে না পেরে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর পুরুত হয়েছেন।

    তা, লোকের বিশ্বাস কাজে লাগিয়ে জীবিকা উপার্জন ভালো কি মন্দ এইসব খুব ভ্যালিড তর্ক। কিন্তু রাজনৈতিক অ্যাফিলিয়েশন বা বিদ্বেষের রাজনীতিতে সাবস্ক্রিপশন, এইসবের সোজা হিসেব করে ফেলতে গেলে খুব ভুল হবে, আর সেই ভুলটা অহরহ হচ্ছেও।
  • r2h | 132.172.220.162 | ২৫ এপ্রিল ২০১৮ ১৩:৫০376892
  • ও হ্যাঁ, দেবেশ ঠাকুরের ভারতবর্ষ।
  • r2h | 132.172.220.162 | ২৫ এপ্রিল ২০১৮ ১৩:৫২376893
  • আর ছড়িয়েছি, স্কুলের ফুটবল কোচ নয়

    "খেলার মাঠের প্রান্তে দাঁড়িয়ে শুনেছি
    নঈমউদ্দিনের তদারকি চিৎকার-
    ‘বিজয়ন- আকিল- কুলজিৎ - বাইচুং-
    মাঠটাকে আরও বড়ো কর’ –"
  • b | 135.20.82.164 | ২৫ এপ্রিল ২০১৮ ১৪:০১376894
  • দেখুন, সব আছে। বিশ্বাস না হলে মহেশ বা হরিনাথকে জিজ্ঞেস করুন।
  • একক | 11.39.136.146 | ২৫ এপ্রিল ২০১৮ ১৪:১৩376895
  • আমাকে একজন বোলেচে কালো ষান্ড় এর ন্যাজ এর চুল মাদুলি করে পড়লে নাকি মেয়ে ভাগ্য খুলে জাবে। কিন্তু ষান্ড়ের মেজাজ দেকে ন্যাজে হাত দিতে সাহস পাচ্চি নে
  • র২হ | 233.186.30.102 | ২৫ এপ্রিল ২০১৮ ১৪:৩২376896
  • কালো ষাঁড় খুঁজে পাওয়াও সোজা না। ষাঁড়গুলো কেমন ধূসর পাটকিলে মত।
  • শিবাংশু | ২৫ এপ্রিল ২০১৮ ১৪:৪৬376897
  • এ জীবনে বার তিনেক স্বোপার্জিত গৃহপ্রবেশ, বার দশেক স্বোপার্জিত গাড়িপ্রবেশ(দুই চাকা/ চার চাকা) করেছি। কদাপি কোনও গড বা গডের চ্যালা বা হলুদ, সিঁদুর, আমপাতা, গোবর আদি পবিত্র মহাজাগতিক পদার্থসকল ট্র্যাঞ্জাক্শনের মধ্যে ছিলনা।

    ঠাকুর স্বপ্নেও কিস্যু বলেননি। সামনে তো দূরের কথা। লরেন কি আমাকে মেনে নেবে?
  • de | 69.185.236.57 | ২৫ এপ্রিল ২০১৮ ১৫:১০376898
  • গৃহ-গাড়ি কোন প্রবেশেই কিস্যু করিনি প্রবেশ ছাড়া -

    বি এর লেখাটা পড়ে আমার হেঁচকি উঠে গেলো - ঃ))
  • | 144.159.168.72 | ২৫ এপ্রিল ২০১৮ ১৫:২৮376899
  • আমাদের কোন্নগরে একটি নিকষ কালো ষাঁড় ছিলেন, নাম তাঁর রামু। যৌবনের তেজে প্রচুর সাইকেল রিকশাকে গুঁতিয়ে উল্টেছেন বলে কথিত। রিকশাচালক ও তার আরোহীদের কথা না বলাই ভাল। ফলতঃ একটি শিং আধখানা ভেঙ্গে যায় ও অন্য শিঙটিও কালক্রমে ফাঙ্গাস আক্রান্ত হয়। তো রামু বিভিন্ন দোকানে ঘুরে তোলা তুলে বেড়াতেন। ফলের দোকানে আপেল ছাড়া নয় কিছু দেবার চেষ্টা করলে সেই ফলের ঝুড়ির কপালে বিশাল দুঃখ বরাদ্দ থাকত। মিষ্টির দোকানে তিনি কিন্তু নোনতাই খেতেন কেবল। কচুরি ছোলাড্ডাল, শিঙাড়া নিমকি ছাড়া বিশেষ কিছু তাঁর মুখে রুচত না। শুনেছি মাঝেমধ্যে ক্ষমাঘেন্না করে বালুশাইও নাকি খেতেন। চপের দোকানেও ফুলুরি বিশেষ পqছন্দ করতেন, মুদীর দোকানে লেড়ো বিস্কুট।

    তা তিনি দেহ রেখেছেন। নাহলে একককে কোন্নগরে পাঠানো যেতে পারত।
  • dc | 132.164.42.75 | ২৫ এপ্রিল ২০১৮ ১৫:৩৮376901
  • কালো ষাঁড়ের ন্যাজের চুল?! তার চাইতে তো ঘ্যাঁঘাসুর এর ন্যাজের পালক ছেঁড়া সহজ ছিল!
  • sm | 57.11.195.230 | ২৫ এপ্রিল ২০১৮ ১৮:০১376902
  • পুজো, আচ্চা,আচার অনুষ্ঠান ধর্ম পালন সবকিছুর ই দরকার আছে।
    মানুষ গোষ্ঠী বদ্ধ জীব।ধর্ম মানুষকে ন্যায় -নীতির অনুশাসনে বাঁধে। ন্যায় -অন্যায় এর বোধ দেয়। নতুবা পুরোটাই জন্তু জানোয়ারের জীবন হয়ে যায়।
    আজকের দিনে যাঁরা নাস্তিক, তাদেরও ন্যায় অন্যায় বোধ টুকু ধর্মেরই দান।
    অবিশ্যি,কু সংস্কার পরিত্যাজ্য।
  • cm | 113.205.212.19 | ২৫ এপ্রিল ২০১৮ ১৮:২৩376903
  • আপনারা মোবাইলে অ্যাপ আপডেট করার সময় গোটা ব্যাপারটা বুঝে করেন? যদি না করেন তাহলে জানবেন যে যুগে আছেন সে যুগের আচার ঠিকই খাচ্ছেন। সত্যযুগের আচার কি আর খাদ্য আছে যে খাবেন!
  • | ২৫ এপ্রিল ২০১৮ ১৮:৫৮376904
  • হ্যাঁ বুঝে করি বা করি না। অনেক কিছু অ্যাপ দিয়ে ব্যবহার করিও না।
  • cm | 113.205.212.19 | ২৫ এপ্রিল ২০১৮ ১৯:২০376905
  • মানে অ্যাপটা জেনুইনলি আপডেটেড হচ্ছে কিনা সেটা বোঝা যায়? কি ভাবে? শিখিয়ে দিন। আমার প্রতিবার ভয়ানক অস্বস্তি হয়।
  • Atoz | 161.141.85.8 | ২৫ এপ্রিল ২০১৮ ২৩:০০376907
  • কথামৃতের মাঝখানে, " বাগানে গরু বাগানে গরু, গেট বন্ধ কর।"

    ওরে বাবা রে ওরে বাবা রে হি হি হি হি ঃ-)
  • Hmm | 125.97.128.108 | ২৫ এপ্রিল ২০১৮ ২৩:০২376908
  • যাঁরা এই মানিনা ঐ মানিনা এসব বললেন, তাঁরা দয়া করে একটা ব্যক্তিগত ব্যাপার মানে বিয়ের তারিখটা একটু শেয়ার করবেন??
  • Atoz | 161.141.85.8 | ২৫ এপ্রিল ২০১৮ ২৩:০৩376909
  • কৃষ্ণের অষ্টোত্তর শতনাম নেবার মালা জপতে জপতে সংসারের নানা নির্দেশ দেবার এরকম গল্প আগে শুনেছি। ঃ-)
  • Atoz | 161.141.85.8 | ২৫ এপ্রিল ২০১৮ ২৩:০৭376910
  • আরে সেই এয়োকামানো থেকে আরম্ভ করে সুবচনীর গল্প পর্যন্ত বিয়ের আচার নিয়ে একটা টই ছিল না? সেটা কোথায়?
  • sm | 57.15.17.251 | ২৫ এপ্রিল ২০১৮ ২৩:২৬376912
  • বিয়ের তারিখ তিথি তো দূর অস্ত, কে কে বিয়ের আচার অনুষ্ঠান মানেনি , বললেই ভিড় পাদলা হয়ে যাবে।
    তখন সব্বাই, বাপ মায়ের সু বাধ্য সন্তান হয়ে যাবে। বাবা মা চেয়েছিল তাই; নয়তো আমি....
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন