এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মে দিবসের ভাবনা ২০১৯

    Souvik
    অন্যান্য | ০১ মে ২০১৯ | ৮৭৫৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 232312.174.676712.144 | ০২ মে ২০১৯ ১৭:০৮382525
  • কল্লোলদা কাটিয়ে দেন, কখনো দেখা হলে আড্ডা মারা যাবে বরং ঃ-)
  • Ekak | 340112.124.566712.80 | ০২ মে ২০১৯ ১৭:৫২382526
  • কল্লোলদা, প্রশ্নের উত্তর এড়িয়ে গেলে হবে কেন :))

    আবার বলছি : ৮ এর জায়গায় ৪ ঘন্টা কাজ হলে যদি মাইনে এবং এলায়েন্স হাফ হয়ে যায় তাহেল কোনো রিসোর্স রাজি হবে কেন ?

    আর যদি সেম স্যালারি এন্ড এলায়েন্স রাখতে হয় তাহলে প্রোডাকশন কস্ট অনেক বেড়ে যাবে । সেটা করতে কেন কোনো কোম্পানি রাজি হবে ?

    একে "বামেদের মতো ভাবনা " বলেনা । ফিজিবিলিটি ভেবে কথা বলা বলে :) একটা মডেল দিলে -সেটা তো আগে ফিসিবল হতে হবে নাকি ।

    সবচে হাস্যকর হলো : এই মুহূর্তে মে দিবসে ওয়ার্কিং আওয়ার কে অর্ধেক করা যে প্রায়োরিটি সেটা কিভাবে ঠিক হল ? হাই স্কিল্ড যবে সত্যি অত যোগ্য লোক বেকার আছে নাকি ?

    প্রচুর যোগ্য বেকার আছে যেসমস্ত যবে সেখানে অলরেডি শিফটিং সিস্টেম চালু হয়ে গেছে । হাফ শিফট কাজ করলে হাফ পয়সা । প্রাইমারি ইস্কুল থেকে গেঞ্জি কারখানা ---সব এই মডেলের ধারকাছ দিয়ে চলছে অনেকদিন হলো ।

    আমার আদৌ মনে হয়না - আধুনিক যুগে আরবান সেটাপে কাজের ঘন্টা কমানোর বিশেষ কোনো প্রায়োরিটি আছে । বরং কাজের জায়গার পরিবেশ ও ফেসিলিটিকে কিভাবে উন্নত করা যায় - কিভাবে একজন মানুষ কাজের জায়গাতেই থেকে বাচ্চা সামলানো থেকে খাওয়া ঘুমানো সব সারতে পারেন সেটা দেখা দরকার । অফিসকে কমিউনিটিসেটাপ হিসেবে দেখা জরুরি । দুপুরে দুঘন্টা গ্যাপ থাকা জরুরি । কেও ঘুমুবে -কেও অফিসেই সিনেমা রুমে সিনেমা দেখবে । কেও ক্রেশে গিয়ে নিজের বা অন্যের বাচ্চাদের সময়দেবে । এতে অফিসের কর্মীদের মধ্যে অনেক বেশি বন্ডিং ও হবে যেটা ওয়ার্কিং আওয়ার কমিয়ে থাউক কাজের লোকের মতো ট্রীট করলে একেবারেই সম্ভব না । আমার এগুলো প্রায়োরিটি । এতে প্রোডাক্টিভিটি বাড়বে । প্রডাক্টিভিটির অনেক ওরকম সরল ঐকিক নিয়ম না ,যে একটা লোক দশ ঘন্টা -আর দশটা লোক এক ঘন্টা -দুইই এক :))
  • কল্লোল | 785612.40.4567.113 | ০২ মে ২০১৯ ১৮:২৪382527
  • আর যদি সেম স্যালারি এন্ড এলায়েন্স রাখতে হয় তাহলে প্রোডাকশন কস্ট অনেক বেড়ে যাবে । সেটা করতে কেন কোনো কোম্পানি রাজি হবে ?
    আমর প্র্থম পোস্টেই লিখে দিয়েছি- এর ফলে, রোজগেরে মানুষের সংখ্যা দ্বিগুন হয়ে যাবে। অর্থাৎ চাহিদা দ্বিগুন হবে, অর্থাৎ বাজার দ্বিগুন বাড়বে, অর্থাৎ বিক্রি দ্বিগুন হবে। এতে আরও তিনটে ব্যাপার হবে - ১) লাভ বাড়বে, ২) উৎপাদন বাড়াতে হবে। উৎপাদন বাড়া মানে আরও শিল্প বা বিদ্যমান শিল্পের প্রসারণ। ৩) উৎপাদন ও বিক্রি বাড়ার দরুণ দাম কমবে।
  • কল্লোল | 785612.40.4567.113 | ০২ মে ২০১৯ ১৮:২৮382528
  • আর "ওদের" Rজই অর‌্যন না হওয়ার ব্যাপার নেই। রাজি করাতে হবে।
  • র২হ | 342323.176.90045.191 | ০২ মে ২০১৯ ১৯:৩৮382529
  • আমি একটা বিষয়ে চিন্তায় পড়ে গেলাম - পঞ্চাশ লাখ বেতন না হলে কি সমাজ আর আজকাল মেনে নিচ্ছে না?
  • PT | 340123.110.234523.24 | ০২ মে ২০১৯ ২০:১৪382530
  • আম্মো!!
    কাল থেকে মুখে চুণ-কালি মেখে তব্বে বাড়ি থেকে বেরোব বলে ঠিক করে ফেলেছি।
  • sm | 2345.110.565612.184 | ০২ মে ২০১৯ ২১:১৫382531
  • ফনী কে এন আর সি একটে আটকানো যাবে?
  • S | 2390012.156.561223.1 | ০২ মে ২০১৯ ২২:০২382532
  • পঞ্চাশটা একটা প্লেস হোল্ডার। ওর মানে হলো আশ্চর্য রকমের একটা বড়সড় বেতন।

    গুরুতে ওর থেকে কম লিখতে ভয় পাই। এখানে একসময় অনেকেই বলেছিলো যে আইটিতে নাকি আজকাল হামেশাই ঐধরনের মাইনে পত্র পাওয়া যাচ্ছে।
  • sm | 2345.110.565612.184 | ০২ মে ২০১৯ ২২:৪২382533
  • এটা কেউ কেউ বলেছিল বটে।তা,পঞ্চাশ লাখ বছরে বড় কিছু এমাউন্ট নয় তো!ট্যাক্স থাকবে।
    কলকাতাতেই ভালো ফ্ল্যাট দু কোটির আসে পাশে।
    বাড়ি তৈরি করার কথা ছেড়েই দিলাম।
    একটা মাঝারি মানের গাড়ির দাম 14 -15 লাখ টাকা।
    কোন একবার হাসপাতালে ভর্তি হলে 6 -7লাখ নিচিন্তে পকেট থেকে বেরিয়ে যাবে।
  • কিন্তু | 56900.199.6723.249 | ০২ মে ২০১৯ ২৩:১৫382535
  • পকেট থেকে বেরোবে কেন? যে কোম্পানি ৫০ লাখ দেবে তারা সাধারণত ভাল ফ্যামিলি হেলথ ইনস্যুরেন্সও দেবে। আর পঞ্চাশ লাখ টুমাচ। খুব উঁচু লেভেলের ম্যাঞ্জার না হলে পঞ্চাশ লাখ দেয় না। এ কি মামারবাড়ির আব্দার নাকি!
  • কিন্তু | 56900.199.6723.249 | ০২ মে ২০১৯ ২৩:১৮382536
  • আর কলকাতায় সত্তর আশি লাখেও খেলিয়ে থাকার মত ফ্ল্যাট পাওয়া যায়। সবাই বড্ড বাড়িয়ে লিখছে।
  • dc | 670112.208.1278.152 | ০২ মে ২০১৯ ২৩:২১382537
  • আর ইয়ে, চোদ্দ পনেরো লাখে ক্রেটা অটোমেটিক পাওয়া যায়, যা কিনা যথেষ্ট ভালো মানের গাড়ি।
  • PT | 340123.110.234523.17 | ০৩ মে ২০১৯ ০০:১৫382538
  • "একটা মাঝারি মানের গাড়ির দাম ১৪ -১৫ লাখ টাকা।
    কোন একবার হাসপাতালে ভর্তি হলে ৬ -৭লাখ নিচিন্তে পকেট থেকে বেরিয়ে যাবে।"

    কোন দেশে থাকেন ভাই?
  • র২হ | 342323.176.8945.23 | ০৩ মে ২০১৯ ০১:১৫382539
  • বড় ফ্ল্যাট দামী গাড়ি এসব হলে ভালোই হতো।

    তবে শস্তাগন্ডাতেও কাজ চলে যায়। ছোট বিল্ডার ফ্ল্যাট, সেকেন্ড হ্যান্ড গাড়ি (না থাকলেও চলে যায়, শখের ব্যাপার আরকি), তারপর গুরুতে এসে একটু রৈরৈ - এমন কী আর মন্দ জীবন।

    চিকিৎসার খরচ নিয়ে চিন্তা হয়, আর বাচ্চার পড়াশোনা। এইগুলি একটু নিয়ন্ত্রিত, একটু সরকারী হলে শান্তিপূর্ণ হয়।
  • S | 2390012.156.561223.1 | ০৩ মে ২০১৯ ০১:৪৪382540
  • আমি যখন ইন্জিনিয়ারিং পাশ করি, তখন আমি যে অন্চলে বাস করি সেখানে একটা দুকামরার ফ্ল্যাটের দাম ছিলো ৬-৭ লাখ মতন। আর আইটিতে ঢুকলে গড়ে ২ লাখ অ্যানুয়াল স্যালারী পাওয়া যেতো। এখন সেই ফ্ল্যাটের দাম হয়েছে ৪৫-৫০ লাখের মতন। এবারে হিসাব করুন।
  • lcm | 9006712.229.0112.212 | ০৩ মে ২০১৯ ০২:০২382541
  • বন্ধুগণ, ২০১৮-এর জানুয়ারি-নভেম্বরে টাইমফ্রেমে ভারতে সবথেকে বেশি বিক্রি হয়েছে যে গাড়ির মডেল সেটি হল মারুতি সুজুকি ডিজায়ার - তার দাম 5.5-8.5 লাখের রেঞ্জে। সুতরাং, গুজবে কান দেবেন না।
  • S | 2390012.156.561223.1 | ০৩ মে ২০১৯ ০২:০৭382542
  • আমার জীবনের আইডল মাল্য সাহাব ঃ)) বিনা শ্রমে সব সুখ চাই ঃ))
  • Atoz | 125612.141.5689.8 | ০৩ মে ২০১৯ ০২:৪৮382543
  • বিজয়মাল্য ---ভেবে দেখুন জন্মমাত্র নামকরণ হয়ে গেল, এত উপযুক্ত নাম! নাম যিনি রেখেছিলেন, রীতিমতন দ্রষ্টা। ঃ-)
  • Atoz | 125612.141.5689.8 | ০৩ মে ২০১৯ ০২:৫২382544
  • আর এই ব্যাটা প্রোমোটাররা। বলদ চড়িয়ে পয়সা করছে নাকি? এইরকম অদ্ভুতভাবে ফ্ল্যাটের দাম বাড়িয়ে বাড়িয়ে বলদ ও ছাগলদের বেচে তো তেনারা লাল হয়ে গেল! কোনো নিয়ন্ত্রণ নেই? কোনো প্রশ্ন নেই? দিনে ডাকাতি । অবশ্য গোটা দেশই যখন ডাকাতদলের হাতেই সুশাসিত হচ্ছে, তখন আর---
  • Amit | 340123.0.34.2 | ০৩ মে ২০১৯ ০৪:৫৮382546
  • কল্লোলদা, আপনি যে চার ঘন্টার কাজের আইডিয়া দিচ্ছেন, সেটা কি আদৌ রিয়ালিস্টিক ? যেখানে ইনফরমাল সেক্টরে মিনিমাম স্যালারি টাই এখনো একটা মাইন এজেন্ডা হিসেবে দাঁড় করানো গেলো না বামপন্থী দের দ্বারা, বাড়ির কাজের লোক, ড্রাইভার দের মিনিমাম স্যালারির কথা আসলেই শিক্কিত মধ্যবিত্তরাই সবার আগে হই হই করে ওঠেন যেন সব রসাতলে গেলো, ছোটোলোকেরা আবার বেশি স্যালারি পাবে কি করে, সেখানে চার ঘন্টা কাজের প্রস্তাব, অর্ধেক স্যালারি, অর্ধেক বেনিফিট করলে সেই প্রস্তাবে কে সাড়া দেবে ? বাম নেতারাই সবার আগে পালাবেন।

    বামপন্থী আন্দোলন ইন্ডিয়াতে এখনো মিডল ক্লাস নেতা নেত্রী রাই দখল করে আছেন। তারা গরিব মানুষের কথা শুধু মুখে বলেন, কাজে করেন না। নিজের বাড়ির কাজের লোকের ঘন্টা বা ছুটির অধিকারের কথা তাদের মাথায় আসে না, সকালে চা না পেলে তারা বাড়ি মাথায় করেন, কিন্তু কৃষক আত্মহত্যা নিয়ে তারা সরব। এর মানে এই নয় যে কৃষক আত্মহত্যা ইসু নয়, কিন্তু ওই যে "চ্যারিটি বেগিনস এটি হোম"- সেটা আর হয় না।

    আরো আছে। এতো IT আউটসোর্সিং এর কাজ যে ইন্ডিয়াতে আসে, লো কস্ট টাই মেজর কারন, ইফ নট অনলি ওয়ান। যদি ডাবল ওয়ার্ক ফোর্স রাখতে গেলে খরচ বেশি হয়, ওদের ব্যবসা গুটিয়ে অন্য দেশে নিয়ে যেতে দু সপ্তাও লাগবে না। আজকাল টেকনোলজি, ক্যাপিটাল, মানপোয়ার সব ই মোবাইল। ওই ট্যাক্স রেভিনিউ পালিয়ে গেলে সরকার তো মুখ থুবড়ে পড়বে।
  • S | 458912.167.34.76 | ০৩ মে ২০১৯ ০৫:২২382547
  • এখন কি নিয়ম? ৮ ঘন্টা? সেটা কি কেউ মানছে?
  • Atoz | 125612.141.5689.8 | ০৩ মে ২০১৯ ০৫:৪৭382548
  • টোয়েন্টিফোর সেভেন । দুনিয়ায় নিয়ম তো একটাই। ঃ-)
  • sm | 2345.110.565612.184 | ০৩ মে ২০১৯ ০৬:৪২382549
  • এরিয়া ভিত্তিক দাম?লিস্ট দিচ্ছি।99 একরস/ম্যাজিক ব্রিকস অনুযায়ী।মনে রাখবেন এগুলো ওই এরিয়ার এভারেজ দাম।অর্থাৎ হাই আর লো প্রোফাইল এরিয়ার মাঝামাঝি।
    আলিপুর 12000,সাদার্ন এভিনিউ 10000,কালীঘাট 9000,ভবানী পুর 9500,বালিগঞ্জ 10000,সল্টলেকে ও উল্টাডাঙ্গায় প্রায় 7500,নিউটাউন 6000,পার স্কোয়ার ফিট,ইত্যাদি।
    এবার একটি 1600 স্কোয়ার ফিট ফ্ল্যাট কিনলে কতো পড়বে?মনে রাখবেন এর ওপর যোগ হবে প্রায় 10 পার্সেন্ট রেজিস্ট্রেশন,মিউটেশন,লিগ্যাল ফি।
    জি এস টি আরো 12 পার্সেন্ট ধরুন।
    ওঃ, অতবড় লাগছে,ফ্ল্যাট?মোটেও না।মিনিমাম 35-40 পার্সেন্ট বাদ দিন।কার্পেট এরিয়া দাঁড়াবে1000 স্কোয়ার ফিটের কম।
    গাড়ি?
    স্করপিও,xuv 500,ইন্নভা, হিউন্ডাই ক্রেটা, হোন্ডা সিভিক,cr v, jeep, এগুলোর দাম ওই 15 লাখের কাছে বা বেশি।
    হ্যাঁ, অলটো, ডিজায়ার,ন্যানো,কুইড,santro, ইন্ডিগো,ইন্ডিকা, এগুলোকে ধরিনি।কারণ এগুলো সস্তার মডেল।
    যাঁরা, বিদেশে থাকেন ও এই লেভেলে আই টি সেক্টর বা অন্যত্র কাজ করেন,তাঁরা কি মডেল এর গাড়ি চাপেন?
    আর ফ্ল্যাট বেহালা,রাজারহাট,জোকা, গড়িয়া এসব অঞ্চলে কিনবেন?কিনুন না।একটু স্বস্তায় পড়বে।
    আমার উল্লিখিত অঞ্চলগুলো ভেরি মাচ কলকাতাতেই।ওখানে নয় অবাঙালী ,ব্যবসায়ী,এনারা থাকবেন। কুনো,অসুবিধে নাই।
    এর পর ছেলে মেয়ে পড়াশোনার খরচা ধরবেন।
    আমেরিকায় উচ্চ শিক্ষার পাঠাতে গেলে 60-70 লাখ।
    দেশে ডাক্তারি,প্রায় কোটির কাছে।
    কম্পিউটার ইঞ্জিনিয়ারিং,ওই 60 -70।
  • Atoz | 125612.141.5689.8 | ০৩ মে ২০১৯ ০৬:৫৪382550
  • আর তারপরে চিন্তা করুন এইগুলো সব গিয়ে হরে দরে গোলেমালে হরিবোলে কাদের পকেটে ঢুকছে?
    ঃ-)
  • sm | 2345.110.565612.184 | ০৩ মে ২০১৯ ০৭:১১382551
  • সপ্ত কোটি সন্তানেরে, রেখেছো বাঙালী করে---
  • Ela | 230123.142.6789.220 | ০৩ মে ২০১৯ ০৮:৪০382552
  • @র২হ ও পিটি, চিন্তা কইরেন না। ৫০ লাখের অনেক কম মাইনে পাওয়া লোকের সমাজটা আরও অনেক বড়, আসুন আমরা সেইখানে মিশি।

    মে দিবসের লেখালিখি শেষপর্যন্ত বাড়ি-গাড়ির দামে এসে না ঠেকলেই ভাল লাগবে। বিশেষ যেখানে এই নিয়ে লেখার অধিকারী এতজন উপস্থিত। তবে মতামত ব্যক্তিগত ও চাইলে অগ্রাহ্য করুন।
  • PT | 340123.110.234523.7 | ০৩ মে ২০১৯ ০৮:৫২382553
  • উফ! বাঁচালেন।
  • sm | 2345.110.565612.184 | ০৩ মে ২০১৯ ০৮:৫৮382554
  • আরে পিটি বাবু বিনয় করছেন।ঢাকুরিয়া অঞ্চলে নিজস্ব বাটি।সন্নিহিত ক্ষুদ্র কিছু জমি জায়গা।
    রসায়নে পন্ডিত ব্যক্তি।অল্প কিছু পেটেন্ট এর অধিকারী মাত্র।
    কৃষ্ণ, রাখাল হলে কি হবে,রাজার ছেলে ছিল।
  • Ela | 230123.142.6789.220 | ০৩ মে ২০১৯ ০৯:১১382555
  • আমি কিন্তু একদমই বিনয় করছি না, এসেম। ঃ)
  • lcm | 900900.0.0189.158 | ০৩ মে ২০১৯ ০৯:২০382557
  • বন্ধুগণ,
    একদম গুজবে কান দেবেন না। এই নিন তথ্য -
    Annual income of more than Rs. 5000000 places you in the top 0.007%
    প্রতি ১০০ জনের মধ্যে ১ জনও নয়।
    ঠিক তথ্য যাচাই করে নেবেন, সই মিলিয়ে নেবেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন