এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • রাধাপ্রসাদ গুপ্ত ওরফে শাঁটুলবাবু

    ন্যাড়া লেখকের গ্রাহক হোন
    অন্যান্য | ০৯ আগস্ট ২০১৯ | ২০২১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ন্যাড়া | ০৯ আগস্ট ২০১৯ ০৯:১৯384446
  • বৈঠকি-ভঙ্গিতে বাংলা লেখা আমার খুব পছন্দের। সেই জঁরাতে রাধাপ্রসাদ গুপ্তমশাইয়ের, আমি যাকে বলে, মুগ্ধ পাঠক। শুধু যে লেখার ভঙ্গি তাইই নয়, সেই সঙ্গে বিষয় বৈচিত্র্য, পুরনো কলকাতা ইত্যাদি। ওনার মতন রকমারি বিদ্যের জাহাজ ও পড়ুয়া লোক তো আর মেলেনা! অনেকের ধারণা ফেলুর সিধুজ্যাঠা লোকটি আসলে শাঁটুলবাবুর আদলে তৈরি। দুঃখের বিষয় শাঁটুলবাবুর বইয়ের সংখ্যা তিন। এবং চটি। প্রথমদুটি তাও মোটাত্বে না হোক লম্বায়-চওড়ায় বড়সড়। শেষেরটি বটতলার আদলে সাইজেও ছোট। এ বইয়ের টাইটেল পেজটিও দেখবার মতন - বটতলা স্টাইল।

    রাধাপ্রসাদ গুপ্তর লেখা যে কারণে আমি বারবার পড়ি তা হল পুরনো বাংলা লব্জ ও শব্দের ব্যবহার। বাংলাভাষা বোধহয় শব্দ ব্যবহারে ছোট হয়ে আসছে। অনেক শব্দই আজকাল তার ইংরিজি বা হিন্দি সমশব্দ দিয়ে স্থানচ্যুত হয়েছে। কিছু শব্দ এমনকি আজকাল আর ব্যবহারই হতে শুনিনা। শিশি শব্দের জায়গায় বোতল প্রায় সর্বব্যাপী। ছিপি শব্দ তো শুনিই না। আমার ঠাকুমা কি বাবার মুখের অনেক শব্দও হাওয়া হয়ে গেছে। কী গেল তা নিয়ে আশা করি কাজটাজ হচ্ছে।

    রাধাপ্রসাদ গুপ্তর "স্থান কাল পাত্র" পড়তে গিয়ে সেরকম কতকগুলো চোখে পড়ল। যেমন 'জাঁকালো'। জাঁকালো মানে গেরেম্ভারি, imposing। রাধাপ্রসাদবাবু লিখেছেন, "... একটা জাঁকালো গোছের পুরনো তেতলা বাড়ির একতলার একটা বড় বসবার ঘর ..."। পড়লেই একটা ছবি পাওয়া যায়। লেখাটার নাম "জোড়া গির্জের নির্মল কুমার"। গির্জা ছেড়ে উত্তর-কলকাত্তাইয়া কজনই আর গির্জে উচ্চারণ করেন এখন? কিম্বা "জুতিয়ে" শব্দটা। "কমলাদা তাকে পিঠ চাপড়ে বললেন যে তিরিশে পাশ, সে জুতিয়ে পঞ্চাশ পাবেই পাবে।" এ ব্যবহার তো শোনাই যায় না। টিনের তলোয়ার নাটকেও খুব ভাল হয়েছে বোঝাতে "জুতো হয়েছে" বলে সংলাপ আছে। রাজশেখর বসু ও হরিচরণ বন্দোপাধ্যায় - দুজনেই এই ব্যবহার সম্বন্ধে ফেল মেরে গেছেন। বরং হালে প্রকাশিত (২০০৫) অভ্র বসুর "বাংলা স্ল্যাং - সমীক্ষা ও অভিধান" বইয়ে বিশেষণ হিসেবে চমৎকার মানে বোঝাতে "জুতো" আছে দেখছি। কিন্তু শাঁটুলবাবুর "জুতিয়ে"?

    সেই সঙ্গে আছে মোক্ষম লব্জের ব্যবহার। ট্যাঁক খালি অবস্থা বোঝাতে লিখছেন, "আমার তখন সব সময়ের মতো 'টিকে ধরাতে জামিন চাই' গোছের অবস্থা।" বা মুলক রাজ আনন্দ সম্বন্ধে লিখতে গিয়ে "এক ঘন্টার জন্যে ঠুলি পরে যাকে বলে চোখ মটকে নেওয়া" - মানে হাল্কা দিবানিদ্রা নিয়ে নেওয়া - যা আমি বাবাকেও বলতে শুনেছি। কেউ আর এখন শোনেন কি?

    তবে শাঁটুলবাবুর আসল গপ্প হল আর্বান উইট, যার কিছু কিছু ওনার বন্ধু কুমারপ্রসাদও লিপিবদ্ধ করেছেন। "আইনস্টাইনের 'বন্ধু'" লেখায় জনৈক হাঁদুবাবু অনুবাদের বই ছাপানোয় শাঁটুলবাবুর "এটা আবার কবে করলেন"-এর জবাবে বিখ্যাত "দেখুন বাঙালির ছেলে কলম ধরলেই গলগল করে ইংরিজি বেরোয়" এবং তৎসহ ইংরিজি-শিক্ষার গল্প যাকে বলে শাঁটুলবাবু তথা আর্বান, আড্ডাবাজ, এরিউডাইট অথচ মজারু বাঙালির সিগনেচার।

    ওই গলগল-করে ভদ্রলোকই বলেছিলেন - ছেলেবেলায় মাস্টারমশাই ট্রান্সলেশন করতে দিয়েছিলেন, সে পড়ে গেল। আমি লিখলাম, " He fell on the ground "। মাস্টারমশাই না কেটে ওপরে সরু নিব দিয়ে লিখলেন, " He measured his length against the ground "।

    কুমারপ্রসাদবাবু এনারই আরেকটা ট্রান্সলেশনের রেফেরেন্স দিয়েছেন রাধাপ্রসাদবাবুর কাছে শুনে, "ছেলেটির বয়ো:ক্রম ষোড়শ বর্ষ" হল " The boy has seen sixteen summers "। কুমারবাবু ভদ্রলোকের উক্তি শেষ করেছেন এই বলে, "সেই থেকে আমার ইডিওমেটিক ইংরিজির দিকে ঝোঁক"।

    এছাড়াও শাঁটুলবাবুর যে দুটো গল্প আমাকে বিশেষভাবে আকর্ষণ করে, তা হল "প্যারিস ও পটলডাঙ্গা" আর "একদিন রাত্রে"। প্রথমটিতে শাঁটুলবাবুর পড়াশুনো আর জানার পরিধির সঙ্গে সঙ্গে সহজে মস্তিষ্কের কোষ থেকে সেই জ্ঞানকে টেনে বের করে এনে সহজপাচ্য করে পরিবেশন করার এক আশ্চর্য ক্ষমতা দেখা যায়। দ্বিতীয়টি না পড়লে ও সম্বন্ধে বলে কিছু হবে না।

    আড্ডাবাজ শাঁটুলবাবু সম্বন্ধে কুমারপ্রসাদ লিখেছেন, "... একবার রাধাপ্রসাদ গুপ্ত (শাঁটুল) আজ থেকে আনুমানিক বছর চল্লিশ আগে দুপুরে খাওয়াদাওয়ার পর বালিগঞ্জে আমার বাড়িতে এলেন পণ্ডিতিয়া রোড থেকে। এসেই বললেন, "আর বলবেন না, কী মুশকিল মশায়, সাড়ে চারটের মধ্যে বাড়ি ফিরতে হবে, একটা ছোঁড়া পরতে আসবে শালকে থেকে।" যথারীতি ট্রাম স্টপেজে এগিয়ে দিতে গেলাম চারটে নাগাদ। সেখানে দাঁড়িয়ে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেল, উনি প্রায় শেষ ট্রাম ধরলেন রাত সাড়ে দশটায়!"

    এনারা সব গেলেন কোথায়?
  • # | 237812.69.453412.170 | ০৯ আগস্ট ২০১৯ ০৯:২৮384470
  • মজার কথা হল, কমলকুমার মজুমদার না থাকলে রাধাপ্রসাদ হন না। কিন্তু সেটা রাধাপ্রসাদের লেখায় কোথাও স্থূল বা সূক্ষ্মভাবেও এসেছে কি? সাবেক কলকাতার আড্ডার উইট ও লব্জ লেখার মধ্যে নিয়ে আসার কৃতিত্বের মধ্যে আড্ডাগুলোর স্বাতন্ত্র্যর দিকেও নজর রাখতে হবে কিন্তু।
  • ন্যাড়া | ০৯ আগস্ট ২০১৯ ০৯:৩৬384481
  • "কমলকুমার মজুমদার না থাকলে রাধাপ্রসাদ হন না" - এটা আরেকটু বিস্তারিত করে বলা হোক। কমলবাবু, মানিকবাবু, শাঁটুলবাবু প্রমুখদের কফি হাউজের লর্ডসের আড্ডার বাইরে।
  • সিএস | 237812.68.454512.54 | ০৯ আগস্ট ২০১৯ ১২:১৩384492
  • ন্যাড়াবাবু, রাধাপ্রসাদবাবুর 'মাছ ও বাঙালী', এ বই কোথায় পাই ?
  • কল্লোল | 236712.158.566712.135 | ০৯ আগস্ট ২০১৯ ১২:২৪384503
  • এই যে "জুতো হয়েছে" এটা আমি শুনি অজয় চক্রবর্তির মুখে। ওনার এক ছাত্র তার মায়ের রান্না মোচার ঘন্ট বা ওরম কিছু খাওয়াতে খুব খুশি হয়ে বল্লেন, "জুতো হয়েছে"। সে বেচারী বেশ ঘাবড়ে গেছিলো, আম্মোও। ভাগ্যিস ওনার কন্যা পুতুল ছিলো সেখানে। সে বিস্তারিত ব্যাখ্যা করে - বাবার খুব ভালো লেগেছে।

    এই "জুতো" কি খুব "জুৎএর" হয়েছে - এর কলকাত্তাই রূপ?
    অধিকারীজনে দুপহা ছাড়েন।
  • # | 237812.68.454512.192 | ০৯ আগস্ট ২০১৯ ১৩:৫৪384514
  • https://drive.google.com/open?id=1GkCEAO0JUDIC1-62vvQ_GNBTplMtRKMT

    160 MB কে 20 MB তে রিডিউস করে দিলাম। পড়তে অসুবিধে হবে না। ভারী কপি টা কেউ প্রসেস করতে চাইলে তবে তাকে দেওয়া যাবে।
  • অর্জুন | 237812.69.453412.140 | ০৯ আগস্ট ২০১৯ ২১:৩৬384525
  • আত্ম
    রাধাপ্রসাদ গুপ্ত খুব ইন্টারেস্টিং বিষয় কিন্তু আরেকটু গুছিয়ে লিখলে ভাল হত। ওর বিষয়ে আরো অনেক তথ্য দিয়ে সাজানো লেখা।

    ওদের বিখ্যাত আড্ডার কথা। সেই আড্ডায় আসতেন এক ফরাসী বাবু। 'বাবু' কারণ ফরাসী হয়েও তিনি পরিষ্কার বাংলা বলতেন, পরতেন ধুতি, পঞ্জাবী। সেই ফরাসী মানুষটি শুধুই একজন ভ্রাম্যমাণ বঙ্গ বন্ধু নন, একটি বিখ্যাত জার্মান আন্তর্জাতিক কর্পোরেট দুনিয়ার সর্বেসর্বা। একটা সময়ে পৃথিবীর ১০০ জন বড়লোকের একজন। এই রকম কর্পোরেট দুনিয়ার লোক হয়েও ৬০, ৭০ দশকে তিনি ও তার বাঙালিনী সহধর্মিণী বিভিন্ন দেশের কমিউনিস্ট নেতা ও কর্মীদের তাদের প্যারিসের বাড়িতে আত্মগোপনের সুযোগ দিয়েছিলেন কাউকে পরোয়া না করে। তার স্ত্রীও তার নিজের কাজের জন্যে খুব বিদগ্ধা, ঠাকুরবাড়ির কন্যা।

    এদের নিয়ে আমি বর্তমানে গবেষণারত তাই আর বিশেষ কিছু লিখছি না।

    ফরাসী সাহেব ফ্রান্সের একটি পত্রিকায় একবার কলকাতা নিয়ে একটি আর্টিকেল লিখেছিলেন এবং সেখানে কলকাতার কিছু অলি, গলি নিয়ে এমন তথ্য ছিল যা কলকাতাবাসীও জানতেন না। রাধাপ্রসাদ বাবুর খুব কাছের লোক ছিলেন এই ফ্র্যাংকো- বঙ্গ দম্পতি।
  • !! | 237812.69.453412.98 | ০৯ আগস্ট ২০১৯ ২২:০৫384536
  • এ মালটার স্কুলে সম্মান দিয়ে লিখতে শেখায় নি? ওর নয় ওঁর লিখতে হয়। ওদের নয় ওঁদের লিখতে হয়। ২৪ ঘন্টা আই- মি -মাইসেলফ আর অন্যদের সম্মান দিতে হাতে কুষ্ঠ হচ্ছে একেবারে।
    ভোঁদড় একটা।
  • অর্জুন | 236712.158.566712.233 | ০৯ আগস্ট ২০১৯ ২৩:০৩384547
  • এই মিঃ !! মাল

    আমি নাকি সুরে কথা বলিনা। ঠিক আছে??
  • naam | 236712.158.566712.233 | ০৯ আগস্ট ২০১৯ ২৩:৪৪384447
  • !!-এর পোস্ট অত্যন্ত রুচিহীন ও আপত্তিকর।

    তবে ওর/ওঁর- ব্যাপারটা নাকীসুরের নয়, ব্যাকরণের। ব্যাকরণগতভাবে সম্মানবাচক হলে চন্দ্রবিন্দু হয়, ওঁর, ওঁরা -এরকম।
  • ন্যাড়া | ০৯ আগস্ট ২০১৯ ২৩:৫৩384458
  • "রাধাপ্রসাদ গুপ্ত খুব ইন্টারেস্টিং বিষয় কিন্তু আরেকটু গুছিয়ে লিখলে ভাল হত। ওর বিষয়ে আরো অনেক তথ্য দিয়ে সাজানো লেখা।"

    লিখুন না, কে বারণ করেছে! এইজন্যেই এটা টই। গেঁতো ও ছিদ্রান্বেষী বাঙালি-সুলভ "অমুক করলে ভাল হত" না বলে সেটা করে ফেললেই হয়না?
  • অর্জুন | 237812.68.454512.228 | ১০ আগস্ট ২০১৯ ০০:০৬384462
  • 'এ মালটার স্কুলে সম্মান দিয়ে লিখতে শেখায় নি? ওর নয় ওঁর লিখতে হয়। ওদের নয় ওঁদের লিখতে হয়। ২৪ ঘন্টা আই- মি -মাইসেলফ আর অন্যদের সম্মান দিতে হাতে কুষ্ঠ হচ্ছে একেবারে।
    ভোঁদড় একটা।'

    সুরুচির পরিচয় !!!

    ইনি কে? এখানে নাম ভাঁড়িয়ে যা খুসী লেখা যায় বলে যে কেউ নিজের ব্যর্থতা আর হিংসা মেটাতে এখানে এসে মেসেজ করতে পারে নাকি?

    অ্যাডমিন কি বলে?

    হিম্মতে কুলোলে নিজের পরিচয় দিক।
  • অর্জুন | 237812.68.454512.228 | ১০ আগস্ট ২০১৯ ০০:০৮384463
  • সবার কপালে এলিট সংসর্গ, আভিজাত্য, কৌলীন্য জোটে না।

    সেটা অন্যের জুটলে হিংসা দ্বেষের বমি, হাগু না করে চুপচাপ শুনে যেতে হয়।

    তাহলে একটু হলেও প্রসাদ পাওয়া যায় ।
  • অর্জুন | 237812.68.454512.228 | ১০ আগস্ট ২০১৯ ০০:১৫384464
  • "অমুক করলে ভাল হত" তো বলিনি। বিষয়টা ইন্টারেস্টিং তো আগেই বলেছি। আপনি লিখছেন, ভাল লিখছেন, মনে হল রাধাপ্রসাদ বাবুর ব্যাপারে আরেকটু ডিটেলিং দরকার। তাই বললাম।

    @ ন্যাড়া বাবু
  • ন্যাড়া | ১০ আগস্ট ২০১৯ ০৭:০৩384465
  • বোঝো কান্ড - "আরেকটু গুছিয়ে লিখলে ভাল হত" লেখার পরেই ওজ্জুনবাবু বললেন '"অমুক করলে ভাল হত" তো বলিনি।' ইনি তো দিন কে রাত করতে পারেন।

    তা সে যাক, আমি একটু "এলিট সংসর্গ, আভিজাত্য, কৌলীন্য" সম্বন্ধে জানতে চাই। মাইরি বলছি খুব হাত কুটকুট না করলে চুপচাপ শুনে যাব।
  • | 236712.158.786712.67 | ১০ আগস্ট ২০১৯ ০৭:০৬384466
  • ন্যাড়া দা অনবদ্য।

    এনার সাথে এখনো আমার ব্যাটেবলে হয় নি। কিন্ত এবারে কলেজ স্ট্রীটে গেলে সংগ্রহ করবো।

    থ্যাঙ্কু
  • রিভু | 237812.68.8934.99 | ১০ আগস্ট ২০১৯ ০৭:৫৩384467
  • # কে অনেক ধন্যবাদ। ন্যাড়া বাবুকেও। রাধাপ্রসাদ গুপ্তের লেখা পড়িনি আগে। পড়ে ফেললুম।
  • বুড়া | 124512.101.89900.159 | ১০ আগস্ট ২০১৯ ১১:০১384468
  • ন্যাড়াবাবুর আলোচনার মূল সূত্র ধরে বলি, এই ধারার লেখক হিসাবে কল্যাণী দত্তের নাম থাকা উচিত। আমার জানা সকলেই তো বিগত, এই ধারার অনুগামী কেউ কি আছেন?
  • বুগু | 236712.158.566712.135 | ১০ আগস্ট ২০১৯ ১১:০৩384469
  • যার কিছু কনজারভ করার থাকে, সেই কনজারভেটিভ হয়।
  • T | 236712.158.786712.215 | ১০ আগস্ট ২০১৯ ১১:১৯384471
  • হ্যাঁ, এইটা খুব ইন্টারেস্টিং, মানে এই এলিট সংসর্গ ইত্যাদি। একটি রচনা য্যানো লেখা হয়। য্যানো নাম দেওয়া হয় 'এলিট সংসর্গ, আভিজাত্য, কৌলীন্য ও বড়িলাল'
  • Ela | 236712.158.566712.103 | ১০ আগস্ট ২০১৯ ১৩:০০384472
  • ও সমকালীন ব্রাহ্মসমাজ।
  • সিএস | 237812.69.453412.26 | ১০ আগস্ট ২০১৯ ১৪:১৭384473
  • # ধন্যবাদ। বইটা নামিয়ে ফেলে জানাবো, তার আগে যেন নেমে না যায়।
  • অর্জুন | 236712.158.786712.127 | ১০ আগস্ট ২০১৯ ২২:০১384474
  • এই টইতে আমি আর কোনো মেসেজ করব না কারণ I'm deeply hurt। I am seriously deeply hurt. কাল আমাকে একজন গালাগাল করে গেল সেটায় কেউ একটা প্রতিবাদও করল না (একজন সেই মন্তব্যকে আপত্তিকর বলেছেন কিন্তু আর কিছুনা) উল্টে আমাকে রিডিকিউল হতে হল।
  • | 236712.158.566712.233 | ১০ আগস্ট ২০১৯ ২৩:২৮384475
  • উউলি বাবালি বাবালি
    চন্দ্রবিন্দু লিখতে হাগুবমি বেরিয়ে যাচ্ছে কেউ আমার **য় হাত বুলিয়ে দিল না গো
  • abcd | 236712.158.786712.5 | ১১ আগস্ট ২০১৯ ০৪:৪০384476
  • কিন্তু ন্যাড়া বাসু নিজের বইয়ের লেখাটার থেকে দুএকটা প্যারাগ্রাফ কাটছাঁট করে এখানে তুলে দিলেন কেন? হোয়াট ইজ দ্য বিকজ?

    ফেরিওয়ালার ডাক, মাছ ও বাঙালি আর স্থান কাল পাত্র'র বাইরে শাঁটুল গুপ্ত'র প্রচুর প্রবন্ধ বহু জায়গায় ছড়িয়ে আছে, সেসব নিয়ে তাঁর রচনা সংকলন বেরুবে প্রতিবারই বইমেলার আগে শুনি, কিন্তু হয়না।
  • ন্যাড়া | ১১ আগস্ট ২০১৯ ০৭:০৮384477
  • তোর কাছে শাঁটুলবাবুর অগ্রন্থিত লেখা থাকলে চল পাব্লিশ করি। মানে কোন মহৎপ্রাণ পাবলিশারকে উদবুদ্ধ করি।
  • | 236712.158.786712.127 | ১১ আগস্ট ২০১৯ ০৭:৩৩384478
  • অর্জুন সব সময় প্রতিবাদ করা হয় না সে টা ঠিক কথা তবে সেটা সদ্বিচ্ছার অভাব নয় সময়ের অভাব।
  • abcd | 237812.69.453412.188 | ১১ আগস্ট ২০১৯ ০৭:৪০384479
  • sm | 236712.158.566712.135 | ১১ আগস্ট ২০১৯ ০৮:৪০384480
  • এই ১১.২৮ এ পোস্ট করা ব্যক্তি টি কে জানতে ইচ্ছে করে। হঠাৎ করে অর্জুনকে এমন ব্যক্তি আক্রমণ করলো কেন?
    ওই দাঁত ক্যালানে (যেটা ওর নিক) কি বলতে চাইলো সেটাই বুঝলাম ন। এতো চন্দ্রবিন্দু নিয়ে অবসেশনই বা কেন?
    চন্দ্র বিন্দু না দিয়ে লিখলে ওই দাঁতকেলানের এতো জ্বলছে কেন?
    প্রসঙ্গত,আমি চন্দ্রবিন্দু বেশি ইউজ করলাম না।
  • b | 237812.69.453412.170 | ১১ আগস্ট ২০১৯ ০৮:৫৭384482
  • অর্জুনবাবু আপনি তো অনেকদিন ধরেই শুধু কমেন্ট করেন। বড় করে কিছু লিখুন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন