এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • মে দিবসের ভাবনা ২০১৯

    Souvik
    অন্যান্য | ০১ মে ২০১৯ | ৮৭৫৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 458912.167.34.76 | ০৩ মে ২০১৯ ০৯:২২382558
  • সেকি লসাগুদা। এখানকার সব আইটিওয়ালারা একসময় বলেছিলো যে তারা সব এই মাইনেই পায়।
  • sm | 2345.110.565612.184 | ০৩ মে ২০১৯ ০৯:২৪382559
  • এই দেখুন,কল্লোল বাবুর প্রতিপাদ্য 4 ঘন্টা কাজ করলে,প্রোডাক্টিভিটি বাড়বে,কষ্ট অফ প্রোডাক্ট কম হবে,কর্ম সংস্থান বাড়বে।যদিও আমি উল্টো মত পোষণ করি। (তা,সহমত কার সঙ্গেই বা হয়
  • lcm | 900900.0.0189.158 | ০৩ মে ২০১৯ ০৯:২৫382560
  • তারা সব ঐ 0.007% এর মধ্যে। কলকাতায়।
  • sm | 2345.110.565612.184 | ০৩ মে ২০১৯ ০৯:২৭382561
  • কিন্তু,বাড়ী, গাড়ি নিয়ে আমার ছড়ানো গুজবটা একটু খতিয়ে দেখলেন,lcm বাবু?
    এটা কলকাতা কেন্দ্রিক।মুম্বাই,দিল্লি,লুরুর মতো মোটা আভিজাত্যের শহরকে ধরিনি।
  • lcm | 900900.0.0189.158 | ০৩ মে ২০১৯ ০৯:৪২382562
  • খতিয়ে দেখার আর কি আছে। পার্ক স্ট্রিটের কাছে 'দ্য ফর্টি টু' তে ফ্ল্যাট বিক্রি হচ্ছে - ষোলো কোটি থেকে দাম শুরু। সেটাও কলকাতায়। বাইপাসের ওপর ট্রাম্প টাওয়ারে ফ্ল্যাট বিক্রি হচ্ছে - ৩ কোটি থেকে শুরু। সেটাও কলকাতায়। এটা কলকাতা কেন্দ্রিক। তাও তো ধরুন টোকিও, সিঙ্গাপুর বা হংকং-এর মতন মোটা শহরকে ধরি নি।

    মে দিবস টা এই থ্রেডে গুজব দিবস হয়ে গেল।
  • sm | 2345.110.565612.184 | ০৩ মে ২০১৯ ০৯:৫৪382563
  • আরে না না।এসব কিছুই গুজব নয়। বেতন নিয়ে আমি কিছু কমেন্টও করিনি।আমি কর্পো র লোকও নই।
    কথা হলো,কলকাতার মতো শহরে এই সব ফ্ল্যাট,গাড়ী হু হা বিকোচ্ছে। নিত্য নতুন ফাইভ স্টার হোটেল খুলছে। নিশ্চয় উপভোক্তা আছে।
    আর গড়পড়তা বাঙালীর কেমন মাইন্ডসেট তৈরি হয়েছে দেখুন।
    বালিগঞ্জ,ভবানীপুর,সল্টলেক,হাজরা,ঢাকুরিয়া,এসব অঞ্চলে ফ্ল্যাট কিনে থাকা যেন বড়সর অপরাধ।
    গড়পড়তা বাঙালির অভীষ্ট হবে রাজার হাট, বেহালা,জোকা,পাটুলি,গড়িয়া,উত্তরপাড়া,ডানকুনি,বারাসাত এসব জায়গা।
    গাড়ি কিনলে ওই অলটো, ইন্ডিকা,টু হুইলার এসব।
    মানে কর্পো বাঙালীর দৌড় ওই টু হুইলার থেকে লোনে ডিজায়ার অবধি, ব্যাস।
    এর পর স্বপ্নে দেখাও অপরাধ এবং না, মুমকিন।
  • | 670112.193.564512.168 | ০৩ মে ২০১৯ ১০:০৭382564
  • Name: S

    IP Address : 458912.167.34.76 (*) Date:03 May 2019 -- 09:22 AM

    সেকি লসাগুদা। এখানকার সব আইটিওয়ালারা একসময় বলেছিলো যে তারা সব এই মাইনেই পায়।

    --
    বড়এস মিথ্যে কথা বলছেন। একেবারে নীচেন্দ্র লেভেলের মিথ্যে।
  • PT | 340123.110.234523.7 | ০৩ মে ২০১৯ ১০:১২382565
  • "ঢাকুরিয়া অঞ্চলে নিজস্ব বাটি"
    গুজব ছ্ড়াবেন না। ওটি পিতৃব্যের। যেখানে আমার থালা-বাটি সেখান থেকে গড়িয়া, গীতাঞ্জলী, কবি নজরুল ইত্যাদি, সাইকেল রিক্সার দূরত্ব। সেখানে ৩৫০০ টাকা স্কোয়ার ফুটে দিব্য ফেলাট মিলছে। আর আমার সহকর্মীরা আনন্দের সঙ্গে ৮-১০ লাখের গাড়ি চড়েন। দু একটি ন্যানো ও একটি BMW (৪৫ লাখ?) আছে কিন্তু সেগুলো ব্যতিক্রম। সম্প্রতি কয়েকটি ভিটারা ব্রেজাও দেখছি-ওগুলো বোধহয় ১০-১২ লাখের মধ্যেই পাওয়া যায়।

    বিধিসম্মত সতর্কীকরণ (যাতে আরো গুজব না রটে)ঃ
    আমার কোন গাড়ি নাই। মাসিক ভাড়ায় রিক্সা (এদানিন টোটো) চড়ি। তবে সেটিও ব্যতিক্রম।
    ওঃ! আমার কোন পেটেন্ট নাই।
  • S | 458912.167.34.76 | ০৩ মে ২০১৯ ১০:১৩382566
  • এখানেই বলা হয়েছিলো যে আইটিতে এইসব স্যালারি হামেশাই দেওয়া হচ্ছে। আমি আইটি ইন্ডাস্ট্রি অনেকদিন ছেড়ে দিয়েছি বলে জানিনা। যখন এইসব ঢপ মারে লোকে, তখন একটু ভেবে মারা উচিত যে পরে সেই ঢপ ফিরে এলে অন্যকে মিথ্যাবাদী বলা ছাড়া আর কোনও উপায় থাকেনা।
  • S | 458912.167.34.76 | ০৩ মে ২০১৯ ১০:১৫382431
  • আর এইসব ঢপ ছড়িয়ে যখন নিজেদের বড় দেখানোর চেষ্টা চলছিলো, তখন অনেকে সেটা মিথ্যা জেনেও চুপ করে বসে মজা দেখছিলো। আজকে তারা লাফিয়ে পরে অন্যকে মিথ্যাবাদী বলতে চলে এসেছে। যত্তসব ফালতু ওয়ার্থলেস লোকজন।
  • sm | 2345.110.565612.184 | ০৩ মে ২০১৯ ১০:২১382432
  • আরে পিটি,হালকা লেগ পুলিঙ্গ করছিলাম।আপনি বিদ্বান ব্যক্তি।বিদ্যাই আপনার প্রপার্টি।তাঁর দামই বিলিয়ন ডলার।
    ভালো থাকুন।
  • lcm | 900900.0.0189.158 | ০৩ মে ২০১৯ ১০:২৪382433
  • আহা বড়েস, সবাই পায় এমন হয়ত বলে নি, বা বলতে চায় নি। আর ওরকম বলে, যে আজকাল সবাই ৫০ লাখ মাইনে পায়, মাসে মাসে লক্ষ লক্ষ টাকা আয় না হলে সংসার চলে না। ওগুলো কথার কথা। বলতে চায় যে আগের চেয়ে বেশি মাইনে পায়।
  • কল্লোল | 011212.225.5623.32 | ০৩ মে ২০১৯ ১০:৩৬382434
  • অমিত। ৪ঘ্ন্টা শিফটের দাবী রিয়েলিস্টিক কিনা? আমার কাছে তো অবশ্যই রিয়েলিস্টিক।
    কিন্তু এই প্রশ্নটা উঠছে কেন?
    আরও একটা প্রশ্ন উঠছে - কর্পোরেট কি মানবে?
    আসলে আমাদের (মানে, নানা প্রকার ভারতীয় বামেদের) এখন এমন দশা যে মানুষের আন্দোলন গড়ে তুলে "ওদের" ঘাড় ধরে মানানোর ঝঞ্ঝাটে না গিয়ে, এমন দাবী তোলা যেটা "ওরা" মেনে নেবে।
    রিয়েলিস্টিক কি না, সেটা ১৯০৪সালের লেবার ইতিহাস দেখুন। তখন ৮ঘন্টার দাবীও আনরিয়েলিস্টিক মনে হবে।

    অন্য প্রসঙ্গে বলি।
    এই যে ঈশেন লিখেছে - দেশভাগ তো আর আমাদের মত নিয়ে হয় নি। তাহলে সেটা মানার দায়ও আমাদের নেই।
    এমনিতে ভাবলে আনরিয়েলিস্টিক। কিন্তু তাই কি?
    এটাও তো বাংলায় মনুষের আন্দোলন গড়ে তোলার একটা বিষয় হতেই পারে। কিন্তু ঐ যে - "ওরা মানবে কি?" এই চক্করেই কাৎ। মানবে কি নয় মানাতে হবে।
    পারবো কি পারবো না, সেটা অন্য বিষয়। তাবলে দাবীটা তুলবো না?
    দুনিয়ায় সব আন্দোলনই কি জয়যুক্ত হয়?
    ১৯০৫ সালে রাশিয়ার বিপ্লব প্রচেষ্টা ব্যর্থ হয়েছিলো। তো?
    চে বলিভিয়াতে ব্যর্থ। তো?
    ৬০এর দশকে ফ্রান্সের ছাত্র আন্দোলন কি "সফল"? তো?
  • | 453412.159.896712.72 | ০৩ মে ২০১৯ ১০:৫৪382435
  • ও আচ্ছা খার মেটাচ্ছেন? তা বেশ। এখন আবার গালাগালিও করছেন তাও আবার ভাববাচ্যে । করুন করুন।

    কিন্তু আপনার স্টেটমেন্ট
    "এখানকার সব আইটিওয়ালারা একসময় বলেছিলো যে তারা সব এই মাইনেই পায়।"
    সম্পূর্ণ মিথ্যা।

    আমায় গালি দিয়ে সেটা সত্যি হবে না তো। আপনি ঘুরিয়ে পেঁচিয়ে এমনভাবে বলছেন যাতে আজ হঠাৎ কেউ গুরু পড়তে এলে ভাববে আমিই এরকম বলেছিলাম আর এখন 'লাফিয়ে পড়ে মিথ্যেবাদী বলছে' -- শুধু এই ঘুরি পেঁচিয়ে ধারণা তৈরীর চেষ্টাটই বেশ অসৎ।

    আমি তো বলিই নি, আমার চেনাশোনা আইটিওলারাও কেউ নিজেরা পায় এমন বলে নি।

    আর হ্যাঁ তাতে আপনার খুব হিমসে হয়েছিল সেটাও এই গালির বহর দেখে বুঝলাম।

    নিন আবার তেড়ে আসুন।
    :-D
  • sm | 2345.110.565612.184 | ০৩ মে ২০১৯ ১০:৫৪382436
  • ধরা যাক মালিকপক্ষ কে মানানো হলো।উৎপাদন বেড়ে গেলো।কষ্ট অফ প্রোডাক্ট কমে গেলো।এ পর্যন্ত গপ্পো ঠিক ঠাক চলছে।
    কিন্তু উৎপাদন এমন বেড়ে গেলো যে কেনার ক্রেতা পাওয়া যাচ্ছে না।স্টক দিনকে দিন জমছে।
    রপ্তানি ও হচ্ছে না।কারণ ধনী দেশরা আমদানি কমিয়ে দিয়েছে ও চীন,কোরিয়া এদের সঙ্গে কম্পিটিশনে পারা যাচ্ছে না।
    তখন কি হবে?
    একের পর এক কারখানা বন্ধ হবে?
    কর্মসংস্থান শিকেয় উঠবে।তাঁর দায় কে নেবে?
  • lcm | 900900.0.0189.158 | ০৩ মে ২০১৯ ১০:৫৮382437
  • ৮ ঘন্টার কাজের হিসেব - এটা একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড হয়ে গেছে অনেক কারণে। যেমন, উত্তর গোলার্ধের অনেক দেশে খুব ঠান্ডা, যখন দিন ছোট তখন দিনের আলোর মধ্যে কাজ সেরে বাড়ি ফিরে যাওয়ার জন্য ৮ ঘন্টার কাজের সময় সুবিধাজনক। স্কুল কলেজে দৈনিক পঠনপাঠনের সময় ৫ ঘন্টা আদর্শ, তার সঙ্গে শিক্ষকদের তৈরি হবার সময়, টিফিন বা রেসেসের সময় সব ধরলে সেক্ষেত্রেও আট ঘন্টা কার্যকরী। এই সব নানা কারনে, ৮ ঘন্টা স্ট্যান্ডার্ড দাঁড়িয়ে গেছে।
  • S | 458912.167.34.76 | ০৩ মে ২০১৯ ১১:০১382438
  • আমি এখন আইটিওয়ালাদের অনেক উপরে উঠে গেছি। ঐসব কয়েক লাখের মাইনেতে আমার হবেনা। আমি শুধু মাল্যসাহেবকে হিংসে করি। একজন ব্যান্কওয়ালাকে জোগাড় করে কয়েকশ কোটি লোন নিয়ে বিদেশ চলে যাবো। আর সেখান থেকে নিশ্চিন্তে গুরু করবো। এই আমার জীবনের স্বপ্ন।
  • sm | 2345.110.565612.184 | ০৩ মে ২০১৯ ১১:০৭382439
  • বড় এস,আমাকে পার্টনার করবেন?আমি রাজি।
  • sm | 2345.110.565612.184 | ০৩ মে ২০১৯ ১১:১৪382440
  • Lcm, এর এই পোস্ট তা খুব গুরুত্ব পূর্ন।এই জন্যই ওনাকে এতো মান্য করি।
    এই আট ঘন্টার স্ট্যান্ডার্ড টি পশ্চিমের দান।ব্রিটেন একটি আদর্শ দেশ।ধরুন 9 -5 টা। সূর্য্যের আলোই বলুন বা উষ্ণতা,বছরের অধিকাংশ দিন ওই টুকু সময় মোটা মুটি এভাইলেবল থাকে।শীত আর গ্রীষ্মে সময় 1 ঘন্টা এধার ওধার করা হয়।
    আমাদের দেশ গ্রীষ্ম প্রধান দেশ।
    এখানে ঐ প্রচন্ড গরমে দুপুর বেলার চেয়ে সন্ধ্যে বেলার কাজ কর্মে, লোকজনের আগ্রহ বেশি থাকে।
    তাই,সকাল 9 -12টা ব সন্ধ্যে 6-9টা এই দুই শিফটে অফিস,বাজার ব্যাংক খোলা রাখা উচিত।
    সুতরাং মোট কাজ দাঁড়ালো 6 ঘন্টা।
    এবার দু শিফটে আলাদা আলাদা লোক কাজ করবে না একই ব্যক্তি,সেটা নিয়ে বিতর্ক চলতেই পারে।
  • Amit | 340123.0.34.2 | ০৩ মে ২০১৯ ১১:১৫382442
  • হা, কয়েকশো কোটি নিয়ে পালতে পারলে আমিও সঙ্গে আছি :) । তবে UK - তে নয়, ওখানে কোর্ট গুলোকে আর ভরসা করা যাচ্ছে না। এমন দেশে পালাতে হবে যেখানে কেও খোঁজ ও নেবে না।

    কিন্তু শুধু গুরু করলে কি করে হবে, অত কোটি টাকা ওড়ানোর মতো এন্টারটেইনমেন্ট ও তো চাই।
  • lcm | 900900.0.0189.158 | ০৩ মে ২০১৯ ১১:৩০382443
  • এখন যে ৪ বা ৬ ঘন্টার কাজের কথা হচ্ছে, সেটা অন্য - -

    যন্ত্রায়নের ফলে কর্মীর প্রয়োজন যদি কমে যায়, তার মানে এই নয় যে উৎপাদন কম হচ্ছে, বরং যান্ত্রিক রোবট আরও নিঃখুতভাবে উৎপাদন বাড়াচ্ছে। লাভ যেমন হচ্ছে তেমনই হচ্ছে, এবং বাড়ছে। এদিকে প্রত্যেক কর্মীর ৮ ঘন্টা ধরে করবার মতন কাজ নেই। তাহলে, লোক ছাঁটাই না করে, একই সংখ্যক কর্মী রেখে শুধু প্রত্যেকের কাজের সময় কমিয়ে দিলে - সবার কাজও রইল, কোম্পানির প্রোডাকশন বাড়ল, লাভও বাড়ল - সব মিলিয়ে শান্তিপূর্ণ সমাধান।

    সুইডেন, নরওয়ে - ইউরোপের নর্ডিক দেশগুলির কয়কেটি এ নিয়ে চিন্তাভাবনা শুরু করছে।

    যন্ত্রায়নের অন্য দিক আছে যেটি খুব ঝামেলার - আজকের এখানকার রেডিও-তে শুনছিলাম, যে ইউএসএ-তে যান্ত্রিক রোবট চালিত ফ্যাক্টরিতে বছরে ১০০ কোটি টি-শার্ট তৈরি হবে, এরকম হতে থাকলে কিন্তু গ্লোবাল লেবার মার্কেটে তার প্রভাব পড়বে, এবং সেটা কাজের ঘন্টা অ্যাডজাস্ট করে ম্যানেজ করা যাবে না।
  • কল্লোল | 011212.225.5623.32 | ০৩ মে ২০১৯ ১১:৫৮382444
  • এসএম। উৎপাদন কি জ্যান্তো প্রাণী নাকি যে না চাইলেও বেড়ে যাবে?
    "কিন্তু উৎপাদন এমন বেড়ে গেলো যে কেনার ক্রেতা পাওয়া যাচ্ছে না।" এই লাইনটার কোন মানে হয় কি? উৎপাদন বাড়ানো/কমানো তো কোংদের হাতে।
    লসাগু।
    হ্যাঁ, এটা একটা পয়েন বটে। যন্ত্রায়ন এমন জায়গায় পৌঁছালো যে আদৌ মানুষের শ্রম লাগছেই না। সেক্ষেত্রে সেই উৎপাদিত পণ্য কিনবে কে? শুধু কর্পোর কত্তারা?

    তাহলে ইউনিভার্সাল বেসিক ইনকাম চালু করতে হবে।
  • sm | 2345.110.565612.184 | ০৩ মে ২০১৯ ১২:১৬382445
  • কেন উৎপাদন বাড়ে না?আমেরিকা,জাপানে অনেক সময় শুনি গাড়ির উৎপাদন বেড়ে গেছে।
    চীনে তো প্রায় সব কিছুর ই উৎপাদন প্রচন্ড বেড়ে গেছে।
    ধরুন গিয়ে ক্রিসমাস গিফট আইটেম।জাহাজ ভর্তি করে করে ইউরোপ আমেরিকায় আসে।তা,তারা আমদানি যদি হটাৎ বন্ধ করে দেয় (করতেই পারে,এসেনশিয়াল কিছু নয়)তো,হাজার খানেক ছোট কারখানা চিনে বন্ধ হয়ে যাবে।
    টিভি,ফ্রিজ,মোবাইল সব কিছুতেই উৎপাদন লাগাম ছাড়া।
    ভারতেই আই টি ইন্ডাস্ট্রি যে কোন দিন বসে যেতে পারে।
    নরডিক দেশের সঙ্গে ভারতের তুলনা হয়?
    সরকারী কর্মীদের ভারতে তুলনামূলক ভাবে অনেক বেশি বেতন দেওয়া হয়।এবার কাজের সময় কমিয়ে, চার ঘন্টা করে দু শিফটে লোক রাখলে তো সরকার ভুট্টি ভুটাঙ্ হয়ে যাবে।
    এদিক টাও তো ভাবতে হবে।
  • Ela | 230123.142.6789.145 | ০৩ মে ২০১৯ ১৩:২০382446
  • পার্কস্ট্রীট থেকে বাসে মিনিট পনেরোর দূরত্বে ৩৫০০ টাকা স্কোয়ার ফুটে ফেলাট মিলছে। আর জায়গার মাহাত্ম্য কী আর বলব, খোদ নবান্নর পাশে। অতএব গুজব ছড়াবেন না, গুজবে কানও দিবেন না।

    এবার আমিই টই বিপথে করছি, তাই চুপ করলাম। আপনারা বলুন, আমি শুনি।

    ৬ ঘণ্টা কাজের আইডিয়া বেশ লাগল, তবে ভারতে তো নিজে কাজ না করে লোককে খাটানোর একটা চালু প্রথা আছে, তাই ভাবছি। অবশ্য আমার দেখার বাইরে অনেক কিছুই আছে। আলোচনা চলুক।
  • S | 458912.167.34.76 | ০৩ মে ২০১৯ ১৩:৫৫382447
  • হাওড়ায়?
  • T | 342323.176.45.89 | ০৩ মে ২০১৯ ১৩:৫৫382448
  • লসাগুদাকে অভিনন্দন। :)
  • Ela | 230123.142.6789.145 | ০৩ মে ২০১৯ ১৪:৪৬382449
  • হাওড়া আবার কি, নবান্ন বলুন। নবজাগরণের নবান্ন। কপালে থাকলে বাড়ির ছাদ থেকে দিদিকে দেখতে পাবেন।
  • Amit | 9003412.218.7812.41 | ০৩ মে ২০১৯ ১৫:১৪382450
  • আচ্ছা, কলকতায় ছাদ থেকে দিদি কে দেখা গেলে বাড়ির দাম বাড়ে না কমে ?
  • Ela | 230123.142.6789.145 | ০৩ মে ২০১৯ ১৫:৫৯382451
  • অমূল্য হয়ে যায়। পরবর্তীতে সেই বাড়ি পীঠস্থান হয়ে যায়। তবে অবিশ্বাসীদের কপালে নেই, তারা রাজারহাটে ফ্ল্যাট কেনে।
  • Du | 237812.58.780112.136 | ০৩ মে ২০১৯ ২১:৫৫382453
  • মে দিবসের ভাবনা!!!!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন